নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী !!!\n\nমেইল করতে চাইলে: [email protected]

একজন আরমান

জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী!

একজন আরমান › বিস্তারিত পোস্টঃ

বেশ্যাবৃত্তিক রাজনীতি !

০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪২

এই বেশ্যাবৃত্তির রাজনীতি

আর দুর্বিষহ জীবনের মৃত্যুস্ফীতি...



অবৈধ সঙ্গমে বৈধতার স্বাদ নেয়ার নির্লজ্জতা;

সংগমকালীন সুরক্ষায় কনডমের মতো ব্যবহৃত জনতা,

আর তার পরেই তাকে ছুড়ে ফেলে দেয়া

দোতালার বারান্দা দিয়ে পাশের রাস্তায় !



হয়ত এখুনি...

সত্যি কথার টুটি চেপে ধরে

অশ্লীলতার দায়ে আমার ফাঁসি দাবী করা হবে !

আমাকে পাগল কবির উপাধি দেয়া হবে,

আবার কেউ নাস্তিক বলেও উপহাস করবে !

নিজের স্বার্থে আঘাত পড়লে তখনই বুঝি কেবল টনক নড়ে?



আমার কবিতা যদি অশ্লীলই হয়,

তবে চুরির টাকায় প্রকাশিত পত্রিকার

চটিসম রিপোর্টগুলিকে কি বলবো?



যখন স্বাধীনতা, বাক-স্বাধীনতা নামের

ভারী ভারী শব্দগুলি নিয়ে টক-শো করে

টিভি চ্যানেলগুলি তাদের টিআরপি বাড়াতে ব্যাস্ত !



তখন অন্যদিকে

এই বেশ্যাবৃত্তির রাজনীতি

আর দুর্বিষহ জীবনের মৃত্যুস্ফীতির

দ্বৈরথে পদদলিত হয় মানুষের কবিতা।



- একজন আরমান

১৪/১২/২০১৩

বিকেল ০৪:১৭:০২



বাই'শে শ্রাবণ মুভি থেকে অনুপ্রাণিত



সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।

শুভ হোক নতুন বছর। :)



সাইট লিঙ্ক

মন্তব্য ৬২ টি রেটিং +৫/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫৭

আমিই মিসিরআলি বলেছেন: নিজের স্বার্থে আঘাত পড়লে তখনই বুঝি কেবল টনক নড়ে?
ঠিকই বলেছেন
ভালালাগা জানিয়ে গেলাম নতুন বছরের শুভেচ্ছা :) :)

০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১:০০

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভ্রাতা।
আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা।
ভালো থাকবেন। :)

২| ০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫৯

অন্তরন্তর বলেছেন:
দারুন।+++
একটু দ্বিমত আছে আপনার লিখার সাথে।
রাজনীতি না লিখে দলনীতি লিখলে ভাল হত।
আমরা রাজনীতি না করে দলনীতি করছি বলেই
আমাদের এই দুরবস্থা। রাজনীতি আর দলনীতি
এক নয় আমার মনে হয়।
শুভ কামনা সব সময়।

০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১:০৭

একজন আরমান বলেছেন:
একটু গভীরে গিয়েছেন। আসলে এখন রাজনীতি বলতে আমরা বুঝি দল নীতি আর কূটনীতিকে !

ভালো থাকুন ভাই। :)

৩| ০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১:০৫

সুমন কর বলেছেন: মোটামুটি লাগলো ।

০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১:০৮

একজন আরমান বলেছেন:
তাও বা খারাপ কি?

ধন্যবাদ সুমন দা। :)

৪| ০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১:১১

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
বেশ্যার ছেলে শব্দটা কি?

০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১:১৭

একজন আরমান বলেছেন:
গালি !

৫| ০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১:৩৩

ইমরাজ কবির মুন বলেছেন:
আমি চুপ, ৭ বছর জেলে পঁচার ইচ্ছা নাই !

০১ লা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৯

একজন আরমান বলেছেন:
আহাহাহাহাহা।

চুপ থাকাটাই বোধ হয় শ্রেয় !

ধন্যবাদ মুন।

৬| ০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ২:১৮

মোঃ আনারুল ইসলাম বলেছেন: বেশ্যার ছেলে শব্দটা নতুন ? ;) তবে বেশ্যার ব্যাটা প্রচালিত। B-) B-)

০১ লা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫০

একজন আরমান বলেছেন:
হতে পারে।

৭| ০১ লা জানুয়ারি, ২০১৪ ভোর ৬:৩৯

এহসান সাবির বলেছেন: হুম....

নতুন বছরের শুভেচ্ছা!!

০১ লা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫০

একজন আরমান বলেছেন:
নতুন বছরের শুভেচ্ছা সাবির ভাই !!

৮| ০১ লা জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৩০

মামুন রশিদ বলেছেন: খেপছেন ক্যান ভাইডি! এলা মাথা ঠান্ডা করেন, নতুন বছরের শুভেচ্ছা লন !:#P

০১ লা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫১

একজন আরমান বলেছেন:
খেপি নাইরে ভাই, মনে চাইছিল তাই লিখে ফেলছি।

নতুন বছরের শুভেচ্ছা :)

৯| ০১ লা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১৫

কান্ডারি অথর্ব বলেছেন:



নতুন বছরের শুভেচ্ছা!

