নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী !!!\n\nমেইল করতে চাইলে: [email protected]

একজন আরমান

জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী!

একজন আরমান › বিস্তারিত পোস্টঃ

একটি কাব্যিক ভ্রমনঃ সামহোয়্যার ইন ব্লগ কবিতা সংকলন' মে ১৩

০১ লা জুন, ২০১৩ বিকাল ৩:৩১





আপডেটঃ

বাদ পরে যাওয়া কবিতা থেকে কিছু কবিতা নতুন করে সংকলিত হল আর যাদের কবিতা বাদ পরেছে প্লিজ লিঙ্ক দিয়ে গেলে যুক্ত করে দেব।



প্রিয় সহ ব্লগারগণ আমি প্রতি মাসে ব্লগারদের প্রকাশিত কবিতা থেকে সংকলন বের করার একটি উদ্যোগ নিয়েছিলাম। তারই ধারাবাহিকতায় চতুর্থ সংকলন হল এই পোস্ট। আমার আগের সংকলন পোস্ট গুলোর তুলনায় এটা একটু বাতিক্রমি কারন এখানে এবার এমাসের এমন কিছু কবিতা থাকছে যেগুলো পাঠকের নজর এড়িয়ে গেছে কিন্তু অনেক ভাল মানের কবিতা। তাই যারা ইতিমধ্যে কবিতা লিখে সুনাম অর্জন করেছেন আসুন তাঁদের পাশাপাশি কিছু ভাল মানের কবিতা ও কবিদের লেখনীকে উৎসাহিত করি।



আমি এত চমৎকার সব কবিতা এই কদিনে পড়েছি কি বলব । আশা করি নতুন যারা আছেন তারা এসব কবিতা পড়ে উপলব্ধি করবেন, সামুর কবিদের মধ্যে থেকেও কেউ একজন হয়তবা হয়ে উঠবেন আগামীর জীবনানন্দ দাশ ।



কথা না বাড়িয়ে লিঙ্ক দেই । এই লিঙ্ক গুলোর বাইরেও অসংখ্য সুন্দর সুন্দর কবিতা ছিল এবং আছে । আমার পড়া হয়নি কিংবা হলেও দৃষ্টি এড়িয়ে গেছে । সে জন্যে আমি ক্ষমাপ্রার্থী ।





ব্লগার অন্যমনস্ক শরৎ



দেয়ালে কাঁচ রোদ এবং কিছু ঝাপসা মেঘ



মানিব্যাগে তোমার অতীত নিয়ে ঘুরছি



আমার ঘরের স্বপ্ন পড়ে আছে মফস্বলে



হোটেল এবং অন্যান্য জটিলতাসমূহ



ব্লগার সাবরিনা সিরাজী তিতির



ভালোবাসায় নিষেধের প্রবেশ নিষেধ



ব্লগার আলাউদ্দিন আহমেদ



মুদ্রিত মৃত্যু সংবাদ



গোলাপ বিষয়ক রহস্য এবং অমীমাংসিত নীল পরীগণ/ সক্রেটিসের বিষের পেয়ালা এবং মৃত্যুবিষয়ক/ কবিতার ভাবনা এবং প্রিয় নামের কিছু পঙতি!



ব্লগার সোনালী ডানার চিল



এই নিয়তি প্রাপ্তির দূরতম আকাশ



গুচ্ছকবিতা ১



ব্লগার নির্লিপ্ত স্বপ্নবাজ





স্বদেশ ঘৃণার বিষ ঢালো






দাবি




ব্লগার নীহারিক০০১





হারিয়ে যাওয়ার পর..............






ভুলগুলো সব ফুল হোক






একটি উদাসী দুপুর




ব্লগার সায়েম মুন





তুমি ফুলে ফুলে ফোঁটায় ফোঁটায় ঝরো






ঝরা পাতার কান্না






অয়োময়




ব্লগার নাজমুল হাসান মজুমদার





মনফড়িং’র কথা






বিবেক






শালিক ডাকা রৌদ্রে




ব্লগার ভাঙ্গা কলমের আঁচড়





সভ্যতার কারাবাস






সৌরভ






প্রাপ্তবয়স্করা




ব্লগার আশিক মাসুম





!! নির্ণয় !!






!! চাতক-১ !!




ব্লগার রায়ান ঋদ্ধ





ভালোবাসা হল কখন?






আমরা তখনও লেজ খুঁজে চুলকোচ্ছি!!




ব্লগার মুনসী১৬১২





শ্রাবণের অঝোর ধারা ঝরছে রোজ টক টকে রক্তের মতো






শিউল ভোরে করবী ফুলে তোমাদের স্বাগতম




ব্লগার আশরাফুল ইসলাম দূর্জয়





বৃষ্টি শীর্ষক তিন কবিতা






৬ টি কবিতাঃ কতিপয় বোধ কিংবা স্বীকারোক্তি




ব্লগার সেলিম আনোয়ার





অধিকার






প্রিয়ংবদা হয়ত তুমি




আরও কিছু কবিতাঃ





আমাদের বাঁচার প্রতিটা স্টাটাসে মৃত্যুর ডায়াগ্রাম
– ব্লগার কৌশিক



হারিয়ে যাওয়ার গল্প
– ব্লগার আত্মমগ্ন কবি



অবশেষে শেষ ঠিকানা জুরাইন হল ঠাঁই
– ব্লগার বাকপ্রবাস



ভালো না বাসতে বাসতে
– ব্লগার shfikul



আমি শুধু বৃষ্টিকেই আপনাতে পারি..
ব্লগার শুকনোপাতা০০৭



হৃদ-নীতি
– ব্লগার মহাজাগতিক পাগল



এটা তুমি ঠিক করনি শাহিনা
– ব্লগার শফিকুর রহমান শাহজাহান



এখনো আমার
- ব্লগার ভিয়েনাস



ময়মনসিংহের গোয়াতলা থেকে
... ব্লগার আবদুল্লাহ-আল-মাসুম



তবুও আমি জেগে উঠি
– ব্লগার বৃতি



তারপর- সুজাতারাই রয়ে যাক এ গ্রহের সবচেয়ে সুখী প্রাণী হয়ে!
– ব্লগার হাসান মুহিব



