নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী !!!\n\nমেইল করতে চাইলে: [email protected]

একজন আরমান

জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী!

একজন আরমান › বিস্তারিত পোস্টঃ

ভুলে যেতে পারেন প্রিয় মুহূর্তগুলো !

০৩ রা মার্চ, ২০১৪ বিকাল ৩:০৩





আমরা অনেকেই হয়তো চাই পেছনের দুঃসহ স্মৃতিগুলিকে ভুলে যেতে। চাইলেও তা আমরা পারি না। কিন্তু মানুষ অনেক সময় তার পেছনের প্রিয় মুহূর্তগুলো, স্মৃতিগুলো ভুলে যায় ! যে রোগের কারনে এটা হয়ে থাকে তার নাম এমনেশিয়া ! এমনেশিয়া হল এমন একটি রোগ যা হলে আপনি আপনার পেছনের সমস্ত স্মৃতি ভুলে যাবেন আর না হলে নতুন করে কোন স্মৃতি আপনার তৈরি হবে না !



কেন হয় এই এমনেশিয়া?



সাধারণত তিনটি কারনে এমনেশিয়া হতে পারে।

০১।

মাথায় গুরুতর আঘাত থেকে।

০২।

মানসিক আঘাত থেকে।

০৩।

বড় ধরণের কোন শারীরিক আঘাত থেকে।



এছাড়াও ইলেক্ট্রোকনভালসিভ থেরাপি এবং অতিরিক্ত মদ্যপানের কারনেও মাঝে মাঝে এমনেশিয়া হতে পারে।



ধরনঃ

রোগীদের সাধারণত দুই ধরণের এমনেশিয়া দেখা যায়। রিট্রোগ্রেড এমনেশিয়া ও এন্টিরোগ্রেড এমনেশিয়া। রিট্রোগ্রেড এমনেশিয়া হলে মানুষ তার পেছনের সব স্মৃতি ভুলে যায়। আর এন্টিরোগ্রেড এমনেশিয়া হলে মানুষ তার পেছনের স্মৃতি মনে করতে পারে, কিন্তু নতুন করে কিছু মনে রাখার ক্ষমতা হারিয়ে ফেলে। রিট্রোগ্রেড এমনেশিয়া ও এন্টিরোগ্রেড এমনেশিয়া আসলে একে অপরের বিপরীত।



এছাড়া আরও কয়েক ধরনের এমনেশিয়া হতে পারে। যেমনঃ



পোষ্ট ট্রামাটিক এমনেশিয়াঃ এটা সাধারনত মাথায় গুরুতর আঘাত থেকে হতে পারে। এটা সাধারণত অস্থায়ী হয়ে থাকে। তবে কিছু কিছু ক্ষেত্রে স্থায়ী কিংবা মিশ্রও হতে পারে।



ডিসোসিয়েটিভ এমনেশিয়াঃ মাথায় বা শরীরের অন্য কোথাও আঘাত দ্বারা সৃষ্টি হতে পারে। একে অরগানিক এমনেশিয়াও বলা হয়ে থাকে।



ল্যাকুনার এমনেশিয়াঃ ল্যাকুনার এমনেশিয়া সাধারণ কোন একটি নির্দিষ্ট ইভেন্টের উপর হয়ে থাকে। এটা হলে রোগী কোন একটি নির্দিষ্ট জিনিস/স্মৃতি ভুলে যায়।



চাইল্ডহুড এমনেশিয়াঃ অনেক সময় শৈশবের অনেক কিছুই মনে থাকে না, কিংবা চাইলেও মনে করতে পারে না এ ধরনেই রোগীরা। শৈশবে মস্তিষ্কের উন্নয়নে বাঁধা পেলে এমনটা হতে পারে।



ট্রানজিয়েন্ট গ্লোবাল এমনেশিয়াঃ মেডিকেল সায়েন্সে এই ধরনের এমনেশিয়া বহুল প্রচলিত। এই ধরনের এমনেশিয়ায় আক্রান্ত রোগী তার কয়েক মিনিট আগের স্মৃতিও ভুলে যায় !



