নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী !!!\n\nমেইল করতে চাইলে: [email protected]

একজন আরমান

জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী!

একজন আরমান › বিস্তারিত পোস্টঃ

দিবা, নিশি কিংবা দ্বিপ্রহরেও ভালোবাসি !

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৪৮



অনিশ্চিত জীবনে সুখের বেসাতি ছড়াতে হয়তো পারবো না,

কিন্তু তাই বলে যে তোমায় ভালবাসতে পারবো না এমনটিতো নয় !

তোমার চোখের কাজল লেপ্টে দিয়ে

ভালোবাসার সিল মোহর এঁকে দিতে তবে বল বাঁধা কোথায়?



বিশ টাকা দিয়ে গোলাপ কিনে

প্রেম নিবেদন করিনি বলে কি ভালোবাসি না?

নিরর্থক প্রলাপকে বারংবার কবিতা বানানোর অপচেষ্টা

কি তবে আমার ভালোবাসার বহিঃপ্রকাশ নয়?



বিলবোর্ডে ঝুলে থাকা মস্ত বড় ডায়মন্ড নেকলসের

ব্র্যান্ড এম্বাসেডর করতে পারিনি বলে কি তোমায় ভালোবাসি না?

তবে তোমার ঐ ছোট্ট নাকফুলে কি আমার ভালোবাসা মিশে নেই?



প্রিয় বধূ,

ভালোবাসা মাপতে যেও না,

শুধু যতোটুকু দিয়ে যাচ্ছি আঁজল ভরে তুলে নাও।



- একজন আরমান

১৪/০২/২০১৪

রাত ১২:১৯:৪৬



উৎসর্গঃ আমার প্রিয়তমা স্ত্রী'কে



সাইট লিংকঃ

মন্তব্য ৬৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (৬৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৫৯

স্বপ্নবাজ অভি বলেছেন: আহা ! এহেম ! লাভিউ

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:০১

একজন আরমান বলেছেন:
লাভিউ ঠু দোস্ত !

আমার বউ তোরে খালি হিংসা করে !

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:০২

সুমন কর বলেছেন: উৎস আর কবিতা ভাল লাগল। ;) ;)


অ.প. প্রতি পোস্টের শেষে সাইট লিংক না দিলে, মন্দ হয় না।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:০৮

একজন আরমান বলেছেন:
হেহে। ধন্যবাদ !

অ.ট.ঊঃ সেলফ মার্কেটিং এর অংশ ওইটা। নিজের সাইটের মার্কেটিং করি আর কি ! ;) মার্কেটিং এর অনেক কিছুই আমাদের ভালো লাগে না। কিন্তু কি আর করার ! ;)

৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:০৬

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
তোমার চোখের কাজল লেপ্টে দিয়ে
ভালোবাসার সিল মোহর এঁকে দিতে তবে বল বাঁধা কোথায়?


প্রিয় বধূ,
ভালোবাসা মাপতে যেও না,
শুধু যতোটুকু দিয়ে যাচ্ছি আঁজল ভরে তুলে নাও।


অভিনন্দন আর অনেক ভালোলাগা ! ++

শুভ বসন্ত ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:০৯

একজন আরমান বলেছেন:
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আর বসন্তের শুভেচ্ছা। :)

৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৩১

উজবুক ইশতি বলেছেন: খুব রোমানটিক। ভাল লাগল।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৪১

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ইশতি ভাই। :)

৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:৫২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভালোই লাগল! অভিনন্দন!! :)

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৪২

একজন আরমান বলেছেন:
অনেক ধন্যবাদ ভাইয়া। :)

৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:১৬

সেলিম আনোয়ার বলেছেন: প্রিয় বধূ,
ভালোবাসা মাপতে যেও না,
শুধু যতোটুকু দিয়ে যাচ্ছি আঁজল ভরে তুলে নাও।


সুন্দর + একে বারে খাটি কথা ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৪২

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ সেলিম ভাই। :)

৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:২৮

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ভালু লাগলো :)





আমার বউ তোরে খালি হিংসা করে ! :|| :||

---- এইডা কি আচিলো?

