নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী !!!\n\nমেইল করতে চাইলে: [email protected]

একজন আরমান

জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী!

একজন আরমান › বিস্তারিত পোস্টঃ

মানুষ রুপী পশু ! [ Dual Version ]

১৬ ই জুন, ২০১৩ বিকাল ৫:৪৬





ভার্শন - ০১



তুমি আমায় মানুষ বলছো?

আমি তো মানুষ না,

মানুষ রুপী পশু !



তুমি যাকে ভালোবাসা বলছো,

সেটা মোটেই ভালোবাসা ছিল না !



সেটা ছিল নিতান্তই-

পশুর ক্ষুধা নিবারণ!



তুমি বড্ড বোকা,

আসলেই !

তুমি বড্ড বোকা !



তুমি কামনা আর ভালোবাসার-

তফাৎটাই বুঝলে না এখনও !



কামনার উৎপত্তি মগজ থেকে,

আর ভালোবাসার উৎপত্তি হৃদয় থেকে।



কামনা একটা প্রবল সাময়িক উত্তেজনা মাত্র !

আর প্রেম হচ্ছে ধীর প্রশান্ত ও চিরন্তন ।



যেদিন তোমায়-

হৃদয় দিয়ে ভালোবাসতে পারবো,

সেদিনই আমায় মানুষ বলো !



--------------------------------------------------------------------



ভার্শন - ০২



আমি আমায় মানুষ বলবো?

তুমি তো মানুষ না,

তুমি মানুষ রুপী পশু !



তুমি যাকে ভালোবাসা বলছো,

সেটা মোটেই ভালোবাসা ছিল না !



সেটা ছিল নিতান্তই-

পশুর ক্ষুধা নিবারণ!



আমি বড্ড বোকা !

কারণ?

আমি তোমায় ভালোবেসেছিলাম !



তুমি কামনা আর ভালোবাসার-

তফাৎটাই বুঝলে না এখনও !



কামনার উৎপত্তি মগজ থেকে,

আর ভালোবাসার উৎপত্তি হৃদয় থেকে।



কামনা একটা প্রবল সাময়িক উত্তেজনা মাত্র !

আর প্রেম হচ্ছে ধীর প্রশান্ত ও চিরন্তন ।



যেদিন আমায়-

হৃদয় দিয়ে ভালোবাসতে পারবে,

সেদিনই তোমায় মানুষ বলবো !



- একজন আরমান

৩০/০১/২০১৩

রাত ০৯:৫১:৪৩



সাইট লিংক

মন্তব্য ৫৬ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুন, ২০১৩ বিকাল ৫:৫৭

আমি ময়ূরাক্ষী বলেছেন: +

১৬ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০৩

একজন আরমান বলেছেন:
:)

২| ১৬ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১৩

কান্ডারি অথর্ব বলেছেন:

আবৃত্তির সময় ভার্শন - ০১ ও ভার্শন - ০২ কি একই ব্যাক্তি আবৃত্তি করবে?

কামনার উৎপত্তি মগজ থেকে,
আর ভালোবাসার উৎপত্তি হৃদয় থেকে।

তাহলে বাকিদের কাজ কি :P

কবিতার আইডিয়াটা ভাল লাগছে।

১৬ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২৭

একজন আরমান বলেছেন:
না দুজন করবে। একজন পুরুষ আর একজন নারী।

আহাহাহাহা
আমি তো শুধু উৎপত্তির কথা বলেছি। বাকি কাজ তো অন্যদের। :P

ধন্যবাদ ভাইয়া। :)

৩| ১৬ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬

সপ্নাতুর আহসান বলেছেন: কবিতার আইডিয়াটা ভাল লেগেছে।

১৭ ই জুন, ২০১৩ রাত ১২:২১

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ আহসান ভাই। :)

৪| ১৬ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪১

কান্ডারি অথর্ব বলেছেন:

হুম এইবার বুঝিয়া পাইলাম :P

১৭ ই জুন, ২০১৩ রাত ১২:২১

একজন আরমান বলেছেন:
হেহেহে।
আপনি সিনিয়র হইয়া এতো দেরিতে বুঝলে ক্যামনে হইবে? :P

৫| ১৬ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩

বটবৃক্ষ~ বলেছেন: তুমি কামনা আর ভালোবাসার-
তফাৎটাই বুঝলে না এখনও !

