নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জড়তার কাব্য শুনি, ক্লীব লিঙ্গ বলিয়া কিছু নাই

অ রণ্য

পুলকে পুলক আর সাদা দুধ, সাদা ঘর, মেঘের দোসরযে তুমি ঘুমিয়ে আছো, যেন ঘর ছেড়ে উড়ে গেছোআরব সাগর আর যাদু-কাঠি-ঘ্রাণগাগল, পাগল আমি রাত-দিন বসে টানিযাদুর ঝালর

অ রণ্য › বিস্তারিত পোস্টঃ

বাংলা সাহিত্যের কিছু বই, যা আমাকে বিস্ময়াভিভূত ও মুগ্ধ করেছে !!!

২৬ শে জুন, ২০১৪ দুপুর ১:২১

বাংলা সাহিত্যের কিছু বই, যা আমাকে বিস্ময়াভিভূত ও মুগ্ধ করেছে !!!









































































































































































































মন্তব্য ৯০ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৯০) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুন, ২০১৪ দুপুর ১:২৭

শরৎ চৌধুরী বলেছেন: ওরে অনবদ্য পোষ্ট। ++++++। প্রিয়তে।

২৬ শে জুন, ২০১৪ দুপুর ২:৩০

অ রণ্য বলেছেন: ধন্যবাদ শরৎ দা______!!!

২| ২৬ শে জুন, ২০১৪ দুপুর ১:৩৯

সুমন কর বলেছেন: বেশ কিছু পড়া আছে। শেয়ার করার জন্য ধন্যবাদ।
গুড পোস্ট।

২৬ শে জুন, ২০১৪ দুপুর ২:৩২

অ রণ্য বলেছেন: আপনাকেও ধন্যবাদ_____!

৩| ২৬ শে জুন, ২০১৪ দুপুর ১:৪১

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: কয়েকটা পড়া আছে।বারবার পড়া যায় এমন ব্ই।ভালোই , আপনার এ পোষ্ট সংগ্রহ ও পড়ার জন্য নামের তালিকা হিসেবে কাজে লাগতে পারবে। ধন্যবাদ। :)

২৬ শে জুন, ২০১৪ দুপুর ২:৩৬

অ রণ্য বলেছেন: হুম____এবং বইগুলো যখন নিজের সংগ্রহে থাকে, তখন নিজেকে মনে হয় কোনো মহা ঐশ্বর্যের মালিক।

আপনাকেও ধন্যবাদ ____!

৪| ২৬ শে জুন, ২০১৪ দুপুর ১:৫২

রহমান জর্জ বলেছেন: ডাউনলোড লিংকসহ দিলে উপকৃত হতাম।

২৬ শে জুন, ২০১৪ বিকাল ৩:৪৬

অ রণ্য বলেছেন: ভায়া___ এসব বইয়ের ডাউনলোড লিংক খুঁজে পাওয়া মুশকিল__তবে চাইলে আপনি আমাকে আমার মেইল আইডি তে একটা মেইল করুন, আমার কাছে যে বইগুলো আছে সেগুলো আপনাকে ফিরতি মেইলে পাঠাতে পারি।

ধন্যবাদ।

[email protected]

৫| ২৬ শে জুন, ২০১৪ দুপুর ২:০২

মিনুল বলেছেন: সুন্দর আপনার ভালোলাগা বইগুলি।আপনার সাথে আমার ভালোলাগা ও এক হয়ে আছে।

২৬ শে জুন, ২০১৪ বিকাল ৩:৪৮

অ রণ্য বলেছেন: জেনে আনন্দিত হলাম। যদিও আজকালকার তরুণদের বইপড়া বিষয়ে আমার অভিজ্ঞতা ও ধারণা শংকামূলক, তারপরও আপনার অবস্থান জেনে সত্যিকার অর্থেই সুখি হলাম।

ভাল থাকুন। শুভ কামনা।

৬| ২৬ শে জুন, ২০১৪ দুপুর ২:৫২

শুঁটকি মাছ বলেছেন: আপনার এখানের অনেক বইই পড়া হয়েছে আগে। এখানের বেশ কিছু বই আমারো খুব প্রিয়। শংকরের বই পড়েছেন কিনা জানিনা। না পড়লে পড়তে পারেন। আশা করি তার লেখাও ভালো লাগবে। :)

২৬ শে জুন, ২০১৪ বিকাল ৩:৫১

অ রণ্য বলেছেন: মাছ ভায়া___শরৎ, বঙ্কিম তো অনেক আগেই শেষ করেছি, এবং সত্যি বলতে হুমায়ুনও বাদ রাখিনি। আমি একটা সময় ছিলাম রাক্ষুসে পাঠক। তবে শরৎ ও হুমায়ুন বাবু সম্পর্কে আমার মূল্যায়ন নিতান্তই বাজে, তারপরও এখানে শরৎ বাবুর একটি বই আছে (পথের দাবী)।

ধন্যবাদ মন্তব্যের জন্য।
বাই দা ওয়ে___''শুঁটকি মাছ'' নামটি বড়ই হিজিবিজি টাইপের !!!

