নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী !!!\n\nমেইল করতে চাইলে: [email protected]

একজন আরমান

জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী!

একজন আরমান › বিস্তারিত পোস্টঃ

|| কন্সট্রেইন ||

২২ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০৩





০১.

বাসা থেকে ছোট একটা কারণে আম্মুর সাথে ঝগড়া করে বেড়িয়ে এলাম। ইদানিং আমার কি যে হয় তা আমি নিজেও বুঝি না। হাঁটতে হাঁটতে রেল লাইনের পাশে এসেই বসে পড়লাম। পাশেই খোলা একটা মাঠ। মৃদু বাতাস বইছে। ভালোই লাগছে। পকেট থেকে একটা ধুম্র শলাকা বের করে জ্বালিয়ে আনমনে ফুঁকছি। প্রতিটা চুমুতে মনে হচ্ছে আমার মগজের নিউরন সহস্রবার আন্দোলিত হয়ে ওঠে কোন এক অজানা বিপ্লবে। এইরকম ভালোবাসা তাকেই যায়, যে কিনা আমার দুঃখগুলোকে অতি সহজেই হালকা করে দিতে পারে। দুনিয়ার এ প্রান্ত থেকে শুরু করে ও প্রান্ত, আকাশ থেকে পাতাল সব যখন আমার ভাবনার বিষয়বস্তু হয়ে উঠল ঠিক এমন সময় আমার চোখ পড়লো রেল লাইনের পাশে পরে থাকা একটি ডায়েরির উপর। অনেক সুন্দর মলাট। দেখেই কেমন যেন একটু কৌতূহল জেগে উঠলো আমার মনে। হাতে তুলে নিলাম।



০২.

০৪/০২/২০১২

আজকে অনেক মজা হল। আমি বাবা-মা, দিবা আর সুষমা আমরা সবাই মিলে অনেক ঘুরেছি। দিবা’র এবারের জন্মদিনটা আসলেই অনেক স্মরণীয়। সুষমা’র এস এস সি এক্সামটা হয়ে গেলে আমাদের আর বিচ্ছিন্নভাবে থাকতে হবে না। মা আর সুষমাও ঢাকা চলে আসবে। আর বাবাও ট্রান্সফার নিয়ে ঢাকা চলে আসবে। সবাই আবার একসাথে থাকবো।



১৩/০৪/২০১২

মানুষ এতো নিষ্ঠুর কিভাবে হয়? বাবা এভাবে আমাদের ছেঁড়ে চিরদিনের জন্য একা একাই চলে গেলো কি করে? যে বাবা আমাদের ফেলে একা একা এক মুঠো ভাত মুখে দিতো না আর সে কিনা আমাদের সবাইকে বিপদের মাঝে ফেলে রেখে একা চলে গেলো না ফেরার দেশে !



১৯/০৫/২০১২

ছোট চাচা বাবার সব সম্পত্তিও নিজের বলে দাবি করছে। মানুষ কতো স্বার্থপর। ভাই মরে গেলো অমনি ভাইয়ের সবকিছু পর হয়ে গেলো শুধু সম্পত্তি ছাড়া ! মা আর বোনদের নিয়ে আমি একা এই শহরে কি করে বাঁচবো? বলে যাও বাবা।



২৭/০৬/২০১২

সুষমা আর দিবার কলেজ আর প্রাইভেট ফিস, বাসা ভাড়া এইসব যোগাড় করতে হবে। মাস প্রায় ফুরিয়ে এলো বলে। বাবার পেনশনের টাকা নিয়েও গড়িমসি করছে। কবে হাতে পাব জানি না। সময়ের কাছে আমি বন্দী। আমি চাইলেই পারি না আমি আমার বন্দীদশা থেকে মুক্তি পেতে। পৃথিবীতে অনেক কিছুই আমার মতের সাথে যাবে না, হয় আমাকে তার সাথে মানিয়ে নিতে হবে আর না হয় তাকে পরিত্যাগ করতে হবে ! আমি পরিত্যাগ করতে পারবো না। শুধু নিজের জন্য হলে আমি পরিত্যাগ করতাম, কিন্তু এখানে আমার উপর আরও তিনজন মানুষের ভার পরে রয়েছে। আমি তাই পারবো না, কিছুতেই পারবো না। আমাকে বাধ্য হয়ে মানিয়ে নিতে হবে ! হ্যাঁ মানিয়ে নিতে হবে !!

