নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী !!!\n\nমেইল করতে চাইলে: [email protected]

একজন আরমান

জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী!

একজন আরমান › বিস্তারিত পোস্টঃ

একটি কাব্যিক ভ্রমনঃ কবিতা সংকলনঃ এপ্রিল-২০১৩

১৫ ই মে, ২০১৩ বিকাল ৩:১৫

আমি একজন আরমান এবং কান্ডারী অথর্ব আমরা দু’জনে মিলে প্রতি মাসে ব্লগারদের প্রকাশিত কবিতা থেকে সংকলন বের করার একটা উদ্যোগ নিয়েছিলাম। সেই চিন্তার ধারাবাহিকতায় তৃতীয় সংকলন হল এই পোস্ট।



কবিতাগুলো কোন ভাবেই কোন প্রকার প্রতিযোগিতামূলক মনোভাব নিয়ে নির্বাচন না করে বরং চেষ্টা করেছি শুধু মাত্র আমাদের দু’জনের পছন্দের উপর ভিত্তি করে সংকলন করতে। আশা করি কবিতাগুলো আপনাদের সকলের মন ছুঁয়ে যাবে। আর যাদের কবিতা এখানে সংকলিত হল না তাদের কাছে আন্তরিক ভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি তবে এটাই শেষ প্রয়াস নয়। নিয়মিত প্রতিমাসে একটি করে কবিতা সংকলন থাকবে আশা করছি। তবে আরও যারা আছেন কবিতা চর্চা করেন কিন্তু আমাদের নজর এড়িয়ে গেছেন তারা তাদের লিঙ্ক এখানে দিয়ে যেতে পারেন আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে।



খুব কী বেশী কিছু চেয়েছিলাম?



যে চোখে পৃথিবীর শুরু আর শেষ।



শ্রদ্ধা



নবজন্মের গান



রাস্তায় মুঠোফোন



ঝরা পালকের গান



তবুও কেউ ভালোবাসে



বিপদাপন্ন কবিতা



ঝুলে আছি ভাগ্যের ফিতাতে



বেকার যুবকেরা দীঘৃশ্বাস ছাড়ুন



রাগী স্যারের মা'র



।।--অপেক্ষা; দ্বিতীয় খণ্ড--।।



প্রলাপ-২ ( মহামান্য আমি তোমারে অভিশাপ দেলাম )



মুখ ও মুখোশ



বিদায়, বালিকা!!



কল্পনা এবং স্বপ্নেরাঃ নিয়ম ভাঙ্গার নিয়মে!



!!ঊর্মি!!................ (১)



কবিতাঃ নিশাচর।



প্রার্থনা



সমুদ্র এবং আমি



প্রেমের গল্প অথবা একটি ছেলে মানুষই কবিতা



নববর্ষে "জীবনের রঙ"



পরাবাস্তব তুমি আমার !



প্রেম ও দ্রোহের বিপরীত কয়েকটি অণু কাব্য



তোমার কাছে রেখে গেলাম মনটা আমার, যত্ন নিও



অব্যক্ত অভ্যাস



হৃদয়ে সহজ কিস্তিতে একটা প্লট বরাদ্ধ



১৩৭৮ এর বৈশাখ



ডান হাতে খাই মোরা, বাম হাতে পরিস্কার, পাম মারা বামদের, চল করি তিরস্কার।



অ-গোছাল কবিতা-১১



নির্বাচিত কবিতা: আকাশ মুছে গেছে



৬ টি কিঞ্চিত প্রেমের কবিতা!



শুকনোপাতার কাব্য-১৭



বর্ষাভেজা



নির্ঘুম রাতে অন্তরাত্মার ক্রন্দন



কবিতা



ঠিক দুক্কুরবেলা



দগ্ধিত যখন শুদ্ধময় অন্তরাত্মা ...



ভয় (একটা গৃহযুদ্ধ কি আসন্ন?)



নীরব কেন নারী



একটি সনেট লেখার অপচেষ্টা



‡‡বৃদ্ধ তাকিয়ে তোমাদেরই চোখে‡‡



আমি ভালবাসি- মুক্ত বিহঙ্গের মত তোমার স্বচ্ছ-মন...



নিষ্পাপ স্বপ্ন



রক্ত সাগর পাড়ি দেওয়া নাবিক!!



বৃষ্টি



দুষ্ট ছেলে আর মিষ্টি মেয়ের ছড়া-১



এভাবেই মানিয়ে চলা তাদের রোগে পরিণত হল.......



আক্ষেপ ও অপেক্ষা



তোমার জন্য



বেনু জলে তোমাকে দেখি.....



মিছেমিছি



নস্টালজিক মেঘদল আমার !



তবুও আমি সুস্থ স্বাভাবিক প্রাণ চঞ্চল।



ধূসর সময়.....



তবুও তথাপি তারপর ....



সন্তাপ



কয়েক ফোঁটা অশ্রু



শুনবে কি একটু : নীলু'স গবিতা(!)



পরিশেষে আন্তরিক শুভেচ্ছান্তে,



আমি একজন আরমানকান্ডারী অথর্ব





(নিয়মিত সংকলিত হবে ....)



