নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী !!!\n\nমেইল করতে চাইলে: [email protected]

একজন আরমান

জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী!

একজন আরমান › বিস্তারিত পোস্টঃ

|| তুমি নেই বলে ||

০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১২:০৭



তুমি নেই বলে

আজ ঘাসেরা তোমার

পায়ের আলতো ছোঁয়া থেকে বঞ্চিত।



তুমি নেই বলে

নদীরা আর আগের মতো

কলতান করে বয়ে চলে না।



তুমি নেই বলে

আজ পাখিদের কোলাহল নেই,

তাই বুঝি আমি তাদের কিচির-মিচির শুনি না।



তুমি নেই বলে

আমার সেলফোনের কিপ্যাড

এখনও সেই আগের মতো ভগ্নই রয়ে গেছে।



তুমি নেই বলে

আজ সূর্যের আলো

মধ্য গগনে ছড়ায় না কোন তীব্রতা।



তুমি নেই বলে

আজ চাঁদের আলোর জ্যোৎস্নায়

সেই স্নিগ্ধতাকে আমি আর খুঁজে পাই না।



তুমি নেই বলে

কাশবনের ফুলগুলোকে

বড্ড বেশিই ফ্যাঁকাসে মনে হয় আজকাল।



তুমি নেই বলে

আজও আমার শূন্য হৃদয়

মাঝে মাঝে হাহাকার প্রতিধ্বনিত হয়!



তুমি নেই বলে

আজ আর বলা হয় না

ভালবাসি তোমায় অনেক বেশি !



শুধু তুমি নেই বলে !



- একজন আরমান

০১/১০/২০১৩

রাত ১১:৪৭:৩৭

মন্তব্য ৯০ টি রেটিং +২/-০

মন্তব্য (৯০) মন্তব্য লিখুন

১| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১২:০৯

কান্ডারি অথর্ব বলেছেন:



কে বলেছে আমি নেই ? এইযে আমি :D

০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১২:১১

একজন আরমান বলেছেন:
সারাদিন কি ব্লগেই পইড়া থাকেন? পোষ্ট দেওয়ার আগেই কমেন্ট !!!!

আমার কবিতা লেখার হয়তো মরনকাল ঘনিয়ে এসেছে। কবি কিছু পরামর্শ দিন। আমি লিখতে চাই। হারাতে চাই না। :|

২| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১২:৩১

তওসীফ সাদাত বলেছেন: থাকার দরকার কি !! তুমি নাই তো কি হইসে। আরেকজন আসবে !!!

০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১২:৩৩

একজন আরমান বলেছেন:
এরকম এখনও ভাবতে পারি না !!!

৩| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১২:৩১

লেখোয়াড় বলেছেন:
ভালো লাগল আরমান।

আপনি হারছেন এটা ভাবছেন কেন। এটাতো কবিতা লিখেছেন না কি?
অনেকে তো এটুকুও লিখতে পারে না। লিখতে লিখতে তো লেখক, না কি?

তবে লেখার চেয়ে অনেক বেশি পড়াটা জরুরী।
যাই হোক না কেন লিখতে থাকুন।

ধন্যবাদ।

০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১২:৩৯

একজন আরমান বলেছেন:
সুপ্রিয় কবি অনেকদিন পর আপনার উপস্থিতি আর অনুপ্রেরণামূলক মন্তব্য পেয়ে ভালো লাগছে। ইদানিং কিছুই আসছে না। মনে হচ্ছে হারিয়ে যাচ্ছি, অনেক গহীনে !

আর হ্যাঁ সময় পেলে পড়ার চেস্টাটাও করছি। তবে ব্লগ না বই।

ভালো থাকুন।

৪| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ২:৪১

হৃদয় রিয়াজ বলেছেন: ভাল লাগল আরমান ভাই। প্রেম মানে না বাঁধা আর বিরহ শোনে না কথা :(

০২ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২৯

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ রিয়াজ ভাই।
ভালো বলেছেন।

৫| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ২:৫১

স্বপ্নবাজ অভি বলেছেন: তোমাতেই আই মিন তাহাতেই সব প্রাপ্তি রেখে আসা যথেষ্ট ভয়ানক !
আজকের স্লোগান " আসুন নিজেকে ভালোবাসি !!

