নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী !!!\n\nমেইল করতে চাইলে: [email protected]

একজন আরমান

জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী!

একজন আরমান › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসা মানে

০৩ রা জুলাই, ২০১৩ রাত ১:১৪

আমার কাছে ভালোবাসা মানে,

ধোঁয়ার মতো দৃশ্যমান কিন্তু অস্পৃশ্য কিছু!



আমার কাছে ভালোবাসা মানে,

রেল লাইনের মতো সমান্তরাল কিছু!



আমার কাছে ভালোবাসা মানে,

তোমাকে স্পর্শ করতে চাওয়ার দুর্বার স্পর্ধা!



আমার কাছে ভালোবাসা মানে,

বস্তাপচা কিছু অনুভূতির সমষ্টি।



আমার কাছে ভালোবাসা মানে,

হুইস্কির গলা ধরা তীব্র ঝাঁজ।



আমার কাছে ভালোবাসা মানে,

সিগারেটের শেষ প্রান্তের ঝাঁঝালো নিকোটিন।



আমার কাছে ভালোবাসা মানে,

তোমার জন্য নিরর্থক রাত্রি জেগে থাকা।



আমার কাছে ভালোবাসা মানে,

পাগলের অর্থহীন প্রলাপ !



আমার কাছে ভালোবাসা মানে,

আমার একান্ত কিছু পাগলামি।



আমার কাছে ভালোবাসা মানে,

তুমিহীনা তোমাকে ভালোবেসে যাওয়া।



- একজন আরমান

১৩/০৫/২০১৩

রাত ০৩:৩৯:১৬



সাইট লিংক

মন্তব্য ১০৮ টি রেটিং +২৩/-০

মন্তব্য (১০৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১:১৬

আমিনুর রহমান বলেছেন:


আমার কাছে ভালোবাসা মানে,
তুমিহীনা তোমাকে ভালোবেসে যাওয়া।

বাহ ! বেশ !


ভালোবাসানুভুতিতে +++

০৩ রা জুলাই, ২০১৩ রাত ১:১৯

একজন আরমান বলেছেন:
আমার বরিশালানুভুতিতে আঘাত দিয়া এখন ভালোবাসানুভুতিতে প্লাস !!
ভালোবাসার অনুভূতির থিকাও আমার বরিশালানুভুতি বেশি স্পর্শকাতর !!! :P

ধন্যবাদ ভাইয়া। :)

২| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১:১৭

কান্ডারি অথর্ব বলেছেন:

আমার কাছে ভালোবাসা মানে,
সিগারেটের শেষ প্রান্তের ঝাঁঝালো নিকোটিন।

সহমত। এইটা খুব জ্ঞানী কথা বলছ। তোমারে ধইন্যা এমন মুল্যবান কবিতার জন্য।

০৩ রা জুলাই, ২০১৩ রাত ১:২২

একজন আরমান বলেছেন:
ভাইয়া এইটা কি সিরিয়াস মন্তব্য ছিল? :-B

আমার মাথার উপরে দিয়া গেছে। /:)

৩| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১:২১

সঞ্জয় নিপু বলেছেন: এস আই টুটুলের একটা গান আমি সবসময় গুন গুন করে গাই সেই অনবদ্য গানের লাইন টি হল -

যদি দুঃখ দাও তবে
এই মনে হবে
ভালবাসা মানে
তোমায় না পাওয়া

তোমার কবিতার সাথে যেটার অনেক মিল।

কেমন আছো আরমান ?

০৩ রা জুলাই, ২০১৩ রাত ১:২৩

একজন আরমান বলেছেন:
শোনা হয়নি গানটি।

এইতো বেঁচে আছি কঠিন পৃথিবীতে !

আপনি কেমন আছেন সঞ্জয় দা?

৪| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১:২৪

স্বপ্নবাজ অভি বলেছেন: আমার কাছে ভালোবাসা মানে,
তুমিহীনা তোমাকে ভালোবেসে যাওয়া।

০৩ রা জুলাই, ২০১৩ রাত ১:২৬

একজন আরমান বলেছেন:
আমার কাছে ভালোবাসা মানে,
তোমাকে স্পর্শ করতে চাওয়ার দুর্বার স্পর্ধা!