কাব্যিক ভ্রমনঃ কবিতা সংকলনঃ প্রারম্ভ



একটি কাব্যিক ভ্রমনঃ কবিতা সংকলনঃ মার্চ-২০১৩

মন্তব্য ১২০ টি রেটিং +২২/-০

মন্তব্য (১২০) মন্তব্য লিখুন

১| ১৫ ই মে, ২০১৩ বিকাল ৩:৪১

কান্ডারি অথর্ব বলেছেন:

আসলে এই সঙ্কলনের পেছনে আমার কোন অবদান নেই এটা আরমানের ভালোবাসা যে সে কষ্ট করেছে পুরোটা কিন্তু সাথে আমার নামও দিয়ে দিয়েছে। তবু বলছি সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রইল।

আপনারা আরও সুন্দর সুন্দর কবিতা উপহার দিন আমাদের পাঠকদের। আমরাও আপনাদের লেখা কবিতা থেকে আমাদের ভালোলাগাগুলো দিয়ে সঙ্কলন চালিয়ে যাব ইনশাল্লাহ।

১৫ ই মে, ২০১৩ রাত ৮:৪৮

একজন আরমান বলেছেন:
ধুরও মিয়া এইটা কি কইলেন?

২| ১৫ ই মে, ২০১৩ বিকাল ৩:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর উদ্যোগ ভাল লাগলো ।

১৫ ই মে, ২০১৩ রাত ৮:৪৮

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ।

৩| ১৫ ই মে, ২০১৩ বিকাল ৪:২৬

আমিনুর রহমান বলেছেন:

আবারো সেই একই ভুল ! অগোছালো সংকলন তবে এই উদ্যোগের জন্য আরমান ও ভান্ডারী থুক্কু কান্ডারী'র প্রতি কৃতজ্ঞতা।

১৫ ই মে, ২০১৩ রাত ৮:৪৯

একজন আরমান বলেছেন:
ভুলগুলো উল্লেখ করে শুধরে দিলে খুশি হতাম ভাইয়া।

৪| ১৫ ই মে, ২০১৩ বিকাল ৪:৩১

প্রোফেসর শঙ্কু বলেছেন: ভালো উদ্যোগ। আশা করি প্রতি মাসেই এমন সঙ্কলন দিতে পারবেন।

প্রশংসা মিশ্রিত শুভকামনা রইল।

১৫ ই মে, ২০১৩ রাত ৮:৪৯

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই। :)

৫| ১৫ ই মে, ২০১৩ বিকাল ৫:১৮

স্বপনবাজ বলেছেন: কষ্ট সাধ্য কাজ করে যাচ্ছেন দুজনে! চালিয়ে যান, হ্যাট্রিক অভিনন্দন!

১৫ ই মে, ২০১৩ রাত ৮:৫৯

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই। :)

৬| ১৫ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

ঘুড্ডির পাইলট বলেছেন: আমিনুর রহমান বলেছেন:

আবারো সেই একই ভুল ! অগোছালো সংকলন তবে এই উদ্যোগের জন্য আরমান ও ভান্ডারী থুক্কু কান্ডারী'র প্রতি কৃতজ্ঞতা।


আমারও প্রচুর বানা ভুল হয় ;)

১৫ ই মে, ২০১৩ রাত ৮:৫৯

একজন আরমান বলেছেন:
আমার তো ভাই বানান ভুল হয় না।

৭| ১৫ ই মে, ২০১৩ রাত ৮:১৪

স্নিগ্ধ শোভন বলেছেন:
আমার একখান কবিতাও দেখি আছে :D :D



এই উদ্যোগের জন্য আরমান ও কান্ডারী ভাইর প্রতি কৃতজ্ঞতা। ;) B-) B-)




১৫ ই মে, ২০১৩ রাত ৯:০১

একজন আরমান বলেছেন:
খালি কৃতজ্ঞতায় কাজ হবে না। মিস্টি খাওয়া এখন। ;) ;) ;)

৮| ১৫ ই মে, ২০১৩ রাত ৯:১৩

নীল-দর্পণ বলেছেন: আস্তে আস্তে পড়বো

১৫ ই মে, ২০১৩ রাত ৯:৩৭

একজন আরমান বলেছেন:
ওক্কে। B-) B-) B-)

৯| ১৫ ই মে, ২০১৩ রাত ৯:১৫

আমিনুর রহমান বলেছেন:

আগেও বলেছি এখন আবার বলছি কবিতার নামের সাথে কবির নাম না দেয়াটা আমার কাছে ভীষন বেমানান মনে হয়েছে।

আর যদি আপনারদের একান্ত পছন্দের সংকলন বলে নিয়ে তাই সেখানে সমালোচনা স্কপই নেই।

আপনারা বলেছেন আশা করি কবিতাগুলো আপনাদের সকলের মন ছুঁয়ে যাবে। কিন্তু সত্যি বলতে কি কিছু কবিতা পড়ে আমার মন বিক্ষুপ্ত হয়ে গেছে। অত্যন্ত আগ্রহ নিয়ে আজ কবিতাই পড়েছি এর মাঝে বেশীরভাগই আগেই পড়া ছিলো। কিন্তু তৃপ্তি পাইনি। কিন্তু তার মানে এই নয় আপনাদের উদ্যোগকে খাটো করে দেখছি। আবারও কৃতজ্ঞতা জানবেন।

