নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জড়তার কাব্য শুনি, ক্লীব লিঙ্গ বলিয়া কিছু নাই

অ রণ্য

পুলকে পুলক আর সাদা দুধ, সাদা ঘর, মেঘের দোসরযে তুমি ঘুমিয়ে আছো, যেন ঘর ছেড়ে উড়ে গেছোআরব সাগর আর যাদু-কাঠি-ঘ্রাণগাগল, পাগল আমি রাত-দিন বসে টানিযাদুর ঝালর

অ রণ্য › বিস্তারিত পোস্টঃ

আমার কিছু ফটোগ্রাফি (ধন্যবাদ নোকিয়া ৫১৩০) !!!

১১ ই জুলাই, ২০১৪ রাত ১০:৩৮



সদরঘাট, চট্টগ্রাম







কেশবপুর, যশোর







আগ্রাবাদ, চট্টগ্রাম





কেশবপুর, যশোর







আর্ট ক্যাম্প, কুষ্টিয়া







আঁখিতারা, ব্রাহ্মণবাড়িয়া





কর্ণফুলী নদী, চট্টগ্রাম





কর্ণফুলী নদী, চট্টগ্রাম





কর্ণফুলী নদী, চট্টগ্রাম





কয়রা, খুলনা





আঁখিতারা, ব্রাহ্মণবাড়িয়া





কেশবপুর, যশোর





জামালখান, চট্টগ্রাম





আঁখিতারা, ব্রাহ্মণবাড়িয়া





আঁখিতারা, ব্রাহ্মণবাড়িয়া







আঁখিতারা, ব্রাহ্মণবাড়িয়া





লাখেরা, চট্টগ্রাম





কেশবপুর, যশোর





রাজবাড়ি, নাটোর





সদরঘাট, চট্টগ্রাম







সদরঘাট, চট্টগ্রাম





কেশবপুর, যশোর

(সোনাই দাদু কেশবপুরের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মানুষ। তিনি নিজের বয়স জানেন না। তবে লোকমুখে প্রচলিত তার বয়স ১০০ এর অধিক এবং এখনও ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন। এই মানুষটির সাথে আমার সখ্যতা এতটাই গভীর হয়েছিল যে, আসার সময় তার অভিমান আর অনুযোগ মিশ্রিত সিক্ত অভিব্যক্তি এই জীবনে ভোলার নয়!!!)





আঁখিতারা, ব্রাহ্মণবাড়িয়া





আঁখিতারা, ব্রাহ্মণবাড়িয়া





কর্ণফুলী নদী, চট্টগ্রাম





কেশবপুর, যশোর





কেশবপুর, যশোর





কেশবপুর, যশোর





আগ্রাবাদ, চট্টগ্রাম





আঁখিতারা, ব্রাহ্মণবাড়িয়া





কেশবপুর, যশোর





কেশবপুর, যশোর





আর্ট ক্যাম্প, কুষ্টিয়া





আঁখিতারা, ব্রাহ্মণবাড়িয়া





আঁখিতারা, ব্রাহ্মণবাড়িয়া





আঁখিতারা, ব্রাহ্মণবাড়িয়া





আর্ট ক্যাম্প, কুষ্টিয়া

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১১ ই জুলাই, ২০১৪ রাত ১১:০৩

অতঃপর জাহিদ বলেছেন: কেশবপুর এর ছবি গুলো চমৎকার।

১১ ই জুলাই, ২০১৪ রাত ১১:৪৮

অ রণ্য বলেছেন: ধন্যবাদ ভায়া মন্তব্যর জন্য।

২| ১১ ই জুলাই, ২০১৪ রাত ১১:২০

পুরান লোক নতুন ভাবে বলেছেন: ভালোই ছবি তুলছেন কিন্তু বিদেশ আর বাংলাদেশ মিলিয়ে ফেলেছেন!!

