নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী !!!\n\nমেইল করতে চাইলে: [email protected]

একজন আরমান

জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী!

একজন আরমান › বিস্তারিত পোস্টঃ

|| কোন এক দিন ! ||

১৯ শে মার্চ, ২০১৪ দুপুর ১:২৭

কোন এক স্নিগ্ধ সকালে আমি হবো রিক্সাওয়ালা,

তুমি আমায় ডেকে বলবে এই যাবে নাকি মিরপুর?

আমি মুগ্ধ নয়নে তোমার পানে চেয়ে বলবো চলুন না ম্যাডাম।



কোন এক মধ্য দুপুরে আমি হবো ফেরিওয়ালা,

চুড়ি ফেরি করে বেড়াবো দরজায় দরজায়।

তোমার দরজার সামনে গিয়ে গলা বাড়িয়ে বলবো

চুড়ি লাগবে চুড়ি? তুমি দরজা খুলে এগিয়ে আসবে।



তোমাকে চুড়ি দেখাবার নাম করে

তোমার ওই হাত দুটি ছুয়ে দেবো।



কোন এক বিকেলে আমি হবো ফুসকাওয়ালা,

গলির মোরে বেচবো ফুসকা আর চটপটি।

তুমি এসে বলবে এক প্লেট ফুসকা দিন তো,

আমি তোমার কাজল কালো আঁখি পানে চেয়ে

মুচকি হেসে বলবো, বসুন না

এখনই দিচ্ছি ভালোবাসায় মাখানো এক প্লেট ফুসকা।



- একজন আরমান

১৯/০৩/২০১৪

দুপুর ০১:০৪:১১

মন্তব্য ৮২ টি রেটিং +৬/-০

মন্তব্য (৮২) মন্তব্য লিখুন

১| ১৯ শে মার্চ, ২০১৪ দুপুর ১:৩৮

স্নিগ্ধ শোভন বলেছেন: :-B :-B
আহা!

১৯ শে মার্চ, ২০১৪ দুপুর ১:৪২

একজন আরমান বলেছেন:
তুই ? তুই কই থেকে আইলি?

২| ১৯ শে মার্চ, ২০১৪ দুপুর ১:৩৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: রিকশাওয়ালা কইব চলেন আফা! রিকশাওয়ালা এখনও ততটা নাগরিক হতে পারে নাই, তাদের মইধ্যে গ্রাম্য ভাব প্রবল। :P :P

প্রেমবিতা ভালো লেগেছে! শুভকামনা রইল।!

১৯ শে মার্চ, ২০১৪ দুপুর ১:৪৩

একজন আরমান বলেছেন:
আহাহাহহা।
সবাই কি এখনো গ্রাইম্মা আছে নাকি? কিছু তো ডিজিটাল হইছে? :P

ধন্যবাদ ভাইয়া। :)

৩| ১৯ শে মার্চ, ২০১৪ দুপুর ১:৪৪

বটবৃক্ষ~ বলেছেন:
আহা! প্রেম ভালোবাসা! লুতুপুতু!! কাতুকুতু!! হিহিহি!!
সুইট হয়েছে ! :) :)

শুভকামনা একজন আরমানিশির জন্যে !

@কাভা>>>

আমার এক আপুকে খুলনায় এক ভ্যানওয়ালা বলেছিলো, দেখেছেন গাছগুলো কি সুন্দর সবুজের শাড়ী পরে আছে!!? (তখন বর্ষাকাল , বৃষ্টি হয়ে যাওয়ার পরে আপু বেরিয়েছে) :|| B:-) ;) ;)

জটিল না?? ভ্যানওয়ালার কাব্যিকতা্য় তো আমি টাশকিত এবং মুগ্ধ পুরাই!! হাহহা =p~ =p~

১৯ শে মার্চ, ২০১৪ সকাল ৯:৩২

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ আফুউউউউ :D

৪| ১৯ শে মার্চ, ২০১৪ দুপুর ১:৪৬

স্নিগ্ধ শোভন বলেছেন:

কোত্থেকে আইলাম মানে? X((

ডিজিটাল রিকশাওয়ালা

১৯ শে মার্চ, ২০১৪ সকাল ৯:৩৪

একজন আরমান বলেছেন:
ইয়ে মানে না থাক।। ;)

৫| ১৯ শে মার্চ, ২০১৪ দুপুর ১:৫২

কচি খান বলেছেন: সুন্দর লেখার জন্য অভিনন্দন !!

