নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী !!!\n\nমেইল করতে চাইলে: [email protected]

একজন আরমান

জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী!

একজন আরমান › বিস্তারিত পোস্টঃ

আমার ইডেন কলেজ দর্শন কিংবা একটি পরিক্ষা

০৭ ই মে, ২০১৩ রাত ১:৪৬

অগ্রণী ব্যাংকে পরিক্ষা দেবার নিমিত্তে দুপুরে জুম্মার নামাজ পড়িয়া লাঞ্চ সারিয়াই বাসা হইতে বাহির হইলাম।B-) ফাল্গুনের জন্য রোদের মাঝে ঠায় দাঁড়াইয়া অপেক্ষা করিয়া করিয়া যখন আষাঢ় শ্রাবণ চলিয়া আসিবার উপক্রম হইলো ঠিক তখন উইনারের দেখা পাইলাম। লাফ দিয়া উঠিয়া পরিলাম। অবাক হইলাম যখন উইনারে একটি সীট পাইলাম বসিবার জন্য ! B:-)(কেন বলিলাম যাহারা উইনারে রেগুলার যাতায়ত করিয়া থাকেন তাহারাই ভালো জানিবেন। ) ;)







চিল্লালিল্লিতে যখন ঘুম ভাঙ্গিল তখন দেখিলাম সিটি কলেজের সামনে।:-< ক'টা বাজে জানার জন্য পকেটে হাত দিতেই মনে পরিল মোবাইল বাসায় রাখিয়া আসিয়াছি আর হাত ঘড়িটা কিছু দিন আগেই ইন্তেকাল করিয়াছে।:| অজ্ঞতা এক ডিজুস ছেলেকে সময় জিজ্ঞেস করতেই এমন একটা ভাব ধরিলো যেন পৃথিবীর একমাত্র ঘড়িটিই তার হাতে আছে। ( মনে চাইছিল ঠাটায়া একটা চড় দেই, সময় স্বল্পতার কারণে আর হয়ে ওঠে নি )X(X((

যাই হোক জানিতে পারিলাম মাত্র ১৫ মিনিট বাকি আছে ৪ টা বাজিতে। ইডেন কলেজের সামনে বাস থামিতেই লাফ দিয়া পড়িয়া চায়ের দোকানের সামনে গিয়া দাড়াইলাম। মাথা ব্যাথার ঔষুধ (চা-টা) খাইতে থাকিলাম আর পর্যবেক্ষণ করিতে লাগিলাম।B-) সবাই দেখি কাউকে না কাউকে নিয়ে আসিয়াছে। নিজের কিঞ্চিত খারাপ লাগিলো, কিন্তু কিছুই করার নাই। /:)এক লোককে দেখিলাম একটা লেডিস ব্যাগ নিয়া বিরস বদনে বসিয়া রহিয়াছে। ;) সময় স্বল্পতার কারণে তাহাকে খোঁচাইতে না পারিবার দুঃখে কিঞ্চিত ব্যাথিত হইলাম। /:)







যাহা হউক দীর্ঘ প্রতীক্ষার প্রহর শেষে প্রবেশ করিলাম সেই ইতিহাস বিখ্যাত ইডেন কলেজে। B-))ভেতরে ঢুকিতেই দেখিলাম কিছু মানুষ জড়ো হইয়া কি যেন অবলোকন করিতেছে।:-B ভাবিলাম ইহারা বুঝি সাপ খেলা বা বায়স্কোপ দেখিতেছে। ভাবিলাম যাই আমিও উহাদের সাথে যোগদান করিয়া কিছু বিনোদন লাভ করি।B-) কাছে গিয়া বুঝিতে পারিলাম যে তাহারা আসলে সিট নাম্বার খুঁজিতেছে।/:) ( আমি খুবই হতাশ হইলাম সাপ খেলা/বায়স্কোপ দেখিতে না পাইয়া। সিট নাম্বার তো বাসা থেকেই জানিয়া গিয়াছিলাম। )



যাহা হউক একাডেমিক ভবনের তিন তলায় ৩১৪ নাম্বার রুমের কাছে গিয়া হাজির হইলাম। রুমে ঢুঁকিতেই এন্সার স্ক্রিপ্ট হাতে লইয়া সীট খুঁজিতে লাগিলাম। সিট খোঁজা শেষ হইলে আমি একবার পুরো হলের দিকে চোখ বুলাইলাম। কি দেখিলাম ? ! তাহা আর নাই বা বলি। আচ্ছা পাঠকের মন রক্ষার্থে তাও বলিতেছি। পুরো হলে সব আঙ্কেল আর আন্টিতে ভরপুর।:-P তাহারা সবাই তাহাদের ভাতিজাকে অবলোকন করিতেছে আর আমি আমার আঙ্কেল আন্টিদের। ;) এ এক আনন্দ ঘন মুহূর্ত। ;) দেখা দেখির পর্ব শেষ হইতেই গোল আলু ম্যাডাম প্রশ্ন দিয়া দিল। উত্তর দাগাইতে দাগাইতে চোখ চলিয়া গেল ম্যাডামের এসিস্ট্যান্ট এর দিকে। :#>আসলে উনি কি শিক্ষিকা নাকি ছাত্রী বুঝিতে বুঝিতে আমার এক ঘন্টা সময় ই কাটিয়া গিয়াছিল। :!>:#>