প্রথম পোস্ট কবিতা, ভালো না লাগলেও গালি দিয়েন না।
... ব্লগার নাদাল ছেলে



অবগাহন...
– ব্লগার রোেক্য়া ইসলাম



প্রত্যবর্তন
– ব্লগার ধূসর সপ্ন



একটা লাশের ওপর হেটে যেতে ইচ্ছে করে
... ব্লগার নিখিলেস প্যারিসে



অবাধ্য সন্তান
– ব্লগার মেহেদী আনডিফাইন্ড



তোমায় ভালবাসি মা
– ব্লগার আজরাঈল আমি



সমুদ্র মিতা
– ব্লগার যীশূ



অতীত গহিন
– ব্লগার রোকসানা লেইস



নিচুজাত
– ব্লগার রাইসুল নয়ন



তৃষ্ণা
– ব্লগার সোমহেপি



বোকামন কথোপকথন-১
– ব্লগার বোকামন



স্বৈরতন্ত্র কিন্তু চলবেনা আমার সাথে জেনে রেখো!!
– ব্লগার বটবৃক্ষ~



যদি দালাল হতে পারতাম
– ব্লগার খেয়া ঘাট



জলছাপ মেপে সুর সন্ধানে নাবিকের চোখ!
– ব্লগার স্বপনবাজ



ভালোবাসি
– ব্লগার কায়সার ইয়াসিন



জীবন্মৃতের শহরে
... ব্লগার অপার্থিব অন্তরীণ



নষ্ট ভালোবাসায় নষ্ট কবিতা
– ব্লগার মাননীয় মন্ত্রী মহোদয়



সব কসম খসে পড়লো
__ তোর ঘোমটার লাহান – ব্লগার মোহাম্মদ রাফিউজ্জামান সিফাত



একাই হবো নীলকন্ঠ মানব
– ব্লগার লক্ষ্মীছাড়া



কবিতা লিখার বৃথা চেষ্টা
– ব্লগার মিনাক্ষী



এক + এক = দুই
– ব্লগার মাসুম আহমদ ১৪



হিরন্ময় মৌনতায়,অনুভূতি সাজাই কবিতায়
– ব্লগার আমি সাজিদ



তোমায় ভুলি কি করে
– ব্লগার এন ইসলাম রনি



=অন্য অরণী=
~~~~~~~ ব্লগার রাফা



লাল রংধনু বুকে নীল মেঘ
... ব্লগার ফারজানা শিরিন



অপেক্ষা
– ব্লগার shfikul



অনুকাব্যঃ







মে ডে অনুকাব্য (হাইকু আদলে)
– ব্লগার তাজা কলম



দুষ্ট ছেলে আর মিষ্টি মেয়ের ছড়া-২
– ব্লগার বটবৃক্ষ~



অভিমান
– ব্লগার আদম আদোনিস



আর কিছুক্ষন থাকো প্লিজ
– ব্লগার অপরিনত



ফসল কাটার মাস
– ব্লগার শোভন শামস



লালমাই স্টেশন
– ব্লগার বিষাদ সজল



কোথায় তুমি?
– ব্লগার লাবনী আক্তার



আপডেটঃ



একটি পূর্ণদৈর্ঘ্য ক্ষুধা কিংবা জীবাত্মার পূর্ণগ্রহণ - ব্লগার লেখোয়াড়

কথোপকথন - ব্লগার বোকামানুষ

মন্থর পাখসাটে বৃষ্টিসেতার - ব্লগার অপর্ণা মম্ময়

মধ্যরাতের চন্দ্রালোকে - - ব্লগার অপর্ণা মম্ময়

জীবনের রূঢ় বাস্তবতা - ব্লগার জাহিদ হাসান

মাকে মনে পড়ে - ব্লগার সুফিয়া



বিশেষ কৃতজ্ঞতায়ঃ
ব্লগার কাণ্ডারী অথর্ব





সকলের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।





একটি কাব্যিক ভ্রমনঃ কবিতা সংকলনঃ এপ্রিল-২০১৩



একটি কাব্যিক ভ্রমনঃ কবিতা সংকলনঃ মার্চ-২০১৩



একটি কাব্যিক ভ্রমন (প্রারম্ভ)



সংকলন করতে গিয়ে দেখেছি অনেক ভালো কবিদের লেখা ভালো ভালো কবিতা তারা ড্রাফ্‌ট আর আন-ড্রাফ্‌ট করে থাকেন। এই কারণে অনেক পোস্ট দেয়া হয় নি যাতে পাঠককে বিভ্রান্তিতে পরতে না হয়।

মন্তব্য ২৭৫ টি রেটিং +৫০/-০

মন্তব্য (২৭৫) মন্তব্য লিখুন

১| ০১ লা জুন, ২০১৩ বিকাল ৩:৩৭

খাটাস বলেছেন: কবিতা যদি ও পড়ি না। কিন্তু গুড জব।

০১ লা জুন, ২০১৩ রাত ১১:৩৪

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ।

২| ০১ লা জুন, ২০১৩ বিকাল ৩:৪০

সাজিদ ঢাকা বলেছেন: পোষ্টে ++++

০১ লা জুন, ২০১৩ রাত ১১:৩৫

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই।

৩| ০১ লা জুন, ২০১৩ বিকাল ৩:৪১

কান্ডারি অথর্ব বলেছেন:

দারুন একটি কাজ করেছিস এবার আরমান।

০১ লা জুন, ২০১৩ রাত ১১:৩৫

একজন আরমান বলেছেন:
আপনার সাথে রাগ করেছি। :(

৪| ০১ লা জুন, ২০১৩ বিকাল ৩:৪২

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: ভাল কাজ

শুভকামনা

০১ লা জুন, ২০১৩ রাত ১১:৩৬

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই।

৫| ০১ লা জুন, ২০১৩ বিকাল ৩:৫৩

মাইরের উপ্রে ঔষধ নাই বলেছেন: আমার কবিতা নাই


ওষুধ দিুম নাকি? ;)

০১ লা জুন, ২০১৩ রাত ১১:৩৯

একজন আরমান বলেছেন:
আপনাকে আজ প্রথম দেখলাম, এরপর আপনার কবিতা পেলে সঙ্কলনে রাখার চেস্টা করব। ধন্যবাদ।

৬| ০১ লা জুন, ২০১৩ বিকাল ৪:২৮

জানা বলেছেন:


দারুণ কাজ করেছো আরমান। অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।

তোমাকেও বলি, আমার কাছে তোমার ক্যান্ডি পাওনা রইলো (কাউকে বলোনা কিন্তু) B-)

০১ লা জুন, ২০১৩ রাত ১১:৪২

একজন আরমান বলেছেন:
আরে এ কাকে দেখছি আমি? !!!

আমার ব্লগিং জীবন ধন্ন হল।


আচ্ছা আপু পাওনা বুঝে নিব। :)

৭| ০১ লা জুন, ২০১৩ বিকাল ৪:২৯

তুষার আহাসান বলেছেন: আমারো নাই, হায়-হায়,
আমি কি শুধু " সবকিছু হাসির বিষয় নয়" পোস্ট দিয়ে যাব?
:-/

পোস্টে +

০১ লা জুন, ২০১৩ রাত ১১:৪৩

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই।
পরবর্তীতে আশা করি থাকতে পারে। :)

৮| ০১ লা জুন, ২০১৩ বিকাল ৪:৩৭

আশিক মাসুম বলেছেন: অসাধারন ফর্মেট, নির্বাচন ভাল লেগেছে।


+++++

০১ লা জুন, ২০১৩ রাত ১১:৪৪

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ মাসুম ভাই। আপ্নারে মিচাই। :(

৯| ০১ লা জুন, ২০১৩ বিকাল ৪:৪০

স্বপ্নবাজ অভি বলেছেন: আপনারা দুইজন দীর্ঘজীবি হোন ! কঠিন কাজ কিন্তু অবশ্যই প্রেরণাদায়ক , সেই সঙ্গে ভালো পোষ্টের চাহিদা বাড়ানোর জন্য ও শুভ কাজ ! আরমান ভাই ক্যান্ডি একা খাইলে খবর আছে কইলাম !

০১ লা জুন, ২০১৩ রাত ১১:৪৫

একজন আরমান বলেছেন:
হেহে। ধইন্না লন।

একা একাই খামু দরজা বন্ধ কইরা। ;)

১০| ০১ লা জুন, ২০১৩ বিকাল ৪:৪৬

যুবায়ের বলেছেন: নিশ্চয়ই প্রসংশনীয় উদ্যেগ...
স্বাগত জানাচ্ছি..

০১ লা জুন, ২০১৩ রাত ১১:৪৬

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ যুবায়ের ভাই।

১১| ০১ লা জুন, ২০১৩ বিকাল ৫:০৬

সায়েম মুন বলেছেন: সুন্দর প্রয়াশ। পোস্টের বেশীরভাগ কবিতাই পড়া। বাকীগুলো সময় করে পড়তে হবে।

০১ লা জুন, ২০১৩ রাত ১১:৪৭

একজন আরমান বলেছেন:
পড়ে দেখবেন সায়েম ভাই।

১২| ০১ লা জুন, ২০১৩ বিকাল ৫:৩৫

শুকনোপাতা০০৭ বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ :)

০১ লা জুন, ২০১৩ রাত ১১:৪৯

একজন আরমান বলেছেন:
হেহে। আপ্নানাকেও ধন্যবাদ আপু। :)

১৩| ০১ লা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮

অনীনদিতা বলেছেন: ওয়াও...
এত্ত সুন্দর সুন্দর কবিতা।
অনেক অনেক ভালো হয়েছে এবারের ভ্রমনটা। :)

০১ লা জুন, ২০১৩ রাত ১১:৫১

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ। কান্ডারী ভাই ছাড়া ভ্রমন সম্ভব হত না।

১৪| ০১ লা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪

রোজেল০০৭ বলেছেন: আসলেই প্রসংশনীয় উদ্যেগ...

সাথেই আছি..........

০২ রা জুন, ২০১৩ রাত ১২:০২

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই।

১৫| ০১ লা জুন, ২০১৩ রাত ৮:০২

আমিনুর রহমান বলেছেন:


আপাতত +++ :P :P :P ;) ;) ;)

০২ রা জুন, ২০১৩ রাত ১২:০৩

একজন আরমান বলেছেন:
পরে কি দিবেন?

১৬| ০১ লা জুন, ২০১৩ রাত ৮:৪৯

ৎঁৎঁৎঁ বলেছেন: দারুন কর্ম করিয়াছেন আরমান ভাই! অনেকগুলো কবিতা একসাথে! গত কিছুদিন ঘরাঘুরি কম হইসে, পোস্টখানি বিশেষ উপকারে আসিবে! :)