৫| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১:২৬

কান্ডারি অথর্ব বলেছেন:
মন্তব্য মাথার উপর দিয়া গেলো এইটা আবার কেমন ?

আমিতো সিরিয়াসলি মন্তব্য করলাম। :(

০৩ রা জুলাই, ২০১৩ রাত ১:৩৩

একজন আরমান বলেছেন:
ওহ। দুঃখিত ভাইয়া।
আমার অবস্থা বুঝতে আপনার মোবাইল এর এসএমএস চেক করেন। :(

৬| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১:২৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ভালোবাসা মানে একান্তে তুমি , আমি আর শূন্যতা ! ঠিক না আরমান ভাই !

০৩ রা জুলাই, ২০১৩ রাত ১:৩৪

একজন আরমান বলেছেন:
আমার কাছে এখন তো শুধু শূন্যতাই মনে হয় রে ভাই !!!

৭| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১:৩০

টুম্পা মনি বলেছেন: বেশ ভালো লিখেছেন। শুভেচ্ছা।

০৩ রা জুলাই, ২০১৩ রাত ১:৩৪

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ টুম্পা মনি :)

৮| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১:৩১

সঞ্জয় নিপু বলেছেন: ভালো আছি । চাকুরী করছ নাকি এখন ?

০৩ রা জুলাই, ২০১৩ রাত ১:৩৫

একজন আরমান বলেছেন:
সে আর পেলাম কই রে ভাই? :(

৯| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১:৫১

বাংলার হাসান বলেছেন: আমার কাছে ভালোবাসা মানে,
ধোঁয়ার মতো দৃশ্যমান কিন্তু অস্পৃশ্য কিছু!


আরমান তুমি তো মিয়া সেইরম কবি হয়ে যাচ্ছ। মিঠাই খাওয়াও

০৩ রা জুলাই, ২০১৩ রাত ১:৫৮

একজন আরমান বলেছেন:
আমি আর কবি !!! B:-) B:-) B:-)

ভাই এই কথা জানি কবিরা টের না পায়, পাইলে কিন্তু আমারে আলু ভর্তা বানায়া ফেলবে !

১০| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১:৫৫

অনির্বাণ তন্ময় বলেছেন:
"আমার কাছে ভালোবাসা মানে,
তুমিহীনা তোমাকে ভালোবেসে যাওয়া"

লাইনটা ভালো লাগল। তবে তারচেয়েও বেশি ভালো লাগছে

"আমার কাছে ভালোবাসা মানে,
বস্তাপচা কিছু অনুভূতির সমষ্টি"

ভালো লাগা রইল।

০৩ রা জুলাই, ২০১৩ রাত ১:৫৮

একজন আরমান বলেছেন:
অনেক ধন্যবাদ ছোটভাই।
কেমন আছো?
অনেক দিন কোন খোঁজ খবর নাই !

১১| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১:৫৯

শাহজাহান মুনির বলেছেন:
আমার কাছে ভালোবাসা মানে,
তোমার জন্য নিরর্থক রাত্রি জেগে থাকা


দারণ হইছে বস ।

০৩ রা জুলাই, ২০১৩ রাত ২:০৯

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ মুনির ভাই।
পাঠে কৃতজ্ঞতা। :)

১২| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ২:২২

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: এই এক শিরোনামে যে কত কত কবিতা লিখা হইছে তাঁর কোন হিসাব নাই ।

যাউগ্যা , কবিতা ভালা হইছে , কমেন্ট গুলান পইড়া বেশী মজা পাইছি যদিও ।

০৩ রা জুলাই, ২০১৩ রাত ২:৩৩

একজন আরমান বলেছেন:
কিচ্ছু করার নাই, বউ বাপের বাড়ি !!!

