নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী !!!\n\nমেইল করতে চাইলে: [email protected]

একজন আরমান

জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী!

একজন আরমান › বিস্তারিত পোস্টঃ

ফেইসবুক স্ট্যাটাসঃ অনু-কাব্য ছোড়াছুড়ি - ০২

০৯ ই জুন, ২০১৩ রাত ২:২১

কালো পরীঃ

তোর ছোঁয়া সে কাশফুল

ভালবাসার মিথ্যে ভুল।



একজন আরমানঃ

ভালোবাসা যন্ত্রণা,

কাশফুল মন্দ না।



কালো পরীঃ

ভালোবাসার যন্ত্রণা

শুধুই কুমন্ত্রণা।



একজন আরমানঃ

ভালোবাসা মন্দ,

তাইতো আমি অন্ধ।



কালো পরীঃ

অন্ধ বালক



একজন আরমানঃ

বালিকার জন্য,

বালক আজ অন্ধ।



কালো পরীঃ

বালিকা

মধুর মরীচিকা।



একজন আরমানঃ

বালক বড় বোকা,

বালিকা দেয় ধোঁকা।



কালো পরীঃ

ধোঁকার স্বাদ মিষ্টি ভারি

বালক দেয় না পিছু ছাড়ি।



একজন আরমানঃ

খেয়ে বালিকার ঝাড়ি,

বালক দিয়েছে পথ ছাড়ি।



কালো পরীঃ

বালক তাই এলোমেলো

হাওয়ার মাঝে লুকিয়ে গেল



একজন আরমানঃ

এলোমেলো হাওয়াতেও,

খুঁজে ফেরে তারই অস্তিত্ব !



কালো পরীঃ

অস্তিত্ব হয়েছে বিলীন

ভালবাসার স্বপ্ন মলিন...



একজন আরমানঃ

মলিন হলেও যায় নি ধুয়ে,

হয়তো আবার আসবে ফিরে !



কালো পরীঃ

যে যায় সে কি আর ফেরে

পুরনো কাব্যে

পুরনো ঠিকানায়?



একজন আরমানঃ

উত্তর নেই যে জানা,

আশা করতে কিসে মানা?



কালো পরীঃ

আশা সে তো মরীচিকা



একজন আরমানঃ

মরীচিকায় ভর করে,

যাচ্ছি চলে অতল গহ্বরে।



কালো পরীঃ

গহ্বর তেমন

বিনিদ্র রজনী যেমন



একজন আরমানঃ

বিনিদ্র রজনী করেছি পার,

লিখেছি কাব্য তবু হইনি তার।



কালো পরীঃ

হারালে কি ধন

বুঝবে পর ক্ষণ।



একজন আরমানঃ

হারায়ে তারে,

বুঝি ক্ষণে ক্ষণে,

নই যে আমি কারো।



কালো পরীঃ

হারানো প্রেম

হারানো স্মৃতিটা

নতুন ছন্দে

লিখবে কবিতা।



একজন আরমানঃ

নেই সে, নেই ছন্দ,

কবিতা লিখে তাই-

নেই কোন আনন্দ।



কালো পরীঃ

আনন্দ কি হাওয়াই মিঠাই

ক্ষণিক আছে ক্ষণিকে নাই

আনন্দ তো মিষ্টি ভোরের

রোদেল হাওয়া

জোছনা রাতের শুভ্রতাতে

হারিয়ে যাওয়া



একজন আরমানঃ

কেউ খোঁজে জোছনাতে শুভ্রতা,

আর কেউ দেখে তার মাঝে বেদনা !



কালো পরীঃ

শুভ্রতা কিংবা বেদনা

যেন এপিঠ ওপিঠ একই মুদ্রা



একজন আরমানঃ

টচ করলে কেন তবে বার বার-

আমার ভাগ্যে বেদনাটাই পরে?



কালো পরীঃ

বিধাতার লিখন

না যায় খণ্ডন



একজন আরমানঃ

কেউ জানে কখন,

আসবে সুন্দর ক্ষণ !





