নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী !!!\n\nমেইল করতে চাইলে: [email protected]

একজন আরমান

জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী!

একজন আরমান › বিস্তারিত পোস্টঃ

মিছে শুভকামনা !

১১ ই মে, ২০১৩ রাত ৯:২২





অপেক্ষার প্রহর শেষে কেউ একজন আসুক ।

কেউ একজন যে না চাইতেই,

ভালোবাসার সব অঞ্জলি লুটিয়ে দিবে ।



সমস্ত শুভকামনা তুমি আমায় দিলে !

কিন্তু এই এতো শুভকামনা আমি কিভাবে নিবো?



কে বলো না চাইতেই,

তার ভালোবাসার সব অঞ্জলি আমায় দিবে?

আমি যার কাছে চাইলাম,

সেই তো আমায় ফিরিয়ে দিলো!

আমি আর কার কাছে চাইবো?



ভিক্ষে চাইলেও তো মানুষ ভিক্ষে দেয়!

সামান্য দু চার টাকাই তো!

কিন্তু ভালোবাসা?

দিবে কি চাইলেই তোমার ভালোবাসা?

চাইলেই কি পাওয়া যায় সব কিছু?



শুভকামনা জানালে আমায়,

যেন না চাইতেই কারও ভালোবাসা পাই!

কিন্তু তোমার কাছে তো আমি চেয়ে চেয়ে হয়রান।



তুমি এটা কেন বোঝো না,

তোমার মাঝেই যে আমি ভালোবাসা খুঁজে ফিরি।

তুমিই তো সেই যার কাছে,

আমার ভালোবাসার সমস্ত অঞ্জলি জমা রাখা।



তবে কি তোমার শুভকামনা মিছে আশা নয়?

যদি আমায় ভালো না ই বাসো,

তবে কেন এই মিছে শুভকামনা?

তোমায় ছাড়া বলো আমি কি করে ভালো থাকি?



- একজন আরমান

১৬/০৪/২০১৩

রাত ০৩:৩৬:৪২





সাইট লিংকঃ এখানে ক্লিক করুন

মন্তব্য ১০২ টি রেটিং +১৯/-০

মন্তব্য (১০২) মন্তব্য লিখুন

১| ১১ ই মে, ২০১৩ রাত ৯:২৭

কালোপরী বলেছেন: :)

১১ ই মে, ২০১৩ রাত ৯:৪২

একজন আরমান বলেছেন:
আমার ব্লগে কথা বলার স্বাধীনতা আছে। অন্তত আমার আপুর। :)

২| ১১ ই মে, ২০১৩ রাত ৯:৪৮

মাহতাব সমুদ্র বলেছেন: ভালো লিখেছেন...

১১ ই মে, ২০১৩ রাত ৯:৫২

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ বড় ভাই। :)

৩| ১১ ই মে, ২০১৩ রাত ১০:১৪

বাংলাদেশী দালাল বলেছেন:
মেয়ে ব্লগারদের দৃষ্টি আকর্ষন করছিঃ

"শুভকামনা" লেখার আগে খুব খেয়াল।

শুভকামনা আরমান ভাই(বিঃদ্রঃ আমি ছেলে ব্লগার)



উৎসর্গঃ ব্লগে ভাটাক্তা হুয়া "একজন আরমানের আত্মা" কে
:-P


১১ ই মে, ২০১৩ রাত ১০:২৪

একজন আরমান বলেছেন:
হা হা হা।

আমি আগেই পড়েছি। ইউ নো আই এম ফার্স্ট এনাফ। ;)

৪| ১১ ই মে, ২০১৩ রাত ১০:২১

স্নিগ্ধ শোভন বলেছেন:
মিলন হবে কত দিনে???? /:)


১ম ভাললাগা দিয়ে দিলেম। :)






১১ ই মে, ২০১৩ রাত ১০:২৬

একজন আরমান বলেছেন:
জানি না। /:) /:) /:)