বাংলা নতুন কোন শব্দ তৈরি করতে পারি নাই এখনও। পারলে দিতাম। :(
গল্পে ইংরেজি শব্দের ব্যাবহার করছি অনেক কিন্তু বাংলা কবিতায় ইংরেজি নাম দিতে কেমন জানি লাগে তাই দেই না।
ফাও ফাও মজা নিয়া গেলা?
জন্মদিনের খাওনডা খাওয়াইলা না তো। :(

১৩| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ২:৪১

সপ্নাতুর আহসান বলেছেন: আমার কাছে ভালোবাসা মানে,
মায়ের হাতে ধোঁয়া ওঠা এক কাপ চা।

০৩ রা জুলাই, ২০১৩ রাত ২:৪৫

একজন আরমান বলেছেন:
ভালোবাসার ধরন আছে, আমি একটা নিয়ে কথা বলেছি আর আপনি অন্যটা !

১৪| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ২:৫৫

স্নিগ্ধ শোভন বলেছেন: ষষ্ঠ ভাললাগা।


আমার কাছে ভালোবাসা মানে
তোমার জন্য সর্বস্ব উজাড় করে বসে থাকা
আর তুমি আসবে বলে একটি অনিশ্চিত ক্ষণের প্রতিক্ষায় থাকা।।


দোস্ত আমিও তিন লাইন লিখে ফেললাম।
ইচ্ছে হলে এড করে দিস :)


+++++

০৩ রা জুলাই, ২০১৩ রাত ৩:৫১

একজন আরমান বলেছেন:
ফাও অ্যাড করে কি লাভ?
নতুন একটা লিখে ফেল।
আর নাম দে ভালোবাসা মানে- ভার্শন টু। :)

১৫| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ৩:১২

*কুনোব্যাঙ* বলেছেন: ভালোবাসা মানে ভালোবাসার মানে নিয়ে মাঝরাতে কবিতা লেখা :D

০৩ রা জুলাই, ২০১৩ রাত ৩:৫৪

একজন আরমান বলেছেন:
বাহ !
ভালোই বলছেন ! :)

১৬| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ৩:১৭

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: :) :) :)


০৩ রা জুলাই, ২০১৩ রাত ৩:৫৬

একজন আরমান বলেছেন:
এই গল্পটা লেখার পেছনে কিন্তু তোমার হাত ছিল আপু। :)

১৭| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ৩:১৯

মুশাসি বলেছেন: সাধু ! সাধু !! :)

০৩ রা জুলাই, ২০১৩ ভোর ৪:০০

একজন আরমান বলেছেন:
মধু মধু !! :)

১৮| ০৩ রা জুলাই, ২০১৩ ভোর ৪:০০

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:


হা হা হা ... হুম ... আমাদের ভাই বোন কাব্য মে বি ... :P


+++++++

০৩ রা জুলাই, ২০১৩ ভোর ৪:০১

একজন আরমান বলেছেন:
হাহা
হুম।
ওহ উপরে ভুলে গল্প বলে ফেলেছি কবিতার জায়গায়। :P

নেটের প্রবলেমের সাথে সাথে মাথারও প্রবলেম বেড়ে গেছে। :P

১৯| ০৩ রা জুলাই, ২০১৩ ভোর ৪:১১

স্নিগ্ধ শোভন বলেছেন:
ওকে ওকে আমিও দিমু , ভালোবাসা মানে- ভার্শন টু B-) B-)

০৩ রা জুলাই, ২০১৩ ভোর ৪:১৬

একজন আরমান বলেছেন:
আচ্ছা। অপেক্ষায় রইলাম কিন্তু। :)

২০| ০৩ রা জুলাই, ২০১৩ ভোর ৪:৪৯

বৃতি বলেছেন: আপনার ভালবাসার মানে সবাই জেনে ফেলল B-)
কবিতায় ভালো লাগা থাকল আরমান ।

০৩ রা জুলাই, ২০১৩ রাত ১০:০৮

একজন আরমান বলেছেন:
সবাই জেনে ফেললেও কেউ একজনের কাছে হয়তো অজানাই থেকে যাবে !

