নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী !!!\n\nমেইল করতে চাইলে: [email protected]

একজন আরমান

জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী!

একজন আরমান › বিস্তারিত পোস্টঃ

বরিশাল জিলা স্কুল থেকে বরিশাল বিশ্ববিদ্যালয় এর অস্থায়ী ক্যাম্পাস সরানোর দাবী জানাচ্ছি

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫৭

অবিলম্বে অস্থায়ী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মুক্ত বরিশাল জিলা স্কুল চাই

WE WANT OUR CAMPUS FREE




সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বরিশাল জিলা স্কুল ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার সূত্র ধরে গতকাল ২৭ সেপ্টেম্বর ২০১৩ স্কুলের সপ্তম শ্রেনীর এক ছাত্রকে ছুরিকাঘাত করা হয়। যদিও জানা যায়নি কে বা কারা এই নৃশংস কাজ করেছে। তবুও সহজেই অনুমেয় যে এটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কাজ।



কিছুক্ষন আগে আমার এক বন্ধু কল দিয়ে পুরো ঘটনা আমাকে জানালো। পরে পত্রিকা পড়ে বিস্তারিত জানতে পারলাম।



স্থানীয় এক পত্রিকা থেকে কিছু অংশ তুলে ধরছিঃ

শাফায়াত হোসেন নামে বরিশাল জিলা স্কুলের সপ্তম শ্রেনীর এক ছাত্রকে আজ বৃহস্পতিবার কয়েক দুর্বৃত্ত কুপিয়ে মারাত্মক জখম করেছে। শাফায়াতকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নগরীর ব্রাউন্ড কম্পাউন্ড এলাকায় বেলা সাড়ে ১১টার দিকে ওই ঘটনা ঘটে। এই হামলার ঘটনা জানান পর জিলা স্কুলের বিক্ষুব্ধ ছাত্ররা দুপুরে স্কুল ছেড়ে মিছিল নিয়ে রাস্তায় বের হয়ে যায় এবং সড়ক অবরোধ করে। তারা জিলা স্কুল ক্যাম্পাসে অবস্থিত বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ঘটনার জন্য দায়ী করে । স্কুলের প্রধানশিক্ষিকা সাবিনা ইয়াসমীন এরপরপরই স্কুল ছুটি ঘোষনা করেণ। কোতয়ালি মডেল থানার ওসি সাখাওয়াত হোসেন শাফায়াতের বাবা মো.ইসলাম হোসেন চুন্নুর বরাত দিয়ে জানান, শাফায়াত বাসা থেকে বের হয়ে একই এলাকার বীরউত্তম ভবনের কাছে পৌঁছুলে তাকে পিছন দিকে থেকে কোপানো হয়। তার মাথা ও ঘাড়ে আঘাত লেগেছে বলে জানান ওসি।



Click This Link



আমার এই ব্যাপারে মতামত হল - যেহেতু স্কুল ক্যাম্পাসে অস্থায়ীভাবে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালিত হচ্ছে সেহেতু বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং তাদের ছাত্রদের সহনশীল আচরণ করা উচিত ছিল। সেখানে তারা উল্টো আচরণ করেছেন। একই সাথে উল্লেখ্য ছোট একটা ইস্যুকে কেন্দ্র করে বড় কিছু হতে পারে, এটা স্বাভাবিক। কিন্তু একজন স্কুল ছাত্রের সাথে একজন বিশ্ববিদ্যালয় ছাত্র কিভাবে লাগতে যায়? আর তাছাড়া স্কুলের কম করে হলেও ৯৫% ছাত্রই স্থানীয় অপরপক্ষে বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ ছাত্র-ছাত্রীই বহিরাগত। সুতরাং এই ক্ষেত্রে স্থানীয়দের দাপট একটু বেশি থাকবে এটাও যুক্তি সঙ্গত। কিন্তু তাই বলে ছাত্রদের গায়ে কোপ দেওয়ার ব্যাপারটা কোন ভাবেই মেনে নেওয়া যায় না। প্রথমত অবৈধ দ্বিতীয়ত অসম একটা ব্যাপার। স্কুল ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় এর অস্থায়ী ক্যাম্পাস সরিয়ে নেওয়াটা জরুরী। আর না হলে আগামীতে আরও ভয়াবহ ঘটনাও ঘটতে পারে।