৫| ১১ ই মে, ২০১৩ রাত ১০:৩২

স্নিগ্ধ শোভন বলেছেন:
ভিক্ষে চাইলেও তো মানুষ ভিক্ষে দেয়!
কিন্তু ভালোবাসা চাইলে দেয়না কেন???
/:) /:)

জাতির কাছে আমারও প্রশ্ন রইলো। :#> :#>

১১ ই মে, ২০১৩ রাত ১১:১৩

একজন আরমান বলেছেন:
তাইতে এতো লজ্জা পাবার কি হয়েছে? B:-) B:-) B:-)

৬| ১১ ই মে, ২০১৩ রাত ১০:৩২

স্বপ্নরাজ্য বলেছেন: শুভকামনা জানালে আমায়,
যেন না চাইতেই কারও ভালোবাসা পাই!
কিন্তু তোমার কাছে তো আমি চেয়ে চেয়ে হয়রান।


+++++++++++++++++++++++

টাইগার লাইক ভাইয়া। :) :) :) :) :) :)

১১ ই মে, ২০১৩ রাত ১১:১৪

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাইয়া।
তুমি ইরেগুলার কেন? দেখি না আজকাল। কেমন আছো?

৭| ১১ ই মে, ২০১৩ রাত ১০:৪৩

এরিস বলেছেন: I wanna write a paragraph here 'Heart Beggar- D aRmAn BhAi.' Now bye with just +++. I ll be right back with computer. ( till then get ready Arman bhai X( )

১১ ই মে, ২০১৩ রাত ১১:৩৬

একজন আরমান বলেছেন:
কি ব্যাপার রাগ কেন? B:-) B:-) B:-)

আর আমারে এইরকম পচাইতে পারলেন? /:) /:) /:)

৮| ১১ ই মে, ২০১৩ রাত ১১:০৭

সায়েম মুন বলেছেন: ফিরে আসুক। শুভকামনা থাকলো।

১১ ই মে, ২০১৩ রাত ১১:৩৮

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ সায়েম ভাই। :)

৯| ১২ ই মে, ২০১৩ রাত ১২:২৮

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: আরমান ভাই ইজ ব্যাক এগেইন।

আগেই তো পড়েছিলাম মিয়া। :| :|

১২ ই মে, ২০১৩ রাত ১২:৪৮

একজন আরমান বলেছেন:
ওইটা কবির জন্য গিফট ছিল।
ওইটা পাইকারি দরে দিছিলাম।
এইটা হইলো খুচরা। ;)

১০| ১২ ই মে, ২০১৩ রাত ১২:২৯

কান্ডারি অথর্ব বলেছেন:
কিরে ভাই পুরাই সেইরকম অবস্থা দেখি :) :) :)

১২ ই মে, ২০১৩ রাত ১২:৫২

একজন আরমান বলেছেন:
কি রকম অবস্থা ভাই? :-/ :-/ :-/

১১| ১২ ই মে, ২০১৩ রাত ১২:৪৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
শুভকামনা থাকলো। ফিরে আসুক!

১২ ই মে, ২০১৩ রাত ১:২১

একজন আরমান বলেছেন:
হা হা।

নিছক কবিতা !

ধন্যবাদ ভাই।

১২| ১২ ই মে, ২০১৩ রাত ১:০১

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: হায়রে পেরেম
ধরা দিয়েও তুই দিলিনা ধরা :(( :(( :(( :(( :(( :(( :((

১২ ই মে, ২০১৩ রাত ১:২২

একজন আরমান বলেছেন:
খালি মিসকল দেয় রে মোমিন । /:) /:) ;)

১৩| ১২ ই মে, ২০১৩ রাত ১:২৯

আমিনুর রহমান বলেছেন:

শুভকামনা জানালে আমায়,
যেন না চাইতেই কারও ভালোবাসা পাই!
কিন্তু তোমার কাছে তো আমি চেয়ে চেয়ে হয়রান।


মাঝে মাঝে একটু বিশ্রাম করে নিস। নাইলে বারবার চাইতে পারবি না অনেক কষ্ট হবে :P :P :P



