নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী !!!\n\nমেইল করতে চাইলে: [email protected]

একজন আরমান

জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী!

একজন আরমান › বিস্তারিত পোস্টঃ

একজন আদর্শ মায়ের কথা বলছি...

২৭ শে জুন, ২০১৩ রাত ৮:০৭





কবি জীবনানন্দ দাস'কে চেনে না বা তার কবিতা পড়ে নি এমন বাঙালি পাওয়া দুস্কর।

কিন্তু আমরা ক'জন তার মায়ের সম্পর্কে জানি?



কুসুমকুমারী দাশ একজন বাঙালি মহিলা কবি। কবির জ্যেষ্ঠ পুত্র কবি জীবনানন্দ দাশ।



জীবনীঃ

কবি কুসুমকুমারী দাশ বরিশাল জেলার বরিশাল শহরেই ২১ শে পৌষ ১২৮৯ বঙ্গাব্দে এক বিদ্যানুরাগী পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা চন্দ্রনাথ দাশ এবং মাতা ধনমণি দাশ। চন্দ্রনাথ ব্রাহ্মধর্ম গ্রহণ করায় গ্রামবাসীদের বিরোধিতায় আগৈলঝাড়া উপজেলার "গৈলা" গ্রামের পৈতৃক ভিটা ছেড়ে বরিশাল সদরে চলে আসেন। কুসুমকুমারী একটি পারিবারিক পরিমণ্ডল পেয়েছিলেন। বরিশাল ব্রাহ্মসমাজ দ্বারা প্রতিষ্ঠিত মেয়েদের হাই স্কুলে তিনি ৪র্থ শ্রেণী পর্যন্ত পড়েন। এরপর বালিকাদের অভাবের জন্য স্কুলটি বন্ধ হয়ে গেলে কুসুমকুমারীকে তাঁর বাবা কলকাতায়, রামানন্দ চট্টোপাধ্যায়ের গৃহে রেখে বেথুন স্কুলে ভর্তি করেন। একবছর পর ব্রাহ্মবালিকা বোর্ডিং-এ লাবণ্যপ্রভা বসুর তত্ত্বাবধানে পড়াশোনা করেন।



প্রবেশিকা শ্রেণীতে পড়ার সময়েই ১৮৯৪ সালে ১৯ বছর বয়সে তাঁর বিয়ে হয় বরিশালের ব্রজমোহন ইনস্টিটিউশন-এর প্রধান শিক্ষক সত্যানন্দ দাসের সঙ্গে। তাঁরই অনুপ্রেরণায় কুসুমকুমারী সাহিত্য চর্চা চালিয়ে যান। বরিশালের ব্রাহ্মসমাজের সভা-উৎসব-অনুষ্ঠানে কুসুমকুমারী যোগদান করতেন। তিনি ১৩১৯ থেকে ১৩৩৮ বঙ্গাব্দ পর্যন্ত প্রায় প্রতি বছরই, বরিশাল ছাত্র সংঘের সপ্তাহকালব্যাপী মাঘোত্সবের মহিলা দিবসের উপাসনায় আচার্যের কাজ করেছেন। বয়স বাড়ার সাথে সাথে এমন একটি স্বাভাবিক স্বাভাবিক মর্যাদার অধিকারিণী হয়েছিলেন যে, শুধু মহিলাদের উৎসবে নয়, ব্রাহ্মসমাজের সাধারণ সভাতেও তিনি আচার্যের কর্মভার কাজ করেছেন।