অনেক শুভকামনা রইলো! এই পরিশ্রমসাধ্য কাজখানি করার জন্য অভিনন্দন!

ভাল থাকিন!

পোস্ট এক শটে প্রিয়তে নিক্ষেপ করিলাম!

০২ রা জুন, ২০১৩ রাত ১২:০৩

একজন আরমান বলেছেন:
হাহাহা।

ধন্যবাদ ইফতি ভাই।

১৭| ০১ লা জুন, ২০১৩ রাত ৮:৫১

হাসান মাহবুব বলেছেন: ভালো কাজ করেছেন।

০২ রা জুন, ২০১৩ রাত ১২:০৪

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ হামা ভাই।

১৮| ০১ লা জুন, ২০১৩ রাত ৮:৫১

মাহতাব সমুদ্র বলেছেন: দারুন পোস্ট। অব্যাহত রাখবেন।

০২ রা জুন, ২০১৩ রাত ১২:০৬

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ মাহতাব ভাই। ধারাবাহিকতা রাখার চেস্টা করব।

১৯| ০১ লা জুন, ২০১৩ রাত ৯:৩৯

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ছবি এইটা কার ???? X( X( X(

০২ রা জুন, ২০১৩ রাত ১২:০৬

একজন আরমান বলেছেন:
কেন এইটা কি তুমার জিএফ এর ফডু নাকি? :P :P :P

২০| ০১ লা জুন, ২০১৩ রাত ৯:৪৯

নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: আল্লারে আমার কোবতেও আছে!!
দুইটা প্লাস লন
প্রিয়তে

০২ রা জুন, ২০১৩ রাত ১২:০৭

একজন আরমান বলেছেন:
দুইটা প্লাস !!!
মিছা কতা ভালু না। :(

২১| ০১ লা জুন, ২০১৩ রাত ১০:৩৯

আজ আমি কোথাও যাবো না বলেছেন: দারুণ কাজ করেছেন ভাইয়া!!! পরিশ্রমী পোস্ট!!!

০২ রা জুন, ২০১৩ রাত ১২:০৮

একজন আরমান বলেছেন:
কান্ডারী ভাইকে ধন্যবাদ দিলেও কম হবে।

২২| ০১ লা জুন, ২০১৩ রাত ১১:০৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: পোষ্টে ++++

০২ রা জুন, ২০১৩ রাত ১২:০৮

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই।

২৩| ০১ লা জুন, ২০১৩ রাত ১১:৩৩

তারছেড়া লিমন বলেছেন: সুপার লাইক....................

০২ রা জুন, ২০১৩ রাত ১২:০৯

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ লিমন ভাই।

২৪| ০১ লা জুন, ২০১৩ রাত ১১:৪৬

বটবৃক্ষ~ বলেছেন: কান্ডারী অথর্ব বলেছেন:

দারুন একটি কাজ করেছিস এবার আরমান।

[link|

০২ রা জুন, ২০১৩ রাত ১২:১১

একজন আরমান বলেছেন:
অই আপ্নে আমাকে তুই তুকারি করছেন কেন? হুম? :P :P :P

আর কি দিছেন কিছুই দেখতেছি না। আমার চশমা কিন্তু সাথেই আছে তাও দেখতেছি না। ঃ(

২৫| ০১ লা জুন, ২০১৩ রাত ১১:৫৩

বটবৃক্ষ~ বলেছেন: :-< :-<

হইলো না!! উত্তম যাঝা সহকারে পিলাস দিসিলাম :)

যাহোক, থাম্বস আপ ফর পোস্ট.....

০২ রা জুন, ২০১৩ রাত ১২:১২

একজন আরমান বলেছেন:

ধন্যবাদ আপু। :)

ঘুম পেলে বিছানায় গিয়ে ঘুমান। ব্লগে কি করছেন? :P

২৬| ০১ লা জুন, ২০১৩ রাত ১১:৫৩

রেজোওয়ানা বলেছেন: Good job Arman!

Go ahead. . .

০২ রা জুন, ২০১৩ রাত ১২:১৩

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ আপু। ঃ)

২৭| ০২ রা জুন, ২০১৩ রাত ১২:১২

চাঁদ ~ মামা বলেছেন: গুড্ডু পুষ্টু :-B

০২ রা জুন, ২০১৩ রাত ১২:১৩

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ মামু। :)

২৮| ০২ রা জুন, ২০১৩ রাত ৩:৫৭

শ্রাবণ জল বলেছেন: প্লাস দেয়া যাচ্ছেনা। পরে দিয়ে যাব!! :)

০২ রা জুন, ২০১৩ ভোর ৪:০১

একজন আরমান বলেছেন:
haha

thik ache. :)

২৯| ০২ রা জুন, ২০১৩ সকাল ১০:২৮

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ঐ মিয়া আমার বালিকা বন্ধু এতো ধলা না :-&

কার না কার ছবি দিছেন , পারমিশন নিছেন ??? X( X(

০৩ রা জুন, ২০১৩ রাত ১২:৫৮

একজন আরমান বলেছেন:
তাইলে আমার হপে। ;)

৩০| ০২ রা জুন, ২০১৩ দুপুর ২:১৩

লিঙ্কনহুসাইন বলেছেন: ভালো লাগলো , তবে আরো গুছিয়ে করা যেতো পোষ্টা , লিংক গুলা এইভাবে দেওয়া উচিৎ ছিল

০৩ রা জুন, ২০১৩ রাত ১২:৫৯

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই।
ব্যাপারটা অনেক সময় সাপেক্ষ।

৩১| ০২ রা জুন, ২০১৩ রাত ১০:০৩

এরিস বলেছেন:
অন্যমনস্ক শরৎ, আলাউদ্দিন আহমেদ, সোনালী ডানার চিল, আশিক মাসুম, আশরাফুল ইসলাম দূর্জয়, স্বপনবাজ, ফারজানা শিরিন, বটবৃক্ষ , রাইসুল নয়ন, মাননীয় মন্ত্রী মহোদয়, সায়েম মুন, সেলিম আনোয়ার , উনাদের কবিতাগুলো আগেই পড়া ছিল। ভাঙা কলমের আঁচড়ের কিছু কবিতা পরেছিলাম। তিতির আপুর লেখা এইমাত্র পড়লাম। বাকিদেরটা আস্তে আস্তে পড়ে নেব। চমৎকার প্রয়াসে অনেক ধন্যবাদ ।

০৩ রা জুন, ২০১৩ রাত ১:০০

একজন আরমান বলেছেন:
সময় করে পড়ে নিবেন।

৩২| ০৩ রা জুন, ২০১৩ রাত ১২:০০

বাংলাদেশী দালাল বলেছেন:
ইস এইবার ধরা খাইয়া গেলাম। জুরি বোর্ড মনে হয় দুর্নীতি মুক্ত হয়ে গেছে। ;)

কাব্যিক ভ্রমনে যাই শব্দ সংগ্রহ করা লাগবো জুন মাসে আবার দলে ফিরতেই হইব। B-))


ধন্যবাদ ++++++

০৩ রা জুন, ২০১৩ রাত ১:০২

একজন আরমান বলেছেন:
হাহা
চেস্টা অব্যাহত রাখুন।

৩৩| ০৩ রা জুন, ২০১৩ রাত ১২:০৫

তন্দ্রা বিলাস বলেছেন: আরে দারুন পোস্ট। যাক আপনার কল্যাণে সবগুলা একটা একটা করে পড়া যাবে। ধন্যবাদ।



অফটপিকঃ ছবির চোখ গুলি খুব সুন্দর :P

০৩ রা জুন, ২০১৩ রাত ১:০৪

একজন আরমান বলেছেন:
ইয়ে মানে আমারও খুব পছন্দ হইছে। :!> :!> :#>

৩৪| ০৩ রা জুন, ২০১৩ রাত ১২:১২

প্রোফেসর শঙ্কু বলেছেন: পোস্ট আগেই দেখা ছিল। লগইন করতে পারার সাথে সাথেই এলাম।

পড়ব সবগুলোই। পোস্টে প্লাস।

০৩ রা জুন, ২০১৩ রাত ১:০৫

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ। :)

৩৫| ০৩ রা জুন, ২০১৩ রাত ১২:৪৮

জাকারিয়া মুবিন বলেছেন:
আমারে লিস্টের থন বাদ দিলা কেন, আমি খেলুম না :(

০৩ রা জুন, ২০১৩ রাত ১:১৭

একজন আরমান বলেছেন:
খেলা চালিয়ে যেতে হবে তো। না খেললে কি হপে? ;)

৩৬| ০৩ রা জুন, ২০১৩ রাত ১:২৮

ঘুড্ডির পাইলট বলেছেন: ব্লগার সাবরিনা সিরাজী তিতির ও ব্লগার রায়ান ঋদ্ধ আমরা ব্লগার গ্রুপে সেরা কবি নির্বাচিত হয়েছেন । আয়োজক হিসাবে ছিলেন অনলাইন এক্টিভিস্ট বই পাগলা ভাই ।

তোমার উদ্যোগ খুব সুন্দর ।

শফিকুল ভাইর এই কবিতাটা রাখতে পারো এটাও উনি খুব সুন্দর লিখছেন ।
Click This Link

০৩ রা জুন, ২০১৩ রাত ২:২২

একজন আরমান বলেছেন:
এই কবিতাটা বাদ পড়ে গেছে ভাই। তবে ওনার অন্য কবিতা আছে।
অ্যাড করে দিলাম।
সাথে থেকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ ভাই। :)

৩৭| ০৩ রা জুন, ২০১৩ রাত ১:৩৭

বৃতি বলেছেন: অনেক কষ্টসাধ্য কাজ করেছেন আরমান । পোষ্টটা প্রিয়তে নেব , নাকি আপনাকে অনুসরণ করব বুঝতে পারছি না । +++

অনুসরণ করলাম :)

০৩ রা জুন, ২০১৩ রাত ২:২৫

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ।

কেউ আমাকে অনুসরণ করছে জেনে ভালো লাগলো। :)

৩৮| ০৩ রা জুন, ২০১৩ রাত ১:৪৭

স্নিগ্ধ শোভন বলেছেন:


পরে এসে কবিতাগুলো পড়ব।





কষ্টময় পোস্টের জন্য কাণ্ডারী ভাই ও তোর প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা রইলো।

আমি হলে একটা সংকলন পোস্টও করতে পারতাম না।




০৩ রা জুন, ২০১৩ রাত ২:৪০

একজন আরমান বলেছেন:
তুই কই? কি হইছে তোর?
কোন খোঁজ খবর নাই কেন?

