নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী !!!\n\nমেইল করতে চাইলে: [email protected]

একজন আরমান

জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী!

একজন আরমান › বিস্তারিত পোস্টঃ

সামহোয়্যারইন ব্লগের ব্লগারদের উদ্যোগে শীতবস্ত্র বিতরন কার্যক্রমঃ ২০১৩

০৩ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৩





আপডেটঃ



০৭ - ০১- ২০১৪

আজকে এখন পর্যন্ত মোট সংগ্রহ নতুন ২ কার্টুন সোয়েটার ও ২৯ বস্তা পুরাতন কাপড় !



০৬ - ০১- ২০১৪

RIDE FOR A SMILE টিম ও ব্লগার স্বপ্নবাজ অভি সংগ্রহ করেছে মোট ৯ বস্তা শীতের কাপড় !



০৪-০১-২০১৪

শীত বস্ত্র সংগ্রহের প্রথম দিনেই ৫ বস্তা কাপড় সংগ্রহ করেছে RIDE FOR A SMILE টীম !

আপনাদের সহায়তা সত্যিই আমাদেরকে নতুন করে কিছু করার অনুপ্রেরণা যোগাচ্ছে।

বাড়িয়ে দিন আপনার সহায়তার হাত, আমরা পৌঁছে যাবো আপনার দরজায়...

আপনার একটু সাহায্যই পারে একজন শীতার্ত মানুষের মুখে হাসি ফুটিয়ে তুলতে !



০৩-০১-২০১৪

আগামী ১০ জানুয়ারি ২০১৪ তে আমরা শীত বস্ত্র বিতরণ করতে নীলফামারী যাচ্ছি। যারা সাহায্যের হাত বাড়িয়ে দিতে চান তাদেরকে অনতিবিলম্বে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।



শীত বস্ত্র দিতে চান? সহায়তার হাত বাড়াতে চান? কিন্তু অবরোধ এবং রাজনৈতিক পরিস্থিতির জন্য ঘর থেকে বের হতে পারছেন না? চিন্তা নেই, ব্লগার Magur Rubayet ভাইয়ের Ride For A Smile টিম হাজির হয়ে যাবে আপনার কাছে। ব্লগে, ইভেন্টে, মোবাইলে শুধু ঠিকানা জানালেই হবে। আমরা সাইকেল নিয়ে যেয়ে সব সংগ্রহ করবো। আমরা চলে আসবো আপনার দরজায় ! ৮ জানুয়ারি পর্যন্ত আমরা সংগ্রহ কার্যক্রম পরিচালনা করবো।



২৩-১২-২০১৩

দেশের রাজনৈতিক পরিস্থিতির অবনতির কারণে শীতবস্ত্র বিতরণের তারিখ পেছানো হল। ৫ তারিখ নির্বাচনের পর তারিখ পুনঃনির্ধারিত করা হবে। যারা সাহায্য করতে আগ্রহী তারা এ মাসের মধ্যেই তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিবেন আশা করছি।