সোর্স এমনেশিয়াঃ এ ধরনের এমনেশিয়ার রোগী আমরা কম বেশি সকলেই ! আগে কোন একটি বিষয়ে জেনেছেন, কিন্তু প্র্যাক্টিকালি যখন করতে যাবেন তখন অনেক সময়ই সেই বিষয়ে আর কিছু মনে করতে পারছেন না। এমনটি অনেক সময়ই আমাদের হয়ে থাকে। একেই সোর্স এমনেশিয়া বলে।



প্রোসোপ্যামনেশিয়াঃ এ ধরনের রোগ হলে রোগী তার সামনের মানুষটিকে চিনতে বা মনে করতে অসমর্থ হয় !



চিকিৎসাঃ

এমনেশিয়া রোগের জন্য নির্দিষ্ট কোন ওষুধ নেই। সাধারণত এটা আপনা আপনিই ভালো হয়ে যায়। তবে ডাক্তাররা কিছু থেরাপিও ট্রাই করে থাকেন। যেমন রোগীর সাথে লম্বা সময় ধরে কথোপকথন চালিয়ে গেলে রোগী তার কতোটুকু মনে রাখতে পারেন সেটা নির্ণয় করা হয়। পুরনো ক্যালেন্ডার, ছবি এগুলি অনেক সময় স্মৃতি ফিরিয়ে আনতে সাহায্য করে। কখনো পুরো স্মৃতি ফিরে আসে কখনোবা খানিকটা।





তথ্য সুত্রঃ ইন্টারনেট

মন্তব্য ৮৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (৮৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০১৪ বিকাল ৩:০৯

বেলা শেষে বলেছেন: যেমন রোগীর সাথে লম্বা সময় ধরে কথোপকথন চালিয়ে গেলে রোগী তার কতোটুকু মনে রাখতে পারেন সেটা নির্ণয় করা হয়।
...so patients they do not want to talk, please write more & more....

০৩ রা মার্চ, ২০১৪ বিকাল ৩:৩২

একজন আরমান বলেছেন:
শেষ লাইন বুঝি নি।

২| ০৩ রা মার্চ, ২০১৪ বিকাল ৩:০৯

সেলিম আনোয়ার বলেছেন: জেনে রাখা ভাল ।তথ্যবহুল গুরুত্বপূর্ণ পোস্ট+

০৩ রা মার্চ, ২০১৪ বিকাল ৩:৩২

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ সেলিম ভাই।

৩| ০৩ রা মার্চ, ২০১৪ বিকাল ৩:১৭

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
'মোমেন্টো', 'ফিফটি ফার্স্ট ডেটস'- এন্টিরোগ্রেড এমনেশিয়া।

০৩ রা মার্চ, ২০১৪ বিকাল ৩:৩৩

একজন আরমান বলেছেন:
Born সিরিজের সবগুলো মুভি এমনেশিয়ার উপর !

কেমন আছো?

৪| ০৩ রা মার্চ, ২০১৪ বিকাল ৩:৩২

মুদ্‌দাকির বলেছেন: Nice post

০৩ রা মার্চ, ২০১৪ বিকাল ৩:৩৪

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ। :)

৫| ০৩ রা মার্চ, ২০১৪ বিকাল ৩:৩৩

একলা ফড়িং বলেছেন: বাংলা সিনেমার নায়কদের তাহলে পোস্ট ট্রামাটিক এমনেশিয়া হতো! মাথায় আবার আঘাত পেলে ঠিক হয়ে যেত!! =p~ :P


এমনেশিয়া সম্পর্কে খুব অল্পই জানতাম এতদিন, অনেক কিছু জানা গেলো আজকে :)

০৩ রা মার্চ, ২০১৪ বিকাল ৩:৩৬

একজন আরমান বলেছেন:
আহাহাহাহহা।

মুভি দেখে জানতে ইচ্ছে হয়েছিল, তাই নিয়েই লিখেছি।

৬| ০৩ রা মার্চ, ২০১৪ বিকাল ৩:৩৮

বৃষ্টিধারা বলেছেন: আমি ইদানীং মানুষের নাম মনে রাখতে পারি না, আবার নাম মনে রাখলে চেহারা মনে আসে না । :'(

০৩ রা মার্চ, ২০১৪ বিকাল ৩:৪০

একজন আরমান বলেছেন:
মাঝে মাঝে আমি অনেক বার গিয়েছি এমন জায়গা চিনতে পারি না। :(

৭| ০৩ রা মার্চ, ২০১৪ বিকাল ৩:৪৫

বৃষ্টিধারা বলেছেন: আমার মনে হয় এক সময় আমি আমার খুব আপন মানুষ কে ও চিনতে পারবো না , ব্রেন ডাল হয়ে গেছে । খুব ডাল ।

:(( :(( :((

০৩ রা মার্চ, ২০১৪ বিকাল ৩:৫৩

একজন আরমান বলেছেন:
হতেই পারে। আমার মনে হয় সব মানুষের মাঝেই এই রোগটা আছে কম বেশি !