সুপার লাইক কবিতায় আর হেতিরে মাইনাচ ;)

১২ ই মে, ২০১৩ রাত ১:৪৩

একজন আরমান বলেছেন:
হা হা হা।
ভাইয়া আপনার কমেন্ট পরে হাসতে হাসতে আমি চেয়ার থেকে পরে গেছি।

এখন রেস্টেই আছি। ;)

১৪| ১২ ই মে, ২০১৩ রাত ১:২৯

বটবৃক্ষ~ বলেছেন: আরে হ!!! এইডা তো পুরান কবিতা!! :-* :-*

মানুষ সব ফাকিবাজ হইয়া গেসে!! X( আমার মতো!! :P :P

১২ ই মে, ২০১৩ রাত ১:৪৯

একজন আরমান বলেছেন:
৪৫. ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৫৫
বটবৃক্ষ~ বলেছেন: ওক্কে ওক্কে তখন আবার লাইক দিবানে....নো টেনশন!!


এইটা কে বলছিল? হুম??? X( X( X(( X(( :P :P

১৫| ১২ ই মে, ২০১৩ রাত ২:১১

বটবৃক্ষ~ বলেছেন: উপস! এক্কেবারে কটের উপরে ধরা!! #:-S #:-S

ওক্কে ওক্কে লাইক দিসিতো ভাইডি!!! ক্ষেপসেন কিনো??? :#) :#)

১২ ই মে, ২০১৩ রাত ২:২৯

একজন আরমান বলেছেন:

আমার মতো ভালু পুলারে ফাঁকিবাজ কইছেন কেন? X( X( X((

আমি তো আগে থিকাই ফাঁকিবাজ। :P :P ;)

১৬| ১২ ই মে, ২০১৩ রাত ২:২০

রাইসুল নয়ন বলেছেন: সুন্দরম !!

ভালো লিখেছ ভাই, আরও ভালো লেখতে পারবা তুমি , চালিয়ে যাও হাল ছেড়না !!!

১২ ই মে, ২০১৩ রাত ২:৫১

একজন আরমান বলেছেন:
পাঠে কৃতজ্ঞতা সুপ্রিয় নয়ন ভাই।

চালিয়ে যাবার চেস্টা অব্যাহত থাকবে আশা করছি। :)

১৭| ১২ ই মে, ২০১৩ সকাল ৮:২৫

না পারভীন বলেছেন: নিছক কবিতা , ভাল হইছে । আসলেই কেমন শুভ কামনা জানাল ।


কমেন্ট গুলো পড়ে হা হা প গে । =p~ =p~ =p~ :D :)

১২ ই মে, ২০১৩ বিকাল ৩:১৮

একজন আরমান বলেছেন:
আসলেই ! কেমন শুভকামনা জানালো !!! /:) /:) /:)

আমিও আমিনুর ভাইয়ের কমেন্ট পড়ে হাহাচেথেপগে। =p~ =p~ =p~

১৮| ১২ ই মে, ২০১৩ সকাল ৯:৫০

সেলিম আনোয়ার বলেছেন: আমিও তাই বলি্ ।প্রেমাংশু ভালবেসে কাছে টেনে নিলেই পারে।তাহলে তো আর অন্য কারো কাছে হাত পাততে হয় না। প্রেমিক কে অন্য কারো দারস্থ করা নিদারুণ কঠোরতা্ ।

১২ ই মে, ২০১৩ বিকাল ৩:২২

একজন আরমান বলেছেন:
সহমত। :(

১৯| ১২ ই মে, ২০১৩ দুপুর ১২:১৮

তারছেড়া লিমন বলেছেন: কি যে কব কতি পারছিনে ভাই........... :( :( :( :( :( :(

১২ ই মে, ২০১৩ বিকাল ৩:২২

একজন আরমান বলেছেন:
আসলেই কিছু বলারও নাই রে ভাই। :(

২০| ১২ ই মে, ২০১৩ দুপুর ১২:৫৫

লাবনী আক্তার বলেছেন: কবিতা ভাল লাগল।

১২ ই মে, ২০১৩ বিকাল ৩:২২

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ আপু।

২১| ১২ ই মে, ২০১৩ দুপুর ১:১১

স্বপ্নরাজ্য বলেছেন: সামুর টাইফয়েড হইসে শুনে একটু রেস্টে ছিলাম এই আরকি ;) :P .....।

আমি ভালই আছি, আপনি কেমন আছেন?

