নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী !!!\n\nমেইল করতে চাইলে: [email protected]

একজন আরমান

জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী!

একজন আরমান › বিস্তারিত পোস্টঃ

|| ভ্রম ||

২৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪৪





গতিময় দিনের শেষে

যখন ক্লান্তিরা ভর করে এ দেহে,

যখন দু চোখ বুজে তৈরি হয়

নিকষ কালো আঁধার,

তখনও এলোমেলো নিউরনের দল

তোমার অস্তিত্বের অনুসন্ধান করে চলে !



অস্তিত্ববিহীন তোমাকে পাবার আকাঙ্ক্ষা

এ যেন শামুকের মাঝে মুক্তো খুঁজে চলা !



তবুও মিথ্যে আশারা বাসা বাঁধে এ বুকে

হয়তো তারাও কোন এক সময় ভেঙ্গে যাবে

বালির বাঁধের মতো নিমিষেই !



- একজন আরমান

২১/০৮/২০১৩

রাত ১২:২২:০১





সাইট লিংক

মন্তব্য ৬৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (৬৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫৮

এহসান সাবির বলেছেন:
যখন দু চোখ বুজে তৈরি হয়
নিকষ কালো আঁধার,
তখনও এলোমেলো নিউরনের দল
তোমার অস্তিত্বের অনুসন্ধান করে চলে ![/si

দারুন.....!!

২৯ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২৯

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ।

২| ২৯ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০১

the lady killer বলেছেন:
অ !

২৯ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২৯

একজন আরমান বলেছেন:
আ !

৩| ২৯ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২৪

স্বপ্নবাজ অভি বলেছেন: অস্তিত্ববিহীন তোমাকে পাবার আকাঙ্ক্ষা
এ যেন শামুকের মাঝে মুক্তো খুঁজে চলা !


সুন্দর !

২৯ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩০

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ অভি।

৪| ২৯ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯

মাক্স বলেছেন: দারুণ লিখেছেন কবি!

২৯ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩০

একজন আরমান বলেছেন:
কবি !!!

কেমন আছেন মাক্স ভাই?

৫| ২৯ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬

বোকামন বলেছেন:





যখন ক্লান্তিরা ভর করে এ দেহে,
যখন দু চোখ বুজে তৈরি হয়
নিকষ কালো আঁধার,
তখনও এলোমেলো নিউরনের দল
তোমার অস্তিত্বের অনুসন্ধান করে চলে !


মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে ...
আশায় বুকে বাঁধে, হোক না মিথ্যে ...

কবি ভালো থাকুক সবসময়।।
শুভেচ্ছা।।

২৯ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩২

একজন আরমান বলেছেন:
বেঁচে থাকলে বদলায়.....



অনেক ধন্যবাদ প্রিয় বোকামন ভাই।

৬| ২৯ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪

মাক্স বলেছেন: আপনাদের দোয়ায় ভালই আছি।
আপনের খবর কি?

৩০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:০২

একজন আরমান বলেছেন:
এই তো ভাই আছি ভালোই। :)

৭| ২৯ শে আগস্ট, ২০১৩ রাত ৯:১৬

আমিনুর রহমান বলেছেন:




+++

৩০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:০৭

একজন আরমান বলেছেন:
:)

৮| ২৯ শে আগস্ট, ২০১৩ রাত ৯:১৯

সেলিম আনোয়ার বলেছেন: অস্তিত্ববিহীন তোমাকে পাবার আকাঙ্ক্ষা
এ যেন শামুকের মাঝে মুক্তো খুঁজে চলা ! সুন্দর কবিতায় +

৩০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:০৭

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ সেলিম ভাই।

৯| ২৯ শে আগস্ট, ২০১৩ রাত ৯:২০

মাগুর বলেছেন: তবুও মিথ্যে আশারা আশা বাঁধে এ বুকে
হয়তো তারাও কোন এক সময় ভেঙ্গে যাবে
বালির বাঁধের মতো নিমিষেই !