তাঁর মৃত্যু হয় কলকাতার রাসবিহারী এভিনিউ এর বাড়িতে।



সাহিত্যকর্মঃ

ছোটবেলা থেকেই কবিতা ও প্রবন্ধ লিখতেন কুসুমকুমারী। রামানন্দ চট্টোপাধ্যায়, শিশুদের জন্য যে চিত্রশোভিত বর্ণশিক্ষার বই লিখেছিলেন, তার প্রথম ভাগে কুসুমকুমারী রচিত যুক্তাক্ষরবিহীন ছোট ছোট পদ্যাংশ ছিল। তিনি সম্পাদক মনোমোহন চক্রবর্তীর অনুরোধে লিখেছেন "ব্রহ্মবাদী" পত্রিকায়। তাঁর অল্প কিছু কবিতা প্রকাশিত হয়েছে "প্রবাসী" ও "মুকুল" পত্রিকায়। তাঁর কবিতায় বার বার এসেছে ধর্ম, নীতিবোধ, দেশাত্মবোধ। কাব্য মুকুল (১৮৯৬) তাঁর কাব্যগ্রন্থ। "পৌরানিক আখ্যায়িকা" নামের একটি গদ্যগ্রন্থও তিনি রচনা করেন।

তার অনেক লেখাই এখন পাওয়া যায় না, কারণ এর বেশিরভাগই নষ্ট হয়ে গিয়েছে কিংবা হারিয়ে গিয়েছে এবন কবি নিজেও কিছু লেখা নষ্ট করে ফেলেছেন অপ্রকাশিত রেখেই।

তার রচিত "আদর্শ ছেলে", যার প্রথম চরণ "আমাদের দেশে হবে সেই ছেলে কবে", বিভিন্ন পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার জন্য সর্বাধিক পরিচিত।



সম্মাননাঃ

"নারীত্বের আদর্শ" এক প্রবন্ধ প্রতিযোগীতায় কুসুমকুমারী স্বর্ণ পদকে ভূষিত হন।



এক নজরে কবি কুসুমকুমারী দাশঃ

নামঃ কুসুমকুমারী দাশ

জন্মঃ ১৮৭৫, বরিশাল

মৃত্যুঃ ১৯৪৮, কোলকাতা 1948

স্বামীঃ সত্যানন্দ দাশ

সন্তানঃ জীবনানন্দ দাশ (১৮৯৯-১৯৫৪)

অশোকানন্দ দাশ

সুচিত্রা দাশ (১৯১৫-১৯৮০)

পিতা-মাতাঃ চন্দ্রনাথ দাশ এবং মাতা ধনমণি দাশ



আদর্শ ছেলে

আমাদের দেশে হবে সেই ছেলে কবে

কথায় না বড় হয়ে কাজে বড় হবে ?

মুখে হাসি, বুকে বল তেজে ভরা মন

"মানুষ হইতে হবে" --- এই তার পণ,

বিপদ আসিলে কাছে হও আগুয়ান,

নাই কি শরীরে তব রক্ত মাংস প্রাণ ?

হাত, পা সবারই আছে মিছে কেন ভয়,

চেতনা রয়েছে যার সে কি পড়ে রয় ?

সে ছেলে কে চায় বল কথায়-কথায়,

আসে যার চোখে জল মাথা ঘুরে যায় |

সাদা প্রাণে হাসি মুখে কর এই পণ ---

"মানুষ হইতে হবে মানুষ যখন" |

কৃষকের শিশু কিংবা রাজার কুমার

সবারি রয়েছে কাজ এ বিশ্ব মাঝার,

হাতে প্রাণে খাট সবে শক্তি কর দান

তোমরা মানুষ হলে দেশের কল্যাণ।





বসন্তে

উত্সব গান, মধুময় তান

আকাশ ধরণী-তলে

কুঞ্জে কুঞ্জে বিহগ কণ্ঠে

লতায় পাতায় ফুলে |

হৃদয়ে সবার দিয়েছে রে দোল

নাচিয়া উঠিছে প্রাণ,

(এ যে) নূতন দেশের মোহন ঝঙ্কার

নূতন দেশের গান |

এ বসন্ত কার, দিতেছে বাহার

চেতনার ঢেউ খুলি

কেবা আপনার, কেবা পর আর

ব্যবধান গেছে খুলি

আজ সে এসেছে দেবদূত হয়ে

জাগাতে সহস্র প্রাণ,

কে আসিবি আয়, ওই শোনা যায়

আনন্দময়ের গান |

কে বাঁচিবি আয়, বাতাসে বাতাসে

পরশে চেতনা জাগে ;