ক্ষমা করো বাবা। তোমার নিশি আজ থেকে মানিয়ে নিতে বাধ্য হয়েছে !



০৩.

ডায়েরিটা বন্ধ করে নিউরনের আন্দোলনকে ত্বরান্বিত করার প্রয়াসে আরেকটা ধুম্র শলাকা জ্বালালাম। ঘাসের উপর শুয়ে আকাশ দেখছি। এক সময় আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখতাম। এখন মনে হয় আমার জন্য আকাশ নয়। এতো কল্পবিলাসিতা জীবনে এখন আর মানায় না। এই বয়সে এসে একটু বাস্তববাদী না হলে আর হয় না। মোবাইলের রেডিওতে হালকা মেজাজে গান চলছে –

শুধু বিষ, শুধু বিষ দাও, অমৃত চাই না।

অমরত্যের লোভ, করুক বিক্ষোভ।

জীবনকে যদি দাও নীল বিষাক্ত ছোব

থাকবেনা থাকবেনা থাকবেনা ক্ষোভ।

আমার মৃতদেহে ঝুলবে নোটিশবোর্ড

কর্তৃপক্ষ দায়ী নয়।




০৪.

নিশিঃ আর পারবো না। দুজনের কথা বলে এখন তিনজন!

আসাদঃ ও হচ্ছে ডোনার তুমি ওকে না বলে দিলে কেন?

নিশিঃ তাহলে প্রথমে কে ছিল?

আসাদঃ আরে ওর ই তো ফ্ল্যাট !

নিশিঃ সে যাই হোক দুজনের কথা ছিল। আপনি আর সে করেছেন। এখন আর পারবো না। আমার টাকা দিন। আমি চলে যাবো।

আসাদঃ তুমি যাকে ভাগিয়ে দিয়েছো তার টাকা দেবার কথা ছিল। সে চলে গেছে। এখন টাকা দিবো কিভাবে? সব তোমার দোষ !

নিশিঃ এতো কিছু বুঝি না। আমার টাকা দিয়ে দিন। আর না হলে ভালো হবে না কিন্তু।

আসাদঃ এহহ চোট কতো ! দিমু না তোরে টাকা। কি করবি? নালিশ দিবি? যা দে যাইয়া।



নিশি কিছু না বলে চলে আসে। যে টাকার জন্য সম্ভ্রম ত্যাগ সেই টাকার চিন্তায় এখন মাথা খারাপ নিশির। মানুষ যে পশুর চেয়েও জঘন্য সে কথা জানা ছিল না নিশির। আজ সে বুঝতে পারছে জীবন কতোটা কঠিন। যে সমাজে পশুদের সঙ্গে বাস করতে হয় না চাইলেও ! নিশির চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে দু ফোঁটা। কোটি মানুষের ঝলমলে এই শহরে কেউ দেখে না নিশির চোখের এক ফোঁটা জল। বাতাসের মাঝে হারিয়ে সেই জল বাতাসের আদ্রতাকে আরও বাড়িয়ে দেয়।



০৫.

উফফ... ধুম্রশলাকার শেষ প্রান্ত কখন যে আমার আঙ্গুল স্পর্শ করেছে খেয়াল ই করিনি। আরে আরিফ এদিকে আসছে কেন? নাহ এই ছেলেটা আমার পেছন আর ছাড়লো না। নিশ্চয়ই আম্মু আমায় খুঁজতে ওকে পাঠিয়েছে আর ও আমায় খুঁজতে এই পর্যন্ত চলে এসছে ! ওর মতো বন্ধু পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার। দুজন মিলে আবার হাঁটা দিলাম বাসার দিকে। হঠাৎ আরিফ আমাকে বলে, "আরমান ওদিকে দেখ!" আমি তাকাতেই দেখি এক যুবতির লাশ ট্রেনে কাটা পরে দ্বিখণ্ডিত হয়ে আছে লাইনের পাশে!

আরিফকে শুধু বললাম থাক চল বাসায় যাই। এ তো নিত্য দিনের খবর!

মনে মনে বির বির করে বললাম -



নাস্তিকেরা তোমায় মানে না, নারী

দীর্ঘ-ঈ-কারের মতো তুমি চুল মেলে

বিপ্লবের শত্রু হয়ে আছো !