কিন্তু কেন আরমান ভাই? /:)

+++++

৩০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:০৮

একজন আরমান বলেছেন:
জানি না মাগুর ভাই। :(

১০| ২৯ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৫৬

শুকনোপাতা০০৭ বলেছেন: সুন্দর লিখেছেন... অল্প কথায় অনেক কথা :)

৩০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:১১

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ।

বেশি কথা খুঁজে পাই নি।

১১| ২৯ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৫৯

প্রোফেসর শঙ্কু বলেছেন: ছোট কবিতা ভালো লেগেছে।

৩০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:১২

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ প্রোফেসর :)

১২| ২৯ শে আগস্ট, ২০১৩ রাত ১১:০৯

মামুন রশিদ বলেছেন: তবুও মিথ্যে আশারা আশা বাঁধে এ বুকে
হয়তো তারাও কোন এক সময় ভেঙ্গে যাবে
বালির বাঁধের মতো নিমিষেই !


অসাধারণ !! খুব সুন্দর লিখেছেন আরমান ।

কবিতায় ভাললাগা ++

৩০ শে আগস্ট, ২০১৩ রাত ১১:২০

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ প্রিয় মামুন ভাই। :)

১৩| ২৯ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৩৮

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।

৩০ শে আগস্ট, ২০১৩ রাত ১১:২৫

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ।

১৪| ৩০ শে আগস্ট, ২০১৩ রাত ২:২৫

অলওয়েজ ড্রিম বলেছেন: কবির সকল হতাশা কেটে যাক। তিনি যেন মুক্তা শেষাবধি খুঁজে পান।

৩০ শে আগস্ট, ২০১৩ রাত ১১:২৬

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ অলওয়েজ ড্রিম।

১৫| ৩০ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:৪৬

তাসজিদ বলেছেন: অস্তিত্ববিহীন তোমাকে পাবার আকাঙ্ক্ষা
এ যেন শামুকের মাঝে মুক্তো খুঁজে চলা !


আর কতকাল অপেক্ষা ??????

৩০ শে আগস্ট, ২০১৩ রাত ১১:২৭

একজন আরমান বলেছেন:
কে জানে !
হয়তো মৃত্যুর পূর্ব পর্যন্ত !!
কিংবা নয় !!!

১৬| ৩০ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:১৩

ৎঁৎঁৎঁ বলেছেন:
তখনও এলোমেলো নিউরনের দল
- এই লাইনটা আমার সবথেকে ভালো লাগলো!

শুভকামনা রইলো আরমান!

৩০ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৩০

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ইফতি ভাই। :)

১৭| ৩০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:০১

এক্সপেরিয়া বলেছেন: কবিতা ছোট..., তবে ভাল লেগেছে.....

৩০ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৩৭

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই।

আপনার বিরুদ্ধে অভিযোগ আছে। বলবো?

১৮| ৩০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:১৩

পেন্সিল চোর বলেছেন: আরমান ভাই আমারে কবিতা লেখা শিখাননা ভাই!!

৩০ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৪৩

একজন আরমান বলেছেন:
আমিই তো লিখতে জানি না। :(

১৯| ৩০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩৫

অপর্ণা মম্ময় বলেছেন: ছোট পরিসরে নিজের অনুভূতিকে কবিতায় তুলে ধরা খুব সুন্দর হয়েছে। শুভকামনা আরমান

৩০ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৪৪

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ আপু।

২০| ৩০ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮

সিয়ন খান বলেছেন: নতুন করে বলার কিছু নেই। সবসময় ই হিট :) :)
++++

৩০ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৪৫

একজন আরমান বলেছেন:
:) :)

২১| ৩০ শে আগস্ট, ২০১৩ রাত ৮:০৯

খাটাস বলেছেন: কবিতা বুঝতে যে নুন্নতম মস্তিস্কের প্রয়োজন তা আমার নেই। তবে হঠাৎ ব্লগের কিছু কিছু কবিতা সামনে এসে পরে, যেগুলোর কথা অনেক সহজ, কিন্তু অসাধারন মানের হয়। আপনার আগের কবিতা গুলো খুব বেশি দেখি নি ভয়ে। এই টা অসাধারণের পাতায় পরে।
কবি বরিসাইল্লা আরমান পুরাই হিট। !:#P ;) প্লাস।

৩০ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৪৬

একজন আরমান বলেছেন:

আপনার মন্তব্য সব সময় ই সেইরকম। ;)

ধন্যবাদ। :)

২২| ৩০ শে আগস্ট, ২০১৩ রাত ১০:২৭

তারছেড়া লিমন বলেছেন: তবুও মিথ্যে আশারা আশা বাঁধে এ বুকে কথা কিন্তু সত্য............

