নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী !!!\n\nমেইল করতে চাইলে: [email protected]

একজন আরমান

জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী!

একজন আরমান › বিস্তারিত পোস্টঃ

|| কি নাম দেবো তোমায়? ||

০৩ রা নভেম্বর, ২০১৩ দুপুর ১:১২





তুমি কি রবীন্দ্রনাথের শিশির?

নাকি সুনীলের নীরা?

নাকি তুমি আমার

অসময়ের বিভ্রম !



কে তুমি?

কি তোমার পরিচয়?

কই তোমার বসত?



আমার হৃদয়?

আদৌ কি সম্ভব?

ভালোবাসি বলেছি কখনো? তবে

কি করে আমার হৃদয়ে বসবাস করছো?



কতোটুকু দূরত্ব? তবে বলো

কি করে সহস্র আলোকবর্ষ চকিতে পার হয়ে

আমি তোমার সামনে এসে হাঁটু গেড়ে বসি?



দূর হতেই কি তবে তোমায় ভালোবাসি?

চুম্বন ও অশ্রুজলে ভেজাতে চেয়েছিলাম কখনো?

ভালোবাসার দাবী ছিল কি শরীরে আর মনে?

শরীরকে উপেক্ষা করেও কি ভালোবাসিনি?



কে তুমি?

তুমি কি রবীন্দ্রনাথের শিশির?

নাকি সুনীলের নীরা?

নাকি তুমি আমার

অসময়ের বিভ্রম !



একজন আরমান

৩১/১০/২০১৩

সকালঃ ১১: ৪৫: ২২



উৎসর্গঃ সুনীল গঙ্গোপাধ্যায়



সাইট লিংকঃ

মন্তব্য ৮৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা নভেম্বর, ২০১৩ দুপুর ১:১৬

সপ্নাতুর আহসান বলেছেন: সুন্দর। বহমান নদীর ধারার মত শান্ত, স্নিগ্ধ, মন ছুঁয়ে যাওয়া কবিতা।

নাকি তুমি আমার
অসমেয়র বিভ্রম !

০৩ রা নভেম্বর, ২০১৩ দুপুর ১:১৮

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ আহসান ভাই।

পাঠে কৃতজ্ঞতা। :)

২| ০৩ রা নভেম্বর, ২০১৩ দুপুর ১:৪৮

বোকামন বলেছেন:
পরিচয়হীনার প্রেমে ভালোবাসা কী শুধুই বিভ্রম !
হয়তো ...

কবিতা ভালো লেগেছে :-)

ভালো থাকুন, শুভেচ্ছা । পোস্টে +

অসমেয়র

০৩ রা নভেম্বর, ২০১৩ দুপুর ২:০৯

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ প্রিয় বোকামন ভাই। ঠিক করে দিয়েছি। :)

৩| ০৩ রা নভেম্বর, ২০১৩ বিকাল ৪:০২

মামুন রশিদ বলেছেন: শরীরকে উপেক্ষা করেও কি ভালোবাসিনি?


চমৎকার!

ভালোবাসার জন্য আত্মত্যাগ দেখে (নাকি পড়ে!) মুগ্ধ !!

প্লেটোনিক ভালোবাসার কবিতায় ভালোলাগা ++

০৩ রা নভেম্বর, ২০১৩ বিকাল ৪:১৩

একজন আরমান বলেছেন:
আহাহাহহাহাহা। একদম জায়গা মতো হাত দিয়েছেন দেখছি !

ধন্যবাদ সুপ্রিয় মামুন ভাই। :)

৪| ০৩ রা নভেম্বর, ২০১৩ বিকাল ৪:১২

নেক্সাস বলেছেন: অসময়ের বিভ্রম..

