নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী !!!\n\nমেইল করতে চাইলে: [email protected]

একজন আরমান

জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী!

একজন আরমান › বিস্তারিত পোস্টঃ

|| ভালোবাসা হয়তো তোমার নখের ডগায় ! ||

২১ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:১৫





প্রিয় বালিকা,

যাবে কি আমার সাথে?

দেবে কি অনেকটা পথ পাড়ি?

যতোটা পথ পাড়ি দিয়ে

ছুঁতে চেয়েছি তোমায়

অন্তত ততোটা পথ !



প্রিয় বালিকা,

ভালোবাসবে কি আমায়?

যতোটা আমি বাসি তোমায় !

ঠিক ততোটা না হলেও তার অর্ধেক !



প্রিয় বালিকা,

আমি তোমার ভিঞ্চি হবো।

তুমি কি ক্যানভাস হবে?

তুমি আমার ক্যানভাস হলে

সেখানে আঁকবো আমার মোনালিসাকে !



প্রিয় বালিকা,

যদি ভালোবাসো তবে হাতটা বাড়াও

আর যদি নাও বাসো তবুও হাতটা বাড়াও

আমি একবার তোমার ও আঙ্গুল ছুঁয়ে দিতে চাই।



প্রিয় বালিকা,

তোমার ঐ আঙ্গুলেই

আমার শেষ ইচ্ছেদের বসবাস।



কারণ

এরপর হয়তো কোন এক ভোরে

সবাই আবিস্কার করবে নশ্বর আমাকে !



কিন্তু আমি বেঁচে রইবো

তোমার মাঝেই

অনন্তকাল !





- একজন আরমান

২১/১০/২০১৩

বিকেল ০৫:২৩:০৯



সাইট লিংকঃ

মন্তব্য ৮০ টি রেটিং +৫/-০

মন্তব্য (৮০) মন্তব্য লিখুন

১| ২১ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:১৯

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন: |-) :-0

ভালোবাসা হয়তো তোমার নখের ডগায়

এই লাইনডাই ভাল লাগচ্ছে - B-) B-)

২১ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভ্রাতা।

এই লাইনটা আমার নিজের কাছেও অনেক ভালো লেগেছিল !

২| ২১ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:২২

সুমন কর বলেছেন: কি হে কবি!! বালিকা পেলে না!!

কবিতা অনেক সুন্দর হয়েছে। ++++++++...

২১ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯

একজন আরমান বলেছেন:
ললনা
করে শুধু ছলনা
ছুঁতে চাইলে দূরে সরে
দেয় না যে কিছুতেই ধরা !

ধন্যবাদ সুমন দা।

৩| ২১ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:২৫

alimranbd বলেছেন: আমি তোমার ভিঞ্চি হবো।
তুমি কি ক্যানভাস হবে

ভালো লাগলো।

২১ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ইমরান।

ভালো থাকুন।

৪| ২১ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০৮

ইকরাম উল হক বলেছেন:

২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:২৩

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ।

ভালো থাকুন।

৫| ২১ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ভালো লাগলো।

২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:২৪

একজন আরমান বলেছেন:

ধন্যবাদ আলাউদ্দিন ভাই।

ভালো থাকুন।

৬| ২১ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২৬

স্বপ্নবাজ অভি বলেছেন: এত প্রেম!
দরজা খুলে রেখেছিস তাই কড়া নাড়েনা!
বন্ধ করে দে...দেখবি ঠুকঠুকি শুরু হয়ে যাবে।
কবিতা ভালো হয়েছে ...

২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:২৫

একজন আরমান বলেছেন:
ভালো বলেছিস তো !

ঢাকা আয় তাড়াতাড়ি, নতুন খবর আছে ! ;)

৭| ২১ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

শ্যামল জাহির বলেছেন: বালিকার নখের ডগায় অনন্তকাল বেঁচে থাকুক কবি'র ভালবাসা।
চমৎকার!

২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:২৬

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ শ্যামল দা। :)

৮| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৩০

আশিক মাসুম বলেছেন: armaner kobi hoye utha.... ekta jompesh golper nam :)

২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৩০

একজন আরমান বলেছেন:
আহাহাহাহাহ...

অনেক দিন পর !!!

তা মৃত থুক্কু বিবাহিত জীবন কেমন যাচ্ছে? :p

৯| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:২৭

কান্ডারি অথর্ব বলেছেন:


বালিকা পদ্য ভালোই লাগলো হে কবি। +++ রইল।

২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৩০

একজন আরমান বলেছেন:

ধন্যবাদ ভাইয়া। :)

১০| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:০৯

আমিনুর রহমান বলেছেন:




আরমান দারুন হয়েছে রে :)
সাথে গেলু'র কমেন্টেও লাইক ;)

২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৩

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাইয়া। :)


আর হ্যাঁ গেলুর কমেন্টও ভালো হইছে :P

১১| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৭

বশর সিদ্দিকী বলেছেন: খব ভাল লাগল।

২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:০৪

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ।

ভালো থাকুন।

১২| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:০৬

এম মশিউর বলেছেন: বালিকা অভিমান করলো নাকি? ;)

২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৩৬

একজন আরমান বলেছেন:
হুম। :(

১৩| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:১৭

মামুন রশিদ বলেছেন: বাহ! নশ্বর প্রেমিকের অবিনশ্বর প্রেমের কবিতা!