এখন আমাদের দাবী - আমাদের স্কুল ক্যাম্পাস থেকে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস অবিলম্বে সরিয়ে নেওয়া হোক।



বরিশাল জিলা স্কুলের প্রাক্তন ছাত্ররা থাকলে আওয়াজ দিবেন। আমরা অবিলম্বে এই ব্যাপারে প্রশাসনের কাছে জোরালো দাবী জানানোর প্রস্তুতি নিচ্ছি।






#মীর আরমান

এক্স স্টুডেন্ট'০৬

বরিশাল জিলা স্কুল

মন্তব্য ৩০ টি রেটিং +০/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০০

স্বপ্নবাজ অভি বলেছেন: খুবই দুঃখজনক !
স্কুলের ছাত্রদের ই অধিকার বেশী ! কিছুদিনের জন্য আশ্রয় পেয়ে বড়দের আরো বিজ্ঞতার পরিচয় দেয়া উচিৎ ছিল !

লজ্জাজনক ও বটে !
দাবীর সাথে সহমত ! ক্যাম্পাস কমপ্লিট হবার আগে ছাত্র ভর্তি নেয়ার দরকার কি !

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:১৪

একজন আরমান বলেছেন:
আসলেই দুঃখজনক।

আমাদের বর্তমান ম্যাডাম নাকি আপোষ করেছেন। আমি এখানে আপোষের কিংবা পাপোষের কিছু দেখি না।

এখন দাবী একটাই -
অবিলম্বে অস্থায়ী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মুক্ত বরিশাল জিলা স্কুল চাই
WE WANT OUR CAMPUS FREE

২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:২০

রিমন রনবীর বলেছেন: আপনি দোষীদের বিচার না চেয়ে ক্যাম্পাস সরানোর দাবি তুলছেন, যা নিতান্তই হাস্যকর। বিশ্ববিদ্যালয়ের সব ছাত্ররাই তো আর দোষী না, যে দোষী তাকে বরং ক্যাম্পাস থেকে সরিয়ে লাল দালানে নেয়ার দাবী জানান।
আমিও জানাই।
ক্যাম্পাস সরিয়ে নিলে বিশ্ববিদ্যালয়ের ক্লাশ হবে কোথায়?গাছতলায়?
স্কুল হোক,কিংবা বিশ্ববিদ্যালয় দুটোই আপনাদের। তো শুধু স্কুলের পক্ষ নেয়ার কারন কি? এখানে স্থানীয় ছেলেপেলে বেশী পড়ে তাই? ;)

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:২৭

একজন আরমান বলেছেন:
দোষীর শাস্তি চাওয়ার মানুষের অভাব নেই।

গোঁড়ার সমস্যায় হাত না দিয়ে শুধু উপর পরিস্কার করলে কাজ হবে? যতদিন এখানে এই ক্যাম্পাস থাকবে ততদিন আরও সমস্যা হতেই থাকবে। মানসিকতার একটা ব্যাপক পার্থক্য বিদ্যমান স্কুল আর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে। তাই এই সমস্যার সমাধান করতে হলে এখান থেকে ক্যাম্পাস সরিয়ে নিতেই হবে। আর গাছ তলায় করবে কেন? কোন কলেজের সাথে গিয়ে করলেই হয়। আর এই বছরের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কাজ শেষ হবার কথা। সেটা ত্বরান্বিত করলেই হয় !

৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:২৯

তওসীফ সাদাত বলেছেন: আমি প্রথম থেকেই এর বিপক্ষে ছিলাম। একটি বিশ্ববিদ্যালয়। সেটাও আবার সরকারি। এভাবে শুরু করার পক্ষে আমি ছিলাম না। এবং দেখা যাচ্ছে, আমার মতটাই শেষমেশ জুক্তিসঙ্গত হয়ে দাঁড়ালো। আপনার দাবীর সাথে সহমত পোষণ করছি।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩২

একজন আরমান বলেছেন:
তাড়াহুড়োর কি ছিল? আগামী বছর শুরু করলেই পারতো !

৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৪২

রিমন রনবীর বলেছেন: বয়সের পার্থক্য খুব বেশী থাকাটায় মিলেমিশে থাকাটা খুবই কষ্টকর বটে। তবে জাউড়া পুলাপান বড় আপুদের দেখে লুল ফালায় কুন খাসলতে? =p~ =p~

(মজা করলাম প্লিজ ডোন্ট মাইন্ড)

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৪৭

একজন আরমান বলেছেন:
সুশীল সাজা হচ্ছে খোকা?
বুকে হাত দিয়ে বল তো স্কুলে থাকতে কোন দিন মেয়েদের দিকে তাকাও নি? কোন দিন কোন মেয়ের সম্পর্কে কিছু ভাবো নি? কিছু প্রকাশ করো নি !
উত্তর যদি হা হয় তাহলে আর কিছু বলার নেই আর যদি না হয় তাহলে বলবো আহারে !!!

(আমিও মজা করলাম)

৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৪৪

তওসীফ সাদাত বলেছেন: সেটাই। আমিও তাই বলছিলাম। ছাত্র ছাত্রী দের জায়গা দিতে পারছে না। বিশ্ববিদ্যালয় খুলে বসেছে। তাড়াহুড়ো করতে গেলে কাজে ত্রুটির পরিমাণ বেশিই হয়।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৪৮

একজন আরমান বলেছেন:
এখানে পলিটিক্যাল ফ্যাক্টর কাজ করেছে !
আর একারণেই এই অবস্থা। রাজনীতির কারণে আমাদের আজ এই অবক্ষয় !

৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৪৪

স্বপ্নবাজ অভি বলেছেন: রিমন রনবীর !
বিশ্ববিদ্যালয় স্কুলে আশ্রিত ! সো তাদের মানিয়েই চলতে হবে ! চাইলেই বড় ভাই হওয়া যায়না !

বিশ্ববিদ্যালয় রেডী হলে তারপর ক্লাস শুরু করাটা বেসিক সেন্স এর ভিতরে পড়ে !

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৪৯

একজন আরমান বলেছেন:
বিশ্ববিদ্যালয় স্কুলে আশ্রিত ! সো তাদের মানিয়েই চলতে হবে ! চাইলেই বড় ভাই হওয়া যায়না !

সহমত।

৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:১৯

খাটাস বলেছেন: আমি ক্যান্টের স্টুডেন্ট। যে স্কুলে ভার্সিটি আছে, এমন জিলা স্কুলে পড়তে মন চায়। :!>
স্বপ্নবাজ অভি বলেছেন: রিমন রনবীর !
বিশ্ববিদ্যালয় স্কুলে আশ্রিত ! সো তাদের মানিয়েই চলতে হবে ! চাইলেই বড় ভাই হওয়া যায়না !

আমি মনে করি বিশ্ববিদ্যালয় স্কুলে আশ্রিত হলে ও বড় রা যথেষ্ট মাচিউরিটি নিয়ে থাকলে কখন ও কোন ঝামেলা হত না। যে যার অবস্থান এ মানিয়ে যেত। কারন ছোটরা জোড় করে সবাই কাউকে বড় ভাই মানতে চায় না।

পোস্টে সহমত। যথাযথ কত্রিপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

( অভ্র দিয়ে লিখায় কিছু বানান ভুল, যা অনিচ্ছাকৃত। )

শুভ কামনা কবি আরমান সাহেব। !:#P !:#P

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৩৩

একজন আরমান বলেছেন:
সেটাই। দুটো জায়গা সম্পূর্ণ আলাদা হওয়া উচিত।

ধন্যবাদ প্রিয় খাটাস। :)

৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৪৫

*কুনোব্যাঙ* বলেছেন: দুঃখজনক সংবাদ। সমস্যা তৈরী হলে স্কুল প্রাঙ্গন থেকে যত দ্রুত সম্ভব অস্থায়ী ক্যাম্পাস স্থানান্তর করা উচিত। তাছাড়া কোনরূপ স্ট্রাকচার দাঁড় না করিয়ে একটি এলাকায় বিশ্ববিদ্যায় চালু করে দেয়া একমাত্র বাংলাদেশের ষাটোর্ধো স্টুপিড নীতি নির্ধারকদের পক্ষেই সম্ভব।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৪

একজন আরমান বলেছেন:
সহমত।

৯| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:১৬

স্নিগ্ধ শোভন বলেছেন:
খুব দুঃখজনক সংবাদ।


বিষয়টির সমাধান করা জরুরি। না হয় সমস্যা আর বাড়তে শুরু করবে। বাংলাদেশে একটা ট্র্যাডিশন শুরু হলে তা থামানো মুশকিল। পরবর্তীতে আর খারাপ কোন কিছুও ঘটতে পারে এই সমস্যাকে কেন্দ্র করে।


