নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী !!!\n\nমেইল করতে চাইলে: [email protected]

একজন আরমান

জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী!

একজন আরমান › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টির কাছে এক জোড়া চিঠি

০৯ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৫১





০১. প্রথম চিঠি



প্রিয়তমা বৃষ্টি,

পত্রের শুরুতে একরাশ রঙ্গন ফুলের ভালোবাসা নিও। জানো তো তোমাকে নিয়ে একটা কবিতা লেখার ইচ্ছে আমার অনেক দিনের। কিন্তু আমি তো ভালো কবিতা লিখতে পারি না। আর তোমাকে নিয়ে ছাইপাশ লিখতেও চাই না। তাই ভয় করে আর তোমাকে নিয়ে আমার লিখা হয়ে ওঠে না। কিন্তু তোমাকে দেখলেই আমার শুধু লিখতে ইচ্ছে করে। এই সেদিনও একটি চিঠি অর্ধ সমাপ্ত লিখে রেখে দিয়েছি। আজও পোস্ট করা হয় নি।



তোমার পরশ নেবার বড় ইচ্ছে ছিল। কিন্তু তোমার ঠাণ্ডা শরীর স্পর্শ করার সাহস আমার এখন নেই। পরে কোন একদিন সময় করে তোমার স্পর্শ নিবো। ভালো থেকো। আমার সাথে দেখা করো। তোমার অপেক্ষায় রইলাম।



ইতি,

তোমার আরমান।





০২. দ্বিতীয় চিঠি



প্রিয়তমা বৃষ্টি,

পত্রের শুরুতে এক গুচ্ছ কদম ফুলের শুভেচ্ছা নিও। তোমার ফিরে আসার জন্য একটা ধন্যবাদ তোমার প্রাপ্য। না বললে হবে না। ধন্যবাদ তোমাকে নিতেই হবে। জানো তো সবাই কিন্তু কথা দিয়ে কথা রাখতে পারে না কিংবা এমনিই রাখে না। সবাই বলে প্রমিজ করা হয় তা ভেঙ্গে ফেলার জন্য ! তাই হয়তো ! দেখোতো কি বলতে কি বলে ফেলছি। আমার মাথাটাই না আজকাল এমন হয়ে গেছে। কখন যে কি বলি তা নিজেই বুঝি না।

যাই হোক তোমার ফিরে আসা আমাকে কতোটা আপ্লুত করেছে তা বলে বোঝাতে পারবো না। আগেরবার বলেছিলাম যে তুমি এরপর আসলে তোমাকে স্পর্শ করবো। তাই আজ তোমাকে স্পর্শ করেছি। তুমি আমি মিলেমিশে একাকার হয়েছি। তোমার শীতল স্পর্শে আজ আমি পবিত্র হয়েছি। ধুয়ে গেছে আমার মাঝের সমস্ত পাপ, দুঃখ, কষ্ট সব। সবকিছু ধুয়ে মুছে একাকার হয়ে গেছে আজ। তুমি কি জানো আমার কেমন অনুভূত হয়েছে? খানিকটা নিরমলেন্দু গুনের মতোই আমার অনুভূতি-

শুধু তোমাকে একবার ছোঁব,

ঐ আনন্দে কেটে যাবে সহস্র জীবন।

শুধু তোমাকে একবার ছোঁব,

অহংকারে মুছে যাবে সকল দীনতা।

শুধু তোমাকে একবার ছোঁব,

স্পর্শসুখে লিখা হবে অজস্র কবিতা।

শুধু তোমাকে একবার ছোঁব,

শুধু একবার পেতে চাই অমৃত আস্বাদ।

শুধু তোমাকে একবার ছোঁব,

অমরত্ব বন্দী হবে হাতের মুঠোয়।

শুধু তোমাকে একবার ছোঁব,

তারপর হব ইতিহাস।

আজ তোমাকে স্পর্শ করে আমি হয়ে গিয়েছি ইতিহাস ! তোমার এ ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। শুধু ভালোবাসা ছাড়া আমার আর কিছুই দেবার নেই তোমায়। ভালো থেকো। ভালোবাসা নিও।



