নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী !!!\n\nমেইল করতে চাইলে: [email protected]

একজন আরমান

জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী!

একজন আরমান › বিস্তারিত পোস্টঃ

৫৩ ঘন্টা !!!

১২ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩৪



৫৩ ঘন্টার মিশন ! কিছু শীতার্ত মানুষের মুখে হাসি ফুটিয়ে তুলতে আমরা সামহোয়্যারইন ব্লগের ব্লগাররা নেমেছিলাম মিশনে ! গত ৯ জানুয়ারি রাত ৯ টার সময় শীত বস্ত্র ভর্তি একটি ট্রাকে আমরা ভলান্টিয়াররা মিরপুর থেকে যাত্রা শুরু করি। যমুনা সেতু পাড় হবার পর বুঝতে শুরু করি শীত কাকে বলে, কতো প্রকার ও কি কি !







ঘন কুয়াশাতে জ্যাকেট, মাফলার ভিজে চুপচুপ ! সাথে কনকনে ঠান্ডা বাতাস। রাত দেড়টার দিকে একটা খাবার হোটেলের সামনে গাড়ি থামিয়ে খেতে গিয়ে দেখি শুধু পরোটা আর ডিম আছে। তাই দিয়ে রাতের খাবার শুরু করি। হাত ধুতে গিয়ে মনে হচ্ছিল কলের পানি বুঝি খুব গরম ! খাবার যখন মাঝ পথে তখন হোটেলের ময়দাই শেষ হয়ে যায় ! শেষে কি আর করা? অর্ধ ভোজন শেষে চা খেয়ে আবার গাড়িতে উঠে পরি।



মনে হচ্ছিল সাইবেরিয়া যাবার আগে প্র্যাকটিস সেশনে আছি ! ভোর চারটার দিকে আবার একটি হোটেলের সামনে গাড়ি থামিয়ে রাতের খাবার খেয়ে নেই। এরপর আবার চলতে শুরু করি গন্তব্যের উদ্দেশ্যে। কিছুক্ষণ গাড়ি চলার পর অনুভব করতে লাগলাম আমার হার্ট পাম্প করছে খুব ধীরে ধীরে। মনে হচ্ছিল এখনই বুঝি বন্ধ হয়ে যাবে। ভাবতে ভাবতে দেখি চারিদিকে ফর্সা হতে শুরু করেছে। আরও ঘন্টাখানেক পর আমাদের গাড়ি রংপুর এসে পৌঁছে। সেখানে নেমে ফ্রেশ হয়ে সাথে দুই রংপুরের ব্লগার ব্যাক পকেটের চিঠি ও আড়িয়াল খাঁ কে সঙ্গে করে আবার যাত্রা শুরু করি নীলফামারীর উদ্দেশ্যে। বেলা পৌনে একটার সময় আমরা নীলফামারীর গোড়গ্রামে এসে পৌঁছাই। সেখানে আমাদের রিসিভ করেন ব্লগার পলাশ ভাইয়ের ছোট ভাই পল্লব ভাই। ট্রাক থেকে বস্তা নামিয়ে আমরা যাই পলাশ ভাইদের বাড়িতে। সেখানে আমরা দুপুরের খাবার খেয়ে যাই ধোবাডাঙ্গা হাই স্কুল মাঠে। বিতরণ করতে করতে প্রায় রাত হয়ে আসে।, এরপর রাতে আমরা আবার পলাশ ভাইদের বাড়িতে ফিরে আসি। সকালে পলাশ ভাইদের বাড়ি থেকে বিদায় নিয়ে যাই ব্লগার আমিনুর ভাইদের বাড়িতে। সেখানে সকালের নাস্তা করে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দেই দুপুর পৌনে একটায়। রংপুরে এসে ব্লগার আড়িয়াল খাঁ ও ব্যাক পকেটের চিঠি নেমে যায়। আর বগুরা এসে ব্লগার মাগুর ভাইও নেমে যায়। যমুনা সেতু পাড় হয়ে পড়ি বিশাল জ্যামে। এর সাথে যোগ হয় গুড়ি গুড়ি বৃষ্টি। আমরা নেমে এরপর কিছুক্ষণ হাঁটি, তারপর জ্যাম ছেঁড়ে গেলে আবার ট্রাকে উঠি। রাত ২ টার দিকে বাসার সামনে এসে পৌঁছাই। সব মিলিয়ে এক এডভ্যাঞ্চারাস ৫৩ ঘন্টা !