৭| ২৬ শে জুন, ২০১৪ বিকাল ৩:১২

সুফিয়া বলেছেন: আপনি সমঝদার পাঠক এটা বলা যায়। বই পড়তে আমিও ভীষণ পছন্দ করি। আপনার তালিকার অনেকগুলো বই আমারও পড়া। কিন্তু আমার কালেকশনে সবগুলো বই নেই।

ধন্যবাদ।

২৬ শে জুন, ২০১৪ বিকাল ৩:৫৬

অ রণ্য বলেছেন: সুফিয়া___সমঝদার পাঠক কিনা জানি না, তবে একটা সময় আমি যা পেয়েছি তাই পড়েছি, এবং লেখক হিসেবে যতদিনে যথার্থ পাঠক হয়ে উঠার কথা ছিল, ততদিন কেবল পড়েই গেছি, যথেচ্ছভাবে, আর যখন জানলাম যে ঠিক কোনটা পড়া দরকার, তখন পড়ার আগ্রহ একদিকে কমে এলো যেমন, তেমনি ২/৪ বই ছাড়া আর কিছুই পড়তে মন সায় দিল না একদম।

ধন্যবাদ। আমার কাছে কিছু কিছু বই আছে, যারা তা সংগ্রহ করতে আগ্রহী, আমাকে মেইল করলে পাঠিয়ে দিতে পারব বলে আশা করছি। ভাল থাকুন সবাই।

৮| ২৬ শে জুন, ২০১৪ বিকাল ৩:২৩

ডি মুন বলেছেন: অনেকগুলো পড়া হয়নি।

প্রিয়তে নিয়ে রাখলাম।

শুভকামনা জানবেন।

২৬ শে জুন, ২০১৪ বিকাল ৩:৫৭

অ রণ্য বলেছেন: পড়ে ফেলুন____কেন না এই বইগুলো আপনাকে সমৃদ্ধ করবে, অবশ্যই।

৯| ২৬ শে জুন, ২০১৪ বিকাল ৩:৩৭

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: অধিকাংশই পড়া আছে।

ভাল পোস্ট++++

২৬ শে জুন, ২০১৪ বিকাল ৪:০০

অ রণ্য বলেছেন: আপনি তবে সৌভাগ্যবান____ কারণ অনেকেই এই পড়গুলো পড়েননি।

ধন্যবাদ।

১০| ২৬ শে জুন, ২০১৪ বিকাল ৩:৫৬

আদম_ বলেছেন: বেশির ভাগই পড়া। সবচে ভালো "পুতুল নাচের ইতিকথা"

২৬ শে জুন, ২০১৪ বিকাল ৪:০৩

অ রণ্য বলেছেন: আমার সবচেয়ে প্রিয় বই কাফকার ডায়েরী, আর যদি দ্বিতীয় কোনো বইকে সব সময়ের সঙ্গী হিসেবে বেছে নিতে বলেন, তবে কোনো দ্বিধা ছাড়াই বেছে নেব সন্দীপন বাবুর ডায়েরী_____আহা, এই দুই লেখক অন্য কিছু না লিখে কেবলমাত্র ডায়েরী লিখলেও সমান বিখ্যাত রয়ে যেতেন।

১১| ২৬ শে জুন, ২০১৪ বিকাল ৪:০১

ৎঁৎঁৎঁ বলেছেন: দারুণ পোস্ট!

২৬ শে জুন, ২০১৪ বিকাল ৪:০৩

অ রণ্য বলেছেন: ধন্যবাদ_______!!!

১২| ২৬ শে জুন, ২০১৪ বিকাল ৪:১৪

সোহানী বলেছেন: হুম ... প্রায় সবই পড়া তবে হুমায়ুন/জাফর ইকবাল/নাসরিন এর বই রাখলেন না ???? হয়তো আপনার পছন্দের তালিকায় নেই !!!! তারপর ও তাদের কিছু ভালো বই আছে ........

২৬ শে জুন, ২০১৪ বিকাল ৪:৪৭

অ রণ্য বলেছেন: সোহানী_____আমি উপরেই বলেছি, হুমায়ুন কিংবা শরৎ বাবু সম্পর্কে আমার মূল্যায়ন নিতান্তই বাজে, এবং একটা সময় হুমায়ুন পড়ে থাকলেও এখন প্রাণ থাকতে আমাকে দিয়ে কেউ হুমায়ুন পড়াবে, সে সাধ্য নেই। হয়ত লেখকের অবস্থান থেকে (ব্যক্তিগতভাবে) আমার তাঁর বই এখন আর পড়ার প্রয়োজন নেই বলেই।

অবশ্যই তাদের ভাল বই আছে, যেমন হুমায়ুনের ''শঙ্খনীল কারাগার'', কিন্তু আমার ব্যক্তিগত এই তালিকায় অন্তত হুমায়ুন সাহেব আসবেন না কোনোদিন। আর শরৎ বাবুর একটি বই আছে এখানে। যদিও আরেকটি বই দেবার কথা ভাবছিলাম, কিন্তু তা এই পছন্দের তালিকায় যায় না ঠিক।

