নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী !!!\n\nমেইল করতে চাইলে: [email protected]

একজন আরমান

জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী!

একজন আরমান › বিস্তারিত পোস্টঃ

প্রতিদান-০২

১৯ শে জুলাই, ২০১৩ রাত ৯:৫৮



আমি তোমায় ভালোবাসবো নদীর মতো,

তুমি দুহাত ভরে আমার ভালোবাসা নিয়ে স্নান করবে।

আমার উদার বক্ষে তুমি করবে অবাধ বিচরন,

ঠিক যেন পাল তোলা নৌকার মতো।





তোমার বিষন্ন মনকে প্রফুল্ল করতে

আমি তোমায় দেব ভালোবাসার ঝাপটা।



সীমাহীন নদীর মতো আমৃত্যু তোমায়

বয়ে নিয়ে যাবো জীবনের আঁকাবাকাঁ পথ পাড়ি দিয়ে।

আমি তোমার প্রেমে মাতাল হবো উত্তাল নদীর মতো।



তারপর কোন একদিন

তুমি হয়তো বেরসিক মাঝির মতো

আমার বুকে পুতে দেবে বিষাদের বৈঠা !



-একজন আরমান

২৯/০৬/২০১৩

রাত ০১:০৮:১৭



প্রতিদান



সাইট লিংক

মন্তব্য ৭৮ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৭৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ১০:০২

অপূর্ণ রায়হান বলেছেন: ভালো লাগলো ভ্রাতা :) +++++++

১৯ শে জুলাই, ২০১৩ রাত ১০:১৫

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভ্রাতা। :)

২| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ১০:০৪

শুকনোপাতা০০৭ বলেছেন: বেরসিক মাঝি!!! :( :(

১৯ শে জুলাই, ২০১৩ রাত ১০:১৬

একজন আরমান বলেছেন:
নিষ্ঠুর সে !!!

৩| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ১০:১৮

সেলিম আনোয়ার বলেছেন: বিষন্ন প্রেমের কবিতায় ২য় +++। ভাল আছেন তো?

১৯ শে জুলাই, ২০১৩ রাত ১০:২৬

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ সেলিম ভাই।

বেশি একটা ভালো নেই। অস্থির লাগছে খুব। তাই তো এমন কবিতা দিলাম !

৪| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ১১:২৩

কালোপরী বলেছেন: :)

২০ শে জুলাই, ২০১৩ সকাল ৮:৫২

একজন আরমান বলেছেন:
:)

৫| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ১১:৩৩

প্রোফেসর শঙ্কু বলেছেন: বিষাদ বিষাদ কেবলি বিষাদ।

২০ শে জুলাই, ২০১৩ সকাল ৮:৫৩

একজন আরমান বলেছেন:
হুম। শুধুই বিষাদ !

৬| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ১১:৪৯

স্নিগ্ধ শোভন বলেছেন:



তারপর কোন একদিন
তুমি হয়তো বেরসিক মাঝির মতো
আমার বুকে পুতে দেবে বিষাদের বৈঠা !

:(


বিষাদি কবিতায় বিষাদময় +++++++

২০ শে জুলাই, ২০১৩ সকাল ৮:৫৩

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ দোস্ত :)

৭| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ১১:৪৯

কান্ডারি অথর্ব বলেছেন:


আরমান বিষাদ ছেড়ে এবার একটু সুখ নিয়ে ভাব না বাপ :)

২০ শে জুলাই, ২০১৩ সকাল ৮:৫৪

একজন আরমান বলেছেন:
কিভাবে? :(

৮| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ১১:৫৫

তারছেড়া লিমন বলেছেন: কেউ বলেনি ভাল মোরে কেউ বাসেনি ভাল
ওদের ঘরে ঝারবাত্তি আর আমার চান্দের আলো।।।

২০ শে জুলাই, ২০১৩ সকাল ৮:৫৪

একজন আরমান বলেছেন:
ওদের ঘরে ঝারবাত্তি আর আমার চান্দের আলো !!!

৯| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১২:৪৬

অদ্বিতীয়া আমি বলেছেন: এত বিষাদ কেন আরমান ?

