নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী !!!\n\nমেইল করতে চাইলে: [email protected]

একজন আরমান

জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী!

একজন আরমান › বিস্তারিত পোস্টঃ

বরিশালের ঐতিহ্যঃ তিমিরকাঠির এর মুড়ি

১৫ ই জুলাই, ২০১৩ ভোর ৫:৪৫





শুরু হয়ে গিয়েছে রমজান মাস। আমাদের দেশ সহ ভারতীয় উপমাহাদেশের প্রত্যেকটি মুসলিম পরিবারে ইফতারের আয়োজনে মুড়ি অপরিহার্য একটি উপাদান। অধিকাংশ রোজাদারের পছন্দ গৃহস্থবাড়ির মোটা চালের মুড়ি। আর সে কারণেই ঝালকাঠির তিমিরকাঠির এর মুড়ির বিশেষ কদর।



বরিশাল সদর উপজেলা থেকে ১০ কিলোমিটার দূরে ঝালকাঠির নলছিটি উপজেলার একটি গ্রাম তিমিরকাঠি। সেখানে প্রায় প্রতি পরিবারই মুড়ি ভাজা ও বিক্রির সঙ্গে জড়িত। সেখানে প্রায় প্রতি পরিবারই মুড়ি ভাজা ও বিক্রির সঙ্গে জড়িত।



এ ছাড়া উপজেলার দক্ষিণ তিমিরকাঠি, ভরতকাঠি, দপদপিয়া, কুমারখালী ও খেজুরতলা এবং বরিশালের বাকেরগঞ্জ উপজেলার জুরকাঠি, সোহাগকাঠি, বীর নারায়ণ, কয়ার চর, বাখরকাঠি, চৌদ্দপুরা ও বুড়ির হাটের মানুষ মুড়ি উত্পাদনের সঙ্গে কমবেশি জড়িত। এই শিল্পকে কেন্দ্র করে ওই অঞ্চলে গড়ে উঠেছে মুড়ির হাট, আড়তদারি প্রতিষ্ঠান, ধান মাড়াই ও চাল ছাঁটাইয়ের কলসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান।



১৯৮৫ সালে পার্শ্ববর্তী গ্রাম জুরকাঠির বাসিন্দা আমজেদ মুড়ি ভেজে তা বাজারে বিক্রি শুরু করলে তিমিরকাঠির বেশকিছু পরিবার সংসারের বাড়তি আয়ের জন্য মুড়ি ভেজে বিক্রি শুরু করে। সেই থেকে শুরু দক্ষিনাঞ্চলের বিখ্যাত মুড়ির ইতিহাস।



এ এলাকায় মুড়ির জন্য উপযোগী মোটা, নাখুচী ও সাদা মোটা নামের ৩ প্রজাতির ধান ভাল ফলে বলে মুড়ি উৎপাদন করতে ভাল হয়। মুড়ি ভাজার জন্য দুই চুলা ও চার চুলা পদ্ধতি চালু আছে। দ্রুত ভাজার জন্য এখানে প্রায় সবাই চার চুলা ব্যবহার করে। চার চুলার দুটিতে বালু ও দুটিতে চাল দিতে হয়। নির্দিষ্ট সময় পর উত্তপ্ত বালুর ভেতর চাল ঢেলে নাড়তে থাকলে চাল থেকে মুড়ি তৈরি হয়। বালুসহ ওই মুড়ি থেকে বালু আলাদা করলেই সুস্বাদু মুড়ি পাওয়া যায়। একত্রে চার চুলায় ভাজলে দিনে গড়ে ১০০ কেজিরও বেশি ভাজা সম্ভব।



দৈনিক গড়ে ১শ’ কেজি মুড়ি ভাজতে পারলে খরচ বাদ দিয়ে ৭/৮শ’ টাকা লাভ হয়। তবে নিজেরা ধান কিনে সিদ্ধ করে শুকিয়ে মুড়ি ভেজে শহরে নিয়ে বিক্রি করলে দ্বি-গুন লাভ হয়। তাই স্বল্প পূজিঁ খাটালে একজন বিক্রেতা শুধুমাত্র রমজান মাসে ১৫ থেকে ৩০ হাজার টাকা আয় করতে পারে।



এ সব এলাকার অধিবাসীরা নিজেদের প্রচেষ্টায় স্বাস্থ্যকর মুড়িভেজে বিক্রি করে কিছুটা হলেও বাড়তি আয়ের সুযোগ সৃষ্টি করেছে। এ অবস্থায় সরকারী বেসরকারী পৃষ্ঠপোষকতা পেলে মুড়ি ভাজা ও বাজারজাত করনের মাধ্যমে পল্লী এলাকার এসব পরিবারে কর্মসংস্থান সৃষ্টি সহ স্বচ্ছলতা ফিরিয়ে আনতে পারে।