১১ ই জুলাই, ২০১৪ রাত ১১:৪৯

অ রণ্য বলেছেন: আপনার অভিযোগ আমলে নিলাম এবং সেগুলো মুছে দিলাম। বস্তুত, আমি কেবল নিজের পছন্দের ছবিগুলোই শেয়ার করতে চেয়েছিলাম। তারপরও অভিযোগটি পছন্দ হবার কারণে সেগুলো বাতিল করে দিলাম।

ধন্যবাদ জানাচ্ছি।

৩| ১১ ই জুলাই, ২০১৪ রাত ১১:৪১

নীল বরফ বলেছেন: আপনার ফটোগ্রাফিতে তুলে এসেছে আবমান বাংলার চিরায়ত রুপ।+++।
তবে পরিত্যক্ত ট্রাক আর আঁখিতারা, ব্রাহ্মণবাড়িয়ার প্রায় নিঃসঙ্গ টিনের বাড়িটি আমার কাছে বিশেষভাবে ভালো লেগেছে ভাই।

১১ ই জুলাই, ২০১৪ রাত ১১:৫৩

অ রণ্য বলেছেন: ধন্যবাদ নীল বরফ। ট্রাকটির ছবিটি আমার নিজের কাছেও বিশেষ, কেন না রোজ কাজ থেকে ফেরার পথে ট্রাকটি আমার নজরে পড়ত, আর ভাবতাম এই ট্রাকটি যেন কোনো কারণে নিগুঢ় এক সংকেত বহন করে পড়ে আছে ওভাবে। ফটোগ্রাফিক ক্যামেরা হলে এই ছবিটা অসাধারণ একটি শট হতে পারত।

আর আঁখিতারা গ্রামটির প্রেমে আমি আজও ডুবে আছি। অসাধারণ একটি গ্রাম বিশাল হাওড়ের একদম পাড় ঘেষে।

৪| ১১ ই জুলাই, ২০১৪ রাত ১১:৪৩

রাজিব বলেছেন: কেশবপুর, যশোর এর ছবিগুলো বেশ ভাল লেগেছে। আর আপনার ছবিতে প্রকৃত বাংলাদেশ এর স্বাদ পেলাম। এজন্য ধন্যবাদ।

১২ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৫৫

অ রণ্য বলেছেন: ধন্যবাদ রাজিব

৫| ১৩ ই জুলাই, ২০১৪ রাত ১২:০২

সায়েম মুন বলেছেন: ছবিগুলোতে অনেক ভাললাগা।

১৩ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৪৮

অ রণ্য বলেছেন: ধন্যবাদ

৬| ১৩ ই জুলাই, ২০১৪ রাত ১২:০৪

সেলিম আনোয়ার বলেছেন: ফটোগ্রাফী ভাল হয়েছে ।

১৩ ই জুলাই, ২০১৪ দুপুর ২:০৬

অ রণ্য বলেছেন: ধন্যবাদ

৭| ১৬ ই জুলাই, ২০১৪ রাত ৮:১৭

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: অসাধারন কিছু মুহূর্ত । ভালো হয়েছে ।

১৬ ই জুলাই, ২০১৪ রাত ৯:৩৮

অ রণ্য বলেছেন: ধন্যবাদ রিবর্ণ আপনাকে ___ :)

৮| ১৬ ই জুলাই, ২০১৪ রাত ৮:৩৩

কালীদাস বলেছেন: কয়েকটা সিন এখন আর শহরাঞ্চলে দেখা যায় না।
ক্যামেরার কোয়ালিটির তুলনায় ছবি বেশ ভাল হয়েছে :)

১৬ ই জুলাই, ২০১৪ রাত ৯:৪২

অ রণ্য বলেছেন: আমি নোকিয়া ৫১৩০ দিয়ে হাজার হাজার ছবি তুলেছি, এবং বিস্মিত হয়েছি, ঠিকঠাক আলোয় নকিয়ার এই সামান্য সেটটি দিয়ে অসাধারণ ছবি তোলা সম্ভব।

মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.