নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী !!!\n\nমেইল করতে চাইলে: [email protected]

একজন আরমান

জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী!

একজন আরমান › বিস্তারিত পোস্টঃ

ব্লগার দুঃস্বপ্নের মিথ্যাচারের প্রমাণ

২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২৮

ব্লগার দুঃস্বপ্ন একজন বিকৃত রুচি এবং মানসিকতার মানুষ। সে বেশ কিছুদিন ধরেই আমার ও আমার সহ ব্লগারদের নিয়ে বিকৃত রুচির সব স্ট্যাটাস ফেসবুকে দিয়ে আসছিল। সে ব্লগার স্বর্ণা ও যেড ফ্রম এ কে আমার মাল্টি বলে ট্যাগ দিয়েছে।



http://i.imgur.com/Tyoahu3.jpg





http://i.imgur.com/WgD1jEd.png





http://i.imgur.com/LnFmTLd.jpg



এরকম বানোয়াট ফেসবুক স্ট্যাটাস দিয়েই সে শান্ত হয় নি, সে আমার বিরুদ্ধে লেখা চুরিরও অভিযোগ এনেছে ! আমার সহনিক “একজন আরমানের আত্মা” দিয়ে এ বছর এপ্রিলে পোষ্ট দিয়েছিলাম একটি অণু কবিতা। যার নাম ছিল “অমৃত সুধা”।

সেই নাম পরিবর্তন করে “নেশা” নাম দিয়ে লাইনে একটু আধটু পরিবর্তন এনে প্রথম আলো ঈদ সংখ্যা ২০১২ তে আহমেদ মোস্তফা কামাল ভাইয়ের এর লেখা কবিতা বলে চালিয়ে দিতে চায়।



এবং সেই লেখা যে আসল পত্রিকার সেটি প্রমান করতে অনেক কষ্টও করেছে সে ! কাগজ মুড়িয়ে ভাঁজ ফেলে প্রমান করতে চেয়েছে সেটি আসল পত্রিকা থেকে নেওয়া। পত্রিকার নাম জানতে চাইলে পরে এসে সূচীপত্রের একটি ছবি দিয়ে যায় ! আসল ব্যাপারটা হয়েছে সে পত্রিকার অনলাইন ভার্শন থেকে সেটি ফটোশপ দিয়ে এডিট করে তারপর সেটি প্রিন্ট করে হাত দিয়ে ভাঁজ ফেলে তার ছবি তুলে প্রমান করতে চেয়েছিল যে সেটি সত্যি ! কিন্তু কথায় আছে সত্য কখনো চাপা থাকেনা ! আসলেই তাই।



http://i.imgur.com/itbNzdW.jpg





http://i.imgur.com/gz4KIh0.png





http://i.imgur.com/Xp7Mibk.jpg





http://i.imgur.com/FER63a6.jpg



আসল গল্পটা প্রথম আলো ঈদ সংখ্যা ২০১২ তে পাওয়া যাবে। নিচের লিংকে প্রথম আলো ঈদ সংখ্যা ২০১২ আছে। ১৫৪ পৃষ্টায় গল্পটা আছে।

Click This Link



তারপরেও প্রথম পৃষ্ঠার স্ক্রীনশট দিয়ে দিলামঃ



http://i.imgur.com/26CyMUO.jpg

যখন অয়ন অরণ্য নামের একজন নিচের কমেন্ট করলো সাথে সাথে দুঃস্বপ্ন তার পোষ্ট ডিলেট করলো !



http://i.imgur.com/ooU6Xs7.jpg



যেহেতু চুরির অভিযোগ করছে তাই আর চুপ করে থাকতে পারলাম না। এটা মান হানির পর্যায়ে চলে গিয়েছে। সবার সামনে এটা তুলে ধরলাম কারণ আমার নামে যে অভিযোগ তুলেছে সেটা মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রনেদিত। সামুর কাছে দাবী এই অসুস্থ ব্লগারকে আইপিসহ ব্যান করা হোক।

মন্তব্য ১৭০ টি রেটিং +৭/-০

মন্তব্য (১৭০) মন্তব্য লিখুন

১| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩৩

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
একবার বলে, স্বর্ণা আমেরিকায় থাকে না। আবার বলে, আমেরিকায় স্বর্ণার বাসার পাশে ব্লগ ডে উৎযাপন হয়েছে, স্বর্ণা যায় নি। কি ছাগল রে, ভাই?

পোষ্ট ভাল করে পড়ে আবার আসছি।

২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩৫

একজন আরমান বলেছেন:
একবার বলে যেড ফ্রম এ আমার মাল্টি আরেকবার বলে যে সেটা নাকি জানা আপুর মাল্টি ! তার মানে কি দাড়ায়?

একজন আরমান = যেড ফ্রম এ = জানা = এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা

=p~ =p~ =p~

২| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩৩

আমিনুর রহমান বলেছেন:



পোষ্ট পর্যবেক্ষনে ...

২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩৬

একজন আরমান বলেছেন:
আপনি ঘুমান। না হলে বিপি বেড়ে যাবে। ;)

৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: দারুণতো । ১ম কমেন্ট ভাল লাগলো ।

২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪২

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ সেলিম ভাই।

৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪১

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমার দেখা সামুর এক নাম্বার ছাগল এটা। এত নিচু মানের ছাগলামী!

২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪৮

একজন আরমান বলেছেন:
ওর ছাগলামিতে কান দিতাম না, কিন্তু যখন জানতে পারলাম যে সে আমাকে লেখা চোর বলছে আর সেখানে আরও অনেকে গিয়ে ছাগলকে সমর্থন দিচ্ছে তখন মনে হল না সত্যিটা সকলের জানা দরকার।

৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪৩

বাংলাদেশী দালাল বলেছেন: B:-)

২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪৯

একজন আরমান বলেছেন:
কি হল ভাই?

অনেক দিন পর !
কেমন আছেন?

৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫৫

অনাহূত বলেছেন:
এটার দরকার ছিলো আরমান। ভালো করেছেন পোস্টটা দিয়ে।
শুভকামনা।

২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:০১

একজন আরমান বলেছেন:
হ্যাঁ ভাই আসলেই এটার দরকার ছিল। বাড়াবাড়ির একটা শেষ আছে। সে মাত্রা ছাড়িয়ে গিয়েছিল।

ধন্যবাদ।

৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫৫

বাংলাদেশী দালাল বলেছেন: আলহামদুলিল্লা ভালো আছি।

মন এবং সময় দুটই কিছুটা খারাপ যাচ্ছে।
আপনি ভালো আছেন?

আপনাদের ব্লগ ডে এর ছবি দেখলাম। খুব ভালো লাগল।

২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:০২

একজন আরমান বলেছেন:
আমি আছি আলহামদুলিল্লাহ্‌।

আশা করি ভালো সময় দ্রুত আসুক।
ভালো থাকুন।
শুভকামনা রইলো।

৮| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫৬

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ওহ, আমাকে নিয়ে আরেকটা কমেন্ট দেখলাম, আমি নাকি রাত ৮ টা থেকে ভোর ৬ টা পর্যন্ত ব্লগে থাকি। আমার নাকি ঘুম নাই।

ওহে, ছাগল, আমার তখন ভোর না =p~ =p~ =p~ =p~

২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:০৩

একজন আরমান বলেছেন:
ছাগলে বিনোদন কম দেয় নি সবাইকে ! যখন তোমার সাথে যেড ফ্রম এ কেও আমার মাল্টি বলে তখনই বেচারা সবার হাতে মার খায় ! কারণ তিনি পুরাতন ব্লগার।

৯| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫৭

অপ্রচলিত বলেছেন: এবং সেই লেখা যে আসল পত্রিকার সেটি প্রমান করতে অনেক কষ্টও করেছে সে ! কাগজ মুড়িয়ে ভাঁজ ফেলে প্রমান করতে চেয়েছে সেটি আসল পত্রিকা থেকে নেওয়া। পত্রিকার নাম জানতে চাইলে পরে এসে সূচীপত্রের একটি ছবি দিয়ে যায় ! আসল ব্যাপারটা হয়েছে সে পত্রিকার অনলাইন ভার্শন থেকে সেটি ফটোশপ দিয়ে এডিট করে তারপর সেটি প্রিন্ট করে হাত দিয়ে ভাঁজ ফেলে তার ছবি তুলে প্রমান করতে চেয়েছিল যে সেটি সত্যি !