০২ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩০

একজন আরমান বলেছেন:
ভালো কইছিস। তুই শুরু কর আগে। আমি তোর পিছে আছি। :-< :-< :-<

৬| ০২ রা অক্টোবর, ২০১৩ সকাল ৮:১৬

মামুন রশিদ বলেছেন: তুমি নেই বলে আজও আমি কবি :P

০২ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১:০৭

একজন আরমান বলেছেন:
কবি না গবি ! /:) /:) /:)

৭| ০২ রা অক্টোবর, ২০১৩ সকাল ৮:১৯

মাহবু১৫৪ বলেছেন: ++++++

০২ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১:০৭

একজন আরমান বলেছেন:
:)

৮| ০২ রা অক্টোবর, ২০১৩ সকাল ৯:২১

লাবনী আক্তার বলেছেন: তুমি নেই বলে
আজ আর বলা হয় না
ভালবাসি তোমায় অনেক বেশি !



সহজ সরল ভাষার কবিতা বেশ ভালো লাগল।

০২ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১:০৯

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ আপু।

৯| ০২ রা অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫৭

আরজু পনি বলেছেন:

:(

কবিতা পড়ে অনেক কষ্ট লাগছে ।
অনেক ভালো...স্পর্শ করা লেখা ।

শুভকামনা রইল কবির জন্যে ।।

০২ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১:১০

একজন আরমান বলেছেন:
প্রশংসা শুনতে কার না ভালো লাগে? তবে পরিমানের চেয়ে বেশি হয়ে গেলে শুনতে লজ্জা লাগে।

অনেক ধন্যবাদ আপু।

১০| ০২ রা অক্টোবর, ২০১৩ সকাল ১১:৩৫

বটবৃক্ষ~ বলেছেন: আজকের স্লোগান " আসুন নিজেকে ভালোবাসি !! হিহিহি!!

ভালো লাগলো! বিষাদের কাব্যমালাই কেনজানি ভাল্লাগে বেশি!! তবে মেলাদিন কঠিন প্রেমের কারো লিখা কোবতে পড়িনা!প্লিজ ব্যাবস্থা করেন!

০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১২

একজন আরমান বলেছেন:
আমি কবিতা লিখতে পারি না। :|

১১| ০২ রা অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪৬

মায়াবী ছায়া বলেছেন: একের ভিতর এত কিছু !!
সে তুমি ফিরে আসো
সব কিছু নিয়ে
কবি আর কত কাল রইবে
সব কিছু হারিয়ে !!:)
......কবিতায় অনেক ভাল লাগা ।
ভাল থাকুন সব সময় ।।

০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১৬

একজন আরমান বলেছেন:
বাহ সুন্দর বলেছেন।

আপনিও ভালো থাকুন সর্বদা। :)

১২| ০২ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪৭

সমুদ্র কন্যা বলেছেন: বিষাদী কথামালা ভাল লাগল। সে নেই বলে আর কিছু না হোক কবিতাতো লেখা হয়েছে :)

০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১৮

একজন আরমান বলেছেন:
কবিতা লিখতে চাই না, যা চাই তা পেলেই হতো।

১৩| ০২ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১:০১

রাইসুল নয়ন বলেছেন: আগের থেকে পড়তে ভালো লাগলো,না পাবার যন্ত্রণা আসলেই যন্ত্রণা!!!



তুমি নেই বলেই মাঝরাতে ফোন বেজে ওঠে না,
ওপাশ থেকে কেউ বলেনা,কবিতা শুনবো,
না, না,অন্য কারো না,তোমার গুলোই বলনা!


০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫৮

একজন আরমান বলেছেন:
সুন্দর লিখেছেন।

ভালো লাগলো জেনে প্রীত হলাম সুপ্রিয় নয়ন ভাই।

ভালো থাকুন।

১৪| ০২ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫৪

সুমন কর বলেছেন: সাধারণ কথাগুলোও অসাধারণ ভাবে ফুঁটে উঠেছে কবির ভাষায়। কবিতায় ভালো লাগা রইল।

০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫৯

একজন আরমান বলেছেন:
অসংখ্য ধন্যবাদ সুমন দা। :)

১৫| ০২ রা অক্টোবর, ২০১৩ দুপুর ২:০১

টুম্পা মনি বলেছেন: এই ''তুমি'' টা নেই বলে আজ আরমান কবি। ''তুমি'' টা না থাকায় কি ভালোই হল? :#) :#) :P

দাগ থেকে যদি দারুণ কিছু হয় তাহলে দাগই ভালো। =p~ =p~

কবিতা সুন্দর হয়েছে।

০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫৯

একজন আরমান বলেছেন:
:| :| :| :| :| :|

১৬| ০২ রা অক্টোবর, ২০১৩ দুপুর ২:১৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

তুমি নেই বলে
আজ আর বলা হয় না
ভালবাসি তোমায় অনেক বেশি!



