নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী !!!\n\nমেইল করতে চাইলে: [email protected]

একজন আরমান

জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী!

একজন আরমান › বিস্তারিত পোস্টঃ

আজ জন্মদিন তোমার !

১৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪৯

সামাজিক যোগাযোগ সাইটগুলিতে আমার ঘোরাঘুরি অনেক আগে থেকেই। সেখানে একজন মানুষকে জানা যতোটা সহজ ঠিক ততোটাই কঠিন। কিন্তু কমিউনিটি ব্লগ এমন একটি জায়গা যেখানে একজন মানুষের ভেতর পর্যন্ত জানা সম্ভব শুধুমাত্র তার লেখা পড়ে !



ব্লগে নিয়মিত আছি প্রায় দু বছর হল। এই সময়ের মাঝে অনেক ভালো মানুষের দেখা পেয়েছি, এদের ই একজন ব্লগার কাণ্ডারি অথর্ব



আগে আমার নামে একটা বদনাম ছিল যে আমি নাকি সবার পোস্টে গিয়েই মাত্রাতিরিক্ত কমেন্ট করি যা কিনা ব্লগিয় নিয়ম নীতির পরিপন্থী কাজ ! যদিও আমি ব্লগের কোন জায়গায় এমনটি লেখা দেখিনি ! তাই যার পোষ্ট ভালো লাগতো তার পোস্টে গিয়েই ৫/৬ টা এমনকি ১০/১২ টাও মন্তব্য করতাম ! আসলে তখন সময়টা শুধু ব্লগ কেন্দ্রিক হয়ে গিয়েছিল।



কাণ্ডারি ভাইয়ের সাথে আমার প্রথম পরিচয় গত বছরের শেষ দিকে। আমার মনে আছে তার একটা ছবি ব্লগে গিয়ে দেখি মারলবোরো সিগারেটের ছবি। সেই ছবি নিয়ে অনেক কথা। সেখান থেকেই শুরু। এরপর ভাইয়ার অনেক কবিতা গল্প পড়েছি। যতোই পড়তাম ততোই মুগ্ধ হতাম। গতবছর রুশানকে বাঁচাবার জন্য আমরা যে ফান্ড রেইজিং এর উদ্যোগ গ্রহন করি সেখানে একটি মিটিংএর আয়োজন করি আমরা। তো আমি সেখানে কাণ্ডারি ভাইকে আসার জন্য অনুরোধ করি। সেখানেই আমাদের প্রথম দেখা।



এরপর বছর কেটে গেলো। এই মানুষটার সাথে সম্পর্ক কেমন সেটা বলার অপেক্ষা রাখে না। শুধু মনে হয় আত্মীয়তার সার্বজনীন সংজ্ঞায় ভুল আছে ! আত্মার সঙ্গে সম্পর্ক থাকলে কেবল তাকেই আত্মীয় বলা উচিৎ। আমার অনেক খারাপ সময়ে তিনি আমার পাশে ছিলেন। সব সময় বড় ভাইয়ের মতো সাহস যুগিয়েছেন, উপদেশ, আদেশ, নিষেধ, পরামর্শ দিয়েছেন-দিচ্ছেন। আমি তাকে আমার নিজের আপন বড় ভাইয়ের মতো ট্রিট করি সব সময়।



ব্লগার কাণ্ডারি অথর্ব সম্পর্কে দুটো গোপন কথাঃ



০১. মানুষটা অনেক বেশি ই আবেগি।

০২. আর অনেক বেশি ক্ষমাশীল। কারণ তা না হলে আমার মতো বেয়াদব ভাইকে বার বার ক্ষমা করে দিয়ে এতো আদর করতেন না।



আজ আমাদের সবার প্রিয় কাণ্ডারি অথর্ব ভাইয়ের জন্মদিন।

শুভ জন্মদিন প্রিয় কাণ্ডারি ভাই। শুভ হোক আপনার ভবিষ্যৎ দিনগুলি। আনন্দের মাঝেই শেষ হোক প্রতিটি মুহূর্ত। রাঙ্গা আলোয় আলোকিত হোক প্রতিটি ক্ষণ। :)







জন্মদিনে আপনার জন্য লেখা আমার একটি অকবিতাঃ



সময়



সময় বয়ে চলে স্রোতস্বিনী নদীর মতো

আর আমরা সেই সময়ের স্রোতে

গা ভাসিয়ে চলা প্রানীর দল।



বহুক্রোড় হেঁটে হেঁটে আজ বড্ড ক্লান্ত আমরা।

তবুও ক্ষণিকের তরে পেছন পেছন ফিরে

হাতড়ে বেড়াই সুখস্মৃতি।



আর তখন ক্লান্তিরা

ছুটি নেয় ক্ষণিকের তরে,

স্বাদ নেই মিস্টি কিছু ক্ষণের।



এরপর আবার শুরু হয় পথচলা।

হয়তো

সেই পথচলা হয় ঠিকানাবিহীন !



- একজন আরমান

১৭/১১/২০১৩

সকাল ১১:০৩:৪২















মন্তব্য ১৫৭ টি রেটিং +২/-০

মন্তব্য (১৫৭) মন্তব্য লিখুন

১| ১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: শুভ জন্মদিন আবেগী ও ক্ষমাশীল কাণ্ডারি অথর্ব ভাই :)

১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৫

একজন আরমান বলেছেন:
আর অনেক গুন আছে, কিন্তু এই দুটি বেশি চোখে পড়ার মতো ! :)

২| ১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৭

জুন বলেছেন:
শুভ জন্মদিন কান্ডারী !:#P !:#P

১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২৪

একজন আরমান বলেছেন:
!:#P !:#P !:#P

জুনাপু কি গিফট দিচ্ছেন? :#) :#) :#)

৩| ১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২৬

আমিনুর রহমান বলেছেন:





জন্মদিনের শুভেচ্ছা একজন আরমানের ভাই একজন কান্ডারী অথর্বকে :P ;)



আজকে কি বিরানী হবে মুসলিমে ...!!!