এতো কষ্টের পরও ভালো লাগছে এই ভেবে যে আমাদের কষ্টের বিনিময়ে আমরা কিছু অসহায় মানুষের মুখে উষ্ণতার হাসি ফুটিয়ে তুলতে পেরেছি।













ট্রাক থেকে স্কুল প্রাঙ্গনে শীতের কাপড় নামানো হচ্ছে।





ট্রাক থেকে কাপড়ের বস্তা নামাচ্ছে ব্লগার স্বপ্নবাজ অভি।

















একটু উষ্ণতার আশায় !









শীতবস্ত্র বিতরণ করছেন ব্লগার কাণ্ডারি অথর্ব।





শীতবস্ত্র বিতরণ করছেন ব্লগার কাল্পনিক ভালোবাসা ও পল্লব ভাই।





শীতবস্ত্র বিতরণ করছেন ব্লগার স্নিগ্ধ শোভন ও ব্লগার আমিনুর রহমান জুনিয়র।





শীতবস্ত্র বিতরণ করছেন ব্লগার দুঃখিত।





শীতবস্ত্র বিতরণ করছেন ব্লগার জেরিফ।





শীতবস্ত্র বিতরণ করছেন সজিব ভাই।





শীতবস্ত্র বিতরণ করছেন ব্লগার আড়িয়াল খাঁ।





শীতবস্ত্র বিতরণ করছেন ব্লগার মাগুর।





শীতবস্ত্র বিতরণ করছেন ব্লগার ব্যাক পকেটের চিঠি।





শীতবস্ত্র বিতরণ করছেন ব্লগার মৈত্রী।





শীতবস্ত্র বিতরণ করছেন ব্লগার স্বপ্নবাজ অভি।





শীতবস্ত্র বিতরণ করছেন ব্লগার একজন আরমান।









শীতবস্ত্র বিতরণ করছে নাজমুল হোসেইন সুজন। এই পিচ্চি ছেলেটাকে নিয়ে কিছু বলি। ও সাভার বিপিএটিসি স্কুল এন্ড কলেজে ইন্টার ফার্স্ট ইয়ারে পরে। এতো শীত আর কষ্টের একটা জার্নি শুধু এই পিচ্চি ছেলেটা মাতিয়ে রেখেছিল। ওর মতো ডেডিকেটেড কিছু ছেলেপেলেই আমাদের ভবিষ্যৎ। পুরো জার্নিতে সবার মধ্যমণি ছিল ও।





উষ্ণতায় হাসি মুখ !





ভালো কাজে বরিশাল-নোয়াখালীও এক !



ফেসবুক ফটো এ্যালবাম

মন্তব্য ৮৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (৮৬) মন্তব্য লিখুন

১| ১২ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪০

মামুন রশিদ বলেছেন: মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য.. ব্লগাররা তা আবার প্রমান করে দিলো ।


হ্যাটস অফ!!!

১২ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৩

একজন আরমান বলেছেন:
আপনারা আছেন বলেই আমরা কিছু করার সাহস পাই।

শুভকামনা প্রিয় মামুন ভাই। :)

২| ১২ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪২

মৈত্রী বলেছেন: ভালো কাজে বরিশাল-নোয়াখালীও এক ! :)

১২ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৪

একজন আরমান বলেছেন:
হ্যাঁ সেটাই ! :)

৩| ১২ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৪

পলাশমিঞা বলেছেন: দেশে এবার খুব ঠাণ্ডা পড়েছে। :(

১২ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৫

একজন আরমান বলেছেন:
ওদিকে তাপমাত্রা ফিল হয়েছে ৫-৬ ডিগ্রির মতো !

৪| ১২ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২২

দুঃখিত বলেছেন: জীবনের এক অভূতপূর্ব এবং অন্যতম শ্রেষ্ঠ অভিজ্ঞতা ।

১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩১

একজন আরমান বলেছেন:
আসলেই !
এতো শীত আগে কখনও চিন্তাও করি নি !

