নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী !!!\n\nমেইল করতে চাইলে: [email protected]

একজন আরমান

জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী!

একজন আরমান › বিস্তারিত পোস্টঃ

যদি তোমার ভালোবাসা পেতাম

৩১ শে জুলাই, ২০১৩ ভোর ৫:১৩





যদি তোমার ভালোবাসা পেতাম,

ভুলে যেতাম সব দুঃখ কষ্ট !



যদি তোমার ভালোবাসা পেতাম,

স্বপ্ন দেখতাম নতুন করে বাঁচার !



যদি তোমার ভালোবাসা পেতাম,

পূর্ণ হতো এ অতৃপ্ত হৃদয় !



যদি তোমার ভালোবাসা পেতাম,

অবাধ্য পৃথিবীকেও পোষ মানাতাম !



যদি তোমার ভালোবাসা পেতাম,

ক্ষ্যাপাটে আমি হয়ে যেতাম শান্ত !



যদি তোমার ভালোবাসা পেতাম,

মৃত্যুর মাঝেও খুঁজে নিতাম অমরত্বকে !





যদি তোমার ভালোবাসা পেতাম,

মরে গিয়েও হতাম ইতিহাস !





-একজন আরমান

৩১/০৭/২০১৩

সকাল ০৫:১০:৪১





সাইট লিংকঃ

মন্তব্য ৭৫ টি রেটিং +১১/-০

মন্তব্য (৭৫) মন্তব্য লিখুন

১| ৩১ শে জুলাই, ২০১৩ ভোর ৫:২৫

খেয়া ঘাট বলেছেন: কবিতাটি মনে হলো হঠাৎ করেই শুরু আর হঠাৎ করেই শেষ হয়ে গেলো।

৩১ শে জুলাই, ২০১৩ ভোর ৬:০৯

একজন আরমান বলেছেন:
হুম। আরও কিছু লিখতে চেয়েছিলাম, কিন্তু আসে নি।

২| ৩১ শে জুলাই, ২০১৩ সকাল ৮:১২

মাহবু১৫৪ বলেছেন: হ ম ম

/:) /:)

++++++

৩১ শে জুলাই, ২০১৩ সকাল ৮:১৬

একজন আরমান বলেছেন:
:| :|

৩| ৩১ শে জুলাই, ২০১৩ সকাল ৮:৩৪

পাগলমন২০১১ বলেছেন: খ্রাপ না :) ভালোই।

৩১ শে জুলাই, ২০১৩ সকাল ৮:৫৬

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ।

৪| ৩১ শে জুলাই, ২০১৩ সকাল ৮:৫৪

অদৃশ্য বলেছেন:




আহা
যদি তার ভালোবাসা পেতাম!


আরমান ভাই

লিখাটি বেশ ভালো লেগেছে আমার... প্রার্থনা করি তার ভালোবাসা পান...


শুভকামনা...

৩১ শে জুলাই, ২০১৩ সকাল ৮:৫৭

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ অদৃশ্য ভাই।

৫| ৩১ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৩২

আর.হক বলেছেন: আক্ষেপই থেকে গেলো শুধু........... ওয়েটান ...... ভালবাসা ভাড়া দেয়া হবে

৩১ শে জুলাই, ২০১৩ সকাল ১১:১৭

একজন আরমান বলেছেন:
ভালবাসা ভাড়া দেয়া হবে !!!
কুতায়? B:-) B:-) B:-)

৬| ৩১ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:০৮

পিনিকবাজ বলেছেন: ভালোবাসা পাইতে মুন্চায়

৩১ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:২৮

একজন আরমান বলেছেন:
আপচুচ... :| :| :|

৭| ৩১ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:০৯

পিনিকবাজ বলেছেন: ভালোবাসা পাইতে মুন্চায়

৮| ৩১ শে জুলাই, ২০১৩ দুপুর ১:১০

আমিনুর রহমান বলেছেন:



যদি তোমার ভালোবাসা পেতাম,
মরে গিয়েও হতাম ইতিহাস !


এই জন্যই তোকে ভালোবাসে নাই ...
তোকে তো আর মরে যেতে দিতে পারে না ...
তাই ছ্যাকা (একজন আরমান) দিছে ...

৩১ শে জুলাই, ২০১৩ দুপুর ১:২৯

একজন আরমান বলেছেন:
ছ্যাকা (একজন আরমান) !!!

মানে কি? B:-) B:-) B:-)

৯| ৩১ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৫৩

মামুন রশিদ বলেছেন: ভালোবাসা ভালোবাসা ভালোবাসা ভালোবাসা ভালোবাসা ভালোবাসা ভালোবাসা ভালোবাসা ভালোবাসা ভালোবাসা ভালোবাসা ভালোবাসা ভালোবাসা ভালোবাসা ভালোবাসা ভালোবাসা ভালোবাসা ভালোবাসা ভালোবাসা ভালোবাসা ভালোবাসা ভালোবাসা ভালোবাসা ভালোবাসা ভালোবাসা ভালোবাসা ভালোবাসা ভালোবাসা ভালোবাসা ভালোবাসা ...