১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫২

একজন আরমান বলেছেন:
আরে আপনার কমেন্ট মিস হইলো ক্যামনে? আপনে কি ভূত নাকি? B:-) B:-) B:-)

ইয়ে মানে একজন আরমানের তো একজন ভাই না। আর কয়েকজন আছে। ;)

বিরিয়ানি !! আহা ...

৪| ১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২৮

ইখতামিন বলেছেন:
কান্ডারী অথর্ব কে জন্মদিনের শুভেচ্ছা.. আপনাকেও অনেক ধন্যবাদ রইল.. :)



১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৫

একজন আরমান বলেছেন:
দ্বিতীয় কেক টা দারুণ। :)

ধন্যবাদ ইখতামিন ভাই।

৫| ১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৪

কান্ডারি অথর্ব বলেছেন:

পোস্ট পড়ে বোঝাই যাচ্ছে একজন আরমান নিজেই কতটা আবেগী।

ভার্চুয়াল জগত থেকে বাইরে অনেকের সাথেই পরিচিতি হয়েছে। যাদের সাথেই মিশেছি বা বন্ধুত্ব করেছি দেখেছি যে তারা প্রত্যেকেই খুব চমৎকার ভালো মানুষ।

আর যদি আরমানের কথা বলতেই হয় আমার কোন ছোট ভাই নেই কিন্তু আরমান সেই স্থানটা দখল করে নিয়েছে । মাঝে মাঝে ভাবি যে এই ছেলে জীবনে উন্নতি করবে কি ভাবে ? ধীর স্থির ভাবে কোন কাজ করতে পারেনা, মাথাও ঠাণ্ডা রাখতে পারেনা। কিন্তু যুক্তি তর্কে যখন ওর সাথে আর কুলিয়ে উঠতে পারিনা তখন মনে হয় নাহ ! ওর দারাই জীবনে উন্নতি সম্ভব।

যাই হোক আমার সম্পর্কে যা কিছু লিখলি আরমান মনে হলো একটু বাড়িয়ে বাড়িয়ে বলা হয়ে গেছে।

আমি তোকে অনেক পছন্দ করি সেটা এখন বলতে বাধ্য করলি, বলতে চাইনি যে আমি তোকে অনেক ভালোবাসি।

১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪১

একজন আরমান বলেছেন:
আপনার ভাই না? একটু আবেগ তো থাকবেই। :)

কিছু জিনিস না বললেও বুঝে নিতে হয়। তাই আর কিছু বললাম না।

শুধু অনেক শুভকামনা। :)

৬| ১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪২

কান্ডারি অথর্ব বলেছেন:


@ মাসুম আহমদ ১৪ ভাই শুভেচ্ছা গ্রহণ করলাম কিন্তু আরমানের খবর আছে আমার নামে মিথ্যা প্রোপাগান্ডা চালানোর জন্য।


@ জুন আপু ফুলগুলো সুন্দর। থেঙ্কু আপু কিন্তু অরিজিনাল পেলে মনটা খুশিতে ভরে যেতো।


@ আমিনুর রহমান আরমান যদি আমার ছোট ভাই হয়ে থাকে তবে আপনি হলেন আমার বড় ভাই। বিরিয়ানি ........... B:-) B:-) B:-) বিড়ি খাইলে খাওয়াইতে পারি।


@ ইখতামিন কেকটা আমার ভীষণ পছন্দ হইছে। এমন সুন্দর একটি কেক দেয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এইটা কোন দোকানে অর্ডার দিছেন ? দাম কত ?


১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৪

একজন আরমান বলেছেন:
খাওয়াবে তো বড় ভাই। ;)

৭| ১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: শুভ জন্মদিন আবেগী ও ক্ষমাশীল কাণ্ডারি অথর্ব ভাই :)

উজ্জ্বল ভবিষ্যৎ আর সুস্থতা কামনা করছি। :)

১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৫

একজন আরমান বলেছেন:
উজ্জ্বল ভবিষ্যৎ আর সুস্থতা কামনা করছি। :)

৮| ১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৩

উথালপাতাল বলেছেন: "I HOPE YOU ENJOY YOUR DAY TODAY AND U SPEND IT WITH THE ONES YOU LOVE!!!! I HOPE YOU GET EVERYTHING YOU ASKED FOR!!!! HAVE A FUN TIME DON'T LET ANYONE RUIN IT!!! Happy Birthday!"


-------------------------কান্ডারি অথর্ব ------------------------------

১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৬

একজন আরমান বলেছেন:
Happy Birthday to Kandari Authorbo !:#P !:#P !:#P

৯| ১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৭

মাহবু১৫৪ বলেছেন: ফেবুতে একবার জানিয়ে এসেছি ।

আবারো জানাচ্ছি। শুভ জন্মদিন কান্ডারি ভাইকে

ভাল থাকুন সবসময়

১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:০২

একজন আরমান বলেছেন:
:)

১০| ১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:০০

কান্ডারি অথর্ব বলেছেন:

বড় ভাই খাওয়ালে আছি আমি :P


@ সেলিম আনোয়ার ভাই আরমানের বিচার চাই আমাকে আজকে এমন দুইটা ট্যাগ দিলো এইভাবে X( X((


@ উথালপাতাল ভাই ইংরেজি বুঝি কম তবে যা বলেছেন মনে হচ্ছে ভাল কিছুই বলেছেন; থেঙ্কু ভাই।


১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:০৪

একজন আরমান বলেছেন:
ভোট ফোর বড় ভাই। ;)

হ। ঠিক। একজন আরমানের ফাঁসি চাই। X( X((

১১| ১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:০২

কান্ডারি অথর্ব বলেছেন:


@ মাহবু১৫৪ ভাই ফেবু আর ব্লগ দুই জায়গায় আপনার শুভেচ্ছা পেয়ে কৃতজ্ঞ।

১২| ১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:০৩

জুন বলেছেন: এই যে গিফট নিয়ে আসলাম :#>

১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:১১

একজন আরমান বলেছেন:
এবার সত্যি সত্যি দাওয়াত দেন আপু। বিকেলে চলে আসি। :#) :#) :#)