মানবতার জয় হোক।




শীতার্ত মানুষ, তীব্র শৈত্যপ্রবাহে শিশু, বৃদ্ধ সহ অনেক মানুষ মারা যায়। প্রতিদিন ঘর থেকে বের হলে উপলব্ধি করি প্রবল শীত পরেছে, কত মানুষ কষ্টে আছে। তখন মনে হয় এই মানুষগুলোর পাশে দাঁড়ানো দরকার। তাদের জন্য সাহায্যের হাত বাড়ানো দরকার। কিন্তু ব্যস্ত দিনশেষে বাসায় ফিরে কম্বলের ভিতরে ঢুকে গেলে ভুলে যাই সেই উপলব্ধিটা, কিন্তু শীতার্ত ঐ মানুষগুলো কিন্তু তখনো অপেক্ষায় থাকে। আশায় থাকে শহরের মানুষগুলো নিশ্চয় তাদের পাশে এসে দাঁড়াবে, তার শিশুটিকে মৃত্যুর হাত থেকে বাঁচাবে। যেই মানুষগুলো ঠিক মত দুই বেলা খাবার যোগার করতে পারে না, শীতবস্ত্র কেনার মত যাদের সামর্থ্য নেই, তাদের পাশে নিশ্চই আমরা এসে দাঁড়াবো। ছাউনিহীন, বস্ত্রহীন মানুষ একটুকরো গরম কাপড়ের জন্য ছুটে চলে হন্যে হয়ে। প্রচণ্ড শীতে হাস্যোজ্জ্বল শিশুমুখগুলো থেকে হারিয়ে যায় হাসি। এই যখন অবস্থা এর উল্টো চিত্রও আছে এই বাংলাদেশেই ! শীত উপভোগে ভ্রমণ, পার্বণ কত কত আয়োজন !! আমরা তাদের সে আনন্দ উৎসব বন্ধ করতে বলছি না বা তাদের উৎসবের সঙ্গী করতেও বলছি না। শুধু বলতে চাই আপনাদের উৎসব দেখে তাদের যেন কান্না না পায় সেই ব্যবস্থাটা তো করতে পারেন। যারা ভালো আছে তাদের জন্য শীত মানে নতুন কিছু নয় ঋতুর পরিবর্তন মাত্র কিংবা বিনোদন ও উৎসব পার্বণ। কিন্তু বাংলাদেশের যারা ভালো থাকে না তাদের জন্য ঋতুর এই পরিবর্তন শীত হচ্ছে ঠাণ্ডার সাথে যুদ্ধ করা । যাদের কাছে ক্ষুধা নিবারণের জন্য খাদ্য যোগাড় করাই মূল বেঁচে থাকা সেখানে শীত থেকে বাঁচার কোন অস্ত্র তাদের নেই । বাংলাদেশের নিঃস্ব এই মানুষগুলোর কষ্ট শুধু দেখলে আর জানলেই হবেনা তাদের পাশে আমরা অবশ্যই দাঁড়াবো কারন আমরা সবাই মানুষ । এই সব নিঃস্ব মানুষগুলোর দুঃখ কষ্ট আমাদের শুধু কাঁদাবে না বরং জাগাবে, চেতনার দুয়ার খুলে দিবে ।



তাই আমরা সামহোয়্যারইন ব্লগের ব্লগাররা উদ্যোগ নিয়েছি। এবার শীতে যেসব নিঃস্ব মানুষ ঠাণ্ডায় কষ্ট পাবে তাদের জন্য আমরা সাধ্যমত পাশে থাকবো। কার্যক্রমের মধ্যে অন্যতম হচ্ছে শীতবস্ত্র বিতরণ। আমরা বস্ত্র ও অর্থ সংগ্রহ করব এবং তা পৌঁছে দিব শীতার্ত মানুষগুলোর কাছে। আপনার আমার বাতিল হয়ে যাওয়া একটা সোয়েটার বা জ্যাকেট, একটা নষ্ট হয়ে যাওয়া কম্বল বা চাদরই হতে পারে তাদের কাছে মহামূল্যবান বস্তু, শীতের হিমের সাথে লড়াই করার অস্ত্র। আমরা বিশ্বাস করি আমাদের প্রতিদিনের বাড়তি খরচ থেকে ১টি করে টাকা দিলেও এই শীতার্ত মানুষগুলো আর বস্ত্রহীন থাকে না। তাই আপনাদের সকলের অংশগ্রহন একান্তভাবে কামনা করছি।



স্থানঃ

জেলা: নীলফামারী, উপজেলা: নীলফামারী, ইউনিয়ন: গোড়-গ্রাম, পোষ্ট অফিস: ভবানিগঞ্জ, গ্রাম: ধোবা ডাঙ্গা।



আমরা বিতরন করব ধোবা ডাঙ্গা হাই স্কুল মাঠে।



সহযোগীতায়ঃ

হালিমা-ফারুক ফাউন্ডেশন

জেলা: নীলফামারী উপজেলা: নীলফামারী ইউনিয়ন: গোড়-গ্রাম পোষ্ট অফিস: ভবানিগঞ্জ

RIDE FOR A SMILE



বিকাশ একাউন্ট নাম্বারঃ ০১৬৭০ ২৩ ১৪ ৩৪



ব্যাংক একাউন্ট নাম্বারঃ

Mahadi Arjan Evan

0024-0315000130

Jamuna Bank Ltd.