ধন্যবাদ মন্তব্যের জন্য।

১৩| ২৬ শে জুন, ২০১৪ বিকাল ৪:৫১

অ রণ্য বলেছেন: ভাই নাসির___আপাতত আপনাকে দারুণ দুটো বই মেইল করে পাঠিয়েছি। বই দুটো শেষ করুন। আশা করি আপনিও ভক্ত হয়ে পড়বেন সন্দীপন বাবুর।

মাঝে মাঝে স্মরণ করিয়ে দেবেন, আমি অবশ্যই শেয়ার করব আমার কাছে থাকা বইগুলো।

ভাল থাকুন।

১৪| ২৬ শে জুন, ২০১৪ বিকাল ৫:৪২

কাফের বলেছেন: কয়েকটা পড়ার বাকি আছে
এত অসাধারণ লিষ্টে মেমসাহেব পছন্দ হয় নাই

শহীদুল জহির সমগ্র শেষ করছি বেশি দিন হয় নাই মুগ্ধতার রেশ কাটেনাই এখনো, প্রচন্ড আফসোস হচ্ছে আর কিছু দিন যদি বেচে থাকতেন......

যাই হোক পছন্দের অনেক মিল আছে আপনার সাথে
পোষ্টে প্লাস


২৬ শে জুন, ২০১৪ রাত ৮:২৭

অ রণ্য বলেছেন: মেমসাহেব এই তালিকায় আসার কথা নয়, শতভাগ খাটি কথা। কিন্তু, আমার জীবনে ''মেমসাহেব'' ও ''গর্ভধারিণীর'' বিশেষ ভূমিকা আছে। সুতরাং, এই দুর্বলতাটুকু কাটিয়ে উঠা এই জীবনে আমার পক্ষে অসম্ভব।


তাই___বই দুটোকে অনায়াসেই ইগনোর করা যেতে পারে এই তালিকা থেকে।

শহীদুর জহীরের চেয়ে আমি বেশি মুগ্ধ সন্দীপন বাবুর লেখায়, কেন না এই একটিমাত্র লেখক আমাকে প্রায় বছরের অধিক সময় লিখতে দেননি। এত বেশি তিনি মস্তিষ্কের গভীরে চলে গিয়েছিলেন যে, যাই লিখতাম উনার মতো হয়ে যেত।

যাই হোক আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভায়া।

১৫| ২৬ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:০৩

ধুমধাম বলেছেন: এপার- ওপার সব ধরনের বই-ই ভালো লাগে?! অবাক করা ব্যাপার!
রাহুল সাংকৃত্যায়ন আর গর্ভধারিনীর মত বই একসাথে ভালো লাগাটা সহজ কথা নয়, সন্দেহ নেই আপনি পড়ুয়া....।

২৬ শে জুন, ২০১৪ রাত ৮:২০

অ রণ্য বলেছেন: ধন্যবাদ ভায়া মন্তব্যের জন্য। রাহুল সাংকৃত্যায়নের আরও কয়েকটা বই আছে, নাম মনে নেই, আর সমরেশ বাবুর এই বইটি আমাকে লেখালেখির জীবনে আসতে বিশেষ ভূমিকা পালন করেছিল, তাই বইটি অন্তত এই জীবনে সবসময়ই প্রিয়র তালিকায় রয়ে যাবে।

আপনিও যে পড়ুয়া, সেটা আপনার মন্তব্য দেখেই বোঝা যায়। ভাল থাকুন।

১৬| ২৬ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৩০

সম্রাট ইজ বেস্ট বলেছেন: একসময় সবধরনের বই-ই গোগ্রাসে গিলেছি। এখন আর তেমন সময় করে উঠতে পারি না। তবু্ও আপনার কালেকশন দেখে মেইল অ্যাড্রেসটা দিলাম। আশা করি আপনার সংগ্রহে থাকা সবগুলি বই-ই পাঠাবেন। ধন্যবাদ।

২৬ শে জুন, ২০১৪ রাত ৮:১১

অ রণ্য বলেছেন: সবগুলো বই এর পিডিএফ আমার কাছে নেই ভায়া এবং পাওয়ার সম্ভাবনাও খুবই কম
যেগুলো আছে, অবশ্যই পাঠাব ধীরে ধীরে_________
তবে আমার জন্য ভাল হয়, আপনি কোনটা চাইছেন পড়তে সেটা জানলে, তাহলে মেইল করা সহজ হতো______!!!

