নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী !!!\n\nমেইল করতে চাইলে: [email protected]

একজন আরমান

জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী!

একজন আরমান › বিস্তারিত পোস্টঃ

|| আমি, তুমি, তোমরা আর বিবেক ||

১২ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১৯

ধর্ষিতাকে করো ধর্ষণ

আর পর্ণস্টারকে

করো প্রমোট !



বাহবা তবে

তোমাদেরই প্রাপ্য !

বিবেক বুঝি এ লজ্জায়

বারবার করে সুইসাইড !



তবু জানি

তোমাদের হবে না হুশ।

অজানা কিসের নেশায় তোমরা

আজও রয়েছো যে বেহুশ?



বেশ

তবে তাই হোক।

আমিও দেখার অপেক্ষায়

তোমাদের ক্ষমতা আর সহ্যশক্তি !

মনে রেখো বিবেকের দংশন তোমাদের হবেই।

একসময় কারফিউ ডাকবে

তোমাদের বিবেকেরা !



সুপ্ত অপরাধবোধ এগিয়ে আসবে

তোমাদেরই দিকে।

হয়তো ধীরে

কিংবা

একটু দ্রুতই !

চেপে ধরবে তোমাদের বিবেককে,

নিস্তার চাইলেও পাবে না সহজেই !



তোমরা যেমনটি করেছো

ততোটুকু না হোক,

অন্তত তার অর্ধেক তো পাবে !



কে বলেছে সৃষ্টিকর্তা নেই?

হিসেবের গড়মিল মিলিয়ে

চূড়ান্ত হিসেব প্রস্তুতে তার জুড়ি নেই !



- একজন আরমান

০৯/১০/২০১৩

বিকেল ০৪:১৭:০২





সাইট লিংকঃ

মন্তব্য ৬০ টি রেটিং +১১/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২০

লাবনী আক্তার বলেছেন: কে বলেছে সৃষ্টিকর্তা নেই?
হিসেবের গড়মিল মিলিয়ে
চূড়ান্ত হিসেব প্রস্তুতে তার জুড়ি নেই !



দারুন লিখছ ভাই!

১২ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২৪

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ আপু। :)

২| ১২ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:০৫

সানড্যান্স বলেছেন: বিবেক এখন বিবিধ!! সে তালিকা কে ই বা খুলে দেখে!!!

১২ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:২২

একজন আরমান বলেছেন:
কেউ খুলে দেখে না। কিন্তু বারুদ যদি আটকে রাখেন, কোন না কোন সময় তা বিস্ফোরিত হবেই ! বিবেক অনেকটা বারুদের ই মতো !

৩| ১২ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৩১

সোনালী ডানার চিল বলেছেন:
চমৎকার অভিব্যক্তির লেখা!!

শুভকামনা কবি।

১২ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৩২

একজন আরমান বলেছেন:

অনেক অনেক ধন্যবাদ সুন্দর মত প্রকাশে।

শুভেচ্ছা জানবেন :)

৪| ১২ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৫

বুকের মধ্যে বায়ান্নটা মেহগনি কাঠের আলমারি বলেছেন:

কে বলেছে সৃষ্টিকর্তা নেই?
হিসেবের গড়মিল মিলিয়ে
চূড়ান্ত হিসেব প্রস্তুতে তার জুড়ি নেই !

দারুণ কটা লাইন!!!

প্লাস!

১২ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৪০

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ। :)

৫| ১২ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫২

ধূর্ত উঁই বলেছেন: তবু জানি
তোমাদের হবে না হুশ।
অজানা কিসের নেশায় তোমরা
আজও রয়েছো যে বেহুশ?

সুন্দর ।

১২ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৫২

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ। :)

৬| ১২ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: সুপ্ত অপরাধবোধ এগিয়ে আসবে
তোমাদেরই দিকে। আসে কি??

শেষ কয়টা লাইন দুর্ধর্ষ !

