নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী !!!\n\nমেইল করতে চাইলে: [email protected]

একজন আরমান

জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী!

একজন আরমান › বিস্তারিত পোস্টঃ

|| বেঁচে থাকার মানে কোথায়? ||

০১ লা ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২৯





বেঁচে থাকার মানে কোথায়?

বাক্স বন্দী জীবনের মাঝে?

নাকি যাযাবর ন্যায় যাপিত জীবনে?



বেঁচে থাকার মানে কোথায়?

সুখ সমুদ্রের জোয়ারে?

নাকি দুঃখ বিলাসে?



বেঁচে থাকার মানে কোথায়?

মুখোশ বিহীন অশ্লীলতায়?

নাকি মুখোশের আড়ালের হিপোক্রেসিতে?



বেঁচে থাকার মানে কোথায়?

নারী শরীরের ভাজে?

নাকি লা ডিপ্লোম্যাট বারে?



বেঁচে থাকার মানে কোথায়?

উদাসীন ভাবে হেঁটে চলার মাঝে?

নাকি মুখ লুকিয়ে বাঁচার মাঝে?



বেঁচে থাকার মানে কোথায়?

কামনায় নাকি ভালোবাসায়?



বেঁচে থাকার মানে কোথায়?





একজন আরমান

০৯/১১/২০১৩

দুপুরঃ ০১: ২০: ১৭





সামুতে এটি আমার শত তম পোষ্ট !

মন্তব্য ৯৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (৯৮) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩৪

ফলক বলেছেন: শততম পোষ্টে অভিনন্দন। বেচে থাকার মানে হলো ভালোবাসায়।

০১ লা ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪৫

একজন আরমান বলেছেন:
আমারও তাই মনে হয়।

ধন্যবাদ ফলক।
ভালো থাকুন।

২| ০১ লা ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: শততম পোষ্টে আপনাকে অভিনন্দন।


বেঁচে থাকার মানে কোথায়?
মুখোশ বিহীন অশ্লীলতায়?
নাকি মুখোশের আড়ালের হিপোক্রেসিতে?----------------সুন্দর লাগলো।

০১ লা ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫৭

একজন আরমান বলেছেন:
আপনাকেও ধন্যবাদ দেশ প্রেমিক বাঙালী।

৩| ০১ লা ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪৮

বোধহীন স্বপ্ন বলেছেন:
বেচে থাকার মানে হল বোধহীন স্বপ্নে।

০১ লা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১০

একজন আরমান বলেছেন:
খারাপ বলেন নি ! বিশেষণটা সুন্দর !

৪| ০১ লা ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫২

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: বেঁচে থাকার মানে সামুতে শততম পোস্ট দেওয়া ।


শততম পোস্টের শুভেচ্ছা ।

০১ লা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৩

একজন আরমান বলেছেন:
আহাহাহাহা।

ধন্যবাদ মন্ত্রী সাহেব। :)

৫| ০১ লা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০১

মাসুম আহমদ ১৪ বলেছেন: বেঁচে থাকার মানে হল বেঁচে থাকার মানে খুঁজা :)


শততম পোস্টে অভিনন্দন

০১ লা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৫

একজন আরমান বলেছেন:
সুন্দর বলেছেন তো ! কিন্তু কতদিন মানে খুঁজবো?

ধন্যবাদ মাসুম ভাই। :)

৬| ০১ লা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৯

মামুন রশিদ বলেছেন: বেঁচে থাকার মানে কোথায়?
নারী শরীরের ভাজে?
নাকি লা ডিপ্লোম্যাট বারে?

:ঞ :-*

০১ লা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৬

একজন আরমান বলেছেন:
কি হল মামুন ভাই? B:-) B:-) B:-) ;)

৭| ০১ লা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১০

মামুন রশিদ বলেছেন: শততম পোস্টের শুভেচ্ছা আরমান !:#P

০১ লা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৯

একজন আরমান বলেছেন:
অনেক ধন্যবাদ প্রিয় মামুন ভাই :)

৮| ০১ লা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩১

সুমন কর বলেছেন: অনেক সুন্দর হয়েছে। তুমি সবসময় অনেক প্রশ্ন দিয়ে কবিতা লিখ। ভালো লাগে।

শততম পোস্টে অভিনন্দন। ভালো থেকো।

০১ লা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩৪

একজন আরমান বলেছেন:
আসলে সুমন'দা আমি কবিতা লিখি না। মনের মাঝে যে সব কথা বা প্রশ্ন ঘোরাফেরা করে তাই লিখে ফেলি।

অনেক ধন্যবাদ আপনাকে। :)

৯| ০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩২

তওসীফ সাদাত বলেছেন: বেঁচে থাকার মানে চেষ্টায়।

০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২৫

একজন আরমান বলেছেন:
খারাপ বলিস নি !

