নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী !!!\n\nমেইল করতে চাইলে: [email protected]

একজন আরমান

জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী!

একজন আরমান › বিস্তারিত পোস্টঃ

।। শ্যাওলা বনে আমি ।।

২১ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:১৪





০১।

স্বামী আর দুই সন্তান নিয়ে রোকেয়ার সুখের সংসার। তার স্বামী আবুল ভ্যান চালায়। যে টাকা রোজগার করে তাতে তাদের সংসার ভালো ভাবেই চলে যায়। নিজেদের অল্প কিছু জমিও আছে। তা বর্গা দিয়ে কিছু বাড়তি টাকা আয় হয়। রোকেয়া সেই টাকা রেখে দেয় সন্তানদের ভবিষ্যতের জন্য। এভাবেই দিন চলতে থাকে। প্রতিদিনের মতো আজও আবুল ভ্যান নিয়ে গঞ্জে যায়। সন্ধ্যা হয়ে আসে তবুও আবুল ফিরে আসে না। কপালে চিন্তার রেখা পরে যায় রোকেয়ার। রাতের দিকে হঠাৎ একদিন খবর আসে কে বা কারা আবুলকে কুপিয়ে মেরে ফেলেছে। এ কথা শুনে রোকেয়ার মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়ে।

রোকেয়ার স্বামী মারা গেলো বছর গত হতে পারে নি। এর মধ্যে তার বাড়ির লোকেরাই জমিজমা নিয়ে দুই নম্বরি শুরু করে দিয়েছে। রোকেয়া অসহায় হয়ে পড়ে কিন্তু সে উঠে দাড়ায় এভাবে ভেঙ্গে পড়লে হবে না। তার সন্তানদের পুরো দায়িত্ব এখন তার হাতে। তাদেরকে মানুষ তার একারই করতে হবে। রোকেয়া থানায় যায় মামলা করতে। কিন্তু পুলিশরা নানা রকম টালবাহানা করে মামলা করার ক্ষেত্রে। রোকেয়া বুঝতে পারে এখানে কিছু হবে না। সে নিরাশ হয়ে ফিরে আসে। সে আরও বুঝতে পারে কে বা কারা তার স্বামীকে হত্যা করেছে। কিন্তু তার মতো একজন অসহায় নারীর প্রতিবাদ করার জায়গা কোথায়?



০২।

মন খারাপ হলেই আমার একা একা রাস্তায় হাঁটাহাঁটি করার অভ্যাস আছে। এটা অবশ্য আমার হিমু হবার প্রয়াস না। রাতের শহরে একা রাস্তায় হাঁটার মাঝে যে কি মজা তা যে না হেঁটেছে সে বুঝবে না। নিজেকে আঁতেল মানতে নারাজ, কিন্তু তবুও আমার মাঝে কিছু আতলামি লক্ষ করা যায় প্রায়শই। আজও মনে হয় আমার মন খারাপ। মনে হয় বলার কারণ আমি কনফিউজড। কখন যে মন ভালো থাকে আর কখন খারাপ তা বুঝে উঠতে সময় লাগে। একা একা হাঁটছি আর নিয়ন বাতিগুলো পর্যবেক্ষণ করছি। নিয়ন বাতি দেখেই কবিতা লেখার পিনিক চরে গেলো মাথায়। চট করে মোবাইল টা বের করে লিখতে শুরু করলাম -

নিয়নের আলো লাগে না যে ভালো,

তুমি ছাড়া ধূসর বিবর্ণ আজকের এ রাত !

