নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী !!!\n\nমেইল করতে চাইলে: [email protected]

একজন আরমান

জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী!

একজন আরমান › বিস্তারিত পোস্টঃ

রুশান একটি আবেগের নাম ! রুশান ভালো নেই। রুশানকে বাঁচাতে আবারো এগিয়ে আসুন।

২৬ শে মে, ২০১৮ রাত ১:১৫


রুশান একটি আবেগের নাম ! অনেক দিন না অনেক বছর ই বলা যায় ব্লগের বাইরে আছি ব্যক্তিগত ব্যস্ততার কারণে। কিন্তু যখন নেবুলা মোর্শেদ ভাই আর রাফাত ভাইয়ের কাছ থেকে শুনলাম রুশান অসুস্থ হয়ে পড়েছে তখন আবার অনেক বছর পর ব্লগে রুশানের জন্য কিছু লিখতে চলে আসলাম। আবার ব্লগ কেন? কারণ এই ব্লগ আর ব্লগারদের কারণেই আমরা রুশানকে বাঁচাতে একসঙ্গে লড়েছিলাম ২০১২ সালে। আজ আবার ছয় বছর পর আমাদের এক হবার দরকার পড়েছে রুশানকে পুনরায় সুস্থ করার জন্য। আমি জানি আপনারা সেই আগের মতোই রুশানের পাশে থাকবেন। আর যারা তখন ছিলেন না কিংবা জানেন না রুশান কে তাদের জন্য বলছি, রুশান একটি বাচ্চা ছেলে যার হার্টে সমস্যা রয়েছে। চিকিৎসা করানোর যথেস্ট পরিমান টাকা না থাকায়, বরিশাল শহরের ছোট্ট এই বাসিন্দার প্রতি সহযোগীতার হাত বাড়ায় বাংলা ব্লগের ব্লগারগন। সামহোয়্যারইন ব্লগ/প্রথম আলো ব্লগ/নাগরিক ব্লগ সহ অনেক ফেসবুকারও এগিয়ে এসেছিলো রুশানকে সাহায্য করতে। সেটি ছিলো ২০১২ সাল , ব্লগার ও সাধারন মানুষের ভালোবাসায় সিক্ত রুশান সেই সময়েরে প্রয়োজন অনুযায়ী চিকিৎসার টাকা যোগার করে দিল্লি গিয়েছিলো। কিন্তু বয়স কম থাকায় তার ওপেন হার্ট সার্জারী সম্ভব হয়নি। এরপর ফিরে আসে বাংলাদেশে,এর পরে প্রতিবছর রুশানকে চেকআপের জন্য দিল্লীর ফোরটিস এসকর্ট হাসপাতালে যেতে হয়। বর্তমানে রুশান বেঁচে আছে , কিন্তু তার বিপদ কাটেনি, তার মায়ের পাঠানো এই মেসেজটি পড়লেই বুঝবেন, সময় এসেছে সেইভ রুশান টিম এর পুনরায় জেগে ওঠার।


ছবিঃ ২০১২ সালে রুশান। ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল, ঢাকা


ছবিঃ দিল্লির ফোর্টিস হার্ট ইনস্টিটিউটে রেগুলার চেক আপ করাতে হয় রুশানকে !

