নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী !!!\n\nমেইল করতে চাইলে: [email protected]

একজন আরমান

জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী!

একজন আরমান › বিস্তারিত পোস্টঃ

সাঁচি ভালোবাসা

০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ১২:০০





অনাহুত প্রেম ডেকেছিল আমায়,

তারে সাড়া দিয়ে করেছিলাম ভুল !



অঙ্গনা অনিত্য অদিতি মাঝে তুমি কেন অদয়?

তোমারই নিমিত্তে আজ এ হৃদয় শোণিত !



অকৈতব প্রণয়ে বেঁধেছিলাম তোমায়,

আর তুমি?

অদিব্য অনৃত দিয়ে বেঁধেছিলে মোরে।



তোমার অঞ্জনে আমি ছিলাম মোহাবিষ্ট।

বুঝি সে সুযোগেই আমার হৃদয়ে

তুলে গিয়েছো সাইমুম।



তবু আজও আমি অন্বেষণ করি

সাঁচি ভালোবাসা !



-একজন আরমান

০৪/০৮/২০১৩

সকাল ১১:২০:০৭



উৎসর্গঃ কান্ডারী অথর্ব ও রাইসুল নয়ন।



সাইট লিংকঃ

মন্তব্য ৭৮ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৭৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ১২:০৯

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: তবু আজও আমি অন্বেষণ করি
সাঁচি ভালোবাসা

০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ১২:১৮

একজন আরমান বলেছেন:
হ্যাঁ সেটাই !

২| ০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ১২:১৬

কান্ডারি অথর্ব বলেছেন:

তবু আজও আমি অন্বেষণ করি
সাঁচি ভালোবাসা !


শুভ কামনা রইল ++++++

০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৬

একজন আরমান বলেছেন:
অনেক ধন্যবাদ ভাইয়া। :)

৩| ০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৫

আরজু পনি বলেছেন:

উপস ! বেশ কঠিন কবিতাতো !
তবে বেশ ছুঁয়ে যা্ওয়া।।

০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৮

একজন আরমান বলেছেন:
এক্সপেরিমেন্টাল কবিতা আপু।

৪| ০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৬

মাহবু১৫৪ বলেছেন: চরম

+++++

০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩২

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ। :)

৫| ০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩১

আমিনুর রহমান বলেছেন:



বুঝছি এইটা কবিতা।

০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫৯

একজন আরমান বলেছেন:
এতো দিন পরে বুঝলেন?

৬| ০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৩

মামুন রশিদ বলেছেন: অঙ্গনা অনিত্য অদিতি মাঝে তুমি কেন অদয়?
তোমারই নিমিত্তে আজ এ হৃদয় শোণিত !

অ এর অনুস্বার দারুণ হইছে! ;) :)

০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ১:০১

একজন আরমান বলেছেন:
চোখ মারিয়া কি বুঝাইতে চাহিলেন ঝাতি জানিতে চায়। /:) /:) /:)

৭| ০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪৪

বোকামন বলেছেন:





তৃপ্তপাঠ ! সুন্দর হয়েছে কবিতাটি।
খুব অল্প লিখেই পুরো ভাবটি সম্পূর্ণ করে ফেলেছেন, মনে হল।

ভুল বা শুদ্ধ তোয়াক্কা না করেই সাড়া দিতে হয় মাঝে মাঝে। অন্বেষণের খোঁজে।

ভালো থাকুন সবসময়, শুভকামনা জানাই :-)

“+”

০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ১:০৫

একজন আরমান বলেছেন:
ভুল বা শুদ্ধ তোয়াক্কা না করেই সাড়া দিতে হয় মাঝে মাঝে। অন্বেষণের খোঁজে।

সুন্দর বলেছেন প্রিয় বোকামন ভাই।

ভালো থাকুন সর্বদা। :)

৮| ০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: সাচি ভালবাসা পাওয়া গিয়েছে তো?

০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ১:০৬

একজন আরমান বলেছেন:
এখনও নয় কবি !