৫| ১২ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৩

আমি ইহতিব বলেছেন: একটি অসাধারণ ভালো কাজের সফল পরিসমাপ্তি দেখে ভালো লাগলো। শুভ কামনা সবার জন্য।

১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩২

একজন আরমান বলেছেন:
সাথে থাকার জন্য ধন্যবাদ আপু।
ভালো থাকা হোক সর্বদা। :)

৬| ১২ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫

সুমন কর বলেছেন: ভ্রমণ আর অভিজ্ঞতা সাথে মানবতার কাজ সব ভাল লাগল।

১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩২

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ সুমন দা। :)

৭| ১২ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৩

জেরিফ বলেছেন: ব্যাথা!!!!!!!!!!

ব্যাথা!!!!!!!

ব্যাথা !!!!!!!!!!!

১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৩

একজন আরমান বলেছেন:
কেন রে ভাই? কি হইছে? B:-) B:-) B:-)

৮| ১২ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৭

মায়াবীহরিনী বলেছেন: শুভ কামনা সবার জন্য।

১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৪

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ।
ভালো থাকুন। :)

৯| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:০৫

সূর্য হাসান বলেছেন: পুরো টিমকে স্যালুট জানাই।

১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৪

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ।
ভালো থাকুন। :)

১০| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩৩

স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো কাজে বরিশাল-নোয়াখালীও এক ! :P :P

১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫১

একজন আরমান বলেছেন:
আবার জিগায় ! B-) B-) ;)

১১| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৩

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: এভাবেই একদিন ভালো থাকবে সবাই । সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা !

১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫১

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ আপু। :)

১২| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহাহ! লাস্টের ছবিটাই দেখি হেব্বি বিনোদন দিলো!!

১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫২

একজন আরমান বলেছেন:
বিনোদনের জন্যই তো ছবিটা তোলার আইডিয়াটা বের করেছিলাম। :P :P :P

১৩| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:০৬

মোস্তফা কামাল পলাশ বলেছেন: বরিশাল ও নিউখালি সহ সকল বাংলাদেশিকে অন্তরের অন্তস্হল থেকে অভিনন্দন শীতার্ত ও দুস্হ্য কিছু মানুষের মুখে হাসি ফোটানোর ব্যবস্হা করে দেবার জন্য।

১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৪

একজন আরমান বলেছেন:
দূরে থেকেও সব সময় সাথে থাকার জন্য ধন্যবাদ পলাশ ভাই। :)

মানবতার জয় হোক :)

১৪| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫০

দি সুফি বলেছেন: সাবরিনা সিরাজী তিতির বলেছেন: এভাবেই একদিন ভালো থাকবে সবাই । সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা !
:)

১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:০৭

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ সুফি সাহেব।

ভালো থাকুন। :)

১৫| ১৩ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:১৪

কান্ডারি অথর্ব বলেছেন:



বেঁচে থাকলে ইনশাল্লাহ আগামী বার আবারো তোদের সাথে যাওয়ার ইচ্ছে রয়েছে। তোদের জন্য অন্তরের অন্তরস্থল থেকে দোয়া রইল।

১৩ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪৪

একজন আরমান বলেছেন:
একরাশ কৃতজ্ঞতা ! :)

১৬| ১৩ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:২২

আমি নিন্দুক বলেছেন: ৫৩ ঘন্টা..!!
স্যালুট!



ভালো কাজে বরিশাল-নোয়াখালীও এক !
উরিবাবা!

১৩ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪৯

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ
ভালো থাকুন। :)

১৭| ১৩ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৩১

নাসরীন রহমান বলেছেন: COMMENDABLE EFFORT. GO AHEAD.

১৩ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪৯

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ
ভালো থাকুন। :)

১৮| ১৩ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪২

সামাইশি বলেছেন: আপানদের অসংখ্য ধন্যবাদ ও সশ্রদ্ধ সালাম।

১৩ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪৯

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ
ভালো থাকুন। :)

১৯| ১৩ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৬

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
অনেক অনেক অভিনন্দন!!!

১৩ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০২

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ স্বর্ণা।

প্রোপিকটা ইন্ট্রেস্টিং !