১৫ ই মে, ২০১৩ রাত ৯:৪৩

একজন আরমান বলেছেন:
ভাইয়া আগেই বলেছি যে নাম না দেয়ার উদ্দেশ্য হল যাতে কেউ নাম দেখে সিলেক্টিভ কিছু না পড়ে। তাই নাম দেয়া হবে না।

আর আগে পড়ার বিষয়ে বলছি আপনার আগে পড়া থাকতেই পারে, কিন্তু এর মানে এই নয় যে সেটা সংকলনে আসবে না। আর আপনার কাছে যেটা খারাপ সেটা অন্যের কাছে ভালোও লাগতে পারে।

আর একটা কথা উপরে উল্লেখ করা আছে

কবিতাগুলো কোন ভাবেই কোন প্রকার প্রতিযোগিতামূলক মনোভাব নিয়ে নির্বাচন না করে বরং চেষ্টা করেছি শুধু মাত্র আমাদের দু’জনের পছন্দের উপর ভিত্তি করে সংকলন করতে।

আর ভালো কবিতা যেগুলো আমাদের দুইজনের নজর এড়িয়ে গিয়েছে সেইগুলোর লিংক এখানে দিয়ে গেলে অ্যাড করে দিবো।

দুজন মানুষের চোখে সব কিছু ধরা পড়বে না এটাই স্বাভাবিক।

শুভকামনা জানবেন। :)

১০| ১৫ ই মে, ২০১৩ রাত ৯:২৪

লাবনী আক্তার বলেছেন: এই প্রচেষ্টার জন্য প্রথমে কৃতজ্ঞতা জানাবো কান্ডারী ভাইকে। তারপর ভাই তোমার প্রতি কৃতজ্ঞতা। খুব ভালো উদ্যেগ।

১৫ ই মে, ২০১৩ রাত ৯:৪৫

একজন আরমান বলেছেন:
আমাকে কৃতজ্ঞতা জানানোর দরকার নেই আপু। কান্ডারী ভাই এই উদ্যোগ শুরু না করলে আমার এই সংকলন চালানোই হতো না। সব কৃতজ্ঞতা কান্ডারী ভাইয়ের। :)

১১| ১৫ ই মে, ২০১৩ রাত ১০:০৭

সায়েদা সোহেলী বলেছেন: :) সময় নিয়ে সবগুলো পরিতে হইবে , কবিতা সবসময় আমার অলস মস্তিষ্কে কেন যেন ঢুকে না

১৫ ই মে, ২০১৩ রাত ১০:৪৭

একজন আরমান বলেছেন:
আপু কবিতা পড়তে হয় ঠাণ্ডা মাথায়। এর জন্য মনে হয় মাঝ রাত বেস্ট। :)

১২| ১৫ ই মে, ২০১৩ রাত ১০:৫৩

বটবৃক্ষ~ বলেছেন: একি!! :-* :!> :#>

স্বপনবাজ বলেছেন: কষ্ট সাধ্য কাজ করে যাচ্ছেন দুজনে! চালিয়ে যান, হ্যাট্রিক অভিনন্দন!!! :):):)

কীপ ইট আপ ব্রো!!
আগেরগুলাই তো এখনো পড়ছি!! :-<
উফ !!আপনারা এতো টাইম+ ধৈর্য নিয়ে পরিশ্রম করেন!! মাশাল্লাহ!! আমারে কিসু ধৈর্য্য ধার দিয়েনতো..... /:) লাইফে এই জিনিসটার অভাবে কতযে ধরা খেয়েসি!এখোনো খেয়ে যাচ্ছি!! :(

১৫ ই মে, ২০১৩ রাত ১১:০১

একজন আরমান বলেছেন:
ইয়ে মানে আসলে ধৈর্য না। বেকার মানুষ তো তাই অনেক সময় পাই আর কি। :D :D :P

১৩| ১৫ ই মে, ২০১৩ রাত ১০:৫৫

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: কান্ডারী ভাই ও আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করছি না ।

যে কাজটি করেছেন সেটার সমালোচনা করার যোগ্যতা আমার নাই । তবে কবিতার পাশে ব্লগারের নাম দিলে ভালো হতো , কবির নাম ছাড়া কবিতা অসম্পূর্ণ রয়ে যায় ।

১৫ ই মে, ২০১৩ রাত ১১:০৪

একজন আরমান বলেছেন:
নাম না দেয়ার উদ্দেশ্য হল যাতে কেউ নাম দেখে সিলেক্টিভ কিছু না পড়ে। তাই নাম দেয়া হবে না। এইটা আমার একটা টেকনিক নতুন লেখকদের প্রমোট করার। তবে এর মানে এই নয় যে কবিদের ছোট করছি।

আশা করছি বুঝতে পেরেছো। তবে সবাই যদি কমপ্লেন করে তবে এরপর থেকে দিতেও পারি। :)

