নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী !!!\n\nমেইল করতে চাইলে: [email protected]

একজন আরমান

জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী!

একজন আরমান › বিস্তারিত পোস্টঃ

অসহ্য যন্ত্রণা

২১ শে মে, ২০১৩ রাত ১১:২৪

ভেজা স্যাঁতস্যাঁতে নগরীতে অসহ্য যন্ত্রণা,

মূর্ছা যাই বার বার অসহ্য রাজনীতির তীব্র গন্ধে।

জ্ঞান ফিরে দেখতে পাই সেই পুরনো জিনিস।

স্বাধীনতার বেয়াল্লিশ বছর পড়েও দেখতে হয়,

ধর্ম আর লাশের সুনিপুণ রাজনীতি !



মাথা ঘামাই না আজকাল আর রাজনীতি নিয়ে।

যা কিনা আমাকে দু মুঠো অন্ন বস্ত্রের-

যোগান দিতে পারে না,

তা নিয়ে এতো ভাবনা কিসের আমার?



স্বার্থপর জগতে অন্যকে নিয়ে কেউ ভাবে না!

আমিও এর ব্যাতিক্রম নই।

রাজনীতি আমার পেশা নয়,

তাই এখন আর রাজনীতি নিয়ে ভাবি না,

ভাবি না দেশ নিয়ে, দেশের মানুষ নিয়ে।

ভাবি শুধু নিজেকে আর নিজের প্রিয় মুখদের নিয়ে।



কিন্তু তবুও শেষমেশ কিছু কথা থেকে যায়।

বৃত্তবন্দী হয়ে ঘুরতে থাকে কিছু কথা।

প্রিয়মুখ-দেশ-রাজনীতি-লাশ !





- একজন আরমান

০৭/০৫/২০১৩

সকাল ০৬:০৭:০৪



সাইট লিংকঃ এখানে ক্লিক করুনঃ

মন্তব্য ১০৮ টি রেটিং +২২/-০

মন্তব্য (১০৮) মন্তব্য লিখুন

১| ২১ শে মে, ২০১৩ রাত ১১:২৮

অনীনদিতা বলেছেন: মাথা ঘামাই না আজকাল আর রাজনীতি নিয়ে।
যা কিনা আমাকে দু মুঠো অন্য বস্ত্রের-
যোগান দিতে পারে না,
তা নিয়ে এতো ভাবনা কিসের আমার?

একদম মনের কথাটা বললেন,,,,,,,,,,,,

২১ শে মে, ২০১৩ রাত ১১:৩৪

একজন আরমান বলেছেন:
শিস্যার মনের কথা গুরু জানতেই পারে। :P

২| ২১ শে মে, ২০১৩ রাত ১১:৩৪

মামুন রশিদ বলেছেন: সত্যি আমরা বৃত্তবন্দী হয়ে পড়েছি । দুষ্টচক্রে আটকা পড়েছি । কোন কিছুতেই যেন আমাদের নিস্তার নেই ।

২১ শে মে, ২০১৩ রাত ১১:৩৫

একজন আরমান বলেছেন:
হ্যাঁ সেটাই।

৩| ২১ শে মে, ২০১৩ রাত ১১:৪০

লেখোয়াড় বলেছেন:
মূর্ছা যাই বার বার অসহ্য রাজনীতির তীব্র গন্ধে।

দশে ১০ আরমান।
আর দুঃখ নয়, জেগে উঠুন।

২১ শে মে, ২০১৩ রাত ১১:৪৭

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ প্রিয় কবি।

জেগে উঠতে গেলেই তো শত বাঁধায় আটকে পরি !

৪| ২১ শে মে, ২০১৩ রাত ১১:৪১

স্বপ্নবাজ অভি বলেছেন: না চাইলে ও আমাদের পড়তেই হবে এই দুষ্ট চক্রের গোলক ধাঁদায় ! কারো স্বার্থ সিদ্ধির উপকরণ মাত্র আমরা ! আল্লাহ আমাদের সহায় হোন !
এনি ওয়ে আমার মৃত প্রায় নিক ত্থেকে আপনাকে উৎসর্গ করে একটি মুক্ত গদ্য দিয়েছি !

