নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী !!!\n\nমেইল করতে চাইলে: [email protected]

একজন আরমান

জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী!

একজন আরমান › বিস্তারিত পোস্টঃ

|| উন্মাদনা, আকুলতা ও বিষাদ ||

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৩







দুর্বোধ্য তোমায় আবিস্কারের নেশা ছিল আজন্মের,

পাবার আকুলতা বুঝি ব্যাকুল করে দিয়েছিল।

কিন্তু -

অসম ভালোবাসা পূর্ণতা পায় না কখনো।



স্তব্ধ পৃথিবী ব্যাকুল চেয়ে রয়,

হয়তো তারা নীরব দর্শক হতে চায়

কোন এক মহাকাব্যের।

মাঝে মাঝে তারা মুচকি হাসে,

কিংবা কখনো করে কটূক্তি !



তবুও এ ছুটে চলা থেমে থাকে না,

হয়তো নিস্ফল হবে এই ছুটে চলা।

আর পৃথিবী?

সে হয়তো কোন এক ক্ষণে

মুচকি হেসে জিজ্ঞেস করবে

কেমন আছো কবি?



তখন হয়তো

বিষাদের পেয়ালাতে চুমুক দিয়েও বলবো

ভালো আছি !





- একজন আরমান

০৭/০৯/২০১৩

রাত ০২:২০:৩৯



সাইট লিংকঃ

মন্তব্য ৭৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৭৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪০

লাবনী আক্তার বলেছেন: তখন হয়তো
বিষাদের পেয়ালাতে চুমুক দিয়েও বলবো
ভালো আছি !


বাহ! দারুন লিখছ।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৪

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ আপু।

২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৪

শ্যামল জাহির বলেছেন: আর পৃথিবী?
সে হয়তো কোন এক ক্ষণে
মুচকি হেসে জিজ্ঞেস করবে
কেমন আছো কবি?

তখন হয়তো
বিষাদের পেয়ালাতে চুমুক দিয়েও বলবো
ভালো আছি !



'ভালো আছি' কথাটাই কৃত্তিম মনে হয় আমার কাছে কবি!

কবিতায় তৃপ্ত!

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৭

একজন আরমান বলেছেন:
কথাটা আমাদের বাহ্যিকরুপ প্রকাশ করে, ভেতরের খবর শুধু আমরাই জানি !

আমাকে কবি বলে কবিদের অপমান করবেন না। আমাকে শুধু একজন আরমান ডাকলেই বেশি ভালো লাগবে। আপনি তো কবিতা লিখেন, কিন্তু এতো ইরেগুলার কেন?

৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৫

রাতুল_শাহ বলেছেন: সুন্দর :)

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৮

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ রাতুল ভাই। :)

৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৮

মায়াবী ছায়া বলেছেন: কবিতায় ভাল লাগা ।
ভাল থাকুন ।।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫১

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ মায়াবী ছায়া। আপনার নামটা সুন্দর। :)

৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৫

মামুন রশিদ বলেছেন: সে হয়তো কোন এক ক্ষণে
মুচকি হেসে জিজ্ঞেস করবে
কেমন আছো কবি?

তখন হয়তো
বিষাদের পেয়ালাতে চুমুক দিয়েও বলবো
ভালো আছি !


কোমল বিষাদের কবিতায় ভাললাগা :)

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:০২

একজন আরমান বলেছেন:
পাঠে কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রিয় মামুন ভাই। :)

৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:০৯

স্নিগ্ধ শোভন বলেছেন:


তবুও এ ছুটে চলা থেমে থাকে না,
হয়তো নিস্ফল হবে এই ছুটে চলা।
আর পৃথিবী?
সে হয়তো কোন এক ক্ষণে
মুচকি হেসে জিজ্ঞেস করবে
কেমন আছো কবি?

তখন হয়তো
বিষাদের পেয়ালাতে চুমুক দিয়েও বলবো
ভালো আছি !



দারুণ লাগলো কবি ।

একরাশ ভাললাগা নিয়ে গেলাম।


++++++++++

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১১

একজন আরমান বলেছেন:
দিয়া গেলি নাকি নিয়া গেলি? :|| :|| :||
ভালো আছিস তো?

৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২৯

সোনালী ডানার চিল বলেছেন:
কবিদের কি শুধু বিষাদই পাওনা!!

চমৎকার কবিতা হয়েছে। শুভকামনা একরাশ..............

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৬

একজন আরমান বলেছেন:
হয়তোবা !


কবিতায় প্রিয় কবিকে প্রেয়ে প্রীত হলাম।

ভালো থাকুন সর্বদা। :)

৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১৯

নেক্সাস বলেছেন: বুও এ ছুটে চলা থেমে থাকে না,
হয়তো নিস্ফল হবে এই ছুটে চলা।
আর পৃথিবী?
সে হয়তো কোন এক ক্ষণে
মুচকি হেসে জিজ্ঞেস করবে
কেমন আছো কবি?

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৮

একজন আরমান বলেছেন:
প্রিয় কবিকে সামুতে অনেক দিন পর দেখে ভালো লাগলো।

অনেক অনেক শুভকামনা প্রিয় নেক্সাস ভাই।

নতুন কবিতা চাই।

৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫২

ইখতামিন বলেছেন:
তবুও এ ছুটে চলা থেমে থাকে না,
হয়তো নিস্ফল হবে এই ছুটে চলা।


এই দুইটা লাইন অন্তরের অন্তঃপুরকে ছুঁইয়া গিয়াছে.......

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৯

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ইখতামিন।

ব্লগে দেখে ভালো লাগছে।

১০| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৬

সেলিম আনোয়ার বলেছেন: তখন হয়তো
বিষাদের পেয়ালাতে চুমুক দিয়েও বলবো
ভালো আছি !

সুন্দর ।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫১

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ সেলিম ভাই।

১১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

তবুও এ ছুটে চলা থেমে থাকে না,
হয়তো নিস্ফল হবে এই ছুটে চলা।
আর পৃথিবী?
সে হয়তো কোন এক ক্ষণে
মুচকি হেসে জিজ্ঞেস করবে
কেমন আছো কবি?

তখন হয়তো
বিষাদের পেয়ালাতে চুমুক দিয়েও বলবো
ভালো আছি !


ভালো লাগলো আরমান ভাই।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৬

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ সোনাবীজ ভাই।
আপনি আমাকে তুমি বা তুই করে বললে বেশি খুশি হবো। :)

১২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০৮

তন্দ্রা বিলাস বলেছেন: কবি আরমান ভাইয়ের এই কবিতাটাও সুন্দর হয়েছে।


আমারও কবি হইতে মুঞ্চায় :)

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩২

একজন আরমান বলেছেন:
কবি বলাটা বোধ করি ঠিক হবে না। কবি হবার যোগ্যতা এখনও হয় নি।

১৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৮

সুমন কর বলেছেন: সবাই দেখছি, আপনার কবিতাটা কেঁটে পেষ্ট করেই মন্তব্য দিয়ে খালাশ।।
আমি বলব, পুরো কবিতা চমৎকার হয়েছে।
++++++++++++++++++++++++++++++

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪৪

একজন আরমান বলেছেন:
অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানবেন সুমনদা।

১৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৩

কান্ডারি অথর্ব বলেছেন:

দুর্বোধ্য তোমায় আবিস্কারের নেশা ছিল আজন্মের,
পাবার আকুলতা বুঝি ব্যাকুল করে দিয়েছিল।
কিন্তু -
অসম ভালোবাসা পূর্ণতা পায় না কখনো।


তখন হয়তো
বিষাদের পেয়ালাতে চুমুক দিয়েও বলবো
ভালো আছি !


প্রথম ও শেষটা চমৎকার ++++

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০৯

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভ্রাতা। :)

১৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪২

ভিয়েনাস বলেছেন: বিষাদের পেয়ালাতে চুমুক দিয়েও বলবো
ভালো আছি


দুর্বোধ্য তোমায় আবিস্কারের নেশা ছিল আজন্মের, .... এক সময়ের কবিতা :) .......