পরিক্ষা যখন চলিতেছে তখন আমার পাশের আঙ্কেল আমার দিকে ট্যারায়া ট্যারায় চাইতেছিল। আমি তাহাকে আনন্দের সহিত দেখাইলাম। কারণ কথায় আছে " গুরুজন সেবিছে যেইজন, সেইজন সেবিছে ঈশ্বর" কিন্তু কিছুক্ষন পর যখন আমি সেই গুরজনকে জিজ্ঞেস করিলাম সে উল্টো বদনে আমার সহিত পল্টি লইয়া এন্সার সিট ঢাকিয়া রাখিল। X(X((

এরপর মনে মনে কইলাম যে আঙ্কেল সাধারণ জ্ঞানে তুমি ভালো হইতে পারো, কারণ আমার জ্ঞান তোমার মতো সাধারণ না, আমার জ্ঞান অতি উচ্চমার্গীয় অসাধারণ।B-)B-) কম্পিউটার, ইংরেজি আর ম্যাথে আমারটা দেখিতে আইসো। এক্কেরে ভালো কইরাই দেইখাইয়া দিবো। B-))B-))



পরিক্ষা শেষ হইলে সেই আপু থুক্কু ম্যাডাম আমার কাছে আসিতে লাগিল। :!>সে আসিবার পূর্বেই তাহার হাতে আমার সিট দিয়া বাহির হইয়া কিছুক্ষন ইডেন কলেজ পর্যবেক্ষণ করিতে লাগিলাম। পর্যবেক্ষণের ফলাফল আর নাই বা বলিলাম। ;)

অনেক যুদ্ধ করিয়া তিনতলা থেকে নিচ তলায় আসিয়া শেষ বারের মতো পিছন ফিরিয়া চাহিয়া একটা মুচকি হাসি দিয়া বাহির হইয়া আসিলাম। B-)



আর এইভাবেই শেষ হইলো আমার ইডেন দর্শন। B-)



উৎসর্গঃ সকল বুঝদার অবুঝ বাংলাদেশীদের। :)

মন্তব্য ১২০ টি রেটিং +১৬/-০

মন্তব্য (১২০) মন্তব্য লিখুন

১| ০৭ ই মে, ২০১৩ রাত ২:০৬

স্নিগ্ধ শোভন বলেছেন:
উৎসর্গঃ সকল বুঝদার অবুঝ বাংলাদেশীদের। ;) ;) :D :D


০৭ ই মে, ২০১৩ রাত ২:১৯

একজন আরমান বলেছেন:
হুম। ;)

২| ০৭ ই মে, ২০১৩ রাত ২:০৮

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: আচ্ছা আরমান ভাই , আমার অনেক দিন ধরে একটা জিনিস জানার খুব ইচ্ছা ।

ধরেন ইডেনে গিয়ে আপনার বাথরুম পেলো , তখন আপনি কি করবেন??মেয়েদের বাথরুম ইউজ করবেন নাকি টীচারদের ??? :-P :-P :-P :-P :-P :-P :-P :-P :-P :-P

০৭ ই মে, ২০১৩ রাত ২:১৯

একজন আরমান বলেছেন:
ভাইরে এক ঘন্টার পরিক্ষা ছিল। এর মাঝে তো আমার টয়লেটে যাওয়া লাগে নাই। :(

৩| ০৭ ই মে, ২০১৩ রাত ২:২১

বনলতা মুনিয়া বলেছেন: আহা আহা =p~ =p~ =p~ =p~ =p~

০৭ ই মে, ২০১৩ রাত ২:২৭

একজন আরমান বলেছেন:
কিতা হইছে? B:-) B:-) B:-)

৪| ০৭ ই মে, ২০১৩ রাত ২:৩৩

বনলতা মুনিয়া বলেছেন: সারাজীবন মাইয়া-মাইনষের খপ্পড়ে পইড়া থাকলি ;) ;) ;) =p~ =p~ =p~

০৭ ই মে, ২০১৩ রাত ৩:১৭

একজন আরমান বলেছেন:
এইখানে মাইয়া মানুষ কই পাইলি? আমি তো শুধু আঙ্কেল আর আন্টি দেখছি। ;) ;) ;)

৫| ০৭ ই মে, ২০১৩ সকাল ৮:০৫

সেচ্ছাসেবক বলেছেন: আরমান ভাই , আঙ্কেল আন্টি রা তো দেইখা গেল আপনেরে, এর পরে বাসায় ঘটক আসে নাই ... এনি পোগ্রেস ??? আমাদের জানাবেন কিন্তু ...

০৭ ই মে, ২০১৩ দুপুর ১:২১

একজন আরমান বলেছেন:
হে হে।
অবশ্যই ভাই প্রোগ্রেস হইলেই জানাবো।
অপেক্ষায় থাকেন। ;) ;) ;)

৬| ০৭ ই মে, ২০১৩ সকাল ৮:২০

কালোপরী বলেছেন: =p~ =p~ =p~

আমি যখন পরীক্ষা দেই, আমার আশে পাশে এমন আপুরা ছিল যারা অনেক দূর থেকে আসছে হাজব্যান্ডের এক হাতে বিশাল ব্যাগ আরেক হাতে দুই বাচ্চা :)

০৭ ই মে, ২০১৩ দুপুর ১:২২

একজন আরমান বলেছেন:
আরে আপু একটা কথা বলতেই তো ভুলে গেছিলাম পরীক্ষার্থীর চেয়ে তাদের গার্জিয়ান বেশি ছিল :P :P :P