Motijheel Branch



=========================================

পে-পালের মাধ্যমে টাকা পাঠানোর জন্য নিম্নলিখিত ই-মেইল ঠিকানা ব্যবহার করতে পারেন:

Bangladesh Disaster Aid and Rehabilitation

E-mail : [email protected]

বি: দ্র: Bangladesh Disaster Aid and Rehabilitation কানাডা সরকারের কাছ থেকে অ-লাভ জনক (Non-Profit) প্রতিষ্ঠান হিসাবে রেজিস্ট্রেশন প্রাপ্ত ও কানাডার রাজস্ব বিভাগের কাছে বার্ষিক আয়-ব্যয়ের হিসাব দিতে দায়বদ্ধ।

এই প্রতিষ্ঠানটির প্রধান লক্ষ হলো বাংলাদেশের সংঘটিত বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে প্রবাসী বাংলাদেশি মানুষদের কাছ থেকে সাহায্য গ্রহণ করে তা দেশের দুর্গত মানুষদের মাঝে পাঠানোর ব্যবস্হা করা। ===========================================

আমাদের ফেসবুক ইভেন্টঃ

https://www.facebook.com/events/435203463246757





সমন্বয়কারীঃ

মোস্তফা কামাল পলাশ

কাণ্ডারি অথর্বঃ ০১৭৮৫ ৭৭ ৭৭ ৮১

একজন আরমানঃ ০১৯১৮ ০৫ ০৫ ৮০

স্বপ্নবাজ অভিঃ ০১৬৮০ ০৬ ৫১ ৫৯

স্নিগ্ধ শোভনঃ ০১৬৭০ ২৩ ১৪ ৩৪

খাটাসঃ ০১৭৮২ ৮৮ ৩৭ ৩৩



এলাকা ভিত্তিক যোগাযোগের জন্যঃ



এলাকা ভিত্তিক যোগাযোগের জন্যঃ

কাণ্ডারি অথর্বঃ ০১৭৮৫ ৭৭ ৭৭ ৮১ (মতিঝিল, পল্টন)

ব্যাক পকেটের চিঠিঃ ০১৭৩৮ ১৪ ৫৪ ৫৬ ( রংপুর )

আড়িয়াল খাঃ ০১৭৫১ ১১ ৩৬ ৮৩ ( খুলনা )

রায়ান ঋদ্ধঃ ০১৭৪০ ৪৮ ৫৩ ৯৩ (দিনাজপুর)

মৈত্রীঃ ০১৬৭৭ ৮৩ ৮৩ ৫৫ ( লালমাটিয়া আর মোহাম্মাদপুর )

স্বপ্নবাজ অভিঃ ০১৬৮০ ০৬ ৫১ ৫৯ ( ধানমন্ডি, ঢাকা ইউনিভার্সিটি )

খাটাসঃ ০১৭৮২ ৮৮ ৩৭ ৩৩ ( বারিধারা, বসুন্ধরা, খিলখেত, নিকুঞ্জ , বাড্ডা )

স্নিগ্ধ শোভনঃ ০১৬৭০ ২৩ ১৪ ৩৪ ( মিরপুর )



হিসাবের বিবরণীঃ যারা টাকা হাতে পেয়েছেন টাকা লিস্টে উঠানোর জন্য এবং যারা টাকা দিয়েছেন টাকা জমা হয়েছে কিনা দেখার জন্য এই পোষ্টে যান।



ব্যানার ক্রেডিটঃ ব্লগার বাবুরাম সাপুড়ে



সংযুক্তি পোস্ট



পোষ্ট আপডেট হবে...