বিষাদময় কবিতায় ভালো লাগা রইলো।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:১২

একজন আরমান বলেছেন:
হুম।

ধন্যবাদ আপু।

১৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩১

এহসান সাবির বলেছেন: আহ্ দারুন কবিতা....!! +++

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:১৩

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ সাবির ভাই।

১৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৬

বোকামন বলেছেন:




স্তব্ধ পৃথিবী ব্যাকুল চেয়ে রয়,
হয়তো তারা নীরব দর্শক হতে চায়
কোন এক মহাকাব্যের।



সকল ব্যাথা লুকায়ে যদি বলা হয় “ভালো আছি”
এটিই কী মহাকাব্য নয় !

কবিতায় ভালোলাগা রইলো, কবির জন্য অনেক শুভকামনা।।

ভালো থাকবেন।।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:১৫

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ বোকামন ভাই।

১৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩৩

স্বপ্নবাজ অভি বলেছেন: তখন হয়তো
বিষাদের পেয়ালাতে চুমুক দিয়েও বলবো
ভালো আছি !
এত বিষাদ !

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:১৫

একজন আরমান বলেছেন:
বিষাদ ছাড়া নাকি কবিতা হয় না !

১৯| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:০৯

নাজমুল হাসান মজুমদার বলেছেন: চালিয়ে যান । :)

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:১১

একজন আরমান বলেছেন:
চেস্টা থাকবে।

ধন্যবাদ। :)

২০| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:০২

অদৃশ্য বলেছেন:





''কিন্তু -
অসম ভালোবাসা পূর্ণতা পায় না কখনো''


অসম ভালোবাসায় প্রতিবন্ধকতা বেশি বলেই এমনটা হয়... অসম ভালোভাসা পূর্ণতা পেলে তা হয় অসাধারণ...

চমৎকার হয়েছে লিখাটি আরমান ভাই
শুভকামনা...

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২৩

একজন আরমান বলেছেন:
সুন্দর বলেছেন।


অনেক অনেক ধন্যবাদ প্রিয় অদৃশ্য ভাই।
ভালো থাকুন সর্বদা।

২১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২২

স্নিগ্ধ শোভন বলেছেন:
কবিতা পড়ে আমার ভাল লেগেছে। তাই ভালোলাগাটা সাথে করে নিয়ে গেছি। আর তোমার জন্য প্লাস বাটন এ একটা ক্লিক মেরে গেছি। :)

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২৮

একজন আরমান বলেছেন:
ওহ বুঝায়া বলবি তো। :D

২২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩০

অদ্বিতীয়া আমি বলেছেন: বিষাদের পেয়ালাতে চুমুক দিয়েও বলবো
ভালো আছি !

সবসময়ই মনে হয় বলতে হয়, বলা হয়, ভালো আছি !!!!

কেমন আছ ? তোমার পেয়ারার পোস্ট টা কই গেল ! কাল পড়েছিলাম ।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৩২

একজন আরমান বলেছেন:
হ্যাঁ পোশাকি ভালো থাকা !

আছি বরাবর ! আপনি কেমন আছেন?

ড্রাফটেড। এই নিয়ে সামু আমার তিনটা পোস্ট ড্রাফট করলো !!! রাফাত ভাইকে নিয়ে একটা পোস্ট দিয়েছিলাম গত বছর সেটা, বঙ্গবন্ধুর পোষ্টটাতে সর্বাধিক রিপোর্ট পড়েছিল, কিন্তু মজার ব্যাপার পোষ্টটা স্টিকি ছিল ! আর হল পেয়ারার পোস্ট। এই নিয়ে মোট তিনটা পোস্ট ! যদিও আমার সাইটে আছে।
http://mirarmaan.wordpress.com/

২৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪৩

প্রোফেসর শঙ্কু বলেছেন: কবিতায় আকুলতা ভালভাবেই উপস্থিত। বেশ লেগেছে।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৯

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ প্রিয় প্রোফেসর। :)

২৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫১

সায়েম মুন বলেছেন: অনেক ভাল লেগেছে আরমান। শুভকামনা রইলো।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫৮

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ সায়েম ভাই। :)

২৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:১৬

রেজওয়ান তানিম বলেছেন: কবি যখন কান্দে, তখন সবাই মিল্লা মুচকি হাসে মারলে তো সমস্যা

পৃথিমী ও তারাগো মাইনাস

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৫৬

একজন আরমান বলেছেন:
আরি তানিম ভাই যে... :-B :-B :-B

২৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫০

মাহতাব সমুদ্র বলেছেন: কবি চলো চলতে থাকো.।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১৯

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ সুপ্রিয় মাহতাব ভাই। :)

২৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫৯

শাহজাহান মুনির বলেছেন: তখন হয়তো
বিষাদের পেয়ালাতে চুমুক দিয়েও বলবো
ভালো আছি !