১৪| ১৫ ই মে, ২০১৩ রাত ১১:০১

এম হুসাইন বলেছেন: ++++++++++

১৫ ই মে, ২০১৩ রাত ১১:০৫

একজন আরমান বলেছেন:
:)

১৫| ১৫ ই মে, ২০১৩ রাত ১১:১১

বাংলাদেশী দালাল বলেছেন:
ভালো লাগছে নিজের লেখা কবিতা আপনাদের সংকুলানে দেখে।
সেই সাথে কষ্ট লাগছে কবিতাটা মনে করে। ঝাপসা চোকে লিখে ছিলাম কবিতাটা আজও চোখ ঝাপসা হয়ে এলো।

আপনাকে এবং কান্ডারী ভাইকে অজস্র ধন্যবাদ এমন সুন্দর, নিঃস্বার্থ ও কষ্ট সাধ্য কাজটি চালিয়ে যাওয়ার জন্য।

১৫ ই মে, ২০১৩ রাত ১১:৩৩

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই। আরও লিখুন।
শুভকামনা রইল। :)

১৬| ১৫ ই মে, ২০১৩ রাত ১১:৩০

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: দিয়ে দিন, দিয়ে দিন ।
অন্যের পোস্টে নিজের নাম দেখতে বেশ ভালো লাগে :#> :#> :#> :#> =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১৫ ই মে, ২০১৩ রাত ১১:৩৪

একজন আরমান বলেছেন:
আমি কেন দেই নি সেটা ব্যাখ্যা করলাম। এখন আরও কিছু ফিডব্যাক জমা হলে কান্ডারী ভাইয়ের সাথে আলোচনা করে দেখি কি করা যায়। তবে ভাই এই কাজটা অনেক ঝামেলার। আমার জান বের হয়ে যায় লিংক অ্যাড করতে গিয়ে। :(

১৭| ১৫ ই মে, ২০১৩ রাত ১১:৩১

তারছেড়া লিমন বলেছেন: নিজের লেখা দেখে বড় ভাল লাগল তবে বরাবরের মত এইবার ও ধন্যবাদ আপনাদের এই কষ্টটুকু করার জন্য............++++++++++++++++

১৫ ই মে, ২০১৩ রাত ১১:৩৫

একজন আরমান বলেছেন:
আপনাকেও ধন্যবাদ লিমন ভাই। :)

১৮| ১৫ ই মে, ২০১৩ রাত ১১:৪৪

এরিস বলেছেন: কিছু আগেই পড়া ছিল। সবগুলো পড়ে আবার আসছি মন্তব্যের জন্যে। :)

১৬ ই মে, ২০১৩ রাত ১২:০৩

একজন আরমান বলেছেন:
পড়া শেষ সব?

১৯| ১৬ ই মে, ২০১৩ রাত ১:৪৩

বাংলার হাসান বলেছেন: আমিনুর রহমান বলেছেন:

আবারো সেই একই ভুল ! অগোছালো সংকলন তবে এই উদ্যোগের জন্য আরমান ও ভান্ডারী থুক্কু কান্ডারী'র প্রতি কৃতজ্ঞতা।

১৬ ই মে, ২০১৩ রাত ১:৫৬

একজন আরমান বলেছেন:
কিভাবে হলে গোছানো হবে জানালে খুশি হতাম। :)

২০| ১৬ ই মে, ২০১৩ রাত ২:২০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
এতো কষ্টের কাজ কেমনে করেন বুঝি না! আমি টাইপ করার ভয়ে আমার প্রিয় কবিকে নিয়ে একটা পোষ্ট রেডী করতে পারছি না :(

শুভেচ্ছা আরমান।

১৬ ই মে, ২০১৩ রাত ২:৫০

একজন আরমান বলেছেন:
বেকার সময় কাঁটাই তাই সময় পাই ভাই। :)

চাকরি হয়ে গেলে হয়তো এতো সময় পাবো না।

শুভকামনা রইলো। :)

২১| ১৬ ই মে, ২০১৩ রাত ৩:১৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আমি নিজেও বেকার। তবে এখন খুব ব্যস্ত। একটু পড়াশুনা করার চেষ্টা করি ইদানিং। লাইফ তো শেষ করে দিলাম অকবিতা লিখে লিখে। এখন মনে হয় কবিতা টবিতা সব ফাও। এসবে আর যাই হউক পেট ভরবে না। তাই এখন পেটের ধান্ধা করি। :D

পড়াশুনা শুরু করে দেন। শুভ কামনা থাকলো। :)

১৬ ই মে, ২০১৩ রাত ৩:৫৫

একজন আরমান বলেছেন:
হা হা হা।
হ্যাঁ তা কিছুটা হলেও সত্য।

এম বি এ তে ভর্তি হয়ে গিয়েছি। পাশাপাশি চাকরি খোঁজাটাও চলছে।

আপনার জন্যও শুভকামনা। :)

২২| ১৬ ই মে, ২০১৩ রাত ৩:৩৭

প্রিন্স হেক্টর বলেছেন: আপনারে আর কান্ডারীংকেলরে ধন্যবাদ। প্রিয়তে

১৬ ই মে, ২০১৩ রাত ৩:৫৬

একজন আরমান বলেছেন:
আমি কি আঙ্কেল ক্যাটাগরিতে পড়ছি?