আমিনুর রহমান বলেছেন:সুপার লাইক কবিতায় আর হেতিরে মাইনাচ

১২ ই মে, ২০১৩ বিকাল ৩:২৩

একজন আরমান বলেছেন:
হা হা হা।
আমিও আছি আলহামদুলিল্লাহ্‌।

ফেবুতেও তো দেখি না রেগুলার।

২২| ১২ ই মে, ২০১৩ দুপুর ১:৪১

s r jony বলেছেন:
আমিনুর রহমান বলেছেন:সুপার লাইক কবিতায় আর হেতিরে মাইনাচ

১২ ই মে, ২০১৩ বিকাল ৩:২৬

একজন আরমান বলেছেন:
:( :( :(

২৩| ১২ ই মে, ২০১৩ বিকাল ৩:০৩

অনীনদিতা বলেছেন: তুমি এটা কেন বোঝো না,
তোমার মাঝেই যে আমি ভালোবাসা খুঁজে ফিরি।
তুমিই তো সেই যার কাছে,
আমার ভালোবাসার সমস্ত অঞ্জলি জমা রাখা।


ইশ এমন করে কেউ যদি বলতো :(

১২ ই মে, ২০১৩ বিকাল ৩:২৯

একজন আরমান বলেছেন:
হে হে হে।
শীস্যা একটা ভাব সম্প্রসারণ ছিল- " নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস ওপাড়েতে সর্বসুখ আমার বিশ্বাস। "

পড়েছিলেন?

২৪| ১২ ই মে, ২০১৩ বিকাল ৩:১৫

স্বপনবাজ বলেছেন: ভিক্ষে চাইলেও তো মানুষ ভিক্ষে দেয়!
সামান্য দু চার টাকাই তো!
কিন্তু ভালোবাসা?
দিবে কি চাইলেই তোমার ভালোবাসা?
চাইলেই কি পাওয়া যায় সব কিছু?
++

১২ ই মে, ২০১৩ বিকাল ৩:২৯

একজন আরমান বলেছেন:
সেইটাই।

২৫| ১২ ই মে, ২০১৩ বিকাল ৪:০৬

আমিভূত বলেছেন: আরমান ভাই শুভকামনা দিতে ডরাইতেছি :||

কে তুমি প্রিয়তমা (আরমান ভাইয়ের) কেন দাও মিছে আশা
এই ভাবে করিও না আর প্রমের ছলনা :( :P

১২ ই মে, ২০১৩ বিকাল ৪:২৮

একজন আরমান বলেছেন:
হা হা হা।
এটা সবার জন্য প্রযোজ্য নয় আপু। :P
সো নো টেনশন। :P

২৬| ১২ ই মে, ২০১৩ বিকাল ৪:০৭

আমিভূত বলেছেন: অপস প্রেমের হবে বানান ভুল /:)

১২ ই মে, ২০১৩ বিকাল ৪:২৮

একজন আরমান বলেছেন:
ব্যাপার না আপু। ভুলে মিস্টেক হতেই পারে। :P

২৭| ১২ ই মে, ২০১৩ বিকাল ৪:১৮

মেঘরোদ্দুর বলেছেন: সুন্দরতম হয়েছে।

১২ ই মে, ২০১৩ বিকাল ৪:২৯

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ আপু। :)

২৮| ১২ ই মে, ২০১৩ বিকাল ৪:২৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সুন্দর আবেগী কবিতা। ভালোবাসার জন্য হাহাকার!!!

১২ ই মে, ২০১৩ বিকাল ৪:৩২

একজন আরমান বলেছেন:
হা হা হা।

হাহাকার ই জীবন !