দারুন কথাটা


কবিতাটাও দারুন

০৩ রা নভেম্বর, ২০১৩ বিকাল ৪:১৬

একজন আরমান বলেছেন:
আপনার কাছে দারুণ বিশেষণটা শুনে মনে হচ্ছে কিছু একটা লিখা হলেও হয়েছে।

অনেক ধন্যবাদ প্রিয় নেক্সাস ভাই। :)

৫| ০৩ রা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৪

জনাব মাহাবুব বলেছেন: ইয়াহু! ভাই এই মাত্র সেফ (জেনারেল) হইলাম। এখন মন ভরে লিখতে পারবো। !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

সবাইকে শুভেচ্ছা। !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

০৩ রা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪২

একজন আরমান বলেছেন:
হ্যাপি ব্লগিং জনাব মাহাবুব :)

৬| ০৩ রা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

দূর হতেই কি তবে তোমায় ভালোবাসি?
চুম্বন ও অশ্রুজলে ভেজাতে চেয়েছিলাম কখনো?
ভালোবাসার দাবী ছিল কি শরীরে আর মনে?
শরীরকে উপেক্ষা করেও কি ভালোবাসিনি?


অনেক সুন্দর।

শুভেচ্ছা আরমান ভাই।

০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ১০:৫৯

একজন আরমান বলেছেন:
অনেক কৃতজ্ঞতা প্রিয় সোনাবীজ ভাই। :)

৭| ০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ৯:০৬

প্রোফেসর শঙ্কু বলেছেন: প্রশ্ন বা স্বগতোক্তি চমৎকার লেগেছে।

০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ১০:৫৯

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ প্রোফেসর :)

৮| ০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ৯:০৯

স্বপ্নবাজ অভি বলেছেন: অসময়ের বিভ্রম !

০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ১১:১৫

একজন আরমান বলেছেন:
হ্যাঁ ! সেটাই !!

৯| ০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ৯:২১

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: ভালোবাসা বিভ্রমই হয়তো.. কবিতা ভালো লেগেছে.. শুভ কামনা.. আশা করি এই আকালের দুনিয়ায় সুস্থ আছেন/..

০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ১১:১৯

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ তুহিন ভাই।

আছি, আলহামদুলিল্লাহ্‌। :)

আপনি কেমন আছেন?

১০| ০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ১০:২৯

তাসজিদ বলেছেন: কে তুমি ও নারী? কেন বসবাস কর হৃদয়ের মাঝে।

০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ১১:৩১

একজন আরমান বলেছেন:
কঠিন প্রশ্ন ! ! !

১১| ০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ১১:১০

ঝিনুক ওয়াজিহা বলেছেন: ব্লগে সবাই কত সুন্দর লিখে।

পড়তে খুব ভালো লাগে

০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ১১:৩২

একজন আরমান বলেছেন:
আমারও কবিতা পড়তে অনেক ভালো লাগে। লিখতে পারি না ভালো, তাই শুধু পড়ি। :)

১২| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ১২:১০

স্নিগ্ধ শোভন বলেছেন:

ভাল লাগল কবিতা ।


++++++++

ইহা একটি প্রক্সি কমেন্ট :)

০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ১:০৬

একজন আরমান বলেছেন:
হাহাহাহ।
ওকে তাইলে পরে আবার দিয়া যাইস। ব্যান খাস নাই দেখতেছি ! ;)

১৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ সকাল ৯:১৩

এহসান সাবির বলেছেন: দারুন...
+++++

০৪ ঠা নভেম্বর, ২০১৩ সকাল ১০:১৩

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ সাবির ভাই।

হরতালে গা ঢাকা দিলেন নাকি? ;)

১৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ সকাল ৯:১৫

মোঃ ইসহাক খান বলেছেন: প্রশ্নে প্রশ্নে কবিতা।

শুভেচ্ছা রইলো।

০৪ ঠা নভেম্বর, ২০১৩ সকাল ১০:১৬

একজন আরমান বলেছেন:
হ্যাঁ, প্রশ্নেই ভরপুর জীবন !

ধন্যবাদ ইসহাক ভাই। :)

১৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ সকাল ৯:১৬

লাবনী আক্তার বলেছেন: নাকি তুমি আমার
অসময়ের বিভ্রম !