আপু আপনাকে মেইল করতে পারছি না কেন? :(

৭| ০৭ ই মে, ২০১৩ সকাল ৮:৫৫

মামুন রশিদ বলেছেন: যেদিন খবর পাইলাম আরমানের সীট ইডেন কলেজে, সেদিনই বুঝেছিলাম আরমান গেছে :| ;)


সাধারন অর্থে 'আরমান গেছে' মানে আরমান ইডেন কলেজে গেছে । কিন্ত আরমান ইডেন কলেজে কবে গেছে ? উত্তর- কেন এক্সাম দিতে গেছে ।


না, এইখানেই ভূল । 'আরমান গেছে' মানে যেদিন আরমান জানতে পারলো ইডেন কলেজে সীট পড়ছে, সেদিন থেকেই তার এমুনই চিত্ত-চান্চল্য এমুনই পালপিটিশন বেড়ে গেলো যে.. তার পর থাইকা ছেলেটার মাথাটাই গেছে :| :P

০৭ ই মে, ২০১৩ দুপুর ১:২৪

একজন আরমান বলেছেন:
মামুন ভাই এইটা কি বললেন ভাই? আমার মাথা যাবে কেন? আর পচাইয়েন না। :(( :(( :((

তবে ভাই আঙ্কেল আন্টিদের সাথে এক্সাম না দিলে আরও বেশি ভালো লাগতো। :P :P :P

৮| ০৭ ই মে, ২০১৩ সকাল ৯:১০

দিগন্ত নীল বলেছেন: হেহেহেহেহে ।সক্কাল বেলা মজা পাইলাম ।ভালো লাগছে ।ভালো থাকবেন ।

০৭ ই মে, ২০১৩ দুপুর ১:২৫

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ।
আপনিও ভালো থাকবেন।

৯| ০৭ ই মে, ২০১৩ সকাল ১০:২১

s r jony বলেছেন: বনলতা মুনিয়া বলেছেন: সারাজীবন মাইয়া-মাইনষের খপ্পড়ে পইড়া থাকলি
=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

শেষ পর্জন্ত পরীক্ষাটাও মহিলা কলেজে দিলা? ;) ;) ;) ;) :P :P :P :P =p~ =p~ =p~

০৭ ই মে, ২০১৩ দুপুর ১:২৬

একজন আরমান বলেছেন:
আমার আর কি দোষ রে ভাই? আমি কি সিট প্ল্যান করছি নাকি?

আমার কপালটাই এমন। ;) ;) ;)

১০| ০৭ ই মে, ২০১৩ সকাল ১০:৫১

আহমেদ সাব্বির পল্লব বলেছেন: R-MAN u have done it again……….কোপা শামসু..... =p~

০৭ ই মে, ২০১৩ দুপুর ১:২৬

একজন আরমান বলেছেন:
ছিঃ ছিঃ ছিঃ
ভাই এই সব কি বলছেন? আমি আবার কি করলাম? আর আমি শামচুই বা কবে হইলাম? B:-) B:-) B:-) ;) ;) ;)

১১| ০৭ ই মে, ২০১৩ সকাল ১০:৫১

সিয়ন খান বলেছেন: ইডেন কলেজ !!!!! :P :P :P :P :P :P

০৭ ই মে, ২০১৩ দুপুর ১:২৭

একজন আরমান বলেছেন:
কেন?
ভালো তো। ভালো না? :P :P :P

১২| ০৭ ই মে, ২০১৩ সকাল ১১:৪৪

এরিস বলেছেন: মামুন৬৫৩ বলেছেন: যেদিন খবর পাইলাম আরমানের সীট ইডেন কলেজে, সেদিনই বুঝেছিলাম আরমান গেছে :| ;)


সাধারন অর্থে 'আরমান গেছে' মানে আরমান ইডেন কলেজে গেছে । কিন্ত আরমান ইডেন কলেজে কবে গেছে ? উত্তর- কেন এক্সাম দিতে গেছে ।


না, এইখানেই ভূল । 'আরমান গেছে' মানে যেদিন আরমান জানতে পারলো ইডেন কলেজে সীট পড়ছে, সেদিন থেকেই তার এমুনই চিত্ত-চান্চল্য এমুনই পালপিটিশন বেড়ে গেলো যে.. তার পর থাইকা ছেলেটার মাথাটাই গেছে :| :P
আরমান ভাই এসব কি করে বেড়াচ্ছেন?? এগুলো কি শুনি আপনার নামে??? X( B:-)

০৭ ই মে, ২০১৩ দুপুর ১:৩১

একজন আরমান বলেছেন:
কি শুনছেন? আর আমি কি করছি? B:-) B:-) B:-)

১৩| ০৭ ই মে, ২০১৩ দুপুর ১২:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: যাই হোক মনে হয় চাকুরি আপনার হয়ে যাবে।সেই সঙ্গে পাত্রিও।ভাল ই হবে।আপনি অনেক রোমান্টিক মানুষ সত্য উপলব্ধি প্রকাশ করে সততা দেখিয়েছেন।ভাল লাগলো হিরো। :)

০৭ ই মে, ২০১৩ দুপুর ১:৩২

একজন আরমান বলেছেন:
হা হা।
সেলিম ভাই আমি সব সময় স্বচ্ছ থাকতে পছন্দ করি। হিপোক্রেসি পছন্দ করি না।
দোয়া করবেন। চাকরি খুঁজতে খুঁজতে তো আমার জুতা স্যান্ডেল ছিঁড়ে গেলো।

১৪| ০৭ ই মে, ২০১৩ দুপুর ১২:৫৯

এক্সপেরিয়া বলেছেন: ইডেন কলেজে গিয়ে কি আপনার মন ক্লাস রুমে ছিল নাকি পরীক্ষার খাতায় ছিল ?