রুশানের মায়ের মেসেজঃ
///
আমার ছেলে নাওয়ার খান, বয়স ৮ জন্মগতভাবে হৃদরোগে আক্রান্ত। হার্টের তিনটি ভাল্ব এর মধ্যে একটি অনুপস্থিত, একটি অকার্যকর অবস্থায় রয়েছে। বাকি একটি মাত্র ভাল্ব এর মাধ্যমে সে বেচে আছে। (Bicuspid aoritic vulve, mild AS, mild AR) আর্টালারি ভেইনের সামনের দিকে চিপা এবং পিছনের দিকটায় গর্ত (hole) থাকার কারনে রক্ত মাথা পর্যন্ত পৌছাতে পারেনা তার আগেই নিচের দিকে পরে যায়। সমস্ত শরীরে এবং মাথায় রক্ত চলাচল ব্যাহত হওয়ার কারনে মাঝে মধ্যেই মাথা ঘুরে পরে যায় এবং সাথে সাথে তাকে হস্পিটালাইযড করতে হয়। আমার ছেলে নাওয়ার খান হৃদরোগের পাশাপাশি জন্মগতভাবে হার্ণিয়া রোগেও আক্রান্ত। বিগত ২০১৩ সাল থেকে এখন পর্যন্ত ভারতের নয়াদিল্লীতে Fortis escort হাসপাতালের তত্বাবধানে আছে। তারা প্রতি বছর তাকে পর্যবেক্ষনে রাখছে। রোগির বেড়ে ওঠা পর্যন্ত তারা অপেক্ষা করে "ওপেন হার্ট " করতে চাচ্ছে কেননা এই মূহুর্তে কৃএিম ভাল্ব সংযোজন করলে রোগী বড় হওয়ার সাথে সাথে সেটা বড় হবেনা। পরবর্তীতে আবারো ওপেন হার্ট করতে হবে। কিন্তু অবস্থা খারাপের দিকে গেলে তারা অপেক্ষা না করে সার্জারি করে ফেলবে। সম্প্রতি আমার ছেলের হার্ণিয়া বিশাল আকার ধারণ করছে এবং সে ব্যাথা সহ্য করতে না পেরে বেশিরভাগ সময়ই কান্না-কাটি করে। তাৎক্ষনিকভাবে আমরা দিল্লীতে ডাক্তারের সাথে যোগাযোগ করা হলে যত দ্রুত সম্ভব হার্ণিয়া অপারেশন করতে বলেছে। এবং দ্রুত হার্ণিয়া অপারেশন না করা হলে হার্টের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। ঢাকা তে বিভিন্ন হাসপাতালে বিভিন্ন ডাক্তারদের দেখালাম কিন্তু তেমনকেউ অপারেশনটি করাতে রাজি হচ্ছিলনা। সর্বশেষ শিশু সার্জারি ড: মোস্তাক আহমেদ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পরে আমাদেরকে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এর সিনিয়র এ্যানেস্থিটিক প্রফ: খলিলুর রহমান এর নীকট পাঠালেন, তিনিও সব কিছু দেখে ক্লিয়ারেন্স দিলেন অপারেশন এর জন্য। দুজন ডাক্তার একটি টিম নিয়ে অপারেশন টি পরিচালনা করবেন। ঢাকার পান্থপথে গ্রীনরোডস্থ গ্রীনলাইফ হাসপাতালে অপারেশনটি হবে। ঈদের আগেই অপারেশনটি করে ফেলতে হবে। সেজন্যে অনেক টাকার প্রয়োজন। হার্ণিয়া অপারেশনটিতে সর্বমোট একলক্ষ ষাট হাজার( ১,৬০,০০০)টাকা লাগবে। ///

ছবিঃ রুশানের হার্নিয়ার পরীক্ষা চলছে ঢাকায়।

ফেসবুক ইভেন্ট এ ইনভাইট কৃত বন্ধুদের প্রতি আহ্ববান থাকবে , এক সময়ে আপনারাই রুশানকে সাহায্য করেছিলেন দিল্লিতে চিকিৎসা করতে যাওয়ার জন্য। আজও আপনাদের কাছে রুশান ফিরে এসেছে সাহায্য চাইতে।
ফেসবুক ইভেন্ট লিংকঃ Click This Link
আমরা যদি সকলে সামান্য অল্প করেও সাহায্য পাঠাতে পারি তবে, ১,৬০,০০০/= খুব ক্ষুদ্র এমাউন্ট। শুধু মাত্র টাকা নয়, কেউ যদি পারেন রুশানের মায়ের মেসেজে উল্লেখিত হসপিটালে সুপারিশ করে খরচ কমিয়ে দিতে তাতে হবে, কেউ যদি পারেন ওষুধ বা ডাক্তারের বিল কমিয়ে দিতে তাতেও হবে। আমরা চাইছি রুশানের মায়ের হাতে সরাসরি আপনার সাহায্য পাঠাবেন, এবং ইভেন্ট এ সেটা জানাবেন, পর্যাপ্ত টাকা উঠে যাওয়ার পরে ইভেন্ট হতে সাহায্য গ্রহন বন্ধ করার নোটিশ করা হবে।
রুশানের মায়ের ব্যাংক একাউন্ট নাম্বার এবং যোগাযোগের নাম্বার দেয়া হলো।

এই ব্যাংক একাউন্ট টি ২০১২ সালে রুশানের সাহায্যর জন্য খোলা হয়েছিলো।

Nazia hasan rupu
Acc no: 127-101-260317
Dutch-bangla bank ltd
Barisal branch.

Contact number :
01631853357.