২১ শে মে, ২০১৩ রাত ১১:৫০

একজন আরমান বলেছেন:
দেখছি ভাই। আমি এখানে কিউবির নেট পাচ্ছি না। বাংলালিংক দিয়ে চালাচ্ছি। এতো স্পীড যে ইচ্ছে করে আছাড় দিয়ে পিসি ভেঙ্গে ফেলি। X(X((

৫| ২১ শে মে, ২০১৩ রাত ১১:৫২

লক্ষ্মীছাড়া বলেছেন: স্বাধীনতার বেয়াল্লিশ বছর পড়েও দেখতে হয়,
ধর্ম আর লাশের সুনিপুণ রাজনীতি !
লাইকড।

২২ শে মে, ২০১৩ রাত ১২:৩১

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ।

৬| ২১ শে মে, ২০১৩ রাত ১১:৫৩

স্বপ্নবাজ অভি বলেছেন: বেচারী পিসিরে ভাঙ্গবেন কেন ? নিজে একটু হাওয়া লাগাইয়া আসেন ! একবার পেজ লোড দেন আর গিয়া হাওয়া খাইয়া আসেন ! ব্যাপক আনন্দ পাবেন ! B-)

২২ শে মে, ২০১৩ রাত ১২:৩৩

একজন আরমান বলেছেন:
ধুরও ভাই মেজাজ পুরাই বিলা। কোন আনন্দ নাই। /:)/:)/:)

৭| ২১ শে মে, ২০১৩ রাত ১১:৫৪

কালোপরী বলেছেন: কঠিন কথা ভাল লাগেনা

২২ শে মে, ২০১৩ রাত ১২:৩৫

একজন আরমান বলেছেন:
আয় হায় আপু এইটা কি বললেন? B:-)B:-)B:-)

এতো সহজ করে লিখলাম তাও বলেন কঠিন কথা !

৮| ২২ শে মে, ২০১৩ রাত ১২:০৫

অদ্বিতীয়া আমি বলেছেন: ভাবিনা ইচ্ছে করে না আর এসব নিয়ে ....

কিন্তু তবুও শেষমেশ কিছু কথা থেকে যায়।
বৃত্তবন্দী হয়ে ঘুরতে থাকে কিছু কথা।
প্রিয়মুখ-দেশ-রাজনীতি-লাশ !

২২ শে মে, ২০১৩ রাত ১২:৩৬

একজন আরমান বলেছেন:
হ্যাঁ বৃত্তবন্দী হয়ে ঘুরতে থাকে কিছু কথা !

৯| ২২ শে মে, ২০১৩ রাত ১২:০৯

তারছেড়া লিমন বলেছেন: অসাধারন ............+++++++++++++++++++

২২ শে মে, ২০১৩ রাত ১২:৩৭

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ লিমন ভাই।

১০| ২২ শে মে, ২০১৩ রাত ১২:১৬

বাংলাদেশী দালাল বলেছেন:
এরই মাঝে বেচে থাকি হাসি কাদি ইত্যাদি ইত্যাদি

++++

২২ শে মে, ২০১৩ রাত ১২:৩৮

একজন আরমান বলেছেন:
হ্যাঁ। তবুও বেঁচে থাকা !

১১| ২২ শে মে, ২০১৩ রাত ১২:২৩

পিনিকবাজ বলেছেন: 'স্বাধীনতার বেয়াল্লিশ বছর পড়েও দেখতে হয়,
ধর্ম আর লাশের সুনিপুণ রাজনীতি !'

আমরা চেতনা ধারন করিনা,বিবেক বেচে দেই।

২২ শে মে, ২০১৩ রাত ১২:৩৯

একজন আরমান বলেছেন:
আমরা চেতনা ধারন করিনা,বিবেক বেচে দেই।


সহমত !

১২| ২২ শে মে, ২০১৩ রাত ১:০১

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: আরমান ভাই ইজ ব্যাক অন ডিফারেন্ট ফ্লেভার!!! হ্যাটস অফ কবি। B-) B-) :P

কবিতায় প্লাস++++++

২২ শে মে, ২০১৩ রাত ১:২১

একজন আরমান বলেছেন:
এক জিনিস আর কতো খাইবেন মিয়া ভাই?