০৭ ই মে, ২০১৩ দুপুর ১:৩৪

একজন আরমান বলেছেন:
ছিঃ ছিঃ এটা কেমন প্রশ্ন? :P :P ;)

১৫| ০৭ ই মে, ২০১৩ দুপুর ১:৩৮

জুল ভার্ন বলেছেন: প্রিয় আরমান, পোস্টের শিরোনামে পরীক্ষা বানানটা দৃষ্টি কটূ লাগছে(হয়ত টাইপো হয়েছে)।

০৭ ই মে, ২০১৩ দুপুর ১:৫০

একজন আরমান বলেছেন:
শ্রদ্ধেয় জুল ভার্ন ভাই আপনার আগমনে আমি খুবই প্রীত হলাম।

আমার জানামতে বাংলা একাডেমী সম্প্রতি "ী" কারের পরিবর্তে অনেক বানানে "ি" কার চালু করেছে। এর মধ্যে পরিক্ষা বানানও একটি। এখন পরীক্ষা কে পরিক্ষা লেখা হয়।

১৬| ০৭ ই মে, ২০১৩ দুপুর ২:০০

নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: B-) B-) B-) B-)

০৭ ই মে, ২০১৩ দুপুর ২:১২

একজন আরমান বলেছেন:
:P :P :P

১৭| ০৭ ই মে, ২০১৩ দুপুর ২:৪০

গ্রীনলাভার বলেছেন: ইডেনর বাথরুম দর্শন করেন নাই? হায় হায়... এক ঐতিহাসিক অভিজ্ঞতা মিসাইলেন। ;)

০৭ ই মে, ২০১৩ দুপুর ২:৫২

একজন আরমান বলেছেন:
ইসস রে ভাই আপনাদের কথা শুইনা তো আমার আসলেই আফসোস হইতাছে এখন। /:) /:) /:)

তা ভাইয়ের কি অভিজ্ঞতা আছে নাকি? একটু বলবেন কি সেখানে মহা মূল্যবান কি আছে? ;) ;) ;)

১৮| ০৭ ই মে, ২০১৩ বিকাল ৩:০৮

লিন্‌কিন পার্ক বলেছেন:
ইডেনের বাথরুম নিয়ে অনেকের এত আগ্রহ কেন ?? আর আপ্নে যখন গেছিলেনই তাইলে একটু নজর বুলায়া আসতেন /:) :#>

০৭ ই মে, ২০১৩ বিকাল ৩:১৬

একজন আরমান বলেছেন:
ভাই আর দুঃখ দিয়েন না। দিলে চোট লাগতাছে। আসলেই মনে হয় অনেক কিছু মিচ কইরা ফালাইছি। :(

১৯| ০৭ ই মে, ২০১৩ বিকাল ৩:১৫

বাংলার হাসান বলেছেন: মন্দ না

০৭ ই মে, ২০১৩ বিকাল ৩:১৮

একজন আরমান বলেছেন:
কি মন্দ না?

২০| ০৭ ই মে, ২০১৩ বিকাল ৪:০১

কান্ডারি অথর্ব বলেছেন:

উৎসর্গ পত্র দেখে চিন্তিত হয়ে পরলাম B:-) B:-) B:-)

০৭ ই মে, ২০১৩ বিকাল ৪:০৪

একজন আরমান বলেছেন:
কেন ভাই? চিন্তিত হবার কি আছে ভাই? B:-) B:-) B:-)

২১| ০৭ ই মে, ২০১৩ বিকাল ৪:১২

চিমা মস্তকে হুল হুল বলেছেন: এভাবে কমেন্ট মুছলেন কেন??
আপনি তো ভাল মানুষ,
সুশিল জানতাম না!!!!
লিংকটা দিতে পারতেন।

আপনার ভাল ফলাফলের আশায়

............ হুল হুল

০৭ ই মে, ২০১৩ বিকাল ৪:১৬

একজন আরমান বলেছেন:
লিঙ্ক টা মুছেছি সঙ্গত কারণেই। এখানে অনেকেই মাইন্ড খেতে পারে। তাই মুছে দিয়েছি। তবে মোছার আগে আমি পইড়া নিছি চামে। ;)


ভাই মাইন্ড খাইয়েন না। টেক ইট ইজি। :)

আর হ্যাঁ আমি সুশীল না তবে অশ্লীলও না।

২২| ০৭ ই মে, ২০১৩ বিকাল ৪:১৮

কান্ডারি অথর্ব বলেছেন:

না আমরা যেমন অবুঝ আমাদের কি আর বুঝ আসবে

০৭ ই মে, ২০১৩ বিকাল ৪:২৫

একজন আরমান বলেছেন:
না কে বলেছে আমরা অবুঝ? আমরা তো সবাই অনেক জ্ঞানী ! একেকজন নিজেকে মহাজ্ঞানী ভাবি !! আমরা অনেক বুঝদার !!! তাই না?

