নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জড়তার কাব্য শুনি, ক্লীব লিঙ্গ বলিয়া কিছু নাই

অ রণ্য

পুলকে পুলক আর সাদা দুধ, সাদা ঘর, মেঘের দোসরযে তুমি ঘুমিয়ে আছো, যেন ঘর ছেড়ে উড়ে গেছোআরব সাগর আর যাদু-কাঠি-ঘ্রাণগাগল, পাগল আমি রাত-দিন বসে টানিযাদুর ঝালর

অ রণ্য › বিস্তারিত পোস্টঃ

কবরলোভী ঈশ্বর অথবা শয়তান

১৪ ই জুলাই, ২০১৪ রাত ১০:৩৫

।। কবরলোভী ঈশ্বর অথবা শয়তান ।।

উৎসর্গঃ গাজায় নিহীত সমস্ত শিশু ও মানুষদের



চারিদিকে রক্তাক্ত শিশু আর মানুষের মুখ

প্রিয়তমা, তোমাকে ভুলে যাবার এখনই প্রকৃত সময়

কেন না, যুদ্ধক্ষেত্র থেকে আমি দেখতে ভুলেছি ঈশ্বরের মুখ

শয়তান এসে রোজ হাসিমুখে দিয়ে যায় সাত্বনা, আর ক্রমশঃ নির্বীজ হতে হতে

অপেক্ষা করেছি নতুন লাশের

এ যেন এক নেশা - কবর খননরত মানুষের হৃদয়ে জেগে উঠে

তুমি তার দিকে মায়া নিয়ে তাকিয়ো না

কারণ সে জেনেছে, হত্যার পর হত্যাই যেন হয়ে উঠে একমাত্র সাত্বনা

বস্তুত, এমন অভিশাপের পর

সমস্ত সুন্দর আটকা পড়ে কবরে আর মানুষের জন্য রয়ে যায় শুধু করুণা



প্রতিদিন বিধ্বস্ত নগরীতে সকাল আসে লজ্জাবনত সূর্যের বেশে

প্রতিটি মায়ের দিকে তাকালেই নিজেকে মনে হয় নগ্ন

এমন সময়ে আমি তোমার কথা ভাবি; ভাবি সম্ভাব্য মিলন ও গর্ভের কথা

অথচ প্রতিটি মৃত শিশুকে সযত্নে কবরে নামানোর আগে

ভীত আমি কিছুতেই নিজেকে ভাবতে পারি না পিতা

মাঝে মাঝে আকাশের দিকে তাকাই

নিঘুর্ম প্রকৃতি ও অসংখ্য চোখ

এ যেন সুদীর্ঘকাল জেগে জেগে কেবল প্রকৃত রাতের অপেক্ষা



প্রিয়তমা, তোমার জন্য নেই সমবেদনা

আমি বরং কবরগামী শিশুদের নাম মুখস্ত করতে ব্যস্ত

আর প্রতিটি সমাপ্ত কবরের উপর একেকটি ফলকের দিকে তাকিয়ে দেখি

কেমন মুখস্থ হয়ে গেছে পৃথিবীর সমস্ত দুর্ভাগ্য শিশুদের নাম

যারা এসেছিল শুধু নিজেদের কবরের জায়গাটুকু নিজের করে নিতে



প্রিয়তমা, তোমাকে সত্যিই আর ভালবাসি না

লাশের গন্ধে ভরে উঠেছে প্রাণ

যেদিকেই তাকাই না কেন কদাকার পৃথিবী, রক্তের দাগ

মায়ের কান্নায় ভারী উঠা বাতাস

আমাকে ভাবতে বাধ্য করেছে ঈশ্বর, গর্ভ ও জন্মহীন গ্রহের সম্ভাবনা

যেখানে শয়তান কবর খুঁড়তে খুঁড়তে হয়ে উঠবে ক্লান্ত

আর আমরা একেকটি শিশুর লাশ যথাযথভাবে প্রস্তুত হবার পর

কবরের পাশে দাড়িয়ে বিনীত ভঙ্গিতে জানিয়ে দেব

'তুমি আমাদের কাছে এভাবে আর এসো না

যতদিন না আমরা ভুলে যাব শক্তিশালী শয়তান ও দুর্বল ঈশ্বরের

অন্ধকারে ঢাকা বিভৎস মুখ'!



১৩.০৭.১৪

মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুলাই, ২০১৪ রাত ১০:৪৮

মামুন রশিদ বলেছেন: তুমি আমাদের কাছে এভাবে আর এসো না
যতদিন না আমরা ভুলে যাব শক্তিশালী শয়তান ও দুর্বল ঈশ্বরের
অন্ধকারে ঢাকা বিভৎস মুখ'!


ধিক্কার সেই নরপশুদের ।

১৫ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৪১

অ রণ্য বলেছেন: তাছাড়া আর কী করতে পারি আমরা!!!
নিজের দেশে নিজেরাই উদ্বাস্তু_________বড় ভয়াবহ এই বোধ!