ধন্যবাদ বৃত্তি।
ভালো থাকুন।

২১| ০৩ রা জুলাই, ২০১৩ ভোর ৬:০২

মাক্স বলেছেন: আমার কাছে ভালোবাসা মানে সাতসকালে হাই তোলা ;)

০৩ রা জুলাই, ২০১৩ রাত ১০:১০

একজন আরমান বলেছেন:
তার আগে পরে কিছু নাই? ;)

২২| ০৩ রা জুলাই, ২০১৩ সকাল ১০:১৯

মর্তুজা হাসান সৈকত বলেছেন: অনুভুতির অপূর্ব প্রকাশ ভাই ।

০৩ রা জুলাই, ২০১৩ রাত ১০:১১

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ সৈকত ভাই। :)

২৩| ০৩ রা জুলাই, ২০১৩ সকাল ১১:২০

মামুন রশিদ বলেছেন: ভালোবাসার বাণী বাই আরমান :P



সিদ্ধ হস্ত হয়ে উঠছেন দিন কে দিন..
-
-
-
-
-
-
.
.
.
.
.
.



ভালোবাসায় !!!

০৩ রা জুলাই, ২০১৩ রাত ১০:২২

একজন আরমান বলেছেন:
ভাইরে এতো সিদ্ধ হয়ে কি লাভ? /:) /:) /:)

২৪| ০৩ রা জুলাই, ২০১৩ সকাল ১১:৪০

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ভালবাসা মানে হুধাই টাইম লস। ;)

০৩ রা জুলাই, ২০১৩ রাত ১০:২৩

একজন আরমান বলেছেন:
যার কাছে যেমন মানে ! :)

২৫| ০৩ রা জুলাই, ২০১৩ সকাল ১১:৫২

সিয়ন খান বলেছেন: আমার কাছে ভালোবাসা মানে,
আমার একান্ত কিছু পাগলামি।
ঠিক।

০৩ রা জুলাই, ২০১৩ রাত ১০:২৪

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ সিয়ন ভাই। :)

২৬| ০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ১:১৫

নীল-দর্পণ বলেছেন: আমার কাছে ভালোবাসা মানে,
পাগলের অর্থহীন প্রলাপ !

আমার কাছে ভালোবাসা মানে,
আমার একান্ত কিছু পাগলামি।

আমার কাছে ভালোবাসা মানে,
তুমিহীনা তোমাকে ভালোবেসে যাওয়া।

০৩ রা জুলাই, ২০১৩ রাত ১০:২৫

একজন আরমান বলেছেন:
আমার কাছে ভালোবাসা মানে,
ধোঁয়ার মতো দৃশ্যমান কিন্তু অস্পৃশ্য কিছু!

২৭| ০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ১:২৯

সায়েম মুন বলেছেন: আমার কাছে ভালোবাসা মানে,
বস্তাপচা কিছু অনুভূতির সমষ্টি।

---এটা একটা পচা হয়েছে। বাকীকথাগুলো সুন্দর।

০৩ রা জুলাই, ২০১৩ রাত ১০:২৭

একজন আরমান বলেছেন:
আমার কাছে আর যথার্থ কোন শব্দ ছিল না, কিন্তু লাইনটা মাথায় ঘুরছিল তাই দিয়েছিলাম।

ধন্যবাদ সায়েম ভাই।

২৮| ০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ১:৩৭

আশিক মাসুম বলেছেন: কবিতা ভাল লেগেছে , কিন্তু এই মাসের কবিতা সঙ্কলন কোথায় ??

০৩ রা জুলাই, ২০১৩ রাত ১১:১৩

একজন আরমান বলেছেন:
একা একা সংকলন চালানো সম্ভব নয়। কান্ডারী ভাই ছাড়া সংকলন !! নো ওয়ে !!! :(

২৯| ০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ১:৫৪

রহস্যময়ী কন্যা বলেছেন: ভালোবাসা মানে কি?? জানিনা তো :P :P :P

০৩ রা জুলাই, ২০১৩ রাত ১১:১৪

একজন আরমান বলেছেন:
সত্যি জানিস না? B:-) B:-) B:-)

৩০| ০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৩:৫০

এ্যাপোলো৯০ বলেছেন: আমার কাছে ভালোবাসা মানে,
পাগলের অর্থহীন প্রলাপ !

আমার কাছে ভালোবাসা মানে,
আমার একান্ত কিছু পাগলামি।

আমার কাছে ভালোবাসা মানে,
তুমিহীনা তোমাকে ভালোবেসে যাওয়া


কপি মেরে রাখতেছি, যথাস্থানে প্রয়োগ হবে :P

০৩ রা জুলাই, ২০১৩ রাত ১১:২০

একজন আরমান বলেছেন:
শুধু শুধু কপি মারার অনুমতি দেওয়া হবে না।
ফুসকা খাওয়াইতে হবে। :P

কেমন আছো?
অনেক দিন পর দেখলাম !