কে বাঁচিবি আয়, হৃদয়ে হৃদয়ে,

আজি নব অনুরাগে |



উৎসর্গঃ কুসুমকুমারী'র মতো সকল রত্নগর্ভাদের।



বরেণ্য ব্যাক্তিদের নিয়ে আরও কিছু লেখা



সাইট লিংক

মন্তব্য ৬২ টি রেটিং +১৯/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুন, ২০১৩ রাত ৮:১১

খেয়া ঘাট বলেছেন: সুন্দর পোস্ট।
++++++++++++++++++++++++++++++++++++++++++++
একগুচ্ছ প্লাস।

২৭ শে জুন, ২০১৩ রাত ৮:১৮

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই। :)

২| ২৭ শে জুন, ২০১৩ রাত ৮:২২

আমিনুর রহমান বলেছেন: Mobile a achi ....

Plus diya gelam, rate comnts korbo.

২৭ শে জুন, ২০১৩ রাত ৮:৩৬

একজন আরমান বলেছেন:
আচ্ছা ঠিক আছে। :)

৩| ২৭ শে জুন, ২০১৩ রাত ৮:৪০

বাঘ মামা বলেছেন: জানা ছিলোনা,আরমানের কল্যাণে জানা হলো

ধন্যবাদ আরমান


শুভ কামনা সব সময়

২৭ শে জুন, ২০১৩ রাত ১০:২৩

একজন আরমান বলেছেন:
সব সময় এর মতো ধন্যবাদ প্রিয় বাঘ মামা।
ভালো থাকা হোক সর্বদা। :)

৪| ২৭ শে জুন, ২০১৩ রাত ৮:৪৭

স্বপ্নবাজ অভি বলেছেন: অতঃপর একজন আরমানের এক খানা পোষ্টের বদৌলতে এক রত্নগর্ভা মায়ের সম্পর্কে জানিলাম ! ধন্যবাদ একজন আরমান !

২৭ শে জুন, ২০১৩ রাত ১০:২৫

একজন আরমান বলেছেন:
আহাহাহাহহাহা।
আপনাকেও ধন্যবাদ অভি ভাই। :)

৫| ২৭ শে জুন, ২০১৩ রাত ৯:০১

শাহরিয়ার পলক বলেছেন: বাংলাদেশ যে তার বুকে এমন কত রত্ন আর রত্নগর্ভা লালন করেছে এই পর্যন্ত তা হয়তো অদূর ভবিষ্যতে মানুষের কাছে অজানা হয়ে থাকবে। কিন্তু এই পোস্ট গুলো তা বহন করে বেড়াবে চিরকাল...

ধন্যবাদ আপনাকে আরমান...

২৭ শে জুন, ২০১৩ রাত ১০:৩০

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ আপনাকেও সুন্দর মন্তব্যের জন্য। :)

৬| ২৭ শে জুন, ২০১৩ রাত ৯:৪২

মামুন রশিদ বলেছেন: দারুন একটা তথ্য জানলাম । রত্নগর্ভা এই মহী্য়সী নারীকে স্যালুট ।



+++

২৭ শে জুন, ২০১৩ রাত ১০:৩২

একজন আরমান বলেছেন:
রত্নগর্ভা এই মহী্য়সী নারীকে স্যালুট ।

৭| ২৭ শে জুন, ২০১৩ রাত ৯:৪২

সায়েম মুন বলেছেন: চমৎকার একটা পোস্ট। ওনার মা সম্পর্কে আগেই জানতাম। আবার জানা হলো।

২৭ শে জুন, ২০১৩ রাত ১০:৩৭

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই।

৮| ২৭ শে জুন, ২০১৩ রাত ১০:১০

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ওনার সম্বন্ধে আগে জানতাম না।


অবশ্যই +++++++++++।

:) :) :) :) :)