৯| ০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫৮

টুম্পা মনি বলেছেন: খুব ভালো লাগলো।

০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ১:০৭

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ টুম্পামনি। :)

১০| ০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ১:০৫

আমি ইহতিব বলেছেন: অনেকগুলো শব্দের অর্থ জানিনা আরমান। তবে পড়তে ভালো লেগেছে। অনিত্য শব্দের অর্থ কি? এই শব্দটি নাম হিসেবে খুব পছন্দ হয়েছে।

০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ১:১২

একজন আরমান বলেছেন:
অনিত্য মানে ক্ষণস্থায়ী। :)

১১| ০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৫

বৃতি বলেছেন: কঠিন অনেক শব্দের অর্থও জানি না । সাঁচি কি বাংলা শব্দ?
কবিতা ভালো লেগেছে ।

০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ১:৪৫

একজন আরমান বলেছেন:
আমার জানামতে তো বাংলা।

http://www.ovidhan.org/

ধন্যবাদ বৃতি। :)

১২| ০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৭

শাহজাহান মুনির বলেছেন: কঠিন ভাষা বুঝতে কষ্ট হয় ।


তবে বেশ লাগলো ।

০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ১:৪৮

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ মুনির ভাই। :)

১৩| ০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ২:১৩

সায়েম মুন বলেছেন: বেশ কিছু কঠিন শব্দ দেখলাম। বেশ লাগলো।

০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ২:৪২

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ সায়েম ভাই। :)

১৪| ০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ২:২২

সেলিম আনোয়ার বলেছেন: আশা করি পাবেন।

০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ২:৪২

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ সেলিম ভাই। :)

১৫| ০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ২:৫৩

বোহেমিয়ান বলেছেন: সুন্দর হয়েছে !

০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ২:৫৭

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ। :)

১৬| ০৪ ঠা আগস্ট, ২০১৩ বিকাল ৩:১৩

রাইসুল নয়ন বলেছেন: comment korte mela jhamela hoiteche vai,
boner phone theke tomar kobita porlam,
corcha obbahoto thakuk, doa roilo.
amake ken utsorgo korla?

০৪ ঠা আগস্ট, ২০১৩ বিকাল ৩:২৩

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ নয়ন ভাই।

আপনাদের অনুপ্রেরণায় নতুন কিছু করার সাহস পেয়েছি, তাই উৎসর্গপত্রটা আপনাদের জন্যই। :)

১৭| ০৪ ঠা আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩৮

স্বপ্নবাজ অভি বলেছেন: গুদ ওয়ান আরমান ভাই ! চমৎকার হয়েছে !

০৪ ঠা আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪২

একজন আরমান বলেছেন:

থাঙ্কু অভি ভাই। :P

১৮| ০৪ ঠা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২৮

বাংলার হাসান বলেছেন: অকৈতব প্রণয়ে বেঁধেছিলাম তোমায়,
আর তুমি?
অদিব্য অনৃত দিয়ে বেঁধেছিলে মোরে।

০৪ ঠা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২৩

একজন আরমান বলেছেন:
হুম।

অদিব্য অনৃত দিয়ে বেঁধেছিলে মোরে !

১৯| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ৯:২৩

স্বপ্নবাজ অভি বলেছেন: গুড ওয়ান হপে :P :P :P :P ;) ;) ;) B-)) B-))

০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ৯:৩৯

একজন আরমান বলেছেন:
ব্যাপার না।

আমরা আমরাই তো। :P :P :P ;) ;) ;)

জয় বাবা জয়নাল ;)

২০| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১০:১৩

পেন্সিল চোর বলেছেন: সাঁচি এর মানে কি আরমান ভাই?

০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১০:১৯

একজন আরমান বলেছেন:
সাঁচি মানে প্রকৃত বা আসল ! সাঁচি ভালোবাসা মানে আসল বা প্রকৃত ভালোবাসা !

২১| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১০:৪৯

ফালতু বালক বলেছেন: আরমান ভাই, আছেন কেমন?

কবতে ভালো হইছে ;)

০৫ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৩৯

একজন আরমান বলেছেন:
এইতো ভাই ভালোই আছি।
আপনার খবর কি? অনেক দিন পর দেখছি !

২২| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১০:৫৩

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: 'অকৈতব' , 'অদিব্য' , 'অনৃত' এই তিনটা শব্দের মিনিং জানতে চাই

০৫ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৪৩

একজন আরমান বলেছেন:
অকৈতব মানে সরল বা অকৃত্রিম

অদিব্য মানে অসুন্দর বা কুৎসিত

অনৃত মানে অসত্য বা মিথ্যা

২৩| ০৫ ই আগস্ট, ২০১৩ রাত ১২:১৬

তারছেড়া লিমন বলেছেন: বরাবরের মতই++++++++++++++++++++++++++++++++++আর শুভ হউক বন্ধুত্ব..............