৩৯| ০৩ রা জুন, ২০১৩ রাত ২:৫২

স্নিগ্ধ শোভন বলেছেন:

আমি ঢাকাতেই আছি এখন। :)

ভালোই আছি। একটু দৌড়ের উপর আছি।
ব্লগ ও ফেবুতে বসা হচ্ছে না তেমন। :(
জীবনকে নিজের জন্য বানাতে চাচ্ছি।

আর কতকাল... !!!



সাক্ষাতে বাকী আলাপচারিতা হবে। :)


০৩ রা জুন, ২০১৩ রাত ৩:১৪

একজন আরমান বলেছেন:
আচ্ছা। আমারো একই অবস্থা। দৌড়ের উপর আছি। তাই অনিয়মিত। কল দিবো আসলে।

৪০| ০৩ রা জুন, ২০১৩ দুপুর ১:৩৭

আমিনুর রহমান বলেছেন:

আইচ্ছা আমার কপিতা কেন নাই !!!

শূন্যে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি ;) ;) ;)

০৩ রা জুন, ২০১৩ দুপুর ২:৩০

একজন আরমান বলেছেন:
আপনার মাল্টি দিয়ে তো গত মাসে কোন কপিতা আসে নাই। থাকবে কিভাবে? ;) ;) ;)

৪১| ০৩ রা জুন, ২০১৩ বিকাল ৫:৫৩

*কুনোব্যাঙ* বলেছেন: প্রিয়তে না নিয়ে উপায় রইল না সাথে একটা প্লাসও দিতে হলো :(

০৩ রা জুন, ২০১৩ রাত ১১:৩১

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই। মন খারাপ কেন? একটা প্লাস খরচ হইছে তাই? :P

৪২| ০৩ রা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩১

ফারজানা শিরিন বলেছেন: শুরু করলাম ।

০৪ ঠা জুন, ২০১৩ রাত ১২:১৪

একজন আরমান বলেছেন:
আচ্ছা।

৪৩| ০৩ রা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪০

ফারজানা শিরিন বলেছেন: শুরু ভালো হইছে । অনেক সুন্দর মন খারাপ করে দেয়া ভালোলাগার সন্ধান পেয়েছি । ধন্যবাদ ভাইয়া ।

০৪ ঠা জুন, ২০১৩ রাত ১২:১৫

একজন আরমান বলেছেন:
কথা বুঝি নাই।

৪৪| ০৩ রা জুন, ২০১৩ রাত ১১:৫৮

মামুন রশিদ বলেছেন: পোস্টে প্লাস + প্রিয়তে ;)


লেট করে আসছি, লেট ফাইন হিসাবে কি দিবো ??


আচ্ছা ঠিকাচে, মডু বরাবর পোস্ট স্টিকি করার দাবি জানিয়ে যাচ্ছি । :) :)

০৪ ঠা জুন, ২০১৩ রাত ১২:২৭

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ মামুন ভাই।
আপনাদের চেষ্টার কাছে আমাদের এই চেস্টা কিচ্ছু না।

কৃতজ্ঞতা।

৪৫| ০৪ ঠা জুন, ২০১৩ ভোর ৪:৩৯

ভিয়েনাস বলেছেন: অফলাইনে আগেই পড়েছিলাম কিন্তু ভালো লাগা জানিয়ে গেলাম এখন :) খুবি ভালো উদ্যোগ। এমন করে সংকলন করা হলে লেখায় অনুপ্রেরনা বাড়ে। আশা করছি নিয়মিত হবে।

শুভকামনা জানালাম :)

০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৩:১৯

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ আপু।
চালিয়ে যাবার ইচ্ছা আছে। :)

৪৬| ০৪ ঠা জুন, ২০১৩ সকাল ৯:১২

শাহজাহান মুনির বলেছেন: অনেক ভাল হয়েছে আরমান ভাই। প্রিয়তে নিলাম ।

০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৩:১৯

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ মুনির ভাই। :)

৪৭| ০৪ ঠা জুন, ২০১৩ সকাল ১০:৪৫

তাসজিদ বলেছেন: কবিতা প্রেমিদের জন্য দারুন পোস্ট।

তা আছেন কেমন।

প্রায় ১ মাস পর সামুতে এলাম।

০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৩:২০

একজন আরমান বলেছেন:
আছি আলহামদুলিল্লাহ্‌।
আপনি কেমন আছেন?

৪৮| ০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ১:৪৯

ফারজানা শিরিন বলেছেন: অনেক ভালা একটা কবিতা গতকাল পড়ার সুযোগ পাইছি। তাই বলছিলাম ।

০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৩:২০

একজন আরমান বলেছেন:
আচ্ছা।

৪৯| ০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৩:৩৫

এবং ব্রুটাস বলেছেন: নিজে কবিতা লিখতে না পারলেও বলবো ভঅলো একটি কাজ করেছেন। প্রিয়তে নিলাম। সময় করে পড়ে দেখবো কবিতাগুলো।






ছবিটাতে মেয়েটা বেশিই মেকাপ লাগিয়ে ফেলেছে :(

০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৩:৫২

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ।

ঠিক বলেছেন। মেকাপ ছাড়া যাকে সুন্দর দেখায় সেই সত্যিকারের সুন্দরি :)

৫০| ০৪ ঠা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪০

সোনালী ডানার চিল বলেছেন:
খুব চমৎকার, পরিচ্ছন্ন সম্পাদনা।

অনেক অনেক সাধুবাদ আপনাদের কবিতাকে তুলে ধরার জন্যে............

শুভকামনা নিরন্তর।।

০৫ ই জুন, ২০১৩ রাত ২:০৯

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ কবি। :)

৫১| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ৯:৪৬

ইখতামিন বলেছেন: সোনালী ডানার চিল বলেছেন:
খুব চমৎকার, পরিচ্ছন্ন সম্পাদনা।

অনেক অনেক সাধুবাদ আপনাদের কবিতাকে তুলে ধরার জন্যে............

শুভকামনা নিরন্তর।।


আমিও তাই বলছি। নিজস্ব কিছু খুঁজে পাচ্ছি না এই মূহুর্তে :(

০৫ ই জুন, ২০১৩ রাত ২:১১

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ আপনাকে।

৫২| ০৫ ই জুন, ২০১৩ রাত ২:০৫

সেলিম আনোয়ার বলেছেন: প্রিয়তে নিলাম ।আমার ব্লগে দাওয়াত থাকলো ।

০৫ ই জুন, ২০১৩ রাত ২:১২

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ সেলিম ভাই।

৫৩| ০৫ ই জুন, ২০১৩ সকাল ১১:১৭

হাসি .. বলেছেন: গুড্ডু কাজ্জু একজন্নু আরমান্নু :)

০৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:২১

একজন আরমান বলেছেন:
আরে এ দেখি হাসিফু। :-B :-B :-B কিরাম আছেন?
এত্তোদিন কই ছিলেন?

৫৪| ০৭ ই জুন, ২০১৩ দুপুর ১২:২৪

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আমার কবিতা নায় :(

পোস্টে ++

স্টিকি করার মত পোস্ট । কেন যে স্টিকি হয়না কে জানে ?? :(

০৭ ই জুন, ২০১৩ দুপুর ১২:৪৫

একজন আরমান বলেছেন:
থাক দুঃখ কইরেন না। চেস্টা করেন লিখতে পারবেন। :)

৫৫| ০৭ ই জুন, ২০১৩ দুপুর ১২:৫৬

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আজকেই একটা লিখব X(

০৭ ই জুন, ২০১৩ বিকাল ৪:১৮

একজন আরমান বলেছেন:
আচ্ছা অপেক্ষায় রইলাম পড়ার। :)

৫৬| ০৭ ই জুন, ২০১৩ দুপুর ১:২০

আরজু পনি বলেছেন:

ব্লগে কবিদের এতো কদর দেখে আমারও কবিতা লিখতে ইচ্ছে করে :!>
কিন্তু পেটে বোমা মারলেও একটা লাইন বেরুবে না :(

০৭ ই জুন, ২০১৩ বিকাল ৪:১৯

একজন আরমান বলেছেন:
আহাহাহ।
কি যে বলেন না আপু। আপনার মতো গুনি একজন ব্লগার এই সামান্য একটা কাজ করতে পারবে না এটা আমি বিশ্বাস করতে পারছি না।

৫৭| ০৭ ই জুন, ২০১৩ দুপুর ১:২৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার কাজ করেছেনতো !!!!

০৭ ই জুন, ২০১৩ বিকাল ৪:১৯

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ। :)

৫৮| ০৮ ই জুন, ২০১৩ রাত ১:৫৬

অদ্বিতীয়া আমি বলেছেন: কয়েক জন কবির কবিতা আগে পড়া হয়নি । পড়ে দেখবো ।

আর তোমাকে তো ধন্যবাদ , চমৎকার সংকলনের জন্য ।

০৮ ই জুন, ২০১৩ রাত ২:১১

একজন আরমান বলেছেন:
পড়ে দেখবেন। আশা করি ভালো লাগবে। :)

৫৯| ০৮ ই জুন, ২০১৩ দুপুর ১২:২০

আমি ময়ূরাক্ষী বলেছেন: অসাধারণ একটি পোস্ট


অতি সহজিয়া কাব্য পরিভ্রমন।

প্রতি মাসে আসুক নতুন নতুন ধারায়।

০৮ ই জুন, ২০১৩ রাত ১১:৪৫

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ।

৬০| ০৮ ই জুন, ২০১৩ দুপুর ২:২৮

