নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জড়তার কাব্য শুনি, ক্লীব লিঙ্গ বলিয়া কিছু নাই

অ রণ্য

পুলকে পুলক আর সাদা দুধ, সাদা ঘর, মেঘের দোসরযে তুমি ঘুমিয়ে আছো, যেন ঘর ছেড়ে উড়ে গেছোআরব সাগর আর যাদু-কাঠি-ঘ্রাণগাগল, পাগল আমি রাত-দিন বসে টানিযাদুর ঝালর

অ রণ্য › বিস্তারিত পোস্টঃ

কাক সিরিজ-৩৪

০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:২১

প্রত্যহ সুস্বাদু খাবার সমুখে

আমি নই ফিরে এসে ওপারের কাক

হয়ে উঠে সাহসী যোদ্ধার মতো

আমিষ-লোভী পশুদের ভীড়ে



কী যেন ভয় সন্ধ্যা আকাশে

প্রকাশিত ক্ষীণ পথের বিপরীতে

ক্রমশঃ তীক্ষ্ণ হয়ে উঠা কাকেদের রব

জাগাবে কি ভীত ইঁদুরের প্রাণ

খর্বাকৃতির মানুষ শরীরে



এ কোন সংসার অসীম গোলকে

এ কোন পাখি চারিদিকে দুঃস্বপ্নের মতো

নির্ভার উড়ে বেড়ায় বিধাতার আসনে

আরেকটু গাঢ় হলে রাতের আহার

কাকেরা জড়ো হয় নিরব বিবরে



লোম দিয়ে যায় না ঢাকা ত্বকের প্রকার

ডানা দিয়ে যায় না উড়া আঁধারের পথ

চারিদিকে নুয়ে আসা মাটির শরীরে

ধুকধুক পাখি এক অস্পষ্ট স্বরে

প্রশ্ন যেন এই আয়ুর সমীপে

‘মানুষ শোনে না কেন পাখিদের ডাক?’

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১:৪৯

উদাস কিশোর বলেছেন: লোম দিয়ে যায় না ঢাকা ত্বকের প্রকার
ডানা দিয়ে যায় না উড়া আঁধারের পথ
চারিদিকে নুয়ে আসা মাটির শরীরে. . . . . .

ভাল লাগলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.