এ তো চরম ধুরন্ধর প্রজাতির ছাগল দেখা যায়। এমন ছাগল হইতে মন চায় :)

২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:০৪

একজন আরমান বলেছেন:
ছাগল হইলেও কিঞ্চিত বুদ্ধিমান ছাগল । শুধু আয়োডিন এর অভাবে বুদ্ধিগুলি ভালো কাজে না লাগিয়ে মানুষের পেছনে লেগে থাকে।

১০| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫৯

নিয়েল হিমু বলেছেন: এই পোষ্টটা দরকার ছিল । ধন্যবাদ আপনাকে ।

২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:০৬

একজন আরমান বলেছেন:
আপনাকেও ধন্যবাদ নিয়েল ভাই। সেদিন আপনি না দেখালে ওই ছাগলের ওখানে আমার যাওয়াও হতো না আর জানাও হতো না যে সে কতো বড় মিথ্যাচার করে বেড়াচ্ছে !

১১| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫৯

খন্দকার আরাফাত বলেছেন: এটা না রেইনি ছাগুর মাল্টি ?

২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:১০

একজন আরমান বলেছেন:
সবাই তো তাই বলে !

১২| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:০০

সেলিম আনোয়ার বলেছেন: শুধু অনুমানেরউপর মিথ্যাচার ঠিক নয়। সমর্থযোগ্য নয়। স্বর্ণার ফেবুআইডি খুঁজেও পইনি।

তার মানেএই নয় যে আরমান ভাই এর নিক স্বর্ণা ।


যেই করুক মিথ্যাচার ভাল কিছু বয়ে আনে না । :(

২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:১১

একজন আরমান বলেছেন:
আর একজন আরমান আর জানা আপু দুজন মিলে কি যেড ফ্রম এ নিক চালায় !!!

১৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:০০

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: বুঝলাম না , আপনের কবিতা , মোস্তফা কামালের গল্প , কোনটা কার কপি পেস্ট ??

নাকি দুইটাই স্বতন্ত্র ?

২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:১৪

একজন আরমান বলেছেন:
দুইটাই স্বতন্ত্র !

ছাগলে তালগোল পাকিয়ে ফেলছিল !

১৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:০২

জেরিফ বলেছেন: আলোচনায় এসে নিজের হিট বাড়াবার প্লেন :-P :-P


বাট সবাই কাঠাল পাতা খায় না , মজা পেলুম । :-P :-P =p~ =p~ =p~

আপনার বিচক্ষনতার জন্য শুভ কামনা ।

২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:১৫

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ জেরিফ !

ভালো থেকো।

১৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:০৬

বেঈমান আমি. বলেছেন: হায় হায় এই ক্যাচাল এখনো শেষ হয় নাই।আমি তো ভাবলাম তোমাদের মাঝে মিউচিয়াল হয়ে গেছে।অনেকদিন যাবত তারে এইসব নিয়া স্ট্যাটাস দিতে দেখিনা।

যেড ফ্রম এ বা স্বর্ণা নিয়া সে তালগোল পাকায় ফেলছে।আমি নিজেও তারে স্ট্যাটাসে বলছি।

২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:২০

একজন আরমান বলেছেন:
ক্যাচাল কই দেখলেন ব্রো? এটা ক্যাচাল পোস্ট না, প্রমাণপত্র ! দুঃস্বপ্ন ব্যাক্তিআক্রমনের চরম পর্যায়ে চলে গিয়েছিল তার জবাবে এই পোস্ট দেওয়া। কারণ ব্যাপারটা মান হানিকর। তার উচিৎ জবাব দিতেই এই পোস্ট। বেশি খারাপ লেগেছে দুঃস্বপ্ন ব্লগের অনেককেই অযথা ট্যাগ দিয়ে গেলো আর তার সাথেও আবার অনেকে জুটে তাকে বাহবা দিলো !

১৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:০৬

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমি যেড ফ্রম এ :#>

আরমান নাকি নির্বাচক, পোষ্টটা নির্বাচিত করা হোক :!>

মাননীয় মডুগণ, আপনারা প্রপার স্টেপ নিবেন আশা করি।

২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:২৫

একজন আরমান বলেছেন:
আমি মডু :#> :#> :#>

১৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:১০

শাকিল ১৭০৫ বলেছেন: :||

২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:২৫

একজন আরমান বলেছেন:
কি হল ভাইজান?

১৮| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:১১

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
পোষ্ট দেখি নির্বাচিত পাতায় =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:২৬

একজন আরমান বলেছেন:
নিজের পোষ্টে নিজে লাইক দেওয়া যায় না ;)

১৯| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:১১

পরিবেশ বন্ধু বলেছেন: আসলেই এরা ছাগল
এ ধরনের পোস্ট বা ছবি সাথে সাথে মুছে দাও
ব্লগ একটি শিক্ষা এবং বিশ্ব কুশ
এখানে নষ্ট দের স্থান নেই

২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:২৭

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ।

২০| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:১২

যেড ফ্রম এ বলেছেন: আমি এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা :#> প্লিজ কাউকে বলবেন না।

২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:২৮

একজন আরমান বলেছেন:
=p~ =p~ =p~

২১| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:১৫

যেড ফ্রম এ বলেছেন: কী আজব কথা, যেড ফ্রম এ চালাতে জানা অথবা একজন আরমানকে লাগবে কেন, অথবা স্বর্নাই বা কষ্ট করতে হবে কেন? যেড ফ্রম এ কি যেড ফ্রম এ নিক চালাতে পারেনা।

২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:২৭

একজন আরমান বলেছেন:
হুম। সেটাই !

বাই দা ওয়ে নাইস টু মিট ইউ !

২২| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:২০

রাজসোহান বলেছেন: এখনও মাল্টি নিক চালু আছে ব্লগে? :|

২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:২৮

একজন আরমান বলেছেন:
চারিদিকে মাল্টির জয় জয়কার ! :-< :-< :-<

২৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:২২

যেড ফ্রম এ বলেছেন: আরেকটা কথা বলে চলে যাই আজকের মত, সার্জারিতে কাজ আছে! জানা অনেক ব্যস্ত একজন এন্টারপ্রেনার। মাথায় সামান্য বুদ্ধি থাকলেই একটা গোমূর্খও বুঝতে পারবে জানা'র কোন নিক চালানোর প্রয়োজন নেই, মাল্টিনিকের প্রয়োজন নেই।

এরপর আর বলার কী থাকে। তারপরও একজন আরমানের সাথে আমার ব্লগেও ভালোমত কথাবার্তা হয়না। স্বর্না আমি যতটুকু জানি একটা ছোট বাচ্চা মেয়ে, ইউএসএতে পড়ালেখা করছে। আর আমার ধারণা এরা সবাই বয়সে আমার যদি ছেলেমেয়ে থাকতো সেই বয়সের।

টা টা, গুড নাইট টু অল মাই মাল্টিজ, স্লিপ টাইট এন্ড ডোন্ট লেট দা বেড বাগস বাইট!!