২৩| ০৭ ই মে, ২০১৩ বিকাল ৪:২০

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ আরমান। ইদানীং আমিও লক্ষ করেছি পরীক্ষা বানানের এই প্রচলন কিন্তু এবিষয়ে আমার বিস্তারিত জানাছিলনা।
আবারো ধন্যবাদ বিষয়টা জানানোর জন্য।

০৭ ই মে, ২০১৩ বিকাল ৪:২৯

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ দিয়ে ছোট করবেন না ভাই।
আমরা আজীবনই কনফিউজড থেকে গেলাম। ইংরেজি পড়বো। ব্রিটিশ পড়বো না আমেরিকান পড়বো তা নিয়ে দ্বিধায় থাকি, আবার বাংলা পড়বো, বাংলাদেশি বাংলা পড়বো নাকি ভারতিয় বাংলা পড়বো তা নিয়েও দ্বিধায় থাকি ! আমাদের যে কি হবে তাই বুঝতে পারি না। :(

শুভকামনা ভাই।
ভালো থাকুন। :)

২৪| ০৭ ই মে, ২০১৩ বিকাল ৪:৩২

চিমা মস্তকে হুল হুল বলেছেন: এরচেয়ে এক্সট্রিম কমেন্ট ব্লগে আছে, আছে না??
মুছছেন ভালতো?? ভালো না??

০৭ ই মে, ২০১৩ বিকাল ৪:৪৭

একজন আরমান বলেছেন:
নেই যে তা বলি নাই।
সিরিয়াস হইতে মানা করলাম তাও সিরিয়াস হইলেন। যাই হোক। আবার দেন। এইবার মুছবো না। তবে শুধু লিঙ্ক দিয়েন। বাজে কিছু লেইখেন না।

ভালো থাকুন।

২৫| ০৭ ই মে, ২০১৩ বিকাল ৪:৩২

কান্ডারি অথর্ব বলেছেন:
জ্ঞানের সাগরে আমরা সবাই মহাজ্ঞানীরা হাবুডুবু খাচ্ছি তাই না

০৭ ই মে, ২০১৩ বিকাল ৪:৪৮

একজন আরমান বলেছেন:
হ্যাঁ। সে আর বলতে? ফেসবুক আর ব্লগে তো জ্ঞান পাপীরা ভেসে বেড়াচ্ছে। ;)

২৬| ০৭ ই মে, ২০১৩ বিকাল ৪:৫২

কান্ডারি অথর্ব বলেছেন:
B-) B-) B-) ;) ;) ;)

০৭ ই মে, ২০১৩ বিকাল ৪:৫৬

একজন আরমান বলেছেন:
আপনে তো ভালোই চোখ মারতে পারেন। তা ভাবীরে কি এই চোখ মাইরাই পটাইছিলেন নাকি? ;)

২৭| ০৭ ই মে, ২০১৩ বিকাল ৫:০২

কান্ডারি অথর্ব বলেছেন:
পুলাপাইন বদ হইয়া গেছে

০৭ ই মে, ২০১৩ রাত ১১:০৯

একজন আরমান বলেছেন:
এইখানে বদের কি দেখলেন? B:-) B:-) B:-)

২৮| ০৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:০৩

নীল-দর্পণ বলেছেন: lekha to age e porcilam...cmnt gula pore darun moja paisi :D

০৮ ই মে, ২০১৩ রাত ১২:৩২

একজন আরমান বলেছেন:
খালি খালি মজা নিলে হপে না। টাকা দিতে হবে কিন্তু। ;)

২৯| ০৭ ই মে, ২০১৩ রাত ৮:৫২

গ্রীনলাভার বলেছেন: থাক ভাই। পাবলিক প্লেস। B-)) আবার আপনে নাকি কমেন্টও মুইছা ফালান? B:-)

০৮ ই মে, ২০১৩ রাত ১২:৩২

একজন আরমান বলেছেন:
ভাই শালীনতা বজায় রেখে সবই জায়েজ :)

৩০| ০৭ ই মে, ২০১৩ রাত ১০:০৬

রোকেয়া ইসলাম বলেছেন: ভালই তো............... দেখা তো হোল। ইডেন কলেজ বলে কথা। এমনিতে তো আর যাওয়া যেত না। তবে লেখাটা খুব ভালো লাগলো।
অনেক সুন্দর একটা পোস্ট।
লেখায় +++++

ভাল থাকবেন .....শুভকামনা রইলো

০৮ ই মে, ২০১৩ রাত ১২:৩৩

একজন আরমান বলেছেন:
হা হা। হ্যাঁ সেটাই আপু।

অনেক ধন্যবাদ।
পাঠে কৃতজ্ঞতা। :)

৩১| ০৮ ই মে, ২০১৩ সকাল ৮:৪৪

নীল-দর্পণ বলেছেন: teka na dilam....

০৮ ই মে, ২০১৩ বিকাল ৩:১৫

একজন আরমান বলেছেন:
এইরাম মিছা কতা কন কেন? /:) /:) /:)

৩২| ০৮ ই মে, ২০১৩ সকাল ৯:৩৪

লাবনী আক্তার বলেছেন: পরীক্ষা কেমন হল ব্রাদার?


পোস্ট ভাল লাগছে! :)

০৮ ই মে, ২০১৩ বিকাল ৩:১৯

একজন আরমান বলেছেন:
পরিক্ষা তো ভালো হয়েছে আপু। কিন্তু এখানেই তো ভয়। কারণ প্রশ্ন সহজ মানে ঘাপলা বেশি !!!

৩৩| ০৮ ই মে, ২০১৩ সকাল ৯:৫৫

আমিভূত বলেছেন: হাহাহা মজা পাইলাম ।
আমারও এমন হত ব্যাংকে পরীক্ষা দিতে গেলে :( পুরো হলে সব আঙ্কেল আর আন্টিতে ভরপুর :-/ আফসোস :-P

পরীক্ষার ফল আশা করছি ভালোই হবে আরমান ভাই :) শুভ কামনা ।

০৮ ই মে, ২০১৩ বিকাল ৩:২৩

একজন আরমান বলেছেন:
আপু কি ব্যাংকে জব করেন?