৮| ০৩ রা মার্চ, ২০১৪ বিকাল ৩:৫১

নীলসাধু বলেছেন: শুভেচ্ছা একজন আরমান।
জেনে রাখলাম তথ্যগুলো :)

০৩ রা মার্চ, ২০১৪ বিকাল ৩:৫৮

একজন আরমান বলেছেন:
আপনাকেও শুভেচ্ছা সুপ্রিয় নীলদা :)

৯| ০৩ রা মার্চ, ২০১৪ বিকাল ৪:১১

হাতীর ডিম বলেছেন: আমি কে? তোমরা কারা? আমি এখানে কেন?

চানাচুর খেলে কে এই রোগ থেকে মুক্তি পাওয়ার কোন সম্ভবনা আছে? B-) B-)

০৩ রা মার্চ, ২০১৪ বিকাল ৪:৪৫

একজন আরমান বলেছেন:
তুই ডিম। ভুল করে আসছিস এইখানে।

আমি চানাচুর খাই না। তোর ভাবী খায় ! সে ভালো বলতে পারবে।

১০| ০৩ রা মার্চ, ২০১৪ বিকাল ৪:১৫

আমি ইহতিব বলেছেন: ২ বছর পূর্তিতে অভিনন্দন আরমান।

অন্যরকম পোস্ট ভালো লাগলো। এমনেশিয়া মনে হয় রোগীর চেয়েও রোগীর আত্মীয়দের জন্য বেশী কষ্টকর হয়। ইসহাক ভাইয়ের লেখা এমন একটা গল্প পড়েছি অদ্ভুত অবসর বইটিতে।

০৩ রা মার্চ, ২০১৪ বিকাল ৪:৪৬

একজন আরমান বলেছেন:
আমি মুভি দেখেছি এমনেশিয়ার উপর, সেই থেকে লেখার উৎসাহ !

অনেক ধন্যবাদ আপু। :)

১১| ০৩ রা মার্চ, ২০১৪ বিকাল ৪:৪৬

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: একলা ফড়িং বলেছেন: বাংলা সিনেমার নায়কদের তাহলে পোস্ট ট্রামাটিক এমনেশিয়া হতো! মাথায় আবার আঘাত পেলে ঠিক হয়ে যেত!! =p~ :P

০৩ রা মার্চ, ২০১৪ বিকাল ৪:৪৮

একজন আরমান বলেছেন:
আমার যদি কাস্টমাইজড এমনেশিয়া হতো তাহলে বড় ভালো হতো। :(

১২| ০৩ রা মার্চ, ২০১৪ বিকাল ৪:৫০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: তথ্যবহুল পোস্ট। প্রিয়তে নিয়ে গেলাম,,,,,,,,,

০৩ রা মার্চ, ২০১৪ বিকাল ৫:১০

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ আপু। :)

১৩| ০৩ রা মার্চ, ২০১৪ বিকাল ৫:৫২

নীল বরফ বলেছেন: আমি বিল্ডিঙের মধ্যে ঢুকলে দিক হারিয়ে ফেলি!!! এটা নিয়ে যে কি পরিমাণ বিব্রতকর অজ্ঞিতা তা লিখে শেষ হবেনা!! :-& :-&

০৩ রা মার্চ, ২০১৪ বিকাল ৫:৫৯

একজন আরমান বলেছেন:
আমি প্রায় ই গলি হারিয়ে ফেলি !