সাইট লিংক

মন্তব্য ৮৪ টি রেটিং +১৮/-০

মন্তব্য (৮৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০১৩ ভোর ৬:৪৩

স্নিগ্ধ শোভন বলেছেন:
সরকারী বেসরকারী পৃষ্ঠপোষকতা পেলে মুড়ি ভাজা ও বাজারজাত করনের মাধ্যমে পল্লী এলাকার এধরনের কিছু মানুষের কর্মসংস্থানের ব্যাবস্থা হত। মোটামুটি সকল এলাকাতেই এই ধরণের কিছু পরিবার আছে।


সরকারী বেসরকারী পৃষ্ঠপোষকদের দৃষ্টি আকর্ষণ কামনা করছি।





খুব সুন্দর একটি পোষ্ট। ১ম ভাললাগা।


তিমিরকাঠির মুড়ি ইফতার পার্টিতে চাই !!! তারপর পোষ্টে প্লাস দিমু ;)

১৫ ই জুলাই, ২০১৩ সকাল ১০:১৪

একজন আরমান বলেছেন:
আগামি বছর। ঠিক আছে দোস্ত? ;)

২| ১৫ ই জুলাই, ২০১৩ সকাল ৭:০৯

অপূর্ণ রায়হান বলেছেন: মুড়ি খাইতে যাইতে হবে তাইলে ভ্রাতা ;)

++++++++++++++

১৫ ই জুলাই, ২০১৩ সকাল ১০:১৫

একজন আরমান বলেছেন:
চইলা আসেন ভ্রাতা। :)

৩| ১৫ ই জুলাই, ২০১৩ সকাল ৯:২২

তন্দ্রা বিলাস বলেছেন: শুধু মুড়ি দেখালে চলবে? ইফতার পারটি কই? ;)

বরিশালে যাইতে মুঞ্চায়, কখনও যায় নাই তো তাই! :)

১৫ ই জুলাই, ২০১৩ সকাল ১০:১৬

একজন আরমান বলেছেন:
চলে আসেন বরিশাল। ইফতারির দাওয়াত রইল। :)

৪| ১৫ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৫৬

আহমেদ জী এস বলেছেন: একজন আরমান,

বরিশালের একটি ঐতিহ্য নিয়ে লিখেছেন বলে ধন্যবাদ । তবে বরিশালের মুড়ির ইতিহাস কেবল ১৯৮৫ সাল থেকেই নয় আরো আগে স্বাধীনতাপূর্ব কাল থেকেই আছে ।
বরিশালের "বহুরী ধানের মুড়ি" এক সময় সারা দেশের মধ্যে এক নম্বরে ছিলো । গায়েগতরে খানিকটা মোটাসোটা মুড়ি হতো । মচমচে , হালকা বাদামী রংয়ের ছিলো দেখতে । অন্য যে কোন্ও ধানের মুড়ি থেকে আলাদা স্বাদ ছিলো তার । লেগে থাকতো মুখে । , এই ধানের মুড়ি কেবল বরিশালেই হতো । একসময় বরিশালের গৌরনদীর মিষ্টি যেমন সারা দেশ দাপিয়ে বেড়াতো তেমনি বরিশালের বাইরের লোকেরা এই বহুরী ধানের মুড়ির জন্যেও লালায়িত ছিলো ।
ছিলো আটঘর কুড়িয়ানার পেয়ারা । বরিশালের বালাম চাল ছিলো ভারতবর্ষের সেরা । গল্পে উপন্যাসে ও এই নামের দেখা মিলতো ।

আজ বরিশালের এই সব ঐতিহ্য হয়তো কিছুই নেই..

খুব ভালো লাগলো, নগন্য মুড়িকে নিয়ে যেভাবে বিষয়টিকে ভেজে তুলেছেন লেখায় ।

স্নিগ্ধ শোভন এর প্রত্যাশা সফল হোক । তন্দ্রা বিলাস যেন তন্দ্রার ঘোর থেকে বেড়িয়ে একটিবার বরিশাল ঘুরে আসেন !

আর বরিশালের কথা দেখে , চপলতার কারনে একটি দু'টি লাইন ভেজে তোলার লোভ সামলাতে পারা গেলো না -

বরিশালের মুড়ি
সারা দেশে ঘুরি ,
ইফতারের মেন্যুতে
নাইকো যার জুড়ি ....


১৫ ই জুলাই, ২০১৩ সকাল ১০:২০

একজন আরমান বলেছেন:
আসলে ওখানে বলা উচিৎ ছিল যে তখন থেকে বিস্তৃতি লাভ করে।
আর গৌরনদী মিষ্টি না দধির জন্য বিখ্যাত ছিল।
বরিশালের আরও কিছু খাবার বিখ্যাত সেগুলো হল মুলিদা, পেয়ারা, সুপারি। আর বালাম চালের কথা তো আপনি বলেই দিলেন।

অঃ টঃ আপনার বাড়ি কি বরিশাল?