১০| ০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৪

চিরতার রস বলেছেন: সেই কবিতা ? B-)) B-))

সেঞ্চুরি হাকানোর জন্য অভিনন্দন ছুডো বাই ;) ;)

০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২৬

একজন আরমান বলেছেন:
হ্যাঁ সেই কপিতা ;)

মনে আছে তাইলে ! :P

১১| ০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৮

শুকনোপাতা০০৭ বলেছেন: শততম পোষ্টে অনেক অনেক অভিনন্দন... :) :) :)

০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২৬

একজন আরমান বলেছেন:
অনেক ধন্যবাদ ক্যাম্পাসের ছোট বইন :)

১২| ০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১০

পাকা পেঁপে বলেছেন: ইহা কি একটি মৌলিক পোস্ট ? ;)

ব্লগের জাফর ইকবালেরা কি বলে ? B-))

০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩৬

একজন আরমান বলেছেন:
জি ভাই ইহা অবশ্যই একটি মৌলিক পোষ্ট !!
কারণ উক্ত কবিতাটা সম্পূর্ণই আমার নিজের লেখা !!
গুগল বা উইকিতে সার্চ দিয়া পাবেন না !!!

১৩| ০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: শততম পোস্টের শুভেচ্ছা রইল।

০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩৭

একজন আরমান বলেছেন:
অনেক ধন্যবাদ ভাইয়া।

শুভকামনা। :)

১৪| ০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১৯

নীলসাধু বলেছেন: শততম পোষ্টে অভিনন্দন শুভেচ্ছা
পোষ্টে ভালো লাগা রইল।


শুভকামনা নিরন্তর আরমান

০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩৮

একজন আরমান বলেছেন:
অনেক ধন্যবাদ প্রিয় নীল দা।

ভালো থাকুন। :)

১৫| ০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫৫

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: বেঁচে থাকার মানে বেঁচে থাকার মানে খুঁজে বেরানোতে ।


শুভেচ্ছা আরমান ভাই । হাজারতম পোস্টের দিকে এগিয়ে যান দৃপ্ত পদক্ষেপে ।

০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩৪

একজন আরমান বলেছেন:
হয়তো !

ধন্যবাদ আদনান ভাই।

ভালো থাকুন। :)

১৬| ০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
বেঁচে থাকার মানে জানা নাই। :(

শুভেচ্ছা আরমান।

০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩৬

একজন আরমান বলেছেন:
আমারও !
তাই তো খুঁজে বেড়াই আজও !

ধন্যবাদ আলাউদ্দিন ভাই।

১৭| ০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০৯

ছুইল্লা কাইট্টা লবন লাগাইয়া দিমু বলেছেন: সুন্দর

০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩৬

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ।

১৮| ০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩৪

জুম্মন বেপারি বলেছেন: বেচে থাকার মানে মনুষ্যত্ব অর্জনের মাঝে।

০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩৬

একজন আরমান বলেছেন:
সুন্দর বলেছেন।

ধন্যবাদ।

১৯| ০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩৬

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:



শুভেচ্ছা থাকলো ভাইয়া!!!

:)

০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩৮

একজন আরমান বলেছেন:
আরে আপুউউউউউউউ !!!
কতো দিন পর ব্লগে দেখলাম !!!

অনেক অনেক ধন্যবাদ। :)

২০| ০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪৫

অদৃশ্য বলেছেন:






বেঁচে থাকার মানে নিশ্চয় কিছু আছে... কিন্তু তা নির্দ্দিষ্টভাবে যে কি তা নিয়ে আপনার মতো সবারই মনে সম্ভবত এমন প্রশ্ন তৈরী হয়ে যায়...

লিখাটি খুবই ভালো লেগেছে আমার... আর শততম পোষ্টের শুভেচ্ছা রইলো... সামুতে বা ব্যক্তিগত জীবনে, পথচলা আনন্দের হোক... আর অবশ্যই জীবনের মানে বা বেঁচে থাকার মানেটা উপলব্ধী করতে পারেন এই প্রার্থনা রইলো আপনার জন্য... আর আপনিও আমার জন্য ঠিক এই দোয়াটাই করবেন...