১৯ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৫৩

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ।

৬| ১৯ শে মার্চ, ২০১৪ দুপুর ২:০২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: nice! very nice!!

১৯ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৫৩

একজন আরমান বলেছেন:
অনেক ধন্যবাদ। :)

৭| ১৯ শে মার্চ, ২০১৪ সকাল ৯:৩০

আম্মানসুরা বলেছেন: এত পেশায় যাবার কি দরকার? সরাসরি স্বামী পেশায় তো চলে গেলেন ;)

২০ শে মার্চ, ২০১৪ রাত ১২:১৩

একজন আরমান বলেছেন:
সব পেশায় গেলাম কই? শুধু যাবার ইচ্ছে পোষণ করেছিলাম। :)

৮| ১৯ শে মার্চ, ২০১৪ সকাল ১০:১০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: @বটঃ হ্যাঁ সেই ঘটনার উপর ভিত্তি করে একটা বাংলাছবি হইছিল, রিকশাওয়ালার প্রেম ;)

২০ শে মার্চ, ২০১৪ রাত ১২:৩৩

একজন আরমান বলেছেন:
রিকশাওয়ালার প্রেম !!! B:-) B:-) B:-)

৯| ১৯ শে মার্চ, ২০১৪ সকাল ১০:১৪

মামুন রশিদ বলেছেন: আহাহা, এত প্রেম আমি কোথা পাব নাথ... ;)

২০ শে মার্চ, ২০১৪ রাত ১২:৩৬

একজন আরমান বলেছেন:
লজ্জা দেন কেন বড় ভাই? :!> :!> :#>

১০| ১৯ শে মার্চ, ২০১৪ সকাল ১০:১৮

মিমা বলেছেন: চমৎকার হয়েছে আরমান ভাই, একদম মিষ্টি মিষ্টি প্রেমময় কবিতা!
বিকেল বেলার ফুচকা আর রিকশায় ঘুরোঘুরি ছাড়া দেখছি প্রেম করাই যায় না! ;)

আমার কাছে অবশ্য এটাই আদর্শ প্রেম! হাত ভর্তি কাঁচের চুড়ি, রিকশায় হাসাহাসি, টক ফুচকা আর মিঠা কথার ফুলঝুরি! সাথে এমন একটি কবিতা হলে তো কথাই নেই! B-)

শুভকামনা!

২০ শে মার্চ, ২০১৪ রাত ১২:৪০

একজন আরমান বলেছেন:
আমার কাছেও। :)

অনেক অনেক ধন্যবাদ মিমা !

১১| ১৯ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৩৭

শুভ্র শৈশব বলেছেন: তোমাকে চুড়ি দেখাবার নাম করে
তোমার ওই হাত দুটি ছুয়ে দেবো
অসাধারণ......

২০ শে মার্চ, ২০১৪ রাত ১২:৪৮

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ। :)

১২| ১৯ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:২১

অরুদ্ধ সকাল বলেছেন:

কোন এক বিকেলে আমি হবো ফুসকাওয়ালা,
গলির মোরে বেচবো ফুসকা আর চটপটি।
তুমি এসে বলবে এক প্লেট ফুসকা দিন তো,
আমি তোমার কাজল কালো আঁখি পানে চেয়ে
মুচকি হেসে বলবো, বসুন না
এখনই দিচ্ছি ভালোবাসায় মাখানো এক প্লেট ফুসকা।


ভ্রাতা ফুচুকা আমার বহুত প্রিয়, যেদিন বিক্রি শুরু করিবেন সেদিন বলিয়েন_____ চলেআসবো ;) ;)

সরল কবিতায় ভালোলাগা

২০ শে মার্চ, ২০১৪ রাত ১২:৪৮

একজন আরমান বলেছেন:

ধন্যবাদ। :)

১৩| ১৯ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:২২

স্বপ্নবাজ অভি বলেছেন: আহা প্রেম!!