৫| ১৫ ই জুলাই, ২০১৩ সকাল ১০:১৭

শায়মা বলেছেন: পোস্টার শিরোনাম দেখে ভেবেছিলাম মনে হয় এটা অন্যরকম কোনো মুড়ি হবে।তাড়াতাড়ি ঢুকলাম তাই। তারপর জানলাম নাহ মুড়িটা সেইমই কিন্তু তিমিরকাঠি এর মানুষ, তাদের প্রধান জীবিকা এটা নিয়েই লিখেছো ভাইয়া।

ভালো লাগলো তিমিরকাঠির মানুষদের কথা জেনে।

১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:০৬

একজন আরমান বলেছেন:
মুড়ি তো মুড়িই। তবে এই মুড়ি অনেক বিখ্যাত এই যা।

ধন্যবাদ আপু। :)

৬| ১৫ ই জুলাই, ২০১৩ সকাল ১০:১৯

কান্ডারি অথর্ব বলেছেন:

তোমাকে অনেক ধন্যবাদ এমন সুন্দর একটি পোস্ট দেয়ার জন্য।


প্রায় অনেক জেলাতেই মুড়ি তৈরি হচ্ছে এবং সব জেলার চিত্র প্রায় একই। আমি আমাদের জেলার একটি চিত্র তুলে ধরছি।


নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মঙ্গলেরগাঁও, দুর্গাপ্রসাদ, কাজীরগাঁও, চৌধুরীগাঁও, তাতুয়াকান্দি, দুধঘাটা গ্রামের তিন শতাধিক পরিবার ১৯৫০ সাল থেকে হাতে ভাজা মুড়ি তৈরি করে দেশের চাহিদা পূরণ করে সৌদি আরব, দুবাই, কাতার, পাকিস্তান, কুয়েত, নেপালসহ বিশ্বের বিভিন্ন দেশে রফতানি করে দেশে-বিদেশে ব্যাপক খ্যাতি ও সুনাম অর্জন করেছে। সেসঙ্গে পরিবারগুলোর মধ্যে এসেছে সচ্ছলতা।

সম্পূর্ণ ভেজালমুক্ত হাতে ভাজা মুড়ি বিক্রির জন্য এসব গ্রামে রয়েছে মুড়ির আড়ত। এসব গ্রামে বছরে প্রায় তিন-চার কোটি টাকার মুড়ি বিক্রি হয়। গ্রামগুলোর মূল নাম হারিয়ে মুড়িপল্লীতে পরিণত হয়েছে। মালা, লুতা, বাহুরী, ইরি, বি -২৯ ও ২৮ জাতের ধানে মুড়ি খুব ভারো হয়। এক মণ ধানে মুড়ি পাওয়া যায় ২৬-২৮ কেজি। প্রতি মণ ধানে সব খরচ বাদে লাভ থাকে ৫০০ থেকে ৬০০ টাকা।

হাতে ভাজা মুড়িতে রাসায়নিক কোনো দ্রব্য ব্যবহার করা হয় না বলে উৎপাদন খরচটা একটু বেড়ে যায়। এক মণ ধানের মুড়ি তৈরি করতে তিনজন মানুষের এক ঘণ্টা সময় লাগে। মিলের মুড়িতে বিভিন্ন রাসায়নিক দ্রব্য ব্যবহার করে আসছে। এতে বড় ধরনের রোগ এবং কিডনির সমস্যা হতে পারে। হাতে ভাজা মুড়িতে স্বাদ শতগুণ বেশি। সহজে এ মুড়ি নষ্ট হয় না। এসব গ্রামের হাতে ভাজা মুড়ির কোনো তুলনা হয় না। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এ শিল্প আরও সমৃদ্ধিশালী হবে।





১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৩১

একজন আরমান বলেছেন:
আপনাকেও ধন্যবাদ আপনার এলাকার চিত্র তুলে ধরার জন্য।

৭| ১৫ ই জুলাই, ২০১৩ সকাল ১১:২৯

সোহেল.রানা বলেছেন: লেখক ভাই এতো গুলো গ্রামের নাম যে আপনি বললেন এর মধ্যে আপনার বাড়ি কোন গ্রামে???