২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৩৩

একজন আরমান বলেছেন:
সেটাই ! জানা'পুর মতো কারো যে মাল্টি চালাবার প্রয়োজন হয় না, এই সামান্য বুদ্ধিটুকুও তার নেই !

২৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৩৫

অপু তানভীর বলেছেন: কালে কালে কত কিছুই দেখিবো ।

যাক ভালা কাম করছো ......... ;)

২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৩৭

একজন আরমান বলেছেন:
হুম। ব্যাপারটা নিয়ে কথা বলার দরকার ছিল।

২৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: ছবির হাটে গিয়ে আরমান ভাইয়ের পাশে বসে বললাম ।যাক স্বর্ণার পাশে বসেছি। দেখি আরমান ভাই ঢোক গিলে। আর আমি তো হাসতে হাসতে শেষ। =p~ আরমান ভাইয়ের জন্য খুব মায়া লেগেছিল। কেন যে মানুষ মিথ্যাচার করে মানুষদের বিব্রত করার উপলক্ষ্য সৃষ্টি করে। X(

২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:০৮

একজন আরমান বলেছেন:
সত্যের জয় হবেই !

২৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৪৬

*কুনোব্যাঙ* বলেছেন: এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমি যেড ফ্রম এ :``>>

আরমান নাকি নির্বাচক, পোষ্টটা নির্বাচিত করা হোক


এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
পোষ্ট দেখি নির্বাচিত পাতায়

লেখক বলেছেন:
নিজের পোষ্টে নিজে লাইক দেওয়া যায় না







মডু কট B-)

২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:০৯

একজন আরমান বলেছেন:

কে মডু? কিভাবে কট করলেন? :|| :|| :||

২৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৫৮

মোঃ আনারুল ইসলাম বলেছেন: পোস্ট পড়ে থ, কি হচ্ছে সামুতে। B:-) B:-) B:-)

২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:১১

একজন আরমান বলেছেন:
ওপেন প্ল্যাটফর্ম বলেই সবাই সুযোগ পায় আর অনেকে সেটার অপব্যাবহার করে !

২৮| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:০২

হাসান কালবৈশাখী বলেছেন:
আপনার এই পোষ্ট আরো আগে দেয়া উচিত ছিল।
প্রায় একমাস আগে থেকেই তার এই নোংড়া প্রচারনা চালিয়ে যাচ্ছিল।

২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:১৩

একজন আরমান বলেছেন:
ইনফরমেশন থাকলেও ব্যাস্ততার কারনে সময় করে উঠতে পারি নি ভাই।

২৯| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:০৯

রিমন রনবীর বলেছেন: এখানকার সবগুলা নিক আমার B-)) B-))

২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:১৩

একজন আরমান বলেছেন:
রিমন রনবীর আমার মাল্টি ! B-)) B-)) B-))

৩০| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:১০

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার ভুল ত্রুটি মানুষে করে। ক্ষমা চেয়ে থাকলে ক্ষমা করে দেয়া মহত্বের লক্ষণ। ক্যাচলের আশু সমাধান কানা করছি। কতগুলো মানুষকে জড়ানো হয়েছে । এমন কি জানা আপু ও বাদ যায় নি । ভাল থাকবেন ।

২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:১৫

একজন আরমান বলেছেন:
মাফ তো করেই দেওয়া যায়, যদি কেউ তার ভুল বুঝতে পেরে ক্ষমা প্রার্থনা করে। কিন্তু যে একই নোংরামি বার বার করে তাকে ক্ষমা করে কিভাবে? কথায় আছে কয়লা ধুইলেও ময়লা যায় না !

আপনিও ভালো থাকবেন সেলিম ভাই।

৩১| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:১৭

শূন্য মানব বলেছেন: ধুর , শুধু এতটুকুই বলা চলে , এখানে দেখি ইরাক আর ইরান এর যুদ্ধ লেগে গেছে :( কি সব চলছে , আর এই কারনেই বাশের কেল্লার ছাগুরা মানুষের বিবেক নিয়ে নাচতে পারে ।

যাই হোক মাল্টি পাওয়া মাত্র , সে যেই হোক ব্যান করার অনুরোধ জানাচ্ছি ।

আর সাথে সাথে কোন কবিতা কেউ কপি করলে , তার নিচে কালেক্টেড লিখে দিলেই তো ঝামেলা শেষ । এত প্যাঁচানোর দরকার কি !!!!!!!!

নেই কাজ তো খই ভাজ স্টাইলের কাজ :(

২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:৩০

একজন আরমান বলেছেন:
কেউ কারও কবিতা কপি করে নি। ভালো করে পরুন।

ধন্যবাদ।

৩২| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:১৮

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
বিশ্বাস করি 1971-এ এর কমেন্ট রিপোর্ট করে দিয়ে গেলাম।

২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:৩২

একজন আরমান বলেছেন:
রিপোর্টেড।

কমেন্টটা মুছে দিতাম, দিলাম না কারণ, নিকটা যাতে মডুদের চোখে পরে তাই !

৩৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:২২

স্বপ্নবাজ অভি বলেছেন: এই পোষ্ট টির দরকার ছিল আরমান !
আর এই পোষ্টে আরো কিছু কথা বলার সুযোগ আছে নাকি জানিনা তাও বলছি, ব্লগে আসি ভালোলাগা থেকে , একান্তই নিজের ভাবনা শেয়ার করার একটা সুযোগ তৈরি হয় , পাশাপাশি কিছু শেখার ও একটা সুযোগ থাকে ! এর ভিতরে ব্লগার দুঃস্বপ্ন নামক ভদ্রলোক এর স্ট্যাটাস গুলো আমার চোখে পড়েছে অন্যদের কমেন্ট হোমপেজে আসার কারণে , গিয়ে দেখি কি সব বলে বেড়াচ্ছে , আমার কাছে কারণ টা ঠিক পরিস্কার ছিলনা , সে আমাকে , তোকে সহ আরো কয়েকজনের নাম মিলিয়ে একটি "সিন্ডিকেট " বলেছে ! এবং এমন অভিযোগ ও তুলেছে এই সিন্ডিকেট নাকি তাকে বৃষ্টি ভেজা সকালের মাল্টি বানিয়ে দিচ্ছে ! আমার স্মৃতি যদি আমার সাথে দুষ্টুমি না করে তাহলে আমি মনে করতে পারছিনা কবে আমি কাউকে কার মাল্টি বলার মত সময় অপচয় করেছি !
সবচেয়ে হাস্যকর লেগেছে যেই মানুষগুলোকে আমি চিনিইনা , কাল্পনিক কোন কারণে তারা আমাকে শত্রু মনে করছে !!! ব্লগে আমার নিকের বয়স দুই বছর হলেও নিয়মিত করছি বছর খানেক হবে ! এই ব্যাপারটা আমার কাছে এই কমিউনিটির সবচেয়ে নোংরা দিক মনে হয়েছে ,এবং এর দায়ভার পুরো কমিউনিটিকে আমি দিবো!

আর সিন্ডিকেট শব্দটার সাথে আমি ব্যাক্তিগত ভাবে পরিচিত নই , ব্লগে আসার পরে কাউকেই আমি ব্যাক্তিগত ভাবে চিনতাম না ! ব্লগীয় ইন্টারেকশনের ফলে কারো সাথে ভালো একটা সম্পর্ক হয়েছে , এর নাম ই কি সিন্ডিকেট , তাহলে আমি বলবো সামুর প্রতিটা ব্লগারকে আমার সিন্ডিকেটে স্বাগতম !