~মাইনাচ~ বলেছেন: নাহ, কবিতা একটা লিখতেই হয়


মাইনাচ :(

০৮ ই জুন, ২০১৩ রাত ১১:৪৬

একজন আরমান বলেছেন:
লিখে ফেলেন। :)
আমাকে মাইনাচ কেন দিলেন? :(

৬১| ০৮ ই জুন, ২০১৩ বিকাল ৩:২৭

আজ আমি কোথাও যাবো না বলেছেন: :( কবিতা যে ক্যান লিখতারি না!!!

০৯ ই জুন, ২০১৩ রাত ১২:০৪

একজন আরমান বলেছেন:
আপনার গুন আছে, কিন্তু আপনে লিখেন না। :-P :-P :-P

৬২| ০৮ ই জুন, ২০১৩ রাত ৯:৩৩

তাসজিদ বলেছেন: এখন একটি গল্প সঙ্কলন করেন।

০৯ ই জুন, ২০১৩ রাত ১২:০৫

একজন আরমান বলেছেন:
মামুন ভাই গল্প সঙ্কলন করছেন।

৬৩| ১০ ই জুন, ২০১৩ সকাল ৭:৪৯

দেহঘড়ির মিস্তিরি বলেছেন: নাহ কবিতা প্রসব না করলে দেখি জাতে উঠা যাচ্ছেনা :(

১০ ই জুন, ২০১৩ বিকাল ৩:৩৭

একজন আরমান বলেছেন:
হেহেহে।
করেন। তবে ঘন ঘন কইরেন না, কষ্ট হবে। :P

৬৪| ১৩ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪

রঙ তুলি ক্যানভাস বলেছেন: আগে এরকম পোস্ট দেখলে প্রতিটা লিঙ্কএ যেয়ে পড়ে আসতাম!মন্তব্যও করতাম ইচ্ছে হলে!আর এখন!এক্টা লিঙ্কেও যেতে ইচ্ছে করলনা!!!

কেমন আছেন আরমান ভাইয়া?


১৪ ই জুন, ২০১৩ রাত ১২:০৩

একজন আরমান বলেছেন:
একটা কাকতালীয় ব্যাপার কি জানেন?
আজকে সকালেও আপনার কথা মনে পড়েছে। এর কিছু পরই দেখি রং তুলির ক্যানভাস নামে একজন আমার একটা স্ট্যাটাস এ লাইক দিল। সাথে সাথে তাকে নক করে জিজ্ঞেস করলাম যে আপনি ব্লগার রং তুলি ক্যানভাস কিনা। উত্তরে বলে না ! :(

আছি। বেঁচে আছি। আপনি কেমন আছেন? অনেক দিন পর !

৬৫| ১৪ ই জুন, ২০১৩ রাত ১২:৪৩

মামুন রশিদ বলেছেন: শুভ স্টিকি মোবারক !:#P !:#P

১৪ ই জুন, ২০১৩ রাত ১২:৫৪

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ মামুন ভাই। :)

৬৬| ১৪ ই জুন, ২০১৩ রাত ১২:৪৩

আমিনুর রহমান বলেছেন:


স্টিকি মোবারক ;)

১৪ ই জুন, ২০১৩ রাত ১২:৫৭

একজন আরমান বলেছেন:
ধইন্না। ;)

৬৭| ১৪ ই জুন, ২০১৩ রাত ১২:৪৫

কালো যাদুকর বলেছেন: কবিতা ভালবাসি। তাই এই সংকলনটি প্রিয়তে নিচ্ছি। একটা কথা - কবি " লাইলী আরজুমান খানম লায়লা" কবিতা পরেছেন। ওনার কবিতাগুলোও সংকলনে নেয়া গেলে ভাল হত।

১৪ ই জুন, ২০১৩ রাত ১২:৫৭

একজন আরমান বলেছেন:
লিংক দিয়ে গেলে ভালো হতো। অনেক ভালো লেখাই আমাদের চোখ এড়িয়ে যায়।

৬৮| ১৪ ই জুন, ২০১৩ রাত ১২:৫৩

স্বপ্নবাজ অভি বলেছেন: একের পর এক স্টিকি পোষ্ট সঙ্কলন হওয়াতে বুঝা গেলো সামু ক্রিয়েটিভ ব্লগিং এর পাশে রয়েছে ! পোষ্ট স্টিকি মোবারক একজন আরমান !

১৪ ই জুন, ২০১৩ রাত ১২:৫৮

একজন আরমান বলেছেন:
আপনিও ক্রিয়েটিভ মন্তব্য করেছেন অভি ভাই।

ধন্যবাদ আপনাকে। :)

৬৯| ১৪ ই জুন, ২০১৩ রাত ১:০১

কাজী মামুনহোসেন বলেছেন: স্বপ্নবাজ অভি বলেছেন: একের পর এক স্টিকি পোষ্ট সঙ্কলন হওয়াতে বুঝা গেলো সামু ক্রিয়েটিভ ব্লগিং এর পাশে রয়েছে ! পোষ্ট স্টিকি মোবারক একজন আরমান !

১৪ ই জুন, ২০১৩ রাত ১:০৭

একজন আরমান বলেছেন:
লেখক বলেছেন:
আপনিও ক্রিয়েটিভ মন্তব্য করেছেন অভি ভাই।

ধন্যবাদ আপনাকে।

৭০| ১৪ ই জুন, ২০১৩ রাত ১:০২

মনিরা সুলতানা বলেছেন: কবিতা পড়তে পারি বুঝতে একটু কম ।
এক্কেবারে গুছিয়ে সামনে তুলে ধরায় না পরে উপায় নেই... :P


তোমার কষ্টের জন্য ।।
বাগানে হাটিতেছে খাসি
আমি এই পোস্ট ভালবাসি B-))

১৪ ই জুন, ২০১৩ রাত ১:০৮

একজন আরমান বলেছেন:
আহাহাহাহাহহা।
সিরাম কবিতা।

৭১| ১৪ ই জুন, ২০১৩ রাত ১:০৮

যুবায়ের বলেছেন: বড় হিংসে হচ্ছে কবিতার সংকলন দেখে...
ক্যন যে কবিতা লেখা ছাড়লাম!!!..
এখন আর চেষ্টা কৈরা লাভ নাই
হয়তো কবিত্ব আম্রে থুয়া পালাইছে :(

১৪ ই জুন, ২০১৩ রাত ১:১৪

একজন আরমান বলেছেন:

আবার চেস্টা করেন যুবায়ের ভাই। হয়ে যাবে। :)


আমিও কবিতা লেখা ছেঁড়ে দিবো। :(

৭২| ১৪ ই জুন, ২০১৩ রাত ১:০৯

গোলাপ ভাই বলেছেন:


আগামী সংকলনে আমার ২টা কবিতা যেন থাকে।


খেয়াল কইরা :/

১৪ ই জুন, ২০১৩ রাত ১:১৫

একজন আরমান বলেছেন:
আচ্ছা। আগে লিখেন তো। :)

৭৩| ১৪ ই জুন, ২০১৩ রাত ১:০৯

একজন ঘূণপোকা বলেছেন: ++++

১৪ ই জুন, ২০১৩ রাত ১:২৮

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ।

৭৪| ১৪ ই জুন, ২০১৩ রাত ১:০৯

আরজু পনি বলেছেন:

স্টিকি হওয়ার অভিনন্দন রইল। !:#P

নাহ এবার কবিতা লেখাটা শিখতেই হবে :P

১৪ ই জুন, ২০১৩ রাত ১:২৯

একজন আরমান বলেছেন:
আহাহাহহা।
ধন্যবাদ আপু।
লিখে ফেলুন।

৭৫| ১৪ ই জুন, ২০১৩ রাত ১:২৫

কান্ডারি অথর্ব বলেছেন:

প্রিয় সামু এই পোস্ট ষ্টিকি করায় বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। এতে করে সামুতে যারা নিয়মিত কবিতা চর্চা করেন তাদের ভেতর যে পরিমান অনুপ্রেরনা জাগবে ভাল কবিতা লেখার সেটা নিঃসন্দেহে একটি ভাল উদ্যোগ।

সামুর এভাবে ব্লগারদের প্রতি ভালোবাসা নিয়ে এগিয়ে আসাকে আমি পজিটিভ দৃষ্টি ভঙ্গীর বহিঃপ্রকাশ হিসেবে মনে করি।

অনেকেই ব্যাঙ্গ করে বলে থাকেন দেশে কবি আর কাকের সংখ্যা বেশী। কিন্তু আমি মনে করি সবাই কবিতা লিখছে অথবা কবিতা লেখার চেষ্টা করছে এটা একটি দেশের সাহিত্যের জন্য খুব বেশী জরুরী। সেই দেশ তত উন্নত হবে যে দেশের সাহিত্য ভাণ্ডার যত বেশী সমৃদ্ধশালী। আর এদিকটা বিবেচনা করলে বর্তমান ইন্টারনেট ভিত্তিক পৃথিবীতে ব্লগ একটু সাহিত্য সমৃদ্ধিশালীর জন্য উত্তম হাতিয়ার হিসেবেই কাজ করছে । সামু এই বিষয়ে অগ্রপথিক সব সময়ের জন্যই। যার প্রমান পেলাম আজ আরেকটি বার এই পোস্ট ষ্টিকি হবার মাঝে দিয়ে।

সামুর পাশাপাশি আমি একজন আরমানকে ভালোবাসা জানাই তার কবিতা প্রেমের জন্য। সত্যি নিজের অজান্তেই একটি অসাধারন কাজ আরমান করেছে।
যদিও কৃতজ্ঞতায় আমার নাম দেখা যাচ্ছে। আমি শুধু কিছু কবিতা বাছাই করতে সাহায্য করেছি মাত্র। কিন্তু এমন একটি দুর্দান্ত এবং কঠিন কাজের জন্য অবশ্যই তাকে সাধুবাদ জানাতেই হয়। সেই সাথে ভালোবাসা সামুর প্রতি এই পোস্ট ষ্টিকি করায়।

হাজার কবিতা মাঝে কিছু কবিতা বাছাই করা সত্যি সাহসিকতার একটি কাজ।
আশা করব যাদের কবিতা বাদ পরে গেছে নজরে আসেনি কিন্তু ভাল কবিতা এই পোস্টে সেগুলো আপডেট করা হবে।

ধন্যবাদ ও শুভকামনা রইল। দোয়া করব এভাবেই যেন চলতে থাকে কবিতা সংকলন।

১৪ ই জুন, ২০১৩ রাত ১:৩৫

একজন আরমান বলেছেন:
স্বপ্নবাজ অভি বলেছেন: একের পর এক স্টিকি পোষ্ট সঙ্কলন হওয়াতে বুঝা গেলো সামু ক্রিয়েটিভ ব্লগিং এর পাশে রয়েছে !
সামুকে ধন্যবাদ।

আপনার সাহায্য ছাড়া এমন পোস্ট দেওয়ার সাহস আমার কখনোই হতো না। আপনি ছাড়া একা সংকলন চালিয়ে নিয়ে যাওয়া আমার কল্পনার বাইরে।

আপনাকে ধন্যবাদ দিলেও কম হবে।

৭৬| ১৪ ই জুন, ২০১৩ রাত ১:৫৫

আর.হক বলেছেন: ইশ রে .............. কবি হইতে পারলে হয়তো এরকম একটা সংকলনে স্থান নিতে পারতাম।.......... যাউগ্গা অভিনন্দন দিতে তো পয়সা খরচ হয়না।

ভাললাগা দিলাম এ ক্লিকে

১৪ ই জুন, ২০১৩ রাত ২:১০

একজন আরমান বলেছেন:
আহাহাহাহ।

লিখে ফেলেন কাব্য,
হয়ে যান কবি। :)

৭৭| ১৪ ই জুন, ২০১৩ রাত ৩:২৯