শুভকামনা...

০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫৮

একজন আরমান বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ প্রিয় অদৃশ্য ভাই।

আপনার মন্তব্য বরাবরই আমাকে নতুন করে লিখার, নতুন করে ভাবার জন্য অনুপ্রেরণা যোগায়।

অনেক অনেক ভালো থাকা হোক।

২১| ০১ লা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০৮

পাকা পেঁপে বলেছেন: কবিতায় ব্যবহার করা প্রতিটা বর্ণ আর শব্দ কইত থিকা নেওয়া আপনি নিজেই দেখেন। অবশ্যই এই ধরণের পোস্টের ক্ষেত্রে লিংক দিয়া দিবেন।

এইখানে ক্লিকান

০১ লা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৪

একজন আরমান বলেছেন:
:|| :|| :||

ইয়াল্লা !!!
একটা রশি ফালাও, আমি বাইয়া উপরে উইঠা আসি !!! /:) /:) /:)

ভাই আমি উইকি থেকে নেই নাই। আমি আদর্শলিপি থেকে অ আ নিছি ! :| :| :|

২২| ০১ লা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: বোকা মানুষ বলতে চায়
বেঁচে থাকার মানে লুকানো আছে
তোমার আমার বোবা কান্নায়।

শততম পোস্টে ভালবাসায় মোড়ানো একপ্যাকেট শুভেচ্ছা।

০১ লা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৭

একজন আরমান বলেছেন:

অনেক অনেক ধন্যবাদ বোকা মানুষ। :)

ভালো থাকুন।

২৩| ০১ লা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১২

স্বপ্নবাজ অভি বলেছেন: কি-বোর্ড টা উঁচা কইরা ধর , সেঞ্চুরী হইছে , কবিতাও সুন্দর হইছে !

০১ লা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৩

একজন আরমান বলেছেন:


এই নে। হয়েছে এবার? :P

২৪| ০১ লা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২৫

সোজা কথা বলেছেন: বেঁচে থাকার মানে কোথায় ?-গদিতে !!!
সেঞ্চুরিতে অভিনন্দন।

০১ লা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৫

একজন আরমান বলেছেন:
হ রে ভাই !

যে গদি পায় সেই বইসা থাকতে চায় ! সেটা আপনে হইলেও চাইতেন, আমি হইলেও চাইতাম। সহজ হিসাব !

ধন্যবাদ আপনাকে। :)

২৫| ০১ লা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৯

*কুনোব্যাঙ* বলেছেন: হয়তো বেঁচে থাকার মানে খোঁজাটাই বেঁচে থাকার মানে :D


০১ লা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৪১

একজন আরমান বলেছেন:
হয়তো !

খুঁজতে খুঁজতে আমি ক্লান্ত ! :-< :-< :-<

২৬| ০১ লা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫০

*কুনোব্যাঙ* বলেছেন: ওহ, সেঞ্চুরি মোবারক !:#P

০১ লা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৪২

একজন আরমান বলেছেন:
ধইন্না পাতা।

কি খাওয়াইবেন বলেন? ;)

২৭| ০১ লা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৪

ডট কম ০০৯ বলেছেন: অভিনন্দন মাল্টি

পার্টি কই জায়নামায কই?

০২ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১৬

একজন আরমান বলেছেন:
কে আর মাল্টি? X( X( X((

আপনে আগে পরিচয় দেন যে আপনি আরমান ভাইয়ের মাল্টি না ! ;)

২৮| ০১ লা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৪

মশিকুর বলেছেন:
বেঁচে থাকার মানে পোস্টে দেয়া ছবিতে আছে। বেঁচে থাকার মানে হল পদচিহ্ন রাখতে থাকা।

পদচিহ্ন রাখার উদ্দেশ্যও আছে। হয়তো অন্য কেউ অনুসরন করবে অথবা করবে না। হয়তোবা মৃতরাই এর মানে সবচেয়ে ভালো বুঝতে পারে। তারা হয়তো দূর থেকে পদচিহ্ন দেখে। বেঁচে থাকার মানে হল মারা না যাওয়া। বেঁচে থাকার মানে হল কারনে অকারনে বেঁচে থাকা।