২৯| ১২ ই মে, ২০১৩ বিকাল ৪:৩৩

বাংলার হাসান বলেছেন: চমৎকার।

১২ ই মে, ২০১৩ বিকাল ৪:৪২

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ হাসান ভাই।

৩০| ১২ ই মে, ২০১৩ বিকাল ৪:৫৩

এরিস বলেছেন: ভালোবাসা পাবার জন্যে নো কবিতা। খালি চাই চাই করেন। সব কবিতায় একরকম চাওয়া হলে চলবেনা। ভিন্ন কবিতা চাই। নেক্সট কবিতা এরকম হলে পড়বো না। X(

১২ ই মে, ২০১৩ বিকাল ৪:৫৯

একজন আরমান বলেছেন:
অপ্রাপ্তিতে ভরা জীবনে নতুন কোন স্বাদ পাওয়াটা মরীচিকার মতো। রাগ করলে আমার কিছুই করার নেই। আমি ভালো কিছু লিখতে পারি না। ক্ষমাপ্রার্থী। :|

৩১| ১২ ই মে, ২০১৩ রাত ৮:০০

রহস্যময়ী কন্যা বলেছেন: আরমান ভাইয়ার কবিতায় +++++++++
সুপার লাইক কবিতায় আর হেতিরে মাইনাচ ;)
আমিনুর ভাইয়ার এই কমেন্টে ডাবল ++++++++++
হাসতেই আছি =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১২ ই মে, ২০১৩ রাত ৯:২২

একজন আরমান বলেছেন:
আমিও হাসতেই ছিলাম কমেন্ট টা পড়ে।

৩২| ১২ ই মে, ২০১৩ রাত ৮:২১

নীল-দর্পণ বলেছেন: অনেক অভিমান..... :-*

১২ ই মে, ২০১৩ রাত ৯:২৯

একজন আরমান বলেছেন:
হুম।
কিন্তু কোন লাভ নেই। :)

৩৩| ১২ ই মে, ২০১৩ রাত ৯:৩৬

তন্দ্রা বিলাস বলেছেন: আপনারা কত সুন্দর কবিতা লেখেন গো (দীর্ঘশ্বাস)! যদি আমি পারতাম (আবারো দীর্ঘশ্বাস )!

১২ ই মে, ২০১৩ রাত ১০:২২

একজন আরমান বলেছেন:
হা হা হা।
চাইলে হয়তো রবীন্দ্রনাথ বা হেলাল হাফিজ হতে পারবেন না, কিন্তু আমার থেকে অনেক ভালো লিখতে পারবেন। :)

৩৪| ১২ ই মে, ২০১৩ রাত ৯:৪৫

সোহাগ সকাল বলেছেন: সিরাম কবিতা তো! :)

১২ ই মে, ২০১৩ রাত ১০:২৩

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ সোহাগ ভাই। :)

৩৫| ১২ ই মে, ২০১৩ রাত ১০:০৪

ঘুড্ডির পাইলট বলেছেন: শুভকামনা জানালে আমায়,
যেন না চাইতেই কারও ভালোবাসা পাই!
কিন্তু তোমার কাছে তো আমি চেয়ে চেয়ে হয়রান।


+++++++++++

১২ ই মে, ২০১৩ রাত ১০:২৩

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ রাফাত ভাই। :)

৩৬| ১৩ ই মে, ২০১৩ রাত ১:৫৫

বোকা ডাকু বলেছেন: "সমস্ত শুভকামনা তুমি আমায় দিলে !
কিন্তু এই এতো শুভকামনা আমি কিভাবে নিবো?"

সব একলা লইতে কইছে কেডায়?? ভাইবেরাদার গো দিকেও একটু ফিরা চাইয়ো B-)) B-)) B-)) ;) ;)

১৩ ই মে, ২০১৩ রাত ২:২৮

একজন আরমান বলেছেন:
কুবের মিয়ার চরিত্র ... মতো পবিত্র... ;) ;) ;)

৩৭| ১৩ ই মে, ২০১৩ রাত ২:৩৮

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:
:) প্লাস নিও


১৩ ই মে, ২০১৩ রাত ৩:২২

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ আপু। :)

অনেক দিন পর !

