নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জড়তার কাব্য শুনি, ক্লীব লিঙ্গ বলিয়া কিছু নাই

অ রণ্য

পুলকে পুলক আর সাদা দুধ, সাদা ঘর, মেঘের দোসরযে তুমি ঘুমিয়ে আছো, যেন ঘর ছেড়ে উড়ে গেছোআরব সাগর আর যাদু-কাঠি-ঘ্রাণগাগল, পাগল আমি রাত-দিন বসে টানিযাদুর ঝালর

অ রণ্য › বিস্তারিত পোস্টঃ

হারানো দিনের কিছু গান, যা আজও মন্ত্রমুগ্ধ করে রাখে !!!

০৩ রা জুলাই, ২০১৪ রাত ৯:৩০

তুমি তো এখন আমারি কথা ভাবছ





তুমি আমার এমন-ই একজন





তুমি আমার কতো চেনা, সে কি জানো না





বিমূর্ত এই রাত্রি আমার





আয়নাতে ঐ মুখ দেখবে যখন





আজ রাত সারা রাত জেগে থাকব





আমি একদিন তোমায় না দেখিলে





তুমি আজ কথা দিয়েছ





এমনও তো প্রেম হয় ও চোখের জলে কথা কয়





ফুলের কানে ভ্রমর এসে চুপি চুপি বলে যায়





একটুস খানি দেখো একখান কথা রাখো





আমার এ দুটি চোখ পাথর তো নয়





সাতটি রঙের মাঝে আমি মিল খুঁজে না পাই





ও পাখি তোর যন্ত্রণা





আমার মন বলে তুমি আসবে





যেয়ো না সাথী চলেছ একেলা কোথায়





হেরে গেছি আজ আমি নিজের কাছে





দিন দুপুরে মনের ঘরে সিধ কাটিলো কে





কাল সারা রাত ছিল স্বপনেরও রাত





আবার দু'জনে দেখা হলো





আমি আছি থাকব, ভালবেসে মরব





অনেক বৃষ্টি ঝরে তুমি এলে





কোথায় তুমি ছিলে কোথায় আমি ছিলাম





আমি ধন্য হয়েছি ওগো ধন্য তোমার-ই প্রেমের জন্য





শত জনমের স্বপ্ন তুমি আমার জীবনে এলে





রূপ দেখে বলব কী ভাষা খুঁজে পাই না





তুমি যে আমার কবিতা





ও দুটি হাত চিরদিন থাক





ওরে নীল দরিয়া





চিরদিন-ই সাথী তোমাকেই চাই





ভালবাসা যত বড় জীবন তত বড় নয়





চুরি করেছ আমার মনটা





প্রেমের নাম বাসনা





মনের ও রঙে রাঙাব





ও মেয়ের নাম দেব কী





এই সকালটা যে তোমার বিকেলটা যে আমার.





চোখ যে মনের কথা বলে





এ মন ভেঙ্গে যায় যাক





তুমি ভুলে যেয়ো সবি শুধু এই কথা ভুলো না





তুমি আমার আমার মনের মাঝি





আমি তোমার মনের মতো কী না





যখন থামবে কোলাহল ঘুমে নিঝুম চারিদিক





তুমি আশা ভালবাসা





মধু বনে কানে কানে





সবাই তো ভালবাসা চায়





চুপি চুপি বলো কেউ জেনে যাবে





আমি তোমার বধু





অমন করে যেয়ো না গো তুমি





দিন দুপুরে মনের ঘরে সিধ কাটিলো কে





জীবনও আঁধারে পেয়েছি তোমারে





এই রাত ডাকে ঐ চাঁদ ডাকে





তোমার-ই পরশে জীবন আমার ওগো ধন্য হলো





তুমি ছাড়া আমি একা





তুমি আছো বলে আমি সোহগিনী





তুমি চেয়েছিলে ওগো জানতে





এই বৃষ্টি ভেজা রাতে চলে যেয়ো না





পাখিরে তুই দূরে থাকলে কিছুই আমার ভাল লাগে না





এ কী সোনার আলোয় জীবন ভরিয়ে দিলে





এই মন তোমাকে দিলাম





এই আকাশকে সাক্ষী রেখে





কথা বলব না বলেছি, শুনব না শুনেছি





পৃথিবীর যত সুখ আমি তোমারি ছোঁয়াতে





এই রাত ডাকে ঐ চাঁদ ডাকে হায় তুমি কোথায়





ও দুটি নয়নে শয়নে স্বপনে





তুমি আমার কতো চেনা, সে কি জানো না





মনটা যদি খোলা যেত সিন্দুকের-ই মতো





কত যে তোমাকে বেসেছি ভালো





তুমি রোজ বিকেলে আমার বাগানে ফুল নিতে আসতে





আমার সারা দেহ খেয়ো গো মাটি





পারি না ভুলে যেতে





তোরে পুতুলের মতো করে সাজিয়ে হৃদয়ের কোঠরে রাখব





ভালবাসার মূল্য কত, আমি কিছু জানি না





এ সুখের নেই কোনো সীমানা





হাত ধরে নিয়ে চলো পথো চিনি না





তুমি আমার জীবন সাথী জনম জনম ধরে





তুমি সাত সাগরের ওপার হতে আমায় ডেকেছ





একবার যদি কেউ ভালবাসত





আকাশের ঐ মিটি মিটি তারার সাথে কইব কথা, নাইবা তুমি এলে.