কামনার উৎপত্তি মগজ থেকে,
আর ভালোবাসার উৎপত্তি হৃদয় থেকে।


"ভালুবাসা শিক্ষা"নামক পাঠ্যপুস্তকে সংযুক্ত করার জোর দাবি জানাচ্ছি.....;):)

১৭ ই জুন, ২০১৩ রাত ১২:২৩

একজন আরমান বলেছেন:
চোখ মারা ভালো অভ্যাস না। ;)

আপনি শিক্ষা মন্ত্রী হইলে অ্যাড কইরা দিয়েন। ;)

৬| ১৬ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭

সোনালী ডানার চিল বলেছেন:
কবি, কবিতায় চমক খুঁজে পেলাম।

শুভকামনা..................

১৭ ই জুন, ২০১৩ রাত ১২:২৪

একজন আরমান বলেছেন:
সুন্দর মন্তব্যে কৃতজ্ঞতা কবি। :)

৭| ১৬ ই জুন, ২০১৩ রাত ৮:০২

স্বপ্নবাজ অভি বলেছেন: কামনা একটা প্রবল সাময়িক উত্তেজনা মাত্র !
আর প্রেম হচ্ছে ধীর প্রশান্ত ও চিরন্তন ।+++

১৭ ই জুন, ২০১৩ রাত ১২:৩৩

একজন আরমান বলেছেন:
হুম। সেটাই !

৮| ১৬ ই জুন, ২০১৩ রাত ৮:২৩

স্নিগ্ধ শোভন বলেছেন:
কামনার উৎপত্তি মগজ থেকে,
আর ভালোবাসার উৎপত্তি হৃদয় থেকে।

কামনা একটা প্রবল সাময়িক উত্তেজনা মাত্র !
আর প্রেম হচ্ছে ধীর প্রশান্ত ও চিরন্তন ।

বেশ সুন্দর লাগলো লাইনগুলো।




ভার্শন ০১,০২ দেখে কেমন কেমন লাগলো। একের ভিতর দুই। ;)





কবিতায় +++++

১৭ ই জুন, ২০১৩ রাত ১২:৩৪

একজন আরমান বলেছেন:
আবার জিগায়।
আইডিয়া টা কেমন লাগছে সেইটা বল। ;)

৯| ১৬ ই জুন, ২০১৩ রাত ৯:০৮

আমিনুর রহমান বলেছেন:


বাহ ! বেশ হয়েছে +++


কামনার উৎপত্তি মগজ থেকে,
আর ভালোবাসার উৎপত্তি হৃদয় থেকে।

১৭ ই জুন, ২০১৩ রাত ১২:৩৮

একজন আরমান বলেছেন:
হ্যাঁ। সেটাই !

ধন্যবাদ ভাইয়া।

আপনার ছবিটা অনেক ভালো লাগছে।
কোলে কি ভাস্তে নাকি?

১০| ১৬ ই জুন, ২০১৩ রাত ১০:০৬

এরিস বলেছেন: বটবৃক্ষ~ বলেছেন: তুমি কামনা আর ভালোবাসার-
তফাৎটাই বুঝলে না এখনও !

কামনার উৎপত্তি মগজ থেকে,
আর ভালোবাসার উৎপত্তি হৃদয় থেকে।

"ভালুবাসা শিক্ষা"নামক পাঠ্যপুস্তকে সংযুক্ত করার জোর দাবি জানাচ্ছি.....;):)

১৭ ই জুন, ২০১৩ রাত ১২:৩৯

একজন আরমান বলেছেন:
আপনারা কেউ শিক্ষা মন্ত্রী হলে এই উপকার টা করে দিয়েন। ;)

১১| ১৬ ই জুন, ২০১৩ রাত ১১:১০

মামুন রশিদ বলেছেন: কামনার উৎপত্তি মগজ থেকে,
আর ভালোবাসার উৎপত্তি হৃদয় থেকে।


মগজজাত আর হৃদয়জাত দুটোই মানুষের দরকার, খুব বেশি দরকার । কোনটার মুল্য একে অপরের থেকে কম নহে ভাইডি :P :P