মন্তব্য ৮৫ টি রেটিং +৭/-০

মন্তব্য (৮৫) মন্তব্য লিখুন

১| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২৩

মোস্তফা কামাল পলাশ বলেছেন: সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

০৩ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৮

একজন আরমান বলেছেন:
পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ পলাশ ভাই।

২| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২৩

মামুন রশিদ বলেছেন: মহতি উদ্যোগ । পাশে আছি ।

০৩ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৮

একজন আরমান বলেছেন:
কৃতজ্ঞতা জানবেন মামুন ভাই।

৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪০

মাসুম আহমদ ১৪ বলেছেন: ভালো কাজ.......।

শুভ কামনা সব সময়

০৩ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৮

একজন আরমান বলেছেন:
অনেক ধন্যবাদ মাসুম ভাই।

৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৪

ইখতামিন বলেছেন:
পাশে আছি

০৩ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৯

একজন আরমান বলেছেন:
বরাবরের মতো ধন্যবাদ প্রিয় ইখতামিন।

৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫১

শুকনোপাতা০০৭ বলেছেন: প্রয়োজনিয় এবং ভালো একটা উদ্যোগ... ইনশাআল্লাহ,পাশে থাকার চেষ্টা করবো :) :)

০৩ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫৬

একজন আরমান বলেছেন:
অনেক ধন্যবাদ আপু।

৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫৪

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: চমৎকার উদ্যোগ , পাশে আছি ।

০৩ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫৭

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ। আপনার মতো হৃদয়বান মন্ত্রী আমাদের দেশে খুব প্রয়োজন। অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০১

সুমন কর বলেছেন: চমৎকার উদ্যোগ। পাশে থাকার চেষ্টা করব।
++

০৩ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০৫

একজন আরমান বলেছেন:
অনেক ধন্যবাদ সুমন দা।

৮| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০৭

কান্ডারি অথর্ব বলেছেন:



পুরো বাংলাদেশের জন্য হয়ত পারব না কিন্তু সবাই মিলে সাহায্য করলে হয়ত কিছু সংখ্যক মানুষকে সাহায্য করা সম্ভব হবে। তাই সকলের কাছে সাহায্য চাইছি।

মানবতার জয় হোক।

০৩ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২০

একজন আরমান বলেছেন:
মানবতার জয় হোক।

৯| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার উদ্যোগ!

০৩ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২১

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ।

১০| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২১

শরৎ চৌধুরী বলেছেন: যথার্থ মানবিক উদ্যোগ। ব্লগাররা বারবারই এই দারুণ কাজটা করে আসছেন, তাঁদের কে স্যালুট।

০৩ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২১

একজন আরমান বলেছেন:
কৃতজ্ঞতা শরৎ দা।

১১| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২৮

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনাদের এই উদ্যোগের সাথে জড়িত হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আমাকে আপনাদের এই উদ্যোগে জড়িত করবার জন্য ধন্যবাদ টা আপনাদের প্রাপ্য।

০৩ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২২

একজন আরমান বলেছেন:
একসাথে এবার এই উদ্যোগকে সফল করার পালা।

১২| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪০

সায়েম মুন বলেছেন: এই মহতি উদ্যোগকে সাধুবাদ জানাই। নিজেকে সংযুক্ত করতে পারলে আরও ভাল লাগতো। উদ্যোগের সফলতা কামনা করছি।

০৩ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২১

একজন আরমান বলেছেন:
সাথে থাকার আহ্বান রইলো...

১৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪১

আমিনুর রহমান বলেছেন:





ধন্যবাদ আরমান চমৎকার একটা উদ্যোগ নেয়ার জন্য। ধন্যবাদ পলাশ, কান্ডারী, অভি, শোভন, অনিক (খাটাস) এবং সায়ান (ব্যাক পকেটের চিঠি) কেও। ব্লগার রা সবসময় সকল মহতী উদ্যোগের পাশে ছিলো এবং থাকবেও।


সকল মহতী উদ্যোগের পাশে ছিলাম ও থাকবো।



সামু কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি পোষ্ট স্টিকি করে সকল ব্লগারদের এই উদ্যোগের দৃষ্টি আকর্ষণের সুযোগ করে দেবার জন্য।

০৩ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২৩

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাইয়া।

১৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০৩

আমি ময়ূরাক্ষী বলেছেন: সাথে আছি।

০৩ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২৩

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ।

১৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩৯

খন্দকার আরাফাত বলেছেন: অত্যন্ত সুন্দর একটি উদ্যোগ। সাথে আছি । অবশ্যই আপনাদের সাথে থাকবো।