আরও লাগবে ?? :| :P :P

৩১ শে জুলাই, ২০১৩ দুপুর ২:০৭

একজন আরমান বলেছেন:
ভালোবাসা কি বাংলালিংক দামে পাইছেন নাকি? :-P :-P :-P

১০| ৩১ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৫৯

স্বপ্নবাজ অভি বলেছেন: যদি তোর ভালোবাসা পেতাম আমি জ্বিন হয়ে বন্ধুর জ্বীন মেরে সামু সার্ভার ঠিক করে দিতাম! কবিতা ভালো হয়েছে, আমিন ভাই আমার সিলেক্ট করা লাইন বলে দিয়েছে তাই আমি নিজেই বানালাম।

৩১ শে জুলাই, ২০১৩ দুপুর ২:০৯

একজন আরমান বলেছেন:
সামুর সার্ভার :-< :-< |-)

আমি তো ভাবছিলাম আপনি ওইটাই হুবুহু কপি মেরে দিবেন। :P

কিন্তু সেদিনের পর ঠিক হয়ে গেছেন মনে হচ্ছে ! ;) রেজা ঘটক। :P

১১| ৩১ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৩৪

পেন্সিল চোর বলেছেন: আরমান নতুন একটা গার্ল ফ্রেন্ড পটানোর সিস্টেম করতেছি।এখন ফ্রেন্ডশিপ পর্যায় আছে।আপনে অনুমতি দিলে এই কবিতাখানা ওরে এসএমএস করুম!! :P :P :P

৩১ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:০১

একজন আরমান বলেছেন:
ছিঃ ছিঃ এইসব কি বাজে কথা বলছেন? B:-) B:-) B:-)

১২| ৩১ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:০৪

কান্ডারি অথর্ব বলেছেন:

আরমান কি আবার আরমান খাইল নাকি :( :( :(

৩১ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:০২

একজন আরমান বলেছেন:
মানে কি? B:-) B:-) B:-)

১৩| ৩১ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২৪

পেন্সিল চোর বলেছেন: আরমান ভাই কি করুম কন!!মা তো আমারে বিয়ার বেপারে গ্রীন সিগনাল দিতেছে না

৩১ শে জুলাই, ২০১৩ রাত ১১:৪৪

একজন আরমান বলেছেন:
আন্টির সাথে আমাকে কথা বলায়া দিয়েন। আমি রাজি করায়ে দিবো নে। :)

১৪| ৩১ শে জুলাই, ২০১৩ রাত ৮:০২

কালোপরী বলেছেন: :)

৩১ শে জুলাই, ২০১৩ রাত ১১:৪৫

একজন আরমান বলেছেন:
সব সময় হাসিমুখে থাকো এই প্রার্থনা সর্বদা। :)

১৫| ৩১ শে জুলাই, ২০১৩ রাত ৮:৩৯

শ্রাবণ জল বলেছেন: যদি তোমার ভালোবাসা পেতাম,
মরে গিয়েও হতাম ইতিহাস !


শেষ লাইন দুটো বেশ লাগল।

চাকরির খবর শুনলাম।
অভিনন্দন।

শুভ কামনা সবসময়ের।

৩১ শে জুলাই, ২০১৩ রাত ১১:৪৭

একজন আরমান বলেছেন:
অনেক ধন্যবাদ শ্রাবন।

লিখুন নিজের জন্য, আমাদের জন্য।

ভালো থাকুন সব সময়। :)

১৬| ৩১ শে জুলাই, ২০১৩ রাত ৯:৩৮

আমিভূত বলেছেন: আমার ভাইয়া ভালোবাসার কাঙাল প্রত্যাশা করি আরমান ভাইয়ের ভালোবাসা ফিরে আসুক :)

৩১ শে জুলাই, ২০১৩ রাত ১১:৪৯

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ আপু।
আপনার প্রার্থনা যেন সত্যি হয়।

ভালো থাকুন। :)

১৭| ৩১ শে জুলাই, ২০১৩ রাত ১১:৩৯

তারছেড়া লিমন বলেছেন: ভালবাসা পাইনি কিন্তু ভাল বাসা পেয়েছি........

৩১ শে জুলাই, ২০১৩ রাত ১১:৫০

একজন আরমান বলেছেন:
আমি কোনটাই পাইনি লিমন ভাই। :|

১৮| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ২:৪৬

নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: আই লাওভ ভালবাসা।

০১ লা আগস্ট, ২০১৩ রাত ৩:৫৩

একজন আরমান বলেছেন:
ভালো বাসা?