সুখের দিনেও আমি তোমার দুখের দিনেও আমি





সে যে মনের কথা মনেই রাখে, মুখে আনে না





গুন গুনাগুন গান গাহিয়া মন ভ্রমরা গায়





তুই যে আমার জানের জান





রুই-কাতলা-ইলিশ তো নয়, হায় রে কী যে করি.





নাগর আমার কাঁচা পিরীত পাকতে দিল না





বলো না একবার এ রাত তোমার-আমার





আমার সকল চাওয়া তোমার-ই কাছে, তোমার-ই কাছেই আমি চাই.





দুঃখ ভালবেসে প্রেমের খেলা খেলতে হয়





ও মনের ময়না, আয় না কাছে আয় না





আইলো দারুণ ফাগুন রে, লাগলো মনে আগুন রে





বনমালী তুমি পর জনমে হইয়ো রাধা





তুমি ছাড়া আমি একা, পৃথিবীটা মেঘে ঢাকা





একটু ফিরে দেখো একটি কথা রাখো





ও চোখে চোখ পড়েছে যখনি





কথা কেন যে বলিস না





আমি তোমার দুটি চোখে দুটি তারা হয়ে থাকব





ডাকে পাখি খোলো আঁখি, দেখো সোনালি আকাশ





এই হৃদয়ে এত যে কথার কাপন, মুখে কেন বলা হয় না





আমি তোর-ই সাথে ভাসতে পারি





শালুক শালুক ঝিলের জলে





মন রেখেছি আমি তার মনেরও আঙ্গিনায়





ও পাখি তোর যন্ত্রণা আর তো প্রাণে সয়না





তুমি বলে ডাকলে বড় মধুর লাগে





তুমি কাছে এসে দূরে চলে গেছ





তুমি এমন-ই জাল পেতেছ সংসারে





পিরিতের ছোট্ট ঘরে রাখিব আপন করে





চলো রে চলো সাগরে





আজ কেন এত ভাল লাগছে





আমি তোমার হাতের বাঁশি, বাজাও দিবানিশি





হায় হায় হায় এই কলিজায়, কে ধরালো ঘুণ





বুকে আছে মন, মনে আছে আশা, আশা থেকে হয় বুঝি ভালবাসা





তুমি যেখানে আমি সেখানে সেকি জানো না





মনে হয় হাজার বছর ধরে দেখিনা তোমায়





মন যারে চায় তারে প্রেম শেখাব.





চোর আমি, ডাকু আমি, বল না রে





পাহাড়ি ফুল আমি, মৌ-রানী, হায় কেউ জানে না





মন আমার ছোট্ট তরী, প্রেমের সাগর দিতে পাড়ি





কী দিয়া মন কাড়িলা ও বন্ধুরে





রংচটা জিন্সের প্যান্ট পরা





আমি রজনীগন্ধা ফুলের মতো





ফুলে ফুলে বাসর শুধু সাজিয়ে গেলাম





আমাকে পোড়াতে যদি এত লাগে ভাল





মন তো ছোঁয়া যাবে না





চাঁদের সাথে আমি দেব না তোমার তুলনা





প্রেমের-ই ছোট্ট একটি ঘর





ছেড়ো না ছেড়ো না হাত





হাত ধরে নিয়ে চলো পথো চিনি না





আকাশের ঐ মিটি মিটি তারার সাথে কইব কথা, নাইবা তুমি এলে





যে ছিল দৃষ্টির সীমানায়





এ জীবন তোমাকে দিলাম, তুমি শুধু ভালবাসা দিয়ো





তোমার নামে শপথ নিলাম, তোমায় আমি কথা দিলাম





আমার সকল চাওয়া তোমার-ই কাছে, তোমার-ই কাছেই আমি চাই





আজ কেন এত ভাল লাগছে





মনটা যদি খোলা যেত সিন্দুকের-ই মতো





তুমি ভুলে যেয়ো সবি শুধু এই কথা ভুলো না

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুলাই, ২০১৪ রাত ৯:৩৩

চড়ুই বলেছেন: অনেক দিন পর গান গুলো আবার দেখলাম। ভালো লাগলো। :)

১০ ই জুলাই, ২০১৪ রাত ১০:৩০

অ রণ্য বলেছেন: আমি সময় পেলেই শুনি এবং আমার সবসময়-ই ভাললাগে__এই গানগুলো নিয়ে আমি একটা গ্রুপও করেছি ফেসবুকে___!

যাই হোক ধন্যবাদ আপনাকে।

২| ০৩ রা জুলাই, ২০১৪ রাত ৯:৪৭

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: কাম সারছে !! আপনি তো ছোটবেলার ছায়াছন্দের কথা স্মরণ করিয়ে দিলেন । :#)

অসাধারন কালেকশন । :-B

১২ ই জুলাই, ২০১৪ সকাল ১১:০৫

অ রণ্য বলেছেন: ধন্যবাদ____রিবর্ণ
গানগুলো সত্যিই অসাধারণ !!!

৩| ১০ ই জুলাই, ২০১৪ রাত ১০:৩৪

রাজিব বলেছেন: পার্সিয়াস রিবর্ণ বলেছেন: কাম সারছে !! আপনি তো ছোটবেলার ছায়াছন্দের কথা স্মরণ করিয়ে দিলেন । :#)

অসাধারন কালেকশন । :-B

১২ ই জুলাই, ২০১৪ সকাল ১১:০৬

অ রণ্য বলেছেন: ধন্যবাদ রাজিব

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.