বাহ! দারুন লাগল ভাই।

০৪ ঠা নভেম্বর, ২০১৩ সকাল ১০:১৭

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ আপু। :)

১৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩১

নাহিদ ইসলাম ৩৫০ বলেছেন: দারুন লাগল ভাই।

০৪ ঠা নভেম্বর, ২০১৩ সকাল ১১:১৮

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ নাহিদ ভাই। :)

১৭| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৫

আমি ইহতিব বলেছেন: কবিতা ভালো হয়েছে আরমান।

বিষাদে মাখা মনে হলো যেন। বিষাদেই মনে হয় সুন্দর সুন্দর কবিতার সৃষ্টি হয়।

০৪ ঠা নভেম্বর, ২০১৩ দুপুর ১:২৬

একজন আরমান বলেছেন:
হয়তোবা তাই !

দাগ থেকে যদি ভালো কিছু হয় তবে দাগ ই ভালো ! তাই না আপু? :)

১৮| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫০

সুমন কর বলেছেন: কবি! কবিকি হে তা নাকি আসে না!
এই যে, সুন্দর সুন্দর কবিতা হচ্ছে।

কি বলব তোমায়, অনেক ভাল হয়েছে কবিতা!!

০৪ ঠা নভেম্বর, ২০১৩ দুপুর ১:২৯

একজন আরমান বলেছেন:
কবি বলে মিছে কবিদের নাম খারাপ করবেন না। কবিতা আমার নয়। যা মন চায় আবোল তাবোল লিখে ফেলি।

অনেক অনেক ধন্যবাদ সুমন দা।

ভালো থাকুন সর্বদা। :)

১৯| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ দুপুর ২:৩৭

অদৃশ্য বলেছেন:





প্রিয় আরমান

লিখাটি খুবই ভালো লাগলো আমার... অত্যন্ত চমৎকার হয়েছে...

আমার কেন জানি মনে হচ্ছে... অসময়ের বিভ্রম অথবা সময়েরই বিভ্রম... যত রক্তক্ষরণ তত উপলব্ধি...


শুভকামনা...

০৪ ঠা নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৪

একজন আরমান বলেছেন:
যত রক্তক্ষরণ তত উপলব্ধি...

সুন্দর বলেছেন তো।

ধন্যবাদ প্রিয় অদৃশ্য ভাই।

২০| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১০

এহসান সাবির বলেছেন: কই গা ঢাকা দিলাম....!!! আছি তো...!

০৪ ঠা নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৫

একজন আরমান বলেছেন:
ওকে। আড্ডায় দেখা হবে।

আমার এক্সাম চলছে।

২১| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১৭

ৎঁৎঁৎঁ বলেছেন:
কে তুমি?
তুমি কি রবীন্দ্রনাথের শিশির?
নাকি সুনীলের নীরা?
নাকি তুমি আমার
অসময়ের বিভ্রম !


চমৎকার! ভালো লাগা রইলো!

০৪ ঠা নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৬

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ প্রিয় ইফতি ভাই। :)

২২| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ বিকাল ৪:২৯

ভিয়েনাস বলেছেন:
অসময়ের বিভ্রম. ভালবাসা কি শুধুই অসময়ের বিভ্রম ?

কবিতা দারুন হয়েছে।

০৪ ঠা নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৫

একজন আরমান বলেছেন:
কারো জন্য যেটা ভালোবাসা অন্য কারো জন্য সেটা হয়তো মোহ !

মোহ বিভ্রম হতে পারে, ভালোবাসা পবিত্র।

ধন্যবাদ আপু। :)

২৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৭

সোনালী ডানার চিল বলেছেন:
দারুণ!!

কবিতার নাম 'অসময়ের বিভ্রম' হলে চমৎকার হতো!!
শুভকামনা রইল!!