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৩

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ বর্ষণ। :)

বড়দের সব কথা কানে নিতে হয় না। ;)

৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৪১

মাসুম আহমদ ১৪ বলেছেন: একটু আগে ফেইসবুকে পড়লাম। ভালা লাগছে

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৪

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ মাসুম ভাই। :)

৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

প্রিয় বধূ,
ভালোবাসা মাপতে যেও না,
শুধু যতোটুকু দিয়ে যাচ্ছি আঁজল ভরে তুলে নাও।


ভালো লাগলো।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৩

একজন আরমান বলেছেন:
অনেক ধন্যবাদ সোনাবীজ ভাই। :)

১০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৪

বশর সিদ্দিকী বলেছেন: ভালবাসা দিবসে খরচ বাচানোর এক্সকিউজে খুব সুন্দর একটা কবিতা দিছেন। ভাল একটা বুদ্ধিও দিলেন। সামনে কামে লাগব।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৪

একজন আরমান বলেছেন:
আহাহাহাহ।

আপনিই একমাত্র আমার আইডিয়া টা ধরতে পারছেন। ;)

কিপ ইট সিক্রেট ! ;)

১১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:১৭

পুরানো আমি বলেছেন: প্রিয় বধূ,
ভালোবাসা মাপতে যেও না,
শুধু যতোটুকু দিয়ে যাচ্ছি আঁজল ভরে তুলে নাও।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৪

একজন আরমান বলেছেন:
হ্যাঁ ! সেটাই !

১২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৫

এম মশিউর বলেছেন: একদিন আমারো বউ হবে; সেদিন আমিও তাকে একটা টাটকা ভালোবাসার কবিতা লিখে উৎস্বর্গ করবো! :-B

(ইচ্ছাকৃতভাবে উৎস্বর্গ বানান ভুল লিখলাম)


কবিতা ভালো লেগেছে। :)

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:০৮

একজন আরমান বলেছেন:
আহাহাহহাহা।

আচ্ছা ঠিক আছে !

ভুল করার কারণ কি?

ধন্যবাদ মশিউর। :)

১৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৬

উদাস কিশোর বলেছেন: চমত্‍কার , চমত্‍কার ।
অনেক ভাল লাগলো

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:০৮

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভ্রাতা। :)

১৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪৬

মামুন রশিদ বলেছেন: বাহ বাহ! সুন্দর ।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:১৮

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ মামুন ভাই। :)

১৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১৬

সকাল রয় বলেছেন:


প্রিয় বধূ,
ভালোবাসা মাপতে যেও না,
শুধু যতোটুকু দিয়ে যাচ্ছি আঁজল ভরে তুলে নাও।



ভালোবাসা মাপা যায়না। তবু তার চেষ্টা করা হয়।

ভালো লাগলো

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:১৮

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ সকাল ভাই। :)

১৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:০৪

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: হে হে ফাঁকিবাজ হাসব্যান্ড , কবিতা দিয়ে ভুলায় ভুলায় রাখতে চায় । ভাবীর জন্য সমবেদনা আর আপনার জন্য নিন্দা । :P :P

কবিতা ভালো লাগছে । আরও মধুর মধুর শব্দগুচ্ছের অপেক্ষায় থাকলাম । শুভকামনা জানবেন । :)

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪১

একজন আরমান বলেছেন:
দু চার লাইনেই যদি খরচ বাঁচানো যায় তবে মন্দ কি? :P


ধন্যবাদ আদনান ভাই। :)

১৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০০

মুদ্‌দাকির বলেছেন: কবিতায় ম্যারিড ম্যারিড একটা ভাব এসেছে ;)

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১৯

একজন আরমান বলেছেন:
হেহে।
থ্যাঙ্কু ! ;)

১৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:২৫

এহসান সাবির বলেছেন: ফাগুনের শুভেচ্ছা রইলো।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:১৩

একজন আরমান বলেছেন:
আপনাকেও ফাগুনের শুভেচ্ছা প্রিয় সাবির ভাই। :)

১৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৪০

এহসান সাবির বলেছেন: সরি ভাই... ফোন অফ....

আমি আপনাকে কল দেব।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৩

একজন আরমান বলেছেন:
আচ্ছা। :)

২০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:০০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: কবিতা সুন্দর। শেষে লাইনগুলোতে মজা পেলাম :)

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৩

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ প্রিয় মইনুল ভাই। :)

২১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪৬

এরিস বলেছেন: এম মশিউর বলেছেন: একদিন আমারো বউ হবে; সেদিন আমিও তাকে একটা টাটকা ভালোবাসার কবিতা লিখে উৎস্বর্গ করবো! :D

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৫১

একজন আরমান বলেছেন:
:P :P :P

২২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৬

ডট কম ০০৯ বলেছেন: প্রিয় বধূ,
ভালোবাসা মাপতে যেও না,
শুধু যতোটুকু দিয়ে যাচ্ছি আঁজল ভরে তুলে নাও।

মাপামাপির দরকার নাই।মাপতে গেলেই ভুল।


দারুন লাইন মিতা।
লাভ ইউ এন্ড ইউর কবিতা।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৬

একজন আরমান বলেছেন:
হ্যাঁ সেটাই। ভুল করার চেয়ে হিসেব না করাই শ্রেয় !