বিকাশ নাম্বার।

০১৬৩১৮৫৩৩৫৭
( 01631853357 )
০১৬৩১৮৫৩৩৫১
( 01631853351 )



রুশানকে সাহায্য করতে ২০১২ সালে ব্লগারদের পোস্ট সমুহের কিছূ লিংক দিলামঃ

রুশানের জন্য ভালোবাসা ... হাত বাড়িয়ে দিন

একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি... ( রুশানের জন্য একটি চিত্রকলা প্রদর্শনী'র প্রয়াস )

এই কিউট বেবি'টা কি আপনার কেউ হয়?? সে আপনার ভালবাসা চায়।।

“ পিঠা উৎসব ” ~ আমাদের ছোট্ট বাবু “রুশানের” চিকিৎসার আর্থিক সহযোগিতায় এগিয়ে আসুন


অঃতপর রুশান………………………

রুশান আর রুশানের মায়ের মুখে হাসি ফিরিয়ে দিতে চাই, আপনারা কি আমার সাথে আছেন?

মন্তব্য ৩০ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৬ শে মে, ২০১৮ রাত ১:৫০

আবু শাকিল বলেছেন: মানবতার জয় হোক । ভালবাসার বন্ধন অটুট থাকুক

২৬ শে মে, ২০১৮ রাত ১:৫৪

একজন আরমান বলেছেন:
আশা করি ভালো আছেন শাকিল ভাই। রুশানের জন্য দোয়া করবেন।

২| ২৬ শে মে, ২০১৮ রাত ২:০৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: পাশ্বে আছি রুশানের। দোয়া রইল ওর জন্য। আর সাহায্যে সাধ্যমত করে যাব।

২৬ শে মে, ২০১৮ রাত ২:০৬

একজন আরমান বলেছেন:
মানবতার জয় হোক ।

৩| ২৬ শে মে, ২০১৮ রাত ৩:৪২

সোহাগ তানভীর সাকিব বলেছেন: খুব-ই হৃদয় বিদারক।

২৭ শে মে, ২০১৮ রাত ২:০২

একজন আরমান বলেছেন:
সাহায্য ও দোয়া চাই।

৪| ২৬ শে মে, ২০১৮ রাত ৩:৪৯

জুনায়েদ বি রাহমান বলেছেন: রোশানের জন্য শুভকামনা।

২৭ শে মে, ২০১৮ রাত ২:০২

একজন আরমান বলেছেন:
সাহায্য ও দোয়া চাই।

৫| ২৬ শে মে, ২০১৮ রাত ৩:৫২

অনুতপ্ত হৃদয় বলেছেন: রুশনের জন্য দোয়া রইল

২৭ শে মে, ২০১৮ রাত ২:০২

একজন আরমান বলেছেন:
সাহায্য ও দোয়া চাই।

৬| ২৬ শে মে, ২০১৮ ভোর ৬:০৭

অক্পটে বলেছেন: মানুষ মানুষের জন্য। রুশানের সুস্থ্য হোক, বাবা মার প্রাণে সদা শান্তি বিরাজিত থাক এই কামনায়। সাধ্য মতো সহযোগিতা করে যাবো।

২৭ শে মে, ২০১৮ রাত ২:০৩

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ। মানবতার জয় হোক।

৭| ২৬ শে মে, ২০১৮ সকাল ৭:২০

সামু পাগলা০০৭ বলেছেন: উফফ! কি যে মায়া লাগছে বাচ্চাটিকে দেখে! গতকালই ব্লগার বিদ্রোহী ভৃগুও এমনই একটি শিশুর জন্যে সাহায্য চাইলেন। সেই পরিবার ও শিশুটির কথা ভেবেও মন অনেক খারাপ লাগছিল। বাচ্চাদের ওপর দিয়ে কেন এত কষ্ট যাবে বলতে পারেন? ওরা তো হাসবে, দৌড়াবে, ছুটবে! কিসের শাস্তি পায় এরা? আল্লাহর কাছে দোয়া করি, শিশুটির ও পরিবারের পাশে অনেকগুলো সাহায্যের হাত পাঠিয়ে দিক তিনি।

অনেকদিন পরে ব্লগে আপনাকে দেখে ভালো লাগল। আপনি অনেক ভালো একটি কাজ করছেন।
এই পোষ্টটি স্টিকি হোক।