পিলাচিত+++

২২ শে অক্টোবর, ২০১৩ রাত ২:২৫

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ মামুন ভাই।

১৪| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৩৩

রাইসুল নয়ন বলেছেন:
ভালো লাগা রইলো প্রিয় আরমান।।

২২ শে অক্টোবর, ২০১৩ রাত ২:২৬

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ প্রিয় নয়ন ভাই।

১৫| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ২:১৭

প্রোফেসর শঙ্কু বলেছেন: সুন্দর কবিতা।

২২ শে অক্টোবর, ২০১৩ রাত ২:২৭

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ প্রোফেসর

১৬| ২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২৬

এহসান সাবির বলেছেন: বেশ লাগলো ভাই।

২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:০৩

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ বস।

আপনি কই? ঢাকা এসেছেন? অনেক দিন দেখি না !

১৭| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

কারণ
এরপর হয়তো কোন এক ভোরে
সবাই আবিস্কার করবে নশ্বর আমাকে !

কিন্তু আমি বেঁচে রইবো
তোমার মাঝেই
অনন্তকাল !


চমৎকার লাগলো আরমান ভাই। শুভেচ্ছা।

২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:১১

একজন আরমান বলেছেন:
অনেক ধন্যবাদ প্রিয় সোনাবীজ ভাই :)

১৮| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৯

কান্ডারি অথর্ব বলেছেন:



আরমান আরেকবার মন্তব্য করতে এলাম;

কবিতায় যে শুধু শব্দ চয়ন কিংবা উপমার দরকার এবং সেই সাথে উপমার সঠিক প্রয়োগ সেটার চেয়ে বড় কথা হলো কবিতায় ছন্দ থাকাটা জরুরী যেন পড়তে গেলে হোঁচট খেতে না হয়। তোর এই কবিতায় সেই ছন্দটা রয়েছে। আরও চর্চা করলে তুই অনেক অনেক অনেক ভালো ভালো কবিতা লিখতে পারবি। কিন্তু ভাইডি একটা অনুরোধ যত্নশীল হওয়ার চেষ্টা কর কারন আমি জানি তুই অনেক ভালো কবিতা লিখিস। তাই তোর কাছে চাওয়াটা অনেক বেশি। সেই চাওয়া থেকে মাঝে মাঝে বলি অনেক কিছুই।

২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৩৬

একজন আরমান বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

পরামর্শগুলো মাথায় থাকলো। আর হ্যাঁ ছোট ভাই ভুল করলে তা ধরিয়ে দিতে কৃপণতা করবেন না যেন। ছোট ভাইর উপর কোন কারনে কখনো রাগ করে থাকবেন না, ভুল হলে চড় মারারও অধিকার আপনার আছে।

১৯| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৪০

কান্ডারি অথর্ব বলেছেন:


আচ্ছা যা একটা চড় মেরেই দিলাম :D

২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৫১

একজন আরমান বলেছেন:
গাল পেতে নিলাম। :)

২০| ২৩ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:১৪

স্নিগ্ধ শোভন বলেছেন:


দারুণ লাগলো।


++++

২৩ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:১৭

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ দোস্ত।

কেমন আছিস? অনেক দিন পর !

২১| ২৩ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:২২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সুন্দর হয়েছে।

২৩ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:২৬

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাইয়া।

২২| ২৩ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:২৬

অদৃশ্য বলেছেন:





বালিকা বুঝুক... প্রিয়তমের স্পর্শের অনুভূতিই অন্য রকম... অপার্থিব
বালিকা বুঝুক...
আসুক...

লিখাটি খুব ভালো লাগলো আরমান ভাই...

শুভকামনা...

২৩ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৩০

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই।


ভালো থাকুন।

২৩| ২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:১৪

আরজু পনি বলেছেন:

আর যদি নাও বাসো তবুও হাতটা বাড়াও
আমি একবার তোমার ও আঙ্গুল ছুঁয়ে দিতে চাই।
...
বেশ রোমান্টিক কবিতা...

পড়ে ভালো লাগলো, আরমান ।।

:)

২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:২০

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ আপু। :)

২৪| ২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪৫

বাসুরী বাসীয়ালা বলেছেন: ভালো লাগছে।

কিন্তু আমি বেঁচে রইবো
তোমার মাঝেই
অনন্তকাল !

