নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জড়তার কাব্য শুনি, ক্লীব লিঙ্গ বলিয়া কিছু নাই

অ রণ্য

পুলকে পুলক আর সাদা দুধ, সাদা ঘর, মেঘের দোসরযে তুমি ঘুমিয়ে আছো, যেন ঘর ছেড়ে উড়ে গেছোআরব সাগর আর যাদু-কাঠি-ঘ্রাণগাগল, পাগল আমি রাত-দিন বসে টানিযাদুর ঝালর

অ রণ্য › বিস্তারিত পোস্টঃ

চৈনিক লাল বাক্স অথবা চির অমলিন শৈশব স্মৃতি !!!

২১ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৫৯

ছোট্ট এই লাল বাক্সটি এক জীবনে ভোলা অসম্ভব !!!

আহা, চির অমলিন শৈশব স্মৃতি !!!

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:০৫

হেডস্যার বলেছেন:
আহ ! কি মনে করাইয়া দিলেন ভাইরে !!
এই রকম একটা বক্সের মালিক সবার সৌভাগ্য ও সবার হত না।

২১ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:২৩

অ রণ্য বলেছেন: ভাই, আমি নিজেও এটা দেখার পর থেকেই শৈশবেই পড়ে আছি। যেইমাত্র দেখেছি, তখন থেকে কেবল স্কুলের দিকেই ছুটছি, বাড়ি ফেরার আর নাম নেই।

২| ২১ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:২৬

নীল ভোমরা বলেছেন: ভাইরে...এই জিনিস-তো আমারও একখান ছিল!

২১ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:২৪

অ রণ্য বলেছেন: আমার দুইখান ছিল।
আমারটা ও বড় বোনের টা।
হি হি হি !!!!

৩| ২১ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৩৯

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: প্রতিদিন দুই মাইল দৌড়ে স্কুলে যাবার কথা মনে করাইয়া দিলেন রে ভাই। :P

২১ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:২৭

অ রণ্য বলেছেন: আমার স্কুল গমন ছিল আরও কষ্টের। কত হাজার মাইল যে সাইকেল চালিয়েছি, সে হিসেব করেও কুলোবে না। তারপরও সুখি, কেন না এমন চির অম্লান স্মৃতি এখনকার বাচ্চারা কোথায় পাবে? আমার নিজেকে অনেক অনেক সৌভাগ্যবান মনে হয় তাদের চেয়ে।

৪| ২১ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৪২

zazafee বলেছেন: একদম খাটি কথা ভাই। তবে বর্তমান পোলাপাইন কিন্তু আমাগো মত না। হেরা কিন্তু ইশমার্ট হই গেছে। হেরা অন্য রকম গুলান ব্যাবহার করে।

২১ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:২৯

অ রণ্য বলেছেন: সত্যিই, এমন চির অম্লান স্মৃতি এখনকার বাচ্চারা কোথায় পাবে? আমার নিজেকে অনেক অনেক সৌভাগ্যবান মনে হয় তাদের চেয়ে। আহা, ইট-পাথরের কারাগারেই তারা কেবল বড় হয়ে উঠল, প্রকৃত সুন্দর স্মৃতির সঞ্চয় ছাড়াই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.