৩১| ০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৪:১৪

দিকভ্রান্ত*পথিক বলেছেন: সলিড ওয়ান আরমান ভাই!

০৩ রা জুলাই, ২০১৩ রাত ১১:২১

একজন আরমান বলেছেন:
অনেক দিন পর !

ধন্যবাদ ভ্রাতা। :)

৩২| ০৩ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ভাল লাগলো

+++++



চাকরী কবে পাইতাছেন ভাই????? :#) :#) :#) :#)

০৩ রা জুলাই, ২০১৩ রাত ১১:২৮

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই।
জানি না কবে পাবো। :(
তবে পাইলে তোমারে ম্যাঙ্গো জুস ঠিকই খাওয়াবো নে। :P :P :P

৩৩| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ৯:১৯

বটবৃক্ষ~ বলেছেন:
বাব্বাহ!! এতো ঝাঁঝ কেন ভালোবাসায়??
চমৎকার হয়েছে ভাইয়া!

স্বপ্নবাজ অভি বলেছেন: ভালোবাসা মানে একান্তে তুমি , আমি আর শূন্যতা ! :(

০৩ রা জুলাই, ২০১৩ রাত ১১:২৯

একজন আরমান বলেছেন:
আমার কাছে ঝাঁঝালো মনে হয় !
কারণটা হয়তো অজানা !!

ধন্যবাদ আপু। :)

আমার কাছে ভালোবাসা মানে,
তুমিহীনা তোমাকে ভালোবেসে যাওয়া।

৩৪| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১০:২৪

আমিভূত বলেছেন: সকালেই পড়েছি :)
সহজবোধ্য অথচ মনের কাব্য !

ভালো লাগা রইল আরমান ভাই ।

০৩ রা জুলাই, ২০১৩ রাত ১১:৩১

একজন আরমান বলেছেন:
কাব্য না অকাব্য জানি না। মাথায় যেই কথাগুলো এসেছিল সেইগুলোই লিখে ফেলেছিলাম !

ধন্যবাদ ভূতাপু। :)

৩৫| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১০:৩০

সোহাগ সকাল বলেছেন: সুন্দর! চমৎকার লিখেছেন আরমান ভাই! :)

০৩ রা জুলাই, ২০১৩ রাত ১১:৩২

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ সোহাগ ভাই। :)

৩৬| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১১:১৫

টানিম বলেছেন: আমার কাছে ভালোবাসা মানে,
তুমিহীনা তোমাকে ভালোবেসে যাওয়া।

+ । খুব সুন্দর লাইন । চালিয়ে যাবেন লেখা ।

০৩ রা জুলাই, ২০১৩ রাত ১১:৩৪

একজন আরমান বলেছেন:
অনেক ধন্যবাদ প্রিয় টানিম ভাই। আপনার নিকের নাম দেখলে আমার শুধু তানিম নামের কথা মনে পড়ে !

৩৭| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১১:১৬

~মাইনাচ~ বলেছেন: আমার কাছে ভাল বাসার কোন মানেই নাই


আমার কাছে ভালোবাসা মানে,
তোমাকে স্পর্শ করতে চাওয়ার দুর্বার স্পর্ধা!

এত স্পর্ধা ভাল না ;)

০৩ রা জুলাই, ২০১৩ রাত ১১:৩৫

একজন আরমান বলেছেন:
হেহেহে।

মাঝে মাঝে কিছু স্পর্ধা করার সাহস থাকতে হয়। ;)

৩৮| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১:২৮

সায়েদা সোহেলী বলেছেন: আমার কাছে ভালোবাসা মানে ,
তুমিহীনা তোমাকে ভালোবেসে যাওয়া

হুম , তবে কিনা ভালোবাসার মানে খুজতে গেলেই বোধয় আর তা ভালোবাসা থাকে নারে ভাইয়া

ভালোবাসা , দোয়া রইলো সকলচাওয়া পুর্নতা পাক

হুইস্কি নিকোটিনের জন্য বকা X(

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১:৫৫

একজন আরমান বলেছেন:
না আপু মানে খুঁজতে গেলেও ভালোবাসা ঠিকই থাকে। তবে ভালোবাসার মানে তখনই খুঁজতে যাওয়া হয় যখন কিনা হতাশার চরম পর্যায়ে কেউ চলে যায় !