কবিতা অনেক ভালো লাগলো আরমান ভাই। শুভ কামনা তার জন্য, যিনি 'নেই' :)

০২ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪

একজন আরমান বলেছেন:
যেনি নেই তার জন্য শুভকামনা !!!! :|| :|| :||

১৭| ০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪৯

শ্যামল জাহির বলেছেন: || তুমি নেই বলে || অনেক অনেক ভাল লেগেছে।

শুভ কামনা।

০২ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ শ্যামল ভাই।

ভালো থাকুন।

১৮| ০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫৫

সোনালী ডানার চিল বলেছেন:
তুমি নেই বলে
আজ আর বলা হয় না
ভালবাসি তোমায় অনেক বেশি !


বিরহে বিষাদমনে তুমিহীনা
অস্হির কবিতায় দুঃখবীণা.........

শুভকামনা রইল।

০২ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ হে প্রিয় কবি।

১৯| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ৯:৩৩

অদ্বিতীয়া আমি বলেছেন: তুমি"র জন্য বিষাদময় কবিতা ,

ভালো লাগলো ।

০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১২:৪১

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ দেশীপু। :)

২০| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১২:০৯

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: আহারে.....................

আপ্নের কবিতা শুইন্যা,আকুলতা দেইখ্যা আমার আশিকি থ্রি বানাইতে ইচ্ছা করতাছে । :( :( :(

০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১২:৪৪

একজন আরমান বলেছেন:
ব্যাডা আশিকি টু কোন মুভি হইলো? নায়কে হুদাই বোতল শেষ করছে। ফাউল প্লট ! এর থিকা আমার কাহিনী নিয়া মুভি বানাইলে চরম হিট হইতো। মুভির নাম দেওয়া যাইতো

আরমান কে আশিকি
বালুবাসা হোম্মে গোনে আহে আর হেম্মে গোনে যায় (সাব টাইটেল)

২১| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১২:২৮

এহসান সাবির বলেছেন: রাইসুল নয়ন বলেছেন:
তুমি নেই বলেই মাঝরাতে ফোন বেজে ওঠে না,
ওপাশ থেকে কেউ বলেনা,কবিতা শুনবো,
না, না,অন্য কারো না,তোমার গুলোই বলনা!

ভালো হইছে কবিতা।

০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১:১৫

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ সাবির ভাই। :)

২২| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১২:৪৬

আমিনুর রহমান বলেছেন:




হ ! বুঝছি !!

০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১:১৫

একজন আরমান বলেছেন:
অ !! তাই?

২৩| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১২:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: তুমি নেই বলে
আজ আর বলা হয় না
ভালবাসি তোমায় অনেক বেশি !

শুধু তুমি নেই বলে ! :)


দারুণ তো । :)

০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১:১৬

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ প্রিয় সেলিম ভাই। :)

২৪| ০৩ রা অক্টোবর, ২০১৩ ভোর ৪:২১

স্বপ্নবাজ অভি বলেছেন: দাগ থেকে যদি দারুণ কিছু হয় তাহলে দাগই ভালো। =p~ =p~

কবিতা সুন্দর হয়েছে।

০৩ রা অক্টোবর, ২০১৩ সকাল ১১:১৬

একজন আরমান বলেছেন:
কিন্তু দারুণ কিছু না হলে? /:) /:) /:)

২৫| ০৩ রা অক্টোবর, ২০১৩ সকাল ১০:১৬

সায়েম মুন বলেছেন: কবিতায় ভাললাগা!

কবিতা পড়ে অঞ্জনের 'তুমি না থাকলে' গানটার কথা মনে পড়লো।

০৩ রা অক্টোবর, ২০১৩ সকাল ১১:৩০

একজন আরমান বলেছেন:
সেরকম একটা গান। আমার অনেক পছন্দের।

ধন্যবাদ সায়েম ভাই।

২৬| ০৩ রা অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫০

ভিয়েনাস বলেছেন: তুমি নেই বলে
আজ আর বলা হয় না
ভালবাসি তোমায় অনেক বেশি ! .......

