নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী !!!\n\nমেইল করতে চাইলে: [email protected]

একজন আরমান

জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী!

একজন আরমান › বিস্তারিত পোস্টঃ

|| অসভ্য ||

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:২০





শ্যাওলা ধরা মনে

বাসা বাঁধে অভিমানের দল।

কষ্টগুলো জমাট বেঁধে

শক্ত হয় কংক্রিটের মতো।



নাগরিক গতিময় এ শহরে

কে রাখে কার খোঁজ?

কে বাঁচে কে মরে

নাও কি তার খোঁজ?



সভ্য এ নগরীতে হিপোক্রেটদের

প্রয়োজনীয়তাই বুঝি বড্ড বেশি !

সত্যির কোন ঠাই নেই এখানে।

সত্যি বলতে চাও?

তুমি তো দেখি সভ্য নগরীর

অসভ্য নাগরিক !



যান্ত্রিকতা ছাড়া তুমি এখানে কি করো?

আবেগের ফেরিওয়ালা নাকি তুমি?

তুমি তো আসলেই অনেক পুরনো।

তোমার এখানে কাজ কি?



তোমার অবস্থান হওয়া উচিত

ওই জীর্ণ মিউজিয়াম !



-একজন আরমান

১৫/০৮/২০১৩

রাত ০২: ২৩: ২৭



সাইট লিংক

মন্তব্য ৭০ টি রেটিং +৩/-০

মন্তব্য (৭০) মন্তব্য লিখুন

১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩২

পরিবেশ বন্ধু বলেছেন: অসাধারন
ভাললাগা +

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩৬

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ।

২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৪৩

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৪৫

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ সুমনদা।

৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৪৬

তারছেড়া লিমন বলেছেন: ইট পাথর এর খাঁচা সব বোঝে শুধু অনুভূতি বোঝে না..........

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৫১

একজন আরমান বলেছেন:
কিন্তু মানুষের জন্য অনুভূতির যে বেশি প্রয়োজন !

অনুভূতিহীন বেঁচে থাকায় লাভ কি?

৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:০১

বাসুরী বাসীয়ালা বলেছেন: কিছু চিরন্তন সত্য কথা।

নাগরিক গতিময় এ শহরে
কে রাখে কার খোঁজ?
কে বাঁচে কে মরে
নাও কি তার খোঁজ?

সবাই ব্যাস্ত কারো দিকে তাকানোর কুশুল বিনিময় করার সময় নেই।
সব কিছু যান্ত্রিক হয়ে গেছে।
অসাধারন হয়েছে।
+++++++++++

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:০৪

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই।

৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:১৩

রাইসুল নয়ন বলেছেন:
ভালো লিখেছেন আরমান।
অনেকদিন পর আপনার কবিতা পড়লাম।
চালিয়ে যান।

অনেক অনেক শুভকামনা রইলো।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০৭

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ।

ভাই কি সুস্থ আছেন?

৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:৪৯

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: ওই জীর্ণ মিউজিয়াম !

হঠকারীরা নিপাত যাক..

শুভহোক সবার..

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০৭

একজন আরমান বলেছেন:
শুভহোক সবার !

৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৩৬

মামুন রশিদ বলেছেন: তোমার অবস্থান হওয়া উচিত
ওই জীর্ণ মিউজিয়াম !


সুন্দর +

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০৮

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ মামুন ভাই।

৮| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:১৫

লিঙ্কনহুসাইন বলেছেন: ভালো লাগলো ।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:১৩

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ লিঙ্কন ভাই।

৯| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৪১

আম্মানসুরা বলেছেন: খুব ভালো লিখেছেন। যান্ত্রিক জীবনে আবেগি মনের কষ্টগুলো সুন্দর ভাবে ফুটে উঠেছে।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:১৩

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ।

১০| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: সভ্য এ নগরীতে হিপোক্রেটদের
প্রয়োজনীয়তাই বুঝি বড্ড বেশি !
সত্যির কোন ঠাই নেই এখানে।
সত্যি বলতে চাও?
তুমি তো দেখি সভ্য নগরীর
অসভ্য নাগরিক !