খালি স্ট্রবেরি খাইলে হপে? চকলেট খাইতেও হপে মাঝে মইদ্দে। ;) ;) ;)

১৩| ২২ শে মে, ২০১৩ রাত ১:১৩

স্নিগ্ধ শোভন বলেছেন:
মূর্ছা যাই বার বার অসহ্য রাজনীতির তীব্র গন্ধে।



কথাগুলোর সাথে পূর্ণ সমর্থন রইলো।



দেশে যাইয়া অবশেষে টান পরল আমাগো লাইগা। ;)


কবিতায় +++++++ এর সাথে ৭ম ভাললাগা।

২২ শে মে, ২০১৩ রাত ১:২২

একজন আরমান বলেছেন:
দেশে যাইয়া অবশেষে টান পরল আমাগো লাইগা।

মানে কি? B:-)B:-)B:-)

১৪| ২২ শে মে, ২০১৩ রাত ১:১৬

আমিনুর রহমান বলেছেন:

অসাধারণ ও অনন্য +++

কিন্তু তবুও শেষমেশ কিছু কথা থেকে যায়।
বৃত্তবন্দী হয়ে ঘুরতে থাকে কিছু কথা।
প্রিয়মুখ-দেশ-রাজনীতি-লাশ !

২২ শে মে, ২০১৩ রাত ১:২৩

একজন আরমান বলেছেন:
হ্যাঁ বৃত্তবন্দী হয়ে ঘুরতে থাকে কিছু কথা !

ধন্যবাদ ভাইয়া। :)

১৫| ২২ শে মে, ২০১৩ রাত ১:৫৮

রাইসুল নয়ন বলেছেন: হাত আর কলম ক্রমশই শাণিত হচ্ছে রে ভাই !!

পানি পড়া খাও টাও নাকি :)

অসাধারণ লিখেছ ভাই, এক পেয়ার রসগোল্লা বরাদ্দ হইলো আর সাথে ধর্মতলার আধা গরম চা ।

২২ শে মে, ২০১৩ রাত ২:০২

একজন আরমান বলেছেন:
হা হা হা।
আপনার মতো বড় ভাই যার আশে পাশে থাকে তার পড়া পানির দরকার হয় না।

বৃহস্পতিবার বা শুক্রবার ইনশাআল্লাহ্‌ দু ভাইয়ে একসাথে ধর্মতলায় গিয়ে চা পান করবো নে। :)

১৬| ২২ শে মে, ২০১৩ রাত ২:০১

প্রিন্স হেক্টর বলেছেন: :| :| :| :|

২২ শে মে, ২০১৩ রাত ২:০৩

একজন আরমান বলেছেন:
কিরে নাতি মুখ ব্যাজার কেন? তোর দাদি কিছু কইছে নাকি? :-B:-B:-B

১৭| ২২ শে মে, ২০১৩ রাত ২:৩২

স্নিগ্ধ শোভন বলেছেন:

ভাবি শুধু নিজেকে আর নিজের প্রিয় মুখদের নিয়ে।

মুই ও আছি এর মধ্যে। হে হে হে ... ;) B-) B-) B-)





২২ শে মে, ২০১৩ রাত ৩:১৩

একজন আরমান বলেছেন:
হয় হয়। তুইও আছো। ;)

১৮| ২২ শে মে, ২০১৩ সকাল ৯:৫১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার কবিতা। ভালো লাগল। :)

২২ শে মে, ২০১৩ রাত ১০:১৪

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাইয়া। :)

১৯| ২২ শে মে, ২০১৩ সকাল ১০:১৭

s r jony বলেছেন: ভেজা স্যাঁতস্যাঁতে নগরীতে অসহ্য যন্ত্রণা, ---- এটা কি বরিশালের বর্তমান অবস্থা?

২২ শে মে, ২০১৩ রাত ১০:১৫

একজন আরমান বলেছেন:
কবিতা টা লিখেছিলাম-
০৭/০৫/২০১৩
সকাল ০৬:০৭:০৪

তখন আমি ঢাকাতে।

বরিশালে বৃষ্টি হলেও স্যাঁতস্যাঁতে ভাব নেই। অন্নেক সুন্দর একটা নগরী।

২০| ২২ শে মে, ২০১৩ দুপুর ১:৫০

এরিস বলেছেন: জনৈক গণ্ডমূর্খ বলেছেন: আরমান ভাই ইজ ব্যাক অন ডিফারেন্ট ফ্লেভার!!! হ্যাটস অফ কবি। B-) B-) :P
একই কথা বলতাম আমিও। ডিফরেন্ট লিখাতে আপনি অনেক বেশি গভীরতা তৈরি করেছেন । কিপ গোয়িং। খুব সুন্দর কবিতা। বাস্তব। ব্যর্থ হয়ে সব ছেড়ে দিয়ে প্রিয় মুখদের নিয়ে বেঁচে থাকতে চাই। এরপরেও সামনে চলতে থাকে চক্র ঃ প্রিয়মুখ-দেশ-রাজনীতি-লাশ ! ( মনে হয় লাশের পরে প্রিয়মুখ শব্দটা আরও একটু কঠিন লাগতো। নিজের মতামত। ক্ষমাপ্রার্থী )