২৭ শে জুন, ২০১৩ রাত ১০:৩৯

একজন আরমান বলেছেন:
এখন তো জানা হয়ে গেল। :)

৯| ২৭ শে জুন, ২০১৩ রাত ১০:৪০

সেলিম আনোয়ার বলেছেন: পোস্ট ভাল হয়েছে। আমরাও অপেক্ষায় "আমাদের দেশে হবে সেই ছেলে কবে" কুসুম কুমারী দাস কে শ্রদ্ধাঞ্জলী।

২৭ শে জুন, ২০১৩ রাত ১০:৪৪

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ সেলিম ভাই।

১০| ২৮ শে জুন, ২০১৩ রাত ১২:৫৬

সায়েদা সোহেলী বলেছেন: আদর্শ ছেলের লাইনগুলো ত প্রায়শই ব্যবহৃত হয় অথচ এর জনকের নাম ই জানা ছিলো না :|

ওনেক ধন্যবাদ আরমান , এমন আরও অনেক পোস্ট দেবে আমাদের জন্য সেই প্রত্যাশা রইলো

ভালো থেক ভাইয়া

২৮ শে জুন, ২০১৩ রাত ১:০১

একজন আরমান বলেছেন:
হ্যাঁ আমরা সবাই বিখ্যাতদের নাম জানি, কিন্তু তাদের পেছনের ইতিহাস জানি না।

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।
যতোদিন লিখালিখি করবো চেস্টা থাকবে ভালো কিছু দেবার। :)

আপনিও অনেক অনেক ভালো থাকবেন আপু। :)

১১| ২৮ শে জুন, ২০১৩ রাত ১:১৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: জীবন বাবুর মা কুসুমকুমারী দাশ এটা তো জানতাম ই না !


সুন্দর পোস্ট!

২৮ শে জুন, ২০১৩ রাত ১:২৫

একজন আরমান বলেছেন:
এখন তো জেনে গেলেন। :)

ধন্যবাদ মাসুম ভাই। :)

১২| ২৮ শে জুন, ২০১৩ রাত ৩:৪৫

বৃতি বলেছেন: কুসুমকুমারী দাশ সম্পর্কে কিছু জানা ছিল আগে থেকেই । পোস্টে অনেক ভালো লাগা ।

২৮ শে জুন, ২০১৩ ভোর ৫:০৮

একজন আরমান বলেছেন:
ইচ্ছে ছিল বরিশালের সব বিখ্যাত ব্যাক্তিদের তুলে ধরবো নতুন করে। তারই ধারাবাহিকতায় এই পোস্ট !

অনেক ধন্যবাদ।

১৩| ২৮ শে জুন, ২০১৩ ভোর ৬:২৪

কাজী মামুনহোসেন বলেছেন: স্বপ্নবাজ অভি বলেছেন: অতঃপর একজন আরমানের এক খানা পোষ্টের বদৌলতে এক রত্নগর্ভা মায়ের সম্পর্কে জানিলাম ! ধন্যবাদ একজন আরমান !

২৮ শে জুন, ২০১৩ ভোর ৬:৩৮

একজন আরমান বলেছেন:
আপনাকেও ধন্যবাদ মামুন ভাই। :)

১৪| ২৮ শে জুন, ২০১৩ সকাল ৭:৫৮

আমিনুর রহমান বলেছেন:


মহীয়সী এক নারী'র কথা জানলাম। "আমাদের দেশে হবে সেই ছেলে কবে
কথায় না বড় হয়ে কাজে বড় হবে ?" এই কবিতার কথা জানতাম তা যে উনার লিখা তা তোর এই পোষ্টের মাধ্যমে জানলাম। ধন্যবাদ এমনটি পোষ্টের জন্য ...