১৪| ০৩ রা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৫৯

কালোপরী বলেছেন: :)

০৩ রা মার্চ, ২০১৪ রাত ১১:৩১

একজন আরমান বলেছেন:
ভালো থেকো, আমাদের জন্য দোয়া করো। :)

১৫| ০৩ রা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৪৫

মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: আপনাদের গবেষনার সাথে আমি একমত না। স্পাইরাল কর্ডে কিছু গুরুতর সমস্যার কারনে স্মৃতি ভ্রম হতে দেখা যায়। আপনাদের কাছে এমন কোনো রোগী থাকলে আমার কাছে নিয়ে আসুন-- দেখবেন কি হয়!!! মানুষিক রোগ বা এ সক্রান্ত ব্যপারে না বুঝে কথা বলবেন না।

আসিফ ০১৭১৭০৪৪৯১৯

০৩ রা মার্চ, ২০১৪ রাত ১১:৩২

একজন আরমান বলেছেন:
স্যার আপনি কি ডাক্তার? :-B :-B :-B

১৬| ০৩ রা মার্চ, ২০১৪ রাত ৮:৪২

মামুন রশিদ বলেছেন: আমার ডিমেনসিয়া হয়েছে । জরুরী মূহুর্তে অনেক কিছু ভুলে যাই, মাঝে মাঝে নিজের নামও :(

০৩ রা মার্চ, ২০১৪ রাত ১১:৩২

একজন আরমান বলেছেন:
ডিমনেশিয়া আবার কি? B:-) B:-) B:-)

১৭| ০৩ রা মার্চ, ২০১৪ রাত ৯:২৪

দি সুফি বলেছেন: জেয়সন বর্ন সিরিজ, ফিফটি ফার্স্ট ডেইট, ডার্ক সিটি, মেমেন্টো - অ্যামনেশিয়ার উপর বেশ ভালো কিছু মুভি।

বেশ অ্যামনেশিয়াবহুল পোষ্ট। B-))

০৩ রা মার্চ, ২০১৪ রাত ১১:৩৩

একজন আরমান বলেছেন:
বর্ন সিরিজ দেখেই আমার এই পোস্ট লেখার খায়েশ জাগছিল।

১৮| ০৩ রা মার্চ, ২০১৪ রাত ৯:৩১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
এই রোগ আমার থাকতে পারে! এবং ব্যাপারটা এনজয়ই করি ;)

০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ১০:২৫

একজন আরমান বলেছেন:
আমার আছে। আমি শিওর। কিন্তু আমি সব সময় এনজয় করতে পারি না। :(

১৯| ০৩ রা মার্চ, ২০১৪ রাত ১০:১৬

মোঃ নুরুল আমিন বলেছেন: হঠাত্‌ অনেক কিছুই ভুলে যাই.।
ভাল জিনিস দিয়েছেন

০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ১০:২৫

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ।

২০| ০৩ রা মার্চ, ২০১৪ রাত ১০:১৬

সুমন কর বলেছেন: কবি দেখি ডাক্তার হয়ে গেল !!!

আমার কিন্তু উল্টো ! আমি আবার সহজে কোন ঘটনা ভুলতে পারি না। খুব পীড়া দেয়। ঘুমাতে পারি না।

পোস্ট দারুণ হয়েছে। শেয়ার করার জন্য ধন্যবাদ।

০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ১০:২৭

একজন আরমান বলেছেন:
কিছু জিনিস ভোলা যায় না, আবার অনেক জিনিস সহজেই ভুলে যাই। বর্ন সিরিজের মুভি দেখেই আমার এই পোস্ট লেখার ইচ্ছে জাগছিল।

২১| ০৩ রা মার্চ, ২০১৪ রাত ১০:৫৮

বেকার সব ০০৭ বলেছেন: আমি ৩-৪ টা মোবাইল ফোন নাম্বার ছারা বেশি নাম্বার মনে থাকে না। তার মানে কি আমি এমনেশিয়া আক্রান্ত।

তথ্যবহুল পোস্ট জেনে ভাল লাগলো

০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ১০:২৮

একজন আরমান বলেছেন:
আমারও ! হতেই পারে। আমার তো মনে হয় কম বেশি সবারই এমনেশিয়া আছে !

২২| ০৩ রা মার্চ, ২০১৪ রাত ১১:৫৩

আশিক মাসুম বলেছেন: হাহা ব্লগে যানি কেমনে কমেন্ট করতে হয়!!!??

০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ১০:৩০

একজন আরমান বলেছেন:
আরে মাসুম ভাই যে !!! কতো দিন পর এলেন, অনেক কিছু তো ভুলবেন ই !!! গতকালও আড্ডা দেবার সময় সকাল চারটার সময় আপনার সেই ২৯ খেলা আড্ডা পোষ্টের কথা বলছিলাম, সারা রাত আড্ডা দিয়ে সকালে একসাথে নাস্তা !! খুব মিস করি সেই দিনগুলি !

