নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জড়তার কাব্য শুনি, ক্লীব লিঙ্গ বলিয়া কিছু নাই

অ রণ্য

পুলকে পুলক আর সাদা দুধ, সাদা ঘর, মেঘের দোসরযে তুমি ঘুমিয়ে আছো, যেন ঘর ছেড়ে উড়ে গেছোআরব সাগর আর যাদু-কাঠি-ঘ্রাণগাগল, পাগল আমি রাত-দিন বসে টানিযাদুর ঝালর

অ রণ্য › বিস্তারিত পোস্টঃ

মোহর-বিদ্যা ও অন্যান্য

১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৪

শুনেছি বাবু-বাজারে পাওয়া যায় চাঁদ-ব্যথা

ছায়া বিক্রেতা আমিন

তাকে জিজ্ঞেস করেছিলাম বিকেলের দর

বিমুগ্ধ খদ্দের আর টাটকা সবজির কথা

ফ্যাকাসে মুখে সে জানিয়েছিল

গোধূলিবেলায় নাকি সেখানে নেমে আসে খোদা

অতঃপর, জানালা খোলার অপরাধে কাটা হয় মাথা

পশুপালন আর কসাইয়ের নাম

বাবু-বাজারে নাকি একটাই প্রথা

আমি শুয়ে শুয়ে ভাবি শৈশবে মৃত সেই রাখালের কথা

ব্যাগ ভর্তি পালক আর ঝড়ো বাতাসের পথ

যতবার সে বাজার থেকে ফিরত, বলত

বেলা পড়ে এলে কখনও হেসে উঠো না বাবু

ছায়া-শরীর থেকে তোমারও

কাটা পড়বে মাথা

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৫

এহসান সাবির বলেছেন: সুন্দর।

১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৭

অ রণ্য বলেছেন: ধন্যবাদ এহসান

২| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২০

স্নিগ্ধ শোভন বলেছেন: :) সুন্দর!

১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০২

অ রণ্য বলেছেন: ধন্যবাদ শোভন পাঠ প্রতিক্রিয়া জানানোর জন্য

৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩৩

শরৎ চৌধুরী বলেছেন: অনবদ্য+।

১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১০

অ রণ্য বলেছেন: ধন্যবাদ শরৎ দা। কুশলে আছেন নিশ্চয়?
শুভকামনা রইল।

৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দারুন লিখেছেন!

১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২৬

অ রণ্য বলেছেন: ধন্যবাদ আপনাকে

৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩২

একজন আরমান বলেছেন:
দারুণ।

৬| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৩

আদম_ বলেছেন: কবিতা পড়িনা কারণ বোঝার মত মাথা নাই। তবে এইটা পড়েছি। বুঝি নাই তবে ভালো লেগেছে। পরাবাস্তব। সুন্দর।

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২১

অ রণ্য বলেছেন: ধন্যবাদ জানাচ্ছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.