ধ্যাত ! আর কিছু আসছে না মাথায়। মোবাইল পকেটে রেখে আবার হাঁটা শুরু করলাম। মাথার জ্যাম ছাড়াতে হলে এক কাপ চা আর একটা ধুম্রশলাকা চাই। এদের খোঁজে হাঁটতে হাঁটতে চলে এলাম আমেরিকান এমব্যাসির সামনে। রাত পৌনে বারোটা। কিন্তু এখনও চায়ের দোকান খোলা। ঢাকা শহর আসলেই নিশাচর একটা শহর। এক দোকানের সামনে দাড়িয়ে ছায়ের অর্ডার দিলাম, আর একটা ধুম্রশলাকা নিয়ে জ্বালিয়ে ফুঁকতে শুরু করলাম। হঠাৎ কানে এলো কান্নার শব্দ। এদিক সেদিক তাকিয়ে হঠাৎ চোখ গেলো দোকানের পেছনটাতে। ওখানে দেখতে পেলাম দুটো বাচ্চা বসে বসে কাঁদছে। তাদের কাছে গিয়ে দেখি তাদের পায়ে শেকল পড়ানো ! আমার কৌতূহল চলে আসে। আমি দোকানদার মহিলাটিকে জিজ্ঞেস করলাম এরা কারা? এদেরকে এভাবে এখানে বেঁধে রাখা হয়েছে কেন? তিনি উত্তর দিলেন –

ঃ ভাই এরা আমার মাইয়া-পোলা।



ঃ এখানে এভাবে বেঁধে রেখেছেন কেন?

ঃ কি করুম ভাই? খুইল্লা দিলে তো দৌড়াদৌড়ি করবে, রাস্তায় যাইবে। বান্দরের জাত এইগুলা। রাস্তায় দেহেন না কতো গাড়িঘোড়া ! গাড়ির তলে চাপা পরলে তো সব শেষ আমার !



ঃ বাসায় রেখে আসতে পারেন না তাহলে?

ঃ বাসায় কার ধারে রাইখা আসুম ভাই? কেউ নাই তো।



ঃ সারাদিন এভাবে বেঁধে রাখেন?

ঃ হ ভাই। সকাল থিকা রাইত পর্যন্ত। কি আর করুম কন?



ঃ আপনার স্বামী কি করে?

ঃ আমার স্বামী নাই।



ঃকি হয়েছিল আপনার স্বামীর?

ঃঘরের মাইনসেই মাইরা ফালাইছে !



ঃমামলা করেন নাই?

ঃভাই অসহায় মাইনসের লাইগা কেউ না।



আমি কিছু বলতে গিয়েও বলতে পারছিলাম না। মনে হচ্ছিল তাকে বা তার বাচ্চাদের সান্তনা দেবার জন্য আমার কাছে যথেষ্ট শব্দের মজুদ নেই। সকালের সূর্যোদয়ের সাথে সাথে নতুন দিনের শুরু হলেও পুরনো নিয়মের আবর্তন ঠিকই বহাল থাকবে। কয়েকটা চকলেট কিনে বাচ্চা দুটোর হাতে দিয়ে নিজে আর একটি ধুম্র শলাকা জ্বালিয়ে আবার হাঁটা দিলাম উল্টো পথে ! আর মনে মনে ভাবলাম ভালো থাকার সংজ্ঞাটা আপেক্ষিক।





সাইট লিংক

মন্তব্য ৭৮ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৭৮) মন্তব্য লিখুন

১| ২১ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:২২

পরিবেশ বন্ধু বলেছেন: ভাল লিখেছেন , শুভকামনা

২১ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৪০

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ।

২| ২১ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৩৩

সিয়ন খান বলেছেন: অসহায় এর জন্য আসলেই কেউ নাই :(

২১ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৪৭

একজন আরমান বলেছেন:
হুম। আসলেই কেউ নাই !

৩| ২১ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৪৮

অদৃশ্য বলেছেন:




আরমান ভাই

খুবই চমৎকার একটি লিখা... ভালো লেগেছে খুব...

ঠিক বাচ্চাদের কান্নার ওখান থেকেই গল্পটা শুরু হয়েছিলো... লেখক যদি সত্য অবলম্বনে লিখে থাকেন...

শুভকামনা...