সুন্দর কবিতায় ৩য় ভাল লাগা

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০১

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ সেলিম ভাই।

১১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১১

শাকিল ১৭০৫ বলেছেন: ভালো লাগলো আরমান ভাই

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩৪

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ শাকিল ভাই।

১২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩০

অপর্ণা মম্ময় বলেছেন: কবিতা বেশি ভালো লাগে নাই আরমান ! :||

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩৪

একজন আরমান বলেছেন:
না লাগাটাই স্বাভাবিক ! :)

১৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৫০

অপর্ণা মম্ময় বলেছেন: যাক, কমেন্ট দেইখা যে রাগ করো নাই। আশা করি স্বস্তিতে কমেন্ট করা যাইব তোমার ব্লগে :P

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০১

একজন আরমান বলেছেন:
আহাহাহহাহাহাহা।

রাগ করার কি আছে? আমি তো আর বড় কেউ নই, তাই লেখার ক্লাসও সেই অনুযায়ীই হবে এটাই তো স্বাভাবিক। তাছাড়া কেউ যতো বড় লেখকই হোক না কেন সমালোচনা থাকবেই।

সমালোচনা না থাকলে ভুল শুধরাবো কি করে? শুধু প্লাস দিলাম, লাইক দিলাম, ভালো হয়েছে, বাহ চমৎকার ! এই সব ফাঁকিবাজি মন গলানো মন্তব্যে ভালো লাগলেও এর মাঝে শেখার কিছু থাকে না। আমি শিখতে চাই, প্রশংসা চাই না।

১৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২১

অদৃশ্য বলেছেন:




আরমান ভাই

লিখাটির কথাগুলো আমাকে খুব স্পর্শ করেছে... যা বলতে চাইলেন, তা কি আমাকেই?
ঠিকই বলেছেন, এই শহরে আমার কাজ কি... পুরনো মিউজিয়ামও নয়... প্রত্যন্তপল্লির পাদদেশই আমার প্রকৃত ঠিকানা...

খুব ভালো লেগেছে লিখাটি...

শুভকামনা...

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২৮

একজন আরমান বলেছেন:
শহুরে কেউ একজন অবজ্ঞার ছলে কথাগুলো আমায় বলেছে এটা ভেবেই লাইনগুলি লিখেছিলাম।

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ প্রিয় অদৃশ্য ভাই।

ভালো থাকুন সর্বদা।

১৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫২

ভিয়েনাস বলেছেন: ঠিকি তো , মানুষের অনুভূতি গুলো এখন ইট কাঠের মতো শক্ত হয়ে গেছে। নাগরিক আর যান্ত্রিক হয়ে গেছে /:)

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২৪

একজন আরমান বলেছেন:
এর জন্য দায়ী হয়তো আমরা নিজেরাই !

১৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২৮

সাহিদা আশরাফি বলেছেন: শ্যাওলা ধরা মনে
বাসা বাঁধে অভিমানের দল।
কষ্টগুলো জমাট বেঁধে
শক্ত হুয় কংক্রিটের মতো।

মনটা ছুঁয়ে গেল!কবিতা দারুণ হয়েছে!