শততম পোস্টের শুভেচ্ছা।।

০২ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২০

একজন আরমান বলেছেন:
অনেক সুন্দর বলেছেন মশিকুর ভাই।

ভালো থাকুন।

২৯| ০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৩

তাসজিদ বলেছেন: শততম পোস্টে অনেক শুভেচ্ছা

০২ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২০

একজন আরমান বলেছেন:
অনেক ধন্যবাদ প্রিয় তাসজিদ ভাই :)

৩০| ০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪১

কান্ডারি অথর্ব বলেছেন:



শততম পোস্টে অনেক অনেক শুভেচ্ছা আরমান। কবিতাগুলো এভাবেই মেলুক পাখা।

০২ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২১

একজন আরমান বলেছেন:
অনেক ধন্যবাদ ভাইয়া। :)

৩১| ০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৪

আমিই মিসিরআলি বলেছেন: অভিনন্দন !:#P !:#P

ইহা কি টেস্ট সেঞ্চুরি ?? :) :)

০২ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২২

একজন আরমান বলেছেন:
হেহে।

হুম।
টেস্ট সেঞ্চুরি। ;)

৩২| ০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৬

ধূর্ত উঁই বলেছেন: বেচে থাকার মানে একমাত্র সামুতে।আর যেখানে যাবেন শুধু মরতে চাবেন।

০২ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২৪

একজন আরমান বলেছেন:
নাইস জোক ;)

৩৩| ০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪০

সেলিম আনোয়ার বলেছেন: আমারও একই প্রশ্ন ।

০২ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২৫

একজন আরমান বলেছেন:
আমিও খুঁজে চলেছি !

৩৪| ০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৬

খাটাস বলেছেন: এই প্রথম একটা কবিতা পুরো টা বুঝতে পারছি। এক কথায় অসাধারণ লিখছ ভাই। অনেক গুলো প্লাস।
আর শত তম পোস্টে অভিনন্দন। !:#P

০২ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২৬

একজন আরমান বলেছেন:
বুঝতে যখন পেরেছিস তাহলে এবার মিস্টি খাওয়া। :P

৩৫| ০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫৭

স্নিগ্ধ শোভন বলেছেন: শততম পোষ্টে অভিনন্দন আরমান। !:#P !:#P !:#P


বেঁচে থাকা মানে জীবনের মানে খুঁজে বেড়ানো।


ভাল লাগল কবিতাটি।

০২ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২৮

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ দোস্ত। :)

৩৬| ০২ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০০

এহসান সাবির বলেছেন: শততম পোষ্টে অভিনন্দন....

কবিতায় ++++++


বেঁচে থাকা মানে ................

০২ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৫

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ সাবির ভাই। :)

বেঁচে থাকার মানে কি?

৩৭| ০২ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:২৯

সাহিদা আশরাফি বলেছেন: শততম পোষ্টে অভিনন্দন।

০২ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৮

একজন আরমান বলেছেন:
অনেক ধন্যবাদ আপু। :)

৩৮| ০২ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১১

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: শততম পোস্টের শুভেচ্ছা

হ্যাপি ব্লগিং

বেঁচে থাকার মানে কোথায়?


বেচে থাকার মানে সামুতে ভালো ভালো কবিতা পোস্ট করায় :D

ভালো থাকুন সবসময়

০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫১

একজন আরমান বলেছেন:
আহাহাহাহাহ।

ধন্যবাদ আপনিও ভালো থাকুন। :)

৩৯| ০২ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০১

আফ্রি আয়েশা বলেছেন: বেঁচে থাকার মানে কোথায়?
-উদাসীন ভাবে হেঁটে চলার মাঝে । জীবনকে খুব সিরিয়াসলি নেয়ার কোন মানে নেই :)

এটা আমার প্রথম কমেন্ট সামুর কোন ব্লগে । অপেক্ষায় ছিলাম তোমার নতুন কোন পোস্টের :)

০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৯

একজন আরমান বলেছেন:
হয়তো !
শুনে খুব অবাক আর ভালো লাগছে !

ভালো থেকো। অনেক অনেক শুভকামনা ! :)

৪০| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:২২

বটবৃক্ষ~ বলেছেন: অনেক অনেক অভিনন্দন!!!

:) :) :) :) :) :) :) :) :) :) :)

!:#P !:#P !:#P !:#P !:#P !:#P

কোবতে ভালা হৈসে!!

