নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জড়তার কাব্য শুনি, ক্লীব লিঙ্গ বলিয়া কিছু নাই

অ রণ্য

পুলকে পুলক আর সাদা দুধ, সাদা ঘর, মেঘের দোসরযে তুমি ঘুমিয়ে আছো, যেন ঘর ছেড়ে উড়ে গেছোআরব সাগর আর যাদু-কাঠি-ঘ্রাণগাগল, পাগল আমি রাত-দিন বসে টানিযাদুর ঝালর

অ রণ্য › বিস্তারিত পোস্টঃ

রূপকথা অথবা মিথ্যে প্রবণতা

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০৬

বলছি না তোমাকেই ফিরিয়ে দিতে হবে মাটির প্রদীপ, হাতপাখা। হুতোম প্যাঁচার মতো একাগ্রতা নেই আমার, যে তুমি চাইলেই ফিরিয়ে দেব উত্তাপ। ভ্রান্তির সবগুলো চাবি আগলে রেখে তুমি ঘুমাও, আর আমি দূর-বেলার মাঠ পেরিয়ে এসে দেখি চুলোয় পুড়ছে সন্ধ্যে বেলার ভাত। খড়কাটা মানুষের মতো আমার হাতেও পড়েছে নির্মম ক্ষত; জেলেদের মতো শরীর থেকে আমারও চলে গেছে উষ্ণতা। এই শীতে যে লেপ তুমি সারাদিন রোদে শুকিয়ে নিয়ে আসো ঘরে, তার থেকে লাশের গন্ধ ছাড়া কিছুই আসে না আর। আমি বলছি না তোমাকেই ফিরিয়ে দিতে হবে স্বপ্ন-রেখা। যে সিন্দুকে তুমি তুলে রেখেছো আতর-দানি, গোলাপ জল, শুধু বলছি, চাবি দিয়ে দিয়ে এভাবে বারবার খুলে রেখো না আর, খুব সন্তর্পণে হারিয়ে যায় রূপকথা!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:১৭

সালাহ উদ্দিন শুভ বলেছেন: সুন্দর সৃষ্টি :)

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:১৯

রাজীব নুর বলেছেন: বেশ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.