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪৭

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাবী। :)


অনেক দিন পর ব্লগে দেখে ভালো লাগলো।

অনেক শুভেচ্ছা রইলো।

১৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কবিতা মন্দ নয়, তবে আরো ভালো হওয়ার সুযোগ ছিল। প্রচেষ্টা অব্যাহত থাকুক। শুভ কামনা।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪২

একজন আরমান বলেছেন:
চেস্টা অব্যাহত রাখছি ভাইয়া। প্রতিনিয়ত চেস্টা করে যাচ্ছি। যেটা আগেই করার কথা ছিল সেটা এখন থেকে শুরু করেছি। পড়ছি অনেক, শূন্যস্থান পূরণে পড়ার বিকল্প নেই।

ধন্যবাদ।

১৮| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪১

সিয়ন খান বলেছেন: শ্যাওলা ধরা মনে
বাসা বাঁধে অভিমানের দল।
কষ্টগুলো জমাট বেঁধে
শক্ত হুয় কংক্রিটের মতো
খুব ভাল লাগলো।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৩

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ সিয়ন ভাই।

১৯| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০২

খাটাস বলেছেন: |-) আবার ও অভাগার মত আসলাম, কিন্তু কিছুই বুঝলাম না।

তবু ও শুভ কামনা, ভাল ভাল কবিতা লিখুন, মানুষ কে আনন্দ দিন। :)

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩০

একজন আরমান বলেছেন:
অভাগা বলছেন কেন? B:-) B:-) B:-)

আমি তো সহজ করেই লিখি ! :|

২০| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪২

শাহজাহান মুনির বলেছেন: তুমি তো দেখি সভ্য নগরীর
অসভ্য নাগরিক !



দারুণ বস !!!

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৫

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ মুনির ভাই। :)

২১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫১

তাসজিদ বলেছেন: এ নগরের বন্দি বাসিন্দা আমরা...........................

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪০

একজন আরমান বলেছেন:
কিছুই করার নেই ! ! !

২২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৬

প্রোফেসর শঙ্কু বলেছেন: কষ্টগুলো জমাট বেঁধে
শক্ত হুয় কংক্রিটের মতো।

ঠিক করে দিয়েন। কবিতার প্রশ্নময় চেহারা ইন্টারেস্টিং লাগল।

শুভকামনা।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪১

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ প্রোফেসর।

ভুল সংশোধন করে দিয়েছি।

ভালো থাকুন। :)

২৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫২

এহসান সাবির বলেছেন: বেশ ভালো লেগেছে ভাই। শুভেচ্ছা রইলো।

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪৩

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ সাবির ভাই।

২৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৪

খাটাস বলেছেন: অভাগা বলছি, কারন আপনার কবিতার কথা সহজ সত্যি, তাই পড়ে কথা গুলো বুঝেছি। কিন্তু শুনছি, কবিতায় নাকি কথা এক থাকে, আর বুঝানো হয় অনেক কিছু। আমার মস্তিস্ক ঐ ভাব টা বুঝা সাপোর্ট করে না। :(
একদিন একটা গল্পিয় কবিতা দিয়েন যদি সম্ভব হয়। :!>
ভাল থাকবেন আরমান ভাই।

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪৫

একজন আরমান বলেছেন:
গল্পীয় কবিতা !!!

এইটা দেখেন তো কিছু বুঝেন কিনা ! ;)

Click This Link

২৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৪

মাক্স বলেছেন: সুন্দর লিখেছেন!

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪৬

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ মাক্স ভাই।

ব্লগে খুব একটা দেখি না যে ! ব্যাস্ত নাকি?

২৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:১৩

শ্যামল জাহির বলেছেন: *
*
*
চরম!

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪৬

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ।

২৭| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭

জুন বলেছেন: নাগরিক গতিময় এ শহরে
কে রাখে কার খোঁজ?

সত্যিই তো এই নগরবাসীর সারাদিন নাভিশ্বাস উঠা দৌড়ে পাশের বাসায় একাকী থাকা লোকটা মরে পরে রইলো কিনা সে খোজ নেয়ারও সময় নেই।
আমরা যেন অনেকটা পশ্চিমাদের মত হয়ে উঠছি আরমান।
আমি নিজেও সামান্য ব্লগার, নই কবি, নই গাল্পি্‌ কিছুই হতে পারিনি তাই আমার কিছু বলা সাজে না ।
শুধু বলবো লিখে যান একদিন হয়তো অসামান্য কিছু লিখে ফেলে সব্বাইকে চমকে দিবেন।
আর আমরা বলে উঠবো 'বাহ এতো আমাদের কো ব্লগার সেই আরমান' :)
+