১৯| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ৩:০২

টুম্পা মনি বলেছেন: :D :D :D :-B :-B :-B :-B

০১ লা আগস্ট, ২০১৩ রাত ৩:৫৪

একজন আরমান বলেছেন:
আপনার আবার কি হল? B:-) B:-) B:-)

২০| ০১ লা আগস্ট, ২০১৩ ভোর ৪:০২

সেলিম আনোয়ার বলেছেন: যাক ভালবাসা না পান চাকুরী পেয়েছেনএবার ছুকরীও পাবেন।ভালবাসা পাবেন কি না আল্লাহ জানেন।

০১ লা আগস্ট, ২০১৩ ভোর ৪:২১

একজন আরমান বলেছেন:
আহাহাহাহাহাহ।

দেখা যাক।

২১| ০১ লা আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৪

সায়েম মুন বলেছেন: নাইস। বেশ লাগলো। ভালবাসার জন্য মানুষ কত কিছুই না করে।

০১ লা আগস্ট, ২০১৩ দুপুর ১:১৭

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ সায়েম ভাই।
অনেকে অনেক কিছু করে আর অনেকে শুধুই বলে !

২২| ০১ লা আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৪

নীল-দর্পণ বলেছেন: যদির কথা নদীতে

+

০১ লা আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৮

একজন আরমান বলেছেন:
হুম। তা ঠিক ই কইছেন। যদির কথা নদীতে। :| :| :|

২৩| ০১ লা আগস্ট, ২০১৩ দুপুর ১:৩০

শুকনোপাতা০০৭ বলেছেন: নীলু'পু ঠিক বলেছে... ;) ! তবে কবিতাটা ভালো হয়েছে :)

০১ লা আগস্ট, ২০১৩ দুপুর ১:৪২

একজন আরমান বলেছেন:
হুম ঠিকই বলছে। ভবিষ্যৎ সর্বদাই অনিশ্চিত !

ধন্যবাদ।

অফ টপিকঃ

পড়া বাদ দিয়া ব্লগে কি? হুম? :P

২৪| ০১ লা আগস্ট, ২০১৩ বিকাল ৩:১৬

গৃহ বন্দিনী বলেছেন: ওরে বাপ্রে আপনে ভালোবাসা পাইলে এত কিছু কর্তেন ??

অক্কে ভালোবাসা পাওয়ার পর কয়ডা পূরণ করেন দেখুম নে :P :P :P

০১ লা আগস্ট, ২০১৩ বিকাল ৫:১৬

একজন আরমান বলেছেন:
আরও অনেক কিছু করতাম। ;) ;) ;)

২৫| ০১ লা আগস্ট, ২০১৩ বিকাল ৫:১৭

আরজু পনি বলেছেন:

মরে গেলেতো সব শেষই ! :|

০১ লা আগস্ট, ২০১৩ রাত ৮:৩৭

একজন আরমান বলেছেন:
শেষ না আপু। মরে গেলে ইতিহাস হবার সুযোগ থাকে ! :)

২৬| ০১ লা আগস্ট, ২০১৩ বিকাল ৫:১৯

বোকামন বলেছেন:
ভালোবাসার শক্তি দেখাতে চাইলেন, দেখতেও পেলুম।
ভালোবাসাময় হোক আমাদের যান্ত্রিক পৃথিবী।।

ভালো থাকুন, শুভকামনা
[৮+]

০১ লা আগস্ট, ২০১৩ রাত ৮:৩৯

একজন আরমান বলেছেন:
ভালোবাসাময় হোক আমাদের যান্ত্রিক পৃথিবী।।

ধন্যবাদ প্রিয় ভ্রাতা।
আপনিও ভালো থাকুন সর্বদা। :)

২৭| ০১ লা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০৬

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ভালা লাগলো

০১ লা আগস্ট, ২০১৩ রাত ৮:৪১

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ছুডো ভাই। :)

২৮| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ১১:৫৩

রাইসুল নয়ন বলেছেন: দোয়া রইলো!!!

কবিতা ভালো লাগলো।

০২ রা আগস্ট, ২০১৩ রাত ১২:৫৭

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ নয়ন ভাই।

কাল দেখা হচ্ছে কি?

২৯| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ১২:১৬

তুষার কাব্য বলেছেন: ভালোই লাগলো ...