আর গত এক বছরে যা দেখলাম , যা বুঝলাম তার সারসংক্ষেপ হচ্ছে ব্লগে কেউ আসে কবিতা পড়তে , গল্প পড়তে , লিখতে ! কেউ আসে রাজনৈতিক আলোচনা করতে , কেউ আসে ক্যাচাল করতে ! কেউ আসে হাওয়ায় শত্রু বানিয়ে ফাইট করতে (অনলাইনে কেউ কাউকে না দেখে কিভাবে ফাইটার হয় এই ধারণাটা আমার কাছে এখনো হাস্যকর মনে হয় )! এসবের অবসান আদৌ হবে কিনা আমি জানিনা !
বললে আরো অনেক কিছু বলা যায় , এত কিছু বলার মত সময় আসলে এখন নেই ! একান্তই নিজের ভালোলাগা থেকে ব্লগে আসা , আর ভালোলাগার পোষ্টে অংশ নেয়া , এর ভিতরে যদি তথাকথিত ব্লগ রাজনীতি খুজা শুরু হয়ে যায় , তাহলে হাসতে হাসতে গড়াগড়ি খাওয়া ছাড়া আমার কোন উপায় থাকবেনা , ব্লগ রাজনীতি করে কেউ কি মন্ত্রী হয়েছে ??
যদি কারো ব্লগ কিংবা অনলাইন পলিটিক্স করার ইচ্ছে থাকে তাহলে আমি তাকে বলবো প্লিজ আপনি আপনার মত অন্য কাউকে খুঁজে বের করে সময় নষ্ট করার এই উপায় টা কাজে লাগান , আমার আসলেই সময় কিংবা ইচ্ছা কোনটাই নেই !


আর পোষ্ট টী আরো আগে দেয়ার দরকার ছিল কিনা বুঝতে পারছিনা ! দিয়েছিস এটাই কথা !

২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:৩৮

একজন আরমান বলেছেন:
আরও আগেই দেওয়া উচিৎ ছিল, কিন্তু ব্যাস্ততার কারনে সময় করে উঠতে পারিনি। চাকরিতে ঢোকার পর এখন ব্লগে সময় কম দেই, ক্যাচাল করা তো দূরে থাক। দিনে দুই একটা পোস্ট পড়তে পারি কিনা সন্দেহ ! এরপরেও এইসব মিথ্যাচার শুনতে আর ভালো লাগে না।


আর গত এক বছরে যা দেখলাম , যা বুঝলাম তার সারসংক্ষেপ হচ্ছে ব্লগে কেউ আসে কবিতা পড়তে , গল্প পড়তে , লিখতে ! কেউ আসে রাজনৈতিক আলোচনা করতে , কেউ আসে ক্যাচাল করতে ! কেউ আসে হাওয়ায় শত্রু বানিয়ে ফাইট করতে (অনলাইনে কেউ কাউকে না দেখে কিভাবে ফাইটার হয় এই ধারণাটা আমার কাছে এখনো হাস্যকর মনে হয় )! এসবের অবসান আদৌ হবে কিনা আমি জানিনা !
তোর কথার সাথে সহমত।

৩৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:৩৯

*কুনোব্যাঙ* বলেছেন: ভার্চুয়াল দুনিয়ায় একসাথে নানা ধরনের নানা মানসিকতার মানুষ। তাছাড়া নানা ভাবে নিজেকে আড়াল করা যায় বা তৈরী করা যায় নিজের বিভিন্ন ধরনের চরিত্র। তাই আমার ব্যক্তিগত মত হলো, কোন একটি নিক বা আইডির গ্রহনযোগ্যতা, আচরণের স্বরূপ, কথা বলার ভঙ্গিমা আর নিকটি লেখালেখির উপর আস্থা রাখা যায় কিনা এসব বিবেচনা করে তারপর তার কথার গ্রহনযোগ্যতা বা তার কথার বিরোধীতা করা আদৌ প্রয়োজন আছে কিনা সেটা দেখা উচিত। নইলে একসাথে এত এত ভার্চুয়াল চরিত্রের ভীড়ে এভাবে যদি আলাদা করে পোষ্ট লিখে সময় নষ্ট করতে হয় তাহলে সেটা শুধুই সময় ও মননের অপচয়।

তবে এটাও সত্য অনেকে শোনা কথায় বিশ্বাস করে কোন কিছু খতিয়ে দেখা ছাড়াই। কারো নামে কিছু বললেই সেটা নিয়ে অনেকে সন্দেহ করা শুরু করে। এটা অত্যন্ত দুঃখজনক একটা ব্যাপার।

পরিচিত বা গ্রহনযোগ্য নিক ছাড়া অন্য কোন নিকের কোন গুজব ছড়ানো বা অন্যের ক্ষতি করা জাতীয় লেখাকে গুরুত্ব না দেয়াই ভালো।

২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:৪৬

একজন আরমান বলেছেন:

তবে এটাও সত্য অনেকে শোনা কথায় বিশ্বাস করে কোন কিছু খতিয়ে দেখা ছাড়াই। কারো নামে কিছু বললেই সেটা নিয়ে অনেকে সন্দেহ করা শুরু করে। এটা অত্যন্ত দুঃখজনক একটা ব্যাপার।
আপনার কথার সাথে সহমত।

আর এই কারণেই নিজের স্বচ্ছতার প্রমাণ দিতে এই পোস্টটি দেওয়া। সময় নষ্ট করে এই পোস্ট লেখার কোন ইচ্ছাই আমার ছিল না। কিন্তু আমার সৃষ্টিকে যখন কেউ অপরের লেখা বলে চালিয়ে দিতে চায়,আবার তাকে সমর্থন দিয়ে যারা আমার দিকে আঙ্গুল তোলে তখন তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়াটাই আমার উচিৎ বলে মনে হয়েছে।

ধন্যবাদ।

৩৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:৪৮

বেঈমান আমি. বলেছেন: বিশ্বাস করি 1971-এ @একটা ছাগু নিক আর এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা কে নিয়া চুলকানি শুধু ছাগুদের এবং চুপা ছাগুদের থাকে।

আরমান ব্রো তোমাকে একটা কথা বলি ক্যাচাল করছি ছাগু পিডাইছি ব্লগে খুব।বাট একটা সময় সব মুল্যহীন মনে হবে ব্রো।ব্লগ সব কিছু না।আমারে কত কি কইলো গালি হতে শুরু করে যাক।কারন একটাই ছাগু পিডাইছি।তোমরা তো শুশিল এখন তোমাদেরকেও ধরছে।যাস্ট ইগনোর ইট ব্রো।

২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১২

একজন আরমান বলেছেন:
সুশীলতার মানে কি? গালি না দিলেই সুশীল ! ব্লগে গালাগালি দিয়ে নিজের পরিবারকে ছোট করতে আসিনি। ভালো লাগে তাই এসেছি। কিন্তু এর মানে এই নয় যে মিথ্যা বানোয়াট যা খুশি তাই বলে যাবে। গালি আমিও দিতে জানি, কিন্তু গালি দিয়ে কি লাভ? যাদের সামনে আসার শক্তি নেই, পরিচয় দেবার সাহস নেই তাদেরকে গালি দিয়ে কোন লাভও নেই।
ব্যাপারটা এতোদিন ইগনোরই করে আসছি, কিন্তু আমার লেখাকেও যখন সে চুরির মাল হিসেবে চালিয়ে দিতে চাইলো আর সেখানে গিয়ে তাকে কিছু মানুষ সমর্থন দিতে থাকলো তখন আর ইগনোর করতে পারলাম না।

তার সাথে ক্যাচাল করার কোন ইচ্ছাই আমার নেই ব্রো, জাস্ট সত্যিটা সামনে তুলে ধরা দরকার ছিল তাই দিলাম।

৩৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৩:০১

হুমায়ুন তোরাব বলেছেন: he is a fraud....

২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১২

একজন আরমান বলেছেন:
আসলেই !

