নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জড়তার কাব্য শুনি, ক্লীব লিঙ্গ বলিয়া কিছু নাই

অ রণ্য

পুলকে পুলক আর সাদা দুধ, সাদা ঘর, মেঘের দোসরযে তুমি ঘুমিয়ে আছো, যেন ঘর ছেড়ে উড়ে গেছোআরব সাগর আর যাদু-কাঠি-ঘ্রাণগাগল, পাগল আমি রাত-দিন বসে টানিযাদুর ঝালর

অ রণ্য › বিস্তারিত পোস্টঃ

।। কাক সিরিজ-৩৯ ।।

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:২৩

নতুন নাম নয় আমাকে ডাকো পাখি
হালকা বাতাসের মতো
এমন সাত্বনায় যদি মুছে যায় দাগ
আরেকটি জন্ম তবে আমি নিজের মতো
নিজ অগোচরে বাঁচি

যদি আসে কাজল রূপে ক্ষত
যদি খোড়া হয় বেনামি কবরের মতো
লোভনীয় ফাঁদ হবে কি আর কখনও কালো
বলে দাও তুমি আগুনের পাখি

এ পালক পোড়ায় ত্বক অবিরত
শিরা-উপশিরা বেরিয়ে আসে বর্ণিল সাপের মতো
তার দিকে চেয়ে চেয়ে থাকা যদি হয় পাপ
আমি তবে এ রূপেই বাঁচি
পরম যত্নে রেখে দেওয়া আড়ালের ফাঁদ
সেখানে আটকা পড়ুক তোমাদের প্রিয় মাছি

প্রাণ থেকে হঠাৎ বেরিয়ে আসে ধোয়া
চারিদিকে সাজানো কপাটের ঘোর
নিজেকে রক্ষা করতে এই শর্ত হয় জানা
সুতার বণিক আমাকে করবে ক্ষমা
কাক যদি কখনও হয়ে উঠে পাখি

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৩৬

ফারিহা নোভা বলেছেন: সুন্দর

২০ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:২৮

অ রণ্য বলেছেন: ধন্যবাদ নোভা

২| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৩৯

তৌফিক মাসুদ বলেছেন: ভাল লাগা রইল।

২০ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:২৯

অ রণ্য বলেছেন: ধন্যবাদ মাসুদ

৩| ০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:২০

বিজন রয় বলেছেন: চমৎকার।

০৭ ই মে, ২০১৬ রাত ৯:৩৪

অ রণ্য বলেছেন: ধন্যবাদ

৪| ১৩ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪০

মো: ইমরান আল হাদী বলেছেন: অনেক অনেক সুন্দর।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:০৬

অ রণ্য বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.