০২ রা আগস্ট, ২০১৩ রাত ১২:৫৮

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ তুষার কাব্য :)

৩০| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ১:৫১

রাইসুল নয়ন বলেছেন:




প্রিয় আরমান!!
নিজেকে নায়ক ভেবে কবিতা লেখা ভাল,তবে এটা তোমার অনুভূতি না চাওয়া তা ইচ্ছা করেই বোঝার চেষ্টা করলাম না!!
পাওয়া না পাওয়াকে অন্যভাবেও উপস্থাপন করতে পারতে!
যেখানে সব কিছু স্বচ্ছ সেখানটা কর্দমাক্ত হওয়াটা কি স্বাভাবিক নয়!!
তুমি চাইলে এর থেকে সহস্র গুণ ভালো লিখতে পারো কিন্তু তুমি একটা গণ্ডীর মধ্যে থেকে শব্দ খোঁজ, যা দুঃখজনক!!
নিজেকে খোঁজ,যন্ত্রণার সাথে কথা বল,জানতে চাও নিজের কাছে সে কি তুমি কি আর কেন এসব হচ্ছে! তারপর শব্দ শিকার করো।

(আমার ধারনা,ভুল হতে পারে)

অন্যভাবে নিওনা,বলতে ইচ্ছা হল তাই বললাম।
আর তুমি নিজেই জানো আমি কবিতার ক ও জানিনা।

সময় নিয়ে লেখ।

০২ রা আগস্ট, ২০১৩ রাত ২:১২

একজন আরমান বলেছেন:
কিন্তু তুমি একটা গণ্ডীর মধ্যে থেকে শব্দ খোঁজ, যা দুঃখজনক!!

সহমত।

এই ব্যাপারে আপনার সাহায্য চাইছি। আর অনেক শব্দ আছে যেটা নিয়ে আমি কনফিউজড থাকি তাই সহজ যেটা পাই সেটা দিয়ে চালিয়ে দেই !

যেমন ধরুন ভস্ম আর ভস্মীভূত ব্যাবহারের পার্থক্য আমার বুঝতে সমস্যা হয় ! এই রকম কিছু সমস্যায় পরি প্রায়ই। তাই এই ব্যাপারে আপনার সাহায্য চাইছি। আশা করছি সহায়তা করবেন।

৩১| ০২ রা আগস্ট, ২০১৩ ভোর ৪:২৩

রাইসুল নয়ন বলেছেন:
এভাবে বললে লোক হাসবে ভাইয়া!!
আমি নিজেই পারিনা:( :(

রানা ভাইয়ের অসাধারণ একটা পোস্ট,
এখানে অনেক কিছু জানতে পারবে আশা করি!!

Click This Link

০২ রা আগস্ট, ২০১৩ দুপুর ১২:১৩

একজন আরমান বলেছেন:
দারুন পোস্ট।

৩২| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ১১:০৩

সািহদা বলেছেন: দোয়া করি আপনার পবিত্র ভালবাসা যেন আপনাকে ধরা দেয় খুব তারাতারি।
আর চাকুরির মিষ্টি কই আরমান ভাই???

০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১২:৩১

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ আপু।

চাকরির মিস্টি দেখা হলে খাওয়াবো ইনশাআল্লাহ্‌। :)

৩৩| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ২:৫২

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: খেয়া ঘাট বলেছেন: কবিতাটি মনে হলো হঠাৎ করেই শুরু আর হঠাৎ করেই শেষ হয়ে গেলো।


সেইম ফিলিংস হেয়ার ।

০৩ রা আগস্ট, ২০১৩ রাত ৩:০০

একজন আরমান বলেছেন:
হুম।

আপাতত কবিতা লেখা বন্ধ। :|

৩৪| ০৩ রা আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩৫

মেহেদী হাসান মানিক বলেছেন: :( :( :( :( :( নাই নাই নাই দেশে ভালবাসা নাই :| :| :| :| :|

০৩ রা আগস্ট, ২০১৩ বিকাল ৪:৫৮

একজন আরমান বলেছেন:
মানিইইইইইইইক ভাই !!!!!!!

কত দিন পর ব্লগে !!!!


কেমন আছেন?

৩৫| ০৩ রা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৩১

প্রিয়ভাষিণী বলেছেন: ভালোবাসা পেয়েই তো অমর হয়ে রইলাম :!>

০৩ রা আগস্ট, ২০১৩ রাত ৯:৫৩

একজন আরমান বলেছেন:
তবে আপনি সৌভাগ্যবতী :)

৩৬| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১০:১৯

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ++++

০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১০:২৪

একজন আরমান বলেছেন:
:)

৩৭| ০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ১২:০২

এক্সপেরিয়া বলেছেন: এত ভালুবাসা দরকার নাই... একটা ভাল বাসা থাকলেই চলবে.., :P

০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ১২:০৯

একজন আরমান বলেছেন:
ভালো বাসায় কি ভালোবাসা চলে? :P

৩৮| ০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ২:২৭

এক্সপেরিয়া বলেছেন: চলে... ঐখানেই ভাল চলে...

০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ২:৪১

একজন আরমান বলেছেন:
শিওর কচ্চেন তো? :-B :-B :-B

অফ টপিকঃ
একটা প্রশ্ন ছিল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.