আমিনুর রহমান বলেছেন:





ধন্যবাদ আরমান চমৎকার একটা উদ্যোগ নেয়ার জন্য। ধন্যবাদ পলাশ, কান্ডারী, অভি, শোভন, অনিক (খাটাস) এবং সায়ান (ব্যাক পকেটের চিঠি) কেও। ব্লগার রা সবসময় সকল মহতী উদ্যোগের পাশে ছিলো এবং থাকবেও।


সকল মহতী উদ্যোগের পাশে ছিলাম ও থাকবো।



সামু কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি পোষ্ট স্টিকি করে সকল ব্লগারদের এই উদ্যোগের দৃষ্টি আকর্ষণের সুযোগ করে দেবার জন্য।


আন্তরিক সহমত জানাচ্ছি

০৩ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪৪

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ও কৃতজ্ঞতা আরাফাত ভাই।

১৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৫

এহসান সাবির বলেছেন: সাথে আছি।

সামু কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি পোষ্ট স্টিকি করে সকল ব্লগারদের এই উদ্যোগের দৃষ্টি আকর্ষণের সুযোগ করে দেবার জন্য।

০৩ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৯

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ সাবির ভাই।

১৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:১৭

চিরতার রস বলেছেন: সামু কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি পোষ্ট স্টিকি করে সকল ব্লগারদের এই উদ্যোগের দৃষ্টি আকর্ষণের সুযোগ করে দেবার জন্য।

০৩ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:২০

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ চিরতার রস ভাই।

১৮| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:২২

শ্যামল জাহির বলেছেন: পাশে আছি মহতি উদ্যেগে।
দুই/একদিনের মধ্যে আপনার একাউন্টটা চেক করুন। :)

০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১২

একজন আরমান বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই।

পাঠানোর পরে আমাকে একটু নক কইরেন।

শুভকামনা সব সময়ের জন্য। :)

১৯| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:২৬

আমিনুর রহমান বলেছেন:




আমি অসুস্থ বলে আমাকে বাদ দিয়া দিছ না। কোন কিছুর প্রয়োজন হলে আমাকে জানাতে ভুল করিস না। সর্বদা পাশে পাবি আমাকে ...

০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৩

একজন আরমান বলেছেন:
আচ্ছা। ঠিক আছে ভাইয়া। :)

২০| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৪০

নেকড়ে বলেছেন: শুভকামনা :)

০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৪

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ। :)

২১| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:০৯

স্বপ্নবাজ অভি বলেছেন: মহতী উদ্যোগে সাথে নেয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি একজন আরমান !

০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৫

একজন আরমান বলেছেন:
মানবতার জয় হোক !

২২| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৩

মশিকুর বলেছেন:
পোস্ট স্টিকি হোক।। পোস্ট স্টিকি হোক।।

মানবিক উদ্যোগে সাথেই আছি। ভালো থাবেন।

০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২২

একজন আরমান বলেছেন:
অনেক ধন্যবাদ মশিকুর ভাই।
আপনিও ভালো থাকুন।

২৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯

উদাস কিশোর বলেছেন: ইনশাআল্লাহ ।
সাধ্য মত চেষ্টা করবো ।

০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২১

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ কিশোর ভাই।

২৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৩

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: দারুন উদ্যোগ । শুভেচ্ছা আর শুভকামনা জানবেন ।

০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২১

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ আদনান ভাই।

২৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০৮

স্নিগ্ধ শোভন বলেছেন:
মহান উদ্যোগের পাশে থাকতে পেরে ভাল লাগছে। আশাকরি আমারা সফল হব।

লিংকটি মূল পোষ্টের সাথে এড করার অনুরোধ রইলো।

হিসাবের বিবরণঃ- সামহোয়্যারইন ব্লগের ব্লগারদের উদ্যোগে শীতবস্ত্র বিতরন কার্যক্রম-২০১৩

০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২০

একজন আরমান বলেছেন:
থ্যাংকস দোস্ত।

লিংক অ্যাড করে দিয়েছি। :)

২৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৮

মৈত্রী বলেছেন:
২০০৯ এ ছিলাম, প্রয়োজনে এবারও থাকবো

সেচ্ছাসেবক দরকার হলে কেবল একটু ফেসবুক ইনবক্সে নক করবেন...