২৩| ০৩ রা মার্চ, ২০১৪ রাত ১১:৫৭

কান্ডারি অথর্ব বলেছেন:


গুড পোস্ট আরমান।

০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ১০:৩১

একজন আরমান বলেছেন:
থ্যাঙ্কু ভাইয়া ^_^

২৪| ০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ১২:৫২

*কুনোব্যাঙ* বলেছেন: প্লাসের চাক্কা ঘুরতেই আছে তাই মন্তব্যে ভালোলাগাটা জানিয়ে গেলাম :)

০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ১০:৩৩

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ প্রিয় ব্যাঙ ভাই :)

আপনার পোষ্টের অপেক্ষায় আছি।

২৫| ০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ১:০৬

স্বপ্নবাজ অভি বলেছেন: এক সময় তুই ভুলে যাবি তুই এই পোষ্ট দিয়েছিলি !
কান্ডারী অথর্ব বলেছেন , আমিও বলছি গুড পোষ্ট আরমান !
আমারে ভুলে যাস না যেন !!

০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ১০:৩৪

একজন আরমান বলেছেন:
আহাহাহাহহা।
সে ঠিক !

তোকে কি ভুলতে পারি? কিছু জিনিস কখনো ভোলা যায় না রে।

লাভিউ দোস্ত। :)

২৬| ০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ২:৫১

অদ্বিতীয়া আমি বলেছেন: ++++
ভুলে যাওয়া প্রবলেম আমার খুব ভাল ভাবেই আছে । জানা হল অনেক কিছু ।

দ্বি বর্ষপূর্তিতে অভিনন্দন ।

০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ১০:৪০

একজন আরমান বলেছেন:
অনেক ধন্যবাদ আপু।
আমি প্রায়ই অনেক জায়গা ভুলে যাই। একটা ভাইয়ার বাসায় আমি অনেকবার গিয়েছি, কিন্তু এখনও তার বাসার গলি হারিয়ে ফেলি !

২৭| ০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ৩:৫৯

সায়েদা সোহেলী বলেছেন: জ্ঞানের পোস্ট , ++

আমি যে এই মুহুর্তের কথা এই মুহুর্তেই ভুলে যাই :( :(( আবার এক যুগ আগের কথাও ভুলিনা !! /:)

০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ১০:৪১

একজন আরমান বলেছেন:
আমারও একই প্রবলেম। ক্লাস ওয়ানের অনেক স্মৃতি এখনও মনে আছে। আবার দুদিন আগে কোন এক জায়গায় গিয়েছি, সেই জায়গাতে যাবার জায়গা ভুলে গেছি ! :(

২৮| ০৪ ঠা মার্চ, ২০১৪ ভোর ৬:৫৫

বৃতি বলেছেন: বাংলা ম্যুভিতে আগে দেখেছি মাথায় এক বাড়ি খেয়ে এমনেশিয়ায় আক্রান্ত নায়ক বা নায়িকা। তখন থেকে অপেক্ষা করতাম দ্বিতীয় বাড়িটা কখন খাবে স্মৃতি ফিরে আসার জন্য :P :P

জাস্ট ফান করলাম। পোস্ট অনেক সুন্দর হয়েছে। শুভকামনা :)

০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ১০:৪৪

একজন আরমান বলেছেন:
আহাহাহহাহা।

নায়িকা গাড়ি এক্সিডেন্ট করে নায়ককে ভুলে গেছে, নায়ক নায়িকাকে জোড়ে একটা থাপ্পর দিলে আবার পুরনো স্মৃতি ফিরে আসে ! :P

২৯| ০৫ ই মার্চ, ২০১৪ রাত ১:৩০

মামুন রশিদ বলেছেন: ডিমেনশিয়া হলো এমনেশিয়ার ছোট ভাই !

০৫ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:০৮

একজন আরমান বলেছেন:
এইটা কি বললেন ভাই? B:-) B:-) B:-)

৩০| ০৫ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৫৭

ক্লান্ত তীর্থ বলেছেন: প্লট পাইসি প্লট পাইসি



ধন্যবাদ ভাই! +++

০৫ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:২৬

একজন আরমান বলেছেন:
কিসের প্লট ভাই? ট্যাকা না দিয়াই প্লট কিন্না ফালাইলেন? :-B :-B :-B