১৩| ১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:১৬

কান্ডারি অথর্ব বলেছেন:


@ জুন আপু সন্ধ্যায় আপনার বাসায় চলে আসব। গিফটগুলো নিতে হবেনা !:#P !:#P !:#P

আমার জন্য ল্যাপটপ দিছেন তো নাইলে কিন্তু গিফট নিবোনা। :!>

১৪| ১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:১৯

ইখতামিন বলেছেন:
@কান্ডারী ভাই..
কেকটার মূল্য ৬ ডলার ২৪ সেন্ট ;)

১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৫৯

একজন আরমান বলেছেন:
এইটা কি প্রিন্ট দিয়া খাইতে হয়? :|| :|| :||

১৫| ১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৩১

কান্ডারি অথর্ব বলেছেন:


@ ইখতামিন ভাই মাত্র ৬ ডলার ২৪ সেন্ট :|

১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:০০

একজন আরমান বলেছেন:
১ ডলার = ৮০ টাকা*

ফ্ল্যাট রেট*

১৬| ১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৩২

সেলিম আনোয়ার বলেছেন: @একজন আরমান কান্ডারীতো দুই ট্যাগ এ আপত্তি করলো ।বিচারও চেয়ে বসেছে। এমন আনন্দের দিনে চলেন কান্ডারীকে খুশি করি। :)

কান্ডারী এত্তগুলা ভাল। তার জন্য এত্তগুলা জন্মদিনের শুভেচ্ছা । :)

@কান্ডারী এমন দিনে বিচার চাওয়া ঠিক হবে না।আজ শুধু শুভকামনা। :D

টিঙ্কুকে দেখা গেল না।টিঙ্কু কোথায়?পার্টিতে টিঙ্কু আর বটবৃক্ষ আপু নেই? :||

১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:০১

একজন আরমান বলেছেন:
হেহে।

কাণ্ডারি এত্তগুলা ভালো। :D

টিঙ্কুর বাপরে, টিঙ্কুর মায়রে ডাকেন, মাগার টিঙ্কুরে ডাইকেন না। আমি এই জিনিসটা একদম দেখতে পারি না। /:) /:) /:)

১৭| ১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৪৪

কান্ডারি অথর্ব বলেছেন:


@ সেলিম আনোয়ার ভাই আচ্ছা ঠিকাছে আপনি যখন বললেন তখন আরমানকে ক্ষমা করে দিলাম। আপনার এত্তগুলা শুভকামনা পেয়ে আর রাগ করে থাকতে পারলাম না।

টিঙ্কু কি কেক খায় ? বটবৃক্ষ আপু নিশ্চয় টিঙ্কুকে কেক খাওয়ার অভ্যাস করেন নি ?

১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:০২

একজন আরমান বলেছেন:
X( X( X( X(( X(( X((

১৮| ১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৪৯

অপরাজিতা নীল বলেছেন: শুভ জন্মদিন কান্ডারি অথর্ব ভাইয়া,

১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:০৩

একজন আরমান বলেছেন:
!:#P !:#P !:#P

১৯| ১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:০৫

কান্ডারি অথর্ব বলেছেন:


লেখক বলেছেন:

এইটা কি প্রিন্ট দিয়া খাইতে হয়?



:P

১ ডলার = ৮০ টাকা

৬ ডলার = ( ৮০ * ৬ ) টাকা


অতএব কেকটির মূল্য ৪৮০ টাকা

আর ২৪ সেন্ট হইল ভ্যাট

:D



@ অপরাজিতা নীল আমাকে দেয়া শুভেচ্ছার জন্য আপনার প্রতি কেক খাওয়ার দাওয়াত।

কিন্তু শুনেছি কেক নাকি ইখতামিন ভাই খাওয়াবেন।

আর আরমানকেও শুভকামনা জানাই।

২০| ১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:০৭

সেলিম আনোয়ার বলেছেন: হ্যাপি বার্থডে গানটার সঙ্গে টিংকুর মেও যোগ হলে মন্দ হতো না। তাছাড়া কান্ডারীর ভি আইপি অতিথি ছিল টিঙ্কু গত ঈদে। সেটাও বিবেচনায় রাখতে হবে। টিংকু কেক খাবে বোধ হয়। আফটার অল তার প্রিয় মামার জন্মদিন। :)

১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৩৬

একজন আরমান বলেছেন:
/:) /:) /:)

২১| ১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:১৯

বেকার সব ০০৭ বলেছেন: এই গান টা আপনার(কান্ডারি ভাই) জন্য
আজ জন্মদিন তোমার ( শাফিন আহমেদ)
আজকের আকাশে অনেক তারা, দিন ছিল সূর্যে ভরা,
আজকের জোছনাটা আরো সুন্দর, সন্ধ্যাটা আগুন লাগা
আজকের পৃথিবী তোমার জন্য ভরে থাকা ভালো লাগা
মুখরিত হবে দিন গানে গানে আগামীর সম্ভাবনা

তুমি এই দিনে পৃথিবীতে এসেছ ,
শুভেচ্ছা তোমায়
তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর
উচ্ছল দিন কামনায়

আজ জন্মদিন তোমার

তোমার জন্য এই রোদেলা স্বপ্ন সকাল
তোমার জন্য হাসে অনরল স্নিগ্ধ বিকেল
ভালবাসা নিয়ে নিজে তুমি, ভালোবাসো সব সৃষ্টিকে

তুমি এই দিনে পৃথিবীতে এসেছ ,
শুভেচ্ছা তোমায়
তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর
উচ্ছল দিন কামনায়

আজ জন্মদিন তোমার

তোমার জন্য ফোঁটা পৃথিবীর সব গোলাপ
তোমার জন্য এই কবিতা নয় সে প্রলাপ
আলোকিত হয়ে নিজে তুমি, আলোকিত কর পৃথিবীকে