১২ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৫৭

একজন আরমান বলেছেন:
আসার কথা। কোন না কোন সময় আসবেই !


অনেক ধন্যবাদ আদনান ভাই। :)

৭| ১২ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৪৮

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:



:) চমৎকার!!

১২ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৫৯

একজন আরমান বলেছেন:
অনেক ধন্যবাদ আপু।

অনেক দিন পর ব্লগে !

৮| ১২ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৩৮

মামুন রশিদ বলেছেন: বিবেক পুড়া কোবতে!

১২ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৫৯

একজন আরমান বলেছেন:
গন্ধ বাইর হয়া গেছে নাকি ভাই? B:-) B:-) B:-)

৯| ১২ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৫৭

মোঃ ইসহাক খান বলেছেন: তীব্র কবিতা।

শুভেচ্ছা জানবেন কবি।

১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:০৪

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ইসহাক ভাই। :)

১০| ১২ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৪২

এহসান সাবির বলেছেন: কড়া কবিতা হইছে......!!!!

১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:০৫

একজন আরমান বলেছেন:
হেহে কি যে বলেন না সাবির ভাই ! :!> :!> :#>

১১| ১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৪৩

বোকামন বলেছেন:
শব্দ করবেন না ! ওরা ঘুমিয়ে রয়েছে !


যে কবিতা সময়কে ধারণ করে তার চাইতে উত্তম কবিতা আর কীইবা হতে পারে । ভালোলাগা এবং শুভকামনা জানিয়ে গেলাম ।।

১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১:১০

একজন আরমান বলেছেন:
অনেক সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ প্রিয় বোকামন ভাই।

ভালো থাকুন। :)

১২| ১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৫৬

ড. জেকিল বলেছেন: শাস্তি এদের জন্য দিন গুনছে।

১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১:১১

একজন আরমান বলেছেন:
নিশ্চিত !

১৩| ১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১:১০

স্নিগ্ধ শোভন বলেছেন: দুর্দান্ত কবিতা।

+++++++++++++

১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১:১৩

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ দোস্ত। :)

১৪| ১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১:২৩

স্বপ্নবাজ অভি বলেছেন: সুন্দর সুন্দর !
কবিতার প্লটে ভালোলাগা ! কিছু বলার নেই আসলে

১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১:২৭

একজন আরমান বলেছেন:
কেন সবাই এতো কথা বলে তুই বলবি না কেন?

তোকে পূর্ণ বাক স্বাধীনতা দেওয়া হইলো। তুই বল। ভয় পাস নে। ;)

১৫| ১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১:৪২

স্বপ্নবাজ অভি বলেছেন: না থাক ! কিছু কমু না ।।

১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১:৫৪

একজন আরমান বলেছেন:
দেশ এই জন্য স্বাধীন করি নাই রে মোমিন ! /:) /:) /:)

১৬| ১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ২:০৫

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: এইটা এখন পর্যন্ত বেস্ট !!!


কিপ ইট আপ আরমান ভাই ।

১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ২:১২

একজন আরমান বলেছেন:
যদিও আমার কাছে লাগে নাই। আমার কাছে প্রথম কয়েকটা লাইন ভালো লেগেছে, পরেরগুলি টেনে হিঁচড়ে লিখেছি। তোমরা যখন বলছো তখন আগেরগুলি থেকে হয়তো ভালো। তবে ক্যাটাগরির দিক থেকে এটি ভিন্ন। আগেরগুলি বেশিরভাগই প্রেম-বিরহ বিষয়ক আর এইটা সমসাময়িক।


অনেক ধন্যবাদ প্রিয় মন্ত্রী :)

১৭| ১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ২:৩৪

ডানাভাঙ্গা চিল বলেছেন: আপনি কি সানি লিওনি আর ভারতে হয়ে যাওয়া একটার পর একটা ধর্ষণকে ইঙ্গিত করেছেন ?
তাহলে তো এই পোষ্টে এতক্ষণে ক্যাচাল লেগে যাওয়ার কথা ব্রো।

১৩ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫০

একজন আরমান বলেছেন:
অনেকটা ঠিক ধরেছেন। সানি লিয়ন আর যে কোন ধর্ষিতাকেই ইঙ্গিত করেছি। শুধু ভারতেরটা কেন? নিজের দেশে প্রতিদিন হচ্ছে না?

