নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অরূপ স্বরূপ

আমি মুক্ত, অবরুদ্ধ ,আমি কঠোর আবার কিছুই না ..

অরূপ স্বরূপ

হারিয়ে যাই মাঝে সাঝে অচিনরে চেনার খোঁজে...

অরূপ স্বরূপ › বিস্তারিত পোস্টঃ

এখনো তুমি

২৬ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৬:৫৫

তুমি আর কেউ নও

রাতের আকাশের সুখতারা,

দিনের বেলায় গায়েব ।

দাঁড়াতে গিয়ে পিছলে পড়ছ,

কালের অভিশাপে ।

তখনো , এখনো ।

কালের প্রবাহে সুর বদলালো কি ?

হা, একটু ।

এখন তুমি স্বাধীন তবু নিজের নও,

জগতের দোষ এখনো কাঁধে বও।

স্বাধীনতার মোড়কে

নও কি লাগামহীন পুরুষ এখন ?

বিকিয়ে দিয়ে নিজেকে

কতটুকুই বা পাও ?

না কি হারাও তোমার অস্তিত্ব ?

না , কিছুই বদলায়নি

এখনো তুমি ধর্ষিত

এখনো তুমি হায়েনার দাসী !

এখনো তুমি মাংসের বাজার,

কখনো বিক্রেতা নিজেই!

এখনো ট্রয় ধ্বংস হয় তোমার জন্য।

এখনো তুমি মানুষ করো

আধপাকা ছোকরাদের।

কষ্টের বিষ খায় ওরা,

পরিণত হয় এক একটি মানুষে ।

তোমার স্থান সেই ওখানেই,

যে বাজারে তোমার সঙ্গী কেউ না।

এখনো তুমি নারী , মানুষ না ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:২৮

মুহাম্মদ আরীফ হোসাইন বলেছেন: কবি হতে পারলাম না। অনেক দুঃখ। আল্লাহ আপনাকে আরও বেশি কবিতা লেখার তৌফিক দেন। Click This Link

২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৪৩

অরূপ স্বরূপ বলেছেন: আমীন । ধন্যবাদ ।

২| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৯

রাইসুল নয়ন বলেছেন: ভালো লাগলো কবি,
আরও আরও লেখেন ।।

২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৮

অরূপ স্বরূপ বলেছেন: ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.