বিরহে মরিব বলে ছিল পণ
কে তোরা বাহুতে বাঁধি করিলি বারণ , এমন অবস্থা দেখি ।

ছবিটা ভাল লাগেনি । কেমন যেন । +++


২০ শে জুলাই, ২০১৩ সকাল ৮:৫৫

একজন আরমান বলেছেন:
জানি না আপু। গতকাল বেশি অস্থির লাগছিল তাই কবিতাটা পোস্ট দিয়েছিলাম।

ছবিটা আমার কাছে এই কবিতার জন্য পারফেক্ট মনে হয়েছিল তাই দিয়েছিলাম। :(

১০| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১:০৪

আমিভূত বলেছেন: শুরুতে বুঝি নাই শেষে এসে :(

২০ শে জুলাই, ২০১৩ সকাল ৮:৫৫

একজন আরমান বলেছেন:
ব্যাপার না। :)

১১| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১:২৭

শ্রাবণ জল বলেছেন: তারপর কোন একদিন
তুমি হয়তো বেরসিক মাঝির মতো
আমার বুকে পুতে দেবে বিষাদের বৈঠা !


ভাল লাগল।

২০ শে জুলাই, ২০১৩ সকাল ৮:৫৬

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ শ্রাবণ। কেমন আছেন? অনেক দিন পর !

১২| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১:২৮

স্বপ্নবাজ অভি বলেছেন: কান্ডারী অথর্ব বলেছেন:


আরমান বিষাদ ছেড়ে এবার একটু সুখ নিয়ে ভাব না বাপ

২০ শে জুলাই, ২০১৩ সকাল ৮:৫৬

একজন আরমান বলেছেন:
কিভাবে? :(

১৩| ২০ শে জুলাই, ২০১৩ সকাল ১১:০২

সিয়ন খান বলেছেন: ভাল হইছে ++++

২০ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৩৫

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ সিয়ন ভাই।

১৪| ২০ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:১৬

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:


তারপর কোন একদিন
তুমি হয়তো বেরসিক মাঝির মতো
আমার বুকে পুতে দেবে বিষাদের বৈঠা !



ভালো লিখসিস ভাইয়া !

তবে বিষাদ এখন আর ভালো লাগে না রে ... বিষাদের ও এখন বিষণ্ণ লাগে!

বিষাদময় কবিতায় প্লাস ...
ভালো থাকার চেষ্টা করাই উচিত ...
শুভেচ্ছা অনেক!!

২০ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:২৯

একজন আরমান বলেছেন:
চেস্টা করলেই সব পারা যায় না আপু !

বিষাদেই আমার বসবাস !!

১৫| ২০ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৪৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: |-) |-) |-) কবিতায় অনেক কষ্ট!

২০ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:০৫

একজন আরমান বলেছেন:

কষ্ট ছাড়া তো কবিতা লিখতে পারি না ভাইয়া :(

১৬| ২০ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:০৭

সপ্নাতুর আহসান বলেছেন: তোমার বিষন্ন মনকে প্রফুল্ল করতে
আমি তোমায় দেব ভালোবাসার ঝাপটা।

বিষন্ন প্রেমের কবিতা সুন্দর হয়েছে।
তয় ফডু দেইখ্যা ডরাইছি B:-)

২০ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:০৭

একজন আরমান বলেছেন:
ছবি দেখেই ভয় পেয়েছেন !
আর যদি কেউ এ রকম করে আপনার সাথে তখন?

১৭| ২০ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:১৩

আমি ইহতিব বলেছেন: বিষণ্ণ কবিতা পড়তে ভালো লাগলো, কিন্তু বিষন্ন কবিতা কেন আরমান, মন খারাপ নাকি?

২০ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:২৪

একজন আরমান বলেছেন:
হুম আপু। :(

১৮| ২০ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:২০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ওহ! পোষ্টটারটা একে বারে মাইরী হয়েছে!!!!!!!

২০ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:২৮

একজন আরমান বলেছেন:

সরিয়ে দিয়েছি।

১৯| ২০ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:২৪

তীর্থক বলেছেন: কয়েকবার পড়লাম। খুব ভাল লাগল।

নির্লজ্জ প্রেম
নির্লজ্জ সাধনা।

ছবিটা লেখার মাহাত্ব ক্মিয়ে দিচ্ছে। পারলে সড়ায়ে দিয়েন।

+

২০ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:২৯

একজন আরমান বলেছেন:

ধন্যবাদ।

সরিয়ে দিয়েছি।

২০| ২০ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:২৯

মামুন রশিদ বলেছেন: তারপর কোন একদিন
তুমি হয়তো বেরসিক মাঝির মতো
আমার বুকে পুতে দেবে বিষাদের বৈঠা !


মনে হল নারী কন্ঠে কবিতা শুনিয়েছেন । ;)

২১ শে জুলাই, ২০১৩ রাত ১২:০০

একজন আরমান বলেছেন:
বড় ভাই নেগেটিভ মিন করছেন। /:) /:) /:)

আসলে আমি যখন কবিতাটা লিখি তখন লঞ্চে ছিলাম !