২| ১৪ ই জুলাই, ২০১৪ রাত ১০:৫৮

মৃদুল শ্রাবন বলেছেন:
"প্রিয়তমা, তোমাকে সত্যিই আর ভালবাসি না
লাশের গন্ধে ভরে উঠেছে প্রাণ
যেদিকেই তাকাই না কেন কদাকার পৃথিবী, রক্তের দাগ"



এ যেন সেই যুদ্ধে যাবার আগের অনুভুতি। মনে হচ্ছিল আমার যেন ভালোবাসার কাছে বিদায় নিয়ে তাদের পাশে গীয়ে দাড়াবার সময় হয়ে এসেছে।

১৫ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৪৮

অ রণ্য বলেছেন: এমন অনুভব তো আজকের নয় ভায়া___সেই শৈশব থেকেই। এখন যদিও সয়ে গেছে, কিন্তু, তারপরও বুকের মধ্যে চিনচিন করে, কষ্ট হয় এই মানুষগুলোর জন্য।

৩| ১৫ ই জুলাই, ২০১৪ রাত ২:৫৪

আরজু মুন জারিন বলেছেন: প্রিয়তমা, তোমাকে সত্যিই আর ভালবাসি না
লাশের গন্ধে ভরে উঠেছে প্রাণ
যেদিকেই তাকাই না কেন কদাকার পৃথিবী, রক্তের দাগ
মায়ের কান্নায় ভারী উঠা বাতাস

মন স্পর্শ করে গেল কবিতা .অনেক শুভকামনা রইল

১৫ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:১৫

অ রণ্য বলেছেন: ধন্যবাদ আরজু________!!
শুভকামনা আপনার জন্যও।

৪| ১৫ ই জুলাই, ২০১৪ ভোর ৪:০৮

মুহাই বলেছেন: কেমন মুখস্থ হয়ে গেছে পৃথিবীর
সমস্ত দুর্ভাগ্য শিশুদের নাম
যারা এসেছিল শুধু নিজেদের
কবরের জায়গাটুকু নিজের
করে নিতে -দারুণ।

১৫ ই জুলাই, ২০১৪ দুপুর ১:১১

অ রণ্য বলেছেন: ধন্যবাদ আপনাকে মুহাই !

৫| ১৫ ই জুলাই, ২০১৪ সকাল ১০:০৩

ফারগুসন বলেছেন: আমাকে ভাবতে বাধ্য করেছে ঈশ্বর, গর্ভ ও জন্মহীন গ্রহের সম্ভাবনা
যেখানে শয়তান কবর খুঁড়তে খুঁড়তে ক্লান্ত হয়ে উঠব।



অবশ্যই শয়তান কবর খুঁড়তে খুঁড়তে ক্লান্ত হয়ে উঠবে একদিন। ধন্যবাদ

১৫ ই জুলাই, ২০১৪ দুপুর ১:১৪

অ রণ্য বলেছেন: তা হবে নিশ্চয়_____আশা আমরা করতেই পারি।

৬| ১৫ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৪৩

ইমরান হক সজীব বলেছেন: মিশ্র অনুভূতি

১৫ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:২২

অ রণ্য বলেছেন: হুম____!!!

৭| ১৫ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৪৭

চড়ুই বলেছেন: কবিতার শেষের লাইনগুলো অনেক কষ্টের। :( :(

১৫ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৫৫

অ রণ্য বলেছেন: একদম শৈশব থেকেই গাজা, ফিলিস্তিন আর ইসরাইল শুনতে শুনতে একটিমাত্র বোধ ক্রমশঃ গভীর থেকে গভীরতর হয়েছে, যেখানে কেবল যুদ্ধ, লাশ, মুসলিম ও অসহায় ফিলিস্তিন_____!!! নিজের দেশে নিজেরাই উদ্বাস্তু, এই দুর্বিষহ বোধ পৃথিবীর আর কোনো জাতীর পক্ষে বোঝা বা অনুভব করা অসম্ভব !!!

৮| ১৫ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৪৭

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: আমাকে ভাবতে বাধ্য করেছে ঈশ্বর, গর্ভ ও জন্মহীন গ্রহের সম্ভাবনা
যেখানে শয়তান কবর খুঁড়তে খুঁড়তে হয়ে উঠবে ক্লান্ত
আর আমরা একেকটি শিশুর লাশ যথাযথভাবে প্রস্তুত হবার পর
কবরের পাশে দাড়িয়ে বিনীত ভঙ্গিতে জানিয়ে দেব
'তুমি আমাদের কাছে এভাবে আর এসো না
যতদিন না আমরা ভুলে যাব শক্তিশালী শয়তান ও দুর্বল ঈশ্বরের
অন্ধকারে ঢাকা বিভৎস মুখ'!
[/si



পুরোটাই অসাধারন ...

১৫ ই জুলাই, ২০১৪ রাত ১০:০৪

অ রণ্য বলেছেন: ধন্যবাদ আপনাকে রিবর্ণ

৯| ১১ ই আগস্ট, ২০১৪ রাত ১১:২১

দৃষ্টিসীমানা বলেছেন: কবিতায় ভাল লাগা রইল । একটা ব্যক্তিগত প্রস্ন ,এ অরন্য কি অরন্য আনোয়ার ?

১২ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৩৫

অ রণ্য বলেছেন: ধন্যবাদ সীমানা মতামতের জন্য।

না____আমি অরণ্য আনোয়ার নই, আমি অরণ্য কেবল____অবশ্য এমন গুলিয়ে ফেলাটা বেশ গোলমেলে ঠেকছে, কারণ আমার প্রোফাইলে একটা ছবি দেয়া আছে, যা অরণ্য আনোয়ার সাহেবের সাথে একদম মেলে না।

১০| ২৩ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৫৪

খোরশেদ খোকন বলেছেন: "সমস্ত সুন্দর আটকা পড়ে কবরে আর মানুষের জন্য রয়ে যায় শুধু করুণা"

কবে যে এমন একটি সার্থক লাইন লিখতে পারবো, জানিনা। খুব ভাল একটা কবিতা পড়লাম। শুভেচ্ছা এবং শুভকামনা অবিরাম...

২৬ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৫৪

অ রণ্য বলেছেন: আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি পাঠ প্রতিক্রিয়া জানানোর জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.