২৩| ১৬ ই মে, ২০১৩ ভোর ৪:৩৩

প্রিন্স হেক্টর বলেছেন: না গো দাদু, আমিতো কান্ডারীংকেলরে আংকেল বলচি ;)

১৬ ই মে, ২০১৩ ভোর ৫:০৫

একজন আরমান বলেছেন:
:|| :|| :||

২৪| ১৬ ই মে, ২০১৩ ভোর ৫:২৭

বাংলাদেশী দালাল বলেছেন:
রাত্রি শেষে ভোরের আলুর মত মজা পাইলাম আরমান দাদু =p~ =p~

১৬ ই মে, ২০১৩ ভোর ৫:২৯

একজন আরমান বলেছেন:
এই পোলাডার মাথা খারাপ ভাই। কয়দিন আগে ডাকতো খালু এখন আবার ডাকলো দাদু। আয়োডিনের অভাবে পোলাডার মাথা গেছে আউট হইয়া। :( :( :(

২৫| ১৬ ই মে, ২০১৩ ভোর ৬:২৪

মিষ্টি মেয়ে বলেছেন: অনেক ভালো সংকলন!

(ঘরে অতিথি দেখলে ভালো লাগে)

ভালো থাকবেন। :)

১৬ ই মে, ২০১৩ ভোর ৬:৩০

একজন আরমান বলেছেন:
হা হা
ধন্যবাদ আপু।
আমি ঘুরতে পছন্দ করি। তাই ঘুরে এসেছিলাম। কিন্তু নতুন কিছু পেলাম না। আশা করি রেগুলার হবেন। :)

২৬| ১৬ ই মে, ২০১৩ সকাল ৯:৪৮

আমিভূত বলেছেন: তাহলে চালিয়ে যাচ্ছেন ? গুড কীপ ইট আপ :)
পড়া শুরু করে দিলাম একটা একটা করে :D
শুভ কামনা : :P

১৬ ই মে, ২০১৩ দুপুর ১:২৯

একজন আরমান বলেছেন:
হাহাহা

শুভকামনা? ! :P

সমস্যা নাই আপনে রিস্ক ফ্রি। :P

২৭| ১৬ ই মে, ২০১৩ সকাল ১০:০১

রাইসুল নয়ন বলেছেন: অনেক কষ্ট করছ বোঝাই যাচ্ছে !
তোমার এই ধরণের উদ্যোগ আমার সবসময়ই ভালো লাগে ভাই ।
কাণ্ডারি ভাইও একজন সাদা মনের মানুষ ।

সংকলন ভালো লাগলো ।

১৬ ই মে, ২০১৩ দুপুর ১:৩০

একজন আরমান বলেছেন:
ঠিক বলেছেন। কান্ডারী ভাই একজন সাদা মনের মানুষ। ওনার মতো একজন বড় ভাই পেয়ে সত্যি আমি ধন্য। :)

২৮| ১৬ ই মে, ২০১৩ দুপুর ১:১৪

প্রিন্স হেক্টর বলেছেন: অবজেকশান, আমি আপনেরে খালু ডাকি নাই। মিথ্যা কথা বরেন কেন দাদু?

১৬ ই মে, ২০১৩ দুপুর ১:৩১

একজন আরমান বলেছেন:
তোমার জন্য আমার খুব খারাপ লাগে জানো? এতো সুন্দর হ্যান্ডসাম একটা ছেলে অথচ শুধুমাত্র আয়োডিনের অভাবে...... ;)

আহারে... :| :| :P

২৯| ১৬ ই মে, ২০১৩ দুপুর ১:২৫

স্বপনবাজ বলেছেন: হ্যালো দাদু!

১৬ ই মে, ২০১৩ দুপুর ১:৩৭

একজন আরমান বলেছেন:
B:-) B:-) B:-)

৩০| ১৬ ই মে, ২০১৩ দুপুর ১:৪৩

প্রিন্স হেক্টর বলেছেন: দাদু, আমার কিন্তু আয়োডিনের অভাব নাই। মিথ্যা বলবেন না।

১৬ ই মে, ২০১৩ দুপুর ২:০৬

একজন আরমান বলেছেন:
না থাক। ঘরের কথা আর কাউকে বলবো না বাছা। ;)

৩১| ১৬ ই মে, ২০১৩ দুপুর ১:৪৫

স্বপনবাজ বলেছেন: আরমান ভাই মোবাইলে তাই ইমো দেখতে ও পারিনা, দিতেও পারি না ! ব্যাপক বিনুদিত হবার ইমু হবে!