৩৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৩:০৬

আমিই মিসিরআলি বলেছেন:
কুনুহানেই শান্তি নাই /:)
যেইহানে যাই হনেই ভেজালের কারবার X( X((

২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৩

একজন আরমান বলেছেন:
হ রে ভাই !
ভালো খারাপ মিলিয়েই তো আমরা।

৩৮| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৪৩

খন্দকার আরাফাত বলেছেন:
সম্পুর্ণ পোস্ট মন দিয়ে পড়লাম। আপনার স্ক্রীনশটে দেখলাম সে পোস্ট দিয়েছে ডিসেম্ভর এর ৪ তারিখ। আপনি প্রতিবাদ করেছেন ২৯ শে ডিসেম্বর।

আপনার ২৫ দিন লেট করা ঠিক হয়নি।




ফেসবুকের বিষয় ব্লগে আনা মনে হয় ঠিক হয়নি। দেখি অভিজ্ঞরা কি বলেন। জানা আপা মনে হয় একবার ২০১৩ সালের প্রথম দিকে বলেছিলেন ফেসবুকের কোন বিষয় নিয়ে ব্লগে আলোচনা না করতে।

আপনার প্রতি পরামর্শ হলো তাকে এড়িয়ে চলুন। আপনি ভালো ভদ্র ব্লগার। এটা যদি রেইনি ছাগুর মাল্টি হয় তাহলে আমি তাকে ব্যক্তিগত ভাবে অপছন্দ করি। ফেসবুকে পোস্ট দেওয়ার কারণে ব্লগ থেকে ব্যান করার কোন নিয়ম আসলে নেই। তাই এমন দাবী করা অযৌক্তিক আমি জানি। তবুও বলছি ব্যান করলে ভালো হয়।

শুভ রাত্রী। ভালো থাকুন।

২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৯

একজন আরমান বলেছেন:
ভাই ব্যাস্ততার মধ্যে পোস্ট দিতে দেরি হয়ে গিয়েছে। আর কোন জায়গা থেকে নিয়েছে সেটাও তো খুঁজে বের করতে হয়েছে। আর তাছাড়া একটা ছাগলকে নিয়ে পোস্ট দেবার কোন ইচ্ছাই আমার ছিল না। এর আগেও সে আরও অনেক বানোয়াট মিথ্যা কথা বলেছে। কিন্তু এবারের ব্যাপারটা মান হানির পর্যায়ে চলে গিয়েছে।

আর ফেসবুকের জিনিস ! ফেসবুকে সে কি নিয়ে লিখেছে? ব্লগের লেখা নিয়েই তো। আমার পরিচয় কিভাবে? আগে ব্লগে তারপর ফেসবুকে !

দুঃস্বপ্নকে ব্যান করার দাবী তাহলে অযৌক্তিক হয় কি করে তা বুঝলাম না।

৩৯| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:১৮

অদিতি মৃণ্ময়ী বলেছেন: ইনি এপিক পোষ্ট দেন। মিউজিয়ামে রাখার মত। ব্যান খাইয়া ইনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। আহারে। :(

২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৯

একজন আরমান বলেছেন:
ছাগু হইয়া কয় ছাগু ফাইটার !

৪০| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:২৬

প্রিন্স হেক্টর বলেছেন: দুঃস্বপ্ন একটা মেন্টালি সিক বাষ্টার্ড, স্যরি টু সে বাট ইটস ট্রু।


এইটা অবশ্যই মাল্টি নিক যেটা দু বছরের বাচ্চাও বুঝতে পারে। একই সাথে সে এ্যাটেনশন/হিট সিকার। সামুর প্রতিষ্ঠিত প্রায় সকল ব্লগারকে নিয়েই তার চুলকানি আছে। ব্লগে এসেই সে স্বর্ণাকে টার্গেট করেছে, তারপর সামুর নিয়মিত ও প্রতিষ্ঠিত ব্লগারদের নামে পোষ্ট দিয়েছে। এই নিকটার পেছনে ব্লগের পুরনো কেউ জড়িত আছে। আমি এক বছর ব্লগিং করেই এখনও ব্লগের অনেক কিছুই জানি না, আর এই দুঃস্বপ্ন কয়েকদিন ব্লগিং করেই দাড়িপাল্লা, আসিফ মহিউদ্দিন, ধীবর জিসান-শা-ইকরাম সহ ব্লগের পাষ্ট হিষ্টোরি সবই জানে।

যদিও সে জাতীয়তাবাদী সাজার চেষ্টা করছে, তবে আমি মনে করি এইটা ভণিতা, কারন বিএনপি পন্থী ব্লগার/অনলাইন এ্যাকটিভিষ্টদের সাথে তার দা-কুমড়া সম্পর্ক।

এই নিকটার একটাই উদ্দেশ্য, হিটসিকিং, এর জন্য সে এমন কোন ডার্টি ট্রিকস নাই যে করছে না। ব্যাক্তি আক্রমন, ট্যাগিং, মিথ্যাচার, খোচাখুচি হরদম চালিয়েই যাচ্ছে।

আমি এই ব্লগের একজন ব্লগার হিসেবে এ্যাডমিন প্যানেল এবং মডারেশন প্যানেলকে অনুরোধ করছি, সামহয়্যার ইন ব্লগের ব্লগিং পরিবেশ পরিচ্ছন্ন রাখতে ব্লগার দুঃস্বপ্ন নামক মেন্টালি সিক বাষ্টার্ডকে আইপি সহ ব্যান করা হোক।

২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২১

একজন আরমান বলেছেন:
সহমত প্রিন্স।

৪১| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:৩৯

প্রিন্স হেক্টর বলেছেন: আরমান ভাই, আপনি আপসেট হবেন না। আমরা আপনাকে চিনি, আপনার লেখা সম্পর্কেও জানি, সো কে কি বললো সেটা নিয়ে ভাবার কিছু নাই।

আমি মডারেশন প্যানেল ও এ্যাডমিন প্যানেল এর কাছে আবারও আবেদন করছি, সুস্থ ব্লগিং এর পরিবেশ রক্ষায় ব্লগার দুস্বপ্ন০০৭ কে ব্যান করা হোক

২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২৪

একজন আরমান বলেছেন:
আমি মোটেও আপসেট নই।
দুঃস্বপ্নের ব্যাক্তিআক্রমন চরম পর্যায়ে চলে গিয়েছিল তার জবাবে এই পোস্ট দেওয়া। কারণ লেখা চুরির ব্যাপারটা মান হানিকর। তার উচিৎ জবাব দিতেই এই পোস্ট।

সাথে থাকার জন্য ধন্যবাদ প্রিন্স।

৪২| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৬:২০

ফাতিন আরফি বলেছেন: সহমত জানিয়ে গেলাম আরমান ভাই।

২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৯

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ফাতিন ভাই।

৪৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:৫৬

আমি নিন্দুক বলেছেন: উরি বাবা.......

কি দেখছি এই সব....... B:-) B:-)


একজন আরমান = যেড ফ্রম এ = জানা = এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা ....... ওরে আমারে কেউ বাতাস কর.... গরম লাগতেছে.........

২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৫

একজন আরমান বলেছেন:
এই শীতেও ?

৪৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:৫৭

ডট কম ০০৯ বলেছেন: এইগুলান রে পাবনা মেন্টাল এ পাঠানো উচিত।

দ্যা ক্রাক!!

২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৬

একজন আরমান বলেছেন:
হুম। আসলেই ক্র্যাক !

৪৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:১৮

ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: ব্লগ ও ব্লগারদের মধ্যে যদি সভ্যতা না থাকে যদি একে অন্যকে সন্মান না করে তো আর কারা জানবে এসব?