২০ শে মার্চ, ২০১৪ রাত ১২:৪৯

একজন আরমান বলেছেন:
প্রেমেই মরি, প্রেমেই বাঁচি ! ;)

১৪| ১৯ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:০৯

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: তাই নাকি কবি ?? :) :P :v

২০ শে মার্চ, ২০১৪ রাত ১২:৫০

একজন আরমান বলেছেন:
জি হ্যাঁ ! তেমনটিই ইচ্ছে হয় !

১৫| ১৯ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৪২

বোকা ডাকু বলেছেন: মিয়া বাই আফনে যা খুশি হন মাগার জিবনেও কইলাম "কুবের মাঝি" অইয়েন না B-)) B-)) B-)) :P

২০ শে মার্চ, ২০১৪ রাত ১২:৫২

একজন আরমান বলেছেন:
আহাহাহহা। সে আশায় গুড়ে বালি রে ভাই ! :(
আমার কোন শালি নাইক্কা :(

বাই দা ওয়ে কেমন আছেন? অনেক দিন কোন খোঁজ খবর নাই। :(

১৬| ১৯ শে মার্চ, ২০১৪ রাত ৮:৫৫

রাজীব নুর বলেছেন: অনেক সুন্দর হয়েছে। খুব ভালো লাগল। সামুতে অনেকদিন পর একটা সুন্দর কবিতা পড়লাম।
এটা আমি ফেসবুকে স্ট্যাটাস দিলাম।

অনেক ধন্যবাদ।

২০ শে মার্চ, ২০১৪ রাত ১২:৫৩

একজন আরমান বলেছেন:
আচ্ছা ঠিক আছে।
আপনাকেও ধন্যবাদ। :)

১৭| ১৯ শে মার্চ, ২০১৪ রাত ৯:০৬

রহস্যময়ী কন্যা বলেছেন: তোমাকে চুড়ি দেখাবার নাম করে
তোমার ওই হাত দুটি ছুয়ে দেবো


ভালো তো ভাইয়া B-)) B-)) ;)

২০ শে মার্চ, ২০১৪ রাত ১২:৫৪

একজন আরমান বলেছেন:
হেহেহে B-) B-) B-)

১৮| ১৯ শে মার্চ, ২০১৪ রাত ১০:৪০

উদাস কিশোর বলেছেন: কি চমত্‍কার ।
কি প্রেম !

২০ শে মার্চ, ২০১৪ রাত ১২:৫৪

একজন আরমান বলেছেন:

ধন্যবাদ। :)

১৯| ১৯ শে মার্চ, ২০১৪ রাত ১০:৫০

আলোর পরী বলেছেন: বাহ , উষ্ণ প্রেম ছড়িয়ে গেল চার দিকে । তবে চট পটি বিক্রয় শুরু করলে জানাবেন কিন্তু । ;)

২০ শে মার্চ, ২০১৪ রাত ১২:৫৬

একজন আরমান বলেছেন:
হাহা। আচ্ছা। :)

২০| ১৯ শে মার্চ, ২০১৪ রাত ১১:০৮

একজন নিশি বলেছেন: নতুন ছবি বানামু বিভিন্ন পেশার প্রেম।


রিকশাওয়ালার প্রেমের দিন শেষ। :-P :-P :-P :-P :-P

২০ শে মার্চ, ২০১৪ রাত ১২:৫৭

একজন আরমান বলেছেন:
এইডা কি কইলা জান পাখি? B:-) B:-) B:-)

তোমার লেইজ্ঞা মুই রিক্সাওয়ালা ফেরিওয়ালা সব হইতে রাজি আছি। :D

২১| ২০ শে মার্চ, ২০১৪ রাত ১২:১৩

বেলা শেষে বলেছেন: Nice & Fine , it will new Uttam kumar!

২০ শে মার্চ, ২০১৪ রাত ১২:৫৮

একজন আরমান বলেছেন:
হাহা এইটা কি বললেন?