১৭| ২৬ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৩৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: [email protected]

২৬ শে জুন, ২০১৪ রাত ৮:১৮

অ রণ্য বলেছেন: আমি হয়ত আপনাদের রিসপন্স করতে পারব না সময়মত, কিংবা ভুলে যাই অনেক সময়। আমার স্মৃতি শক্তি বেশ বাজে।

আপাতত আমার খুব প্রিয় একটি বইটি পাঠাচ্ছি। ভাল থাকুন।

১৮| ২৬ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৪৫

নাজমুল হাসান মজুমদার বলেছেন: চমৎকার , সরাসরি প্রিয়তে । শহিদুল জহিরের সমগ্র কত দাম বলতে পারবেন ভাই ? ধন্যবাদ

২৬ শে জুন, ২০১৪ রাত ৮:২২

অ রণ্য বলেছেন: আমি বছর চারেক আগে কিনেছিলাম, মনে নেই দাম। তবে আনুমানিক ৩৫০ টাকা থেকে ৪৫০ টাকার মধ্যে হতে পারে (ভুলও হতে পারে)___!!!!

১৯| ২৬ শে জুন, ২০১৪ রাত ১১:৫৩

ভ্রমচারী বলেছেন: চমৎকার ভাই। এই পোস্টটার অপেক্ষাতেই যেন ছিলাম। সরাসরি প্রিয়তে। আমার মতে পদ্মা নদীর মাঝি বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ উপন্যাস। আর বিভূতিভূষণের সব বই ই ভালো লাগে :)

২৭ শে জুন, ২০১৪ রাত ১২:০২

অ রণ্য বলেছেন: ভ্রমচারী ভায়া__এভাবে বাংলা সাহিত্যে কোনো সেরা লেখা নির্দিষ্ট করা নিতান্তই বোকামী ছাড়া কিছুই নয়। তিন বন্দ্যোপাধ্যায় (মানিক, তারা আর বিভূতি) বাংলা সাহিত্যের তিন এমন মহারথী যাদের অস্বীকার করে বাংলা সাহিত্যের দাঁড়ানোর ক্ষমতা নেই।

কিন্তু, তাই বলে এদের চেয়ে ভাল লেখা যে নেই তা নয়, কিংবা হয়ত এদের চেয়ে কেউ আর তেমন ভাল কিছু লেখেইনি। সব আপেক্ষিক এবং বাঙ্গালী হিসেবে আমি গর্বিত যে, এমন সব কালজয়ী সাহিত্য আমাদের ভাষাতেই রচিত।

আহা____একেকটির চেয়ে একেকটি সেরা!!!!!!!

২০| ২৭ শে জুন, ২০১৪ রাত ১২:১০

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
১৫ টা কমন পড়ছে।
মানে পড়া হইছে।
দুই তিনটা সংগ্রহে আছে ইতমধ্যে, পড়া হয়নি।

দারুন পোস্ট।

২৭ শে জুন, ২০১৪ রাত ১২:৩৫

অ রণ্য বলেছেন: পড়ে ফেলুন__এবং ইচ্ছে থাকলে সামনে এর চেয়েও অনেক বেশি বই পড়ে ফেলবেন আশা করি____!

শুভ কামনা রইল।

২১| ২৭ শে জুন, ২০১৪ রাত ১২:৩৯

রিদওয়ান এইচ ইমন বলেছেন: বইগুলো সংগ্রহ করে পড়ার ইচ্ছে আছে।প্রিয়তে!! :)

২৭ শে জুন, ২০১৪ সকাল ১১:৩০

অ রণ্য বলেছেন: সব বই আমার কাছে পিডিএফ আকারে নেই ভায়া______!!!!

২২| ২৭ শে জুন, ২০১৪ রাত ১২:৪৮

রিদওয়ান এইচ ইমন বলেছেন: আপনার কাছে থাকা পিডিএফ বই আমার মেইলেও শেয়ার করলে উপকৃত হতাম।

[email protected]

২৭ শে জুন, ২০১৪ দুপুর ১২:০৭

অ রণ্য বলেছেন: আমি চেষ্টা করব ব্রাদার_________তবে আমার কাছে সব বইয়ের পিডিএফ নেই !

২৩| ২৭ শে জুন, ২০১৪ রাত ২:১৩

নূর মোহাম্মদ প্রধান বলেছেন: এখানের বেশকিছু বই পড়েছি।আপনার পোস্টের অধিকাংশ বই ই চমৎকার। হুমায়ুন আজাদের কোন বই আপনার ভালো লেগেছে কিনা বলবেন প্লিজ ।

২৮ শে জুন, ২০১৪ সকাল ১১:১৫

অ রণ্য বলেছেন: কেন লাগবে না___তিনি খুব শক্তিশালী লেখক, তবে খুব বেশি পড়া হয়নি আজাদ সাহেবকে____একটু সময় লাগবে এই লেখককে স্টাডি করার জন্য, আর সে জন্যই হয়ত আমার অজ্ঞতা তাঁর কোনো বইকে এই তালিকায় সুনির্দিষ্ট করতে ব্যর্থ হয়েছে।