এখানে আসা মানুস গুলো থেকে সর্বদা সৌরভ ছড়ানোর কথা এই ব্লগার গুলো হবার কথা জাতির বিবেক দুঃখের বিষয় এদের মধ্যে যখন এমন সব নোংরামি দেখি তখন হতাশ হয়ে যাই

খেন ষমরা অন্যকে লজজা দিতে লজ্জাবোধ করিনা এখনো?

২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৯

একজন আরমান বলেছেন:
ব্লগ ও ব্লগারদের মধ্যে যদি সভ্যতা না থাকে যদি একে অন্যকে সন্মান না করে তো আর কারা জানবে এসব?

সেটাই। আমাদের মানসিকতার পরিবর্তন দরকার।

৪৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:২৮

আমি নিন্দুক বলেছেন: আরমান ভাই ৬নং লাইক টা আমি দিলাম.....
এই কমেন্টে সিল রেখে গেলাম..... কারন ''দুস্বপ্ন০০৭'' এডিট কইরা / স্কিন শর্ট দিয়া হয়তো কইলো ''৬নং ভালোলাগা..........''

উরি বাবা.....

২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪১

একজন আরমান বলেছেন:
আহাহাহাহাহা।
আপনার কমেন্টে প্রথম লাইকটা কিন্তু আমার। ;)

৪৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৪৪

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: স্বপ্নবাজ অভি ভাই এর সাথে ঐক্যমত পোষণ করলাম । পোষ্ট নির্বাচন পাতায় দেখে মজা পেলাম মোডু সাহেব ওরফে স্বর্ণা আপু ওরফে আরমান ভাই ! =p~ =p~ =p~

২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৩

একজন আরমান বলেছেন:
আমি মডু ! নিজের পোস্ট নিজেই নির্বাচিততে নিছি !! B-)) B-)) B-))

৪৮| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৫১

এম ই জাভেদ বলেছেন: এ ধরনের কিছু ক্যাচাল্বাজ না থাকলে ব্লগ সরগরম হয়ে উঠবে কিভাবে! দুঃস্বপ্ন ০০৭ রা আছে বলেই ক্যাচাল পোস্টে ব্যাপক পাঠক সমাগম আর মন্তব্যের সমাহার দেখা যায়।

তবে কারো ব্লগিয় চরিত্র হরন কিংবা মিথ্যা অভিযোগে অভিযুক্ত করলে সেটা সহ্য করা কারো পক্ষেই সম্ভব নয়। আরমান ভাই - টেনশান নিয়েন না।

ব্লগের প্রান চাঞ্চল্য ধরে রাখতে সকল ক্যাচাল্বাজদের ব্যান প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি =p~ =p~

২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৫

একজন আরমান বলেছেন:
তবে কারো ব্লগিয় চরিত্র হরন কিংবা মিথ্যা অভিযোগে অভিযুক্ত করলে সেটা সহ্য করা কারো পক্ষেই সম্ভব নয়। আরমান ভাই।
তাই সত্যিটা সকলকে জানালাম।

আপনার কমেন্ট পড়ে ব্যাপক মজা পেলাম। :P

৪৯| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৩৯

বোধহীন স্বপ্ন বলেছেন: ম্যাগাজিনের পাতায় প্রিন্ট করে ছবি তুলেছে। সেটা যেন ফটোসপ মনে না হয় তার জন্য আবার মুড়িয়ে ভাজ করে ছবি তুলেছে। এ তো দেখি মহা ধুরন্ধর!! তবে তার পরিশ্রমের তুলনা নাই, বলতেই হয়। =p~ =p~

২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৭

একজন আরমান বলেছেন:
শুধু আয়োডিনের অভাব !

আয়োডিন খেলে সে এই পরিশ্রম ভালো কাজে লাগাতে পারতো, তাতে দেশ ও জাতির উন্নয়ন সাধিত হতো।

৫০| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৫৩

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
সামুর এই মডুগণদের কাছে সারা ব্লগ জীবন একা একা রিপোর্ট করে গেলাম। কোনো কাজই হয় না।


হে মডুগণ, আপনারা আপনাদের ব্রোদের নিয়েই থাকেন।

২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৯

একজন আরমান বলেছেন:
এই ব্যাপারে সামুর আরও যত্নশীল হওয়া দরকার।

৫১| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪৬

মামুন রশিদ বলেছেন: দ্যা ডার্টি পিগ!

২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৯

একজন আরমান বলেছেন:
সহমত।

৫২| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১০

কান্ডারি অথর্ব বলেছেন:




পোষ্ট পর্যবেক্ষনে ...

২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫০

একজন আরমান বলেছেন:
আচ্ছা।

৫৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২১

হাসান মাহবুব বলেছেন: আমি নিজেও তো কনফিউজড হয়ে গেসিলাম। নিজের হীন স্বার্থ চারিতার্থ করতে মানুষ এত নীচে নামতে পারে! অবিশ্বাস্য!

২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫১

একজন আরমান বলেছেন:
আর অনেকের এই কনফিউশন দূর করতেই এই পোস্টটা দিলাম হামা ভাই।

৫৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২৫

মোঃ আনারুল ইসলাম বলেছেন: সহমত জানিয়ে গেলাম ভাই।

২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫২

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই।

৫৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২৮

শাকিল ১৭০৫ বলেছেন: অবাক হইলাম! এত নিচে নামতে পারে কিভাবে একজন মানুষ ?

২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৩

একজন আরমান বলেছেন:
সৃষ্টির সেরা জীব মানুষ আর নিকৃষ্ট জীবও মানুষ !

৫৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪০

মাসুম আহমদ ১৪ বলেছেন: যেহেতু চুরির অভিযোগ করছে তাই আর চুপ করে থাকতে পারলাম না। এটা মান হানির পর্যায়ে চলে গিয়েছে। সবার সামনে এটা তুলে ধরলাম কারণ আমার নামে যে অভিযোগ তুলেছে সেটা মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রনেদিত।

আপনার অবস্হানটা ক্লিয়ার করাটা জরুরী ছিল। তা না হলে হয়ত অনেকে সত্যিসত্যি ভেবে নিত আপনে আরেকজনের লেখা কপি করেছেন!

২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৪

একজন আরমান বলেছেন:
হ্যাঁ। সেকারণেই পোস্টটা দেওয়া। আর না হলে ওর মতো একজনের জন্য পোস্ট দিতাম না।

অনেক ধন্যবাদ মাসুম ভাই।

৫৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০৭

ৎঁৎঁৎঁ বলেছেন: মশা মারতে কামান দাগো,
ছুঁচো মারতে এটম বোম,
কুকুরের কাজ কুকুর করুক,
পারলে একটা ছিঁড়ুক লোম!

কী মন্তব্য করবো ভাবতে ভাবতে এই চার লাইন মনে হল, প্রথমে পড়ে মনে হয়েছিল পোস্ট বেশী হল কী না, পরে অভি সহ কয়েক জনের মন্তব্য থেকে মনে হল হয়তো কিছু বিষয় পরিস্কার করার জন্য দরকার ছিল, তবে উনি যা চান, সেইটা আপনার পোস্ট থেকে উনি পাইসেন-হিট! আমাদের সমাজে খ্যাত হওয়াটাই গুরুতবপূর্ন, সেটা বিখ্যাত হোক আর কুখ্যাত! লেখা কপি পেস্টের ঘটনাটা জঘন্য রকম লাগলো।

২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৬

একজন আরমান বলেছেন:
ইফতি ভাই, মাঝে মাঝে যখন কুকুর বেশি ঘেউ ঘেউ করে তখন তাকে সোজা করার জন্য লাথিও মারতে হয়।

৫৮| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১২

এম মশিউর বলেছেন: আমি কার মাল্টি ভাই? সবাই দেখছি একজন আরেকজনের মাল্টি! :P

দুঃস্বপ্নের কতগুলো দুঃস্বপ্নময় পোস্ট দেখেছিলাম। এখন দেখি তার আসল চেহারা খসে পড়েছে। :-B



সহমত একজন আরমান।

২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৭

একজন আরমান বলেছেন:
আপনে আমার মাল্টি ! B-)) B-)) B-))

৫৯| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২৪

চেয়ারম্যান০০৭ বলেছেন: বেফুক ক্যাচাল দেখি B:-)

২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৮

একজন আরমান বলেছেন:
এই আর কি !