সাইট লিংকঃ



অল্প স্বল্প গল্প

মন্তব্য ৭৮ টি রেটিং +২৩/-০

মন্তব্য (৭৮) মন্তব্য লিখুন

১| ২২ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩০

অপূর্ণ রায়হান বলেছেন: ভালো লিখেছেন ভ্রাতা +++++++++

তবে ধুম্রশলাকা পরিহার করাই ভালো ।

ভালো থাকবেন :)

২২ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬

একজন আরমান বলেছেন:
হেহে।
ধন্যবাদ ভ্রাতা।

এই জিনিসটাকে বড্ড বেশি ভালোবাসি। তবে অবশ্যই ছেঁড়ে দিবো। একটা উইশ পূরণ হলেই ! :)

আপনিও ভালো থাকবেন। :)

২| ২২ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭

মাহতাব সমুদ্র বলেছেন: +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

২২ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ মাহতাব ভাই। :)

৩| ২২ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮

কালোপরী বলেছেন: ভাল থাকিস ভাইয়া...


কে কোথায় কেমন করে পড়ে রইল কেই বা তার খোঁজ রাখে

২২ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩

একজন আরমান বলেছেন:
ভালো থাকাটার পেছনেই হয়তো ছুটে চলেছি আপু !

হ্যাঁ। কারো খোঁজ কেউ রাখে না !

৪| ২২ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪১

হাসান মাহবুব বলেছেন: ++

২২ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ হামা ভাই। :)

৫| ২২ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: গল্পের প্লট বেশ সুন্দর লেগেছে। দৃশ্যায়ন, বর্ননা সবই বেশ ভালো। সুন্দর একটা ছোট গল্প।

তবে ৪ নাম্বার অংশটি বুঝিনি। এটাও কি ডায়রীতে লেখা ছিল? না কি এটা লেখকের মনের নিজস্ব দৃশ্যায়ন? যেভাবে বর্ননা করা হয়েছে তাতে মনে হচ্ছে ঠিক ডায়রীর লেখা নয়। এই অংশটা পাঠক হিসেবে আমার মনে কিছুটা দ্বিধা সৃষ্টি করেছে।


আর একটা কথা, গল্পের মান অনুযায়ী প্রচ্ছদটা খুবই "ক্ষ্যাত " হইছে। আমি খুবই দুঃখিত। এই ধরনের সুন্দর একটা লেখায় প্রচ্ছদটা আরো আকর্ষনীয় হওয়া বাঞ্চনীয়। :)

পরিশেষে গল্পে প্লাস এবং শুভেচ্ছা।


২২ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১৭

একজন আরমান বলেছেন:
হ্যাঁ ৪ নাম্বারটা পুরোটাই বর্ণনাকারীর কল্পনা। ৫ নাম্বারের শুরুটা খেয়াল করলে বোঝা যাবে।

তাড়াহুড়ার কারণে হয়তো ভালো ছবি নির্বাচন করতে পারি নি। পরের বার থেকে আরও সচেষ্ট হবো।

ধন্যবাদ।

৬| ২২ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

বাংলার হাসান বলেছেন: +++++++

২২ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩২

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ হাসান ভাই।

৭| ২২ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:২৯

নাছির84 বলেছেন: বলপ্রয়োগে আত্নহত্যায় বাধ্য করানো..........। লেখাটি পড়ে মনটা ভিজে গেছে। কষ্ট পেয়েছি। কারণ,খুব ভাল লিখেছেন।........+++++++++++++++

২২ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪০

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ নাছির ভাই।

৮| ২২ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩০

মো: আতিকুর রহমান বলেছেন: ভাল লাগল +

২২ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ।

৯| ২২ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭

টুম্পা মনি বলেছেন: মাহতাব সমুদ্র বলেছেন: ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
হাসান মাহবুব বলেছেন: ++
banglar_hasan বলেছেন: +++++++

=p~ =p~ =p~ =p~ =p~

২২ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

একজন আরমান বলেছেন:
মজা নিতেছেন? B:-) B:-) B:-)

১০| ২২ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪

মর্তুজা হাসান সৈকত বলেছেন: চমৎকার লিখেছেন ভাই । চলুক এভাবেই ।

২২ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

একজন আরমান বলেছেন:
চলবে আশা করছি সৈকত ভাই।

ধন্যবাদ।

১১| ২২ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪

শাহরিয়ার পলক বলেছেন: বাস্তবতা। অনেক ভালো লাগলো।

কাল্পনিক ভাইয়ের মতো আমার মনেও চার নম্বর অংশ নিয়ে একটু দিধার সৃষ্টি হয়েছে। যদি আপনার দেখা লাশের পড়ে আপনার ভাবনা হিসেবে কথাগুলো লিখতেন তবে মনেহয় বেশি ভালো হতো।

পোস্টে +

২২ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭

একজন আরমান বলেছেন:

একেক জনের দৃষ্টিভঙ্গি একেক রকম। আমি আমার দৃষ্টিভঙ্গি থেকে লিখেছি।

ধন্যবাদ।
ভালো থাকুন।

১২| ২২ শে জুন, ২০১৩ রাত ৮:২১

আমিভূত বলেছেন: কাহিনী সাধারণ !! অথচ উপস্থাপন অনন্য !!