আপু প্রশ্ন সহজ ছিল। তাই ভয় করছে। কারণ সহজ প্রশ্ন মানে ঘাপলা বেশি !

৩৪| ০৮ ই মে, ২০১৩ দুপুর ১২:১৪

কালা মনের ধলা মানুষ বলেছেন: কত নাম্বার পরীক্ষা আরমান ?? ;) কপালে খারাবি থাকলে আরো বহুবার ইডেন দর্শন করতে হইব !!

আমি মেডিক্যাল ভর্তি পরীক্ষা দিতে প্রথম বার গেসিলাম, আর সেই থিকাই ইডেন আমার প্রেমে পড়লো। আমি ছাড়তে চাইলেও ইডেন আমারে ছাড়ে নাই !! হাহাহাহা

০৮ ই মে, ২০১৩ বিকাল ৪:০৯

একজন আরমান বলেছেন:
এইটাই ইডেনে প্রথম। :)
খারাবি থেকে যদি ইডেন দর্শন হয় তবে খারাবিই ভালো। ;)

আরও কয়বার গেছেন ইডেনে? B:-) B:-) B:-)

৩৫| ০৮ ই মে, ২০১৩ দুপুর ১:৩৫

আমিনুর রহমান বলেছেন:

ইশ ! ইডেন কলেজে যদি পড়তে পারতাম :P :D ;)


ইহা আমার কথা কথা নয় একজন আরমানের মনের কথা ;) :P :-* B-)) :!> :|| :-B B:-/ :-0 !:#P !:#P !:#P !:#P =p~ =p~ =p~

০৮ ই মে, ২০১৩ বিকাল ৪:০৯

একজন আরমান বলেছেন:
নিজের মনের কথা আমার কইয়া চালায়া দিলেন? /:) /:) /:) ;) ;) ;)

৩৬| ০৮ ই মে, ২০১৩ রাত ৮:০৯

আমিভূত বলেছেন: নাহ ভাইয়া ব্যাংকের ভূত আমাকে ধরে নি ,এমনি কিছুদিন চেষ্টা করেছিলাম। এখনও আম্মু বলে বাংলাদেশ ব্যাংকে দিতে দেইনাহ :(
আর প্রশ্ন সহজ হলেই বিপদ ! ব্যাপার নাহ চেষ্টা করে যান :) শুভ কামনা :)

০৮ ই মে, ২০১৩ রাত ৯:২৪

একজন আরমান বলেছেন:
ওহ আচ্ছা।

ধন্যবাদ আপু। :)

৩৭| ০৮ ই মে, ২০১৩ রাত ৮:১৪

ফারজানা শিরিন বলেছেন: O_o

০৮ ই মে, ২০১৩ রাত ৯:২৫

একজন আরমান বলেছেন:
কি হয়েছে?
চোখ গুল্লা কেন?

৩৮| ০৮ ই মে, ২০১৩ রাত ৮:২৬

*কুনোব্যাঙ* বলেছেন: এত্ত এত্ত পরীক্ষার ভীড়ে ইডেন কলেজে দেয়া পরীক্ষার বিশেষায়ন!! এক্সাম বাদে বিশেষ কোন কারণ আছে নাকি?! কবি বলেছেন, যার সাথে ভাব তার কলেজ দেখলেও লাভ ;) :প

০৮ ই মে, ২০১৩ রাত ৯:২৮

একজন আরমান বলেছেন:
না মানে... ইয়ে মানে... :!> :!> :!> :#> :#> :#> ;) ;) ;)

৩৯| ০৮ ই মে, ২০১৩ রাত ৮:৫১

নীল-দর্পণ বলেছেন: আজ্জোওওওওব! সকালবেলা দরজার নিচ দিয়ে বাদামী যে খামটা পেলেন ওটাতে তো ছিলো। পাননি? তাইলে জিগান অন্য কেউ... :-*

:P :P

০৮ ই মে, ২০১৩ রাত ৯:৪৭

একজন আরমান বলেছেন:
আপনে পাশের বাসার ঠিকানায় পাঠালে হবে কি করে? :(

৪০| ০৮ ই মে, ২০১৩ রাত ৯:০৩

শীলা শিপা বলেছেন: পুরো হলে সব আঙ্কেল আর আন্টিতে ভরপুর। :-B

আরমান ভাইকে প্রমোশন দেয়া হোক " আরমান আন্কেল" হিসেবে। B-)

০৮ ই মে, ২০১৩ রাত ৯:৫১

একজন আরমান বলেছেন:
আমি আঙ্কেল হইনাই এখনও তবে আরমানাঙ্কেল ট্যাগ আমি আগেই খেয়েছি।

৪১| ০৮ ই মে, ২০১৩ রাত ৯:২৮

কালোপরী বলেছেন: সালাম দিয়েছি দেবরজী

০৮ ই মে, ২০১৩ রাত ৯:৫৪

একজন আরমান বলেছেন:
হা হা।
প্রতিউত্তর দিয়েছি। :)

৪২| ০৮ ই মে, ২০১৩ রাত ১০:০৫

নীল-দর্পণ বলেছেন: @ শীলা শিপা আপু, আরমান ভাইতো অনেক আগেই আংকেল হয়ে গেছেন। উনিতো আমার আরমানাংকেল। আজ থেকে তোমারো আংকেল, ঠিকাছে আপু? ;) :P