২২| ২০ শে মার্চ, ২০১৪ রাত ১২:৪৪

এহসান সাবির বলেছেন: ১৯/০৪/২০১৪
দুপুর ০১:০৪:১১


আফিস আদালত কি নাই?? নাকি অফিসে বসেই কবিত......!!??

২০ শে মার্চ, ২০১৪ রাত ১:০০

একজন আরমান বলেছেন:
হাহা
আরে ভাই তখন রাস্তার দিকে তাকিয়ে উদাস মনে ধুম্রশলাকা টানছিলাম। তখন ভাব এসে গেলো। আমার আর কি দোষ?

অনেক দিন আপনার দেখা নাই,
দেখা চাই, দেখা চাই ।।

২৩| ২০ শে মার্চ, ২০১৪ রাত ১:২৪

বেলা শেষে বলেছেন:

২০ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৫৮

একজন আরমান বলেছেন:

:)

২৪| ২০ শে মার্চ, ২০১৪ ভোর ৪:২৯

অনাহূত বলেছেন: বাহ্ বাহ্, দারুণ। দূর্দান্ত!
প্রেম চলুক। B-)

২০ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৫৯

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভ্রাতা। :)

২৫| ২০ শে মার্চ, ২০১৪ ভোর ৫:৪৫

বিদ্রোহী বাঙালি বলেছেন: ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি
দূরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়
বিশ্বসংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি ১০৮টা নীল পদ্ম
(কেউ কথা রাখেনি.... সুনীল গঙ্গোপাধ্যায়)

সুনীলের কবিতার সাথে আপনার কবিতার কোন মিল নেই। তবুও তুলে ধরেছি এই কারণে যে, ভালোবাসার জন্য মানুষ কত কী করে। আপনার কবিতায়ও দেখলাম তেমনি কিছু। ভালোবাসার জন্য রিকশাওয়ালা, ফেরিওয়ালা, এমনকি ফুচকাওয়ালা হতেও প্রস্তুত। আসলে পুরো কবিতায় ভালোবাসারই বহিঃপ্রকাশ ঘটেছে ভিন্ন ভিন্ন অবয়বে, যা দিয়ে ভালোবাসার গভীরতাই যেন কবিতায় মূর্ত হয়ে উঠেছে। ভালো লাগলো একজন আরমান।

২০ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:১৫

একজন আরমান বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে। :)

২৬| ২০ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৩৯

হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগা রইলো।

২০ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:৩৩

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ আপনাকে। :)

২৭| ২০ শে মার্চ, ২০১৪ দুপুর ২:০০

জনসাধারণের মধ্যে একটি মলিন পট্টবস্ত্র বলেছেন: ভাল লাগল আরমান ভাই।

২১ শে মার্চ, ২০১৪ রাত ১২:১১

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ। :)

২৮| ২২ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:৪৬

বোকা ডাকু বলেছেন: শ্যালিকা নাই মাগার হইতে কতক্ষন?? ;) ;) B-))

এইত আছি মোটামুটি। পেইনের উফ্রে আচিরে বাই। তাই খুব একটা আসা হয়না। /:) /:)

২২ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:৪৯

একজন আরমান বলেছেন:
এইভাবে বইলেন না। শাশুড়ি শুনলে লজ্জা পাইবে। :P

মাঝে মইদ্দে তো আইতে পারেন। /:) /:) /:)

২৯| ২২ শে মার্চ, ২০১৪ রাত ৯:১৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: খুবই রোমান্টিক ভাবনা, সবই প্রেমের জন্য ;) এরকম একটা ভিডিও হলে জোশ হতো ;)

২২ শে মার্চ, ২০১৪ রাত ১১:৪৮

একজন আরমান বলেছেন:
আহাহাহাহহা।

আপনি স্পন্সর যোগাড় করুন। আমি আর আমার বউ মডেল হবো নে। ;)

৩০| ২৪ শে মার্চ, ২০১৪ রাত ১২:৩৩

প্রোফেসর শঙ্কু বলেছেন: উষ্ণ আলিঙ্গনের মত কবিতা। সুন্দর।

২৪ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:১৮

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ প্রোফেসর :)

৩১| ০১ লা এপ্রিল, ২০১৪ রাত ৯:৩৭

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: আহা পড়তেই ভাল্লাগে ! আহা রে ! :((

০৩ রা এপ্রিল, ২০১৪ সকাল ১১:২৩

একজন আরমান বলেছেন:
সত্যি হলে আরও বেশি ভালো লাগতো। :P

৩২| ০২ রা এপ্রিল, ২০১৪ ভোর ৫:৪০

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: ভালোবাসা জিন্দাবাদ...