তুমি এই দিনে পৃথিবীতে এসেছ ,
শুভেচ্ছা তোমায়
তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর
উচ্ছল দিন কামনায়

আজ জন্মদিন তোমার

১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪৬

একজন আরমান বলেছেন:
এই গানটা আমার অনেক ফেভারিট। :)

২২| ১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:২৩

কান্ডারি অথর্ব বলেছেন:


কি যুগ আসলো টিংকুরাও কেক খায় :|| :|| :||

যাই হোক আমার প্রিয় ভাইগ্নার জন্য রয়েছে ইখতামিন ভাইয়ের স্পেশাল কেক।

২৩| ১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:২৫

কান্ডারি অথর্ব বলেছেন:


@ বেকার সব ০০৭ আরে ভাই ভালো জিনিস দিছেন এই গানটা আমার খুব পছন্দের একটি গান।

২৪| ১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৩২

বাংলাদেশী দালাল বলেছেন:
ব্যাএএএএএএএএএএএএএএএএএএএএএএ :(( । পার্টি মিস করছি। খুবতো দেরি করিনাই এক পিস কেক পামুনা ?!!!!!!!!!!!

কান্ডারী ভাই জন্মদিন মোবারক। সবাইতো আপনার সুনাম করলো আমি একটু বদনাম করি। আপনে মানুষটা খুব বেশি ঈর্শ্বনীয়।

আল্লাহপাক আপনার সহায় হোন ।

সুস্থ থাকুন ভালো থাকুন
ধূমপান মুক্ত জীবন গরুন :P

১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪৭

একজন আরমান বলেছেন:
কেমন আছেন আপনি? আপনাকে তো ব্লগে দেখাই যায় না !

২৫| ১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪১

কান্ডারি অথর্ব বলেছেন:


@ বাংলাদেশী দালাল ভাই কেক নাইলে খাবেন এ আর এমন কি ? কিন্তু আমি কবে আপনার সাথে ঈর্শ্বনীয় কাজ করছি বলেন ? একটা প্রমাণ দেন। X(

কিন্তু ধূমপান ছাড়া থাকতে পারুম না। বললে অন্য কিছু ছাড়তে রাজী আছি মাগার ধূমপান কখনওই না। :P

২৬| ১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৫৮

বাংলাদেশী দালাল বলেছেন:
আপনের সব কামইতো ঈর্শনীয় কোনটা কমু। সে যাই হোক কেক খামু।
সিগারেট নিয়া আজকে আর কিছু কমু না।
ভালো থাইকেন।

@আরমান ভাই। ব্লগের চিপায় চাপায় ঘুরি ইয়াতিমের মত । কি বোর্ড চাপতে এখন আর ভালো লাগে না। আলহামদুলিল্লাহ ভালো আছি।

১৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১৬

একজন আরমান বলেছেন:
ওহ আমি তো মনে করেছিলাম যে কাজের চাপে ব্লগ ছেড়েই দিয়েছেন।

২৭| ১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৫৮

ইখতামিন বলেছেন:
কান্ডারি ভাইয়ার বাসায় ইয়া বড়ো বড়ো ৪ টা কেক্যু পাঠাইয়াছি। তিনি সবগুলো যত্ন করে রাখিয়াছেন। সবাই তার বাসায় চলুন। :) :P

১৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১০

একজন আরমান বলেছেন:
রিসিট দেখান তো ;)

২৮| ১৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১৬

আমি ইহতিব বলেছেন: পার্টির ঠিকানাটা পোস্টে এড করে দিলে ভালো হতোনা আরমান?

জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আবেগী ও অনেক অনেক ভালো একজন মানুষ - কান্ডারি ভাইয়াকে।

১৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৩

একজন আরমান বলেছেন:
পার্টির দায়িত্ব আমার হাতে না আপু। :(

২৯| ১৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২৩

কান্ডারি অথর্ব বলেছেন:


@ বাংলাদেশী দালাল ভাই :|| :|| :|| আমি ঈর্শনীয় :-& :-& :-&


@ ইখতামিন ভাই ১ লক্ষ ৬০ হাজার ব্লগার কি মাত্র ৪টি কেক খেতে পারবে ? আরও অনেক কেক লাগবে।

১৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৪

একজন আরমান বলেছেন:
@ ইখতামিনঃ ভাই ১ লক্ষ ৬০ হাজার ব্লগার কি মাত্র ৪টি কেক খেতে পারবে ? আরও অনেক কেক লাগবে।

জাতির একই প্রশ্ন !!!!

৩০| ১৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২৮

স্বপ্নবাজ অভি বলেছেন: পোষ্টে ++++++

১৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৫

একজন আরমান বলেছেন:
আর কিছু নাই? :|| :|| :||

৩১| ১৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩০

রুপ।ই বলেছেন: শুভ হোক সকলি ।

১৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৬

একজন আরমান বলেছেন:
শুভ হোক ! :)

৩২| ১৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪০

কান্ডারি অথর্ব বলেছেন:


@ আমি ইহতিব আপু ঠিক বলছেন দেখছেন আরমান আসলেই মাথা ঠাণ্ডা রেখে কিছু করতে পারেনা।

পার্টি হচ্ছে আরমানের বাসায় B-) কিন্তু আমি ঠিকানা জানিনা তবে চিনি।

আরমান পোস্টে ঠিকানা যুক্ত করে দিস :P

১৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৪১

একজন আরমান বলেছেন:
স্পন্সর খুইজা পাইলে আমার হোস্ট হইতে আপত্তি নাই :P

৩৩| ১৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪১

কান্ডারি অথর্ব বলেছেন:

@ রুপাই

ছবিটা অনেক সুন্দর।

৩৪| ১৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৮

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: মনে রাখলাম জন্মদিনে এমুন পোস্ট দিতে হয় ! মনে থাকে যেন আরমান !
আর তোমার আবেগি কাণ্ডারি ভাইকে শুভেচ্ছা দিমু দাওয়াত দিলে । !:#P

১৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৩

একজন আরমান বলেছেন:
আপু আমার নিজের জন্মদিনটাও মাঝে মাঝে আমার মনে থাকে না। কিন্তু কিছু প্রিয় মানুষের কোন কিছুই ভোলা যায় না কখনোই। :)

দাওয়াত আমি দিতে পারবো না, আমি শুধু পোষ্ট দিয়েছি। :P

৩৫| ১৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৮

কান্ডারি অথর্ব বলেছেন:


@ সাবরিনা সিরাজী তিতির আমিও দাওয়াত দিবোনা আর শুভেচ্ছাও আমার লাগবেনা। ফরিদপুর অনেক দূর এতদূর যেয়ে দাওয়াত দেয়া ইম্পসিবল ব্যাপার। B-))

৩৬| ১৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৯

স্নিগ্ধ শোভন বলেছেন:




শুভ জন্মদিন কাণ্ডারি ভাই !:#P !:#P !:#P !:#P !:#P

অনেক অনেক বছর বেঁচে থাকুন সেই কামনা রইলো।
শুভেচ্ছা!!!




@একজন আরমান,
তোকে অনেক ধন্যবাদ অনেক প্রতিকূলতা উপেক্ষা করেও কাজটি করার জন্য ;) কবিতা ভাল লাগল।

১৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৬

একজন আরমান বলেছেন:
দোস্ত কি আর কমু দুঃখের কথা?

রাইতে বাসায় গিয়া দেখি আমার ডেস্কটপ খান নস্ট। আর ল্যাপিতে বসতেও ইচ্ছা করে নাই। পরে চিন্তা করলাম তাড়াহুড়া কইরা লাভ নাই। তাই সকালে অফিসে আইসা ধীরে সুস্থে ল্যাপি বাইর কইরা, চা-বিড়ি খাইয়া একখান কোপতে লেখিয়া পোষ্টখানা দিলাম। :D

আমার কপিতা তোর বালু লাগছে? :!> :!> :#>

৩৭| ১৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৯

মশিকুর বলেছেন:
শুভ জন্মদিন প্রিয় কান্ডারি অথর্ব ভাই।

১৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৭

একজন আরমান বলেছেন:
!:#P !:#P !:#P

৩৮| ১৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:০১

ইখতামিন বলেছেন:
রিসিট কেমনে দেখায়.. ভুলে গেছি :)

১৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৮

একজন আরমান বলেছেন:
রিসিট এর কপি স্ক্যান কইরা তারপর আপলোড কইরা দেখান B-)) B-)) B-))

৩৯| ১৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:০২

কান্ডারি অথর্ব বলেছেন:


@ স্নিগ্ধ শোভন জন্মদিনের শুভেচ্ছা বুঝে পেলাম তবে আরমান যেভাবে নানা প্রতিকূলতা উপকূল বর্তী এলাকায় উতরে এসে এই পোস্ট দিয়েছে তাতে আমি কৃতজ্ঞ। :||


@ মশিকুর ভাই ধন্যবাদ নেন। আপনি দেখছি আমার ব্লগের লিংকটি দিয়ে দিয়েছেন :) আমার জন্য ভালই হলো সবাই এখন আমার ব্লগ ঘুরে যেতে পারবে। :P ;)

১৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৫০

একজন আরমান বলেছেন:
আপনার কোথায় কেমন যেন রহস্যের গন্ধ পাইলাম। B:-) B:-) B:-)

ঘরের কথা পরে যেন না জানে। /:) /:) /:)

৪০| ১৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:০৭

খাটাস বলেছেন: ঠিক কি বলা উচিত বুঝতেছি না। কাণ্ডারি ভাই কে শুভ জন্মদিন, এভাবেই আমাদের মাঝে চিরদিন থাকুক। খুব অল্প মানুষ আছে যারা সাথে থাকাই অন্য রকম একটা ব্যাপার।

আরমান নিজে ও তাদের দলে। অনেক ধন্যবাদ সুন্দর পোস্টের জন্য ভাই । !:#P !:#P !:#P

১৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৫০

একজন আরমান বলেছেন:
এভাবে বলে লজ্জা দিয়েন না ভাই। :!> :#>

অনেক ধন্যবাদ আপনাকে। :)

৪১| ১৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:২৯

সোনালী ডানার চিল বলেছেন:
কাণ্ডারি অথর্ব চমৎকার একজন ব্লগার আর খুবই সমৃদ্ধ একজন মানুষ; মাঝে মাঝে খুব মনে হয় ব্লগ যদি এমন সব বিদগ্ধজনে ভরা থাকত!!

শুভ জন্মদিন কাণ্ডারি ভাই।
আরমানকে ও সাধুবাদ সুন্দর পোস্টের জন্য!!

১৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৩

একজন আরমান বলেছেন:
খুব সুন্দর একটা কমপ্লিমেন্ট করেছেন কাণ্ডারি ভাই সম্পর্কে।

অনেক ধন্যবাদ প্রিয় কবি। :)

৪২| ১৭ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫

মামুন রশিদ বলেছেন: শুভ জন্মদিন প্রিয় আবেগী কান্ডারী অথর্ব ভাই!


জন্ম দিনের কবিতা খুব সুন্দর হৈছে আরমান ।

১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:২৩

একজন আরমান বলেছেন:
কবিতায় নজর দিয়েন না মামুন ভাই, লেখায় নজর দেন। আমার লজ্জা লাগে। :!> :#>

৪৩| ১৭ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৭

ইখতামিন বলেছেন: স্ক্যান করাই তো ভুলে গেছি :(

১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:২৪

একজন আরমান বলেছেন:
মজা নেন? /:) /:) /:)

৪৪| ১৭ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪০

সুমন কর বলেছেন: ধন্যবাদ আরমান এবং কান্ডারী অথর্বকে জানাই জন্মদিনের শুভেচ্ছা।

১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:২৭

একজন আরমান বলেছেন:
আপনাকেও ধন্যবাদ সুমন দা :)

৪৫| ১৭ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

স্বপ্নবাজ অভি বলেছেন: এই বাজারে প্লাসের দাম জানিস ব্যাটা ! আরো চাস !!