২১ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৫০

একজন আরমান বলেছেন:
কিছুটা বাস্তব আর কিছুটা কল্পনা।

অনেক ধন্যবাদ অদৃশ্য ভাই।

৪| ২১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:০৪

ভিয়েনাস বলেছেন: আসলেই ভালো থাকার সংগা আপেক্ষিক .....
অসহায়ের পাশে দাঁড়াবার কেউ নেই :(

আরেকটু গুছিয়ে লেখলে গল্পটা আরো ভালো হতো।

২১ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৩৬

একজন আরমান বলেছেন:
অফিসে বসে বসে কয়েক মিনিটের মধ্যেই লিখে প্রকাশ করেছিলাম। রিভিউ না করেই পোস্ট করেছি আপু। :(

৫| ২১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:০৭

কান্ডারি অথর্ব বলেছেন:
অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মাঝেই জীবনের সার্থকতা।

২১ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৩৭

একজন আরমান বলেছেন:
সহমত।

৬| ২১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:২৯

মেহেরুন বলেছেন: অনেক সুন্দর করে লিখেছিস।ভালো লাগলো। কেমন আছিস?? চাকরী কেমন যাচ্ছে??

২১ শে আগস্ট, ২০১৩ রাত ৯:১৭

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ।

এই তো আপু ভালো আছি। যাচ্ছে ভালোই। তুমি কেমন আছো? প্রো পিকটা চমৎকার। :)

৭| ২১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:২১

বাংলার হাসান বলেছেন: +++++++++

২১ শে আগস্ট, ২০১৩ রাত ৯:১৮

একজন আরমান বলেছেন:
:)

৮| ২১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩৪

আমিনুর রহমান বলেছেন:



হুম :)

২১ শে আগস্ট, ২০১৩ রাত ৯:২৩

একজন আরমান বলেছেন:
:)

৯| ২১ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২০

স্বপ্নবাজ অভি বলেছেন: শুরু থেকে শেষের দিকে গেলো নাকি শেষ থেকে শুরুর দিকে ?
গল্প হুট করেই শেষ হয়ে গেলো , ধুম্রশলাকা জালিয়ে বসেছিলাম আরাম করে পড়বো বলে !
ভালো লেগেছে !
আর "লিক্তে" টাইপো ঠিক কর ব্যাটা ! আমার মত অমনোযোগী পাঠকের চোখে পড়ে গেছে !!

২১ শে আগস্ট, ২০১৩ রাত ৯:২৩

একজন আরমান বলেছেন:
ঠিক করে দিয়েছি। :)

অনেক তারহুরো করে লিখেছিলাম। আসলে তাড়াহুড়ো করে কিছু পোস্ট দেওয়া উচিত না।

১০| ২১ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

বোকামন বলেছেন:





সকালের সূর্যোদয়ের সাথে সাথে নতুন দিনের শুরু হলেও পুরনো নিয়মের আবর্তন ঠিকই বহাল থাকবে।

অনেক দুঃখ ও ক্রোধ নিয়ে লিখলেন হয়তো। হূম ....
তবুও স্বপ্ন নিয়ে জাগি নতুন নিয়মের সূর্য দেখবো বলে .....
যে সূর্যের আলোতে অসহায় পাবে সহায় আলো ! ...

উপলব্ধিগুলো জেগে থাকুক আপনার লিখনীতে .....।

ভালো থাকুন লেখক।।
শুভেচ্ছা

২১ শে আগস্ট, ২০১৩ রাত ৯:২৫

একজন আরমান বলেছেন:
আমার পুরো লেখার এই জায়গাটাতেই মনোযোগ ছিল !
ধরে ফেলেছেন।
অনেক ধন্যবাদ প্রিয় বোকামন ভাই। আপনিও ভালো থাকুন।

১১| ২১ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

সকাল রয় বলেছেন:
পড়লাম বেশ।

২১ শে আগস্ট, ২০১৩ রাত ৯:২৬

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ।

১২| ২১ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৪৩

নিরপেক্ষ মানুষ বলেছেন: ভাল লিখেছেন।আশাকরি সামনে আরো ভাল লিখবেন :-) ++

২১ শে আগস্ট, ২০১৩ রাত ৯:২৭

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ। :)