১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৩

একজন আরমান বলেছেন:
এর মধ্যে একটাও না। আমার বাড়ি বরিশাল জেলাতে।

৮| ১৫ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৩২

সায়েম মুন বলেছেন: মুড়িটা এখনো চোখে পড়েনি। আশা করি একদিন পেয়ে যাবো এবং গোগ্রাসে গিলবো। #:-S

১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৮

একজন আরমান বলেছেন:
বরিশাল ঘুরে আসুন।

৯| ১৫ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৩৯

মামুন রশিদ বলেছেন: মুড়ি ভালা পাইনা ।

১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৪০

একজন আরমান বলেছেন:
ইফতারিতে তাইলে ছোলা-মুড়ি খান না? :-B :-B :-B

১০| ১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৩০

পেন্সিল চোর বলেছেন: রমজানে ইফতারির টাইমে মুড়ি না হইলে কি হয়!!!! মুড়ির পোস্টে মুড়ির মতো প্লাস দিয়া গেল পেন্সিল চোর আরমান ভাই +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১:০৭

একজন আরমান বলেছেন:
প্লাস কি বাংলালিংক দামে পাইছেন নাকি? :-B :-B :-B

১১| ১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৯

মাহী ফ্লোরা বলেছেন: হু মুড়ি! এই মুড়ি টা একটু শক্ত শক্ত? নাকি যেমন বাজারে পাওয়া যায় সেরকম?

১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১:০৮

একজন আরমান বলেছেন:
জি একটু শক্ত আর ছোট। কারন এইগুলো হাতে ভাজা তাই ইউরিয়া সার মুক্ত !

১২| ১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৪১

আরজু পনি বলেছেন:

এভাবেই আত্নকর্মস্থানের সুযোগ করে নেয়া মানুষগুলোর প্রতি শুভকামনা রইল ।

আর তথ্য গুলো শেয়ার করার জন্যে আপনাকে ধন্যবাদ জানাই ।।

১৫ ই জুলাই, ২০১৩ রাত ৮:৫২

একজন আরমান বলেছেন:
আপনাকেও ধন্যবাদ আপু। :)

১৩| ১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১:১০

আমিনুর রহমান বলেছেন:

ঘুমে মনে হয় উলটাপালটা লিখেছি। :P :P :P

তিমিরকাঠির মুড়ির ইতিহাসটা ছিলো মনে হয় এমনটি " প্রথম ১৯৪৮ সালে ঝুরকাঠির বাসিন্দা আমজেদ মুড়ি ভেজে বাজারজাত করেন এবং ১৯৮০'র দিকে আব্দুল হক নামে একজন শিক্ষক পাইকারদের আনার উদ্যোগ নেন মুড়ি বিক্রির জন্য আর সেই থেকেই তিমিরকাঠির মুড়ি'র কদর ...............


পোষ্ট প্লাস। বেশী বেশী মুড়ি খা ;)

১৫ ই জুলাই, ২০১৩ রাত ৮:৫৪

একজন আরমান বলেছেন:
লিংক দেন মিয়া ভাই। অ্যাড কইরা পোস্ট সমৃদ্ধ করি।

আর আপনি ঠিকই ধরছেন। অফিসে বইসা ঘুমের ঘোরে পোস্ট বানাইছি। /:) /:) /:)

১৪| ১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১:২৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: পোষ্টটা ভালোই হয়েছে। মুড়ি ছাড়া ইফতার কল্পনা করাটা বেশ কঠিন।

১৫ ই জুলাই, ২০১৩ রাত ৮:৫৫

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাইয়া। :)

১৫| ১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৩১

আহমেদ জী এস বলেছেন: একজন আরমান,

গৌরনদীর দধি তো শেষের সংযোজন । আগে ছিলো মিস্টি । এখোন দধি । এই গত তিনদিন আগেও খেয়েছি ।
আর ছিলো গুঠিয়ার সন্দেশ । এখোন সেই দেশখ্যাত নাম আছে কিনা জানিনে । গুঠিয়ার আর একটি জিনিষ কিন্তু খুব নামকরা - বাতের , অস্থি-হাড় মালিশের তেল । বিভিন্ন কাজে উৎকৃষ্ট দা্ওয়াই ।

আর দেখুন, ছোট ছোট কিছু থেকে কি না হয় ! পোষ্টের বিষয়টি অতি সাধারন মনে হলে ও কতো তথ্য জানা গেল এর মন্তব্যে ।

কান্ডারী অথর্ব তার দেশ-গা'য়ের কথা বলেছেন । তার জেলার কথা জানা হোল । তার উল্লেখিত "বাহুরী" ধানটিকেই আমরা " বহুরী" ধান বলতাম বরিশালে। এটা এখোনও পা্ওয়া যায় জেনে ভালো লাগলো । ভেবেছিলাম ধানের ইতিহাস থেকে হারিয়ে গেছে । @কান্ডারী অথর্ব - ধন্যবাদ ।

আমিনুর রহমান আর একটি তথ্য যোগ করেছেন । ধন্যবাদ তাকেও ।

আর, মোর বাড়ি কই ? হেইডা জিগান লাগে ........ ? :P

১৫ ই জুলাই, ২০১৩ রাত ৮:৫৯

একজন আরমান বলেছেন:
দধি শেষ সংযোজন !!!