ধন্যবাদ নূর আপনাকে মন্তব্যের জন্য।

২৪| ২৭ শে জুন, ২০১৪ রাত ২:২১

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: অসাধারন ... । প্রায় সবগুলোই পড়া আছে ।
তারাশঙ্করের "গণদেবতা" "রাইকমলও' ভালো ।
সুনীলের 'অরণ্যের দিনরাত্রী" " ।
সমরেশের "কালবেলা" "কালপুরুষ" "উত্তরাধিকার" অভ্যস্ত পাঠকদের জন্য অবশ্যই পাঠ্য।
নিষিদ্ধ লোবান- শামসুল হক ।
সংশপ্তক- শহীদুল্লাহ কায়সার । রাইফেল রূটি ও আওরাত- আনোয়ার পাশা ।
সংশপ্তক- শহীদুল্লাহ কায়সার
সূর্য দীঘল বাড়ি – আবু ইসহাক ।
পোকামাকড়ের ঘরবসতি – সেলিনা হোসেন ।

আসলে বাংলা সাহিত্য অনেক ধনে ধনী । পড়তে গেলেই প্রিয় তালিকা বাড়তে থাকবে ।

২৮ শে জুন, ২০১৪ সকাল ১১:১৭

অ রণ্য বলেছেন: খুব ভাল কিছু বইয়ের নাম উল্লেখ করেছেন, যেগুলো অনায়াসেই চলে আসতে পারত এই তালিকায়। তবে আমারও তো পাঠ সীমাবদ্ধতা রয়েছে, আর সেজন্যই বোধ করি এই অসাধারণ বইগুলো ছেড়ে গেছে।

ধন্যবাদ জানাচ্ছি এই বইগুলোর নাম উল্লেখ করা ও মন্তব্যের জন্য।

২৫| ২৭ শে জুন, ২০১৪ রাত ৩:৫৯

আশাবাদী ডলার বলেছেন: কোন কথা হবে না, সরাসরি প্রিয়তে :)

২৮ শে জুন, ২০১৪ সকাল ১১:৩৮

অ রণ্য বলেছেন: আন্তরিক ধন্যবাদ

২৬| ২৭ শে জুন, ২০১৪ সকাল ১১:৩১

আহসানের ব্লগ বলেছেন: ভাল পোস্ট

২৭| ২৭ শে জুন, ২০১৪ সকাল ১১:২৮

অ রণ্য বলেছেন: আমার কাছে একটি খুব রেয়ার বই আছে, যেটা এখন কোথাও পাওয়া যাবে বলে আমার মনে হয় না। বইটি রাশিয়ান শিশু সাহিত্যের অনুবাদ, ****মালাকাইটের ঝাপি**** যেটা আমি সবার সাথে শেয়ার করতে চাই। আমার ভীষণ ইচ্ছে যে, সব পিতা-মাতাই যেন তাদের সন্তানকে রোজ এই বইটি পড়ে শোনায়__কেন না এমন একটি অবনদ্য বই একটি শিশুর সমগ্র জীবনের উপর এত বেশি প্রভাব ফেলতে পারে, যা তার জন্য বিশেষ আর্শীবাদের মতো ব্যাপার।

আমার অনুরোধ, বইটি যেহেতু এখন আর পাওয়া যায় না, তাই আমার কাছ থেকে নিয়ে সবাই সবার পরিচিত বাবা-মার সাথে যত বেশি পারবেন শেয়ার করুন। এমন একটি বইটি সবার কাছেই থাকা অতীব জরুরী, কারণ এখনকার শিশুরা এমন সুন্দর অবকাশের সাথে একদম অপরিচিত, তাই তাদের এমন অবকাশের মধ্যে দিয়ে যাওয়া খুব গুরুত্বপূর্ণ বলেই আমি মনে করি।

[email protected]__এখানে আপনারা আমাকে মেইল করুন, আমি সবাইকেই বইটি পাঠিয়ে দেব।

২৮| ২৭ শে জুন, ২০১৪ সকাল ১১:৫২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
অনবদ্য পোস্ট!


পুতুল নাচের ইতিকথা পড়েও থমকে গিয়েছিলাম কিছু সময়ের জন্য...
কত যত্ন করে একেকটি উপন্যাস তারা লিখতেন...

ন হন্যেতে রবীন্দ্র জীবনের বিশ্বস্ত রেফারেন্স :)

তেইশ নম্বর তৈলচিত্র আরেকটি অনবদ্য সৃষ্টি...

প্রায় সবগুলোই সুনির্বাচিত। বাংলা সাহিত্যের অহংকার।


স্মৃতিকাতর করে দেবার জন্য ধন্যবাদ :)

২৮ শে জুন, ২০১৪ সকাল ১১:৪৬

অ রণ্য বলেছেন: ধন্যবাদ মইনুল সাহেব মন্তব্যের জন্য। সে সময় সত্যিকারের অনবদ্য সাহিত্য সৃষ্টি হয়েছিল, এবং আমাদের বাংলা সাহিত্য সত্যিকার অর্থেই ঋদ্ধ হয়েছিল।

আমরা আজীবন কৃতজ্ঞ তাঁদের কাছে।

২৯| ২৭ শে জুন, ২০১৪ দুপুর ১২:৩১

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: মাঈনউদ্দিন মইনুল ভাই এর সাথে সম্পূর্ণ একমত...

কত যত্ন করে একেকটি উপন্যাস তারা লিখতেন...
প্রায় সবগুলোই সুনির্বাচিত। বাংলা সাহিত্যের অহংকার।

এবং আবারো স্মৃতিকাতর করে দেবার জন্য ধন্যবাদ না দিয়ে পারছিনা ..