০৫ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৪৩

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ লিমন ভাই।

শুভ হউক বন্ধুত্ব

২৪| ০৫ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:৩৪

ভিয়েনাস বলেছেন: কঠিন শব্দ চয়নে ভালোবাসা সাঁচি হতে বাধ্য :)

ভালো লাগা দিলাম।

০৫ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৪৫

একজন আরমান বলেছেন:
আমার ক্ষেত্রে ভালোবাসা সাঁচি হয় নি, হয়েছে সাচি !

ধন্যবাদ আপু।
অনেক দিব বাদে ব্লগে দেখছি। :)

২৫| ০৫ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:৫১

স্নিগ্ধ শোভন বলেছেন:

সুন্দর আরমান। :P
কবিতা ভালো হয়েছে। :)


+++++



অন্বেষণ করে আর লাভ কি? এবার ভাজ্ঞের উপর ছাইড়া দে ;)

০৫ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৪৭

একজন আরমান বলেছেন:
সুন্দর আরমান মানে কি? B:-) B:-) B:-)

তুই এখনও বাইচা আছোস? আমি তো ভাবছিলাম মইরা গেছোস !

অন্বেষণ করে কোন লাভ নেই। তবে অন্বেষণ ছাড়া বেঁচে থেকেও লাভ নেই !

২৬| ০৫ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৩১

অদৃশ্য বলেছেন:




আরমান ভাই


লিখাটি চমৎকার হয়েছে... খুব ভালো লেগেছে আমার


শুভকামনা...

০৫ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৪৮

একজন আরমান বলেছেন:
অনেক ধন্যবাদ সুপ্রিয় অদৃশ্য ভাই।

ভালো থাকুন সর্বদা। :)

২৭| ০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫৬

ৎঁৎঁৎঁ বলেছেন: অপ্রচলিত কিছু শব্দের প্রয়োগ! মানে জানিনা!

কবিতা ভাল লেগেছে! নতুন নতুন শব্দের খেলা আমার বেশ ভাল লাগে!

শুভকামনা!

০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৩২

একজন আরমান বলেছেন:
কোনটার মানে জানেন না?

ভালো লাগলো জেনে প্রীত হলাম। :)

২৮| ০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ‘অ’ আদ্যাক্ষরযুক্ত শব্দপ্রয়োগবিশিষ্ট কবিতাটা ভালো লাগলো। অভিধানে আমার দেখা মতে ‘প’ বর্গস্থ শব্দমালায় মধুর শব্দের সংখ্যাধিক্য রয়েছে। সেটাও ট্রাই করতে পারেন ;)

শুভেচ্ছা আরমান ভাই।

০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৩৪

একজন আরমান বলেছেন:
প তে কি হয়? B:-) B:-) B:-)

এইটু উদাহরণ দিয়ে দিন না। ;)

২৯| ০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৫৫

জন রাসেল বলেছেন: বলেছেন: ব্রাদার আমাদের নতুন সং-টা দুদিন আগে রিলিজ করলাম। আপনাকে লিংকটা দিয়ে গেলাম। সময় পেলে ডু মারবেন অবশ্যইঃ স্বপ্ন দেখার দিন - টিয়ারস অফ সাইলেন্স

এই মন্তব্যটি পড়ার পর দয়া করে মুছে দেবেন। পোষ্টের কমেন্টে এসে কেউ বিজ্ঞাপন দিচ্ছে এটা দেখতে ভালো লাগে না। ;)

০৫ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪০

একজন আরমান বলেছেন:
পরে সময় করে দেখে আসবো :)

৩০| ০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৫৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
পেলবতা
প্লাবিত
পলাতকা
পলায়নপর
পারিজাত
প্রেম
পূজারী
প্রণয়ী
পাণিপ্রার্থী ;)
পামর
পাপিষ্ঠ
পাষণ্ডিনী
পবন



যে কটা মনে পড়লো তা দিলাম। অভিধান খুলে বসুন, দেখুন প্রতিটা শব্দই মনের ভিতর গেঁথে যাবে ;)

০৫ ই আগস্ট, ২০১৩ রাত ৮:২৪

একজন আরমান বলেছেন:
ইয়ে মানে আমার কেমন জানি লজ্জা লাগছে। :!> :!> :#>

৩১| ০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫৬

সোনালী ডানার চিল বলেছেন:

সুন্দর কবিতায় খুব ভালোলাগা!!

