নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জড়তার কাব্য শুনি, ক্লীব লিঙ্গ বলিয়া কিছু নাই

অ রণ্য

পুলকে পুলক আর সাদা দুধ, সাদা ঘর, মেঘের দোসরযে তুমি ঘুমিয়ে আছো, যেন ঘর ছেড়ে উড়ে গেছোআরব সাগর আর যাদু-কাঠি-ঘ্রাণগাগল, পাগল আমি রাত-দিন বসে টানিযাদুর ঝালর

অ রণ্য › বিস্তারিত পোস্টঃ

কাক সিরিজ-৩৫

৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৩১

।। কাক সিরিজ-৩৫ ।।

একটু তো দূরে
তবু কেন ভুল হয় কোথাও কোন দূরে
আমি নই অতীত শরীরে বাঁচা মানুষের প্রাণ
অতিক্ষীণ একটানা গুনগুন শুনে
আমচকা উঠছে জেগে আমিষের লোভে

একটি চেনা পোকা হাড়ের গভীরে
আরেকটু সাহসী হয়ে হৃদয়ের দিকে
পাখি নয় ঝাঁকে ঝাঁকে কাকের উড়া দেখে
নিজেকে ভাবছে প্রভু আঁধার পৃথিবীতে
ঘুমহীন মানুষের নিমগ্ন ঘুমে

সমধুর সুর বাজে জীবন থেকে দূরে
ধীরে ধীরে খুলে যায় স্বর্গের দ্বার
পাখিরা সেখানে বাঁচে মানুষের রূপে
অতি তুচ্ছ কিছু যৌন-আচারে

রোজ রোজ ফিরে আসে সাদা সেই কাক
চুপচাপ বসে থাকে মাথার ভেতরে
ক্রমশঃ বদলে যাওয়া আলোর প্রকার
আচমকা ঢুকে পড়ে দেয়াল এপারে

এতদিন উড়েছি শুধু পাখির অপবাদে
পালক হারিয়েছি সব স্বপ্ন-অসুখে
হঠাৎ নিম্নগামী কাকেদের প্রাণ
জেনেছে সত্য এক মৃত্যু-প্রদেশে
মানুষ বেঁচে থাকে পাখির নিকটে




মন্তব্য ৫ টি রেটিং +৪/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১:০৯

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: অ রণ্য অলওয়েজ এ প্লাস :)

০১ লা ডিসেম্বর, ২০১৪ রাত ১১:১৪

অ রণ্য বলেছেন: ধন্যবাদ ভায়া

২| ৩১ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৪৩

সালমান মাহফুজ বলেছেন: আমি নই অতীত শরীরে বাঁচা মানুষের প্রাণ
অতিক্ষীণ একটানা গুনগুন শুনে
আমচকা উঠছে জেগে আমিষের লোভে
-- অন্য রকম স্বাদের কিছু পঙক্তি । ভালো লেগেছে ।

০১ লা ডিসেম্বর, ২০১৪ রাত ১১:১৬

অ রণ্য বলেছেন: ধন্যবাদ সালমান

৩| ৩১ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:১০

সুমন কর বলেছেন: শেষ দিকটা ভাল লেগেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.