পোস্টে ভালোলাগা সবরকম , সেই সংগে পোস্টদাতার প্রতিও ...

২৮ শে জুন, ২০১৪ সকাল ১১:৫২

অ রণ্য বলেছেন: ধন্যবাদ আপনাকেও মুনতাসির
মন্তব্যের জন্য

৩০| ২৭ শে জুন, ২০১৪ বিকাল ৩:৩৫

mrof বলেছেন: আমি আপনাকে একটি mail করছি। [email protected]
যা পারেন পাঠিয়ে দিন। বা link দিন।

২৮ শে জুন, ২০১৪ দুপুর ১২:০০

অ রণ্য বলেছেন: আমি পাঠিয়েও দিয়েছি ভায়া____ধীরে ধীরে আরও পাঠাব, এবং মাঝে মাঝে ভুলেও যেতে পারি____সে যাই হোক আপনারাও শেয়ার করুন আপনাদের কাছে থাকা বইগুলো আমার সাথে।

ধন্যবাদ।

৩১| ২৭ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৩৮

মহামহোপাধ্যায় বলেছেন: বেশ কিছু পড়া বাকি :( :(

২৮ শে জুন, ২০১৪ দুপুর ১২:২২

অ রণ্য বলেছেন: পড়ে ফেলুন_________জলদি

৩২| ২৭ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৪১

সকাল রয় বলেছেন:

বাঙলা সাহিত্য এত বিশাল যে এক জীবনে এর সাধনা শেষ হবার নয়। যেহেতু পুনর্জন্ম হবেনা সেহেতু আফসোস আর আফসোস।

আমার কাছে মেমসাহেব সেরা

২৮ শে জুন, ২০১৪ দুপুর ১২:৩৮

অ রণ্য বলেছেন: হা হা হা______যাক মেমসাহেব এর আরেক ভক্ত যুক্ত হলো আমার দলে তবে।

ধন্যবাদ সকাল রয়।

৩৩| ২৭ শে জুন, ২০১৪ রাত ৮:১৫

আদম_ বলেছেন: হুমায়ুন সাহেব এখানে ঠাই পাবার যোগ্য নন- আপনার এই কথার সাথে একমত। পুতুল নাচের পিডিএফ আছে আপনার কাছে? থাকলে মেইল এড্রসটা দিতাম

২৮ শে জুন, ২০১৪ দুপুর ১:০২

অ রণ্য বলেছেন: যোগ্যতার প্রশ্ন নয় ভায়া___ভাল লাগা বা না লাগার কথা। কোলকাতায় আমি অনেক ক্রিয়েটিভ লেখক-কবিকে হুমায়ুন সাহেবের বই পাগলের মতো কিনতে দেখেছি। হয়ত তাদের জন্য হুমায়ুন সাহেব জরুরী ছিল। আবার যেমন ধরুন আমাকে যদি তাঁর লেখা পড়তে বলেন, তবে পরবর্তী ১০০০ বছর যদি আমি তাঁর সমস্ত লেখা লক্ষবারও পড়ি তাহলেও একটি লাইন লিখতে পারব না, অথচ সন্দীপন বা কাফকার ডায়েরীর একটি পড়া পাতাও যদি আরও ১০০০ বার পড়ি, তবে আমকে ১০০০ বারই কলম ধরতে হবে।

সে যাই হোক, তারও অবদান কম নয়, তা নেগেটিভ হোক বা পজেটিভ। ধন্যবাদ মন্তব্যের জন্য।

৩৪| ২৭ শে জুন, ২০১৪ রাত ৮:১৮

আদম_ বলেছেন: জহির রায়হানের বরফ গলা নদী টা এখানে থাকলে আমার আত্না শান্তি পাইতো :(( :(( :( :(

২৮ শে জুন, ২০১৪ বিকাল ৩:৫০

অ রণ্য বলেছেন: আমি নিজেও কি কম শান্তি পেতাম ভাই____কী আর করা, আমি সব মিলিয়ে ৫০টি বই বাছাই করতে চেয়েছিলাম, আর তা করতে গিয়েই এই দারুণ আক্ষেপ বরণ করে নেয়া !!!!!!!

৩৫| ২৭ শে জুন, ২০১৪ রাত ৮:৩৫

অলওয়েজ এ্যান্টি গর্ভণমেন্ট বলেছেন: আরো কিছু বই -
সৈয়দ মুজতবা আলীর - অবিশ্বাস্য
শংকরের - মনজঙ্গল, ৩৬ চৌরঙ্গী ষ্ট্রীট
সুনীল গঙ্গোপাধ্যায় - রাধাঁ কৃষ্ঞ
অন্রদা শংকর রায়ের - প্রবাসে পরবাসে
প্রমথ চৌধুরীর - ছোট গল্প সম্ভার
সৈয়দ মনঞ্জুরুল ইসলামের - সব মনোবিকলন বিষয়ক গল্প
আবদুশ শাকুরের - রম্য সাহিত্য