অনেক অনেক ধন্যবাদ আপু। :)

আর ওই দুইটা কাব্যিক টার্ম পার্সোনালি দেইখেন না। :P

৩৯| ০৪ ঠা জুলাই, ২০১৩ সকাল ১১:৫১

সািহদা বলেছেন: আমার কাছে ভালোবাসা মানে,
পৃথিবীতে হাজারো মানুষের মাঝে ভালোবাসা একটু আলাদা ।

ভালবাসার মানুষ যতই কষ্ট দিক না কেন ,
তার কথা দিনে একবার হলেও মনে পরা ।

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১০:৩৭

একজন আরমান বলেছেন:
হুম। খারাপ বলেন নি। :)

৪০| ০৪ ঠা জুলাই, ২০১৩ দুপুর ২:৩৮

জাতির নানি বলেছেন: নাতী প্রেম পিরিতি ভাল না

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১০:৩৮

একজন আরমান বলেছেন:
হেহেহে।
নানী এই কথাটা আরও আগে বলার দরকার ছিল !!!

কেমন আছেন?

৪১| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ৮:১৩

এ্যাপোলো৯০ বলেছেন: চলে এসো, ফুচকা খাওয়াবো।

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১০:৩৯

একজন আরমান বলেছেন:
আচ্ছা। আসবো নে। :)

আমি এখন বরিশাল !

৪২| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ১২:১৬

গৃহ বন্দিনী বলেছেন: খালি দুঃখবিলাস নিয়া কবিতা লেখেন ক্যান , হুম?? একটু সুখ শান্তি জাতীয় কিছু লেখতে পারেন না , আরমান ভাই ?? পইড়া যাতে একটু শান্তি শান্তি লাগে =p~ =p~ =p~

০৫ ই জুলাই, ২০১৩ রাত ১২:৫২

একজন আরমান বলেছেন:
আমি চেস্টা তো করি কিন্তু পারি না ! :(

যাই লিখতে যাই শেষে ওই একই মর্মার্থ বের হয় !!
আমার কি দোষ? :(

৪৩| ০৫ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৩০

অপূর্ণ রায়হান বলেছেন: ২০ তম ভালোলাগা ভ্রাতা ++++++

ভালো থাকবেন সবসময় :)

০৬ ই জুলাই, ২০১৩ রাত ১০:২৮

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভ্রাতা। :)

৪৪| ০৫ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪৬

রঙ তুলি ক্যানভাস বলেছেন: আমার কাছে ভালবাসা মানে যাকে নির্দিষ্ট কোনো সংজ্ঞার ফ্রেমে বন্দী করা যায়না। । । ।
বারবার "আমার কাছে.... আমার কাছে...." পড়তে ছন্দ হারাচ্ছিল মনে হল,"ভালবাসা মানে....." হলে খারাপ হত কি? কবিতো কোন ধ্রুব সত্য কিংবা সার্বজনীন সংজ্ঞা দেননা,তার অনুভূতি, মনে হওয়াটাই প্রকাশ করেন,সেক্ষেত্রে বারবার "আমার কাছে" না লিখলে হয়ত খারাপ হতনা,আমার এরকমটা মনে হল আর কি :) চান্সে একটু পাকনামি করে গেলাম :P

০৬ ই জুলাই, ২০১৩ রাত ১০:৩২

একজন আরমান বলেছেন:
আমি একবার ভেবেছিলাম ওরকম। কিন্তু পরে মনে হল প্রতিটা অনুভূতি যেহেতু একান্তই আমার সেহেতু সেটা উল্লেখ করা প্রয়োজন। তাই করেছি। আর কবি কিন্তু মাঝে মাঝে কিছু ধ্রুব সত্য বা সার্বজনীন সংজ্ঞা দিয়েও তার কবিতা রচনা করেন !!! সেই জিনিসটা মাথায় রেখেই "আমার কাছে" ব্যাবহার করা।
ভুল ধরিয়ে দেওয়া বা ফিডব্যাক দেওয়া সহব্লগার হিসেবে আপনার দায়িত্ব। :)

কেমন আছেন আপু?
অনেক দিন পর !!!

