নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জড়তার কাব্য শুনি, ক্লীব লিঙ্গ বলিয়া কিছু নাই

অ রণ্য

পুলকে পুলক আর সাদা দুধ, সাদা ঘর, মেঘের দোসরযে তুমি ঘুমিয়ে আছো, যেন ঘর ছেড়ে উড়ে গেছোআরব সাগর আর যাদু-কাঠি-ঘ্রাণগাগল, পাগল আমি রাত-দিন বসে টানিযাদুর ঝালর

অ রণ্য › বিস্তারিত পোস্টঃ

To a Death of a Father

২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৯

ছুটন্ত ঘোড়া থেকে ছিটকে পড়েছি আজ

প্রাণ পাখি, শংকিত কি তুমি

এত যে শব্দে ভরে উঠছে পথ-ঘাট-মাঠ

যে আমি ফিরে পেল অনন্ত এক শ্বাস

তাকে কখনও কি চিনবে পৃথিবীর কোনো ঠিকানা

দূরত্বের ওপারে সবুজ হয়ে ওঠে ঘাস

নিজেরই বৃত্তে পড়ে থাকে জীবনের সব মাঠ

ভিন্ন ত্বকে এই যে বসবাস

প্রাণ পাখি,

এই হলো তোমার-আমার তৃতীয় সহবাস



চারপাশে গভীর ছড়ানো শেষ বিকেলের ডাক

আমি নয় অন্য কেউ সহ্য করছে তীরের আঘাত

যতবার নিজেকে ফিরিয়ে দিই অতীতের দাগ

পৃথিবীর সমস্ত সংকেত হয়ে উঠে বিধাতার হাত



এত যে সজাগ এইসব কীতাবের ভুল

এত যে নিশানা ভেদ করে সুদৃশ্য তীর

প্রাণ-পাখি, তুমি কি জানো

একটি পিতা মারা গেলে

কত অসহায় হয়ে উঠে পৃথিবীর মুখ





২৪.০৯.১৩

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.