নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জড়তার কাব্য শুনি, ক্লীব লিঙ্গ বলিয়া কিছু নাই

অ রণ্য

পুলকে পুলক আর সাদা দুধ, সাদা ঘর, মেঘের দোসরযে তুমি ঘুমিয়ে আছো, যেন ঘর ছেড়ে উড়ে গেছোআরব সাগর আর যাদু-কাঠি-ঘ্রাণগাগল, পাগল আমি রাত-দিন বসে টানিযাদুর ঝালর

অ রণ্য › বিস্তারিত পোস্টঃ

অতঃপর যারা ফিরেছিল, অন্ধ

০১ লা এপ্রিল, ২০১৪ রাত ৯:৫৭

অতঃপর, আমাকেও ফিরিয়ে আনা হলো

রঙিন কাগজের পথ অথবা রাক্ষুসে পাখি

এমন সম্ভাবনা থেকে মুক্তির জন্য তোমাদের কথাই ভেবেছি কেবল

আর যারা আমার পরেও ফিরেছিল?

আবারও নতুন সম্ভাবনার সামনে বসে থাকি

গ্লাস শূন্য হয়, আর মৃতদের কথায় হয়ে উঠি ক্লান্ত

হয়ত পুরোনো পরকালও ছিল

ছিল নতুন আগুন ও দীর্ঘ আলো

প্রখর গ্রীষ্মকাল বাস্তবিক আমাদের করে তোলে রূগ্ন



ফিরে আসার পর মানুষ হালকা হয়

কিংবা আমিষ ভোজনে হয়ে উঠে দারুণ মনোযোগি

অথচ, সমস্ত আবর্জনার দিকে এ কোন দৃষ্টি আমার হয়ে উঠে মূর্খ

তারপরও আমাকেও ফিরিয়ে আনা হলো, অন্ধ

এবং একটি জানালা চতুর্দিকে খুলে দিয়ে বলা হলো

এবার তুমি গল্পহীনতার জন্য চিরমুক্ত

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০১৪ রাত ১০:১৬

এম এ কাশেম বলেছেন: ভাব বাচ্যে ভরা
কিছু ধরা
কিছু অধরা
চোখ থকে ও অন্ধ যারা।

শুভ কামনা।

২| ০২ রা এপ্রিল, ২০১৪ রাত ১২:২৩

স্নিগ্ধ শোভন বলেছেন:

সুন্দর!!!

++++

৩| ০২ রা এপ্রিল, ২০১৪ রাত ১২:৩৯

সোজা কথা বলেছেন: ভালোই।

৪| ০২ রা এপ্রিল, ২০১৪ রাত ১:০০

কান্ডারি অথর্ব বলেছেন:


তবু সব গ্লানি ভুলে গিয়ে নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখতেই হয়....

৫| ০২ রা এপ্রিল, ২০১৪ বিকাল ৫:১৯

নাজমুল হাসান মজুমদার বলেছেন: অন্যরকম একটা কবিতা । :)

৬| ০২ রা এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:১০

স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো লাগলো !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.