৬০| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২৫

চিরতার রস বলেছেন: ব্লগার দুঃস্বপ্নও একজন আরমানের মাল্টি নয়তো ? !!! :-/ :-/ :P :P :P জাতি জানতে চায় B-)) B-))

২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৮

একজন আরমান বলেছেন:
হইতেও পারে। আপনেও তো আমার মাল্টি। :P

৬১| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৩

সায়েম মুন বলেছেন: হাহাহা। যে আপনার পক্ষে বলবে বা পোস্টে কমেন্ট দিবে সেই আপনার মাল্টি। তবে একটা বিষয় খেয়াল করেছি, মাল্টি মাল্টি চিল্লাফাল্লা করে মাল্টিধিক্য লোকজন। #:-S

নিজের অবস্থান ক্লিয়ার করায় ভাল হয়েছে। যদিও আমরা আরমানকে চিনেছি অনেক আগেই।

একটা বিষয় খেয়াল করেছি আপনি শত সৎ ও ভাল মানুষ হলেও এখানকার এক/ দুজন ব্লগার আপনাকে ভাল থাকতে দিবে না। ব্লগে এসে সারা দিন এই সব উদ্ভট কামকাজ নিয়ে ব্যস্ত। ব্লগের চাইতে ফেসবুকে গিয়ে বেশী প্যাঁচ চালাচালি করে। এই ধরনের ব্লগারের সংখ্যা হাতে গোনা কয়েক জন। তাদেরকে থামানোটা খুব কষ্টকর (মেন্টাল ডিসঅর্ডার রোগীর সাথে কত আর বাতচিত করা যায়)। /:)

২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৯

একজন আরমান বলেছেন:
শেষের কথাগুলির সাথে সহমত সায়েম ভাই।

৬২| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৯

কান্টি টুটুল বলেছেন:

কে যে কিসে শান্তি পায় বোঝা কঠিন।

২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০০

একজন আরমান বলেছেন:
আসলেই !
শান্তির ব্যাপারটাও আপেক্ষিক !

কেউ ভাত খেয়ে শান্তি পায় আর কেউ মিথ্যাচার করে !

৬৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১৬

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:


পেপার কাটিংটা অনেককে ইনবক্স করা হয়েছে , জানো?‍

ভালো করেছো পোস্ট দিয়ে তবে আরও আগে দেয়া উচিত ছিল।সুনাম জিনিশটা খুব নাজুক ভাইয়া ......
এইটা একটা ভণ্ড, প্রথম থেকেই দেখছি একটা না একটা কিছু ইস্যু বানিয়ে ক্যাচাল না হলে হুলস্থূল করছে ! X(( X((

আমিও তো তোমার মাল্টি তার মতে ... !!!!!!!! :|| :|| :#) :P


২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০২

একজন আরমান বলেছেন:
না আপু জানতাম না।

আগেই দিতাম, কিন্তু সময় করে উঠতে পারি নি। তাছাড়া এভিডেন্স যোগাড় করতে কিছুটা সময় লেগেছে।

না, এখন আর তুমি আমার মাল্টি নও। এখন তো তোমার ছবি আছে। :P

৬৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩২

সালাউদ্দিন আহমেদ বলেছেন: আরমান ভাই, আপনেও পাগল হলেন?? নতুন ব্লগাররা এগুলা নিয়ে ক্যাচাল করবে শস্তা নাম কামানোর জন্য। আপনারা অভিজ্ঞরা যদি এদের সাথে ক্যাচালে যোগ দেন, তাহলে কিছু হল??

let him do whatever he wishes, কিছুদিন আপনি পাত্তা না দিলেই এগুলো লা-পাত্তা হয়ে যাবে।

ভাল থাকবেন।

২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০৩

একজন আরমান বলেছেন:
সালাউদ্দিন ভাই, পাত্তা দিতাম না। কিন্তু মাঝে মাঝে কুকুরকেও লাথি মারতে হয় যখন ঘেউ ঘেউ বেশি করে !

যেহেতু চুরির অভিযোগ করছে তাই আর চুপ করে থাকতে পারলাম না। এটা মান হানির পর্যায়ে চলে গিয়েছে। সবার সামনে এটা তুলে ধরলাম কারণ আমার নামে যে অভিযোগ তুলেছে সেটা মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রনেদিত। আর অনেকেই এতে কনফিউজড হয়ে গিয়েছিল, তাই এখন সেটা পরিস্কার করলাম।

আপনিও ভালো থাকবেন।

৬৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৩

তাসজিদ বলেছেন: আসলে মাল্টি বিষয় টি আমার কাছে প্রথম থেকেই ভাল লাগে না। কারণ সবাই মাল্টি দিয়েই আজে বাজে কাজ/ কমেন্ট করে ব্লগে।

মাল্টির কোন প্রয়োজন আছে আমি মনে করি না।

আর ১৬ ডিসেম্বর এ আড্ডায় মাল্টি নিয়ে অনেক কথা হয়েছে। যা আমার কাছে অযথা সময় নষ্ট মনে হয়েছে।

২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০৫

একজন আরমান বলেছেন:
মাল্টি থাকলেও তো কোন সমস্যা নেই, যতক্ষণ না তা অপরের ক্ষতি সাধন করছে !

৬৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৭

পেন্সিল চোর বলেছেন: আরমান ভাই মাঝে মাঝে এইরকম কিছু ধইঞ্চা মাথা চাড়া দিয়া উঠে পড়ে আবার নিচে পইরা যায়। ডোন্ট অরি।

২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০৬

একজন আরমান বলেছেন:
হ্যাঁ সেটাই !

ভালো থাকুন পেন্সিল চোর ভাই।

৬৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩

খাটাস বলেছেন: কুকুর কে কুকুর না ডাকিলে ও কুকুর, মানুষ কে মানুষ না বলিলে ও মানুষ।
তোমার পোস্টে ক্যাচাল দেখতে আসলাম। লাভ হইল না। ঘরে বসে থাকতে থাকতে মেজাজ খারাপ, পাগল খ্যাপানোর ইচ্ছা ছিল, হইল না /:)
তবে দুঃস্বপ্ন থাকলে সবার আগে তোমার এই পোস্ট নির্বাচিত পাতায় যাওয়া নিয়ে সামুর উদ্দেশে বিরাট বয়ান দিত। মিস করলাম। পৃথিবীতে অসুস্থ মস্তিষ্কের ও দরকার আছে।

২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০৭

একজন আরমান বলেছেন:
আহাহাহাহাহা।

হ্যাঁ সেটাই !
আর না হলে বিনোদন নিতাম কি করে?
সে যখন ফেসবুকে পোস্ট দিয়েছিল, যে স্বর্ণা আমার মাল্টি আর যেড ফ্রম এ আমার ও জানা'পুর মাল্টি তখন সবাই সেখানে গিয়ে মজা নিয়েছিল।

৬৮| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬

ইখতামিন বলেছেন:
এইটার আচরণ প্রথম থেকেই কেমন কেমন জানি মনে হচ্ছিল। কেমন যেনো অস্বাভাবিক অথবা অতি স্বাভাবিক।

ব্লগার মিলন মেলায় স্ট্যাটাস দিয়ে ক্যাচাল সৃষ্টি করতে দেখেছিলাম।

সামুর কাছে দাবী এই অসুস্থ ব্লগারকে আইপিসহ ব্যান করা হোক।

শেয়ার করার জন্য থ্যাংক্স
+++++++++++++++++

২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০৮

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ প্রিয় ইখতামিন।

৬৯| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০০

শুঁটকি মাছ বলেছেন: এই ব্যাটারে ফেসবুকে এড করছিলাম,পরে কাহিনী তাল-তামাশা দেখে সুন্দর মত আনফ্রেন্ড দিয়া দিছি।গরু-ছাগল লিস্টে না রাখাই ভাল।

২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০৯

একজন আরমান বলেছেন:
সেটাই!
গরু ছাগল খোঁয়াড়ে রাখাই উত্তম, ফ্রেন্ডলিস্টে না।

৭০| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৬

কালীদাস বলেছেন: বিশ্টিরে নিয়া কথা বলা মানেও টাইম লস। আর দুঃস্বপ্নের শুরু থেকেই বারবার সবার কাছে রেপড হওয়ার দাবি কনফিউজিং লাগত আমার। মাল্টি ছাড়া এত তাড়াতাড়ি এরকম ব্লগিং আশাতীত!