লাস্ট লাইনেরর কমপ্লিমেন্ট পড়ে আবেগে আপ্লুত হয়ে গেছি মিতা। লাভ ইউ ঠু। :#> :#> :#>

২৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৩

ডট কম ০০৯ বলেছেন: ভাবীরে আবার কইয়েন না কিন্তু তাইলে আমার খবর আছে :ঢ়

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৮

একজন আরমান বলেছেন:
আহাহাহহা।

আপনার আগে আরও সিরিয়াল আছে ! ;)

২৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৯

নেক্সাস বলেছেন: বিলবোর্ডে ঝুলে থাকা মস্ত বড় ডায়মন্ড নেকলসের
ব্র্যান্ড এম্বাসেডর করতে পারিনি বলে কি তোমায় ভালোবাসি না?
তবে তোমার ঐ ছোট্ট নাকফুলে কি আমার ভালোবাসা মিশে নে



বাহ বেশতো

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:০২

একজন আরমান বলেছেন:
আপনার মতো ব্লগারদের মন্তব্য সত্যিই অনুপ্রেরনাদায়ক।

অনেক অনেক ধন্যবাদ সুপ্রিয় নেক্সাস ভাই। :)

২৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫২

একলা ফড়িং বলেছেন: বিশ টাকা দিয়ে গোলাপ কিনে
প্রেম নিবেদন করিনি বলে কি ভালোবাসি না?


চমৎকার! :)

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১২

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ। :)

২৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:২২

মেহেরুন বলেছেন: বাহ!! বাহ!!

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৯

একজন আরমান বলেছেন:
:)

২৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: বিয়ের পরের ভালবাসা-ই হলো প্রকৃত ভালবাসা আগের গুলো সব লুতুপুতু।





ধন্যবাদ। ভাল থাকবেন।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩০

একজন আরমান বলেছেন:
আহাহাহা।
ভালো বলেছেন তো।

আপনাকেও অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। :)

২৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫

বেলা শেষে বলেছেন: প্রিয় বধূ,
ভালোবাসা মাপতে যেও না,
শুধু যতোটুকু দিয়ে যাচ্ছি আঁজল ভরে তুলে নাও।

I have to respect you!!!
good & great luck to you.
up to next time...

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৩৯

একজন আরমান বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ।

ভালো থাকুন। :)

২৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৫৬

অস্পিসাস প্রেইস বলেছেন: "ভালোবাসা মাপতে যেও না,
শুধু যতোটুকু দিয়ে যাচ্ছি আঁজল ভরে তুলে নাও"

বিয়ের পরের ভালবাসা-ই হলো প্রকৃত ভালবাসা।ভালো লাগল! অভিনন্দন!!

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৪০

একজন আরমান বলেছেন:
অনেক ধন্যবাদ ভ্রাতা। :)

৩০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৫

আবু সালেহ বলেছেন:
ভাইজান আছেন কেমন?????????লেখার মাঝে ভালোলাগা.......+++

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:১৬

একজন আরমান বলেছেন:
আছি আলহামদুলিল্লাহ্‌ !
এতদিন পর !!!
কেমন আছেন আপনি?
কোন খোঁজ খবর নেই !!!

৩১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:২০

অদ্বিতীয়া আমি বলেছেন: দিবা, নিশি কিংবা দ্বিপ্রহরেও ভালোবাসি ----- শিরোনাম চমৎকার লেগেছে ।

প্রিয় বধূ,
ভালোবাসা মাপতে যেও না,
শুধু যতোটুকু দিয়ে যাচ্ছি আঁজল ভরে তুলে নাও।

সুন্দর , ভাল লাগছে ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৫

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ আপু। :)

৩২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:০৭

আমি সাদমান সাদিক বলেছেন: ভালো লাগল , আরমান ভাই :)

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:২৭

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ সাদমান ভাই। :)

৩৩| ০৩ রা মার্চ, ২০১৪ সকাল ৯:০৪

আতাউররহমান১২০০৭ বলেছেন: আরমান ভাই বিয়ে করলেন কবে ? দাওয়াত পাইলাম না । :((

০৩ রা মার্চ, ২০১৪ দুপুর ১২:৫৮

একজন আরমান বলেছেন:
থ্রিজি বিয়ে রে ভাই। আমি নিজেই দাওয়াত পাই নাই। :(

৩৪| ০৩ রা মার্চ, ২০১৪ সকাল ৯:৩৩

অদৃশ্য বলেছেন:






চমৎকার হয়েছে আরমান ভাই... যে ভালোবাসবে সে তা মাপতে যাবেনা...


শুভকামনা...

০৩ রা মার্চ, ২০১৪ দুপুর ১২:৫৮

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ প্রিয় অদৃশ্য ভাই। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.