ইতি,

তোমারই আরমান।



সাইট লিংকঃ

মন্তব্য ৯০ টি রেটিং +১৯/-০

মন্তব্য (৯০) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৪২

সািহদা বলেছেন: বাহ !!! আপনিতো ভালো চিঠি লিখতে পারেন । দ্বিতীয় চিঠিটা পরে অনেক ভালো লাগলো কারন আপনি ইতিহাস গড়াতে পেরেছেন । কয়জন পারে এমন করে ইতিহাস গড়তে ???

“আজ তোমাকে স্পর্শ করে আমি হয়ে গিয়েছি ইতিহাস ”

তৃতীয় চিঠি পড়ার অপেক্ষায় রইলাম। ভাল থাকবেন ।

০৯ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৪০

একজন আরমান বলেছেন:
আহাহাহাহাহ।
সত্যি ইতিহাস গড়তে পারলে খারাপ হতো না।

অপেক্ষা শেষ হবে শীঘ্রই।

ধন্যবাদ আপু। :)

২| ০৯ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৪৬

তন্দ্রা বিলাস বলেছেন: জোড়া চিঠি ভাল লাগল।

পরের জোড়া কবে পাব?

০৯ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৭

একজন আরমান বলেছেন:
আশা করছি অতি শীঘ্রই।

ধন্যবাদ ভ্রাতা। :)

৩| ০৯ ই জুলাই, ২০১৩ সকাল ১১:০৬

মাহতাব সমুদ্র বলেছেন: বৃষ্টীর ঠিকানায় আমারো একটা চিঠি পাঠায় দিয়েন।

০৯ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৯

একজন আরমান বলেছেন:
ধুরও মিয়া। একজনের কাছে দুইজন চিঠি লিখলে কিভাবে হবে? :-P :-P :-P

৪| ০৯ ই জুলাই, ২০১৩ সকাল ১১:১৮

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: চিঠির উত্তর কি আসে জানিও ভাইয়া । চিঠি সুন্দর হয়েছে ।

০৯ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৫০

একজন আরমান বলেছেন:
চিঠি তো তার কাছে পোস্ট করাই হয় নি ! :(

ধন্যবাদ আপু।

৫| ০৯ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৩৯

*কুনোব্যাঙ* বলেছেন: বদ্ধ খামে বৃষ্টিকে দিলে হৃদয় হরণ নিশ্চিত :D

০৯ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৫১

একজন আরমান বলেছেন:
আপনি শিউর কচ্চেন তো? :-B :-B :-B

৬| ০৯ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৫৭

মনিরা সুলতানা বলেছেন: চিঠির সাথে তোমার সেই বিখ্যাত বৃষ্টি কে ছুয়ে দেখার ছবি টা ও পোস্ট করেছ তো ?


চমৎকার কাব্যিক পত্রমালা :)

০৯ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৩

একজন আরমান বলেছেন:
ইসসস আগে মনে ছিল না, তাহলে সেই ছবিটাও পোস্ট করে দিতাম।

ধন্যবাদ আপু। :)

৭| ০৯ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:০৩

কান্ডারি অথর্ব বলেছেন:

এই বৃষ্টিটা আবার কেটায় ? নতুন জুটাইলি নাকি ? :D :D :D

কয় দিন আগে না কইলি নদীর লগে তোর প্রেম । তুই পারস বাপ। :P

০৯ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৬

একজন আরমান বলেছেন:
ছিঃ ছিঃ
আপনে বড় ভাই হইয়া আমার নামে এই রকম দুর্নাম রটাইতে পারলেন? /:) /:) /:)