সারা কবিতা জুড়ে তোমার অভাব বোধ ঝরে পড়ছে.....

কবিতায় ভালো লাগা রইলো......

০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:০১

একজন আরমান বলেছেন:
অভাব আছে বলেই হয়তো কিছু লিখছি !

ধন্যবাদ আপু।

২৭| ০৩ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২৪

অদৃশ্য বলেছেন:
আরমান ভাই

চমৎকার হয়েছে লিখাটা... আমারতো খুব ভালো লাগলো... লিখালিখি চলতে থাকুক... ব্যপারটা এমন যে, তুমি নেই বলে এখন আমি কবিতা লিখছি... অথবা তুমি এলেও আমি কবিতা লিখবো...

আমার টাইমিংএর সমস্যা হচ্ছে, যার কারনে ঠিক মতো আসতে পারছি না... শুধু আপনার এখানেই অনেকের ঘরেই টাইমলি যেতে পারছিনা... কিছু মনে নেবেন না...

শুভকামনা...

০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:০৩

একজন আরমান বলেছেন:
আসা না আসাতে কিছু এসে যায় না, মনে রাখাটাই আসল !

অনেক অনেক ধন্যবাদ ভ্রাতা।
ভালো থাকুন সর্বদা।

২৮| ০৩ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩৬

ৎঁৎঁৎঁ বলেছেন: তুমি নেই বলে
আজ আর বলা হয় না
ভালবাসি তোমায় অনেক বেশি !

-- চমৎকার আরমান! তুমি না থাকার সহজ প্রকাশ! ভালো লাগা রইলো!

০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:০৪

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ইফতি ভাই। আপনার মতো করে কিছু লিখতে ইচ্ছা হয়, কিন্তু সীমিত জ্ঞান নিয়ে তা সম্ভব নয়। :| :| :|

২৯| ০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

ইনকগনিটো বলেছেন: তুমি নাই
বলে
পৃথিবীটা খুব সুন্দর।
( এছাড়া আর কিছু বলার নাই)


:D :D :D :D ভালো লাগলো, আরমান।

ভালো থাকবেন।

০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১:৫০

একজন আরমান বলেছেন:
উল্টো করে বললেন কবি? :(

অনেক অনেক ধন্যবাদ ভাই। আপনিও ভালো থাকুন।

৩০| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৫

তাসজিদ বলেছেন: তুমি নেই বলে কি হয়েছে..................... দুনিয়া কি থেকে আছে?



তুমি নেই বলে কি হয়েছে.....................আরমান ভাই আগের থেকে ভাল আছে। অনেক ভাল

০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১:৫০

একজন আরমান বলেছেন:
ভালো থাকার সংজ্ঞাটা আপেক্ষিক তাসজিদ ভাই !

৩১| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ সকাল ১০:২৭

তাসজিদ বলেছেন: ভাল থাকার সংজ্ঞা এক একজনের কাছে এক এক রকম। কেও হয়ত bmw তে ঘুরেও ভাল নেই। আর কেও হয়ত লোকাল বাসে ঘুরেও ভাল আছে।


Its’ vary from person to person.
Keep smiling. Always

০৪ ঠা অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১৮

একজন আরমান বলেছেন:
হ্যাঁ সেটাই !

৩২| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ সকাল ১১:১২

স্নিগ্ধ শোভন বলেছেন:
দারুণ লিখেছেন আরমান ভাই।

একটানে শেষ করে ফেললাম। :)


++++++

০৪ ঠা অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩৭

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ শোভন ভাইয়া। আপনার বিয়ের অনুষ্ঠান কি শেষ হয়েছে?

৩৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ সকাল ১১:১৯

শায়মা বলেছেন: তুই নেই তাই পুরোনো শহর ঝাঁ চকচকে
তুই নেই তাই এই লোকগুলো বড় বাজে বকে ....