২৮ শে জুন, ২০১৩ সকাল ১১:৪৩

একজন আরমান বলেছেন:
আপনাকেও ধন্যবাদ ভাইয়া।
তা এই পোস্টের জন্য কোন বই গিফট পাবো না? :#) :#) :P

১৫| ২৮ শে জুন, ২০১৩ সকাল ১১:৫৮

অপর্ণা মম্ময় বলেছেন: আদর্শ ছেলে কবিতাটা খুব উৎসাহমূলক কবিতা !

২৮ শে জুন, ২০১৩ দুপুর ১২:০৩

একজন আরমান বলেছেন:
জি হ্যাঁ।

ধন্যবাদ।

১৬| ২৮ শে জুন, ২০১৩ দুপুর ১২:০২

দূর দ্বীপবাসীণি বলেছেন: চমৎকার একটা পোস্ট।মহীয়সী এক নারীর কথা জানলাম।
ধন্যবাদ আরমান ।

২৮ শে জুন, ২০১৩ দুপুর ১২:০৪

একজন আরমান বলেছেন:

আপনাকেও ধন্যবাদ আপু।

কেমন আছেন?
অনেক দিন পর !

১৭| ২৮ শে জুন, ২০১৩ বিকাল ৩:০০

সপ্নাতুর আহসান বলেছেন: মহীয়সী এক নারীর কথা জানলাম।
তথ্য বহুল পোস্ট, সেই সাথে লিঙ্কের জন্য ধন্যবাদ।
ধন্যবাদ আরমান ভাই।

২৮ শে জুন, ২০১৩ বিকাল ৩:১৪

একজন আরমান বলেছেন:
আপনাকেও ধন্যবাদ আহসান ভাই। :)

১৮| ২৮ শে জুন, ২০১৩ বিকাল ৩:০৩

কান্ডারি অথর্ব বলেছেন:
আমাদের দেশে হবে সেই ছেলে কবে
কথায় না বড় হয়ে কাজে বড় হবে


আরমান তোমাকে ধন্যবাদ এমন সুন্দর একটি পোস্ট দেয়ার জন্য।

২৮ শে জুন, ২০১৩ বিকাল ৩:১৫

একজন আরমান বলেছেন:
আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া। :)

১৯| ২৮ শে জুন, ২০১৩ বিকাল ৩:০৭

বোকামন বলেছেন:





চমৎকার সুন্দর একটি পোস্ট !!
কৃতজ্ঞতা জানাচ্ছি
এই ধরনরে পোস্ট আপনার কাছ থেকে আরো পাওয়ার প্রত্যাশা রইলো :-)

ভালো থাকুন নিরন্তর
শুভকামনা....

২৮ শে জুন, ২০১৩ রাত ৮:৪১

একজন আরমান বলেছেন:
আশা করছি ধারাবাহিকতা রক্ষার্থে আরও দিবো এই ধরনের পোস্ট।

অনেক ধন্যবাদ ভাই। :)

২০| ২৮ শে জুন, ২০১৩ বিকাল ৩:১৫

শ্রাবণ জল বলেছেন: মাসুম আহমদ ১৪ বলেছেন: জীবন বাবুর মা কুসুমকুমারী দাশ এটা তো জানতাম ই না !

পোস্টে ভাল লাগা।

২৮ শে জুন, ২০১৩ রাত ৮:৫৩

একজন আরমান বলেছেন:
এখন তো জানলেন।

ধন্যবাদ।
ভালো থাকুন। :)

২১| ২৮ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০৭

শুকনোপাতা০০৭ বলেছেন: দারুন একটা পোষ্ট :) অনেক কিছুই জানলাম :)

২৮ শে জুন, ২০১৩ রাত ৯:০৭

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ আপু। :)

২২| ২৯ শে জুন, ২০১৩ রাত ১:১৩

স্নিগ্ধ শোভন বলেছেন:
B:-) B:-) B:-) B:-)

যার মা এত বড় মাপের কবি সেতো কবিদের রাজা হবেই।



পোস্টে ++++++


২৯ শে জুন, ২০১৩ রাত ১:৩৮

একজন আরমান বলেছেন:
হুম। সেটাই। :)