৫০/৬০ বছর হয়ে গেছে। দধি আর রসমালাই আর মিস্টি সমসাময়িক। তবে দধির নামটা বেশি প্রকাশিত।

আর মোর বাড়ি কোলম গৌরনদী। হাম্মের বাড়ি বরিশালের কোম্মে ম্যাবাই? :#) :#) :#)

১৬| ১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪২

বোকামন বলেছেন:
মুড়ি !!
সুন্দর পোস্ট :-)
পোস্টদাতাকে অনেক ধন্যবাদ।
আশাকরি সরকারী বেসরকারী পৃষ্ঠপোষকতার ব্যবস্থা হবে....।
ভালো থাকবেন।। [৯+]

১৫ ই জুলাই, ২০১৩ রাত ৯:০০

একজন আরমান বলেছেন:
আপনিও ভালো থাকবেন ভাই। :)

১৭| ১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৫২

বটবৃক্ষ~ বলেছেন: তিমিরকাঠি, ভরতকাঠি, দপদপিয়া, কুমারখালী ও খেজুরতলা এবং বরিশালের বাকেরগঞ্জ উপজেলার জুরকাঠি, সোহাগকাঠি, বীর নারায়ণ, কয়ার চর, বাখরকাঠি, চৌদ্দপুরা ও বুড়ির হাট

আপনার বরিশালের জায়গাগুলোর নাম খুব সুন্দর তো!! বরিশাল বেড়ানো হয়নি কখনো। সুযোগ হলে অবশ্যি বেড়াবো কিন্ত!! বাসার ঠিকানা লিখ্খা দিয়া যান.... :#) :#)

১৫ ই জুলাই, ২০১৩ রাত ৯:০৫

একজন আরমান বলেছেন:
দাওয়াত রইলো। :)

আর নামগুলোর থেকে মানুষগুলো আরও বেশি সুন্দর। :!> :#>

ঢাকা টু বরিশাল বাসে করে গেলে প্রথম যে থানাটা পড়বে সেটার নাম গৌরনদী। আমার বাড়ি ওখানেই। গৌরনদী বাসস্ট্যান্ড নেমে উপজেলা পর্যন্ত একটা রিকশা নিয়ে উপজেলা মোরে নেমে আমার নাম বা আমার বাপ/চাচা কারো নাম বললেই দেখিয়ে দিবে। আর যদি লঞ্চে করে যান তবে বরিশাল সদরে নামতে হবে। ওখান থেকে বাসে গৌরনদী আসতে ১ ঘন্টা লাগবে। আর আমার ফ্যামিলি অবশ্য সদরে থাকে। ঠিকানা বলে দিলাম। এইবার খোঁজ খবর নিয়া আমার জন্য পাত্রি দেখেন। :P :P :P

১৮| ১৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:১৯

অলওয়েজ ড্রিম বলেছেন: বরিশালের গুঠিয়ার সন্দেশ একসময় দেশবিখ্যাত ছিল। এখনও সেখানে সন্দেশ পাওয়া যায় তবে কাঁচামালের অত্যাধিক মূল্যের জন্য আগের মতো সেই মান আর বজায় রাখতে পারছেন না সেখানকার কারিগরেরা। তবে কেউ যদি ফরমায়েশ দেন এবং ভাল দাম দেন তবে এখনও ভাল মানের সন্দেশ তারা বানিয়ে দিতে পারেন।
আরেকটা কথা গুঠিয়াতে কিন্তু কয়েকশো মুড়ি ভাজা পরিবার আছে। তারাও ইউরিয়ামুক্ত, কোনো প্রকার কেমিক্যাল ছাড়াই মুড়ি ভাজে।

১৫ ই জুলাই, ২০১৩ রাত ৯:০৮

একজন আরমান বলেছেন:
হ্যাঁ গুঠিয়ার সন্দেশ এক সময় বিখ্যাত ছিল। এখনও অবশ্য গুঠিয়া বিখ্যাত তা হল বাইতুল আমান মসজিদ এর জন্য।

১৯| ১৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৪৮

মামুন রশিদ বলেছেন: নাহ ! ছোলা-পেঁয়াজু-বেগুনী খাই, মুড়ি ছাড়া । সিলটীরা এই জিনিষ কম খায় ।

১৫ ই জুলাই, ২০১৩ রাত ৯:১০

একজন আরমান বলেছেন:
আর ইউ পম লন্ঠন? :-B :-B :-B

২০| ১৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৪৫

মাহতাব সমুদ্র বলেছেন: কাল রুপসী বাংলাতে গিয়েও মুড়ি খাইতে হইলো।

১৫ ই জুলাই, ২০১৩ রাত ৯:১১

একজন আরমান বলেছেন:
আহাহাহাহাহা...

