নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জড়তার কাব্য শুনি, ক্লীব লিঙ্গ বলিয়া কিছু নাই

অ রণ্য

পুলকে পুলক আর সাদা দুধ, সাদা ঘর, মেঘের দোসরযে তুমি ঘুমিয়ে আছো, যেন ঘর ছেড়ে উড়ে গেছোআরব সাগর আর যাদু-কাঠি-ঘ্রাণগাগল, পাগল আমি রাত-দিন বসে টানিযাদুর ঝালর

অ রণ্য › বিস্তারিত পোস্টঃ

আলোকলতা

২১ শে মার্চ, ২০১৪ রাত ১১:২১

বারবার অন্ধ আমি পথ হারিয়েছি বলে

কে যেন বেঁধেছে নূপুর পাতার শরীরে

তুমি নেই শব্দ আছে ছড়িয়ে-ছিটিয়ে

সমস্ত ভয় তাই সুখের অসুখে

চমকে উঠে কেবল তুমি ফিরেছ বলে



সরাসরি পারি না তাকাতে নিজেরই দিকে

নিভে যায় সব আলো হৃদয়ের ঘরে

ভীত আমি হাত রাখি অলীক ফোকরে

অন্য কোনো চোখ আমায় দেখছে বলে



কেঁপে উঠি বারবার এ কেমন ভুলে

তোমার তীব্র ঘ্রাণ ছুটে ছুটে আসে

রোজ রাতে এ কেমন মৃত্যু সমুখে

তোমাকে ভাবতে থাকি জীবন-বিধাতা

তোমাকেই চাই শুধু এমন প্রহরে



শতবার ক্রোধ নিয়ে বিছানায় ফিরে

তোমাকে ভুলব বলে কঠিন শপথে

রাতজাগা মানুষের স্বল্পায়ু নিয়ে

এইখানে জেগে থাকি

স্বপ্ন ও মনে

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০১৪ রাত ১২:১২

স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো লাগলো

২৩ শে মার্চ, ২০১৪ রাত ১১:২৩

অ রণ্য বলেছেন: ধন্যবাদ

২| ২২ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৩৭

কালপুরুষ০০৯ বলেছেন: কবিতাটা পইড়া খুব ভাল লাগছে।

২৬ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:২৯

অ রণ্য বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.