৩১| ০৫ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৩৬

ক্লান্ত তীর্থ বলেছেন: গল্পের প্লট :) ;) :D

০৫ ই মার্চ, ২০১৪ দুপুর ১:২৯

একজন আরমান বলেছেন:
আহাহাহহা। হুম। আমিও পেয়েছিলাম কবিতার প্লট ! :)

৩২| ০৬ ই মার্চ, ২০১৪ রাত ১২:৪৬

আমি সাদমান সাদিক বলেছেন: নতুন কিছু জানলাম , ধন্যবাদ আরমান ভাই ।।

০৭ ই মার্চ, ২০১৪ রাত ১০:২০

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ সাদিক ভাই। :)

৩৩| ০৬ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:৩০

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: কিছু তো বরং ভুলতে পারলেই ভালো হতো । কিন্তু দেখা যাবে, এমনেশিয়া হলেও ঠিক মনে আছে । /:)

শুভেচ্ছা আরমান ভাই । ভালো থাকবেন । :)

০৭ ই মার্চ, ২০১৪ রাত ১০:২১

একজন আরমান বলেছেন:
কাস্টমাইজড এমনেশিয়া হলে ভালোই হতো !

ধন্যবাদ আদনান ভাই। :)

৩৪| ০৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:১৯

এহসান সাবির বলেছেন: বেশ তথ্য পেলাম।

ভালো লেগেছে।

শুভকামনা ভাই।

০৭ ই মার্চ, ২০১৪ রাত ১০:২২

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ সাবির ভাই।

আশা করি ভালো আছেন !
অনেক দিন কোন খোঁজ খবর নেই !

৩৫| ০৭ ই মার্চ, ২০১৪ রাত ১০:৫৪

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
চমৎকার পোস্ট নিঃসন্দেহে।
ধন্যবাদ থাকলো।

০৭ ই মার্চ, ২০১৪ রাত ১১:৫২

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ দুর্জয় ভাই। :)

৩৬| ০৮ ই মার্চ, ২০১৪ রাত ১২:১৮

দালাল০০৭০০৭ বলেছেন: বাহ সুন্দর ত

০৮ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:২৭

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ। :)

৩৭| ০৯ ই মার্চ, ২০১৪ সকাল ৮:১৭

তাসজিদ বলেছেন: শুভ জন্মদিন।

আরমান

নাকি

আরমানিশি?

১০ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:১৬

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই। :)

যেটা আপনার খুশি !

৩৮| ০৯ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৩৫

স্নিগ্ধ শোভন বলেছেন: শুভ জন্মদিন !:#P !:#P !:#P !:#P !:#P

১০ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:১৭

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ দোস্ত ! :)

৩৯| ০৯ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৪৭

আমি ময়ূরাক্ষী বলেছেন: শুভ জন্মদিন আরমান।

১০ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৩৮

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ আপনাকে :)

৪০| ০৯ ই মার্চ, ২০১৪ রাত ১০:৪২

অদ্বিতীয়া আমি বলেছেন: শুভ জন্মদিন আরমান ।

১০ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৩৯

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ আপু। :)

৪১| ১৬ ই মার্চ, ২০১৪ রাত ১২:২২

প্রোফেসর শঙ্কু বলেছেন: অ্যামনেশিয়া হলেই ধরে কগনেটিভ রিক্যালিব্রেশন, অর্থাৎ ঠাস করে মাথায় বাঁশ/টিউবলাইট/রড/লাঠির ফেললে রোগী সাথে সাথে ঠিক হয়ে যায়! বাংলা ছবির শিক্ষা এগুলো!

পোস্ট পড়ে জানলাম ইন্টারেস্টিং কিছু। ভাল লাগা রইল।

১৬ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৩৭

একজন আরমান বলেছেন:
আহাহাহা।

ধন্যবাদ প্রোফেসর।

অনেক দিন পড় ব্লগে আপনাকে দেখলাম ! নাকি আমি অনেক দিন পড় এলাম !

৪২| ১৬ ই মার্চ, ২০১৪ রাত ১২:২৭

প্রোফেসর শঙ্কু বলেছেন: লাঠির *বাড়ি ফেললে

১৬ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৪৪

একজন আরমান বলেছেন:
বুঝতে পেরেছি। :)

৪৩| ২৫ শে মে, ২০১৪ রাত ২:০১

আমি তুমি আমরা বলেছেন: জেনে রাখলাম তথ্যগুলো

২৫ শে মে, ২০১৪ দুপুর ২:০৬

একজন আরমান বলেছেন:
আচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.