আপনার হাত দিনকে দিন ধারালো হয়ে যাচ্ছে !!

শুভ কামনা আরমান ভাই :)

২২ শে জুন, ২০১৩ রাত ৮:২৫

একজন আরমান বলেছেন:
হ্যাঁ। দৈনন্দিন ঘটে যাওয়া হাজারো সাধারণ কাহিনীর একটি !

ধন্যবাদ আপু।
ভালো থাকবেন। :)

১৩| ২২ শে জুন, ২০১৩ রাত ৮:৩৮

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: নাস্তিকেরা তোমায় মানে না, নারী
দীর্ঘ-ঈ-কারের মতো তুমি চুল মেলে
বিপ্লবের শত্রু হয়ে আছো !

গল্পের পাশাপাশি সুনীল বাবুর কবিতা পড়েও বেশ মজা পেলাম !

২২ শে জুন, ২০১৩ রাত ৮:৪১

একজন আরমান বলেছেন:
সুনীল বাবুর এই কবিতাটা আমার পছন্দের একটি, আর কেন যেন মনে হয়েছে এই গল্পের জন্য পারফেক্ট।
যদিও আমার একটা বদ অভ্যাস হল আমি কোন গল্প লিখার সময় যদি কোন গান শুনতে থাকি বা কোন কবিতা পড়তে থাকি তবে গল্পের সাথে যায় এমন গান বা কবিতা দেবার চেস্টা করি। :)

১৪| ২২ শে জুন, ২০১৩ রাত ৮:৪০

জাহিদ হাসান বলেছেন: পরে পড়ব । হাতে সময় নেই। অ্যাভাস্ট ডাউনলোড করতে হবে পিসির জন্য । সরি, আরমান ভাই পড়ার পর ভালো মন্দ জানাবো যদি পারি ।

২২ শে জুন, ২০১৩ রাত ৮:৪১

একজন আরমান বলেছেন:
আহাহাহা।
একবারে পড়েই কমেন্ট করতেন।

এভাস্ট ফ্রি টা নামাচ্ছেন নাকি? প্রো?

১৫| ২২ শে জুন, ২০১৩ রাত ৯:১৯

স্বপ্নবাজ অভি বলেছেন: সকালেই পড়েছি ফেবুর দেয়া লিঙ্কে ! সম্ভবত ওয়ার্ডপ্রেসে ! ফরম্যাটের প্রশংসা না করলে গুনাহ হবে আরমান ভাই !

২২ শে জুন, ২০১৩ রাত ৯:৪৫

একজন আরমান বলেছেন:
সকালে এইটা পড়েন নাই। সকালে হয়তো আগের পোস্ট পড়ছিলেন। :P
কারণ গতকালও একটা পোস্ট দিয়েছিলাম। পর পর দুই দিন দুইটা। :P


অনেক ধন্যবাদ অভি ভাই। :)

১৬| ২২ শে জুন, ২০১৩ রাত ৯:৩৫

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: চমৎকার লিখেছেন

২২ শে জুন, ২০১৩ রাত ৯:৪৭

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভ্রাতা। :)

১৭| ২২ শে জুন, ২০১৩ রাত ১০:২৫

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ++++++++++++

সুন্দর!!!

২২ শে জুন, ২০১৩ রাত ১০:৫০

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই। :)

১৮| ২২ শে জুন, ২০১৩ রাত ১১:০২

জাহিদ হাসান বলেছেন: বাঙ্গালীর ফ্রি ছাড়া কোন গতি নাই ;)

২২ শে জুন, ২০১৩ রাত ১১:০৭

একজন আরমান বলেছেন:
হেহেহে।
হুম। আমিও ৪ বছর ধইরা এই ফ্রি মাল ইউজাইতেছি। দারুন মজা। B-)) B-)) B-))

১৯| ২২ শে জুন, ২০১৩ রাত ১১:১৩

সপ্নাতুর আহসান বলেছেন: ১০ নং ভাল লাগা। উপস্থাপন অনন্য।
আপনি তো কবিতার পাশাপাশি গল্পও ভাল লিখেন। লিখেন না কেন?