আমার প্রিয় গানটা শোনো ভাইয়া

http://www.youtube.com/watch?v=etWC5zSADuo

০৪ ঠা অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪৭

একজন আরমান বলেছেন:
শুনলাম আপু। অনেক ভালো লাগলো। :)

৩৪| ০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫৪

সিয়ন খান বলেছেন: তুমি নেই বলে চারিদিকে শুধু হাহাকার |-) |-) |-)

০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১০

একজন আরমান বলেছেন:

একদম ঠিক বলেছেন সিয়ন ভাই। /:) /:) /:)

৩৫| ০৫ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২৩

মাহতাব সমুদ্র বলেছেন: ভালো লাগলো।

০৫ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩৭

একজন আরমান বলেছেন:
থাঙ্কু মাহতাব ভাই। :)

৩৬| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:২৮

স্নিগ্ধ শোভন বলেছেন:
শেষ করলাম। অনুষ্ঠানটা কিন্তু আমার না । আমার বন্ধুর বিয়ের অনুষ্ঠান। :)
কি অবস্থা আপনার??

০৭ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৩৯

একজন আরমান বলেছেন:
ওহ আচ্ছা। আমি মনে করেছিলাম আপনার বিয়ে।
যাই হোক।

এইতো চলছে। আশা করি ভালো আছেন?

৩৭| ০৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:০৭

নেক্সাস বলেছেন: তুমি গেছে কই জাতি জানতে চায়? :) :) :) :)

০৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:১৩

একজন আরমান বলেছেন:
হারিয়ে গেছে !

অনেক দিন পর আপনাকে ব্লগে রেগুলার দেখে ভালো লাগছে প্রিয় নেক্সাস ভাই। :)

৩৮| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৩

দুঃস্বপ্০০৭ বলেছেন: মেহেরিনের একটা গান আছে । তুমি আছ বলে ... শুনছেন ? :)

০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৩৫

একজন আরমান বলেছেন:
না শোনা হয় নি? ইউটিউব লিঙ্ক আছে?

৩৯| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৪৩

প্রোফেসর শঙ্কু বলেছেন: নেই নেই বিরহ পড়তে খারাপ লাগেনি।

০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৫০

একজন আরমান বলেছেন:
বিরহ আছে বলেই হয়তো লেখা !

ধন্যবাদ প্রোফেসর। :)

৪০| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৪৬

শাহরিয়ার রিয়াদ বলেছেন:
তুমি নেই বলে
আমার সেলফোনে ক্রেডিট অব্যবহৃত থাকে। B-) B-) B-)

ভাল লিখেছেন আরমান।

০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৫৪

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ রিয়াদ। :)

৪১| ০৯ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:১৮

নিক নূরুল বলেছেন: তুমি নেই বলে
তুমি তুমি করে চিৎকার করতে আজো ভাল লাগে।

থাকলে কি লাগতো?

০৯ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬

একজন আরমান বলেছেন:
কি জানি !
অনেক প্রশ্নের উত্তর ই অজানা !

৪২| ১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫৭

সপ্নাতুর আহসান বলেছেন: কবিতা জুড়ে হাহাকার তুমি নেই বলে
ভাল লাগল কবিতা
তুমি নেই বলে
আজ ঘাসেরা তোমার
পায়ের আলতো ছোঁয়া থেকে বঞ্চিত।

১০ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২৬

একজন আরমান বলেছেন:
নেই বলেই তো হাহাকার।

ধন্যবাদ আহসান ভাই।

অনেক দিন পর !!!

৪৩| ১১ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫৩

শিপন মোল্লা বলেছেন: আহ কতশত অভিযোগ সে নাই বলে।

চমৎকার কবিতা আরমান ভাই ভাল লাগলো বেস। অনেক দিনপরই আপনার কবিতা পড়লাম আমি।

১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৩৮

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ আবুশিথি ভাই। অনেক দিন পর আপনাকে ব্লগে দেখে ভালো লাগছে।

শুভকামনা। :)

৪৪| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১:১৬

সপ্নাতুর আহসান বলেছেন: ব্যস্ততা আমায় দেয় না অবসর। অনুসারিত ব্লগগুলোতেও যেতে পারছি না।

ভাল থাকুন। আপনার লাইফ কেমন যাচ্ছে?

১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৪১

একজন আরমান বলেছেন:
আমিও অনেক ব্যাস্ত হয়ে পড়েছি। চাকরি জীবনের ব্যাস্ততা টের পাচ্ছি ভালোই ! কাজের ফাঁকে এখন ব্লগিং করতে হয় !

৪৫| ২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৩৫

সপন সআথই বলেছেন: besh sundor lekhoni :)

২৯ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:২৯

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভ্রাতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.