১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:২৮

একজন আরমান বলেছেন:
চৌধুরী সাহেব আমি প্লাস নয় বালুবাসা চাই ! :P

৪৬| ১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:১৫

সায়েম মুন বলেছেন: আগে একবার জানাইছি আবারও কান্ডারীকে জন্মদিনের শুভেচ্ছা। তিনি ভাল থাকুন আরও সুন্দর সুন্দর গল্প কবিতা সেই সাথে চমৎকার সব পোস্ট নিয়ে হাজির হোন --এই শুভকামনা রইলো।

আপনার কবিতাটা বেশ লেগেছে।

১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:২৮

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ সায়েম ভাই। :)

৪৭| ১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:১৭

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:


শুভ জন্মদিন ইভান ভাইকে :)

১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:২৯

একজন আরমান বলেছেন:
ইভান ভাইটা আবার কে আপু? :|| :|| :||

৪৮| ১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৩৯

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক শুভকামনা কান্ডারী ভাই…

আরমান ভাইকেও ধন্যবাদ… কিন্তু
টিঙ্কুকে নিয়ে অবহেলা বরদাস্ত করা হবে না..!
ভাবছি টিঙ্কুর জন্য ইনসুরেন্স… হা..হা..

হ্যাপি ব্লগিং…৷

১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৩০

একজন আরমান বলেছেন:
টিঙ্কু টিঙ্কু টিঙ্কু X( X( X((

৪৯| ১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:২১

মোঃ আনারুল ইসলাম বলেছেন: ধন্যবাদ আরমান এবং কান্ডারী অথর্বকে জানাই জন্মদিনের শুভেচ্ছা। আরমানকে অনেক ধন্যবাদ সুন্দর পোস্টের জন্য ।

১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৩১

একজন আরমান বলেছেন:
আপনাকেও অনেক ধন্যবাদ আনারুল ভাই। :)

৫০| ১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:২২

কান্ডারি অথর্ব বলেছেন:


@ খাটাস লজ্জা দিলা ভাই। :#> :#> :#>


@ সোনালী ডানার চিল ভাই বিশ্বাস করেন আপনার কিছু অনুপ্রেরনা চিরদিন আমার ব্লগিং জীবনের পাথেও হয়েও থাকবে। একজন বড় ভাই হিসেবে যেভাবে আমাকে আগলে রেখেছেন আমি এই ঋণ শোধ করতে পারবনা কখনও।

@ মামুন রশিদ ভাই ঈশ ! আপনারে খুব ফিল করি।

@ সুমন কর ভাই আবেগে আপ্লুত হোলাম

@ সায়েম মুন ভাই প্রাপ্তি যখন প্রত্যাশা ছাড়িয়ে যায় তখন ভীষণ ভয় হয়। জানিনা সামনের দিনগুলো কেমন যাবে। তবে আপনার দোয়া প্রেরনা হয়ে কাজ করবে।

@ তোমার গল্পের মৃত রাজকন্যা আপু কেমন আছেন ?

@ স্বপ্নচারী গ্রানমা আমিও টিংকু নিয়ে কোন অবহেলা বরদাস্ত করব না বলে দিলাম।

৫১| ১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৫২

কান্ডারি অথর্ব বলেছেন:



আরমান তোর জন্য একটি কবিতা দিয়ে গেলামঃ



চোখ তোমার অশ্রুর কারিগর,
যেখানেই বসত সাজাও গড়ে খেলাঘর।
বুনো মনে হিংসা তোমার,
কেন হইনা শুধুই তোমার!

এ বড় অন্যায়,
মাদুরের মত ছকে আঁকা মন নয়ত আমার।
আমিও যুদ্ধ করেই স্বাধীন হয়েছি,
গণতান্ত্রিক এই জীবনে তাই অধিকার সবার।

যদি বৈধতা দাও তোমার অনিশ্চিতে,
তবু নাচবেনা মন কভু একক সংগীতে।
আমাকে পেতে তবু করোনা সময়ের হেলা,
পাবে তবে আরও বেশি আমার অবহেলা।

যোজন যোজন দূরে অভিসন্ধিতসু মন
নিয়ে কোন এক কালে ভিরবো যখন
গোধূলি মূর্তিরূপ কোন ভুত আমি দেখবো জানি,
দুদণ্ড শান্তি হয়ত নাও পেতে পারি এও আমি মানি।

তবু আমি তোমার অশ্রুভেজা আঁচলের পরোয়া করিনা।

১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৩২

একজন আরমান বলেছেন:
শেষের লাইনগুলি দুর্দান্ত।

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। :)

৫২| ১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৫৪

কান্ডারি অথর্ব বলেছেন:


@ মোঃ আনারুল ইসলাম অনেক অনেক ধন্যবাদ ভাই।

৫৩| ১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:০৫

যুবায়ের বলেছেন: শুভ জন্মদিন প্রিয় কাণ্ডারি ভাই। শুভ হোক আপনার ভবিষ্যৎ দিনগুলি। আনন্দের মাঝেই শেষ হোক প্রতিটি মুহূর্ত। রাঙ্গা আলোয় আলোকিত হোক প্রতিটি ক্ষণ।

১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৩৪

একজন আরমান বলেছেন:
অনেক দিন পর !

কেমন আছেন যুবায়ের ভাই?

৫৪| ১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:১৩

কান্ডারি অথর্ব বলেছেন:



@ যুবায়ের ভাই আপনার লেখার বরাবরের মতই আমি ভক্ত। আপনার কৃষি বিষয়ক পোস্টগুলো দুর্দান্ত । আপনার জন্য হাজারও শুভকামনা রইল।

৫৫| ১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:১৯

ড. জেকিল বলেছেন: শুভ জন্মদিন কান্ডারী ভাই। সুন্দর কাটুক আপনার জীবন।

৫৬| ১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:২১

কান্ডারি অথর্ব বলেছেন:


@ ড. জেকিল ভাইজান ভীষণ খুশি হোলাম। আচ্ছা ভাই জেকিল কি আপনার নাম ?