১৬ ই মে, ২০১৩ দুপুর ২:০৬

একজন আরমান বলেছেন:
আমার চক্কু গুল্লা হবার ইমো হবে।

৩২| ১৬ ই মে, ২০১৩ দুপুর ২:১৩

এহসান সাবির বলেছেন: চমৎকার...!!! আপনাকে এবং কান্ডারী ভাইকে শুভেচ্ছা রইলো।

১৬ ই মে, ২০১৩ দুপুর ২:৪৫

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ সাবির ভাই। :)

৩৩| ১৬ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫

আশিক মাসুম বলেছেন: পরের সংকলনে আপনাদের দুজনের পাসে থাকবে এই অধম । তিনজন মিলে কাজ করলে আশাকরি আরো সুন্দর হবে।



শুভকামনা আপনাদের জন্য।

১৬ ই মে, ২০১৩ রাত ১০:৩১

একজন আরমান বলেছেন:
ইনশাআল্লাহ ভাই। :)

আপনাকে আবার দেখে খুব ভালো লাগছে। :)

৩৪| ১৬ ই মে, ২০১৩ রাত ১০:৪৭

মিষ্টি মেয়ে বলেছেন: হুম, আমি তো লেখকের 'ল' ও না। আপনাদের মতো ভালো লেখকদের লেখা পড়তেই ব্লগে আসা। আর লেখার জন্য যে ধৈর্য ও সময় লাগে তা আমার মাঝে একদম নেই। :D :)

ভালো থাকবেন।

১৭ ই মে, ২০১৩ রাত ১২:০১

একজন আরমান বলেছেন:
আপু লিখতে লিখতেই লেখক হয়ে যাবেন।

জন্মের সাথে সাথে কিন্তু কেউ সব কিছু পারে না। আস্তে আস্তে সে সবকিছু শেখে। লিখতে থাকুন। আপনিও বড় লেখিকা হয়ে যাবেন।

শুভকামনা রইলো। :)

৩৫| ১৭ ই মে, ২০১৩ রাত ১২:০৬

আমি তুমি আমরা বলেছেন: ভাল প্রচেষ্টা :)

১৭ ই মে, ২০১৩ রাত ১২:১৭

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই। :)

৩৬| ১৭ ই মে, ২০১৩ দুপুর ২:১২

প্রিন্স হেক্টর বলেছেন: দাদু, য়ামি য়েক্টা কপিতা লেক্তেচি, পঢ়েড় শঙকলণে থাক্বে তো?

১৭ ই মে, ২০১৩ দুপুর ২:৩৩

একজন আরমান বলেছেন:
নাতি তোমার কবিতা যদি বাংলা ভাষায় লেখা হয় তবে সেটা সংকলন এর জন্য যোগ্য হলেও হতে পারে। কিন্তু বাংলা ভাষা ছাড়া এই রকম হিব্রু ভাষা গ্রহণযোগ্য হবে না।

৩৭| ১৭ ই মে, ২০১৩ দুপুর ২:২৫

স্বপ্নরাজ্য বলেছেন: আশিক মাসুম বলেছেন: পরের সংকলনে আপনাদের দুজনের পাসে থাকবে এই অধম । তিনজন মিলে কাজ করলে আশাকরি আরো সুন্দর হবে।



শুভকামনা আপনাদের জন্য।


আমাকে নিলে চারজন ..........

ভালো উদ্যোগে নিজের নাম দেখে ভালো লাগলো :D :D :D :D :D :D :D

++++++++++++++++++++++++++++++

১৭ ই মে, ২০১৩ দুপুর ২:৪৩

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাইয়া। অবশ্যই সাথে পেলে আরও ভালো লাগবে।

৩৮| ১৭ ই মে, ২০১৩ বিকাল ৩:০১

প্রিন্স হেক্টর বলেছেন: দাদু, য়ামি তো হীবঢ়ু ভাশা পাঢ়ি না। হীবঢ়ু ভাশায় লেক্তে জাবো কেণু? :||

১৭ ই মে, ২০১৩ বিকাল ৩:১৩

একজন আরমান বলেছেন:
তো এইটা কি ভাষা নাতি?

৩৯| ১৭ ই মে, ২০১৩ বিকাল ৩:৩৭

কান্ডারি অথর্ব বলেছেন:
আরমান দাদু এইবার থেকে আশিক মাসুম নানা আমাদের সাথে সংকলন করবে দারুন একজন মানুষ পেলাম সাথে আর একটি কথা লিঙ্কে ঢুকলেই কবিদের নাম পাওয়া যাবে। আমি তোর আইডিয়ার সাথে একমত আমরা কবিদের প্রমোট করছি এটা সবার আগে প্রাধান্য পাবে। আমাদের এই সঙ্কলনের মূল কারন এটাই। আর এর পরের সংকলন আমার নিকে আসবে। দেখি সংকলন এর ভুল ত্রুটি যদি কিছু থেকে থাকে সেগুলো ওভার কাম করব আমরা দুইজনে ইনশাল্লাহ। এই সংকলন চালিয়ে যাওয়া অনেক কষ্টের একটি কাজ যা আমরা দুইজনে ভালই উপলব্ধি করতে পারছি।

১৭ ই মে, ২০১৩ রাত ৯:৫৪

একজন আরমান বলেছেন:
সহমত।

আর হ্যাঁ মাসুম ভাইয়ের সাহায্য পাওয়া অনেক দারুণ একটি ব্যাপার হবে। :)

৪০| ১৭ ই মে, ২০১৩ বিকাল ৪:৩৮

প্রিন্স হেক্টর বলেছেন: আরমান্দাদু, য়িউ বেড়েক মাঈ হারট। :((

১৭ ই মে, ২০১৩ রাত ৯:৫৫

একজন আরমান বলেছেন:
B-)) B-)) B-))