২৮ শে জুন, ২০১৪ বিকাল ৪:৩৮

অ রণ্য বলেছেন: মুজতবা আলীর কোনো বই-ই বাদ দেয়া যায় না। অসাধারণ এক লেখক___মুগ্ধ হয়ে পড়তে থাকি।

অন্যান্য লেখাগুলোর নাম উল্লেখ করার জন্য ধন্যবাদ ভায়া।

৩৬| ২৭ শে জুন, ২০১৪ রাত ৯:০৬

ফ্রেশ ম্যান বলেছেন: চমতকার । পারলে আমাকে আপনার সংগ্রহের বই দিবেন । ইমেইল [email protected]

২৮ শে জুন, ২০১৪ বিকাল ৫:০৬

অ রণ্য বলেছেন: পাঠিয়ে দিয়েছি এক রেয়ার বই।
ভাল থাকুন।

৩৭| ২৮ শে জুন, ২০১৪ দুপুর ১২:২৮

ভ্রমচারী বলেছেন: অরণ্য ব্রাদার, লেখাটা যে সবার কাছে শ্রেষ্ঠ হবেনা সেটা স্বাভাবিক। সেইজন্যেই বলেছি ওটা আমার একান্তই আমার নিজের মতামত। কালজয়ি উপন্যাস তো অনেক আছে, এর মধ্যে কিছু কিছু উপন্যাস কিছু কিছু মানুষের হৃদয় ছুঁয়ে যাবে । ভাল থাকবেন :)

২৮ শে জুন, ২০১৪ রাত ৮:৫৬

অ রণ্য বলেছেন: তাহলে আর কোনো কথা নেই
ব্যক্তির কাছে যে লেখা সবচেয়ে ভাল লাগে, তাই-ই সেরা
সুতরাং, আপনার মন্তব্য গৃহীত হলো____

৩৮| ২৮ শে জুন, ২০১৪ বিকাল ৪:৩৩

মামুন রশিদ বলেছেন: আপনার বই পড়ার তারিফ করতে হয় । দারুন সব বই পড়েছেন ।

২৮ শে জুন, ২০১৪ রাত ৯:১২

অ রণ্য বলেছেন: কিছুই তো পড়া হয়নি ভায়া সে অর্থে
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য

৩৯| ২৮ শে জুন, ২০১৪ বিকাল ৪:৫৩

সজল৯৫ বলেছেন: নিজের দৈন্যতা দেখে নিজেই অবাক!! ৫০টি বইয়ের ভিতর মাত্র ১৪টি পড়েছি। আমার মেইল আইডি দিলাম সম্ভব হলে পাঠাবেন উপকৃত হব। ধন্যবাদ ....

[email protected]

২৯ শে জুন, ২০১৪ বিকাল ৫:৫২

অ রণ্য বলেছেন: পাঠিয়ে দেব রাতে। নিজের দৈনতার উপলব্ধিই কিন্তু মানুষকে সমৃদ্ধ করে।

ভাল থাকুন ভায়া। ধন্যবাদ আপনাকেও।

২৯ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৩৮

অ রণ্য বলেছেন: পাঠিয়ে দিয়েছি ব্রাদার।

৪০| ২৯ শে জুন, ২০১৪ বিকাল ৫:১২

হাসিনুল ইসলাম বলেছেন: ****মালাকাইটের ঝাপি**** বইটির জন্য মেল করেছি। পাঠাবেন প্লিজ। আপনার কথায় মনে হচ্ছে সন্দীপন বাবুর ডায়েরি পড়তে হবে।

২৯ শে জুন, ২০১৪ বিকাল ৫:৫৪

অ রণ্য বলেছেন: পাঠিয়ে দিয়েছি দুটো বই। তবে সন্দীপন বাবুর ডায়েরী নেই আমার কাছে পিডিএফ ফরম্যাটে, কিন্তু সমগ্র আছে।

আপাতত তা-ই পাঠালাম। পড়তে থাকুন।

৪১| ২৯ শে জুন, ২০১৪ রাত ১০:১৮

হাসিনুল ইসলাম বলেছেন: অনেক ধন্যবাদ। এত দ্রুত ২টি বই মেইলে পাঠানোর জন্য। পড়বো। বাচ্চাকে শোনাবো। আপনার এখানে শহিদুল জহিরের এত সুনাম শুনে এই সন্ধ্যায় রাজশাহীর এক আড্ডায় বলতে বুঝতে পারলাম যারা লেখালেখি করেন তারা উনাকে ভালই জানেন। আমারই এখন আর কারো লেখার সঙ্গে যোগ নেই। উনার কোনো বইও যদি দিতেন, খুব ভাল লাগত। রোজার ছুটিতে কয়েকটা ভাল বই পড়া যেত।