২১| ২০ শে জুলাই, ২০১৩ রাত ৯:০৬

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ভালো লাগলো ভ্রাতা। :)

২১ শে জুলাই, ২০১৩ রাত ১২:০৭

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ আপু। :)

২২| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১১:২১

কান্ডারি অথর্ব বলেছেন:

একটি সুখের কবিতা চাই চাই চাই নাহলে হরতাল ডাকব তোর ব্লগে।

২১ শে জুলাই, ২০১৩ রাত ১২:০৮

একজন আরমান বলেছেন:
কেন ভাই? B:-) B:-) B:-) :-& :-&

২৩| ২১ শে জুলাই, ২০১৩ রাত ১:০২

পেন্সিল চোর বলেছেন: আরমান ভাই ,
কবিতায় প্লাস পেন্সিল চোরের থিক্কা
+++++++++++
১১ নাম্বার প্লাসে এগারোটা প্লাস লিখলাম

২১ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৯

একজন আরমান বলেছেন:

ধন্যবাদ ভাই।

পেন্সিল চোরের সাথে দেখা করতে মন চায়। :)

২৪| ২১ শে জুলাই, ২০১৩ দুপুর ২:১৭

রাইসুল নয়ন বলেছেন:

এতো বেদনা পুষে কোন লাভ নেই অবশ্য তোমারে জ্ঞান দিয়াও লাভ নাই আমার অবস্থাও কম না :)

লিখতে থাকো ভাই, দু হাত খুলে লেখ যন্ত্রণাই কবিতার প্রাণ আর ভালোবাসা কবিতার বাসর ঘর।

শুভকামনা রইলো প্রিয় আরমান।

২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৩৭

একজন আরমান বলেছেন:
যন্ত্রণাই কবিতার প্রাণ আর ভালোবাসা কবিতার বাসর ঘর।

দারুন বলেছেন ভাই।

দোয়া রাইখেন। আপনাদের কাছে অনেক কিছু শিখার আছে। :)

২৫| ২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৫৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

তারপর কোন একদিন
তুমি হয়তো বেরসিক মাঝির মতো
আমার বুকে পুতে দেবে বিষাদের বৈঠা!


;) ;) ;) ;)


মেয়েরা কি এতোই বোকা হয়?
কাকে দেবে মন ও শরীর,
জানে না তার সঠিক পরিচয়?



আপনার বেরসিক প্রেমিকার সুমতি হবে, এই কামনা থাকলো ;)

কবিতা ভালো লেগেছে।

২১ শে জুলাই, ২০১৩ রাত ৮:০৫

একজন আরমান বলেছেন:
আহাহাহহাহা।

সে মন্দ বলেন নি !

ধন্যবাদ ভাই।

কেমন আছেন আপনি? অনেক দিন পর !

২৬| ২১ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১৯

পেন্সিল চোর বলেছেন: পেন্সিল চোরের সাথে দেখা করলে আপনের কিছু একটা চুরি হইয়া যাইবার পারে !!!
;) ;) ;)

২১ শে জুলাই, ২০১৩ রাত ৮:০৬

একজন আরমান বলেছেন:

সমস্যা নেই। তাও দেখা তো হবে। কেন যেন মনে হচ্ছে পেন্সিল চোর ভালো মানুষ। :)

২৭| ২২ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৫৩

বাবুরাম সাপুড়ে বলেছেন: ভাল হইচে আরমান । থুক্কু.. কবি আরমান :)

২২ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৫০

একজন আরমান বলেছেন:
ওইত্তেরি আপনি ব্লগে !!!

ধন্যবাদ বাবু ভাই :)

২৮| ২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৬

মাহতাব সমুদ্র বলেছেন: কবি হয়ে গেলেন রে ভাই

২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:১৮

একজন আরমান বলেছেন:
ছিঃ ছিঃ এইটা কি বলছেন রে ভাই?
লজ্জা লাগতেছে তো। :!> :!> :#>

২৯| ২২ শে জুলাই, ২০১৩ রাত ৮:৫৭

রোকেয়া ইসলাম বলেছেন: আমি তোমায় ভালোবাসবো নদীর মতো,
তুমি দুহাত ভরে আমার ভালোবাসা নিয়ে স্নান করবে।
আমার উদার বক্ষে তুমি করবে অবাধ বিচরন,
ঠিক যেন পাল তোলা নৌকার মতো।
চমৎকার......।।
খুব ভাল লাগলো। পোষ্টে ++++++++++++++++++

২২ শে জুলাই, ২০১৩ রাত ১১:২৯

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ আপু। :)

৩০| ২৩ শে জুলাই, ২০১৩ সকাল ১১:০৫

অদৃশ্য বলেছেন:





আরমান ভাই

লিখাটি খুব ভালো লাগলো আমার... সামনে আপনার আরো লিখা পড়বার সুযোগ হবে আশাকরি...