০৩ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৭

একজন আরমান বলেছেন:
এতগুলা ধইন্না পাতা আপু ^_^

৪১| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:১১

শ্যামল জাহির বলেছেন: শত তম পোস্টের শুভেচ্ছা!

কবিতায় ভাল লাগা।

০৩ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:১৯

একজন আরমান বলেছেন:
অনেক ধন্যবাদ শ্যামল ভাই। :)

৪২| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৬

সোনালী ডানার চিল বলেছেন:
শততম পোষ্টের দারুণ উপহার এই কবিতাটিও চমৎকার!
আপনাকে অভিনন্দন;
আমাদের ভালবাসায় শিক্ত হোক আপনার পথছলা;
শুভকামনা রইল!!

০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০৯

একজন আরমান বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রিয় কবি। :)

ভালো থাকুন সর্বদা।

৪৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪৭

খন্দকার আরাফাত বলেছেন: বৃষ্টি ভেজা ছাগু / মাইনাছ / খাইরুন দেখি এখানেও ল্যাদায়।

@একজন আরমা ভাই

বৃষ্টি ছাগুর একটা মাল্টি দেখলাম । ওরে গদাম দেন । নির্লজ্জ দেখছি রেইনি ছাগুর মত নির্লজ্জ আর দেখিনি X(( X(( X((

এত জুতা আর গদাম খাওয়ার পর এত এনার্জি কৈত্থে পায় ছাগুটা X((


শততম পোস্টের জন্য অভিনন্দন ও শুভেচ্ছা ।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০৫

একজন আরমান বলেছেন:
কোনটার কথা বলছেন?

হালায় আসলেই নির্লজ্জ ! আয়োডিন খায় নাই জীবনে। আমারে নিয়া ফেবুতে অনেক পোষ্ট ও দিছিলও ! সবাই ওরে ওইখানে গ্যাংব্যাঙ করছে ! তাও হালার লজ্জা হয় না !

৪৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১০

খন্দকার আরাফাত বলেছেন: বৃষ্টি ছাগুকে কয়েকজন সুশীল কিন্তু দলে টানে । খুউউউউউউউউউউউউউউউউব খিয়াল কইরা

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৩

একজন আরমান বলেছেন:
ছাগু কট খাইলে পুন্দানি মিস নাই।

৪৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৫

জলপরী১৮ বলেছেন: কেমন আছো ভাইয়া?

০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১৬

একজন আরমান বলেছেন:
এইতো আছি বরাবর !

তোমার খবর কি আপু?

৪৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৫৮

অদ্বিতীয়া আমি বলেছেন: শততম পোষ্ট ! অভিনন্দন ।

বেঁচে থাকাটাই তো অর্থবহ , যদিও নিরানন্দ সময়ে জীবন অর্থহীন লাগে ।
কবিতার ছন্দ টা ভালো লেগেছে ।

০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২৭

একজন আরমান বলেছেন:
অর্থবহ সব সময় মনে হয় না। অনেক মার প্যাঁচ আছে এই স্বল্প সময়ের মাঝে !

খুব ভালো থাকা হোক আপু। :)

৪৭| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:৫২

দিকভ্রান্ত*পথিক বলেছেন: এই যে, আপনার কথা মনে পড়ে গেলো, খুঁজে চলে এলাম, এই তো মানে ;)

১৪ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২৩

একজন আরমান বলেছেন:
আহাহাহহা।

একেকজনের কাছে জীবনের মানে এক এক রকম !

ধন্যবাদ লিও ভাই। :)

৪৮| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:০৯

পেন্সিল চোর বলেছেন: আপ্নের ১০০তম পোস্টে পেন্সিল চোরের মন্তব্য থাকবে না এইটা কেমুন কথা!!!

২৪ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২২

একজন আরমান বলেছেন:
অনেক ধন্যবাদ পেন্সিল চোর ভাই। কেমন আছেন? অনেক দিন পর ! মাঝে মাঝে কই হারিয়ে যান?

৪৯| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৮

পেন্সিল চোর বলেছেন: ভাই ঝামেলায় আছিলাম হালকা। ব্লগডারে মারাত্মক মিস করছি। এখন থিক্কা আর হারামু না ইনশাল্লাহ। কিরম আছেন ভাইজান?

২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৫

একজন আরমান বলেছেন:
আমি একটু অসুস্থ ছিলাম। এখন ভালো আছি। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.