৩৮| ১৩ ই মে, ২০১৩ সকাল ১০:৩২

সিয়ন খান বলেছেন: ভালোবাসা কি বাংলালিংক দামে পাওয়া যায় নাকি? :P

তোমার মাঝেই যে আমি ভালোবাসা খুঁজে ফিরি।
তুমিই তো সেই যার কাছে,
আমার ভালোবাসার সমস্ত অঞ্জলি জমা রাখা।
অসাধারণ হইছে :)

১৩ ই মে, ২০১৩ দুপুর ১:২৪

একজন আরমান বলেছেন:
বাংলালিংক দামে যা পাওয়া যায় সেটা ভালোবাসা হতে পারে না।

ধন্যবাদ সিয়ন ভাই। :)

৩৯| ১৩ ই মে, ২০১৩ বিকাল ৫:৫০

মাগুর বলেছেন: তুমি এটা কেন বোঝো না,
তোমার মাঝেই যে আমি ভালোবাসা খুঁজে ফিরি।
তুমিই তো সেই যার কাছে,
আমার ভালোবাসার সমস্ত অঞ্জলি জমা রাখা।

চরম হইসে আরমান ভাই, আশা করি এই বার কেউ না কেউ বুঝবেই ;)
++++++++

১৪ ই মে, ২০১৩ রাত ১:১৭

একজন আরমান বলেছেন:
বোঝে না সে বোঝে না...

৪০| ১৪ ই মে, ২০১৩ দুপুর ১২:৫১

আমিনুর রহমান বলেছেন:

তোর কি রেষ্ট নেয়া শেষ হৈছে ! তাইলে এবার আবার চাওয়া শুরু কর ;)

১৪ ই মে, ২০১৩ দুপুর ২:০৯

একজন আরমান বলেছেন:
আমি অক্লান্ত ভাইয়া। :) ;)

৪১| ১৪ ই মে, ২০১৩ বিকাল ৩:২৮

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ভাল্লাগসে আরমান ভাই। :)

তবে আপনার গল্প বেশী ভাল লাগে।

১৪ ই মে, ২০১৩ রাত ১১:২১

একজন আরমান বলেছেন:
এইটা কি বললেন?
আমি তো গল্প ভালো লিখতে পারি না বলে কবিতা লিখি। এইটা আমার কাছে ভালো লাগে। গল্প লিখতে আলসেমি লাগে আর মনে হয় ভালো পারি না। তাই লিখিও কম।

আর আপনে দেরি কইরা আসছেন তাই আপনারে মাইনাচ।

৪২| ১৫ ই মে, ২০১৩ রাত ২:২১

ফালতু বালক বলেছেন: hahakarer obshan hok oti taratari.......nam ta kon tui la ani...

১৫ ই মে, ২০১৩ সকাল ১০:২৪

একজন আরমান বলেছেন:
হা হা হা
না ভাই থাক। হাহাকার থাকা ভালো। :)

৪৩| ১৫ ই মে, ২০১৩ সকাল ১০:৩৩

মাক্স বলেছেন: লেখাটি ভালো লাগলো!
কি খবর আরমান ভাই? আছেন কিরাম?

১৫ ই মে, ২০১৩ সকাল ১০:৫৮

একজন আরমান বলেছেন:
আছি তো ভাই আগের মতোই। আপনার খবর কি? কেমন আছেন? অনেক দিন ধরে ব্লগ আর ফেবু থেকে উধাও হয়ে গেলেন !

৪৪| ১৫ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দারুন তো।

১৫ ই মে, ২০১৩ রাত ৮:৪৭

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ দুর্জয় ভাই। :)

৪৫| ১৫ ই মে, ২০১৩ রাত ১০:৪৩

মাক্স বলেছেন: আমি ভালোই আছি।
তবে উধাও হই নাই!