তোরে দেখি না কেন আজকাল? (কাইন্দা ভাসায়ালানের ইমু হইবে)

২৩| ২৯ শে জুন, ২০১৩ রাত ১:৩০

মর্তুজা হাসান সৈকত বলেছেন: চমৎকার পোস্ট । পড়ে ভালো লাগলো খুব ।

২৯ শে জুন, ২০১৩ রাত ১:৩৯

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ সৈকত ভাই।

২৪| ২৯ শে জুন, ২০১৩ রাত ২:১২

স্নিগ্ধ শোভন বলেছেন:
কেন আসি নাই তাহা বলতে গেলে এক খান কবিতা লিখা হয়ে যাবে।

যাই হোক; দেখা হলে কথা হবে।

২৯ শে জুন, ২০১৩ রাত ২:৪৬

একজন আরমান বলেছেন:
আচ্ছা ঠিক আছে।

২৫| ২৯ শে জুন, ২০১৩ সকাল ১০:০১

নীল-দর্পণ বলেছেন: জানা হলো

২৯ শে জুন, ২০১৩ সকাল ১০:০৬

একজন আরমান বলেছেন:
:)

২৬| ২৯ শে জুন, ২০১৩ বিকাল ৫:১৭

তুন্না বলেছেন: দারুন একটা পোষ্ট।
অনেক গুলো +++++++++++++++++++++++++++++ রইলো ।

৩০ শে জুন, ২০১৩ রাত ১০:১৭

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ আপু। :)

২৭| ০১ লা জুলাই, ২০১৩ বিকাল ৫:২০

মুশাসি বলেছেন: খুব ভালো পোষ্ট
++++++

০১ লা জুলাই, ২০১৩ রাত ১০:৩৯

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভ্রাতা। :)

২৮| ০২ রা জুলাই, ২০১৩ রাত ১২:৩৭

কালোপরী বলেছেন: :)

৪৪০০ তম কমেন্ট করছি তোর পোস্টে

ভাল থাকিস ভাইয়া :) সবসময়

০২ রা জুলাই, ২০১৩ রাত ১:০২

একজন আরমান বলেছেন:
বাহ স্মরণীয় !

মিস্টি কই?

ভালো থাকতেও চাই। শুভকামনা রেখে দিলাম আপু। :)

তুমিও অনেক ভালো থেকো। :)

২৯| ০২ রা জুলাই, ২০১৩ রাত ১:৩৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব চমৎকার আরমান। এই ধরনের পোষ্ট আরো চাই।

০২ রা জুলাই, ২০১৩ রাত ২:২৫

একজন আরমান বলেছেন:
এই ধরনের পোস্ট লিখার জন্য একটু সময় বেশি লাগে। তাই বেশি দেওয়া হয় না। আশা করছি আরও দিবো। বরিশাল শেষ করে অন্য জায়গার বরেণ্য ব্যাক্তিদের নিয়েও পোস্ট দেবার ইচ্ছা আছে।


ধন্যবাদ ভাইয়া। :)

৩০| ০২ রা জুলাই, ২০১৩ রাত ১:৪৪

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দারুন পোস্ট।
প্রায়ই উনাদের কথা আসে কবিতা বিষয়ক আড্ডা দিলে।
জীবনানন্দ তো প্রিয় কবি।
আর কুসুমকুমারী দাশের কবিতা আগে মুখস্ত জানতাম।

০২ রা জুলাই, ২০১৩ রাত ২:২৮

একজন আরমান বলেছেন:
ওনার একটা কবিতা ছোটবেলায় আমরা সবাই পড়েছি। আর এখনও মনে হয় সবার মুখস্ত আছে !

ধন্যবাদ প্রিয় দুর্জয় ভাই। :)

৩১| ০২ রা জুলাই, ২০১৩ রাত ২:২৫

নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: ভাল্লাগলো পোস্ট

প্লাস লন

:D

০২ রা জুলাই, ২০১৩ রাত ২:২৯

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভ্রাতা। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.