১৩| ২১ শে আগস্ট, ২০১৩ রাত ৯:০৬

প্রোফেসর শঙ্কু বলেছেন: ভালো লেগেছে গল্প।

শুভকামনা।

২১ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৩১

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ প্রোফেসর।

১৪| ২১ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৩০

মাহতাব সমুদ্র বলেছেন: উরিম্মা পরিবেল বন্ধু যেখানে কমেন্ট করেছে সেখানে আমার আর কি বলার থাকে

২১ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৩৪

একজন আরমান বলেছেন:
আরও একজন বাকি আছে কিন্তু ! ;)

১৫| ২১ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৩৪

শুকনোপাতা০০৭ বলেছেন: ভালো থাকার সংজ্ঞাটা আসলেই আপেক্ষিক.. :) খুব ভালো লাগল :)

২১ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৩৫

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ আপু। :)

১৬| ২২ শে আগস্ট, ২০১৩ রাত ১:০০

মামুন রশিদ বলেছেন: আসলেই ভালো থাকার সংজ্ঞাটা আপেক্ষিক।


গল্পের শুরুটা দারুণ উত্তেজনাময় । শেষটায় বিষাদময় ভাললাগা । বিষাদের রেশ যেন বয়ে চলি, কিন্তু আমরা অসহায় ।

এত সুন্দর শুরু আর শেষ যে গল্পের, সেই গল্পের মাঝখানটা গেল কই ?? মাঝখানে আর একটু দ্বন্দ্ব-সমাস-সন্ধিবিচ্ছেদ দরকার ছিল । আর একটু ডিটেইলিং এর অভাবে একটা ক্লাসিক গল্প হয়ে উঠার সম্ভাবনা নিয়েও যেন হল না ।

বেস্ট অব লাক ভাইডি । পরেরটা আরও ভাল হবে, জানি :)

২২ শে আগস্ট, ২০১৩ সকাল ৭:২০

একজন আরমান বলেছেন:
আসলে তাড়াহুড়ো কন কিছুর জন্যই ভালো না। :(

ধন্যবাদ মামুন ভাই। :)

১৭| ২২ শে আগস্ট, ২০১৩ রাত ১:৪৫

ভিয়েনাস বলেছেন: সময় পেলে গল্পে একটু হাত দিয়েন। চমৎকার প্লট । সুন্দর গল্প বের হয়ে আসবে।

শুভ কামনা থাকলো :)

২২ শে আগস্ট, ২০১৩ সকাল ৭:২১

একজন আরমান বলেছেন:
চেস্টা করবো আপু। কিন্তু আলসেমির কারণে গল্প লিখতে ইচ্ছে করে না।

১৮| ২২ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৪৯

সািহদা বলেছেন: আসলেই ভালো থাকার সংজ্ঞাটা আপেক্ষিক। এটা কি সত্যি ঘটনা ? এমন সত্যি ঘটনা অহর অহর ঘটছে। ১। গল্পটা পরে মনে করেছিলাম গল্পটা হটাৎ শেষ হল কেন? পরে সেই মহিলা কি করল?
তবে পরে বাচ্চাদের জন্য খুব খারাপ লাগলো ।

২২ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:২০

একজন আরমান বলেছেন:
কিছু জিনিসের সমাপ্তি আমরা জানি না।

গল্পের কিছুটা বাস্তব আর কিছুটা কল্পনা।

১৯| ২২ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৪৮

সায়েম মুন বলেছেন: ভালো থাকার সংজ্ঞাটা আপেক্ষিক---চিরন্তন সত্য কথা!
গল্প ভাল লিখেছেন। ভাললাগা রইলো।

২২ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:২২

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ সায়েম ভাই।

২০| ২২ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:০৪

আমি ইহতিব বলেছেন: মনের বোধকে অল্প কথায় গল্প ছলে সুন্দর করে প্রকাশ করেছো আরমান, আমাদের সবার মাঝেই যদি দুঃখী মানুষগুলোর জন্য এমন বোধ কাজ করতো তাহলে হয়তো এই মানুষগুলো একটু কম দুঃখে জীবনযাপন করতে পারতো। সবসময় এমন ভালোমানুষ থেকো এই দোয়া করি।