৮| ০৯ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:১৩

স্নিগ্ধ শোভন বলেছেন:

আরমান,

চিঠি পড়িয়া ভালই লাগিলো। কিন্তু চিঠির খামে প্রাপকের ঠিকানা না থাকাই আমি বুঝিয়া উঠিতে পারিতেছিনা যে চিঠিগুলো কাহার উদ্দেশ্যে লিখা হইয়াছে। :||
এই মানব সংসারে দুজন বৃষ্টির সাথে আমার পরিচয় ঘটিয়াছে :#> । একজন তোমার পাশের পারারি রমজান চাচার মেয়ে বৃষ্টি ;) । আরেকজনের সাথে আমাদের সকলেরই দেখা হইয়াছে। সে আর কেহ নয় "মেঘের কন্যা বৃষ্টি"। :P

তুমি কাহারে উদ্দেশ্য করিয়া লিখিয়াছ ? B:-)

বি.দ্র:- রমজান চাচার মেয়েকে উদ্দেশ্য করিয়া চিঠি লিখিলে তোমার শিগ্রই বরিশাল ছাড়া ফরজ হইয়া গিয়াছে ! :P :P ;)












০৯ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৭

একজন আরমান বলেছেন:
ছিঃ ছিঃ দোস্ত তুইও আমার নামে বদনাম ছড়ানো শুরু কইরা দিলি? /:) /:) /:)

৯| ০৯ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:২৪

আমিনুর রহমান বলেছেন:



আমি কান্তে আছি ...

০৯ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৭

একজন আরমান বলেছেন:
কেন?
কান্দার কি হইলো? :|| :|| :||

১০| ০৯ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৫৫

সিয়ন খান বলেছেন: বৃষ্টি কে জানতে মুন চায়। :P :P
চিঠি দারুন হইছে।

০৯ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৮

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ সিয়ন ভাই।
এইবারের মতো মাফ করেন। /:) /:) /:)

১১| ০৯ ই জুলাই, ২০১৩ দুপুর ২:১৪

স্বপ্নবাজ অভি বলেছেন: সিয়ন খান বলেছেন: বৃষ্টি কে জানতে মুন চায়। :P :P
চিঠি দারুন হইছে।

০৯ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৮

একজন আরমান বলেছেন:
কিরে ভাই সবাই একই কথা কেন? /:) /:) /:)

১২| ০৯ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৩১

সমুদ্র কন্যা বলেছেন: বৃষ্টিতো আজকে সকালেও আসছিল। মেয়ের মাথায় বুদ্ধি বলতে কিছু নাই। কখন আসতে হবে, কখন না সেইটাই বুঝে না।

০৯ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৯

একজন আরমান বলেছেন:
আসলেই এই মাইয়াটার মাথায় কোন বুদ্ধি নাই। :(

১৩| ০৯ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:০২

রহস্যময়ী কন্যা বলেছেন: বৃষ্টি কিডা ভাইজান??? ;) ;) ;)

০৯ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৯

একজন আরমান বলেছেন:
বলবো না। :P :P :P

১৪| ০৯ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:০৫

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: :(( :(( :(( :(( :(( :((

০৯ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:০০

একজন আরমান বলেছেন:
কি ব্যাপার মন্ত্রী সাহেব আপনি কাঁদছেন কেন?
আপনার চেয়ার ধরে কেউজ টান দিয়েছে নাকি? :-/ :-/ :-/

১৫| ০৯ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৩

টুম্পা মনি বলেছেন: সাবরিনা সিরাজী তিতির বলেছেন: চিঠির উত্তর কি আসে জানিও ভাইয়া । চিঠি সুন্দর হয়েছে
সমুদ্র কন্যা বলেছেন: বৃষ্টিতো আজকে সকালেও আসছিল। মেয়ের মাথায় বুদ্ধি বলতে কিছু নাই। কখন আসতে হবে, কখন না সেইটাই বুঝে না।
রহস্যময়ী কন্যা বলেছেন: বৃষ্টি কিডা ভাইজান??? ;) ;) ;)