দারুণ বলেছেন ভাই ।

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:১৭

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ প্রিয় মুনির ভাই।

২৮| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৯

তাসজিদ বলেছেন: তখন হয়তো
বিষাদের পেয়ালাতে চুমুক দিয়েও বলবো
ভালো আছি !


আমরা যেমন ই থাকি না কেন আমাদের বলতে হয় ভাল আছি। জীবন নামক নাটকে অভিনয় করতে করতে আমরা ক্লান্ত পরিশ্রান্ত

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪৬

একজন আরমান বলেছেন:
হ্যাঁ, জীবন এক রঙ্গ মঞ্চ !

২৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:০৭

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: তখন হয়তো
বিষাদের পেয়ালাতে চুমুক দিয়েও বলবো
ভালো আছি !


আবার পড়লাম......... কবি সুখে থেক......

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪৬

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ তুহিন ভাই।

৩০| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:০৩

রহস্যময়ী কন্যা বলেছেন: খুব সুন্দর :)

ভাইয়া কেমন আছো?? :)

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১৩

একজন আরমান বলেছেন:
এইতো আছি বরাবর। তুই কেমন আছিস? অনেক দিন পর !

৩১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৯

যাযাবর৮১ বলেছেন:
দুর্বোধ্য তোমায় আবিস্কারের নেশা ছিল আজন্মের,
পাবার আকুলতা বুঝি ব্যাকুল করে দিয়েছিল।
কিন্তু -
অসম ভালোবাসা পূর্ণতা পায় না কখনো


*+*+*+*+*+*+*+*+*+*+

ভাইজান আছেনতো ভাল? :D
দূর হোক আঁধার কালো। :)


পূর্ণতার মাঝে জীবন সাজুক
অপূর্ণতার মাঝে পূর্ণতা আসুক।
শুভকামনা সর্বক্ষণ
থাকুক সুস্থ দেহ মন। :)

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৩

একজন আরমান বলেছেন:
আছি আগের মতোই।

আপনাকে আবার ব্লগে দেখে ভালো লাগছে। :)

৩২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৫৬

আমি তুমি আমরা বলেছেন: শেষের তিনটা লাইন চমৎকার :)

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪৪

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ :)

৩৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০১

এক্সপেরিয়া বলেছেন: শেষ লাইনটা খুব সুন্দর :)

২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩৮

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ। :)

৩৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩৯

জুন বলেছেন: ভালোলাগা একটি কবিতা আরমান, অনেক ভালোলাগলো ।
+

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪৪

একজন আরমান বলেছেন:
অনেক ধন্যবাদ প্রিয় জুন আপু :)

৩৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৮

তওসীফ সাদাত বলেছেন: কবিতায় প্রবেশ করাতে করাতে শেষমেশ যে দুটি চরণ পড়ালেন, পুরো কবিতার ঔজ্জ্বল্য বাড়িয়ে দিল মুহূর্তেই।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩৩

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ প্রিয় সাদাত। :)

৩৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩৮

অদ্বিতীয়া আমি বলেছেন: ওহ , যাকগে ব্যাপারনা #:-S

আমিও আছি বরাবর !

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৩

একজন আরমান বলেছেন:
বরাবর থাকতে পারাটাই বড় কথা !

৩৭| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:৫৬

অপ্রচলিত বলেছেন: তখন হয়তো
বিষাদের পেয়ালাতে চুমুক দিয়েও বলবো
ভালো আছি !


শুধু একটি শব্দই যথেষ্ট বিশ্লেষণের জন্য। দুর্দান্ত! বিশেষ করে শেষ তিনটি লাইন।

বিষাদের কালিমায় বিমর্ষ কবিতায় প্লাস।

২৪ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৯

একজন আরমান বলেছেন:
অনেক ধন্যবাদ অপ্রচলিত ভাই/ আপু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.