৫৭| ১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৩২

অদ্বিতীয়া আমি বলেছেন: ভাইয়াকে আবারো শুভ জন্মদিন ।

উপরে কেক আর বিরিয়ানির কথা হচ্ছে , কারা সেই ভাগ্যবান ?


আরমান , কবিতা ভালো লাগছে ।

১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৩৬

একজন আরমান বলেছেন:
বিরিয়ানি !!! আপু আপনি মিস করলেন :P

কবিতার কথা বইলেন না আপু লজ্জা লাগে। হুট করেই লিখে ফেলছি। :!> :#>

৫৮| ১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৩২

এহসান সাবির বলেছেন: শুভ জন্মদিন কান্ডারি ভাই....

আরমান ভাই কবিতা ভালো লেগেছে...

১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৩৭

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ সাবির ভাই। :#>

৫৯| ১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৩২

টুম্পা মনি বলেছেন: জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ডিয়ার কান্ডারী!!!!!!!!!! আরমানকেও অনেক অনেক ধন্যবাদ আমাদের জানানোর জন্য।

১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৩৮

একজন আরমান বলেছেন:
আপনাকেও অনেক ধন্যবাদ টুম্পা মনি। :)

৬০| ১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৩৮

কান্ডারি অথর্ব বলেছেন:


@ অদ্বিতীয়া আমি আপু আমি নিজেও জানিনা আমাকে ছাড়াই কি ওরা বিরিয়ানি খেয়ে নিলো কিনা আবার :( আমাকে ওরা নিমন্ত্রন জানায় নাই কেউ। :((


@ এহসান সাবির ভাই আপনার কল্যানে আর যাই হোক এখন থেকে কবিতায় প্রান আসবে। :#)


@ টুম্পা মনি আপু আরমান মনে না রাখলে আমিও ভুলেই যেতাম।

১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৪৮

একজন আরমান বলেছেন:
ভাই এভাবে বলে লজ্জা দিয়েন না। :#>

৬১| ১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৪২

ঝিনুক ওয়াজিহা বলেছেন: শুভ জন্মদিন কান্ডারি ভাইয়া !

যদিও উনার সাথে এখনও পরিচয় হয়নি :)

১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৫০

একজন আরমান বলেছেন:
আপনার সাথেও তো আমার পরিচয় হয় নি !

বাই দা ওয়ে নাইস টু মিট ইউ ! :)

৬২| ১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৪৭

কান্ডারি অথর্ব বলেছেন:


@ ঝিনুক ওয়াজিহা এইত এখন পরিচিত হয়ে গেলাম।

১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৫১

একজন আরমান বলেছেন:
ভাই ঘুমাতে গেলাম। যাবার আগে আরেক বার -

" শুভ জন্মদিন " :)

৬৩| ১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৫৩

কান্ডারি অথর্ব বলেছেন:

আমিও ঘুমাতে যাব এখনই, যাবার আগে আরেকবার ভালোবাসা জানিয়ে গেলাম। :) :) :)

১৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪৭

একজন আরমান বলেছেন:
feeling loved...
love you brother...

৬৪| ১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৫৮

ঝিনুক ওয়াজিহা বলেছেন: আপনাদের সাথে পরিচিত ভালো লাগছে, সম্মানিতবোধ করছি :)

১৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪৭

একজন আরমান বলেছেন:
same here. :)

৬৫| ১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১:৩৪

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ট্রীট ছাড়া জন্মদিনের শুভেচ্ছা জানানো অন্যায় !


আমি অন্যায় করিনা , অন্যায়কে প্রশ্রয়ও দেই না ।

১৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪৮

একজন আরমান বলেছেন:
ওরে ব্যাটা ট্রিট কি সিলেটে পার্সেল কইরা দিবো নাকি?

৬৬| ১৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৪২

অদৃশ্য বলেছেন:





প্রিয় আরমান

আপনার চোখে দেখা হলো বা কিছুটা জানা হলো প্রিয় কান্ডারি ভাইকে... কালকেই তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছি... আবারো শুভেচ্ছা ও জানাচ্ছি...


আপনার কবিতাটা খুব সুন্দর হয়েছে...

শুভকামনা...

১৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪৮

একজন আরমান বলেছেন:
অনেক ধন্যবাদ প্রিয় অদৃশ্য ভাই। :)

৬৭| ১৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫৭

আমিনুর রহমান বলেছেন:





কেকটা কিন্তু দারুন ছিলো। যারা যারা মিস করেছো তাদের জন্য দুঃখিত হওয়া ছাড়া আর কিছু বলার নাই :| :| :|

১৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪৯

একজন আরমান বলেছেন:
ছবি দিবেন না? :(

৬৮| ১৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪৯

বটবৃক্ষ~ বলেছেন: চমৎকার গিফট!! :) :)
কান্ডারি ভাইয়াকে আবারো শুভেচ্ছা!!! :)

১৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪৯

একজন আরমান বলেছেন:
:) :) :)

৬৯| ১৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০৭

অপরাজিত একজন বলেছেন: ব্লগার কান্ডারী অর্থব ভাইকে জন্ম দিনের শুভেচ্ছা জানাই।

১৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৭

একজন আরমান বলেছেন:
!:#P !:#P !:#P

৭০| ১৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৩

কান্ডারি অথর্ব বলেছেন:



@ মাননীয় মন্ত্রী মহোদয় আপনার দরজায় গিয়ে দেখুন ট্রীট নিয়ে দাড়িয়ে আছে রানার। :D


@ অদৃশ্য প্রিয় মানুষের কাছ থেকে দুইবার শুভেচ্ছা পেয়ে আপ্লুত।


@ আমিনুর রহমান ভাই কেকটা সত্যি ভীষণ মজার ছিলো এবং কেকের জন্য ধইন্যা কিন্তু নামের বানান ভুল ছিলো সেটার কি? আর যারা মিস করছে তারা মিসেস।