=p~ =p~ =p~ =p~

০৯ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:০১

একজন আরমান বলেছেন:
চিঠি তো তার কাছে পোস্ট করাই হয় নি !!! :( :( :(

না মানে ইয়ে মানে... :!> :!> :#>

১৬| ০৯ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:০৪

কান্ডারি অথর্ব বলেছেন:

হয় যদি বদনাম হোক আর, বৃষ্টি তোমারই নয় অন্যকারও B-)

০৯ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:১৮

একজন আরমান বলেছেন:
ছিঃ ছিঃ

এই বৃষ্টি সেই বৃষ্টি না। আপনি ভুল করছেন। /:) /:) /:)

১৭| ০৯ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:১৭

সোহাগ সকাল বলেছেন: দু'টো চিঠিই অনেক সুন্দর।

০৯ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:১৯

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ সোহাগ ভাই। :)

১৮| ০৯ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:২২

আমি ইহতিব বলেছেন: ঘন ঘন বরিশাল যেয়ো আরমান, তাহলে আমরাও ঘন ঘন এমন রোমান্টিক পোস্ট পাবো ;)

চিঠি ভালো হয়েছে।

০৯ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩

একজন আরমান বলেছেন:
না আপু যা ভাবছেন ঠিক তা না। :(

যদিও আজকে আমি বরিশাল থেকে এসেছি। :P

১৯| ০৯ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৩০

নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: চখাম চখাম B-) B-)

০৯ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫

একজন আরমান বলেছেন:
ধইন্না পাতা। :)

২০| ০৯ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৫৩

অপর্ণা মম্ময় বলেছেন: ভালোবাসায় সয়লাব হয়ে যাচ্ছে আরমানের দুনিয়া :P ! রঙ্গন আর কদম ফুল কি আপনার প্রিয় নাকি চিঠির প্রাপকের প্রিয় ?

শুভেচ্ছা রইলো

০৯ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:০৮

একজন আরমান বলেছেন:
তাও তো ভালো ছিল কিন্তু তা আর হল কই? বাংলালিংক দামে কি আর ভালোবাসা পাওয়া যায় নাকি? :(

ইয়ে মানে আমার প্রিয় রঙ্গন আর প্রাপকের প্রিয় কদম। :!> :!> :#>

ধন্যবাদ আপু। :)

২১| ০৯ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৫৯

গোলাপ ভাই বলেছেন:


গোলাপের ছবি দেখে চলে আসলাম ;)
এতু ভালুবাসা নিয়ে কেমন্তে থাকিস !!!

০৯ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:১১

একজন আরমান বলেছেন:
আরে গোলাপ ভাই যে ! সালামুয়ালাইকুম। কেমন আছেন? ;)

ইয়ে মানে ভালোবাসা তো সব মনের মধ্যে রাখি না কিছু ব্যাগের মধ্যে আর কিছু মানিব্যাগের মধ্যেও রাখি আর ভাবতেছি ব্যাংকে নতুন একটা একাউন্ট খুইলা সেইখানেও কিছু জমানো শুরু করমু। ;)

২২| ০৯ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪

মাক্স বলেছেন: চমৎকার!

০৯ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:১২

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ :)

২৩| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ৮:৩৩

মামুন রশিদ বলেছেন: দারুন ভালোবাসাময় চিঠি, আপনার অনুভুতির সাথে নির্গুনদা'র কবিতাটাও দারুন ভাবে মিলে গেলো ।


শুধু তোমাকে একবার ছোঁব,
ঐ আনন্দে কেটে যাবে সহস্র জীবন।
শুধু তোমাকে একবার ছোঁব,
অহংকারে মুছে যাবে সকল দীনতা।
শুধু তোমাকে একবার ছোঁব,
স্পর্শসুখে লিখা হবে অজস্র কবিতা।
শুধু তোমাকে একবার ছোঁব,
শুধু একবার পেতে চাই অমৃত আস্বাদ।
শুধু তোমাকে একবার ছোঁব,
অমরত্ব বন্দী হবে হাতের মুঠোয়।
শুধু তোমাকে একবার ছোঁব,
তারপর হব ইতিহাস।


'একজন আরমান' কি ইতিমধ্যে ইতিহাস হয়ে গেছে ???