বিশেষ কৃতজ্ঞতাঃ কালো পরী আপুকে।



ফেইসবুক স্ট্যাটাসঃ অনু-কাব্য ছোড়াছুড়ি ০১



সাইট লিঙ্কঃ

মন্তব্য ৯২ টি রেটিং +১১/-০

মন্তব্য (৯২) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুন, ২০১৩ রাত ২:৩২

মাহমুদ০০৭ বলেছেন: ভাল লাগল । আমি একটা বলি
যত ভুল
তত ফুল :P :P :P

০৯ ই জুন, ২০১৩ রাত ২:৩৩

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ।

ফুল হল পচা,
গন্ধ আসে খাসা। :P

২| ০৯ ই জুন, ২০১৩ রাত ২:৩৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: ---
কালোপরী আর আরমান
কাব্য লেখে টানটান - :)

০৯ ই জুন, ২০১৩ রাত ২:৩৮

একজন আরমান বলেছেন:
:)

৩| ০৯ ই জুন, ২০১৩ ভোর ৪:১০

দায়িত্ববান নাগরিক বলেছেন: কবি গান। ভালো লাগলো!

০৯ ই জুন, ২০১৩ ভোর ৪:১৯

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই। :)

৪| ০৯ ই জুন, ২০১৩ ভোর ৬:৫৮

মামুন রশিদ বলেছেন: কবিতায় ঠোকাঠুকি/ফেচবুকি আঁকিবুকি

০৯ ই জুন, ২০১৩ সকাল ৭:০৬

একজন আরমান বলেছেন:
হিহিহি।
খোঁচাখুঁচি বলেন আর পোকাপুকি বলেন খারাপ লাগে না ছন্দে ছন্দ মেলাতে। :)

৫| ০৯ ই জুন, ২০১৩ সকাল ৮:৩২

কালোপরী বলেছেন: :)

০৯ ই জুন, ২০১৩ দুপুর ১:৩৪

একজন আরমান বলেছেন:
আপনার এই স্ট্রাটেজি আমি ফলো করার চেস্টা করছি, কিন্তু পুরনো অভ্যাস চেঞ্জ করা বড় টাফ। তবে চেঞ্জ কিছুটা হলেও হয়েছে। আরও হবে আশা করছি। :)

৬| ০৯ ই জুন, ২০১৩ সকাল ৮:৩৫

বাংলাদেশী দালাল বলেছেন:
কালো পরীঃ
বিধাতার লিখন
না যায় খণ্ডন

একজন আরমানঃ
কেউ জানে কখন,
আসবে সুন্দর ক্ষণ !


আর আসছে,

ছন্দ আর শব্দ নিয়া নাড়াচাড়া করতে করতেই আরমান বুড়া হয়ে যাবেন।

তার পর সামুতে আইডি খুলবে "একজন বুড়ার আত্মা"


ছন্দ যুদ্ধ চরম হয়েছে দুই জনরেই পেলাস।

০৯ ই জুন, ২০১৩ দুপুর ১:৩৫

একজন আরমান বলেছেন:
ভাই এইরাম বদ দুয়া করলেন কেন? /:) /:) /:)

৭| ০৯ ই জুন, ২০১৩ সকাল ৯:০৯

আশিক মাসুম বলেছেন: ভাল পেলুম!!

০৯ ই জুন, ২০১৩ দুপুর ১:৩৯

একজন আরমান বলেছেন:
:)

৮| ০৯ ই জুন, ২০১৩ সকাল ১০:১১

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
সুন্দর।।

০৯ ই জুন, ২০১৩ দুপুর ১:৩৯

একজন আরমান বলেছেন:
:)

৯| ০৯ ই জুন, ২০১৩ সকাল ১০:৫১

কান্ডারি অথর্ব বলেছেন:

হুম কাম না থাকলে মানুষ কত কিছুই করে। ইহাই তার প্রমান। ;)

০৯ ই জুন, ২০১৩ দুপুর ১:৩৯

একজন আরমান বলেছেন:
:)

১০| ০৯ ই জুন, ২০১৩ সকাল ১১:৫৬

সিয়ন খান বলেছেন: দারুন :)

০৯ ই জুন, ২০১৩ দুপুর ১:৩৯

একজন আরমান বলেছেন:
:)

১১| ০৯ ই জুন, ২০১৩ দুপুর ১২:০২

অদ্বিতীয়া আমি বলেছেন: কালো পরীঃ
বিধাতার লিখন
না যায় খণ্ডন

একজন আরমানঃ
কেউ জানে কখন,
আসবে সুন্দর ক্ষণ !

০৯ ই জুন, ২০১৩ দুপুর ১:৪০

একজন আরমান বলেছেন:
হুম। কেউ জানে না।

১২| ০৯ ই জুন, ২০১৩ দুপুর ১২:৩৭

মেহেরুন বলেছেন: মাশাল্লাহ!! মারহাবা!!!