২৭ শে মে, ২০১৮ রাত ২:০৪

একজন আরমান বলেছেন:
অনেক দিন না অনেক বছর ই বলা যায়। আশা করি ভালো আছেন ভাই।

সাহায্য ও দোয়া চাই।

৮| ২৬ শে মে, ২০১৮ সকাল ৭:২৫

সেলিম আনোয়ার বলেছেন: রোশানের জন্য সতত শুভকামনা।

২৭ শে মে, ২০১৮ রাত ২:০৪

একজন আরমান বলেছেন:

সাহায্য ও দোয়া চাই প্রিয় কবি।

৯| ২৬ শে মে, ২০১৮ সকাল ৯:২৩

রাজীব নুর বলেছেন: খুব কষ্ট হয়।
সারা বাংলাদেশে কমপক্ষে এক লক্ষ রুশান আছে। কাজেই সরকারকে এগিয়ে আসতে হবে।

২৭ শে মে, ২০১৮ রাত ২:০৫

একজন আরমান বলেছেন:
মানবতার জয় হোক।

১০| ২৬ শে মে, ২০১৮ সকাল ৯:৫৯

মাহিরাহি বলেছেন: রুশানের এখনো বেচে আছে শুনে খুব ভাল লাগল। আল্লাহ তাকে পুরোপুরি সূস্থ্যতা দান করুন।

২৭ শে মে, ২০১৮ রাত ২:০৮

একজন আরমান বলেছেন:

সাহায্য ও দোয়া চাই।

১১| ২৬ শে মে, ২০১৮ সকাল ১০:১৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: রুশান - অথৈরা বেঁচে থাকুক সুস্থ হয়ে উঠূক সকলের দোয়ায় সহযোগীতায়!

অথৈর জন্য একটা মানবিক আবেদন করছিলাম। দেখার আবেদন রইল

অথৈ আজ থৈ হারিয়ে মৃত্যুর পাঞ্জায়- ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশু অথৈ বাঁচতে চায়!

সুস্থ হয়ে উঠুক সকলে! সকলের সক্রিয়তায়, সহযোগীতায়, ভালবাসায়

২৭ শে মে, ২০১৮ রাত ২:০৯

একজন আরমান বলেছেন:

সাহায্য ও দোয়া চাই।

১২| ২৬ শে মে, ২০১৮ সকাল ১১:০৯

Sujon Mahmud বলেছেন: রুশানের জন্য অনেক অনেক দোয়া রইলো

২৭ শে মে, ২০১৮ রাত ২:১২

একজন আরমান বলেছেন:
সাহায্য ও দোয়া চাই।

১৩| ২৬ শে মে, ২০১৮ সকাল ১১:৪২

পদাতিক চৌধুরি বলেছেন: আহারে! বাচ্চাটার জন্য পচন্ড কষ্ট হচ্ছে। উপরওয়ালা ওকে সুস্থ করুণ, এই কামনা রইল।

২৭ শে মে, ২০১৮ রাত ২:১২

একজন আরমান বলেছেন:

সাহায্য ও দোয়া চাই।

১৪| ২৬ শে মে, ২০১৮ বিকাল ৪:৪৫

বাংলার হাসান বলেছেন: ১২ সালের মত আবার সবাইকে এক হয়ে রুশানের জন্য মাঠে নামতে হবে।


ব্লগে আমরা ব্যস্ততার কারনে সময় দিতে পারিনা, অনিয়মিত। তারপরেও পুরাতন যোদ্ধাদের ডাক উপেক্ষা করার সম্ভব না।

@আরমান, তুমি ব্লগে আর কে কে আছে @জাদিদ ভাইয়ের সাথে আলোচনা করে সবাইকে এক্টিভ করো।

আর আমার ফোন নাম্বার তো তোমার কাছে আছে যে কোন সময় কল দিও।

২৭ শে মে, ২০১৮ রাত ২:১৪

একজন আরমান বলেছেন:
আচ্ছা ঠিক আছে ভাই।

১৫| ১৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭

বিজন রয় বলেছেন: আপনার খবর কি?
রুশানের খবর কি?

আর কি ব্লগে আসবেন না?

০৯ ই এপ্রিল, ২০২০ রাত ৯:১৬

একজন আরমান বলেছেন:
এখন আছে মোটামুটি ।

আমিও আছি ভালো। পারিবারিক আর অফিসিয়াল কাজের চাপে ব্লগে খুব একটা আসা হয়নি বিগত কয়েক বছর ! এখন করোনার কারণে প্রায় তিন সপ্তাহ ধরে ধরে বন্দি আছি। তাই আবার ব্লগে আসা শুরু করেছি। কেমন আছেন আপনি ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.