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩৭

একজন আরমান বলেছেন:
চমৎকার মন্তব্যে কি প্রতি উত্তর দিবো খুঁজে পাচ্ছি না। অনেক অনেক কৃতজ্ঞতা জানবেন আপু।
আপনাকে কিন্তু ব্লগের সবাই এ যুগের ইবনে বতুতা বলেই জানে। আপনার এই পরিচিতির কারণে আপনি ব্লগে আজিবন থেকে যাবেন নতুন ব্লগারদের মুখে মুখে। :)
আপনার মতো ভ্রমনের নেশা আমারও, কিন্তু তার গন্ডিটা দেশের মধ্যেই সীমাবদ্ধ !

২৮| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩২

তন্দ্রা বিলাস বলেছেন: কেমন আছেন আরমান ভাই?

কবিতায় ভাল লাগা জানবেন :)

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪২

একজন আরমান বলেছেন:
এইতো ভাই আছি বরাবর।

আপনার খবর কি? ঢাকা এলে দেখা করতে ভুলবেন না যেন। :)

২৯| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৪

মাক্স বলেছেন: কিছুটা!

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪৮

একজন আরমান বলেছেন:
হুম। সেটা কিছুটা আন্দাজ করতে পেরেছি। পুরাতন ব্লগাররা ধীরে ধীরে ব্যাস্ত হয়ে পড়েছে !

৩০| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫৪

স্বপ্নবাজ অভি বলেছেন: আমরা সবাই অসভ্য !

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫৯

একজন আরমান বলেছেন:
সবাই না। তবে অনেকেই !

৩১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৭

মাহতাব সমুদ্র বলেছেন: ভালো লেগেছে।

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:১৩

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ মাহতাব ভাই।

৩২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪৩

চটপট ক বলেছেন: স্বপ্নবাজ অভি বলেছেন: আমরা সবাই অসভ্য !

!!!!!!!!!!!!!

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪৮

একজন আরমান বলেছেন:

সবাই না। তবে অনেকেই !

৩৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:১৩

কান্ডারি অথর্ব বলেছেন:

অনেকদিন ব্লগে আসতে নাপারার কারণে কবিতাটি আমার মিস হয়ে গিয়েছিলো। এই মাত্র মনে পড়ল তুই একটি কবিতা দিয়েছিস।

তোর কবিতা দিন দিন ঝলসে উঠছে। এটা খুব ভালো একটা দিক।
কবিতায় মুগ্ধতা।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩১

একজন আরমান বলেছেন:
ছাইপাশ লেখার পরও আবার নতুন করে লেখার অনুপ্রেরণা যোগায় এমন সব কমেন্ট।

গল্প লেখা বাদ দিলেন, এখন থেকে আশা করি দারুণ দারুণ সব কবিতা পাবো। :)

৩৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৭

কান্ডারি অথর্ব বলেছেন:

হ্যারে তুইত জানিস এখানে নতুন করে বলার কিছু নাই। তবে এবার তোর প্রত্যাশা পূর্ণ হবে। আমার ব্লগে কবিতা আর কিছু নতুন নতুন ফিচার পাবি আশা করি। কবিতা পাঠে নিমন্ত্রণ রইল।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৮

একজন আরমান বলেছেন:
নিমন্ত্রণ না দিলেও যামু আর এখন থিকা আপনার কবিতা খামু। B-)) B-)) B-))

৩৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৫

কান্ডারি অথর্ব বলেছেন:

লবন দিয়ে খাইস কিন্তু। :D

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:০৬

একজন আরমান বলেছেন:
ধুর মিয়া মিঠা জিনিস কেউ লবন দিয়া খায় নাকি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.