০৯ ই জুন, ২০১৩ দুপুর ১:৪৭

একজন আরমান বলেছেন:
:)
কেমন আছো আপু?

১৩| ০৯ ই জুন, ২০১৩ বিকাল ৩:৪২

স্বপ্নবাজ অভি বলেছেন: মাশাল্লাহ!! মারহাবা!!! ;) ;) ;) :) :) :)

০৯ ই জুন, ২০১৩ বিকাল ৫:২৫

একজন আরমান বলেছেন:
:P :P :P

১৪| ০৯ ই জুন, ২০১৩ বিকাল ৪:৪৩

বৈরাম খাঁ বলেছেন: বালিকার সাথে দ্বন্দ
কবিতাই নাই কোন মন্দ ;)

০৯ ই জুন, ২০১৩ বিকাল ৫:২৬

একজন আরমান বলেছেন:
আহাহাহা... :P

১৫| ০৯ ই জুন, ২০১৩ বিকাল ৫:২২

বাংলাদেশী দালাল বলেছেন:
আরে না বদদোয়া করলাম কই সময় থাকতে সতর্ক করলাম।

এইটা এক টাইপ শুভকামনা। ;)

আইচ্ছা শুভ দোয়া করলাম খুব তারা তারি কেও যাতে আরমানের গলা ধইরা ঝুইলা পরে। :)

০৯ ই জুন, ২০১৩ বিকাল ৫:২৭

একজন আরমান বলেছেন:
স্যাটায়ার টাইপের দোয়া? !!! :-B B:-) B:-) B:-)

১৬| ০৯ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১৯

সোহাগ সকাল বলেছেন: কালোপরী জানেনা,
আরমান ভাই ভালোনা!
যদি তা জানতো,
আরমান ভাই কানতো! :((
সোহাগ সকাল বিচারক,
আরমান ভাই ঠান্ডা হউক!
যদি না হন ঠান্ডা,
মারা হবে ডান্ডা!
প্যাদানি চলবে দিন-রাইত,
আরমান ভাই হবে কাইত!
B:-/ B:-/

০৯ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১০

একজন আরমান বলেছেন:
এইডা কেমুন কোবতে? :-P :-P :-P
আমি আপনার নামে মানহানীর মামলা করমু। X( X( X((

১৭| ০৯ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:২২

রুপম শাহরিয়ার বলেছেন: জীবনে একখান দুঃখ কবিতা লিখতে পারি না,
আর আপনারা ছন্দে ছন্দ মিলাইলেন ভাই?
প্রিয়তে নিলাম।

০৯ ই জুন, ২০১৩ রাত ৮:১৭

একজন আরমান বলেছেন:
চেস্টা করলেই পারবে ভাইয়া। কোন ব্যাপার না। :)

১৮| ০৯ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪০

কালোপরী বলেছেন: আরমান আমার লক্ষ্মী ভাই
হতেও পারত দেবর সে :P :P
যত্নে রেখেছি তাই :) :)

কে আসে ডান্ডা হাতে?
ভুলো না আছি আমার
ভাইয়ামণির সাথে

০৯ ই জুন, ২০১৩ রাত ৮:১৯

একজন আরমান বলেছেন:
আহাহাহা...

হল না সে আশা পূরণ,
হবে না সে দুঃখ মোচন। :(

১৯| ০৯ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫১

বাংলাদেশী দালাল বলেছেন:
স্যাটায়ার টাইপের দোয়াই কয়জন করে। শোকরিয়া করেন B-))


ব্রাব সোহাগ সকাল
আছি আপনার সাথে
আরমান কি বলল
কি আসে যায় তাতে

B-)



০৯ ই জুন, ২০১৩ রাত ৮:২০

একজন আরমান বলেছেন:
ওই মিয়া মান হানির মামলা কইরা দিমু কিন্তু। X( X( X(( X((

২০| ০৯ ই জুন, ২০১৩ রাত ৮:০১

মাহতাব সমুদ্র বলেছেন: দারুন কনভারশেসন

০৯ ই জুন, ২০১৩ রাত ৮:২৫

একজন আরমান বলেছেন:
:)

২১| ০৯ ই জুন, ২০১৩ রাত ৯:৪৪

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: বাহ মজার তো !