একটা বিশ্ববিদ্যালয় নিজস্ব ক্যাম্পাস ছাড়াই শুরু করে দেওয়া কেন হয়েছে তা আমার মাথাই আমলে আসছেনা। আসলেই আজব বৈচিত্র্যময় লোকদের দ্বারা চলছে এ দেশ।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৫

একজন আরমান বলেছেন:
আসলেই আজব বৈচিত্র্যময় লোকদের দ্বারা চলছে এ দেশ।

সহমত

১০| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩১

অদ্বিতীয়া আমি বলেছেন: কি অবস্থা ! খুবই খারাপ লাগলো !
ছাত্রদের কোপানো ব্যাপারটা কোন ভাবেই মেনে নেওয়া যায় না ।

অস্থায়ী ক্যাম্পাস স্থানান্তর করা দরকার ।এ ভাবে শুরু করা উচিত হয়নি ।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৪

একজন আরমান বলেছেন:
বেশিরভাগ দোষ দেব রাজনীতির আর বাকিটা প্রশাসনের !

১১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০১

কান্ডারি অথর্ব বলেছেন:

তোদের উচিত জোড় আন্দোলন কর্মসূচী চালিয়ে যাওয়া। প্রয়োজন হলে বলিস সাথে পাবি।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২২

একজন আরমান বলেছেন:
বরিশাল থাকতে পারলে ভালো হতো। বন্ধু বান্ধব যারা সোশ্যাল এক্টিভিটিস এর সাথে সরাসরি জড়িত তারাও সবাই ঢাকার বাহিরে ! :(

১২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৪

ভিয়েনাস বলেছেন: ঘটনাটা সেদিন পড়লাম। দুঃখজনক। প্রয়োজনে ক্যাম্পাস সরিয়ে নেওয়াই ভালো।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২২

একজন আরমান বলেছেন:
প্রয়োজন নয় ফরজ কাজ !

১৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০৬

টুম্পা মনি বলেছেন: দুঃখজনক। প্রয়োজনে ক্যাম্পাস সরিয়ে নেওয়াই ভালো।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৩

একজন আরমান বলেছেন:
হ্যাঁ। আমাদেরও এক দাবী। মূল ভবনের কাজ প্রায় শেষ। আপাতত অন্য কোথাও সরিয়ে নেওয়া উচিৎ।

১৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২১

প‌্যাপিলন বলেছেন: বিএম কলেজের মতো এত বড় প্রতিষ্ঠান থাকতে বরিশালে আলাদা বিশ্ববিদ্যালয়ের কোন কারণ দেখিনা। বিএম কলেজকেই বিশ্ববিদ্যালয় (উদ. জবি) বানালে কি এমন সমস্যা হতো। আর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যেখানে স্কুল ছাত্রদের সাথে মারামারি করে সেই বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যত নিয়ে শঙ্কিত। বাংলাদেশের সবচে' নিকৃষ্ট বিশ্ববিদ্যালয় হবে বরিশালে সেটা ভাবতেই খারাপ লাগছে

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪২

একজন আরমান বলেছেন:
আপনার কথার সাথে দ্বিমত। আপনি গ্যারান্টি দিলেন কিভাবে নিকৃষ্ট বিশ্ববিদ্যালয় হবে? ঢাবি জাবিতে কি কোন গ্যাঞ্জাম হয় না?

১৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫১

মামুন রশিদ বলেছেন: এভাবেই চলছে সব কিছু । আরে বাবা একটা বিশ্ববিদ্যালয় তো আর কোচিং সেন্টার নয়, মনে হল উদ্বোধন করে ছাত্র ভর্তি করে নিলাম । নূন্যতম কিছু ভৌত অবকাঠামো গড়ে নিজস্ব ক্যাম্পাসে সেশন শুরু করা উচিত ছিল ।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬

একজন আরমান বলেছেন:
একটা বছর অপেক্ষা করবে সেই সময়টুকু নেই অথচ এটা ১৯৭৩ সালের আশা পূরণ হল ২০১১ তে !
আর একটু অপেক্ষা করলে খুব বেশি একটা ক্ষতি হতো না।
বিশ্ববিদ্যালয়য়ের মূল ভবনগুলির কাজ শেষ পথে। আগামি বছর ই সেগুলিতে ক্লাস নেওয়া সম্ভব হবে। অথচ মাত্র এই কয়েক মাসের জন্য অপেক্ষাও সহ্য হল না !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.