শুভকামনা রইল....................

০৫ ই আগস্ট, ২০১৩ রাত ৮:২৮

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই। :)

৩২| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১:৪০

আমিই মিসিরআলি বলেছেন: ১৪ নম্বর +++

সত্যিই ভালো লাগলো

০৬ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:৪৯

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভ্রাতা :)

৩৩| ০৯ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫৯

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: আরমান ভাই, ঈদের শুভেচ্ছা। :)

০৯ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৫১

একজন আরমান বলেছেন:
আপনাকেও ঈদের অনেক অনেক শুভেচ্ছা প্রিয় লিসানি ভাই। :)

৩৪| ০৯ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:০০

অন্তরন্তর বলেছেন:
ঈদ মোবারক আরমান।

০৯ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৫২

একজন আরমান বলেছেন:
ঈদ মোবারক ভাই। আশা করি ভালো আছেন । :)

৩৫| ০৯ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬

টুম্পা মনি বলেছেন: ঈদের অনেক অনেক শুভেচ্ছা।

ঈদ মোবারক।

০৯ ই আগস্ট, ২০১৩ রাত ১০:০৭

একজন আরমান বলেছেন:
ঈদ মোবারক আপু :)

৩৬| ১০ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১৩

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ঈদ মোবারক ভাইয়া । কেমন আছেন ? ঈদ কেমন কাটল ?

১০ ই আগস্ট, ২০১৩ রাত ১০:১২

একজন আরমান বলেছেন:
ঈদ মুবারক আপু। আছি আলহামদুলিল্লাহ্‌। ঈদ কেটেছে সাদামাটা। আজ ঢাকা চলে এসছি। আপনি কেমন আছেন? আপনার ঈদ কেমন কাটলো?

৩৭| ১৩ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪২

সািহদা বলেছেন: অনাহুত প্রেম ডেকেছিল আমায়,
তারে সাড়া দিয়ে করেছিলাম ভুল !


ভূলতো করেছিলাম আমি আপনি কেন??

১৩ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫০

একজন আরমান বলেছেন:
বুঝলাম না ঠিক !

আমিও ভুল করেছিলাম।

৩৮| ১৩ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৩২

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভাল্লাগছে ব্রো।

১৩ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৪৯

একজন আরমান বলেছেন:
থ্যাংকস ব্রো :)

৩৯| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫৪

খাটাস বলেছেন: আমিনুর রহমান বলেছেন:



বুঝছি এইটা কবিতা।
অঙ্গনা অনিত্য অদিতি সাইমুম এরা কি আলাদা আলাদা ক্যারেক্টার। #:-S
ভাই মজার কথা হচ্ছে, পড়তে বেশ ভাল লাগছিল, মনে হচ্ছিল খুব ভাব গত কিছু পরছি। কিন্তু কিছু ই বুঝি নি। :#>
খাটাস না বুঝলে কি যায় এসে যায়। পাবলিক রেসপন্স এ বোঝা যায় আপনার কবিতার হাত ভাল । লিখে যান নিজের মনে।
শুভ কামনা কব্বি আরমান। :#> :)

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৩

একজন আরমান বলেছেন:
আহাহাহাহাহহাহাহা...

অঙ্গনা- নারী,রমনী
অদিতি- পৃথিবী
অনিত্য-ক্ষনস্থায়ী
সাইমুম- মরুভূমির ভয়াবহ ঝড়

আমি শিখছি। অনেক ভালো লেখকদের লেখা পড়ে নিজের জ্ঞান সমৃদ্ধ করার চেষ্টা করছি।

পাবলিক রেসপন্স দিয়ে কি করবেন ভাই? আমার ফালতু কবিতায় এর থেকেও বেশি রেসপন্স ছিল !
এই দেখেন। ;)

Click This Link

Click This Link

Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.