০৯ ই জুন, ২০১৩ রাত ৯:৪৬

একজন আরমান বলেছেন:
:)

২২| ০৯ ই জুন, ২০১৩ রাত ১০:১৩

মায়াবী ছায়া বলেছেন: বাহ্....বেশ ভালো লাগলো ।
ভালো থাকুন ।।

০৯ ই জুন, ২০১৩ রাত ১০:৩৫

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ। :)

২৩| ০৯ ই জুন, ২০১৩ রাত ১০:৪০

আমিভূত বলেছেন: অনেক মজার একজনের মন্তব্যের বিপরীতে অন্যজনের মন্তব্য !!

আমি আর আমার এক বন্ধু মাঝে মাঝে এমন করি ,আমার বাকি বন্ধুরা তামাশা দেখে :P

ভালোই লাগলো :)

০৯ ই জুন, ২০১৩ রাত ১১:০৪

একজন আরমান বলেছেন:
হুম। আসলেই অনেক মজার। :)

আপু অনেক ভালো লিখে। মাঝে মাঝে তো লাইন মেলাতে অনেক কষ্ট হয়ে যায়। /:)

২৪| ০৯ ই জুন, ২০১৩ রাত ১১:২১

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: হুমম

০৯ ই জুন, ২০১৩ রাত ১১:৩০

একজন আরমান বলেছেন:
আমার খুব পছন্দের একটি শব্দ। :)

২৫| ১০ ই জুন, ২০১৩ রাত ২:০২

নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: চখাম
তয় ফেবুতে দেখলাম না ক্যানু!???? :-<

১০ ই জুন, ২০১৩ রাত ২:২২

একজন আরমান বলেছেন:
ফেবুতে মিস করছেন দেইখাই এইখানে দিছি।

আর এইতা আপুর স্ট্যাটাস এ কমেন্ট করতে গিয়েই শুরু হয়েছিল। এর আগে একবার করেছিলাম এই রকম সাগর ভাইয়ার সাথে। :)

২৬| ১০ ই জুন, ২০১৩ রাত ২:৩৩

ঘুড্ডির পাইলট বলেছেন: খুব ভালু ।

১০ ই জুন, ২০১৩ রাত ২:৩৫

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই। :)

২৭| ১০ ই জুন, ২০১৩ রাত ২:৩৯

শশী হিমু বলেছেন: ভালৈ তো! চলুক ছোঁড়াছুঁড়ি :)

১০ ই জুন, ২০১৩ রাত ২:৪৬

একজন আরমান বলেছেন:
:)

২৮| ১০ ই জুন, ২০১৩ রাত ৩:০৯

সোনালী ডানার চিল বলেছেন:

বালক তাই এলোমেলো
হাওয়ার মাঝে লুকিয়ে গেল


:-B

১০ ই জুন, ২০১৩ রাত ৩:৩৭

একজন আরমান বলেছেন:
:(

২৯| ১০ ই জুন, ২০১৩ রাত ৩:১২

বটবৃক্ষ~ বলেছেন: একজন আরমানঃ
মরীচিকায় ভর করে,
যাচ্ছি চলে অতল গহ্বরে।

কালো পরীঃ
গহ্বর তেমন
বিনিদ্র রজনী যেমন

একজন আরমানঃ
বিনিদ্র রজনী করেছি পার,
লিখেছি কাব্য তবু হইনি তার।


কঠিন অবস্থা!!
জটিল প্লাস!!

সোহাগ সকাল বলেছেন: কালোপরী জানেনা,
আরমান ভাই ভালোনা!
যদি তা জানতো,
আরমান ভাই কানতো!
সোহাগ সকাল বিচারক,
আরমান ভাই ঠান্ডা হউক!
যদি না হন ঠান্ডা,
মারা হবে ডান্ডা!
প্যাদানি চলবে দিন-রাইত,
আরমান ভাই হবে কাইত!


হাসতেই আছি!!! =p~ =p~

+++++++কারে থুইয়া কারে দিমু ভাবতাসি!!