২০| ১৩ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৯

সাদমান সাদিক বলেছেন: পরবর্তীতে যাওয়ার ইচ্ছে আছে :) ,
শুভকামনা রইল ।।

২১| ১৩ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৯

সাদমান সাদিক বলেছেন: পরবর্তীতে যাওয়ার ইচ্ছে আছে :) ,
শুভকামনা রইল ।।

১৩ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৩

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ।
ভালো থাকুন। :)

২২| ১৩ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১০

ভিটামিন সি বলেছেন: উষ্ণতার হাসিমুখ দেখে ব্যাথিত + আনন্দিত দুটোই হলাম।
১. ব্যাথিতঃ আহা রে. শীতে আমার সোনার মানুষেরা কত কষ্টই না করে।
চোখে পানি চলে এসেছে।
২. আনন্দিতঃ যাক, এবারের শীতটা সোনার মানুষটাকে আর ছুতে পারবে না। দু চোখে আনন্দের বন্যা দেখতে পাচ্ছি। ভালো থেকো সোনার মানুষ।

কান্ডারী ভাই, আপনার কোন পিক আমি আগে দেখি নাই। এই পোষ্টেই প্রথম দেখলাম আপনার ছবি।

১৩ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৩

একজন আরমান বলেছেন:
মানবতার জয় হোক !

২৩| ১৩ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: স্যালুট!

১৩ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৫

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ
ভালো থাকুন। :)

২৪| ১৩ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০৮

ভিয়েনাস বলেছেন: সুন্দর উদ্যোগ।আবারো প্রমান হলো, মানুষ মানুষের জন্য......

সফল পরিসমাপ্তি দেখে ভালো লাগলো :)

আরও ভালো লাগলো বরিশাল-নোয়াখালির মিলন দেখে :P

১৩ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৬

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ আপু। :)

২৫| ১৩ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আহ! কী যে ভাল উদ্যোগ। যদি এই উদ্যোগে সামিল হতে পারতাম; তা হলে বিবেকের কাছে অন্তত কিছু দায় মুক্তি পেতাম।


আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।

আপনারা সব্বাই ভাল থাকবেন।

ধন্যবাদ।

১৩ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪২

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভ্রাতা।

ভালো থাকুন। :)

২৬| ১৩ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১৮

এহসান সাবির বলেছেন: প্রানঢালা অভিনন্দন।

শুভকামনা সবার জন্য।


পোস্ট +++++++++++

১৩ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪৩

একজন আরমান বলেছেন:

ধন্যবাদ প্রিয় সাবির ভাই।

ভালো থাকুন। :)

২৭| ১৩ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৪

বটবৃক্ষ~ বলেছেন:


নাইস পোস্ট!!
ডিলেইল অভি ভাইডির পোস্টে পড়েছি!! :)

অভিনন্দন & হ্যাটস অফ টু ইউ গাইজ!!

১৩ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪৩

একজন আরমান বলেছেন:
থ্যাংকস এ লট বটাপু :)

২৮| ১৩ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৭

মহামহোপাধ্যায় বলেছেন: সাধুবাদ রইল ভাইয়া সাথে শুভেচ্ছাও।

১৩ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪৬

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাইয়া।
ভালো থাকা হোক সর্বদা। :)

২৯| ১৩ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১০

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার উদ্যোগ। পোস্ট আর শীতার্তদের সহায়তা করা দুটোই ভাল লাগলো ।শীতার্তদের সহায়তা করা কান্ডারী ব্লগারদের জন্য লাল ছালাম । আরে কান্ডারী অথর্ব তো আছেনই। কেন যে তাকে অথর্ব নাম দেয়া হলো। কান্ডারী অথর্ব তো দারুণ কাজের।

১৩ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪৭

একজন আরমান বলেছেন:
আপনার মন্তব্যের সাথে সম্পূর্ণ একমত।

সাথে থাকার জন্য ধন্যবাদ প্রিয় সেলিম ভাই। :)

৩০| ১৩ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩২

নীলসাধু বলেছেন: গ্রেট এফোর্ট
স্যালুট


আমাদের আচার আচরণ মানবিক হোক এই কামনা করি।

১৩ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪৮

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ প্রিয় নীল'দা :)

৩১| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩৮

বেলা শেষে বলেছেন: ভার্চুয়াল সাইবেরিয়া ভ্রমন ভাল লাগল। শীতবস্র বিতরন কার্যক্রমে অংশগ্রহনকারী সকল ব্লগার ভাইদের কে শুভাচ্ছা।

১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৮

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ।
ভালো থাকুন। :)

৩২| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:১২

মাসুম আহমদ ১৪ বলেছেন: খুব ভালো একটা কাজ করলেন !