০৯ ই জুলাই, ২০১৩ রাত ১১:০৬

একজন আরমান বলেছেন:
হ্যাঁ সেটা তো চিঠিতেই বলেছি যে গুনের কথার মতো আমার অবস্থা হয়েছে !!!

ইতিহাস হবার জন্য একবার ছুঁয়ে দেখতে হবে !!!

২৪| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ৯:০৯

সপ্নাতুর আহসান বলেছেন: ভালোবাসায় সয়লাব চিঠি ভাল হইছে।

উত্তর কি পাওয়া গেছে? উত্তর পাওয়া গেলে পোস্ট দেন তাড়াতাড়ি।

০৯ ই জুলাই, ২০১৩ রাত ১১:০৮

একজন আরমান বলেছেন:
চিঠি তো তার কাছে পৌঁছেই নি !!! :(

২৫| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ৯:৩৪

সায়েম মুন বলেছেন: পত্র আর গুণের কবিতায় চমৎকার একটা পোস্ট।
পত্রের জবাবটাও জানতে চাই। #:-S

০৯ ই জুলাই, ২০১৩ রাত ১১:২৩

একজন আরমান বলেছেন:
পত্র তো দেই ই নি উত্তর পাবো কিভাবে? :(

২৬| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ৯:৪৩

শাহজাহান মুনির বলেছেন: আজ তোমাকে স্পর্শ করে আমি হয়ে গিয়েছি ইতিহাস !


দারুণ বলেছেন। চিঠি অনেক সুন্দর হয়েছে।

০৯ ই জুলাই, ২০১৩ রাত ১১:২৪

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ মুনির ভাই। :)

২৭| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ১১:০৮

সেলিম আনোয়ার বলেছেন: আআমি ভাবলাম বৃষ্টির কাছে চিঠি।যা গরম লাগছে।বৃষ্টি হলে খুব ভাল হতো ।

০৯ ই জুলাই, ২০১৩ রাত ১১:২৪

একজন আরমান বলেছেন:
বৃষ্টির কাছেই তো লিখা !!!

২৮| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ১১:৪১

সািহদা বলেছেন: সেলিম আনোয়ার বলেছেন: আআমি ভাবলাম বৃষ্টির কাছে চিঠি।যা গরম লাগছে।বৃষ্টি হলে খুব ভাল হতো ।

আসলেই খুব গরম পড়ছে বৃষ্টি আসলে ভালো লাগতো আর আরমান ভাই ও চিঠিটা বৃষ্টির কাছে পোষ্ট করতে পারতো ।

০৯ ই জুলাই, ২০১৩ রাত ১১:৪৮

একজন আরমান বলেছেন:
কিছু চিঠি পোস্ট না করার জন্যই লিখা হয় !!!

শিশিরের কাছেও দুটো চিঠি লিখা আছে !
সেগুলোও কখনো পোস্ট করা হয়নি !!
হয়তো হবেও না কখনো !!!

