নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জড়তার কাব্য শুনি, ক্লীব লিঙ্গ বলিয়া কিছু নাই

অ রণ্য

পুলকে পুলক আর সাদা দুধ, সাদা ঘর, মেঘের দোসরযে তুমি ঘুমিয়ে আছো, যেন ঘর ছেড়ে উড়ে গেছোআরব সাগর আর যাদু-কাঠি-ঘ্রাণগাগল, পাগল আমি রাত-দিন বসে টানিযাদুর ঝালর

অ রণ্য › বিস্তারিত পোস্টঃ

কঙ্কালের দিন-রাত্রি

১৩ ই মার্চ, ২০১৫ রাত ১২:০৬

এত শব্দে চুমু খাও তুমি

ঘুম ভেঙ্গে যায়

আচমকা আলোর ছটা লাগে

তারপর জেগে থাকি সুদীর্ঘ রাত



প্রতিটি দিন শুরু হয় নিছক অজুহাতে

প্রতিটি রাত আসে কান্না-অসুখে

যত বলি মিশে যাও তুমি

‘নিজেকে শুনতে না-পাওয়ার দলে’

ততই ফিরে আসে সুর মায়াবী আসরে



মাঝে মাঝে আলো জ্বলে উঠে

ভুল করে ফিরে এলে কেউ নিজের ভেতরে

সব মেঘ সরে যায় চোখের বাহিরে

নিজের হাতে রাখা হাত হৃদয়-আঁধারে

ভয় পেয়ে ঠেলে দেয় নিজেকেই দূরে



রোজ তাই ফিরে আসি তোমার কবরে

কোথা থেকে এক ঝাঁক জোনাক পোকা এসে

একটু একটু খেতে থাকে আঁধার দেয়াল

আর এপাশে চুপচাপ তোমায় বাঁচাতে জাগে

জীবিত কঙ্কাল

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই মার্চ, ২০১৫ রাত ১২:২২

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:



রোজ তাই ফিরে আসি তোমার কবরে
কোথা থেকে এক ঝাঁক জোনাক পোকা এসে
একটু একটু খেতে থাকে আঁধার দেয়াল
আর এপাশে চুপচাপ তোমায় বাঁচাতে জাগে
জীবিত কঙ্কাল



দারুণ লিখেছেন, অনেক ভালোলাগা জানবেন। ++

২২ শে মে, ২০১৫ রাত ১২:২২

অ রণ্য বলেছেন: পাঠ প্রতিক্রিয়া জানানোর জন্য ধন্যবাদ স্বপ্নচারী

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.