০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৯

একজন আরমান বলেছেন:
সাথে থাকার জন্য ধন্যবাদ মৈত্রী ভাই। :)

২৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:০০

*কুনোব্যাঙ* বলেছেন: শুভ কামনা, সাথে আছি।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২৬

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ প্রিয় কুনোব্যাঙ ভাই।

২৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৪০

মোঃ ইসহাক খান বলেছেন: সুন্দর উদ্যোগ। সফল হোক।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২৮

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ইসহাক ভাই।

২৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০২

কালীদাস বলেছেন: পুরানো প্রশংসনীয় উদ্যোগটা চলছে এবারও। কংগ্রাটস। পাশে থাকার ইচ্ছা আছে, যথারীতি এনোনিমাসলি।

তবে গত ৫ বছরে এবারই প্রথম পারসোনালি ফিল করছি; এই মুহুর্তে শীতার্তদের চেয়ে বার্ণ ইউনিটে ফাইনানশিয়াল হেল্প প্রোভাইড করাটা আর্জেন্ট।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫১

একজন আরমান বলেছেন:
বার্ন ইউনিট নিয়ে কথা চলছে। এখনও কিছু ফাইনালাইজ করা হয় নি।

৩০| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১০

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: মহতী উদ্যোগের জন্য অনেক ধন্যবাদ প্রিয় একজন আরমান ভাইয়া ।

আই নট অনলি লাভ বাট অলসো রেসপেক্ট দিজ পিপলঃ

মোস্তফা কামাল পলাশ
কাণ্ডারি অথর্ব
একজন আরমান
স্বপ্নবাজ অভি
স্নিগ্ধ শোভন
খাটাস


আমিনুর রহমান ভাইয়া বলেছেনঃ সামু কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি পোষ্ট স্টিকি করে সকল ব্লগারদের এই উদ্যোগের দৃষ্টি আকর্ষণের সুযোগ করে দেবার জন্য।




০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৩

একজন আরমান বলেছেন:
আপনাকেও অনেক ধন্যবাদ বিথি আপু।
ভালো থাকুন। :)

৩১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ভালো উদ্যোগ।

শুভকামনা রইল আরমান।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৬

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ আলাউদ্দিন ভাই।

৩২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০৬

শিপু ভাই বলেছেন:
ভাল উদ্যোগ!!!
শুভকামনা রইলো!!!

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০৭

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ শিপু ভাই।

৩৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: মনে পড়ে যায় সেই দিনগুলোর কথা...
বাড়ী বাড়ী গিয়ে একপাল যুবক হাত পেতে দাড়িয়ে, সবার চোখ কপালে..
মাত্র ৩ দিনে ৩ বস্তা শীতের কাপড়...

বাছাই, ছেলে বুড়ো, মেয়ে মহিলা বিভিন্ন ক্যাটাগড়ি... বন্ধুর বোনের রাত জেগে ভুনা খিচুরি রাঁধা

রাত শেষ করে বাড়ী ফেরা!!!

সময় আর দিতে পারিনা। কিন্তু মন খুব চায়!!!

আপনারা সফল হোন।

এসব দেখলেই মনে আশা জাগে। বেঁচে থাকা সার্থক বলে মনে হয়। জীবনটা খুব সুন্দর আর অর্থবহ বলে চেতনায় অনুভব হয়।।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩২

একজন আরমান বলেছেন:
মানবতার জয় হোক !

ভালো থাকুন। :)

৩৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪৬

শ্যামল জাহির বলেছেন: পূর্বের সংখ্যাটিই পাঠিয়েছি। :)

০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫১

একজন আরমান বলেছেন:
যদি আমার একাউন্টে পাঠান তাহলে আমার ফোনে এসএমএস আসবে। যদিও একাউন্টে যোগ হতে সময় লাগবে।

কৃতজ্ঞতা জানবেন শ্যামল দা :)

০৬ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৬

একজন আরমান বলেছেন:
আপনার টাকা আজ বিকেলে আমার একাউন্টে যোগ হয়েছে।

পাশে থাকার জন্য কৃতজ্ঞতা :)

৩৫| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৪

মৈত্রী বলেছেন:
হেঃ হেঃ :D

মুশাসি'র পোস্ট তো ইস্টিকি হইছে, আমাগোটাতো হইলোনা...

