নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জড়তার কাব্য শুনি, ক্লীব লিঙ্গ বলিয়া কিছু নাই

অ রণ্য

পুলকে পুলক আর সাদা দুধ, সাদা ঘর, মেঘের দোসরযে তুমি ঘুমিয়ে আছো, যেন ঘর ছেড়ে উড়ে গেছোআরব সাগর আর যাদু-কাঠি-ঘ্রাণগাগল, পাগল আমি রাত-দিন বসে টানিযাদুর ঝালর

অ রণ্য › বিস্তারিত পোস্টঃ

।। বিলুপ্ত পাখিদের গান ।।

২৩ শে জুন, ২০১৬ রাত ১১:৪৭

উভয় বসে এইখানে
মধ্যপন্থার মতো একটুও যায় যদি সরে আসা
একটি তীব্র ব্যাথা বরাবরের মতোই
সন্দীহান নেমে যায় পৃথিবীর দিকে

থেমে থেমে বদলে যায় আলো প্রলুব্ধ আচারে
মনে হয় দীর্ঘ জীবন শেষে
অনেক মৃত হেঁটে যায় বুকের পথ ধরে
শর্তহীন কোনো হৃদয় গভীরে

দূর থেকে ফিরে আসে ভয় নগ্ন শরীরে
আশা-নিরাশার অধিক কিছু মেনে
জাপটে ধরে যদি ফেলে আসা হাত
আবারও কি ফিরবে না আলো মাটির প্রদীপে

বারবার শব্দহীন মস্তিষ্ক থেকে
এ এমন মন্দ কি সুদীর্ঘ হয়ে ওঠার মাঝে
উভয় কি কখনও পারবে বলে দিতে
প্রিয় রূপে এ কোন অপ্রিয় সাথে সাথে এসে
সমস্ত ফেলে এগিয়ে যায় উভয়ের দিকে

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.