২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১০

একজন আরমান বলেছেন:
হ্যাঁ ! মাল্টি তো বটেই ! সেকারণেই তো অনেক পুরনো ব্লগারদের সম্পর্কেও অনেক কিছু জানে। তবে আয়োডিন এর একটু অভাব ! এই যা !

৭১| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৬

আকিব আরিয়ান বলেছেন: হুমমমমমম :|

২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১১

একজন আরমান বলেছেন:
হুম !

৭২| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪১

লেখোয়াড় বলেছেন:
আরমান সবকিছু পরিস্কার করে দিয়েছেন।

আসলে বাজে লোকের বাজে কথায় কান দিতে নেই, কিন্তু বাজে লোকদেরকে কখনো কখনো সোজা করার দরকার পড়ে।তাতে সমাজের কোন ক্ষতি হয় না।

আপনাকে আমরা চিনি সুন্দর ব্লগিং এর জন্য।
ভাল থাকেন।

২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১২

একজন আরমান বলেছেন:
হ্যাঁ সেটাই। মাঝে মাঝে যখন কুকুর বেশি ঘেউ ঘেউ করে তখন তাকে সোজা করার জন্য লাথিও মারতে হয়।

আপনিও ভালো থাকবেন প্রিয় কবি।

৭৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: দুঃস্বপ্ন দেখি দুঃস্বপ্নের সৃষ্টি করেছে ;)

সহমর্মিতা রইলো, প্রিয় একজন আরমান :)

২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৩

একজন আরমান বলেছেন:
দুঃস্বপ্ন এখন নিজেই দুঃস্বপ্ন দেখছে ! ;)

ধন্যবাদ প্রিয় মাইনুল ভাই।

৭৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৫

এহসান সাবির বলেছেন: আপনাকে নিয়ে উনি যা করেছেন সেটা দুঃখজনক।
তিব্র নিন্দা জানাচ্ছি।
এই ব্যাপারে সামুর আরও যত্নশীল হবে আশা করি।


৩০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৩

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ সাবির ভাই।

৭৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০০

ড্রাকুলার রক্ত বলেছেন: নির্বাচিত পাতায় দেওয়া উচিৎ

৩০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৫

একজন আরমান বলেছেন:
মুড়ি খাওয়া উচিৎ।

৭৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৫৪

সাহাদাত উদরাজী বলেছেন: একটা কমেন্ট করে বুঝানোর চেষ্টা করছিলাম! মূলধারা বুঝতে পারে নাই!

৩০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৫

একজন আরমান বলেছেন:
হুম।

৭৭| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:০৫

ফালতু বালক বলেছেন: আসলেই তো ভয়ংকর মানুষ :(

ভালো থাকবেন, আরমান ভাই।

৩০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৬

একজন আরমান বলেছেন:
আপনিও ভালো থাকবেন ফালতু বালক ভাই।

৭৮| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪১

প‌্যাপিলন বলেছেন: তিনি হৈলেন ০০৭...বন্ড ছাগু, ব্লগারদের দু:স্বপ্ন, অনেকগুলো মাল্টির মালিক, সবগুলোকে টানে, কিন্তু কাউকে বাধনে জড়ায়না। আপনার কাপড় খুলতে যেয়ে নিজের কাপড় হারাইছে। নো প্রোব, নতুন নিকে, নতুন চেহারায় শীঘ্রই ফিরে আসবে, এত মাল্টি ইজ নট এনাফ

৩০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:০৫

একজন আরমান বলেছেন:
জেমস বন্ড !!!
এটা কি বললেন?
জেমস বন্ড হতে যাবে কেন? আর সেই বা আমার পেছনে লাগবে কেন?
কোন প্রমান আছে আপনার কাছে যে দুঃস্বপ্ন জেমস বন্ডের মাল্টি?

৭৯| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৪

rakibmbstu বলেছেন: যাই কউন......... হেব্বি হিট পুস্ট ওপহার দিচেন কিন্তুক

৩০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:০৭

একজন আরমান বলেছেন:
ভাই আমার কবিতার পোস্টেও এর থেকে বেশি হিট আছে !

৮০| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:১৯

rakibmbstu বলেছেন: সামহোয়্যারইন ব্লগের ব্লগারদের উদ্যোগে শীতবস্ত্র বিতরন কার্যক্রমঃ ২০১৩

আমরাও কয়েকজন মিলে টাংগাইলে এরকম আয়োজন করব। শীতবস্ত্র দেবার স্থান হিসেবে কিভাবে আপনার সিলেক্ট করছেন?

বা কোথায় গেলে বেশী মানুষকে দেয়া যাবে আমাদের লক্ষ্য ১০০-১৫০ জনকে দেয়া। কোন বা কি ধরনের স্থান টাগের্ট করা উচিত? সিলেক্ট অঞ্চলে আগে কাউকে জানানো সম্ভব হবেনা। জাস্ট কয়েকজন নিয়ে গিয়ে দিয়ে দিব ভাবছি।

৩০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:২৭

একজন আরমান বলেছেন:
আপনার পরিচিত এলাকা সিলেক্ট করাটাই বুদ্ধিমানের কাজ হবে।

শুভকামনা।

৮১| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৫

উদাস কিশোর বলেছেন: কি স্পর্ধা !!
মান-সন্মান নিয়ে টানা হেচড়া ! :P

৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৪

একজন আরমান বলেছেন:
এজন্যই তো টাইট দেওয়া !

৮২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ৭:১৩

প্রিন্স মাহমু দ বলেছেন: অবিশ্বাস্ব !! :-P :-P

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:২৯

একজন আরমান বলেছেন:
এমন অনেক কিছুই হবে, যা কখনো হয়নি আগে !

৮৩| ০৮ ই মার্চ, ২০১৪ ভোর ৫:০১

হাতীর ডিম বলেছেন: আমি চাই এই বুনুদুন থাকুক। এতো হাসির গল্প আর কেউ বলতে পারেনা। =p~ =p~ =p~ =p~

০৮ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:২৭

একজন আরমান বলেছেন:
বেচারা অনেক কাঠ খড় পুড়িয়েছিল আমার পেছনে লাগতে। কিন্তু আফসোস এতোটা ভোদাই নই যে একটা মিথ্যাকে কেউ সত্যি বলে চালিয়ে দিলো আর তা হযম করে যাবো !

৮৪| ২৩ শে জুন, ২০১৪ দুপুর ১:১৪

আমি তুমি আমরা বলেছেন: এই পোস্ট মিস করছিলাম ক্যামনে?

২৪ শে জুন, ২০১৪ রাত ১:৫৯

একজন আরমান বলেছেন:
কঠিন এক জিনিস মিস করেছিলেন !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.