খাইতে কেমন লাগছে আগে সেইটা বলেন। ;)

২১| ১৫ ই জুলাই, ২০১৩ রাত ৮:২৩

আমিভূত বলেছেন: মুড়ি আমার ছোট বোনের ফেভারিট কেননা তাকে যদি অন্য কোন নাস্তা খেতে বলা হয় সে খাবে না কিন্তু মুড়ি খেলে অনেক সময় অতিবাহিত করা যাবে এই ফাকে টিভি দেখা অথবা গল্পের বইও পড়া যাবে ;)

পোস্টে প্লাস :)

১৫ ই জুলাই, ২০১৩ রাত ৯:১৪

একজন আরমান বলেছেন:
আহাহাহাহা। দারুন বুদ্ধি তো। কিন্তু আমার কাজে লাগবে না। আমি যা করি বা যা করতাম তা কেউ ঠেকাতে পারতো না।

সেই লাইফ মিস করি যখন কোন কিছুতেই আম্মা ডাক দিতেন। :(

২২| ১৫ ই জুলাই, ২০১৩ রাত ৯:২৭

স্বপ্নবাজ অভি বলেছেন: সময় উপযোগী পোষ্ট , রমজানময় পোষ্ট !

১৫ ই জুলাই, ২০১৩ রাত ৯:৩৭

একজন আরমান বলেছেন:
বরিশালের ঐতিহ্যগুলো একে একে তুলে ধরার ধারাবাহিকতায় এই পোস্ট। :)

২৩| ১৬ ই জুলাই, ২০১৩ রাত ১২:৫৬

স্নিগ্ধ শোভন বলেছেন:
পোষ্ট দিলি এই রমজানে খাওয়াবি সামনের রমজানে :||

হে বিবেক তুমি কোথায়??
আরমানেরে একটু জাইতা ধর :) :)

১৬ ই জুলাই, ২০১৩ রাত ১:০৩

একজন আরমান বলেছেন:
বিবেক এখন শুটিং এ ব্যাস্ত। বলিউডে কাজের অনেক চাপ ! ;)

২৪| ১৬ ই জুলাই, ২০১৩ রাত ১:৩২

বটবৃক্ষ~ বলেছেন: স্নিগ্ধ শোভন বলেছেন:
পোষ্ট দিলি এই রমজানে খাওয়াবি সামনের রমজানে :||

হে বিবেক তুমি কোথায়??
আরমানেরে একটু জাইতা ধর
=p~ =p~ =p~ =p~

ওরে!পোলাপানের বিয়ার কতো সখ রে.....।!! :P :P

১৬ ই জুলাই, ২০১৩ রাত ৩:৫২

একজন আরমান বলেছেন:
লেখক বলেছেন:
বিবেক এখন শুটিং এ ব্যাস্ত। বলিউডে কাজের অনেক চাপ !
:P :P :P

কেন আমি কি মানুষ না? আমার কি বিয়া করতে মুঞ্চাইতে পারে না? :| :| :|

২৫| ১৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৪১

সঞ্জয় নিপু বলেছেন: kal theke hortal ,
kam kaz bondho
boisa boisa muri khaite hoibo...


valo laglo . post e +++

১৭ ই জুলাই, ২০১৩ ভোর ৪:১৫

একজন আরমান বলেছেন:
আহাহাহাহাহ।

অফিস তো হরতালে বন্ধ না। স্কুলে থাকতে খুশি হতাম যদি হরতাল হতো !

২৬| ১৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২৭

নাজিম-উদ-দৌলা বলেছেন:
আপনার সাথে দুইটা কথা এড করছি আরমান ভাই। গ্রামে ম্যনুয়াল পদ্ধতিতে তৈরি করা মুড়িটা দেখতে একটু লাল লাল হয়। এই কারনে মানুষ সেটা কিনতে চায়না। এই জন্য মুড়িতে তারা ইউরিয়া মেশায়, যাতে দেখতে সাদা হয় এবং জিনিসটা বিক্রি হয়। এখানে ওদের দোষ কি? দোষতো আমাদের, আমরা গুন বিচার করি রঙ দেখে। এই ইউরিয়া মেশান মুড়ি সাস্থের জন্য ক্ষতির কারন হতে পারে। আমাদের সচেতন হওয়া প্রয়োজন।

সুন্দর পোস্টে ভাল লাগা, আরমান ভাই। :)

১৭ ই জুলাই, ২০১৩ ভোর ৪:১৭

একজন আরমান বলেছেন:
হ্যাঁ। ঠিক বলেছেন। আমরা সচেতন নই।

তথ্য দেবার জন্য ধন্যবাদ নাজিম ভাই। :)

২৭| ১৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩১

এরিস বলেছেন: এরিস মুড়ি খায় না। /:) পোস্টে মাইনাস। /:) /:)

১৭ ই জুলাই, ২০১৩ ভোর ৪:১৮

একজন আরমান বলেছেন:
না খেলে আমি কি করতে পারি। আমার কি দোষ? :(

২৮| ১৬ ই জুলাই, ২০১৩ রাত ১০:০৩

দুঃখিত বলেছেন: এ তুই দেহি আমার দেশি মানু ;)