১০ ই জুন, ২০১৩ রাত ৩:৩৮

একজন আরমান বলেছেন:
ভাবা শেষ হইলে মিসকল দিয়েন। /:) /:) /:)

৩০| ১০ ই জুন, ২০১৩ সকাল ১০:৪৬

মেহেরুন বলেছেন: ভালো আছি রে।

১০ ই জুন, ২০১৩ বিকাল ৩:৫১

একজন আরমান বলেছেন:
আচ্ছা। ভালো থাকা হোক সব সময়। :)

৩১| ১০ ই জুন, ২০১৩ দুপুর ১২:৩৫

তন্দ্রা বিলাস বলেছেন: দারুন !
পরী আফা আর আফনের যৌথ কাব্য সফল হউক। ;)

১০ ই জুন, ২০১৩ বিকাল ৩:৫১

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ। :)

৩২| ১০ ই জুন, ২০১৩ বিকাল ৩:৪০

ক্লান্ত কালবৈশাখি বলেছেন: কিংবা আমি জমিয়ে রাখব আমার এক সহস্র অনুভুতি
তোমায় শোনাতে...
বলব,
দু'টো শব্দ।

এই নক্ষত্রভরা চাঁদহীন রাতে,
বুঝবে কি তাকে?
তাকে চিনে নিতে পারবে?
আমার এক সহস্র অনুভূতি নিয়ে লেখা শতেক অনুকাব্য...

১০ ই জুন, ২০১৩ বিকাল ৩:৫২

একজন আরমান বলেছেন:
আমার এক সহস্র অনুভূতি নিয়ে লেখা শতেক অনুকাব্য...

দারুন।

৩৩| ১০ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২২

রোকেয়া ইসলাম বলেছেন: একজন আরমানঃ
কেউ খোঁজে জোছনাতে শুভ্রতা,
আর কেউ দেখে তার মাঝে বেদনা !

কালো পরীঃ
শুভ্রতা কিংবা বেদনা
যেন এপিঠ ওপিঠ একই মুদ্রা

দারুন বলেছেন।
অনেক ভাল লাগলো। পোষ্টে +++++++++++++++

১০ ই জুন, ২০১৩ রাত ১১:৫০

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ আপু। :)

৩৪| ১১ ই জুন, ২০১৩ রাত ১:৫৪

একজন নিশাচর বলেছেন: আ আরেব্বাস!

বেশ উপভোগ করলাম।

অশুভকামনা রইল তোমাদের জন্য।

১১ ই জুন, ২০১৩ রাত ২:০১

একজন আরমান বলেছেন:
আরে ভাআআআআআআআআআআআআআআআআআইই
কেমন আছেন?

অনেক দিন পর !
আপনে তো উধাও ই হইয়া গেলেন !
বিয়া করলে না জানি কি ই হয় ! :(

ঢাকা বরিশাল কোন জায়গায় ই আপনার দেখা পাই না। :(

৩৫| ১১ ই জুন, ২০১৩ রাত ২:৩৮

একজন নিশাচর বলেছেন: আলহামদুলিল্লাহ ভাল আছি। তোমার পোষ্ট পড়েই বুঝে গেছি তুমি ভাল আছ। তোমার কাব্য চর্চায় আমি মুগ্ধ।


আমি একটু দৌড়ের উপর আছি অফিসের কাজ নিয়া। এখন মোটামূটি ফ্রী। তুমি ফ্রী আছ কবে? আগামী শুক্রবার সময় হবে তোমার? চল দেখা করি। ফোন দিও।



(আগের কমেন্টে শুভকামনা লিখতে গিয়া অশুভকামনা হয়ে গেছে। মোবাইল থেকে বাংলা লিখতে এখনো অভ্যস্ত হয়ে উঠিনি)

১১ ই জুন, ২০১৩ রাত ৩:২৩

একজন আরমান বলেছেন:
আহাহাহা
ব্যাপার না।

ভাই শুক্রবার আমার ক্লাস থাকে। তবে আসার চেস্টা করবো নে। কল দিয়েন বৃহস্পতিবার।

৩৬| ১১ ই জুন, ২০১৩ রাত ৩:৫৬

নোমান নমি বলেছেন: হাহাহ দারুন খেলা।

১১ ই জুন, ২০১৩ ভোর ৪:০২

একজন আরমান বলেছেন:
:-B :-B :-B :-B :-B :-B

৩৭| ১১ ই জুন, ২০১৩ ভোর ৪:১১

কাজী মামুনহোসেন বলেছেন: মাসুম আহমদ ১৪ বলেছেন: ---
কালোপরী আর আরমান
কাব্য লেখে টানটান - :)

হুনলাম সামনে নাকি মিষ্টি খাওয়াইবেন ? ;)