৪১| ১৭ ই মে, ২০১৩ রাত ৯:১৭

মাহতাব সমুদ্র বলেছেন: ধন্যবাদ আরমান ভাইকে আমার হৃদয়ে সহজ কিস্তিতে একটা প্লট বরাদ্ধ কবিতাটি নির্বাচন করায়।

১৭ ই মে, ২০১৩ রাত ৯:৫৫

একজন আরমান বলেছেন:
:)

৪২| ১৮ ই মে, ২০১৩ দুপুর ১:৩৬

অদ্বিতীয়া আমি বলেছেন: অনেক গুলো পড়ে ফেলেছি । বাকি গুলো ও পড়ব ।

কবিতার সংকলন ,প্রচেষ্টা সব সময়ের মতই ভালো লাগলো ।

১৮ ই মে, ২০১৩ দুপুর ১:৫৯

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ আপু।

আপনি হঠাৎ করে উধাও হয়ে গেলেন কেন আপু?
ইয়ে মানে বিয়ে করে ফেলেছেন নাকি? :P
বিয়ের পর ব্লগাররা ব্লগ থেকে উধাও হয়ে যায়। /:)

৪৩| ১৮ ই মে, ২০১৩ বিকাল ৪:২৫

ভিয়েনাস বলেছেন: চমৎকার প্রচেষ্টা। অনেক সুন্দর সুন্দর কবিতার খোঁজ পাওয়া গেলো।

প্রিয়তে রাখলাম... সময় করে পড়ে নেব।

১৮ ই মে, ২০১৩ বিকাল ৪:৩৭

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ আপু। :)

৪৪| ১৮ ই মে, ২০১৩ বিকাল ৫:২৪

বোকামানুষ বলেছেন: আমার কবিতাও আছে দেখি #:-S :)

অনেক ধন্যবাদ ভাইয়া অনেক কষ্ট করছেন আপনারা
আপনাদের প্রচেষ্টা অব্যাহত থাকুক শুভকামনা রইলো

আর কবিতার সাথে কবির নাম না দেয়ার সিদ্ধান্তের সাথে আমি একমত এতে কবিতার নাম দেখে আগ্রহী হয়ে সবাই কবিতা পড়বে কবি কে তা দেখে না

১৮ ই মে, ২০১৩ রাত ১১:১৪

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই। কেউ অন্তত আমার আইডিয়ার সাথে সহমত জানালো।

শুভকামনা। :)

৪৫| ১৮ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:২৫

মামুন রশিদ বলেছেন: দারুন একটা কাজ, কষ্টসাধ্যও । এইরকম একটা সংকলন কবিতা প্রেমীদের জন্য সত্যিই আনন্দদায়ক । একজন আরমান আর কান্ডারী ভাইয়ের জন্য শুভকামনা ।

১৮ ই মে, ২০১৩ রাত ১১:১৭

একজন আরমান বলেছেন:
আপনার জন্যও অল্প শুভকামনা। :P

৪৬| ১৮ ই মে, ২০১৩ রাত ১১:২৬

লেখোয়াড় বলেছেন:
++++++++++++++
গ্রেট জব। ওয়েল ডান।

আরজুপনির অভাবটা পূরণ করলেন।
আপনারাই ব্লগের প্রাণ।

অনেক অনেক ধন্যবাদ।

১৮ ই মে, ২০১৩ রাত ১১:৩০

একজন আরমান বলেছেন:
আরে না কি বলেন। আপু তো সব কিছুর সংকলন করতেন। কিন্তু আমরা শুধু কবিতার টা করছি। তবে একে সংকলনও ঠিক বলা যাবে না। কারণ এটা শুধু আমাদের দুজনের ভালো লাগা কিছু কবিতার সমষ্টি মাত্র। দু জোরা চোখের আড়ালে অনেক কিছুই হয়তো বাদ পরে যায়।

আপনাকেও ধন্যবাদ প্রিয় কবি। :)

৪৭| ২০ শে মে, ২০১৩ রাত ১১:৩৯

বোকামানুষ বলেছেন: ভাইয়া আপনি আমাকে আবার আপু থেকে ভাই বানিয়ে ফেললেন কেন? |-)

আপনার কথার সাথে একমত হবার এই পুরুস্কার :-/ :)

২১ শে মে, ২০১৩ রাত ১০:৫০

একজন আরমান বলেছেন:
ওহ দুঃখিত আপু।
মাথা গুলিয়ে গিয়েছিল। আর ভুল হবে না আশা করছি। :)
আর লজ্জা দিয়েন না।

৪৮| ২১ শে মে, ২০১৩ রাত ৯:২৯

স্বপ্নবাজ অভি বলেছেন: অসাধারণ সংকলন ! শুভকামনা অনেক অনেক !
এনিওয়ে আমার কিছু নেই কেন ?

২১ শে মে, ২০১৩ রাত ১০:৫১

একজন আরমান বলেছেন:
না মানে ইয়ে মানে আপনাকে কেমন যেন চেনা চেনা লাগতেছে !

আচ্ছা আপনাকে কি আমি কখনো দেখেছি নাকি?