০৪ ঠা নভেম্বর, ২০১৩ বিকাল ৫:০৫

একজন আরমান বলেছেন:
আমিও এটা ভেবেছিলাম। যাক এটা না হোক পরে আরেকটাতে এই নাম ব্যাবহার করবো।

ধন্যবাদ প্রিয় কবি। :)

২৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ৯:৩৮

শুকনোপাতা০০৭ বলেছেন: খুব সুন্দর... বরাবরের মতো :)

০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ১১:৩৩

একজন আরমান বলেছেন:
বরাবরের মতো ! :|| :|| :||


ধন্যবাদ ছুডো ভইন। ;)

২৫| ০৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪৮

কান্ডারি অথর্ব বলেছেন:




তোর আবার নতুন করে নাম দেয়ার দরকার কি ? মেয়েটির আকিকায় রাখা নামটা কি যথেষ্ট না ? যাই হোক কবিতা দারুণ হইছে।

০৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:০০

একজন আরমান বলেছেন:
ভালোবাসার নাম এইটা ! :!> :!> :#> হুহ বুঝেন না? /:) /:) /:)

আপনে যে ভাবীরে আদর কইরা জান পাখি ডাকেন সেইটা কি আমরা কাউরে কই ? ;)

২৬| ০৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৫৪

তওসীফ সাদাত বলেছেন: সুন্দর কবিতা! :)

কান্ডারি অথর্ব বলেছেন:




তোর আবার নতুন করে নাম দেয়ার দরকার কি ? মেয়েটির আকিকায় রাখা নামটা কি যথেষ্ট না ? যাই হোক কবিতা দারুণ হইছে।

:P

০৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:০১

একজন আরমান বলেছেন:
থাঙ্কু। উত্তর দিয়া দিছি। ;)

২৭| ০৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:০১

শায়মা বলেছেন: রবিঠাকুরের শিশির মানে হৈমন্তী আর নীরা সে তো সকলেই চেনে। ইনি মনে হয় অন্য কেউ আরমান ভাইয়া।:P

০৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:০২

একজন আরমান বলেছেন:
কেন? এই নাম কি লাইসেন্স করা নাকি? B:-) B:-) B:-)

হবে না খেলবো না। /:) /:) /:)

এই দুটি নাম ই আমার খুব পছন্দের। :)

২৮| ০৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:১১

কান্ডারি অথর্ব বলেছেন:

ঘরের কথা তুই এইভাবে কয়া দিলি :!>

০৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৩৬

একজন আরমান বলেছেন:
আমি তো আন্দাজে ঢিল মারছিলাম। এখন তো দেখি সত্যি ! B:-) B:-) B:-)

২৯| ০৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:১৩

একজন আরমানের আত্মা বলেছেন:
তোর নামে কপিরাইট মামলা হপে। ;)

০৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৩৭

একজন আরমান বলেছেন:
আবার মাল্টিবাজি শুরু করছোস ? /:) /:) /:)

৩০| ০৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:১৪

মাহতাব সমুদ্র বলেছেন: নাকি তুমি আমার
অসময়ের বিভ্রম !

০৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৩৭

একজন আরমান বলেছেন:
অসময়ের বিভ্রম ! হয়তো !

৩১| ০৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৩

বটবৃক্ষ~ বলেছেন: বেশি অসাধারণ হইসে রে ভাঈঈঈঈঈঈঈঈঈই!!!!

পুরাই বস টাইপ!! এ +
বেফিক খুশি লাগতাসে পইরা!! :) :#) :#) :#)

০৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৫০

একজন আরমান বলেছেন:
আপু আপনার কমেন্ট পইড়া আমার চুক্কে পানি আয়া পড়লো।

জীবনে এ পিলাস চুক্কে দেখি নাই। আর আপনে আমারে প্লিলাস দিলেন।

আপনারে এত্তগুলা থাঙ্কু :)

৩২| ০৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৬

বটবৃক্ষ~ বলেছেন: লেখক বলেছেন: আপনে যে ভাবীরে আদর কইরা জান পাখি ডাকেন সেইটা কি আমরা কাউরে কই ? ;)

=p~ =p~ =p~ =p~ =p~ =p~ ;) ;) ;) B-) B-)

০৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৫৯

একজন আরমান বলেছেন:
না, কাউরে কই না। ;)

৩৩| ০৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:১৫

ডট কম ০০৯ বলেছেন: অসময়ের বিভ্রম

১০০% শিউর আমি ।

০৫ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২৪

একজন আরমান বলেছেন:
আমারও তাই মনে হয় মিতা !