১৫ ই মে, ২০১৩ রাত ১০:৪৮

একজন আরমান বলেছেন:
ওহ আচ্ছা।

মাঝে মাঝে তব দেখা পাই,
চিরদিন কেন পাই না?

৪৬| ১৭ ই মে, ২০১৩ রাত ১১:২৭

বাসুরী বাসীয়ালা বলেছেন: এই যে বস অসাধারন একটা লিখা অনেক ভালো লাগলো ;) ;) ;)

১৭ ই মে, ২০১৩ রাত ১১:৪২

একজন আরমান বলেছেন:
মাল্টিটা এইভাবে প্রকাশ করে দিলেন? ;)

৪৭| ১৮ ই মে, ২০১৩ দুপুর ১২:৫৬

মামুন রশিদ বলেছেন: লাগাতার বিষাদ ।
বৃষ্টি হয়ে পড়ছেতো পড়ছেই ।
:(( :(( :(( :((


১৮ ই মে, ২০১৩ দুপুর ১:২৩

একজন আরমান বলেছেন:
আবহাওয়ার এহেন পরিস্থিতির জন্য একজন আরমান দায়ী নহে।

এতো দিন কই ছিলেন?

৪৮| ১৮ ই মে, ২০১৩ বিকাল ৪:০১

ভিয়েনাস বলেছেন: ভালোবাসার শুভ কামনা মিছে হতে পারেনা ভাইডি...... শুভকামনা নেমে আসে হৃদয়ের গভীর থেকে।

ভালো লাগা জানালাম

১৮ ই মে, ২০১৩ বিকাল ৪:৩৭

একজন আরমান বলেছেন:
তাহলে তাড় শুভকামনা কি শুধুই মিছে আশা?

৪৯| ১৯ শে মে, ২০১৩ রাত ৩:৫৬

রাফা বলেছেন: লেগে থাকেন,শিকে ছিড়তেও পারে কোন একদিন।

ভালোবাসাতো আর দুই,চার টাকার ব্যাপার নয়।তাই সবুরে মেওয়া ফলে।হা..... হা........হা.....।

বলছিলাম-না আপনি আমার চাইতে ভালো লিখেন।এখন আবার হাসি দিয়েননা যেনো??

শুভ কামনা,আরমান ভাই।

২০ শে মে, ২০১৩ দুপুর ২:৫৪

একজন আরমান বলেছেন:
হা হা হা।
দুঃখিত ভাই। না হেসে পারলাম না।

দেখা যাক কি হয়। লেগে আছি বলেই কবিতারা এখনও ধরা দেয় !

ভালো থাকবেন ভাই। :)

৫০| ২০ শে মে, ২০১৩ রাত ৮:১৮

দুঃখিত বলেছেন:
লেখক বলেছেন: শীস্যা একটা ভাব সম্প্রসারণ ছিল- " নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস ওপাড়েতে সর্বসুখ আমার বিশ্বাস। "

;) ;) ;) ;) ;) ;)

এমনে বলিতে হয়না বন্ধু, সংসার জিনিসটাও নদীর এপাড় আর ওপাড়ের মতোই ;) কবিতা তো মেলা সুন্দর হইছে, শুভকামনা দিলাম, এছাড়া তো আমার মতো গরিবের আর কিছুই দেওয়ার নাই ;) আর এমনিতেও ইদানিং মানুষের নিঃশ্বাস - প্রশ্বাস একটু বেশীই পড়তেছে আমার জীবনডার উপরে :-P :-P :-P :-P ;) ;) =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২১ শে মে, ২০১৩ রাত ১০:৪৯

একজন আরমান বলেছেন:
কি কইলি মাথার উপরে দিয়া গেলো। B:-)B:-)B:-)

৫১| ৩০ শে মে, ২০১৩ দুপুর ১:১১

মেহেরুন বলেছেন: ১৯ তম ভালোলাগা জানিয়ে গেলাম। ভালো থাকিস।

০১ লা জুন, ২০১৩ রাত ১১:২৫

একজন আরমান বলেছেন:
ধন্নবাদ আপু। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.