৪৫| ০৫ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০৯

তাসজিদ বলেছেন: আমার কাছে ভালোবাসা মানে,
রেল লাইনের মতো সমান্তরাল কিছু!

love is like a train truck. So close, but you can never touch the other side.

০৬ ই জুলাই, ২০১৩ রাত ১০:৪২

একজন আরমান বলেছেন:
হ্যাঁ সেটাই !!!

৪৬| ০৬ ই জুলাই, ২০১৩ সকাল ৭:২০

প্রত্যাবর্তন@ বলেছেন: বেশ ভাল লাগল

০৬ ই জুলাই, ২০১৩ রাত ১০:৪৭

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ। :)

৪৭| ০৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:২৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
মদ আর নিকোটিন দুটো এক সঙ্গে পেলে মন্দ কিছু হয় না! সাক্ষাত ভালোবাসার দ্বৈত যাপণ! রসায়নের পারস্পরিক কাছে টেনে নেওয়ার প্রক্রিয়া! একটা ঘোর; তোমাতে আমাতে ভালোবাসা নামক হ্যালিসিনেশন! তারপর যাপিত জীবনের প্রাণ নাশ করে পরাবাস্তব দু'জনে! B-)

০৬ ই জুলাই, ২০১৩ রাত ১০:৫০

একজন আরমান বলেছেন:
আমার কাছে জীবন্ত লাশ হবার থেকে মৃত লাশ হওয়াই শ্রেয় মনে হয় ! :)

৪৮| ০৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:০২

মাহমুদা সোনিয়া বলেছেন: স্নিগ্ধ লেখা!! ++++

০৬ ই জুলাই, ২০১৩ রাত ১১:০৭

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ আপু। :)

৪৯| ০৭ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: আমার কাছে ভালোবাসা মানে,
তুমিহীনা তোমাকে ভালোবেসে যাওয়া .....................মনে ধরল কবিতা ! +++++++++++++++++++++++++++

০৭ ই জুলাই, ২০১৩ রাত ১১:৩৯

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ আপু। :)

৫০| ০৮ ই জুলাই, ২০১৩ সকাল ৭:২০

দূর দ্বীপবাসীণি বলেছেন: চমৎকার লিখেছ! দারুন লাগলো !
কি খবর তোমার?ক্যামন আছ?

০৮ ই জুলাই, ২০১৩ সকাল ৮:৪৬

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ আপু। আমি আছি আগের মতোই।

আপনি কেমন আছেন? :)

৫১| ০৮ ই জুলাই, ২০১৩ রাত ৮:৩৯

আমি বাঁধনহারা বলেছেন:


ভালো লাগলো:++++++++



ভালো থাকবেন
মনে রাখবেন!!!!

০৯ ই জুলাই, ২০১৩ সকাল ৮:৩৯

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই।
অনেক দিন পর দেখা পেলাম !
কেমন আছেন?

৫২| ১০ ই জুলাই, ২০১৩ সকাল ৮:৫৫

অদৃশ্য বলেছেন:




আমার কাছে ভালোবাসা মানে শূন্যতা... শূন্যতা...

খুব ভালো লাগলো লিখাটি

শুভকামনা...

১০ ই জুলাই, ২০১৩ রাত ৯:০৩

একজন আরমান বলেছেন:
ভিন্ন মানুষ, ভিন্ন মত !
ধন্যবাদ আপনাকে। :)

৫৩| ১১ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৩২

প্রত্যাবর্তন@ বলেছেন: বাহ । ভাল্লাগছে ।

১১ ই জুলাই, ২০১৩ রাত ১১:৩২

একজন আরমান বলেছেন:
dhonnobad. :)

৫৪| ১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৪

অপ্রচলিত বলেছেন: "আমার কাছে ভালোবাসা মানে,
তুমিহীনা তোমাকে ভালোবেসে যাওয়া"

খুব ভালো লাগল শেষ এই লাইন দুটি।

১১ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৩

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ অপ্রচলিত।

ভালো থাকুন। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.