১১ ই জুন, ২০১৩ ভোর ৪:১৮

একজন আরমান বলেছেন:
কিসের মিস্টি? B:-) B:-) B:-)

৩৮| ১১ ই জুন, ২০১৩ সকাল ১১:৫৪

রহস্যময়ী কন্যা বলেছেন: মাসুম আহমদ ১৪ বলেছেন: ---
কালোপরী আর আরমান
কাব্য লেখে টানটান - :) :)

একমত

১১ ই জুন, ২০১৩ দুপুর ১:০৯

একজন আরমান বলেছেন:
হাহাহা
ধন্যবাদ আপু। :)

মাইর খাইছিলা নাকি? :P

৩৯| ১১ ই জুন, ২০১৩ বিকাল ৫:৩৪

রহস্যময়ী কন্যা বলেছেন: নাহ।পরে চকলেট কিনে দিয়ে রেহাই পাইসিলাম /:) /:)

১১ ই জুন, ২০১৩ বিকাল ৫:৪৮

একজন আরমান বলেছেন:
হেহেহেহে। B-)) B-)) B-))

৪০| ১১ ই জুন, ২০১৩ বিকাল ৫:৩৯

গ্রাম্যবালিকা বলেছেন: আশিক মাসুম বলেছেন: ভাল পেলুম!! ;) :D =p~ :P

১১ ই জুন, ২০১৩ বিকাল ৫:৪৯

একজন আরমান বলেছেন:
আপনি কি খারাপ পেলেন? B:-) B:-) :|

৪১| ১২ ই জুন, ২০১৩ রাত ১২:০৭

ভিয়েনাস বলেছেন:
বালক নয় আশাহত
বালিকার তাই বাহানা শত
:D

১২ ই জুন, ২০১৩ রাত ১২:২০

একজন আরমান বলেছেন:
হুম।
বালক বড় হতচ্ছাড়া,
বালিকাকে করবে না হাতছাড়া। :)

৪২| ১২ ই জুন, ২০১৩ সকাল ১১:৫৬

সালমাহ্যাপী বলেছেন: মজার। ভালো লাগলো ।


এই পোস্ট দেখে একদিনের কথা মনে পড়ে গেলো। আমাদের একটা গ্রুপ ছিলো সেইখানে একদিন আমি সহ আরও বেশ কয়েকজন এইরকম একজন আরেকজনকে পঁচায় কবিতা ছোড়াছুড়ি করছিলাম।আর সেই পঁচানি খাওয়ার পরিমানটা আমারই বেশি আছিলো। কারন সেইখানের কেওই আমার দলের না। :( এবং এখনও না :( আমি একটা পোস্ট করি তো আর তিনজন এক লগে তিনটা পোস্ট করে X((

আর আমিও একাই এক লক্ষ বুঝলেন। আমিও সেইরাম পঁচাইছিলাম । :)

আহা। কত মজাই না করেছিলাম। ধুর আপনের জন্য সব মনে পড়ে গেল।।
আপনারে মাইনাচ X(

১২ ই জুন, ২০১৩ দুপুর ১:০৩

একজন আরমান বলেছেন:
আহাহাহাহা।
একাই এক লক্ষ !

আমার জন্য নস্টালজিক হলেন। এইবার মিস্টি খাওয়ান। :P

৪৩| ১৫ ই জুন, ২০১৩ রাত ১২:৪২

আজ আমি কোথাও যাবো না বলেছেন: বাহ বেশ ভালো পেলাম আরমান ভাই!!!!!

১৫ ই জুন, ২০১৩ রাত ১:১৪

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ আপু :)

৪৪| ২২ শে জুন, ২০১৩ রাত ২:৪৫

আমি তুমি আমরা বলেছেন: ভাল লাগল । :)

২২ শে জুন, ২০১৩ রাত ৩:৩০

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই। :)

৪৫| ০২ রা জুলাই, ২০১৩ রাত ২:৪৭

ভূতাত্মা বলেছেন: :-B :-B :-B

০২ রা জুলাই, ২০১৩ রাত ৩:২৭

একজন আরমান বলেছেন:
চোখ ছানা বরা কেন? :-< :-< :-<

৪৬| ০৩ রা মার্চ, ২০১৪ দুপুর ১:১৫

বৃষ্টিধারা বলেছেন: সুন্দর তো.....

০৩ রা মার্চ, ২০১৪ দুপুর ২:৫০

একজন আরমান বলেছেন:
:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.