২২ শে জুন, ২০১৩ রাত ১১:২২

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ আহসান ভাই।

আসলে লিখতে হলে সময় দিতে হয়। আলসেমি লাগে গল্প লিখতে।


ধন্যবাদ।
ভালো থাকুন।

২০| ২৩ শে জুন, ২০১৩ রাত ১২:০৩

মামুন রশিদ বলেছেন: জমিয়ে দিয়েছেন ভাইডি । গল্প নিয়ে ইচ্ছেমত খেলেছেন ।



ভালো লাগা, অনেক ভালো লাগা :)

২৩ শে জুন, ২০১৩ রাত ১২:৩৭

একজন আরমান বলেছেন:
কিছুটা শোনা গল্প, কিছুটা বাস্তবতা আর কিছুটা আমার কল্পনা এইগুলো মিশিয়ে লিখতে চেস্টা করেছিলাম। :)

অনেক অনেক ধন্যবাদ প্রিয় মামুন ভাই। :)

২১| ২৩ শে জুন, ২০১৩ রাত ১২:২৩

কান্ডারি অথর্ব বলেছেন:

আরমান লেখাটির জন্য আমার তরফ থেকে যা খেতে চাবি তাই খাওয়াব।

নিমন্ত্রন রইল।

বেস্ট অফ আরমান +++++++++++

২৩ শে জুন, ২০১৩ রাত ১২:৪০

একজন আরমান বলেছেন:
আচ্ছা সময় করে চেয়ে নিবো কিন্তু।

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। :)

২২| ২৩ শে জুন, ২০১৩ রাত ২:৪২

শূন্য পথিক বলেছেন: ++++

২৩ শে জুন, ২০১৩ রাত ২:৪৪

একজন আরমান বলেছেন:
:)

২৩| ২৩ শে জুন, ২০১৩ সকাল ৮:০১

টুম্পা মনি বলেছেন: হুম =p~ =p~ =p~ =p~

২৩ শে জুন, ২০১৩ বিকাল ৪:১৪

একজন আরমান বলেছেন:
আবার কি হল? B:-) B:-) B:-)

২৪| ২৩ শে জুন, ২০১৩ সকাল ৮:১৭

কয়েস সামী বলেছেন: +++

২৩ শে জুন, ২০১৩ বিকাল ৪:১৩

একজন আরমান বলেছেন:
:)

২৫| ২৩ শে জুন, ২০১৩ সকাল ১০:৫৪

মাক্স বলেছেন: সুন্দর লিখেছেন।
ডজনতম প্লাস!

২৩ শে জুন, ২০১৩ বিকাল ৩:৫৭

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ম্যাক্স ভাই। :)

২৬| ২৩ শে জুন, ২০১৩ দুপুর ২:০২

সায়েম মুন বলেছেন: ভাল লেগেছে।
৪ নং প্যারাটা না থাকলেও চলতো।

২৩ শে জুন, ২০১৩ বিকাল ৩:৫৬

একজন আরমান বলেছেন:
ওটাতেই আমি প্রাধান্য বেশি দিয়েছি, কারণ ঐ অংশটুকু হয়তো কোন নিশির বাস্তবতা।

২৭| ২৩ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩০

চিরতার রস বলেছেন: চরম ভাল্লাগছে ছুডোভাই। গল্পের জন্য একটা শলাকা পাওনা রইল আমার কাছে। দেখা হৈলে চাইয়া নিও। :)

২৩ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০৮

একজন আরমান বলেছেন:
আহাহাহাহাহ।
ভাই আপনি তো আমাবস্যার চাঁদ !
দেখা যে কবে হবে ! :(

২৮| ২৪ শে জুন, ২০১৩ রাত ১:১৬

বাংলার হাসান বলেছেন: ভালো লিখেছ।

২৪ শে জুন, ২০১৩ রাত ২:০৫

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ হাসান ভাই।

২৯| ২৪ শে জুন, ২০১৩ রাত ৩:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: কন্সট্রেইন ভাল হয়েছে । :)

২৪ শে জুন, ২০১৩ ভোর ৪:১২

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ সেলিম ভাই। :)

৩০| ২৪ শে জুন, ২০১৩ দুপুর ১:০১

আজ আমি কোথাও যাবো না বলেছেন: সুন্দর লিখেছেন ভাইয়া!