১৭ ই জুলাই, ২০১৩ ভোর ৪:১৯

একজন আরমান বলেছেন:
আহারে মোর খোদা। এতদিন তুই আছিলি কোম্মে?
হেম্মে আয় তরতরি। কুলাকুলি হরি। ;)

২৯| ১৬ ই জুলাই, ২০১৩ রাত ১০:২৪

আজ আমি কোথাও যাবো না বলেছেন: হুধা মুড়ি দিয়া আপ্যায়ন মানতে পার্লাম না! :( :(( :(( :((

১৭ ই জুলাই, ২০১৩ ভোর ৪:১৯

একজন আরমান বলেছেন:
মুড়ির সাথে চাও আছে। :P

৩০| ১৬ ই জুলাই, ২০১৩ রাত ১০:৫৮

অদ্বিতীয়া আমি বলেছেন: আমার নানু বাড়ি নলছিটি B-) । নানু বাড়ি থেকে সবসময় মুড়ি কিনে নিয়ে আসা হয় । কিন্তু তিমিরকাঠির নাম জানতাম না । :|

পোস্টে প্লাস ।

১৭ ই জুলাই, ২০১৩ ভোর ৪:২১

একজন আরমান বলেছেন:
এখন তো জেনে গেলেন।

এখন ঝালকাঠির মুড়ি দিয়ে আয়োজিত ইফতারির দাওয়াত দেন। :P

৩১| ১৬ ই জুলাই, ২০১৩ রাত ১১:০৮

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: কে কইছে সিলোডিরা মুড়ি খায় না ?? /:) /:) /:) /:)

আমি এর তেব্র নিন্দা জানাইলাম !! পরিত্যাক দিন সকালে আমি বসে বসে মুড়ি খাই । মা বলেন , মুড়ি খাইলে পেট ভালো থাকে । গ্যাস হয় না ! :P :P

১৭ ই জুলাই, ২০১৩ ভোর ৪:২২

একজন আরমান বলেছেন:
বড় ভাই কি তাহলে মিথ্যা কথা বলিল? B:-) B:-) B:-)

৩২| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ১:৪৩

রহস্যময়ী কন্যা বলেছেন: ভালো তো ভাইয়া। বেশী বেশী মুড়ি খাও, ভাতের উপর থেকে চাপ কমাও =p~ =p~ =p~

১৭ ই জুলাই, ২০১৩ ভোর ৪:২৩

একজন আরমান বলেছেন:
তুই শুরু কর। তারপর আমি :P :P :P

৩৩| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ৩:৫৩

বাংলাদেশী দালাল বলেছেন:

ধন্যবাদ আরমান শেয়ার করার জন্য।
++++

১৭ ই জুলাই, ২০১৩ ভোর ৪:২৩

একজন আরমান বলেছেন:
আপনাকেও ধন্যবাদ ভাই। :)

৩৪| ১৭ ই জুলাই, ২০১৩ ভোর ৪:৩৭

আমি অপদার্থ বলেছেন:


এরিস বলেছেন: এরিস মুড়ি খায় না। /:) পোস্টে মাইনাস। /:) /:)

:P :P :P


অপদার্থ মুড়ি চিনেইনা /:) । পোষ্টে একশত মাইনাচ। X( X(



ফালুদা বা লাচ্ছি নিয়া পোষ্ট দিতেন তাহলে পোষ্টে প্লাস দিতাম। /:)

১৭ ই জুলাই, ২০১৩ ভোর ৪:৫৭

একজন আরমান বলেছেন:

আরেকটা ঐতিহ্য দই নিয়ে পোস্ট দিয়েছিলাম। দই আর মুড়ি মিশিয়ে আপাতত খান।
পরে বরিশালের আরেকটা ঐতিহ্য সন্দেশ নিয়ে পোস্ট দিলে সেটা আবার মুড়ি দিয়ে খাইয়েন। :P

বরিশালের ফালুদা বা লাচ্ছি বিখ্যাত না। তবে মুলিদা নামে একটা শরবত আছে সেটা নিয়েও লিখবো একদিন। :)

৩৫| ১৭ ই জুলাই, ২০১৩ ভোর ৫:০১

এক্সপেরিয়া বলেছেন: এই মুড়ি গুলা খাইতে হইবেক.... পার্সেলে পাঠায়া দেন..

১৭ ই জুলাই, ২০১৩ ভোর ৫:১১

একজন আরমান বলেছেন:
আমি তো এখন ঢাকা। চলেন ঈদে একসাথে বরিশাল যাই। তখন মুড়ি না সাথে আরও কিছু খাওয়াবোনে। :)

৩৬| ১৭ ই জুলাই, ২০১৩ সকাল ৮:২০

তাসজিদ বলেছেন: শুধু মুড়ি দেখালে চলবে? ইফতার পার্টি কই> দাওয়াত পাই না??????????

১৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৬

একজন আরমান বলেছেন:
ইফতার পার্টি ! সে তো আপনারা বড় ভাইয়েরা এরেঞ্জ করে আমাকে দাওয়াত দিবেন। আমি তো ছোট মানুষ। :#>

৩৭| ১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:২৮

লেখোয়াড় বলেছেন:
ব্যতিক্রমী পোস্ট।
আমার ঠিকানায় কিছু মুড়ি পাঠিয়ে দিবেন।
আহা! তিমির কঠির মুড়ি।

আরমান মুড়ি কি কোন দিন বিলুপ্ত হবে আমাদের দেশ থেকে অন্য অনেক কিছুর মতো??

১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৪

একজন আরমান বলেছেন:
আমি আমার এলাকার ঐতিহ্য নিয়ে পোস্ট দেবার চেস্টা করছি। তারই ধারাবাহিকতায় এই পোস্ট। :)

বরিশাল চলে আসুন। আরও অনেক বিখ্যাত খাবার আছে এখানে।

মুড়ি মনে হয় বিলুপ্ত হবে না। কারন মুড়ি এমন একটা খাবার যার সাথে অনেক খাবার জড়িয়ে আছে। শীতকালে মুড়ি দিয়ে খেজুর এর রস খেতে আমার অনেক মজা লাগে। আবার দই বা মিস্টি দিয়েও মুড়ি খাওয়া যায়। মুড়ি দিয়ে মোয়া তৈরি হয়। আরও হরেক রকমের খাবার তৈরি হয় মুড়ি দিয়ে। :)

৩৮| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ৮:০৯

সেলিম আনোয়ার বলেছেন: স্নিগ্ধ শোভন বলেছেন:
সরকারী বেসরকারী পৃষ্ঠপোষকতা পেলে মুড়ি ভাজা ও বাজারজাত করনের মাধ্যমে পল্লী এলাকার এধরনের কিছু মানুষের কর্মসংস্থানের ব্যাবস্থা হত। মোটামুটি সকল এলাকাতেই এই ধরণের কিছু পরিবার আছে।


সরকারী বেসরকারী পৃষ্ঠপোষকদের দৃষ্টি আকর্ষণ কামনা করছি।





খুব সুন্দর একটি পোষ্ট। ১ম ভাললাগা।


তিমিরকাঠির মুড়ি ইফতার পার্টিতে চাই !!! তারপর পোষ্টে প্লাস দিমু

পোস্টে ++++

১৮ ই জুলাই, ২০১৩ রাত ৮:২৮

একজন আরমান বলেছেন:
আহাহাহাহা।

বরিশাল চলুন তাহলে !

৩৯| ২৪ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:১৭

অবচেতনমন বলেছেন: তিমিরকাঠি আমার দাদু বাড়ি ''তালুকদার বাড়ি'' এখন তারা নেই কিন্তু ঘর খানা আছে, এইতো পোষ্টটা দেথে নিজের শিকড়ের কথা মনে পড়ে গেল, ভালো লাগল।ভাল থাকবেন সবসময় এই কামনা।

২৪ শে জুলাই, ২০১৩ দুপুর ১:০৪

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভ্রাতা। :)

৪০| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ১:৩৬

মাহমুদ০০৭ বলেছেন: খাইছেরে ! মুড়ি লইয়া কুড়মুড়ি পোস্ট !!
আমু নি বরিশাল ;) ;)

তথ্যবহুল পোস্টে অনেক ভাল লাগা ।
ভাল থাকবেন ।

২৭ শে জুলাই, ২০১৩ রাত ২:২৬

একজন আরমান বলেছেন:
হেহে।
চলে আসুন বরিশাল। :)

ধন্যবাদ মাহমুদ ভাই।

আপনিও অনেক ভালো থাকবেন। :)

৪১| ৩০ শে জুলাই, ২০১৩ সকাল ৭:৪১

রেজওয়ান তানিম বলেছেন: ইন্টারেস্টিং বিষয়

পোস্ট ভাল লাগল

এই মুড়ি নিশ্চয়ই আর্ন্তজাতিক মানসম্পন্ন ;)

৩০ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৫২

একজন আরমান বলেছেন:
দেখুন তানিম ভাই বরিশাল একটি ব্র্যান্ড। আর এখানের সব কিছুই এক একটি ব্র্যান্ড। সুতরাং বুঝতেই পারছেন। B-) B-) B-)

৪২| ৩১ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৫৮

দি সুফি বলেছেন: মেশিনে ভাজা মুড়ির চেয়ে হাতে ভাজা মুড়ি হাজার গুনে মজাদার।
++++
প্লাস লেখকেও দেয়া হল, বরিশালের হাতে ভাজা মুড়িকেও দেয়া হল B-)) B-))

৩১ শে জুলাই, ২০১৩ রাত ১১:৪১

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ সুফি। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.