জীবনস্পর্শী, ভাবনায় ফেলার মতো আরো বইয়ের নাম জানার অপেক্ষায় থাকলাম।

ভাল থাকবেন।

৩০ শে জুন, ২০১৪ সকাল ১০:১১

অ রণ্য বলেছেন: অবশ্যই শোনাবেন। শহীদুল জহির কি জিনিস তা না পড়লে জানা যাবে না। আমার কাছে বোধ হয় একটি উপন্যাস আছে, মেইল করে দেব, কিন্তু সত্যি বলতে অনেকেই মেইল করেছেন বই পাঠাতে বলে, আর আমি কেবল তাদের বই পাঠিয়ে গেছি রিপ্লাই মেইলে, সুতরাং, কার যে কী নাম তা বলার ক্ষমতা নেই আমার।

অনেকেই আবার এমন মেইল আইডি ব্যবহার করেন, যার সাথে নিজের নামের কোনো মিল নেই, ফলে বেশ গোলমেলে ব্যাপারটা।

সে যাই হোক___আরও বই যুক্ত করা যেতে পারে এখানে, তবে আপাতত এই থাক।

ভাল থাকুন আপনিও____

৪২| ৩০ শে জুন, ২০১৪ রাত ১:১৩

স্নিগ্ধ শোভন বলেছেন:

আপনার ভালো লাগা বইগুলো সত্যিই ভালো।

৩০ শে জুন, ২০১৪ সকাল ১০:১১

অ রণ্য বলেছেন: ধন্যবাদ শোভন____!

৪৩| ২১ শে জুলাই, ২০১৪ রাত ১২:২৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কয়েকটা তো এখনো পড়ি নাই :(

২৩ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৩৬

অ রণ্য বলেছেন: পড়ে ফেলুন জলদি !

৪৪| ০৫ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৪৩

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
এমন একজন পড়ুয়া/সিনেমাবোদ্ধাকে চিনতে পেরে
ভালো লাগলো ! আপনার লিস্টের বেশির ভাগ বইই
পড়া না হলেও আমার ভালোলাগার তালিকায় এবং
সময় করে পড়ার ইচ্ছে আছে ।

"অফেরত একটি বইয়ের বেদনা এবং "

এই শিরোনামে আমার লেখাটি পড়বেন সময় করে ।

আপনাকে আমার ব্লগে আমন্ত্রণ জানাচ্ছি ! ভালো থাকুন ।

০৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:০৪

অ রণ্য বলেছেন: অবশ্যই আপনার আমন্ত্রণ গ্রহণ করব। তবে আমি অনিয়মিত ব্লগে, এবং অলসও বটে লেখা-লেখির ব্যাপারে। আশা করি আশাহত হবেন না!

শীঘ্রই সময় নিয়ে পড়ব স্বপ্নচারী। ভাল থাকুন, লেখায় থাকুন।
শুভ কামনা রইল।

৪৫| ২২ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:২৯

ইমরান আশফাক বলেছেন: আরও কয়েকটি বই আপনার সংগ্রহে রাখতে পারেন যেগুলি বাংলা স্যাহিত্যের অমূল্য সম্পদ:

১। কত ছবি কত গান

২। বিলেতে সাঁড়ে সাঁতশত দন

৩। ইস্তাম্বুল যাত্রীর চিঠি

৪। বং থেকে বাংলা

৫। উভচর মানুষ (অনুবাদ সাহিত্য)

৬। মালাকাইটের ঝাপি (অনুবাদ সাহিত্য)

৭। পৃথিবীর পাঠশালা (অনুবাদ সাহিত্য)

৮। মা (অনুবাদ সাহিত্য)

৯। কপালকুন্ডুলা

১০। দূর্গেশনন্দিনী


এছাড়া সেবা প্রকাশনী, মুক্তধারা, পূথীঘর, বাংলা একাডেমির অধিকাংশ বই।

৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৪৫

অ রণ্য বলেছেন: অবশ্যই করা যেতে পারে, এবং তালিকা তখন আর এত সংকীণংতার ঘেরে আবদ্ধ থাকবে না। কত অসামান্য বই যে রয়েছে আমাদের তথা বিশ্ব-সাহিত্য ভান্ডারে! কতগুলোর নাম আর উল্লেখ করব। অসংখ্য বই রয়ে গেছে এই তালিকার বাইরে।

ধন্যবাদ মন্তব্যের জন্য।

৪৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩১

মো: ইমরান আল হাদী বলেছেন: ভাইয়া আপনি আমাকে পড়তে শিখিয়েছেন, আগে আমি এলেবেলে ধরনের বই পড়তাম, এই লেখার মাধ্যমে আপনি আমার সম্মুখে এক নতুন দ্বার উন্মচন করেছেন।আপনাকে আমি গুরু মানি, হৃদয় থেকে বলছি।ধন্যবাদ।

০৬ ই মে, ২০১৬ রাত ১০:২৯

অ রণ্য বলেছেন: গুরু মানার মতো বিষয় নয় এটা। ভাল সাহিত্য পড়তে থাকলে আপনার নিজেরও একটা পছন্দ তৈরী হবে আর তখন আপনি চাইলেও আপাত দুর্বল সাহিত্যগুলো পড়তে চাইবেন না। ভাল থাকুন। ধন্যবাদ আপনাকেও।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.