২২ শে মে, ২০১৩ রাত ১০:২৫

একজন আরমান বলেছেন:
কবি বলে কবিদের ইজ্জত নিয়ে টানাটানি করবেন না।

আর আপনি একটা সার্কেল করে দেখুন প্রিয়মুখ আর লাশ কিন্তু পাশাপাশি ই আছে !

আর আমি যেটা মিন করে লিখেছিলাম তা হল প্রিয় মুখদের কথা চিন্তা করে আমরা দেশ আর রাজনীতি বিমুখ হই। তারপরও আমাদের প্রিয়মুখগুলোকে লাশ হতে হয় এই রাজনীতির কারণে !

২১| ২২ শে মে, ২০১৩ দুপুর ১:৫৪

স্বপ্নরাজ্য বলেছেন: জনৈক গণ্ডমূর্খ বলেছেন: আরমান ভাই ইজ ব্যাক অন ডিফারেন্ট ফ্লেভার!!! হ্যাটস অফ কবি।

একমত।

+++++++++++++

২২ শে মে, ২০১৩ রাত ১০:২৯

একজন আরমান বলেছেন:
কিরে ভাই মূর্খ কি বইলা গেলো আর তোমরা সবাই তার লেখা কপি মারতেছো? /:)/:)/:)

২২| ২২ শে মে, ২০১৩ বিকাল ৩:৫৭

আমি সাজিদ বলেছেন: কিন্তু তবুও শেষমেশ কিছু কথা থেকে যায়।
বৃত্তবন্দী হয়ে ঘুরতে থাকে কিছু কথা।
প্রিয়মুখ-দেশ-রাজনীতি-লাশ !


ভালো লেগেছে।নিয়মিত কবিতার পোস্ট দেন না ক্যান?

২২ শে মে, ২০১৩ রাত ১০:৩৩

একজন আরমান বলেছেন:
ভাইয়া আমি তোমার মতো করে সুন্দর লিখতে পারি না।
তাই লিখা কমিয়ে পড়া একটু বাড়িয়ে দিয়েছি। :)

২৩| ২২ শে মে, ২০১৩ বিকাল ৪:০৮

বাংলার হাসান বলেছেন: আরমান, অসাধারণ ।

আবার মনে কইরো না তোমারে কইছি। তোমারে না তোমার কবিতা।

২২ শে মে, ২০১৩ রাত ১০:৩৪

একজন আরমান বলেছেন:
হাহাহা
ধন্যবাদ হাসান ভাই।

২৪| ২২ শে মে, ২০১৩ বিকাল ৪:২৭

ঘুড্ডির পাইলট বলেছেন: স্বার্থপর জগতে অন্যকে নিয়ে কেউ ভাবে না!

শিরুনাম দেইখা চমকাই গেলাম !!!

”আমরা সবাই ভুলের মালার এক একটি পুতি “

২২ শে মে, ২০১৩ রাত ১০:৩৭

একজন আরমান বলেছেন:
ভুল কিছু বলছি ভাই?

”আমরা সবাই ভুলের মালার এক একটি পুতি “
সহমত।

২৫| ২২ শে মে, ২০১৩ বিকাল ৪:৫৫

সিয়ন খান বলেছেন: স্বার্থপর জগতে অন্যকে নিয়ে কেউ ভাবে না!
আমিও এর ব্যাতিক্রম নই।
রাজনীতি আমার পেশা নয়,
তাই এখন আর রাজনীতি নিয়ে ভাবি না,
ভাবি না দেশ নিয়ে, দেশের মানুষ নিয়ে।
ভাবি শুধু নিজেকে আর নিজের প্রিয় মুখদের নিয়ে।
অসাধারণ কবিতা +++

২২ শে মে, ২০১৩ রাত ১০:৩৭

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ সিয়ন ভাই।

২৬| ২২ শে মে, ২০১৩ বিকাল ৫:১৮

ইখতামিন বলেছেন:
অসম্ভব ভালো লাগা একটা কবিতা
একই সাথে মন খারাপ করাও


তবুও শেষমেশ কিছু কথা থেকে যায়।
============
+++++++++++++++

২২ শে মে, ২০১৩ রাত ১০:৪০

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ।

২৭| ২২ শে মে, ২০১৩ বিকাল ৫:২৮

মেহেরুন বলেছেন: চরম হইসে :) ++++++

কেমন আছিস???