মহাজাগতিক পাগল বলেছেন: আগে তো রাজনীতি আর গুরুত্বপূর্ণ বিষয়ের বাইরে পোস্ট স্টিকি হত না । কিন্তু এই ঘড়ানার পোস্ট স্টিকি হওয়াতে খুব ভাল লাগছে । ভবিষ্যতেও চালু থাকবে আশা করি । পোস্ট প্রিয় তে ।

১৪ ই জুন, ২০১৩ রাত ৩:৫৫

একজন আরমান বলেছেন:
স্বপ্নবাজ অভি বলেছেন: একের পর এক স্টিকি পোষ্ট সঙ্কলন হওয়াতে বুঝা গেলো সামু ক্রিয়েটিভ ব্লগিং এর পাশে রয়েছে !

৭৮| ১৪ ই জুন, ২০১৩ ভোর ৫:১১

শিপন মোল্লা বলেছেন: বাহ।

১৪ ই জুন, ২০১৩ ভোর ৬:৪০

একজন আরমান বলেছেন:
:)

৭৯| ১৪ ই জুন, ২০১৩ সকাল ৭:০২

বর্ণান্ধ বলেছেন: নিজের ঢোল (কবিতা) নিজেই পিটালাম (পোষ্ট করলাম) :)

Click This Link

১৪ ই জুন, ২০১৩ সকাল ৭:১৬

একজন আরমান বলেছেন:
এইটা মে মাসের সংকলন। আপনি যে লিংক দিয়েছেন সেটা তো মার্চ মাসে লিখা। মে মাসের কোন কবিতা থাকলে দিতে পারেন।

ধন্যবাদ। :)

৮০| ১৪ ই জুন, ২০১৩ সকাল ৭:৪১

ক্ষণিকের আগুন্তক বলেছেন: উদ্যোগটা অনেক ভাল, আশা করছি এই প্রচেষ্টা অনেক দূর এগিয়ে যাবে দেশের সাহিত্যকে। আর দেশের কাব্য প্রেমিকদের জন্য যোগ করবে নতুন মাত্রা।

১৪ ই জুন, ২০১৩ সকাল ৭:৫৮

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ।

৮১| ১৪ ই জুন, ২০১৩ সকাল ৮:৩২

সমানুপাতিক বলেছেন: পোস্ট আগেই দেখেছিলাম । স্টিকি হওয়াতে আপনাকে অভিনন্দন ।

১৪ ই জুন, ২০১৩ রাত ১১:৪৩

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই। :)

৮২| ১৪ ই জুন, ২০১৩ সকাল ৮:৩৫

রাফা বলেছেন:
চমৎকার কাজ করেছেন।অনেকেই উৎসাহ পাবে লিখার জন্য।

ধন্যবাদ ,একজন আরমান।

১৪ ই জুন, ২০১৩ রাত ১১:৪৩

একজন আরমান বলেছেন:

আপনাকেও ধন্যবাদ ভাই। :)

৮৩| ১৪ ই জুন, ২০১৩ সকাল ৯:০১

হিমু্_017 বলেছেন: :) প্রিয়তে

১৪ ই জুন, ২০১৩ রাত ১১:৪৫

একজন আরমান বলেছেন:
:)

৮৪| ১৪ ই জুন, ২০১৩ সকাল ৯:১৪

সেলিম আনোয়ার বলেছেন: স্টিকি হওয়ায় বন্ধু আরমানকে শুভেচ্ছা। আপনার আর কান্ডারীর য়ৌথ পরিশ্রম স্বীকৃতি পেল তা ই ভাল লাগছে। জানা আপুসহ সামু কর্তৃপক্ষকে ধন্যবাদ।

১৪ ই জুন, ২০১৩ রাত ১১:৪৫

একজন আরমান বলেছেন:

ধন্যবাদ সামু কর্তৃপক্ষকে।

৮৫| ১৪ ই জুন, ২০১৩ সকাল ৯:৫২

তন্দ্রা বিলাস বলেছেন: আঠালো পোস্টের আঠালো শুভেচ্ছা। :)

১৪ ই জুন, ২০১৩ রাত ১১:৪৬

একজন আরমান বলেছেন:
আমের আঠা নাকি কাঁঠালের?

ধন্যবাদ ভাই। :)

৮৬| ১৪ ই জুন, ২০১৩ সকাল ৯:৫২

তাসজিদ বলেছেন: স্টিকি পোস্ট এর জন্য শুভেচ্ছা।

কবিতা ত লিখতে পারি না। গল্প দিয়েই ব্লগে আছি।

১৪ ই জুন, ২০১৩ রাত ১১:৪৬

একজন আরমান বলেছেন:
আপনার গল্পগুলো আমার কাছে অসাধারণ লাগে। :)

৮৭| ১৪ ই জুন, ২০১৩ সকাল ১১:১৫

আশিকুর রহমান অমিত বলেছেন: সুন্দর উদ্যোগ :)
আচ্ছা এই সকংলনের মধ্যে প্যারোডি আসবে না? :-B

১৪ ই জুন, ২০১৩ রাত ১১:৫০

একজন আরমান বলেছেন:
আসতে পারে।

৮৮| ১৪ ই জুন, ২০১৩ সকাল ১১:৪৮

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: মাশাল্লাহ............... পুরাই অস্থির।

১৪ ই জুন, ২০১৩ রাত ১১:৫১

একজন আরমান বলেছেন:

ধন্যবাদ ।

৮৯| ১৪ ই জুন, ২০১৩ দুপুর ১২:০৫

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: অধমের তিনটা কবিতা লিষ্টে আসায় অশেষ কৃতঞ্জতা. নতুন কিছু কবিতা লিখেছি. গরীবের ব্লগে সবাইকে স্বাগতম.

১৪ ই জুন, ২০১৩ রাত ১১:৫৪

একজন আরমান বলেছেন:
আচ্ছা ঠিক আছে। :)

৯০| ১৪ ই জুন, ২০১৩ দুপুর ১২:১৭

এহসান সাবির বলেছেন: চমৎকার। কিছু কবিতা আগেই পড়েছি। সবগুলো পড়বো। ধন্যবাদ সুন্দর পোস্টের জন্য।

১৫ ই জুন, ২০১৩ রাত ১২:০১

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ আপনাকেও। :)

৯১| ১৪ ই জুন, ২০১৩ দুপুর ১২:১৯

সোহাগ সকাল বলেছেন: আমিও আগেই পড়েছিলাম। স্টিকি হয়ে দেখে আরেকবার চোখ বুলিয়ে গেলাম। শুভ কামনা আরমান ভাই।

১৫ ই জুন, ২০১৩ রাত ১২:৩১

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ সোহাগ ভাই। :)

৯২| ১৪ ই জুন, ২০১৩ দুপুর ১২:৩০

পত্রনবিস বলেছেন: কবিতা গুলি কি ভাই আপনাদের কাছে পাঠাইতে হয় না আপ্নারা নিজেরাই দেখেন । আমার কিছু লেখা আসে তাইলে একটু পাঠাই তাম

১৫ ই জুন, ২০১৩ রাত ১২:৩৪

একজন আরমান বলেছেন:
আমাদের দুজনের চোখে যা পড়ে সেইগুলোই দেওয়া।
তবে পাঠালে আরও ভালো হয় কারণ সবকিছু দুজনের চোখে পড়া সম্ভব নয়।

৯৩| ১৪ ই জুন, ২০১৩ দুপুর ১২:৩৭

মুহামমদ মিনহাজ বলেছেন: আমার কবিতা নাই... :D
না থাক, অন্যদের কবিতা পড়েই ভাল লাগলো।

১৫ ই জুন, ২০১৩ রাত ১২:৩৬

একজন আরমান বলেছেন:
ভাই সবকিছু দুজনের চোখে পড়া সম্ভব নয়। ভালো কবিতার লিংক দিলে এড করা যাবে।

৯৪| ১৪ ই জুন, ২০১৩ দুপুর ১২:৫০

প্রোফেসর শঙ্কু বলেছেন: আঠালো পোস্ট হওয়ায় শুভেচ্ছা।

১৫ ই জুন, ২০১৩ রাত ১২:৩৬

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ প্রোফেসর শঙ্কু :)

৯৫| ১৪ ই জুন, ২০১৩ দুপুর ২:০৭

স্নিগ্ধ শোভন বলেছেন: স্টিকি মোবারক। !:#P !:#P !:#P

১৫ ই জুন, ২০১৩ রাত ১২:৩৭

একজন আরমান বলেছেন:
ধইন্না পাতা। :)

৯৬| ১৪ ই জুন, ২০১৩ দুপুর ২:১১

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: এই সংকলনে নাম থাকাটা যতটা না আনন্দের তার চেয়ে বেশী স্বীকৃতির. একজন কবি হিসাবে স্বীকৃতি. একজন আরমানকে অসংখ্য অভিনন্দন. আশা করি সামনে আরো উদ্যোগ নিবেন. আপনার দায়িত্ব অনেকটাই বেড়া গেল. শুভেচ্ছা থাকলো ব্রাদার

১৫ ই জুন, ২০১৩ রাত ১২:৩৭

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই। :)

৯৭| ১৪ ই জুন, ২০১৩ দুপুর ২:১৩

কসমিক- ট্রাভেলার বলেছেন:







+++++++++++
++++++++++++++
++++++++++++++++++++
+++++++++++++++++++++++++
++++++++++++++++++++++++++++
+++++++++++++++++++++++++
++++++++++++++++++++
++++++++++++++
+++++++++++

১৫ ই জুন, ২০১৩ রাত ১২:৩৮

একজন আরমান বলেছেন:
:)

৯৮| ১৪ ই জুন, ২০১৩ বিকাল ৩:৪৯

নস্টালজিক বলেছেন: কবিতা যারা পছন্দ করেন, নিশ্চই এই সংকলন পাঠে খুঁজে পাবেন চমৎকার কোনো কবিতা, দৃশ্যকল্প!

শুভেচ্ছা , আরমান!

১৫ ই জুন, ২০১৩ রাত ১২:৪২

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ নস্টালজিক ।

৯৯| ১৪ ই জুন, ২০১৩ বিকাল ৩:৫১

পরিবেশ বন্ধু বলেছেন: আমায় নিয়ে ফুলেল সুবাস কবিতাটি সংকলনে নেই
ভাল উদ্দ্যুগে শুভকামনা থাকল ++

১৫ ই জুন, ২০১৩ রাত ১২:৪৩

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ।

১০০| ১৪ ই জুন, ২০১৩ বিকাল ৫:০৭

অদ্ভুতুরে বলেছেন: মডুর কাছে প্রশ্ন, সঙ্কলন পোস্ট স্টিকি হওয়ার মতোন? লাইফ সাপোর্টে আর কতোদিন!

১৫ ই জুন, ২০১৩ রাত ১২:৪৪

একজন আরমান বলেছেন:
হয়তো নতুন কবিদের উৎসাহ প্রেরণা।

১০১| ১৪ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪

লেখোয়াড় বলেছেন:
অনেক ধন্যবাদ আরমান।
আমি মাঝে মাঝে কবিতা লেথার চেষ্টা করি, এই পোস্ট আমার অনেক কাজে লাগবে। প্রিয়তে নিলাম। এভাবে চলতে থাকবে আশাকরি।