২৯| ১০ ই জুলাই, ২০১৩ রাত ১২:১৮

সািহদা বলেছেন: শিশিরের চিঠি কি আমি পরেছি?? মনে হয় পরি নাই।
শিশিরের চিঠি পরার অপেক্ষায় রহিলাম।

১০ ই জুলাই, ২০১৩ ভোর ৬:২৭

একজন আরমান বলেছেন:
না কেউই পড়ে নি। অবশ্যই পোস্ট করবো। :)

৩০| ১০ ই জুলাই, ২০১৩ রাত ১২:১৯

স্নিগ্ধ শোভন বলেছেন: কান্ডারী অথর্ব বলেছেন:
হয় যদি বদনাম হোক আর, বৃষ্টি তোমারই নয় অন্যকারও । B-) B-) B-) B-) B-)






দোস্ত আমি আবার কখন তোর নামে বদনাম ছড়াইলাম । আমিতো তোরে শুধু সাবধান করলাম।

;) ;)

১০ ই জুলাই, ২০১৩ ভোর ৬:২৯

একজন আরমান বলেছেন:
বাজে কথা বলিস না। /:) /:) /:)

৩১| ১০ ই জুলাই, ২০১৩ রাত ১২:৫৪

তারছেড়া লিমন বলেছেন: ভাইজান মুনে একখান প্রশ্ন জাগিছে কতাডা হইলো বৃষ্টি ডা কিডা???


অসাধারন লেখা ........অনেকদিন চিঠি লেখা হয়নি........

১০ ই জুলাই, ২০১৩ ভোর ৬:৩২

একজন আরমান বলেছেন:
না মানে ইয়ে ... :!> :!> :#>

ধন্যবাদ ভাই।
লিখে ফেলেন। :)

৩২| ১০ ই জুলাই, ২০১৩ রাত ২:৩৯

বাসুরী বাসীয়ালা বলেছেন: কত চিঠি যে অপ্রকাশিত রয়ে গেল দিতে আর পারলাম না।
চমৎকার হয়েছে, চিঠি পড়ে খুব ভালো লাগলো।

১০ ই জুলাই, ২০১৩ ভোর ৬:৩৩

একজন আরমান বলেছেন:
আসলেই অনেক চিঠি অপ্রকাশিত আর অনেক চিঠি পোস্ট করাই হয় নি !!!

৩৩| ১০ ই জুলাই, ২০১৩ রাত ২:৪৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব চমৎকার!!!!!! বাই দ্যা ওয়ে, এটা কি অন্য কোথাও দেখেছি বা পড়েছি? অন্যকোন ব্লগে?? :)

১০ ই জুলাই, ২০১৩ ভোর ৬:৩৬

একজন আরমান বলেছেন:
ধনবাদ ভাইয়া। :)

জি। পড়ে থাকতে পারেন। আমি সব পোস্ট প্রথমে সামুতে পোস্ট করি সাধারণত। তবে এই পোস্ট টা আগে প্রথম আলো ব্লগে প্রকাশ করেছিলাম। ওখানে চিঠি লেখা প্রতিযোগিতা হয়েছিল সেখানে দিয়েছিলাম। :)

৩৪| ১০ ই জুলাই, ২০১৩ ভোর ৪:৩০

প্রতিবাদীকন্ঠ০০৭ বলেছেন: চিঠি লেখা ও একটা আর্ট। সবাই তা পারে না।

আপনাকে অভিনন্দন। :)

+++

১০ ই জুলাই, ২০১৩ ভোর ৬:৩৭

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ আপনাকে। :)

৩৫| ১০ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৫০

নেইল পলিস বলেছেন:

ভাইয়া গোলাপ ফুল আমার খুব্বি পছন্দের ফুল :#>

জানেন আমাকে কেউ এভাবে চিঠি দেয় না। আফসোস :(

১০ ই জুলাই, ২০১৩ রাত ৯:০৪

একজন আরমান বলেছেন:
আপনি ভাইয়া নাকি আপু নাকি ভাপু? ঠিক বুঝতে পারি নি। :(

৩৬| ১০ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০০

আজ আমি কোথাও যাবো না বলেছেন: চমৎকার! :)