ভালোবাসা বেঁচে থাকুক ।

২৩ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০৪

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই।

ভালো থাকুন।

২৫| ২৩ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩২

মাহতাব সমুদ্র বলেছেন: তুমি কি ক্যানভাস হবে?
তুমি আমার ক্যানভাস হলে


এই দ্বিত্ত্ব এর বিকল্প শব্দ ব্যবহার করলে ভালো হত। এইরকম বেশ কয়েক জায়গায় হয়েছে। সুন্দর হয়েছে।

২৩ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩৭

একজন আরমান বলেছেন:
হুম। ব্যাপারটা আমি খেয়াল করেছিলাম। কিন্তু অনেক ভেবেও আর বুঝে উঠতে পারিনি।

২৬| ২৩ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২৩

নেক্সাস বলেছেন: বালিকা টি কেডা আজো জানা হলনা?

কবিতা ভাল হইছে

২৩ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫১

একজন আরমান বলেছেন:
কিছু জিনিস থাক না অজানা ! অজানাতেই হয়তো মঙ্গল !

ধন্যবাদ প্রিয় নেক্সাস ভাই।
ভালো থাকুন। :)

২৭| ২৩ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:১৭

ভিয়েনাস বলেছেন: বালিকার সকল অভিমান ভেংগে যাক বালকের হাতে হাত রেখে :) .........
বালিকার কেন যে এতো অভিমান /:)


কবিতা ভালো হয়েছে...

শুভ কামনা ব্রো

২৩ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩১

একজন আরমান বলেছেন:
অভিমানি বালিকা
কেন যে বোঝে না
তারে ছাড়া বাঁচি না !

আহাহাহা


ধন্যবাদ আপু। :)

২৮| ২৪ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:০৪

মেহেরুন বলেছেন: আরমান কেমন আছিস?? অনেক দিন পর ব্লগ এ এসে তোর কবিতা পড়লাম। ভাল লাগলো।

২৪ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪৬

একজন আরমান বলেছেন:
এইতো আপু আছি ভালো। তোমার খবর কি? কেমন আছো দুজন? ভুলে যাওনি দেখে ভালো লাগছে। মাঝে অনেকবার তোমার কথা মনে হয়েছিল, কিন্তু যোগাযোগের কোন মাধ্যম নেই তাই নিরুপায় ছিলাম।

শুভকামনা রইলো তোমার আর ভাইয়ার জন্য। :)

২৯| ২৪ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২২

রাধাচূড়া ফুল বলেছেন: খুব ভালো লাগল কবিতা। :)

২৪ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১১

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ আপু। :)

৩০| ২৪ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৪৭

মশিকুর বলেছেন:
মায়া মাখা হয়েছে..

২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:০৭

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই।

৩১| ২৫ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:০১

অস্পিসাস প্রেইস বলেছেন:
".........কিন্তু আমি বেঁচে রইবো
তোমার মাঝেই
অনন্তকাল !"

ভালো লাগল। সুন্দর।।

২৫ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:০৪

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ। :)

৩২| ২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ৩:১১

পরিবেশ বন্ধু বলেছেন: বেশ কথা প্রেস মন
ভালবাসার নিরব লগন

২৭ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:৩১

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ।

৩৩| ২৭ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: এত সুন্দর করে লিখেছেন যে ভাল না লেগে পারে !! ভীষণ ভীষণ ভাল লেগেছে

২৭ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:৫৫

একজন আরমান বলেছেন:
অনেক ধন্যবাদ আপু। :)

অনেক দিন পর ! আশা করি ভালো আছেন।

৩৪| ২৭ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:১৬

সমুদ্র কন্যা বলেছেন: ভাল লাগল কবিতা।

২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৩০

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ আপু। :)

৩৫| ২৮ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪৮

মোঃ ইসহাক খান বলেছেন: ছোট ছোট বাক্যে চমৎকার কবিতা। অনেক ভালোলাগা রেখে গেলাম।

২৮ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২৯

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ইসহাক ভাই।

ভালো থাকুন।

৩৬| ৩০ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:১৭

নাসরীন খান বলেছেন: চমৎকার,ব্যাদনা ভরা অার্তি ।

৩০ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:৫১

একজন আরমান বলেছেন:
দাগ থেকে যদি ভালো কিছু হয় তবে দাগই ভালো !

ধন্যবাদ আপু। :)

৩৭| ০৩ রা নভেম্বর, ২০১৩ সকাল ১০:১৯

কানিজ ফাতেমা বলেছেন: অসাধারণ ~~

০৩ রা নভেম্বর, ২০১৩ সকাল ১১:২১

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ। :)

৩৮| ০৩ রা নভেম্বর, ২০১৩ সকাল ১১:০২

রাফসান বড়ুয়া বলেছেন: ব্যাফক অয়চে বাইডি।।।।

০৩ রা নভেম্বর, ২০১৩ সকাল ১১:২১

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ। :)

৩৯| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:২৯

শাহজাহান মুনির বলেছেন: কিন্তু আমি বেঁচে রইবো
তোমার মাঝেই
অনন্তকাল !



দারুণ বস ।

১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:১৬

একজন আরমান বলেছেন:
আহাহাহহা।

অনেক ধন্যবাদ মুনির ভাই।

৪০| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার!!!!!

০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪৫

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ দেশ প্রেমিক :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.