শুভকামনা।

১৫ ই জুন, ২০১৩ রাত ১২:৪৮

একজন আরমান বলেছেন:
আপনার জন্মবিষয়ক অগ্নিবৃত্ত লেখাটা অনেক ভালো লেগেছে আমার।
নতুন কিছু ছিল তাতে।

আমি ওটার অনুকরণে কিছু একটা করতে চেয়েছি। :)

১০২| ১৪ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪

মোঃ মোসাদ্দেক হোসেন বলেছেন: আমি্ও কবিতা লেখার চেষ্টা করি এই ব্লগে পোষ্ট্ও করি হয়ত মানসম্মত নয় তাই এই তালিকায় আসেনী...এই আয়োজন একটি সময় উপযোগী আয়োজন অনেক ভাল লাল...

শুভকামনা জানবেন

১৫ ই জুন, ২০১৩ রাত ১২:৫০

একজন আরমান বলেছেন:
ব্যাপারটা তা নয়।
সংকলন করা হয়েছে শুধু আমাদের দুইজনের ভালো লাগা কবিতাগুলো নিয়ে। নিশ্চয়ই এটা পূর্ণাঙ্গ সংকলন নয়।

১০৩| ১৪ ই জুন, ২০১৩ রাত ৮:৫২

মায়াবী ছায়া বলেছেন: দারুন পোস্ট।কিছু ভালো কবিতা পড়া হয়ে গলো। প্রিয়তে নিলাম । ধন্যবাদ ।। :)

১৫ ই জুন, ২০১৩ রাত ১২:৫১

একজন আরমান বলেছেন:
আপনাকেও ধন্যবাদ। :)

১০৪| ১৪ ই জুন, ২০১৩ রাত ১০:১৪

অপার্থিব অন্তরীণ বলেছেন: আমার একখান আছে 8-| 8-|

১৫ ই জুন, ২০১৩ রাত ১২:৫৯

একজন আরমান বলেছেন:
:)

১০৫| ১৪ ই জুন, ২০১৩ রাত ১০:৪৪

সায়েম মুন বলেছেন: আপনাদের প্রচেষ্ঠায় সামু আবারও প্রাণবন্ত্য হয়ে উঠছে। এজন্য প্রশংসার দাবীদার আপনি এবং সাথে যারা আছেন।
পোস্টটা প্রিয়তে থাকলো।

১৫ ই জুন, ২০১৩ রাত ১:০২

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ মুন ভাই সুন্দর মন্তব্যের জন্য।
ভালো থাকুন।

১০৬| ১৪ ই জুন, ২০১৩ রাত ১০:৫৩

কালবৈশাখী ঝড় বলেছেন: ধন্যবাদ । ভাল উদ্যোগ

১৫ ই জুন, ২০১৩ রাত ১:০৭

একজন আরমান বলেছেন:
আপনাকেও ধন্যবাদ।

১০৭| ১৪ ই জুন, ২০১৩ রাত ১১:২০

চিরতার রস বলেছেন: সময় কৈরা সবগুলা কবিতা পড়তে হৈবে। স্টিকি মোবারক ছুডু বাই। সংকলন কর্ম চালাইয়া যাও।

১৫ ই জুন, ২০১৩ রাত ১:০৯

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ বড় ভাই। কেমন আছেন? অনেক দিন কোন খোঁজ খবর নাই। :(

১০৮| ১৪ ই জুন, ২০১৩ রাত ১১:৪৭

না বলা কথা বলেছেন: অদ্ভুতুরে বলেছেন: মডুর কাছে প্রশ্ন, সঙ্কলন পোস্ট স্টিকি হওয়ার মতোন? লাইফ সাপোর্টে আর কতোদিন!

১৫ ই জুন, ২০১৩ রাত ১:১০

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ।

১০৯| ১৪ ই জুন, ২০১৩ রাত ১১:৪৯

না বলা কথা বলেছেন: শরতের চারটি কবিতা উপরে ঝুলতেছে,
এই পোস্ট কি স্টিকি না হইয়া পারে??????

১৫ ই জুন, ২০১৩ রাত ১:১০

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ।

১১০| ১৫ ই জুন, ২০১৩ রাত ১:৫৬

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:

ওত্তত্তত্তত্তত্তত্তত্তত্তত্তত্তত্তত্তত্তত্তত্তত্তত্তত্তত্তোওওওওও গুলা পচাঁ পুষ্টু আমার ছ্যাকা খাওয়া কবতেক নাইক্কা X( X(

১৫ ই জুন, ২০১৩ রাত ২:২১

একজন আরমান বলেছেন:
গত মাসে লিখেছিলেন?
লিখে থাকলে লিংক দিয়ে যান। :)

১১১| ১৫ ই জুন, ২০১৩ ভোর ৪:১৭

শিপু ভাই বলেছেন:
খাইছে!!! তুমিও সংকলন পোস্ট দিলা!!! ভেরি গুড।+++++



এগুলা অর্ডারি পোস্ট নাকি???!!!???

১৫ ই জুন, ২০১৩ ভোর ৪:২২

একজন আরমান বলেছেন:
অর্ডারি পোস্ট মানে কি শিপু ভাই?

১১২| ১৫ ই জুন, ২০১৩ সকাল ৭:৫২

রাইসুল নয়ন বলেছেন: কষ্ট সাধ্য কাজ, যাই হোক তবে সংকলন করার বদৌলতে অনেক কবিতা পড়া হল তোমার :)

১৫ ই জুন, ২০১৩ বিকাল ৩:২৬

একজন আরমান বলেছেন:
হ্যাঁ। সেটাই। :)

১১৩| ১৫ ই জুন, ২০১৩ সকাল ৮:১২

অন্য কথা বলেছেন: এইটা আমার মতামত ঃ প্রচ্ছদে abstract image দিলে মনে হয় ভালো হইত । কারন একেক কবিতায় দুঃখ কষ্ট - ভালোবাসা - আনুরাগ , প্রকৃতি, অনুভুতি সব কিছুরই প্রকাশ বা বর্ণনা বিভিন্ন ভাবে থাকতে পারে । আমার মনে হয় abstract image বা painting এর মাধ্যমে এর সব গুলই একই ফ্রেমে আনা সম্ভব...... বর্তমান প্রচ্ছদের মাধ্যমে শুধু প্রেমিকার প্রতি ভালবাসার আকুলতা, তার সৌন্দযের উপমাগুলো ফুটিয়ে তোলা হয়েছে বলে মনে হয় । আমার ভুল হতে পারে । আপনার প্রচেষ্টা সার্থক হোক । এর শুভেচ্ছা স্বরূপ নিচের কবিতা টা দিলাম :প


// শব্দ সংকট //

কষ্ট, দহন , অভিমান.........
এই অবাধ্য শব্দগুলো বুকের ভিতর বসে থাকে
চোখ রাঙাবে না, বরং ঘুম ভাঙ্গাবে রক্তনালীর স্পন্দে স্পন্দে
সন্ত্রাসের মতো নিথর ভাষা হয়ে ঢুকে পড়ে শরীরের রোমকূপে
খুঁজে ফেরে ঝড়ের রাতের উড়ে যাওয়া দিন, নিঃশব্দতার জনপদ
আগুন ছড়াতে ছড়াতে ঢুকে পড়ে স্মৃতির শহরে
ভালবাসা, প্রেম হয় ফেরার l

১৫ ই জুন, ২০১৩ বিকাল ৩:২৭

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ।

১১৪| ১৫ ই জুন, ২০১৩ সকাল ১০:১৯

হাবিব কবি বলেছেন: ভালো

১৫ ই জুন, ২০১৩ বিকাল ৩:২৭

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ।

১১৫| ১৫ ই জুন, ২০১৩ সকাল ১০:৫১

মৃন্ময় বলেছেন: =p~ অন্তত কবিদের চেনা হল,এখন থেকে তাহাদের ব্লগে ঢু মারা যাইবেক,
সংকলিত পোস্টে প্লাস,
আমি কিন্তু কবিতা ভালো পাই,
কবিরা ভালো থাকুক(উইথআউট লুলামী)

১৫ ই জুন, ২০১৩ বিকাল ৩:২৮

একজন আরমান বলেছেন:
পুরুষ যদি লুল না হয় তবে তার পুরুষত্ব নিয়ে সন্দেহ থেকে যাবে।

আর সব কবিই মহিলা না।

বিঃ দ্রঃ লুল মানেই লুইচ্চা না।

১১৬| ১৫ ই জুন, ২০১৩ সকাল ১১:০৯

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: ৪৬নং প্লাস। সোজা প্রিয়তে। গত ৮/৯ মাস ব্লগে অনিয়মিত বলে আপনাদের এই দারুন প্রয়াস চোখে পড়েনি। কবিতার জন্য আপনাদের ভালোবাসা অক্ষুন্ন থাকুক। নিরন্তর শুভ কামনা।

১৫ ই জুন, ২০১৩ বিকাল ৩:২৯

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ।

১১৭| ১৫ ই জুন, ২০১৩ দুপুর ১২:৪৮

শিপু ভাই বলেছেন:
পরপর তিনটা এরকম পোস্ট আসলো আর স্টিকি হইল।

অর্ডারি মানে কর্তৃপক্ষের চাহিদা মোতাবেক এই পোস্টগুলো করা হয়েছে কি না!!!

১৫ ই জুন, ২০১৩ বিকাল ৩:২১

একজন আরমান বলেছেন:
শিপু ভাই এর আগের মাসগুলোতেও এই সংকলন ছিল, হয়তো আপনার চোখে পরে নি। এই পোস্টের নিচে লিংক দেওয়া আছে। একটু খেয়াল করে দেখেন।

আর হ্যাঁ আমাকে কি আপনার পেইড ব্লগার মনে হয়? যে আমি অর্ডারি মাল সাপ্লাই দিবো?

১১৮| ১৫ ই জুন, ২০১৩ দুপুর ১২:৪৯

বোকামানুষ বলেছেন: ভাইয়া আমার কবিতা কই খেলবো না X( :P


অনেক ভাল একটা কাজ করতেছেন অনেক সুন্দর কিছু কবিতা পড়ার সুযোগ হয় এই পোস্টের মাধ্যমে :)

১৫ ই জুন, ২০১৩ বিকাল ৩:২৫

একজন আরমান বলেছেন:
খেয়াল করি নি। অ্যাড করে দিয়েছি। :)

১১৯| ১৫ ই জুন, ২০১৩ দুপুর ২:১০

পরিবেশ বন্ধু বলেছেন: আজ বিশ্ব বাবা দিবস
*************
অনেক উচ্চ বাবার আসন
এই জগতের মাঝে
সুদ্ধ চিত্ত গড়ে উটে
তারি স্নেহ সাজে ।
বাবা খুশি বিধাতা খুশি
নুর নবীজীর বানী
বাবার প্রতি শ্রদ্ধা অতি
তাই মোরা জানি ।

বাবার প্রতি শ্রদ্ধা
পরিবেশ বন্ধু কবি

১৫ ই জুন, ২০১৩ বিকাল ৩:২৯

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ।

১২০| ১৫ ই জুন, ২০১৩ দুপুর ২:১৪