ক্যাচাল !!!
ভালোই বলেছেন !!!

১৮| ১৩ ই নভেম্বর, ২০১৩ ভোর ৫:০৯

প্রিন্স মাহমু দ বলেছেন: দারুন

১৩ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬

একজন আরমান বলেছেন:

ধন্যবাদ। :)


ভালো থাকুন।

১৯| ১৩ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:১২

মশিকুর বলেছেন:
সমসাময়িক।। দুর্দান্ত!!

প্রথম তিনটা অংশ পারফেক্ট +++

"তোমাদের ক্ষমতা আর সহ্যশক্তি !"> লাইনটায় একটু খটকা লাগল:( একটু বুঝিয়ে দেন।

শেষের দিক সম্পর্কে- বিবেক যখন পাপের হিসাব নেয় অর্থাৎ বিবেক যখন দংশন করে, তখন অন্তত কয়েক গুন ফেরৎ দেয়। কুরেকুরে খায়।। আর সৃষ্টিকর্তার হিসাব!! সেটাতো বলেই দিয়েছেন-

"হিসেবের গড়মিল মিলিয়ে
চূড়ান্ত হিসেব প্রস্তুতে তার জুড়ি নেই !"
-এটা হবে কয়েকশো গুন।

ভাললাগা জানবেন।।

+

১৩ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬

একজন আরমান বলেছেন:
এখানে দুটো ভাগ। এক দল ক্ষমতা দেখাবে, আরেক দল সেই শোষণ মুখ বুজে সহ্য করবে ! দংশন উভয় পক্ষের ই হবে।

ধন্যবাদ।
ভালো থাকুন।

২০| ১৩ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪৬

অদৃশ্য বলেছেন:




তিনি আছেন... তিনি ন্যায় বিচারক... তিনি এক...

পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ আর মানুষের ভেতরের শ্রেষ্ঠ সৃষ্টি হলো বিবেক... অন্যায় করলে বিবেকের দংশন পেতেই হবে...

খুব সুন্দর হয়েছে লিখাটি...


প্রিয় আরমানের জন্য
শুভকামনা...

১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৩৭

একজন আরমান বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ ভাই। খুব সুন্দর একটি কথা বলেছেন।


ভালো থাকুন। :)

২১| ১৩ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:০৮

সপ্নাতুর আহসান বলেছেন: অসাধারণ কবিতা
আর এই লাইনগুলি বেশ ভাল লাগল


কে বলেছে সৃষ্টিকর্তা নেই?
হিসেবের গড়মিল মিলিয়ে
চূড়ান্ত হিসেব প্রস্তুতে তার জুড়ি নেই !

১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৩৭

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ আহসান ভাই।

ভালো থাকুন। :)

২২| ১৩ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮

বটবৃক্ষ~ বলেছেন: সাথে একটা লিওনির ফডুক হইলে ভালা হইতো না??! হেহেহেহে!! ;) ;) B-) B-) B-)

কমপ্ল্যানের ডোজ আরেকটু বেশি দিয়েন!!
ভাবতাসি আমিও দিবো!! গুড আইডিয়া!! নিজেও কি হরলিক্স খায়া লিখা শুরু করসেন নাকি??!! হিহিহিহি!! :-P :#) :#) B-) :P

১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৩৬

একজন আরমান বলেছেন:
ব্যাপারটাকে আবারও উল্টো করে দেখছেন। আপনারা সানি লিয়নকে যে খুব বেশি হাইলাইট করেন সেটাই আমি তুলে ধরতে চেয়েছি।


হরলিক্স না শুধু চা খাই।

ধন্যবাদ।

২৩| ১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ২:৩৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
দারুণ।

শুভেচ্ছা।

১৪ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:২৭

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ আলাউদ্দিন ভাই। :)

২৪| ১৪ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:০২

কান্ডারি অথর্ব বলেছেন:

কবি লিখেছেন

ধর্ষিতাকে করো ধর্ষণ
আর পর্ণস্টারকে
করো প্রমোট !