২৪ শে জুন, ২০১৩ দুপুর ১:৩২

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ আপু। :)

৩১| ২৪ শে জুন, ২০১৩ দুপুর ২:৩২

সিয়ন খান বলেছেন: খুব ভাল লাগলো। আসলেই অনেক ভাল লিখেস

২৪ শে জুন, ২০১৩ দুপুর ২:৫৩

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ সিয়ন ভাই। :)

৩২| ২৪ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯

অদৃশ্য বলেছেন:




বেশ ভালো লেগেছে লিখাটি... সামনে আপনার আরও লিখা পড়বার সুযোগ হবে আশাকরি...


শুভকামনা...

২৫ শে জুন, ২০১৩ ভোর ৪:৪৩

একজন আরমান বলেছেন:
আশা করছি আরও ভালো লিখার।
সাথে থাকার জন্য ধন্যবাদ।

ভালো থাকুন। :)

৩৩| ২৪ শে জুন, ২০১৩ রাত ১১:৫০

আমিই মিসিরআলি বলেছেন: ১৯ তম প্লাস +++++
৪ নাম্বার অংশটি একটু দ্বিধার সৃষ্টি করেছিল বৈকি,কিন্তু এরকম উপলদ্ধি করার মত গল্প পাঠের অনুভুতিই অন্যরকম,সত্যিই অসাধারণ

২৫ শে জুন, ২০১৩ ভোর ৪:৫৪

একজন আরমান বলেছেন:
ট্রানজেকশনটা হয়তো আরও ক্লিয়ার করার দরকার ছিল। ভবিষ্যতে আরও গুছিয়ে লেখার চেস্টা করবো।

ধন্যবাদ।
ভালো থাকবেন। :)

৩৪| ২৫ শে জুন, ২০১৩ ভোর ৫:৪০

শোশমিতা বলেছেন: সুন্দর লেখা!
ভালো লাগলো +

কেমন আছো ভাইয়া?

২৫ শে জুন, ২০১৩ বিকাল ৩:০৫

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ আপু।
আমি ভালো আছি।
আপনি কেমন আছেন?

৩৫| ২৫ শে জুন, ২০১৩ সকাল ১০:১২

রাতুল_শাহ বলেছেন: সুন্দর গল্প আরমান ভাই।

২৫ শে জুন, ২০১৩ বিকাল ৩:০৭

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ রাতুল ভাই। :)

৩৬| ২৫ শে জুন, ২০১৩ রাত ১১:০১

বাংলাদেশী দালাল বলেছেন: কর্তৃপক্ষ কখনই দায়ী থাকেনা! দায় নিজের!

আরমানের মত(গল্পের) অনুভুতি শিল মানুষও যখন মুখ ফিরিয়ে নেয় তখন বাস্তব তো আরও ভয়াবহ হবেই।

এনিওয়ে, গল্প ভালো লেগেছে `

২৬ শে জুন, ২০১৩ রাত ১২:৩৮

একজন আরমান বলেছেন:
মুখ ফিরিয়ে নেওয়া ছাড়া অনেক সময় কিছু করারও থাকে না আরমানদের। সময়ের কাছে বন্দী হয়ে যেতে হয় বাধ্য হয়ে !

৩৭| ২৫ শে জুন, ২০১৩ রাত ১১:১১

বৃতি বলেছেন: সুন্দর গল্প আরমান । ভাল লেগেছে ।
শেষের কবিতাটা কার লেখা?

২৬ শে জুন, ২০১৩ রাত ১২:৪১

একজন আরমান বলেছেন:

ধন্যবাদ আপু।

সুনীল এর নারী কবিতা থেকে নিয়েছি।

৩৮| ২৬ শে জুন, ২০১৩ রাত ৮:৪১

~মাইনাচ~ বলেছেন: ডাবল টু মাইনাচ B-)

২৬ শে জুন, ২০১৩ রাত ১০:২৭

একজন আরমান বলেছেন:
আহাহাহাহাহাহাহ।

ডাবল মাইনাচ গৃহীত হল। :)

৩৯| ০৩ রা জুলাই, ২০১৩ সকাল ৮:৫২

নাজিম-উদ-দৌলা বলেছেন: চমৎকার লেখনী আপনার।

০৩ রা জুলাই, ২০১৩ রাত ১০:০৭

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ আপনাকে। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.