২২ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৮

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ আপু। :)

২১| ২২ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২৮

সায়েদা সোহেলী বলেছেন: তোমার লেখার হাত ভালো আরমান ,শুধু ভালো না বোধ ,অনুভব সম্পন্ন ।
যা প্রমান করে শুধুমাত্র লেখার জন্যই লেখা নয় . , , , , , ,

ভালো থেকো সবসময়

২৩ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:০৪

একজন আরমান বলেছেন:
আমাদের বোধ দিন দিন হারিয়ে যাচ্ছে আপু। অনেক বেশি যান্ত্রিক হয়ে যাচ্ছি আমরা !

২২| ২২ শে আগস্ট, ২০১৩ রাত ১০:১৮

বটবৃক্ষ~ বলেছেন: ভালো থাকার সংজ্ঞাটা আপেক্ষিক....খুব সত্যি কথা!!

চমৎকার লিখেছেন নাইট ওয়াকার ভাইজান!! :) :)

২৩ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:০৫

একজন আরমান বলেছেন:
নাইট ওয়াকার !!! :-B :-B :-B

ধন্যবাদ। :)

২৩| ২২ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৪৩

যুবায়ের বলেছেন: চমৎকার লেখা....মুগ্ধ হলাম।
অসহায়দের আসলেই কেও নাই!!..
সমাজের প্রচলিত একটি বাক্য বলছি
”তেল মাথায় মাখে তেল
রুক্ষ মাথায় ভাঙে বেল!!”

এটাই বাস্তবতা...নির্মম হলেও সত্য..

২৩ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:০৯

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ যুবায়ের ভাই।

২৪| ২৩ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৭

পিনিকবাজ বলেছেন: ভালো লিখেছেন।

মাথার জ্যাম ছেড়ে গেছে...

২৩ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৪৯

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ।

জ্যাম কিসের?

২৫| ২৩ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৫৫

পিনিকবাজ বলেছেন: বিবেকের ...........

২৪ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:১২

একজন আরমান বলেছেন:
আমাদে বিবেক বলে কিছু আছে নাকি? B:-) B:-) B:-)

২৬| ২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১০:১৫

স্নিগ্ধ শোভন বলেছেন:

সুন্দর লাগলো আরমান।

++++

২৪ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:১২

একজন আরমান বলেছেন:
ধইন্না পাতা দোস্ত। :D

২৭| ২৪ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:২১

রোমেন রুমি বলেছেন: ভাল লাগা রইল ।
++++

২৪ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:২৯

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ রুমি ভাই। :)

২৮| ২৪ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১৪

শ্যামল জাহির বলেছেন: 'ভাল থাকার সংজ্ঞাটা আপেক্ষিক'
প্লাস!

২৪ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৩১

একজন আরমান বলেছেন:

হ্যাঁ। ঠিক তাই !

ধন্যবাদ।

২৯| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৫৬

আমিভূত বলেছেন: আগেই পড়েছিলাম মন্তব্য করার ভাষা ছিল না কেননা এটা সাহিত্য বা গল্প মনে হয়নি আমার কাছে এখানে দীর্ঘশ্বাস ছাড়া আর কিছুই বের হয়না ।

কবে আমাদের সুদিন আসবে যেদিন প্রতিটি মানুষ সমান ভাবে বাচবে ?

২৫ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:২৩

একজন আরমান বলেছেন:
মাঝে মাঝে নিজেকে বড় অসহায় মনে হয় !

৩০| ২৫ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৭

পেন্সিল চোর বলেছেন: ভালো থাকার সংজ্ঞাটা আপেক্ষিক

২৫ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:২৩

একজন আরমান বলেছেন:
হ্যাঁ। সেটাই !

কি খবর চোর? কেমন আছেন?

৩১| ২৫ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২৭

আরজু পনি বলেছেন:

কয়েকজন নারী দোকানীর চেহারা সামনে ভেসে উঠলো !