শুভকামনা...

২৩ শে জুলাই, ২০১৩ দুপুর ২:২৭

একজন আরমান বলেছেন:
ভালো লেগেছে জেনে ভালো লাগলো ভাই।
ভালো লিখার চেস্টা করছি আপনাদের লেখা পড়ে।

ভালো থাকবেন। :)

৩১| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ৮:৩৩

অপর্ণা মম্ময় বলেছেন: দুনিয়াতে ভালোবাসার আর কষ্ট পাবার দেখি সে কি হুড়াহুড়ি !
কোনো বিরহ বা ভালোবাসার কবিতায় এতো স্পষ্ট উচ্চারণে ' ভালোবাসি ' শব্দের প্রয়োগ ছাড়াও কিন্তু তার প্রকাশ করা যায়। এতে একটা লেখায় গভীরতা বাড়ে , আবেশ তৈরি হয় !

কবিতার ভাব খুব একটা দাগ কাটেনি শেষ তিন লাইন ছাড়া।
শুভকামনা রইলো আরমানের জন্য।

২৩ শে জুলাই, ২০১৩ রাত ৮:৩৮

একজন আরমান বলেছেন:
কঠিন করে ভাবতে পারি না আর তাই প্রকাশের ভঙ্গিমাটাও একদম সাদামাটা !

লেখার গভীরতা কম হলেও ভালোবাসার গভীরতাটা কিন্তু কম না !

ধন্যবাদ আপু।

৩২| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ৩:০৯

রোমেন রুমি বলেছেন: সুন্দর!

২৪ শে জুলাই, ২০১৩ রাত ৩:৫৪

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ।

৩৩| ২৪ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৫৭

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
খুব সুন্দর।

২৪ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:০৪

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ দুর্জয় ভাই। :)

৩৪| ২৪ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৫৭

সািহদা বলেছেন: ভালো লাগছে এলোমেলো বিষাদের কবিতা।
আরমান ভাই তোমার বুকে বিষাদের বৈঠা পুতে দিও না।
বিষাদের বৈঠা অনেক কষ্ট অনেক যন্ত্রণা । আমি নিজেই আমার বুকে বিষাদের বৈঠা পুতে দিয়েছি , যা আর সইতে পারছিনা ।
ভালো থাকো ভাইয়া ।

২৪ শে জুলাই, ২০১৩ রাত ১০:২৮

একজন আরমান বলেছেন:
আমি পুঁতে দেই নি আপু। সে পুঁতে দিয়ে গেছে !

শুভকামনা রইলো আপু।

৩৫| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ১:৪৫

মাহমুদ০০৭ বলেছেন: আপ্নের মিয়াহ খোমা সুবিধার না ;)
বিষাদের বৈঠা ! পুইতা দিব ্না কি করব :D :D

বেশি বেশি ছ্যাকা খান ভাই :)
কবিতা আইব ।
++++++
ভাল থাকবেন ।

২৭ শে জুলাই, ২০১৩ রাত ২:২৫

একজন আরমান বলেছেন:
আমার খোমার কি দোষ রে ভাই? B:-) B:-) B:-)

আর কতো খাবো? একটাতেই তো অবস্থা কাহিল ! :| :| :|

৩৬| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ৩:২৩

কাজী মামুনহোসেন বলেছেন: অসাধারন কবিতা । ++++++

২৭ শে জুলাই, ২০১৩ রাত ৩:৫১

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ মামুন ভাই। :)

৩৭| ২৭ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৩০

অবচেতনমন বলেছেন: সুন্দর এক কথায় অসাধারন+++++++

২৭ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৩১

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভ্রাতা।

ভালো থাকবেন। :)

৩৮| ২৭ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৪৭

বোকামন বলেছেন:
সুন্দর কবিতা, যা বলার ছিলো সহজ ভাষায় প্রকাশ হলো। আমরা পাঠক কবিতার নৌকায় উঠতে পারলাম সহজেই।

ভালোলাগা ও অফুরন্ত শুভকামনা রইলো।
হৃদয়ের স্বচ্ছতা সুন্দর কবিতার জন্ম দিতে পারে। আপনি লিখতে থাকুন।।

২৭ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৩৪

একজন আরমান বলেছেন:

সুন্দর বলেছেন। :)

লিখার চেস্টা চালিয়ে যাবো।

ধন্যবাদ ভাই।
ভালো থাকুন।

৩৯| ২৯ শে জুলাই, ২০১৩ রাত ১২:৩৩

হৃদয় রিয়াজ বলেছেন: দারুণ!!! খুব ভাল লাগল ভাইয়া +++++

২৯ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৩৯

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ রিয়াজ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.