২২ শে মে, ২০১৩ রাত ১০:৪১

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ আপু। এইতো আছি আগের মতোই।
তোমার খবর কি?

২৮| ২২ শে মে, ২০১৩ রাত ১০:৩০

মাসুম আহমদ ১৪ বলেছেন: মূর্ছা যাই বার বার অসহ্য রাজনীতির তীব্র গন্ধে


লাইনটা অনেকটা সত্য

২২ শে মে, ২০১৩ রাত ১০:৪২

একজন আরমান বলেছেন:
আমার কাছে পুরোটা সত্য !

২৯| ২২ শে মে, ২০১৩ রাত ১১:১৬

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: আরে সাব্বাশ !!!

চমৎকার হইছে , ফাটাই লাইছেন । :)

+++++++++++++

২২ শে মে, ২০১৩ রাত ১১:২৩

একজন আরমান বলেছেন:
এইটা কি কইলা ভাই? :-B:-B:-B

৩০| ২২ শে মে, ২০১৩ রাত ১১:৩০

রৌহান খাঁন বলেছেন: কবিতা হিসাবে লেখাটা ভাল লাগে নাই

২২ শে মে, ২০১৩ রাত ১১:৪৮

একজন আরমান বলেছেন:
গল্প হিসেবে লিখলে ভালো লাগতো? নাকি স্যাটায়ার লিখলে ভালো হতো?

৩১| ২৩ শে মে, ২০১৩ রাত ১২:১০

shfikul বলেছেন: তবুও শেষমেশ কিছু কথা থেকে যায়।ভালো লিখেছেন।

২৩ শে মে, ২০১৩ রাত ১২:৩৮

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ শফিক ভাই।
অনেক দিন পর দেখলাম। কেমন আছেন?

৩২| ২৩ শে মে, ২০১৩ রাত ১২:২০

রৌহান খাঁন বলেছেন: আপনার বেশ কয়েকটা কবিতা পড়লাম। সরি টু সে একটাও ভাল লাগে নাই! আপনেরে একটা সাজেশান দেই - আপনে বেশি বেশি করে ভাল ভাল কবিদের কবিতা পড়েন! যত বেশি কবিতা পড়বেন তত বেশি শিখবেন, ততবেশি ভাল লিখতে পারবেন! এরকম একদিন সত্যি সত্যি কবি হয়ে উঠবেন!

আর যদি কবিতা পড়তে যদি এলারজি থাকে, তাহলে গল্প টেরাই করতে পারেন!

আর ব্লগের কমেন্ট প্লাস দিলাম, ভাল লাগছে, মুগ্ধপাঠ, অসাধারণ - এসবে চোখ দিয়েন না। এইগুলা মেক্সিমাম ভুয়া কমেন্ট, জাস্ট আপনাকে খুশি করার জন্য অথবা তার ব্লগে কমেন্ট পাওয়ার জন্য!

২৩ শে মে, ২০১৩ রাত ১২:৪১

একজন আরমান বলেছেন:
আপনার সব কথার সাথেই সহমত।
সবার যে ভালো লাগবে এমনটা নয় অবশ্যই।

আপনার লেখাগুলো কিন্তু আমার খুব ভালো লাগে। :)

৩৩| ২৩ শে মে, ২০১৩ রাত ২:০৬

এন এফ এস বলেছেন: ঘুড্ডির পাইলট বলেছেন: স্বার্থপর জগতে অন্যকে নিয়ে কেউ ভাবে না!

শিরুনাম দেইখা চমকাই গেলাম !!!