তরুন তুর্কী বলেছেন: চমৎকার উদ্যেগ ।

১৫ ই জুন, ২০১৩ বিকাল ৩:২৯

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ।

১২১| ১৫ ই জুন, ২০১৩ বিকাল ৪:৫০

শিপু ভাই বলেছেন:
আরে সেইটাইতো জিগাইছি যে তুমি আবার পেইড হইয়া গেলা কি না!!! =p~ =p~ =p~ =p~


এত কষ্ট কইরা এমন একটা পোস্ট আমি হইলে ফ্রি দিতাম না!!! B-)

১৫ ই জুন, ২০১৩ বিকাল ৫:২৬

একজন আরমান বলেছেন:
ভাইরে আমি বেকার ই রইয়া গেলাম। আপচুচ। :(

১২২| ১৫ ই জুন, ২০১৩ বিকাল ৪:৫২

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: অতীব , অতীব চমৎকার উদ্যোগ।

সামু ক্রিয়েটিভ ব্লগারদের যে প্রণোদনা দিচ্ছে... তা আসলেই প্রশংসনীয়।

১৫ ই জুন, ২০১৩ বিকাল ৫:২৭

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ।

১২৩| ১৫ ই জুন, ২০১৩ বিকাল ৫:১৫

মৃন্ময় বলেছেন: ভাই আমি ২১৫ নং কমেন্টে লুল মানে লুইচ্ছামী বুঝাইনি,
যদি আপনার লুলানুভুতিতে আঘাত অনুভুত তার জন্য আমি যারপরনাই দুঃখিত,
কবি মানে কবি সেখানে আমি নারী কিবা পুরুষ বিবেদ করিনি।
রক্ষণশীলভাবে চিন্তা করলে আরো অনেক বিষয় নিয়ে চুলখানি সৃষ্টি হবে কিন্তু আমি সবসময় চায় কবিতা উপভোগ করতে,
আবারো বলছি আপনি ও আপনাদের এমন কিছু ভালো উদ্যোগের জন্য লিখকরা উৎসাহ পায় অন্যদিকে আমার মত ব্যক্তিরা পড়ার সৌভাগ্য অর্জন করে,সো নিরন্তর শুভকামনা আপনি ও আপনাদের জন্য,
পথচলা সুন্দর ও সাবলীল হোক।
ভালো থাকুন সবাই।

১৫ ই জুন, ২০১৩ বিকাল ৫:২৯

একজন আরমান বলেছেন:
আহাহাহাহাহা।
ভাই আমিও মজা করেই মন্তব্যটি করেছি। সিরিয়াসলি নিয়ে নিলেন !

যাই হোক ভালো থাকা হোক সর্বদা। :)

১২৪| ১৫ ই জুন, ২০১৩ বিকাল ৫:২৯

অপর্ণা মম্ময় বলেছেন: আমি মে মাসে দুই খান কবিতা পোস্টাইছি ! যদিও গল্প বেশী লিখি কিন্তু তাই বলে কবিতা লিখি না তাহা ভুল !

এই কবিতাটা এড করতে পারেন

আরেকটা এটা

আমি লিঙ্ক দেয়ার সিস্টেম প্রতিবার ভুলে যাই। জানি না লিঙ্ক দেয়া ঠিক ভাবে হলো কিনা !

১৫ ই জুন, ২০১৩ বিকাল ৫:৫৮

একজন আরমান বলেছেন:
মন্থর পাখসাটে বৃষ্টিসেতার টা অ্যাড করে দিয়েছি।

আপনার লিংক দেয়া ভুল হয়েছে আপু। :(

লিংক অ্যাড করার সময় http:// ডিফল্ট যেটা দেওয়া থাকে সেটা মুছে তারপর যে লিংক টা দিবেন সেটা ইউ আর এল থেকে কপি করে পেস্ট করে দিবেন। :)

১২৫| ১৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০১

অপর্ণা মম্ময় বলেছেন: আগেই তো বলছি আমি লিঙ্ক ঠিক ভাবে দিতে পারি না :(

মধ্যরাতের চন্দ্রালোকে

এইবার ভুল হইলে আর জানি না । কবিতার নাম ছিল - মধ্যরাতের চন্দ্রালোকে - কষ্ট করে আমার ব্লগ থেকে নিয়ে নিতে পারেন

১৫ ই জুন, ২০১৩ রাত ৯:২৭

একজন আরমান বলেছেন:
এবারো ভুল হয়েছে। :(

১২৬| ১৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০২

অপর্ণা মম্ময় বলেছেন: মধ্যরাতের চন্দ্রালোকে

১৫ ই জুন, ২০১৩ রাত ৯:৩০

একজন আরমান বলেছেন:
হ্যাঁ এইবার ঠিক আছে। :)

১২৭| ১৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০৩

অপর্ণা মম্ময় বলেছেন: এইবার ঠিক আছে :)

১৫ ই জুন, ২০১৩ রাত ৯:৪৬

একজন আরমান বলেছেন:
যাক পেরেছেন অবশেষে ! :)

১২৮| ১৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০৫

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আরমানের কবিতাগুলো কোথায়? সবার উপরে আরমানের কবিতাগুলো দেয়া হোক :)

১৫ ই জুন, ২০১৩ রাত ৯:৪৭

একজন আরমান বলেছেন:
আরমানের কবিতা ভালো লাগে না। তাই দেই নি। :)

১২৯| ১৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪

মুনসী১৬১২ বলেছেন: শুভ উদ্দোগ ... চালু থাক এই দোয়া করি

আর ধন্যবাদ

:)

১৫ ই জুন, ২০১৩ রাত ৯:৪৮

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ। :)

১৩০| ১৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪১

বাংলাদেশী দালাল বলেছেন:
স্বর্ণা আপুর সাথে সহমত। আপনের নির্বাচিত বইলা কি ডিসকোয়ালিফাই হয়ে গেলেন নাকি? যেহেতু সব গুলাই আপনার সিলেকশন তাই একজন আরমানের বেষ্ট কয়েকটা কবিতাও আপনি সিলেক্ট করে মুল পোষ্টের সাথে লটকানো অনুরোধ করছি।

যদি মে মাসে আপনার কোন কবিতা থেকে থাকে ;)

ও, ষ্টিকি মোবারক !:#P !:#P !:#P


অঃটঃ যাক আরমান ভায়ের বেকারত্ব অবশেষে দূর হইলো। |-)

১৫ ই জুন, ২০১৩ রাত ৯:৫২

একজন আরমান বলেছেন:
হুম। আমি ডিস্কোয়ালিফাইড।

মে মাসে আমার দুটো কবিতা আছে।

Click This Link
Click This Link

ধন্যবাদ।

অফ টপিকের উত্তরঃ হয় নি এখনও। :(

১৩১| ১৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮

জাহিদ হাসান বলেছেন: মে মাসে আমি একখান কবিতা ব্লগে পোষ্ট করেছিলাম । :D
জীবনের রূঢ় বাস্তবতা
আরেকটা তালিকা করেন আরমান ভাই । বাজে কবিতার তালিকা । :-/ আর সেই তালিকায় লিংকিত কবিতাটি স্থান দিয়েন । :!> :!>

১৫ ই জুন, ২০১৩ রাত ১০:৩২

একজন আরমান বলেছেন:
অ্যাড করে দিয়েছি ভাই। :)

১৩২| ১৫ ই জুন, ২০১৩ রাত ৯:৪৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনুকাব্য গুলি আমার কাছে অনুকাব্যের মত মনে হয় নি ।
গ্রাম্যবালিকার অনুকাব্য গুলি আমার কাছে পারফেক্ট বলে মনে হতো ।

-- এটা কাব্য না বুঝা এক অর্বাচীনের কমেন্ট বলে ধরে নিবেন ।


পরিশ্রমী পোষ্টে প্লাস ।

১৫ ই জুন, ২০১৩ রাত ১০:২৪

একজন আরমান বলেছেন:
কাব্য অণু-কাব্য সব একই লাইনের।
ধন্যবাদ লিটন ভাই। :)

১৩৩| ১৬ ই জুন, ২০১৩ সকাল ১০:৪০

সুফিয়া বলেছেন: Click This Link

১৬ ই জুন, ২০১৩ বিকাল ৫:৪২

একজন আরমান বলেছেন:
অন্য একটা অ্যাড করে দিয়েছি। :)

১৩৪| ১৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:০৬

লাবনী আক্তার বলেছেন: আমার কবিতা আছে দেখছি! :P

১৬ ই জুন, ২০১৩ বিকাল ৫:৪২

একজন আরমান বলেছেন:
মিস্টি খাওয়ান এখন। :P

১৩৫| ১৬ ই জুন, ২০১৩ রাত ১১:৪৬

জাহিদ হাসান বলেছেন: হে হে কি আনন্দ আকাশে-বাতাসে !
আমার কবিতাও অ্যাড হয়েছে ।

১৭ ই জুন, ২০১৩ রাত ১২:০৫

একজন আরমান বলেছেন:
:)

১৩৬| ১৭ ই জুন, ২০১৩ সকাল ১০:২৪

জুবায়ের বিন লিয়াকত বলেছেন: ব্লগারদের আনন্দ, বেদনা, দহন, অভিমান, প্রভৃতি এক করে অনেক কষ্ট সাধ্য কাজ করেছেন। শুধুই প্রশংসার দাবীদার বলে ছোট করব না।
আমার একটি পছন্দের কবিতা আপনার জন্য উপহার হিসাবে রইল।

১৭ ই জুন, ২০১৩ দুপুর ১:১৫

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ।

১৩৭| ২৭ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৪৩

ডট কম ০০৯ বলেছেন: এত কষ্ট কেমনে করেন।

আপনার ধৈর্য্য রে পিলাস।

২৭ শে জুলাই, ২০১৩ রাত ১১:৫৯

একজন আরমান বলেছেন:
আমি একা না রে ভাই। প্রথমে ছিলাম আমি আর কান্ডারী ভাই। এরপর আমাদের সাথে যুক্ত হয় স্বপ্নবাজ অভি আর আমিনুর রহমান ভাই।

১৩৮| ২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ১:৫৫

কি দেখার ছিলো কি দেখছি! বলেছেন: এখানেও দেখলাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.