০১ লা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০৭

একজন আরমান বলেছেন:
নতুন বছরের শুভেচ্ছা ভ্রাতা !

১০| ০১ লা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:২৭

সেলিম আনোয়ার বলেছেন: খন অন্যদিকে
এই বেশ্যাবৃত্তির রাজনীতি
আর দুর্বিষহ জীবনের মৃত্যুস্ফীতির
দ্বৈরথে পদদলিত হয় মানুষের কবিতা।

সুন্দর।

নববর্ষের শুভেচ্ছা থাকলো । :)

০১ লা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০৭

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ সেলিম ভাই।

নতুন বছরের শুভেচ্ছা!

১১| ০১ লা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১৩

বাটাগোর বাস্কা বলেছেন:
রাজনীতি আর বেশ্যাবৃত্তি দুটো একই কাজ। দুটোর ক্ষেত্রেই সাবধানতা অবলম্বন করতে হয়।


নতুন বছরে শুভেচ্ছা।

০১ লা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৩

একজন আরমান বলেছেন:
অনেকটা সেরকমই !

আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা। :)

১২| ০১ লা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১৪

স্বপ্নবাজ অভি বলেছেন: অচশীল সময়ের জন্য চমৎকার উপহার আরমান !

০১ লা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৪

একজন আরমান বলেছেন:
অচশীল মানে কি রে? :-B

১৩| ০১ লা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪১

ইখতামিন বলেছেন:
দারুণ কবিতা
রাজনীতি এমনই

০১ লা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৫

একজন আরমান বলেছেন:
রাজনীতি এমন না হলেও আমাদের দেশের প্রেক্ষাপটে বলা চলে এমনই !

ধন্যবাদ ভ্রাতা।

১৪| ০১ লা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১১

ভুং ভাং বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা

০১ লা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৮

একজন আরমান বলেছেন:
আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা। :)

১৫| ০১ লা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪৪

লেখোয়াড় বলেছেন:
আমি একসাইটেড।
দারুন চপেটাঘাত।

++++++++++++
এমন লেখা চাই, ওসব প্রেম-ভালবাসার লেখার আর দরকার নেই।
ভাল থাকুন।

০১ লা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫২

একজন আরমান বলেছেন:
আপনার এই মন্তব্যটা আমার জন্য সত্যিই অনুপ্রেরনাদায়ক। এরকম লিখতে পারি না সব সময়। ওসব সহজ লেখাই আসে বেশি। জ্ঞান ভেতরে কম তাই বেরও হয় কম।

ধন্যবাদ প্রিয় কবি।
আপনিও ভালো থাকুন।
নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। :)

১৬| ০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৯

এ কে এম রেজাউল করিম বলেছেন: একেই বলে দুষীত শব্দের সাহিত্য। এসমস্ত বর্জনীয়। আমি বর্জন করলাম।

০২ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৩০

একজন আরমান বলেছেন:
সুশীলতাকে স্বাগতম !

১৭| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১২:১২

জেরিফ বলেছেন: এক নিষ্ঠ কথা

ভালো লাগলো :)

০২ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৩৩

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ জেরিফ ! :)

১৮| ০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: এই বেশ্যাবৃত্তির রাজনীতি
আর দুর্বিষহ জীবনের মৃত্যুস্ফীতি...

অবৈধ সঙ্গমে বৈধতার স্বাদ নেয়ার নির্লজ্জতা;
সংগমকালীন সুরক্ষায় কনডমের মতো ব্যবহৃত জনতা,
আর তার পরেই তাকে ছুড়ে ফেলে দেয়া
দোতালার বারান্দা দিয়ে পাশের রাস্তায় !

হয়ত এখুনি...
সত্যি কথার টুটি চেপে ধরে
অশ্লীলতার দায়ে আমার ফাঁসি দাবী করা হবে !
আমাকে পাগল কবির উপাধি দেয়া হবে,
আবার কেউ নাস্তিক বলেও উপহাস করবে !
নিজের স্বার্থে আঘাত পড়লে তখনই বুঝি কেবল টনক নড়ে?

আমার কবিতা যদি অশ্লীলই হয়,
তবে চুরির টাকায় প্রকাশিত পত্রিকার
চটিসম রিপোর্টগুলিকে কি বলবো?

যখন স্বাধীনতা, বাক-স্বাধীনতা নামের
ভারী ভারী শব্দগুলি নিয়ে টক-শো করে
টিভি চ্যানেলগুলি তাদের টিআরপি বাড়াতে ব্যাস্ত !