”আমরা সবাই ভুলের মালার এক একটি পুতি

২৩ শে মে, ২০১৩ রাত ২:১৬

একজন আরমান বলেছেন:
আমরা সবাই ভুলের মালার এক একটি পুতি

সহমত।

৩৪| ২৩ শে মে, ২০১৩ রাত ২:০৭

এন এফ এস বলেছেন: ++++++++++++++++++ :> ++++++++++++++++++

২৩ শে মে, ২০১৩ রাত ২:১৯

একজন আরমান বলেছেন:
প্লাস বেইচা কি বেন্সন খাওয়া যায়?

৩৫| ২৩ শে মে, ২০১৩ রাত ২:২১

এন এফ এস বলেছেন: না বেঞ্চুন খাওয়াইয়া প্লাস পাওয়া যায় =p~ =p~

২৩ শে মে, ২০১৩ রাত ২:৪০

একজন আরমান বলেছেন:
তাইলে লাগতো না প্লাস। :-P:-P:-P

৩৬| ২৩ শে মে, ২০১৩ রাত ২:৩৪

বাংলাদেশী দালাল বলেছেন:
মধ্যরাতে ভালাই মজা পাইলাম। =p~ =p~ =p~

আমিও এক গাদা ++++++++++++++++++++++++++++++++++++++
দিলাম বেঞ্চুন পাওনা।

২৩ শে মে, ২০১৩ রাত ২:৪৫

একজন আরমান বলেছেন:
ধুরও মিয়া একটা সিরিয়াস কোবতে লিখলাম আর আপনে আসলেন মজা নিতে। হপে না। :-<

লাগবে না তোর প্লাসের গাদা, ফিরিয়ে দে আমার বেন্সন খানা। :P:P:P

৩৭| ২৩ শে মে, ২০১৩ ভোর ৪:০২

ভিয়েনাস বলেছেন: জ্বালাময়ী ক্ষোভ মিশে আছে কবিতায়.....

ভালো লাগলো ভিন্নমাত্রার লেখা :)

২৩ শে মে, ২০১৩ ভোর ৪:২০

একজন আরমান বলেছেন:
ক্ষোভ। হ্যাঁ খানিকটা ক্ষোভ থেকেই লিখা।

বেড়াজাল ডেঙ্গিয়ে নতুন কিছু করতে চাচ্ছি।

ধন্যবাদ আপু।

৩৮| ২৩ শে মে, ২০১৩ দুপুর ১:২৬

মর্তুজা হাসান সৈকত বলেছেন: বাহ ! বেশ লিখেছেন ভাই ।

২৬ শে মে, ২০১৩ সকাল ৯:৪৫

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ সৈকত ভাই। :)

৩৯| ২৩ শে মে, ২০১৩ দুপুর ১:৫৪

আজ আমি কোথাও যাবো না বলেছেন: দেরীতে পড়লাম!

২৬ শে মে, ২০১৩ সকাল ৯:৪৫

একজন আরমান বলেছেন:
পড়ছেন যে এইটাই অনেক। :)

৪০| ২৩ শে মে, ২০১৩ রাত ১০:৪৯

আমিভূত বলেছেন: একেবারে মনের কথা গুলোই লিখেছেন ভাই ।

কাব্যে +++++ :)

২৬ শে মে, ২০১৩ সকাল ৯:৪৬

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ আপু। :)

৪১| ২৪ শে মে, ২০১৩ রাত ১২:০৮

ফালতু বালক বলেছেন: কিন্তু তবুও শেষমেশ কিছু কথা থেকে যায়।
বৃত্তবন্দী হয়ে ঘুরতে থাকে কিছু কথা।
প্রিয়মুখ-দেশ-রাজনীতি-লাশ !

++++++
ভালো বলেছেন, আরমান ভাই।

২৬ শে মে, ২০১৩ সকাল ৯:৪৮

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ফালতু ভাই। :P

৪২| ২৪ শে মে, ২০১৩ দুপুর ১:০০

কান্ডারি অথর্ব বলেছেন:

এইত আরমান ++++++++++++++++++++++++++++++++

২৬ শে মে, ২০১৩ সকাল ৯:৪৯

একজন আরমান বলেছেন:
আরমান কি? B:-) B:-) B:-)

৪৩| ২৪ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

রহস্যময়ী কন্যা বলেছেন: জনৈক গণ্ডমূর্খ বলেছেন: আরমান ভাই ইজ ব্যাক অন ডিফারেন্ট ফ্লেভার!!! হ্যাটস অফ কবি। B-) B-) :P
একমত।আরমান ভাইয়া ++++++++++++++++++