কিন্তু এখানে ধর্ষিতাকে করো ধর্ষণ বেমানান।

ধর্ষিতাকে করো গুমোট
আর পর্ণস্টারকে
করো প্রমোট !

এভাবে লিখলে কেমন হয় ভেবে দেখতে পারিস। কবিতায় শব্দ চয়ন একটি মুখ্য বিষয় ।

১৪ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:২৬

একজন আরমান বলেছেন:
গুমোট আর ধর্ষণ এর অর্থ কি এক? আমি দুটো প্র্যাক্টিকাল বিষয় তুলে ধরতে চেয়েছি। তাই এখানে ছন্দমিল রাখা সম্ভব হয়নি। গুমোট বলতে কোন কিছুকে হাইড করা বোঝায়। কিন্তু আমি বুঝাতে চেয়েছি একজন ধর্ষিতা আমাদের সমাজে বারংবার ধর্ষিত হয়। একবার ধর্ষণকারীর কাছে, এরপর মিডিয়ার কাছে, এরপর সমাজের কাছে এরপর আদালতের কাছে...

অনেক ধন্যবাদ ভাইয়া শিক্ষণীয় একটি মন্তব্য করার জন্য। আশা করি ভবিষ্যতেও আমার ভুলগুলি শুধরে দিবেন। শুভকামনা। :)

২৫| ১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:১৩

সায়েম মুন বলেছেন: কবিতার প্রথম দিকটা বেশী ভাল লেগেছে।

১৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৩৩

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ সায়েম ভাই। :)

২৬| ১৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪৭

I am innocent 99% বলেছেন: Man is unjust but God is just & Justice prevails in the end

১৬ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০১

একজন আরমান বলেছেন:

ভাই ইংরেজি বুঝি না। :(

২৭| ১৬ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৭

আমি ইহতিব বলেছেন: ভালো লিখেছ আরমান।

তোমরা যেমনটি করেছো
ততোটুকু না হোক,
অন্তত তার অর্ধেক তো পাবে !

কে বলেছে সৃষ্টিকর্তা নেই?
হিসেবের গড়মিল মিলিয়ে
চূড়ান্ত হিসেব প্রস্তুতে তার জুড়ি নেই !

এই কথাগুলো আমি মনে প্রাণে বিশ্বাস করি, যার যার কর্মফল সে ভোগ করবেই, এটাই নিয়তি, এটাই মহান শ্রষ্টার শ্রেষ্ঠ বিচার।

১৬ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৩৯

একজন আরমান বলেছেন:

আমিও ঐ কথাগুলি খুব বিশ্বাস করি, আর বিশ্বাস করি বলেই লিখেছি।

অনেক ধন্যবাদ আপু। :)

২৮| ১৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:১৭

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: সুপ্ত অপরাধবোধ এগিয়ে আসবে
তোমাদেরই দিকে।
হয়তো ধীরে
কিংবা
একটু দ্রুতই !


অনেক সুন্দর +++++++


ভালো থাকুন :)

১৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৪

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ রাসেল ভাই। :)

২৯| ১৬ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

শ্যামল জাহির বলেছেন: ভুল-অন্যায়ের মাশুল দিতে হবেই!
কবিতা চমৎকার হয়েছে।
প্লাস!

১৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪৪

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ জাহির ভাই। :)

৩০| ১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:২৫

সুমন কর বলেছেন: কবিতার মাধ্যমে নিষ্ঠুর বাস্তবতা!! সুন্দর।

১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:২৯

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ সুমন দা। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.