@ বটবৃক্ষ~ আপু তোর গিফট পেলামনা :((

১৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৯

একজন আরমান বলেছেন:
এক কেক দুই ফ্লেভার !!! :D


ছবি কই? :(

৭১| ১৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৪

কান্ডারি অথর্ব বলেছেন:


@ অপরাজিত একজন থেঙ্কু ভ্রাতা !:#P !:#P !:#P

৭২| ১৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:২৪

মামুন হতভাগা বলেছেন: ব্লগার কান্ডারী অর্থব ভাইকে জন্ম দিনের শুভেচ্ছা জানাই।

১৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৪৩

একজন আরমান বলেছেন:
:) :) :)

৭৩| ১৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:০৪

সাহিদা আশরাফি বলেছেন: শুভ জন্মদিন কান্ডারি ভাইয়া !

১৮ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৮

একজন আরমান বলেছেন:

!:#P !:#P !:#P

৭৪| ১৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:০৫

কান্ডারি অথর্ব বলেছেন:


@ মামুন হতভাগা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন ভাই।

৭৫| ১৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:০৭

কান্ডারি অথর্ব বলেছেন:

@ সাহিদা আশরাফি আপু সব কিছুর জন্য আরমানের প্রতি কৃতজ্ঞতা।

৭৬| ১৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:১২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:


আরমান ভাইয়ের কথার প্রতিধ্বনি করলামঃ শুভ জন্মদিন প্রিয় কাণ্ডারি ভাই। শুভ হোক আপনার ভবিষ্যৎ দিনগুলি। আনন্দের মাঝেই শেষ হোক প্রতিটি মুহূর্ত। রাঙ্গা আলোয় আলোকিত হোক প্রতিটি ক্ষণ।

আরমান ভাইয়ের আন্তরিকতাপূর্ণ লেখা এবং ব্লগার কাণ্ডারিকে উৎসর্গকৃত কবিতা খুব হৃদয়গ্রাহী হয়েছে।

দুজনের জন্যই শুভ কামনা।

১৮ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০০

একজন আরমান বলেছেন:

অনেক অনেক ধন্যবাদ প্রিয় সোনাবীজ ভাই।
ভালো থাকা হোক সর্বদা। :)

৭৭| ১৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৩০

বেকার সব ০০৭ বলেছেন: আবার আসলাম, জন্ম দিনের শুভেচ্ছা কান্ডারি ভাই
পোস্ট স্টিকি করা হুক

১৮ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০১

একজন আরমান বলেছেন:
:|| :|| :|| :||

৭৮| ১৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪৩

কান্ডারি অথর্ব বলেছেন:


@ সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ভাই প্রিয় মানুষের কাছ থেকে এমন ভালোবাসা পূর্ণ শুভেচ্ছা পেয়ে আমি ধন্য। ভালো থাকবেন সবসময়। শুভ কামনা নিরন্তর।


@ বেকার সব ০০৭ :-& :-& :-& B:-) B:-) B:-)

৭৯| ১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:১৮

আশিক মাসুম বলেছেন: শুভ জন্ম দিন কান্ডারি ভাই।

১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৩৪

একজন আরমান বলেছেন:
আপনি !!! :-B :-B :-B :-B

৮০| ১৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৫৬

ইখতামিন বলেছেন:
কেউই তো মজা দেয়না, নিমু কেমনে! /:)

১৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১০

একজন আরমান বলেছেন:
/:) /:) /:)

৮১| ১৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৩

কান্ডারি অথর্ব বলেছেন:


আরও না কতগুলা ছবি ছিলো ওইগুলাও দিয়ে দিতি। :)


যাই হোক আশিক মাসুম ভাইয়ের আগমন শুভেচ্ছায় স্বাগতম।

১৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১২

একজন আরমান বলেছেন:
বেশি ছবি দিলে তো পেইজ ই লোড হবে না। :|

৮২| ১৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:১৪

আমিনুর রহমান বলেছেন:




আমার ছবি নাই কেন ! তোরে ঘুসাইয়া নাক ফাটাইয়া দিমু :/

১৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:০৩

একজন আরমান বলেছেন:
এইবার ঠিকাচ্ছে? :#) :#) :#)

৮৩| ১৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:১২

কান্ডারি অথর্ব বলেছেন:


আমিনুর রহমান বলেছেনঃ

আমার ছবি নাই কেন ! তোরে ঘুসাইয়া নাক ফাটাইয়া দিমু


লেখক বলেছেনঃ

এইবার ঠিকাচ্ছে?




আমি বললামঃ

এইবার পারফেক্ট !:#P !:#P !:#P

লাভ ইউ অল ভ্রাতাস :!> :!> :!>

১৯ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪২

একজন আরমান বলেছেন:
লাবিউ ঠু :#> :#> :#>

৮৪| ২০ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:০৫

পরিবেশ বন্ধু বলেছেন: খুব মজার
বেশ ভাল লাগ্ল

২০ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:০৫

একজন আরমান বলেছেন:
কি মজার? কি ভালো লাগলো? :|| :|| :||

৮৫| ২০ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:০০

আমিজমিদার বলেছেন: বিরানির ছবি দেওয়া যাইত ন? খাইতাম চাই।

২০ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৩৩

একজন আরমান বলেছেন:
বাসি হয়া গেছে রে ভাই ! :(

৮৬| ২৫ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৫৮

মুশাসি বলেছেন: বিলেটেড হ্যাপি বাড্ডে

২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৩২

একজন আরমান বলেছেন:
দেরি হয়া গেছে। /:) /:) /:)

৮৭| ২৫ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:০৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আমি নতুন তাই কষ্ট করে হলেও আমার ব্লগে একটু ঢুঁ মাইরেন। ভুলবেন না কিন্তু!


ভাল থাকবেন। ধন্যবাদ!

২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৩৮

একজন আরমান বলেছেন:
আচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.