২৬ শে মে, ২০১৩ সকাল ৯:৫৫

একজন আরমান বলেছেন:
জিব্বা দেখাইলা কেন? B:-) B:-) B:-)

৪৪| ২৪ শে মে, ২০১৩ রাত ১১:২৪

সায়েম মুন বলেছেন: বেশ ভাল লিখেছেন। কবিতা পড়ে কষ্ট বাড়ে।

২৬ শে মে, ২০১৩ সকাল ৯:৫৬

একজন আরমান বলেছেন:
হা হা হা।
কষ্ট বাড়ে কেন ভাই?

৪৫| ২৬ শে মে, ২০১৩ সকাল ৯:৫৪

সায়েদা সোহেলী বলেছেন: ।তবুও শেষেমেশ কিছু থেকে যায় --- হুম :|

২৬ শে মে, ২০১৩ সকাল ৯:৫৬

একজন আরমান বলেছেন:
সেটাই আপু !
তবুও কিছু কথা থেকে যায় !

৪৬| ২৭ শে মে, ২০১৩ রাত ১২:১৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভীষণ এবং ভীষণ সুন্দর একটি লেখা পড়লাম,,,,,,,,,,,,,,,ভাল লাগায় মন ভাল হয়ে গেল

২৭ শে মে, ২০১৩ রাত ১২:৪৬

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ আপু।

অনেক দিন পর দেখা !
কেমন আছেন?

৪৭| ২৭ শে মে, ২০১৩ রাত ১০:১০

সেলিম আনোয়ার বলেছেন: কিন্তু তবুও শেষমেশ কিছু কথা থেকে যায়।
বৃত্তবন্দী হয়ে ঘুরতে থাকে কিছু কথা।
প্রিয়মুখ-দেশ-রাজনীতি-লাশ !

সুন্দর কবিতা । ভাল লাগা রেখে গেলাম ।

২৭ শে মে, ২০১৩ রাত ১০:৩২

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ সেলিম ভাই।

৪৮| ২৮ শে মে, ২০১৩ সকাল ৭:০০

এম হুসাইন বলেছেন: ২০ তম ++++++



শুভেচ্ছা ও শুভকামনা আরমান ভাই।

প্রিয়মুখ-দেশ-রাজনীতি-লাশ !

২৮ শে মে, ২০১৩ সকাল ৭:৩২

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ হুসাইন ভাই :)

৪৯| ২৯ শে মে, ২০১৩ রাত ১০:১৮

ইনকগনিটো বলেছেন: ভালো লাগলো।

শুভেচ্ছা।

২৯ শে মে, ২০১৩ রাত ১১:১০

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই।

৫০| ৩০ শে মে, ২০১৩ সকাল ৯:২৪

সোহাগ সকাল বলেছেন: লেখাটা পড়তে দেরী হয়ে গেল! :(

ভালো লেগেছে।

০১ লা জুন, ২০১৩ রাত ১১:২৭

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই।

৫১| ৩০ শে মে, ২০১৩ রাত ১০:১৪

দুরন্ত সাহসী বলেছেন: খুব ভালো লেখেন আপনি



ভালো থাকুন আরমান ভাই

০১ লা জুন, ২০১৩ রাত ১১:২৯

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই।

৫২| ৩১ শে মে, ২০১৩ রাত ৯:৪৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পোস্টে ভাল লাগা ---------

০১ লা জুন, ২০১৩ রাত ১১:২৯

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই।

৫৩| ০৮ ই জুন, ২০১৩ ভোর ৬:০৯

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
যা কিনা আমাকে দু মুঠো অন্য বস্ত্রের- অন্ন?

আপনার লেখা দিনে দিনে আরো ভাল হচ্ছে। কেমন আছেন?

০৮ ই জুন, ২০১৩ রাত ১১:৪৩

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ স্বর্ণা। ঠিক করে দিয়েছি। :)

আছি বেঁচে থাকার জন্য বেঁচে আছি !
তোমার খবর কি কেমন আছো?

৫৪| ০৮ ই জুন, ২০১৩ বিকাল ৪:২৮

মায়াবতী নীলকন্ঠি বলেছেন: ভাল লেগেছে..+++++

০৮ ই জুন, ২০১৩ রাত ১১:৪৪

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ আপু। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.