৩৪| ০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১:০৫

ভিয়েনাস বলেছেন: হতে পারে মোহ বিভ্রম /:)

০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ২:১৪

একজন আরমান বলেছেন:
যাই হোক এতো ভেবে কোন লাভ নেই। জীবনে কিছু ব্যাপারে কনফিউশন থাকা ভালো। :)

৩৫| ০৬ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০২

শাহজাহান মুনির বলেছেন: ভালো লাগলো বস ।

০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৫

একজন আরমান বলেছেন:
হাহা

অনেক ধন্যবাদ মুনির ভাই। কেমন আছেন?

৩৬| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৫৫

বৃতি বলেছেন: সুন্দর।

০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:২৭

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ। ব্লগে অনেক দিন পর !

৩৭| ০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১:৫৬

ধূর্ত উঁই বলেছেন: কে তুমি?
তুমি কি রবীন্দ্রনাথের শিশির?
নাকি সুনীলের নীরা?
নাকি তুমি আমার
অসময়ের বিভ্রম !
সুন্দর

০৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৫২

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ। :)

৩৮| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৩৮

I am innocent 99% বলেছেন: সুন্দর

১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:০০

একজন আরমান বলেছেন:
আরে ছোট ভাই, তুমি দেখি জেনারেল হয়ে গেছো। :)

অনেক অনেক শুভকামনা হ্যাপি ব্লগিং। :)

৩৯| ১১ ই নভেম্বর, ২০১৩ ভোর ৪:২৬

শ্যামল জাহির বলেছেন: সুন্দর!

১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩৯

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ শ্যামল দা। :)

৪০| ১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:১৬

শাহজাহান মুনির বলেছেন: লেখক বলেছেন:
হাহা

অনেক ধন্যবাদ মুনির ভাই। কেমন আছেন?





ভাল আছি ভাই। আপনি কেমন আছেন?

১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৪০

একজন আরমান বলেছেন:
আহাহাহাহ।

আমিও আছি বরাবর।

আপনার ফেসবুক আইডিটা আমার কাছে আছে কি? নাকি নেই, ঠিক খেয়াল করতে পারছি না।

৪১| ০৩ রা মার্চ, ২০১৪ রাত ১:৫১

শাহজাহান মুনির বলেছেন: লেখক বলেছেন:
আহাহাহাহ।

আমিও আছি বরাবর।

আপনার ফেসবুক আইডিটা আমার কাছে আছে কি? নাকি নেই, ঠিক খেয়াল করতে পারছি না।


দুঃখিত বস রিপ্লে দিতে দেরি হলো । আস্তে করে এখানে একটা ক্লিক করুনঃ

View this link

০৩ রা মার্চ, ২০১৪ দুপুর ১২:৫৭

একজন আরমান বলেছেন:
রিকু দিয়েছি। :)

৪২| ০৬ ই জুন, ২০১৪ রাত ১০:৪৭

নেবুলা মোর্শেদ বলেছেন: আরমান ভাই ফাটাফাটি কবিতা........... ভাই কেমন আছেন ? যদি পারেন তবে আপনার ই-মেইল টা আমার মোবাইলে মেসেজ করে পাঠাবেন।
আমার মোবাইল নং ০১৭২৩-৩৮৮৫৭১ ৷আপনার সাথে খুব জরুরী কথা আছে ৷ভালো থাকবেন ৷

নেবুলা

১৫ ই জুন, ২০১৪ রাত ১১:৩৮

একজন আরমান বলেছেন:
আচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.