০৮ ই মে, ২০১৩ রাত ১০:০৯

একজন আরমান বলেছেন:
ঐ আমি আপনার আঙ্কেল ক্যামনে? আমি তো আপনার মাইয়ার আঙ্কেল। আর আপনার ভাই। খালি হিসাবে ভুল করেন কেন? /:) /:) /:)

৪৩| ০৮ ই মে, ২০১৩ রাত ১০:২৮

নীল-দর্পণ বলেছেন: বুচ্ছি আপনেরে অংক কইরা না বুজাইলে বুজবেন্না।

২+২=৪ হলে
আমি+ আমার মেয়ে= আরমানাংকেল
বুচ্ছেনন?? B-))

০৮ ই মে, ২০১৩ রাত ১০:৫৫

একজন আরমান বলেছেন:
এইটা কেমুন অংক? :|| :|| :||

৪৪| ০৮ ই মে, ২০১৩ রাত ১০:৫৪

সায়েম মুন বলেছেন: হাহাহা। বেশ মজার অভিজ্ঞতা তো দেখি।

০৮ ই মে, ২০১৩ রাত ১০:৫৬

একজন আরমান বলেছেন:

হা হা।
সত্যিই অনেক মজার অভিজ্ঞতা সায়েম ভাই। :)

৪৫| ০৯ ই মে, ২০১৩ রাত ১২:৫৯

বটবৃক্ষ~ বলেছেন:
বনলতা মুনিয়া বলেছেন: সারাজীবন মাইয়া-মাইনষের খপ্পড়ে পইড়া থাকলি =p~ =p~ =p~ =p~ =p~ =p~

মামুন ভাইয়ের কমেন্ট পড়ে আমি খাট থেকেই পড়ে যাচ্ছিলাম!! =p~ =p~ =p~


আপনাকে অভিনন্দন...ইডেন দর্শনের!!! শিরোনাম শুনে মনে হয়েছিলো যে ইডেনের সাথে বুঝিবা বিশেষ কারো দর্শনেও যাচ্ছেন....;);) যে কিনা পরীক্ষাও নিবে...;):)

০৯ ই মে, ২০১৩ রাত ১:১৯

একজন আরমান বলেছেন:
আরে পরিক্ষায় যারা অংশ নিয়েছিল সব আঙ্কেল আর আন্টি ! /:) /:) /:)

৪৬| ০৯ ই মে, ২০১৩ রাত ১:৪৮

স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন:

"অনেক যুদ্ধ করিয়া তিনতলা থেকে নিচ তলায় আসিয়া শেষ বারের মতো পিছন ফিরিয়া চাহিয়া একটা মুচকি হাসি দিয়া বাহির হইয়া আসিলাম।"
মুচকি হাসির মধ্যে রহস্যের গন্ধ পাইলাম ;)

০৯ ই মে, ২০১৩ রাত ১:৫৭

একজন আরমান বলেছেন:
আস্তে কইরা চাইপা যান। ;)

দেখা হইলে কমু নে। :P

৪৭| ১০ ই মে, ২০১৩ দুপুর ২:১৭

মাহতাব সমুদ্র বলেছেন: বাহ! ভালো অভিজ্ঞতা... আমিও চান্সে থাকলাম।।

১০ ই মে, ২০১৩ দুপুর ২:২১

একজন আরমান বলেছেন:
হা হা হা।
তাই নাকি? ;)

৪৮| ১০ ই মে, ২০১৩ বিকাল ৩:০৪

অন্তহীন বালক বলেছেন: ভাই, শুনেছি ইডেনের বাথরুমে কি জানি উপদেশ বানী লেখা থাকে?
আপনি তো খুব মিস করচেন।। :-B :-B :-B

১০ ই মে, ২০১৩ রাত ১০:৫৬

একজন আরমান বলেছেন:
আসলেই ভাই মনে হচ্ছে অনেক কিছু মিস করে ফেলেছি। :(

৪৯| ১১ ই মে, ২০১৩ রাত ১২:৫২

বাংলাদেশী দালাল বলেছেন:
আঙ্কেল কেমন আছেন?????

আপনের লেখা পইড়া কমেন্ট করতে পাড়ি নাই লগ ইন হইতাছিল না বিয়াদবি নিয়েন না।

পরের বার গেলে টয়লেটের বিবরন চাই। কবিতা সহ।

লেখা ব্যপক হয়েছে।

১১ ই মে, ২০১৩ রাত ১:০৭

একজন আরমান বলেছেন:
কিরে ভাই আম্রে আঙ্কেল বানায়া দিলেন? :|| :|| :||
আছি আলহামদুলিল্লাহ্‌। আপনি কেমন আছেন?