ক্যামনে কি?? /:)

ওগো ফান্ডে ২ লাখ, আমাগো ফান্ডে ১৩,০০০

ব্যাক-গিয়ার মারবেন নাকি??

০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪০

একজন আরমান বলেছেন:
পোস্ট স্টিকি হল কি হল না সেটা সামুর ব্যাপার। সেটা নিয়ে আমাদের মাথাব্যাথা করে কি লাভ? আমাদের উদ্দেশ্য সফল হলেই হল।

ওরা দিবে ১৫০০ জন কে ! আমরা তো স্বল্প পরিসরে করছি। এজন্য ওদের পোস্ট স্টিকি হওয়াটা জরুরী। তাই আমাদেরটার সাথে ওদের তুলনা করা ঠিক বেমানান মনে হয়। মানবতাটাই এখানে মুখ্য, কাউকে প্রতিযোগী ভাবাটা নিচু মানসিকতার সামিল।

দেখতে থাকুন শেষ পর্যন্ত কি হয়। ব্যাক গিয়ার মারার মানুষ আমরা নই।
আপনি ব্যাক গিয়ার মারতে চাচ্ছেন কি? যদি আপনি আমাদের সাথে থাকতে না চান, বলতে পারেন।

শীতকে জয় ইনশাআল্লাহ্‌ করবোই।

৩৬| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০১

খাটাস বলেছেন: pc er problem... tai coment korte late holo... sorasori i contact korbo

০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪১

একজন আরমান বলেছেন:
ব্যাপার না। সাথে আছিস এটাই অনেক।

শুভকামনা।

৩৭| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৫

অস্পিসাস প্রেইস বলেছেন: অন্যমনস্ক শরৎ বলেছেন: যথার্থ মানবিক উদ্যোগ। ব্লগাররা বারবারই এই দারুণ কাজটা করে আসছেন, তাঁদের কে স্যালুট।

০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৯

একজন আরমান বলেছেন:
মানবতার জয় হোক !

৩৮| ১০ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৪

অদৃশ্য বলেছেন:






শতভাগ সফল হোন... এই প্রার্থনা রইলো...


শুভকামনা...

১০ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫১

একজন আরমান বলেছেন:
অনেক ধন্যবাদ প্রিয় অদৃশ্য ভাই। :)

৩৯| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:৩০

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: আপনাদের শুভ উদ্যোগ সার্থক ও সফল হোক।

১৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৮

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ তনিমা আপু। :)

৪০| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর উদ্যোগ সফল হোক । :)

২৫ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২০

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ সেলিম ভাই। :)

৪১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ২:৩৪

রক্ত নজরুল বলেছেন: শুধু আমাদেরকে জানান একবার। RIDE FOR A SMILE টিম পৌঁছে যাবে আপনার দরজা।

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৩০

একজন আরমান বলেছেন:
সাথে থাকার জন্য ধন্যবাদ নজরুল ভাই। :)

৪২| ০৯ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৫

মোস্তফা কামাল পলাশ বলেছেন: প্রিয় ব্লগাররা,

আপনারা যারা যারা আজকে রাতে নীলফামারীতে শীত বস্ত্র বিতরণের জন্য যাচ্ছেন তাদেরকে পর্যাপ্ত শীতের কাপড় (নিজের জন্য মোটা জ্যাকেট, কান টুপি/মাফলার, হ্যান্ড গলভস) নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি। আমি এই মাত্র বাসায় কথা বলে জানলাম যে নীলফামারীতে গত ৩/৪ দিন থেকে প্রচণ্ড রকমের ঠাণ্ডা পড়েছে। আপনাদের যাত্রা শুভ হউক।

ধন্যবাদ

০৯ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৯

একজন আরমান বলেছেন:
সাথে থাকার জন্য ও সচেতন করার জন্য ধন্যবাদ প্রিয় পলাশ ভাই। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.