১৭ ই জুন, ২০১৩ রাত ১২:৪৩

একজন আরমান বলেছেন:
একদম সহি কথা ভ্রাতা।

কে জানি বলেছিল, " পুরুষের ভালোবাসা প্রকাশিত হয় নারীর শরীরের মধ্য দিয়ে !"
এই কথার অর্থ বুঝতে আমার কয়েক দিন লেগে গিয়েছিল।

১২| ১৬ ই জুন, ২০১৩ রাত ১১:১৩

ঘুড্ডির পাইলট বলেছেন: সকলেই যখন কষ্ট দিলো ! তুমি আর কেন বাকি থাকবে ?
তাই কষ্ট দেয়ার আনন্দ হতে তোমাকে বঞ্চিত করতে পারলাম না !


১৭ ই জুন, ২০১৩ রাত ১২:৪৩

একজন আরমান বলেছেন:
বাহ দারুন বলেছেন রাফাত ভাই। :)

১৩| ১৭ ই জুন, ২০১৩ রাত ১২:২৪

সেলিম আনোয়ার বলেছেন: যেদিন আমায়-
হৃদয় দিয়ে ভালোবাসতে পারবে,
সেদিনই তোমায় মানুষ বলবো !

দারুণ কথা কবি। অসাধারণ।

১৭ ই জুন, ২০১৩ রাত ১২:৪৬

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ সেলিম ভাই। :)

১৪| ১৭ ই জুন, ২০১৩ রাত ১:০০

আরজু পনি বলেছেন:

কি বলবো বুঝতে পাচ্ছি না ...

:)

১৭ ই জুন, ২০১৩ রাত ১:০৪

একজন আরমান বলেছেন:
আপু আপনার মতো সিনিয়র ব্লগাররা কিছু না বলে চলে গেলে কি করে হবে? :(

১৫| ১৭ ই জুন, ২০১৩ রাত ১:০০

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ++++++++++++

১৭ ই জুন, ২০১৩ রাত ১:০৬

একজন আরমান বলেছেন:
:)

১৬| ১৭ ই জুন, ২০১৩ সকাল ৯:০৮

রাইসুল নয়ন বলেছেন: কবি!!!

ভার্শন থ্রী চাই!!!

আর আমি আপনার একজন ভক্ত!

সবসময় ভালো থাকুন।

১৭ ই জুন, ২০১৩ দুপুর ১:১৬

একজন আরমান বলেছেন:
ভার্শন থ্রি ! B:-) B:-) B:-)

ভাই কি আমারে পচাইলেন? B:-) B:-) B:-)

১৭| ১৭ ই জুন, ২০১৩ দুপুর ২:৪৩

রোজেল০০৭ বলেছেন: যা বোঝাতে চেয়েছেন, তা সবাই বুঝছে,কিন্তু কতজন মানবে? /:) /:)

১৭ ই জুন, ২০১৩ দুপুর ২:৫২

একজন আরমান বলেছেন:
মানা না মানা সবার ব্যাক্তিগত ব্যাপার। আমার বলতে ইচ্ছে হয়েছিল আমি বলেছি। :)

১৮| ১৭ ই জুন, ২০১৩ বিকাল ৩:১৩

সিয়ন খান বলেছেন: কামনা একটা প্রবল সাময়িক উত্তেজনা মাত্র !
আর প্রেম হচ্ছে ধীর প্রশান্ত ও চিরন্তন ।
দারুন বলছ

১৭ ই জুন, ২০১৩ বিকাল ৩:২০

একজন আরমান বলেছেন:
একদম সত্যি কথা ভাই।

১৯| ১৭ ই জুন, ২০১৩ বিকাল ৪:১৬

ক্ষণিকের আগুন্তক বলেছেন: কবিতাটি ছোট এবং সুন্দর।

১৭ ই জুন, ২০১৩ বিকাল ৪:১৮

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ আগুন্তক।

২০| ১৭ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১৫

বাংলার হাসান বলেছেন: সুন্দর।

১৭ ই জুন, ২০১৩ রাত ১০:০৭

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ।

২১| ১৭ ই জুন, ২০১৩ রাত ১০:১৮

মাহতাব সমুদ্র বলেছেন: কাব্য ভাষায় হোক আদায় তোমাদের অধিকার

১৭ ই জুন, ২০১৩ রাত ১০:৩৩

একজন আরমান বলেছেন:
দারুন বলেছেন ভাই।

পশুরা মানুষ হোক এই কামনায়...