১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৯

একজন আরমান বলেছেন:
আপনারা সাথে আছেন বলেই ভালো কিছু করার সাহস পাই।

ভালো থাকুন প্রিয় মাসুম ভাই। :)

৩৩| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৪

অনাহূত বলেছেন: এভাবেই...

১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৫

একজন আরমান বলেছেন:
হ্যাঁ এভাবেই আসবে পরিবর্তন !

৩৪| ১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:০১

অন্তরন্তর বলেছেন:


আপনি সহ সকলকে আল্লাহ্‌ দীর্ঘজীবী করুক।
আপনাদের সকলকে স্যালুট।
শুভ কামনা।

১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:২৭

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই।

ভালো থাকা হোক সর্বদা। :)

১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:২৭

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই।

ভালো থাকা হোক সর্বদা। :)

৩৫| ১৪ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩২

জলপরী১৮ বলেছেন: (y)

১৪ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৩

একজন আরমান বলেছেন:
:)

৩৬| ১৪ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩২

সায়েম মুন বলেছেন: এরকম কাজের জন্য আপনাদের স্যালুট।

১৪ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪৩

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ সায়েম ভাই।

ভালো থাকুন। :)

৩৭| ১৪ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০৪

ইখতামিন বলেছেন:
এমন সুন্দর ও মহত উদযোগই আপনাদের বাঁচিয়ে রাখবে অনেক দিন। আপনাদের সাথে যুক্ত হতে পারলে ভালো হতো।

মানুষ মানুষেরই জন্যে।
ভালো থাকুন।
শুভ কামনা রইলো।

১৪ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫০

একজন আরমান বলেছেন:
আমরা আছি সব সময়। যে কোন সময় স্বাগতম।

আপনিও ভালো থাকুন। :)

৩৮| ১৪ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৮

একজন ঘূণপোকা বলেছেন: সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা !

১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:২২

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ আপনাকে।
ভালো থাকুন। :)

৩৯| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:০৭

বেকার সব ০০৭ বলেছেন: আপনাদের সবাই কে অন্তর থেকে স্যালুট জানাই এই ভাল কাজের জন্য, বিশেষ করে নাজমুল হোসেইন সুজন কে অনেক অনেক অভিনন্দন। পাশে আছি্ এবং থাকবো ।
আমাদের দেশে দুর্নীতি বন্ধ হয়ে গেলে হয়তো গরিবদের এত কষ্ট করতে হত না

১৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০০

একজন আরমান বলেছেন:
সুন্দর বলেছেন।
ধন্যবাদ,
ভালো থাকুন। :)

৪০| ১৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৮

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ভালো কাজে আরও অনেক মানুষের অংশগ্রহণ চলতে থাকুক

আপনাদের অনেক ধন্যবাদ ওনাদের পাশে দাঁড়ানোর জন্য

শুভ কামনা

১৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫০

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ,
ভালো থাকুন রাসেল ভাই। :)

৪১| ২১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০০

মেহেরুন বলেছেন: আরমান তোর বিয়ের পোস্ট পড়লাম। :) অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা তোদের জন্য। দোয়া করি তোরা আনন্দে থাক। হাসি-খুশি থাক সবসময়। আমার জন্য দোয়া রাখিস। নে মিষ্টি মুখ কর।

Click This Link
Click This Link

২১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২৩

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ আপু দোয়া করো আমাদের জন্য । :)

৪২| ২১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১২

ইসতিয়াক অয়ন বলেছেন: প্রশংসনীয় কাজ !! অসাধারন !!

২১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২৫

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ।
ভালো থাকুন। :)

৪৩| ১৭ ই মার্চ, ২০১৪ রাত ১১:১৪

গাধা মানব বলেছেন: ব্লগে আসা কম হয়। তবে এই ধরণের পোষ্ট পড়ে মন সত্যিই ভাল হয়ে যায়।

পুরো টীমকে স্যালুট। :)

১৯ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:৫৩

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভ্রাতা। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.