আপনে চিঠি লিখা শুরু কর্লেন কবেত্তে? ;) :-B :-B

১০ ই জুলাই, ২০১৩ রাত ৯:০৫

একজন আরমান বলেছেন:
এই তো সেদিন থেকে :P :P :P

৩৭| ১০ ই জুলাই, ২০১৩ রাত ৮:২৮

তানজিয়া মোবারক মণীষা বলেছেন: চমত্কার পোস্ট, রঙ্গন ফুলের কথা অনেকদিন পরে শুনলাম। বৃষ্টি যদি মেয়ে হইতো এতক্ষণে ইম্প্রেসডো হয়ে ফুলে যেত। ;)
ভালো থাকবেন, শুভ কামনা থাকলো।

১০ ই জুলাই, ২০১৩ রাত ৯:০৬

একজন আরমান বলেছেন:
শুধুই আফসোস !!! :| :| :| :|

৩৮| ১০ ই জুলাই, ২০১৩ রাত ৮:৫৩

অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর +++++++++++

১০ ই জুলাই, ২০১৩ রাত ৯:০৬

একজন আরমান বলেছেন:

ধন্যবাদ ভ্রাতা। :)

৩৯| ১০ ই জুলাই, ২০১৩ রাত ৯:২০

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: চ্রম লেখছেন ভাই!!!!!


১০ ই জুলাই, ২০১৩ রাত ১০:৩৭

একজন আরমান বলেছেন:
ধইন্না পাতা। :)

৪০| ১০ ই জুলাই, ২০১৩ রাত ৯:৩৬

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ধইন্না ভাই........ পরের বার কাউরে প্রপোজ করলে এই চিঠিডা দিয়া দিমু।



B-)) B-)) B-))

১০ ই জুলাই, ২০১৩ রাত ১০:৩৯

একজন আরমান বলেছেন:
কপি করা আইনত দন্ডনীয় অপরাধ। :-P :-P :-P

৪১| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১২:০৯

বাংলাদেশী দালাল বলেছেন:
হায় হায় বৃষ্টিরে নিয়া এতোকিছু হয়েগেলো টেরই পাইলাম না?

বৃষ্টি তুমি কার???????

পরবর্তী পত্র বাহক হওয়ার আবেদন জানাচ্ছি B-))

১৩ ই জুলাই, ২০১৩ রাত ১:৫০

একজন আরমান বলেছেন:
ইয়ে মানে বৃষ্টি আমার... :!> :#> ;)

৪২| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১১:১১

তাসজিদ বলেছেন: কেও কোনদিন চিঠি লিখল না! কেও কোনদিন চিঠি নিলও না।

১৪ ই জুলাই, ২০১৩ রাত ১২:২৬

একজন আরমান বলেছেন:
আমি তো লিখলাম কিন্তু কেউ নিলো না। :(

৪৩| ১৪ ই জুলাই, ২০১৩ দুপুর ১:২১

~মাইনাচ~ বলেছেন: আমি নিশ্চিত আপনি আরেকবার প্রেমে পইড়া গেছেন। ;)

১৪ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৫৮

একজন আরমান বলেছেন:
আমি একবার না প্রতি মুহূর্তে বার বার প্রেমে পড়ছি !
কিন্তু সমস্যাটা হল প্রতিবারই আমি একজনেরই প্রেমে উস্টা খাচ্ছি !!
যেটা মোটেই সুখকর নয় !!! :(

৪৪| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ১০:৫২

অদ্বিতীয়া আমি বলেছেন: বৃষ্টির কাছে চিঠি ++++

১৫ ই জুলাই, ২০১৩ ভোর ৪:১৮

একজন আরমান বলেছেন:
:)

৪৫| ১৫ ই জুলাই, ২০১৩ রাত ১:৪৯

পেন্সিল চোর বলেছেন: চিডির যুগ্ডা আবার আনন দরকার

১৫ ই জুলাই, ২০১৩ ভোর ৪:১৮

একজন আরমান বলেছেন:
আমিও তাই কই। চলেন আন্দোলন করি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.