০৩ রা এপ্রিল, ২০১৪ সকাল ১১:৩২

একজন আরমান বলেছেন:
:)

৩৩| ০৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:২০

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: bah! sundor!!

০৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৫১

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ। :)

৩৪| ০৮ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:৫১

অন্তরন্তর বলেছেন:

বাহ! প্রেমের জয়জয়কার।
শুভ কামনা আরমান।

১০ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:০৯

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই। ভালো থাকুন । :)

৩৫| ০৯ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:২৬

অদৃশ্য বলেছেন:






খুবই মজাদার একটি লিখা... পাঠে তৃপ্ত...

মন্তব্য চেক করে দেখি যে আমার মন্তব্য নাই, অথচ লিখাটি আমি আগেই পড়েছিলাম... সম্ভবত মন্তব্য পরে করবো ভেবে চলে গেছিলাম...



শুভকামনা...

১০ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:১০

একজন আরমান বলেছেন:
সমস্যা নেই।

অনেক অনেক ধন্যবাদ ভাই। :)

৩৬| ১০ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৪৮

ইমিনা বলেছেন: "তোমাকে চুড়ি দেখাবার নাম করে
তোমার ওই হাত দুটি ছুয়ে দেবো'
...
হাউ ডেয়ার ইউ ফেরিওয়ালা - বলেই ওই কন্যার মাইর খাওয়ার প্রবল সম্ভাবনা নিহিত এখানে ।। :P :P
অসম্ভব সুন্দর ইচ্ছা-ঘুড়ির প্রকাশ। পছন্দ হয়েছে।।

১৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:৩২

একজন আরমান বলেছেন:
হাহাহা, মাইর খেলেই বা ক্ষতি কি? :P

ধন্যবাদ ভালো লাগায়। :)

৩৭| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৫৫

এহসান সাবির বলেছেন: শুভ হোক নববর্ষ ১৪২১।

১৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:৩৪

একজন আরমান বলেছেন:
নববর্ষের শুভেচ্ছা সাবির ভাই।

৩৮| ১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ২:১৬

ফারজানা শিরিন বলেছেন: chalaile vala kichu chalan. Jate nishi apur pase bose jete paren.

১৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:৩৫

একজন আরমান বলেছেন:

নববর্ষের শুভেচ্ছা ফারজানা।

৩৯| ১৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:০৪

ইখতামিন বলেছেন:
শুভ হোক পুরো বছর

১৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:১৫

একজন আরমান বলেছেন:
নববর্ষের শুভেচ্ছা প্রিয় ইখতামিন। :)

৪০| ০২ রা মে, ২০১৪ দুপুর ১২:৫০

বাংলার পাই বলেছেন: আমি তোমার কাজল কালো আঁখি পানে চেয়ে
মুচকি হেসে বলবো, বসুন না
এখনই দিচ্ছি ভালোবাসায় মাখানো এক প্লেট ফুসকা।---------------খুব খুব ভালো লাগলো।

০৩ রা মে, ২০১৪ সকাল ১০:৪৯

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ পাই। :)

৪১| ২৭ শে জানুয়ারি, ২০১৫ ভোর ৪:২৪

নাসির ভাই বলেছেন: বহুত করছেন। এবার আমাদের জন্য কিছু রাখেন ভাই। আমাদেরও তো ভালোবাসার মানুষ আছে

১০ ই মে, ২০১৫ রাত ১১:৪৭

একজন আরমান বলেছেন:
ডু ইউ নো হোয়াট ইজ লাভ? ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.