২২| ১৮ ই জুন, ২০১৩ রাত ১:৪৬

রাইসুল নয়ন বলেছেন: আরমান ভাই!!

ভাই ভাইরে পচাইতে পারে?
আমি নতুন কিছু কি চাইতে পারিনা?
আপনার লেখা আমার ভালো লাগে।

ভালো থাকুন।

১৮ ই জুন, ২০১৩ রাত ২:১৪

একজন আরমান বলেছেন:
ওই মিয়া ভন্ডামি বাদ দেন। আমারে তুমি কইরা বলা বাদ দিলেন কবে থিকা? /:) /:) /:) /:)

২৩| ১৮ ই জুন, ২০১৩ রাত ৮:১৭

আমিভূত বলেছেন: কবিতার ব্যাপারে বলার কিছু নেই ! আপনি সবসময়ই ভালো লেখেন এবং এবারেরটা ভিন্ন রকম লেগেছে :)

সাইট নিজের করা নাকি কাঊকে দিয়ে করিয়ে নেয়া ?
আপনি এতগুলা ব্লগে লিখেন ?

১৮ ই জুন, ২০১৩ রাত ৮:৫২

একজন আরমান বলেছেন:
এতো সুন্দর মন্তব্য !

আমার সাইট আমারই করা। :)
আর ওয়ার্ডপ্রেসে কাজ করা সহজ। :)

আমি শুধু সামুতে লিখি আর সময় দেই। বাকিগুলোতে শুধু পোস্ট দিয়েই খালাস। কারো লিখা পড়া হয় না। :(
এই নিয়ে চতুর আর আলোর ব্লগাররা অভিযোগও করেছেন। :(

২৪| ১৮ ই জুন, ২০১৩ রাত ৯:২৫

তন্দ্রা বিলাস বলেছেন: যেদিন আমায়-
হৃদয় দিয়ে ভালোবাসতে পারবে,
সেদিনই তোমায় মানুষ বলবো !

ওহ! দারুন লিখেছেন! আর আইডিয়াটা দারুন!

১৮ ই জুন, ২০১৩ রাত ১০:১০

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই। :)

২৫| ১৯ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০৭

নাছির84 বলেছেন: কামনার উৎপত্তি মগজ থেকে,
আর ভালোবাসার উৎপত্তি হৃদয় থেকে..........এই কথাটা আপত্তি আছে। তবে..,,,,,,,,.যেদিন তোমায়-
হৃদয় দিয়ে ভালোবাসতে পারবো,
সেদিনই আমায় মানুষ বলো !.......এই লাইনে হৃদয় ভরে গেছে। ভাল লেগেছে।++++++++++

১৯ শে জুন, ২০১৩ রাত ১১:৪৩

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই।

২৬| ২০ শে জুন, ২০১৩ ভোর ৪:২৫

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: কামনার উৎপত্তি মগজ থেকে,
আর ভালোবাসার উৎপত্তি হৃদয় থেকে।

শুভ কামনা.......

২০ শে জুন, ২০১৩ ভোর ৫:৩২

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ।

২৭| ২০ শে জুন, ২০১৩ সকাল ১০:০২

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ভালো লেগেছে আরমান ভাই!

২১ শে জুন, ২০১৩ রাত ১২:৩৯

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ আপু। :)

২৮| ২০ শে জুন, ২০১৩ রাত ১০:৩৫

স্নিগ্ধ শোভন বলেছেন:
আইডিয়া ভালই হইছে। ;)

২১ শে জুন, ২০১৩ রাত ১২:৪০

একজন আরমান বলেছেন:
হে হে।
ধইন্না।
তোরে ফেবুতে পাই না কেন? :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.