৩০ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৫০

একজন আরমান বলেছেন:
হ্যাঁ !

২৩| ৩০ শে আগস্ট, ২০১৩ রাত ১১:২৬

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: তবুও মিথ্যে আশারা আশা বাঁধে এ বুকে

কিছুটা দ্বিধা থেকে গেল। বক্তব্যটা আশারা আশা বাঁধে না হয়ে আশা জাগে, বিড় করে বা কিছু একটা করে যেভাবেই বলেন না কেন আশা বাঁধে কথাটা মনঃপুত হলো না যেন।

ভালো থাকবেন।

৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১২:০১

একজন আরমান বলেছেন:
তবুও মিথ্যে আশারা বাসা বাঁধে এ বুকে

আশা'র জায়গায় বাসা হবে। স্পেলিং মিস্টেক।

ভুল ধরিয়ে দেবার জন্য অনেক ধন্যবাদ জুলিয়ান ভাই।


আপনিও ভালো থাকবেন। :)

২৪| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১:০৬

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: অনেক সুন্দর । +++

৩১ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৪৫

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ বিথিপু। :)

২৫| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১:৪৮

স্নিগ্ধ শোভন বলেছেন:

তখনও এলোমেলো নিউরনের দল
তোমার অস্তিত্বের অনুসন্ধান করে চলে !

বেশি ভাল লাগলো এই দুই লাইন।

++++

৩১ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৪৬

একজন আরমান বলেছেন:
থাঙ্কু দোস্ত। :)

২৬| ৩১ শে আগস্ট, ২০১৩ সকাল ৭:০৫

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: তবুও মিথ্যে আশারা বাসা বাঁধে এ বুকে
হয়তো তারাও কোন এক সময় ভেঙ্গে যাবে
বালির বাঁধের মতো নিমিষেই !

না আশারা কখনো পরাজিত হয়না... শুভ কামনা সব সময়ের জন্য...

৩১ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৪৭

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ বন্ধু তুহিন।

২৭| ৩১ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৩১

পেন্সিল চোর বলেছেন: ডাইরেক্ট মানা কইরা দিলেই তো পারতেন আরমান ভাই। না শিখাইলে কি আর করা !! :( :(

৩১ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৩০

একজন আরমান বলেছেন:
ছিঃ ছিঃ এ কেমন কথা ভাই?
আচ্ছা আগে আমাদের দেখা তো হোক। :)

২৮| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৪৪

কান্ডারি অথর্ব বলেছেন:


+++ রইল

০১ লা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১২

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাইয়া।

২৯| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:১২

অদৃশ্য বলেছেন:





লিখাটি চমৎকার হয়েছে আরমান ভাই... আমারতো খুবই ভালো লেগেছে লিখাটি...


শুভকামনা...

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০৬

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ প্রিয় অদৃশ্য ভাই। :)

ভালো থাকুন।

৩০| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:০০

দুঃস্বপ্০০৭ বলেছেন: +++++

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:৩৭

একজন আরমান বলেছেন:
:)

৩১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫৭

নাসরীন খান বলেছেন: চমৎকার অনুভূতি।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫০

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ আপু। :)

৩২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২৭

রাশেদ অনি বলেছেন: জোশ ফিলিংস।ভাল লিখেছেন।++++

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫৪

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ অনি ভাই।

৩৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৬

শ্যামল জাহির বলেছেন: মুগ্ধ!
তবুও, ভাঙ্গা'র ভীতি রয়েই গেল!

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫০

একজন আরমান বলেছেন:
কৃতজ্ঞ।

ভাঙ্গা-গড়ার খেলা রয়েই যাবে !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.