তখন অন্যদিকে
এই বেশ্যাবৃত্তির রাজনীতি
আর দুর্বিষহ জীবনের মৃত্যুস্ফীতির
দ্বৈরথে পদদলিত হয় মানুষের কবিতা।




আহ্! কী নির্মম সত্য কথন!
কবিতার মাধ্যমে সুন্দর ভাবে ফুটে তুলেছে আরমান ভাই।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকবেন।

০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২১

একজন আরমান বলেছেন:
আপনাকেও ধন্যবাদ দেশ প্রেমিক বাঙ্গালি।
ভালো থাকুন।
শুভকামনা। :)

১৯| ০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২৬

আমি ইহতিব বলেছেন: নিয়ত জমা ক্ষোভের দারুন বহিপ্রকাশ।

কবে যে এসব নোংরা রাজনিতী থেকে মুক্ত হবো আমরা?

নতুন বছরের শুভেচ্ছা আরমান।

০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৭

একজন আরমান বলেছেন:
আমাদের জীবদ্দশায় হয়তো তা দেখে যেতে পারবো না আপু !

নতুন বছরের শুভেচ্ছা আপনাকে, ভাইয়াকে আর আমার আম্মুটাকে। :)

২০| ০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২৬

সায়েম মুন বলেছেন: ঝাঁঝালো কবিতা!

০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৮

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ সায়েম ভাই।

নতুন বছরের শুভেচ্ছা। :)

২১| ০২ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫৫

শুঁটকি মাছ বলেছেন: কবিতায় বড় ঝাঝ!!!!

০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩১

একজন আরমান বলেছেন:
ঝাঁজ দিয়ে আর কি হবে? কিছুই হবে না। প্রতিনিয়ত ইউজ হচ্ছি আমরা !

২২| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৮:২০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কবিতার শব্দ নয় যেন বারুদ !!!!!!

০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩২

একজন আরমান বলেছেন:
বারুদ ! হয়তো ড্যাম পরা !!

ঈদের শুভেচ্ছা লিটন ভাই।

২৩| ০৩ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৫

রহস্যময়ী কন্যা বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা ভাইয়ু :) :)

০৩ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৮

একজন আরমান বলেছেন:
তোকেও নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। :)

ভালো থাকিস। :)

২৪| ০৩ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০৪

হারিয়ে যাওয়া ঘাসফড়িঙ বলেছেন: অসাধারন লিখেন আপনি

০৩ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৮

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ। ভালো থাকুন।

২৫| ০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৫২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: প্রতিবাদ ঝরে পড়ছে কবিতার কথায়,,,,,,,,,দারুন লাগলো,,,,,,

০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:২৪

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ আপু।
ভালো থাকুন।

২৬| ০৭ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৬:২২

ভিয়েনাস বলেছেন: এই রাজনীতি থেকে বের হওয়ার উপায় কি????

একটু একটু ক্ষোভ এখন পাহাড়সম।সময় উপযোগী লেখা।

সত্যি ঝাঁঝালো হয়েছে...

০৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৬

একজন আরমান বলেছেন:
বের হবার উপায় জানা নেই।
স্বাধীন হয়েছে কি দেশ আদৌ? !
নাকি দুটি মার্কার কাছে জিম্মি আমরা সবাই?

২৭| ০৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০১

বোধহীন স্বপ্ন বলেছেন: কবিতার শুরু থেকে শেষ পর্যন্ত আমি আগুন নয়, ভয়াবহ দাবানল খুজে পেলাম।

০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২১

একজন আরমান বলেছেন:
এই দাবানলের রোষে কি কিছু পুড়বে?
হবে কি কোন পরিবর্তন?

২৮| ১২ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৩১

মেহেরুন বলেছেন: http://www.somewhereinblog.net/blog/nmrusho এই আইডি প্রায় এক বছর হয়ে যাবার পরেও পর্যবেক্ষণে আছে। জেনারেল করার জন্য একটু সুপারিশ করেন সবাইকে। ধন্যবাদ

১২ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৮

একজন আরমান বলেছেন:
আচ্ছা।

২৯| ১২ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৫

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
কনডমের মতো ব্যবহৃত জনতা,

সহমত, দুর্দান্ত লিখেছেন আরমান ++

ভালো থাকুন ।

১২ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৯

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ।
আপনিও ভালো থাকুন। :)

৩০| ১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৬

রায়হান চৌঃ বলেছেন:
খুব ভালো লিখেছেন এই "কনডমের মতো ব্যবহৃত জনতা"

সত্যি বলতে কি ভাই..আমাদের বিবেক গুলো খুব অল্প দামে বেচা হয়ে গিয়াছে :(, তাই আমরা নিয়মিত ই কানা বা বদির এর মতো আচারণ করে যাচ্ছি,

দেখুন না যাদের বলা দরকার তারা কিচ্ছু বলছেনা, দেখে ও না দেখার ভান করে বসে আছে..... :(

Just shameful :(

১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:১৯

একজন আরমান বলেছেন:
আমাদের বিবেক জেগে উঠলেই পরিবর্তন হবে ! অন্যথা নয় !

শুভকামনা। :)

৩১| ১৪ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৭

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: তখন অন্যদিকে
এই বেশ্যাবৃত্তির রাজনীতি
আর দুর্বিষহ জীবনের মৃত্যুস্ফীতির
দ্বৈরথে পদদলিত হয় মানুষের কবিতা।

দ্রোহের আগুন ভালো লেগেছে আরমান ভাই...

১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৩

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ তুহিন ভাই।

ভালো থাকুন। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.