আর আপনার সাথে প্যাচাল পারার অনেক দিনের ইচ্ছা। ফেবুতে আপনার এই নামে একটা আইডি দেখলাম। যদি আপনিই সেই হন তবে একটা মেসেজ দিয়েন। এখন ঘুমাইতে গেলাম। ফেবুতে কথা হবে। :)

আর আবার যাবার চাঞ্চ হলে অবশ্যই এইটা মিস হবে না। ;)

৫০| ১১ ই মে, ২০১৩ সকাল ৯:১১

সোহাগ সকাল বলেছেন: কে যেন কইছিলো, ইডেন কলেজ ১৮+ /:)

মানে, ইডেন কলেজের সাথে ১৮+ শব্দটা ব্যবহার করা লাগে! :|

১১ ই মে, ২০১৩ বিকাল ৪:২২

একজন আরমান বলেছেন:
আপনার বয়স কি ১৮- ? B:-) B:-) B:-)

৫১| ১২ ই মে, ২০১৩ দুপুর ১২:১৮

শ্রাবণ জল বলেছেন: 'আরমান গেছে' মানে যেদিন আরমান জানতে পারলো ইডেন কলেজে সীট পড়ছে, সেদিন থেকেই তার এমুনই চিত্ত-চান্চল্য এমুনই পালপিটিশন বেড়ে গেলো যে.. তার পর থাইকা ছেলেটার মাথাটাই গেছে :| :P


:P :P :P

porikkha kemon dilen??

১২ ই মে, ২০১৩ বিকাল ৩:১৫

একজন আরমান বলেছেন:
হে হে হে।
না মানে ইয়ে মানে... :!> :!> :#> :P :P

পরিক্ষা তো ভালোই হল, কিন্তু পরিক্ষা সহজ হয়েছে বলেই চিন্তা বেশি। কারণ যতো সহজ ততোই ভ্যাজাল !

৫২| ১৮ ই মে, ২০১৩ ভোর ৫:৩১

নীল আদ্রিতা বলেছেন: '''পুরো হলে সব আঙ্কেল আর আন্টিতে ভরপুর। তাহারা সবাই তাহাদের ভাতিজাকে অবলোকন করিতেছে আর আমি আমার আঙ্কেল আন্টিদের। এ এক আনন্দ ঘন মুহূর্ত''' হা হা হা ...মজা পাইলাম.... =p~ =p~ =p~ =p~

১৮ ই মে, ২০১৩ দুপুর ১:২৩

একজন আরমান বলেছেন:
আসলেই আনন্দঘন মুহূর্ত ছিল। আমার জীবনের একটি স্মরণীয় দিন। :)

৫৩| ১৮ ই মে, ২০১৩ দুপুর ২:২০

অদ্বিতীয়া আমি বলেছেন: হা হা । ভাল লাগছে । কমেন্ট গুলো =p~ =p~ অনেক মজার হয়েছে

আমি নিজেই ইডেন কলেজ যাইনি ! পোস্ট পড়ে যেতে ইচ্ছে করছে !

১৮ ই মে, ২০১৩ দুপুর ২:৩৫

একজন আরমান বলেছেন:
হা হা হা।

আপনি গেলে এতো মজা পাবেন না। আমার কৌতূহল বেশি ছিল ইডেন কলেজ নিয়ে, আর কাকতালীয়ভাবে ওখানেই সিট পড়ে যায়। :P

৫৪| ১৮ ই মে, ২০১৩ বিকাল ৩:০৪

ভিয়েনাস বলেছেন: পড়েছিলাম আগেই... চাকরীটা বুঝি আর হলো না :(

১৮ ই মে, ২০১৩ বিকাল ৪:২৭

একজন আরমান বলেছেন:

সত্যি আর হল না। :(

৫৫| ০৯ ই জুন, ২০১৩ রাত ১০:৪৮

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: হুমম

০৯ ই জুন, ২০১৩ রাত ১১:০৩

একজন আরমান বলেছেন:
হুম।

৫৬| ০৯ ই জুন, ২০১৩ রাত ১১:১১

আমি অপদার্থ বলেছেন:

পুরাই লুল ;)

আমি একবার যেতে পারলে ভালোই হতো।




০৯ ই জুন, ২০১৩ রাত ১১:৩১

একজন আরমান বলেছেন:
আপনে অতিমাত্রায় লুল। তাই এখনও পাসপোর্ট পান নাই। ;)

৫৭| ০৯ ই জুন, ২০১৩ রাত ১১:৩৭

আমি অপদার্থ বলেছেন:
আরে ভাই আগে পাসপোর্ট পাই তারপর লুল বলেন।
আপনিতো পাসপোর্টধারী লুল। ;)

B-) B-) B-)

০৯ ই জুন, ২০১৩ রাত ১১:৫০

একজন আরমান বলেছেন:
এহেহেহেহে।
ভাই সবই কপাল।
কপালের নাম গোপাল। ;)

কি যে সুখের একখান পরিক্ষা দিলাম, রেজাল্ট যে কবে দিবে আল্লাহ ই জানে। /:) /:) /:)

৫৮| ০৯ ই জুন, ২০১৩ রাত ১১:৪৮

অবাধ্য সৈনিক বলেছেন: আমি ইদেনে গিয়েচিলুম...মেরিনের admission test দেওয়ার সময় B:-) B:-)

১০ ই জুন, ২০১৩ রাত ১২:২০

একজন আরমান বলেছেন:
কেমুন নেগেছিন?

৫৯| ১০ ই জুলাই, ২০১৩ রাত ১২:৫৮

আমি তুমি আমরা বলেছেন: আমিও ইডেনে গিয়েছিলুম, বিসিএস দিতে। দেখি আর কোন পরীক্ষা দিতে যাওয়া লাগে কিনা ;) :P

১০ ই জুলাই, ২০১৩ ভোর ৬:২৬

একজন আরমান বলেছেন:
আপনার অনুভূতি কেমন ছিল?
ঝাতি জানতে চায়। ;)

৬০| ২০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫৯

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: আপনের রেজাল্ট কি আইছিলো? B-)

২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:০২

একজন আরমান বলেছেন:
পাশ করি নাইক্কা। :-< :-< :-<

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.