জীবনটা আসলেই কতোই না অদ্ভুত !

ভাবনায় ভালো লাগা রইল আরমান ।।

২৫ শে আগস্ট, ২০১৩ রাত ১১:১৫

একজন আরমান বলেছেন:
জীবন আসলেই অনেক অদ্ভুত!

ধন্যবাদ আপু।

বস্ল থাকবেন।

৩২| ২৫ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৩০

তাসজিদ বলেছেন: এই প্রিথিবীর বুকে হাটছি আমি, দেখেছি,

মিত্থে,
অসততা,
আর গাড় অন্ধকার।

২৫ শে আগস্ট, ২০১৩ রাত ১১:১৫

একজন আরমান বলেছেন:
সহমত।

৩৩| ২৬ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:১২

মেহেরুন বলেছেন: আমি আছি ভালোই তোর দুলাভাইয়ের সাথে। তিনি আমাকে অত্যন্ত ভালবাসেন :)
প্রোফাইল পিক অ তাঁর ই তোলা :)

ভালো থাকিস সবসময়।

২৬ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:১০

একজন আরমান বলেছেন:
হ্যাঁ সে তো বুঝতেই পারছি। :D

তা একদিন দাওয়াত দাও। এসে পরিচিত হয়ে যাই। :D

৩৪| ২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১১:১৪

রহস্যময়ী কন্যা বলেছেন: সুন্দর হয়েছে ভাইয়া :)

২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১১:২৯

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ আপু। :)

৩৫| ২৮ শে আগস্ট, ২০১৩ রাত ৯:১২

রোকেয়া ইসলাম বলেছেন: খুব ভাল লেগেছে। চমৎকার একটা পোস্ট।
আসলেই ভালো থাকার সংজ্ঞাটা আপেক্ষিক............।
অনেক ভাল লাগা রেখে গেলাম।

৩৬| ২৮ শে আগস্ট, ২০১৩ রাত ৯:১২

রোকেয়া ইসলাম বলেছেন: খুব ভাল লেগেছে। চমৎকার একটা পোস্ট।
আসলেই ভালো থাকার সংজ্ঞাটা আপেক্ষিক............।
অনেক ভাল লাগা রেখে গেলাম।

৩৭| ২৮ শে আগস্ট, ২০১৩ রাত ৯:১২

রোকেয়া ইসলাম বলেছেন: খুব ভাল লেগেছে। চমৎকার একটা পোস্ট।
আসলেই ভালো থাকার সংজ্ঞাটা আপেক্ষিক............।
অনেক ভাল লাগা রেখে গেলাম।

২৯ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:২০

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ আপু। :)

৩৮| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১১:১১

অদ্বিতীয়া আমি বলেছেন: পর্যবেক্ষণ করলে খুব সহজেই এমন অনেক কিছু চোখে পড়ে , যার জন্য আমরা কিছুই করতে পারিনা , শুধু দেখেই যাই , না চাইলেও নির্লিপ্ত ভাবে ফিরে যাই ।

০১ লা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১২

একজন আরমান বলেছেন:
তখন নিজেকে বড় অসহায় মনে হয়।

৩৯| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:২৭

মাহমুদ০০৭ বলেছেন: সবকিছু নষ্টদের অধিকারে যায় , থাকে ।
১ ) এর লিখার সেট আপ টা ভাল লাগেনি । নিরস লেগেছে ।
২ ) টা ভাল লেগেছে ।
পুরো লিখা জুড়েই ভাবনার স্পেস , আর এটাই আসল কথা ।

ভাল থাকুন আরমান ভাই ।
শুভকামনা ।

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫৩

একজন আরমান বলেছেন:
এক এর শুরুটা সাদামাটা আর সাধারণ হয়ে গিয়েছে আসলে।


ধন্যবাদ মাহমুদ ভাই।

৪০| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৬

সুমন কর বলেছেন: সহজ ভাষায় সুন্দর লেখা।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:২০

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ সুমনদা। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.