৪৯| ২১ শে মে, ২০১৩ রাত ১১:০১

স্বপ্নবাজ অভি বলেছেন: হতে পারে , আপনি কি সেই আরমান , এই মিন প্রেমিক আরমান !
হুম দেখেছি ! সাবধান ব্লগার কাল্পনিক_ভালোবাসা বলেছেন মন্তব্য ফ্লাডিং করলে রিপোর্ট করে নিক ব্যান করিয়ে দিবেন !

২১ শে মে, ২০১৩ রাত ১১:১০

একজন আরমান বলেছেন:
ইয়ে মানে এইভাবে বলার কি দরকার ছিল?

আর আমার নিক ব্যান করালে সামুতে আর ব্লগিং করবো না। আমি যেখানে যাবো সেখানেই গরম করে নিতে পারবো।

তাই আমার ভয় পাবার কোন কারণ নেই। :)

৫০| ২১ শে মে, ২০১৩ রাত ১১:৪০

অদ্বিতীয়া আমি বলেছেন: কোথাও উধাও হই নি , সামু X( X(

হুম ভাবার বিষয় । সামুকে ভালবাসি । মনে হয় বাংলাদেশের মধ্যে ছোট্ট একটা বাংলাদেশ ।তাহলে তুমি ঝুঁকির মধ্যে আছ ! যে ভাবে বিয়ে বিয়ে কর , বিয়ের পর তো উধাও হয়ে যাবা । :P :P

২১ শে মে, ২০১৩ রাত ১১:৪৬

একজন আরমান বলেছেন:
সেইটা হইলেও আপত্তি নাই। কুছ পানে কি লিয়ে কুছ খোনা ভি পারতা হেয়। :P :P :P

৫১| ২২ শে মে, ২০১৩ রাত ১২:০৪

অদ্বিতীয়া আমি বলেছেন:
আমারে বইলা আবার নিজেই =p~ =p~ =p~ =p~

২২ শে মে, ২০১৩ রাত ১২:৩২

একজন আরমান বলেছেন:
ইয়ে মানে আপু পরের বেলায় যা তা, কিন্তু নিজের বেলায় ষোল আনা। :P :P :P

৫২| ২৪ শে মে, ২০১৩ সকাল ৭:২১

রোজেল০০৭ বলেছেন: ভালো কালেকশন।

শুভকামনা জানালাম।

পরিশ্রমী পোষ্ট ++++++++++++++++++++++++++++++++++++++

২৬ শে মে, ২০১৩ সকাল ৯:৪০

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ।

৫৩| ২৪ শে মে, ২০১৩ বিকাল ৫:১৮

শ্রাবণ জল বলেছেন: :)

২৬ শে মে, ২০১৩ সকাল ৯:৪১

একজন আরমান বলেছেন:
কেমন আছেন আপু?

৫৪| ২৪ শে মে, ২০১৩ রাত ১১:০৯

সায়েম মুন বলেছেন: আপনাদের উদ্যোগকে স্বাগত জানাই। খুব ভাল একটা পোস্ট। আশা রাখি চালিয়ে যাবেন।

২৬ শে মে, ২০১৩ সকাল ৯:৪২

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ সায়েম ভাই।

৫৫| ২৭ শে মে, ২০১৩ বিকাল ৩:৩৫

রাইসুল সাগর বলেছেন: আমার সিরিয়াস কবিতা আছে দিমু? ভাইজান রা.।

২৭ শে মে, ২০১৩ রাত ১০:০৫

একজন আরমান বলেছেন:
মানা করছে কে?
আপনে তো হারায়ে গেছেন। :(

৫৬| ২৭ শে মে, ২০১৩ বিকাল ৩:৫৭

শ্রাবণ জল বলেছেন: ভালো আছি। :) আপনি?

২৭ শে মে, ২০১৩ রাত ১০:০৬

একজন আরমান বলেছেন:
এইতো বেঁচে আছি। :)

৫৭| ৩১ শে মে, ২০১৩ সকাল ১০:২৪

অন্তহীন বালক বলেছেন: প্রিয়তে নিলাম।
পরে সবগুলো পড়বো।। B-)

০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৩:১৭

একজন আরমান বলেছেন:
আচ্ছা। ঠিক আছে।

৫৮| ০৪ ঠা জুন, ২০১৩ সকাল ৯:২৬

শাহজাহান মুনির বলেছেন: প্রিয়তে নিলাম।একটি অসাধারণ কাজ আরমান ভাই।

০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৩:১৭

একজন আরমান বলেছেন:
কতো দিন ধরে রাখতে পারি সেটা দেখার বিষয়।

৫৯| ১৪ ই জুন, ২০১৩ দুপুর ১:৫৪

এস এম লুৎফুল্লাহ মাহমুদ বলেছেন: সুন্দর কাজ।

১৪ ই জুন, ২০১৩ রাত ১১:২৫

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ।

৬০| ১৪ ই জুন, ২০১৩ রাত ১১:৩১

বৃতি বলেছেন: আবার এলাম আরমান । অভিনন্দন জানাতে !:#P

১৫ ই জুন, ২০১৩ রাত ১২:৩০

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.